কবিতাঃ তোমাকে আমি হারাতে চাই না
তোমাকে কতটুকু ভালোবাসতে পেরেছি
জানি না ;
তবে,
তোমাকে আমি হারাতে চাই না!
টুকরো টুকরো সাদা মেঘের মত
আমার ভাবনার আকাশ জুড়ে
তুমি উড়ে বেড়াও ;
অনুভূতিতে ছড়িয়ে পরে সুখ!
আমি তোমায় কতটুকু ভালোবাসতে পেরেছি
জানি না,
তোমাকে হারাতে চাই না ;
ঐ দৃষ্টি সীমানার কোল জুড়ে এঁকে দেবো
আমার অবয়ব,
আমাকে ছাড়া অন্য কোন মানচিত্র
তুমি দেখতে পারবে না!
তুমি বুকের ভেতর সমুদ্রের মত
গর্জে ওঠো,
কখনও হাসি,কখনও কান্নার গোপন অভিমানে
মিশে থাকো ।
তোমাকে ঠিক বোঝাতে পারি না —
তুমি আমার রক্তে হিমোগ্লোবিনের মত
মিশে আছো ;
তোমার অবহেলায় হৃৎপিণ্ডের দুর্বলতা বাড়ে ;
তোমাকে আমি হারাতে চাই না!
তোমাকে আমি কতটুকু ভালোবাসতে পেরেছি
জানি না —
তবে,
আমার ভেতরটা কেবল-ই তুমিময়,
অন্য কাউকে পাই না!
তোমাকে আমি হারাতে চাই না।
S.I ZITU