আড়ালের আমি
আমি সবসময় মুখে হাসির রেনু মেখে ঘুরি,
তাই বলে, আমি খুব ভালো আছি এমন তো নয়..
আমি সময়ের সাথে চলতে চলতে ভালো থাকার অভিনয়টা শুধু শিখে নিয়েছি..
আমি সারাক্ষণ তোতা পাখির মতো আওরাতে থাকি
ভালো আছি, ভালো আছি , ভালো আছি..
আচ্ছা সত্যি কি ভালো আছি??
প্রয়োজনের বাইরে গিয়ে অযথা কথা বলি,
সবাই হয়তো বাচাল বলে আড়ালে,
কিন্তু আমিতো জানি,এই হাজার অপ্রয়োজনীয় কথার আড়ালে কতো না-বলা কথা লুকিয়ে রাখি।
আমি কখনো নিজেকে প্রকাশ করিনা,,
আমার ভালো থাকাটা সবার নজরে পরলেও,,
খারাপটা লুকিয়ে থাকে গভিরে।
যার হদিস কারও কাছে নেই,
কিংবা কেও খোজার চেষ্টাই করে নি।
সবাই মুখোস টাকেই সত্যি ভেবে দিব্যি আছে…
তবে থাক, আমি নাহয় আড়ালেই থাকলাম
আমার লুকায়িত কথা গুলো নিয়ে।
এইতো বেশ আছি,হ্যা আমি সত্যি ভালো আছি ?
#লেখেঃআনান্দিতা(ছদ্মনাম)
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/