আমার বাচ্চা হবে না

0
774
♠ আমার বাচ্চা না !!♠ বন উজাড় করে হবে কারখানা, কেউ বলে হবে-হবে কেউ বলে না না। এই নিয়ে লোকজন হয়ে দুইভাগ, মিটিং মিছিল আর সভা দিলো ডাক। হবে-হবে দলনেতা নিয়ে লোকজন, বিরাট সভা ডাকে কাঁপে সারা বন। আমাদের ঠিক দাবি ভূয়া নয় সাচ্চা, একেকটা কর্মী মোর বাঘেরই বাচ্চা। কারখানা হইবে না, হাঁক যারা ডাকে, বাঘের এই বাচ্চারা খেয়ে নেবে তাকে।
ঐদিকে সে গহীন বনের ভিতরে, ইয়া বড় কেঁদো বাঘ কেঁদে কেঁদে মরে। বাঘিনীর পিছে পিছে, ধরে তার পায়, নাকে খৎ কানে খৎ দিয়ে মাফ চায়। এতদিন সংসার! এই বুঝ পাইলি? তুইই হামার জান তুই আমার লাইলি। ঐ নেতা বাজে লোক, কথা মিছা কইছে, জানিনা কার পাপে এতো খোকা হইছে! কসম বনবিবির আমি খাঁটি সাচ্চা, ঐখানে একজন ও নয় আমার বাচ্চা। #রম্য ছড়া —— কার জন্য কে খায় ধরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে