অসৎ স্বামী পর্ব/ ৯

0
3752

অসৎ স্বামী পর্ব/ ৯
লেখক/ ছোট ছেলে

????????

আমি/ কিরে বাবার বাড়ি গিয়েও আমাকে একটু শান্তিতে থাকতে দিবিনা

নীলা/ কেমন আছেন আপনি

আমি/ ভালো ছিলাম খুব ভালো তোর ফোনটা পেয়ে খারাপ হয়ে গেছে একদম খারাপ

ফোন রাখ

নীলা/ শোনেন না আমার কথা

আমি/ কি বলবি বল তাড়াতাড়ি

নীলা/ বলছি আমাদের বাড়ি কবে আসবেন

আমি/ পাগল নাকি তুই তোদের বাড়ি যাবো আমি হাহাহা

স্বপ্নেও ভাবিসনা এটা

আর আমাকে যখন তখন ফোন দিয়ে বিরক্ত করবিনা

বলে ফোনটা রেখে দিলাম

এই মেয়েটাকে নিয়ে যে কি করি

না ওকে আর বউ করে রাখা যাবেনা

প্রেমাকে আমার চাই চাই

বাসায় গিয়ে দেখি বাসাটা বড্ড খালি খালি লাগছে

বাসাটা যখন খালি তখন কি আর ঘুম আসে চোখে

চোখ বন্ধ করতে দেখি প্রেমা চোখ খুললেও দেখি প্রেমা

নেশা ধরেছে তবে রূপের নয় ভালোবাসার

একটু কথা বলে নিলে কেমন হয়

কিন্তু কথা বলবো কিভাবে নাম্বারটা তো নেয়া হয়নি

তাতে কি রিয়ার নাম্বারটা তো আছে

ফোন দিলাম রিয়াকে

রিয়া আমার ফোনটা দেখে ফোন তুলে দিলো রিয়াকে

রিয়া/ এই নাও একদম কান্নাকাটি করবেনা

খুব শক্ত হয়ে কথা বলবে

যতটা নিষ্ঠুর হয়ে সে তোমার সাথে বলে

নীলা ফোন ধরতে আমি রিয়া ভেবে

আমি/ কি করছিস রে তুই

নীলা (প্রেমা/ আমি রিয়া নয় প্রেমা বলছি

আমি/ ওহহহহ আপনি ভালোই হলো

মনে মনে আমি আপনার কথাই ভাবছি

প্রেমা/ আমার কথা
আমি আবার কি করলাম আপনার

আমি/ কেড়ে নিলে রাতের ঘুম

প্রেমা/ কি বলেন এসব
আপনার মাথা ঠিক নেই

আমি/ সব ঠিক আছে শুধু মন ছাড়া ভালোবেসে ফেলেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি

প্রেমা/ শুনেন আপনার মত ছেলেদের এই একটা বাজে অভ্যাস

চেনা নেই জানা নেই হুঁট করে এসে বলছেন ভালোবাসি

আপনার মত ছেলেদের আমার খুব চেনা আছে

আরকিছু বলার আছে আপনার

আমি/ এসব তুমি কি বলছো

আমিতো কিছুই বুঝতেছিনা

প্রেমা/ আপনাকে বুঝতে হবেনা

শুধু এটাই বলবো যে স্বপ্ন আপনি দেখছেন সেটা কখনও পূরণ হবার নয়

ক্ষমা করবেন আমায়

আপনার মত ছেলেকে পিছে রাখা যায়
মনের ঘরে নয়

বলে ফোনটা কেটে দিলো

আমি কিছুই বুঝতে পারলাম না যে একটু আগে আমার সাথে এত সুন্দর করে কথা বললো

সেই মেয়েটা এখন এমন করছে কেন

তারমানে রিয়া কিছু বলে দেইনি তো

আবারও ফোন দিলাম রিয়াকে

এবার সে ফোন ধরেছে

রিয়া/ কিরে এতরাতে আবার ফোন দিলি কেন

আমি/ প্রেমাকে আমার নামে কি কি বলছিস

রিয়া/ যা সত্যি যা জানার দরকার তাই বলেছি
ভুল কিছুই তো বলিনি

আমি/ উফফফফ…. এই তুই কি করলি কেন এমন করলি

রিয়া/ কারন তোর বউ সংসার সব আছে তাই

আমি চাইনা তোর ফাঁদে আমার বান্ধবীটা পাঁ দেয়

কান খুলে শুনে রাখ

যদি ভালো হয়ে ফিরে আসতে পারিস তাহলে আমি কথা দিচ্ছি

সেদিন তোকে আমি সাহায্য করবো

আমার মাথায় কিছু আসতেছেনা রিয়া এমন কেন করলো

আমি/ তোর সাথে আমি কাল দেখা করতে চাই

রিয়া/ চাওয়াটা তোর সময়টা আমার

আমি জানিয়ে দিবো কখন কোথায় দেখা হবে

আমি ফোনটা রেখে দিলাম

চোখ বন্ধ করতে প্রেমার চেহারা ভেসে উঠে

জানিনা রাতটা কিভাবে কাটবে

বার বার ঘড়ি দেখি

আর ভাবি সকালটা কখন হবে

ভাবতে ভাবতে দেখি আবার নীলার ফোন

আমি অনেকবার কেটে দিবার পরও নীলা ফোন দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে না ধরে আর পারলাম না

আমি/ আমাকে একটু শান্তিতে থাকতে দিবি

নীলা/ কি হলো আপনার এমন করছেন কেন

আমি/ কেন এত বিরক্ত করিস আমাকে

তুই কি বুঝতে পারিসনা তোর জন্য আমার মনে কোন জায়গা নেই

নীলা/ সেই কবে থেকে জানা হয়ে গেছে

কি করছেন খেয়েছেন রাতে

আমি কিছু না বলে ফোনটা রেখে দিলাম

চোখটাও বন্ধ করলাম কিন্তু চোখে ঘুম নেই

আছে শুধু স্বপ্ন কিভাবে প্রেমাকে নিজের করে পাবো

চলবে???

প্রিয় পাঠক আপনারা যদি আমাদের (গল্প পোকা ডট কম ) ওয়েব সাইটের অ্যাপ্লিকেশনটি এখনো ডাউনলোড না করে থাকেন তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এখনি গল্প পোকা মোবাইল অ্যাপসটি ডাউনলোড করুন => ??????

https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে