অসৎ স্বামী পর্ব/ ৭

0
3867

অসৎ স্বামী পর্ব/ ৭
লেখক/ ছোট ছেলে

????????

আমি/ জানু কি কর কোথায় আছো

রিয়া/ আরে তোমাকে না বললাম আমার একটা কাজ আছে

ঐ কাজে ব্যস্ত আছি

আমি/ কি এমন কাজ তোমার যা আমার থেকেও বেশি

রিয়া/ আর বলোনা আমার এক বান্ধবীর সাথে হঠাৎ করে দেখা অনেকদিন পর

ওর সাথে আড্ডা দিচ্ছি

একদম ছাড়ছেনা

আমি/ তোমার বান্ধবীর সাথে দেখা করতে গেলে অথচ আমাকে বললেনা

রিয়া/ বলার আর সময় পাইনি

তুমি কি করো খাইছো

আমি/ হুমমমমম

তোমরা এখন কোথায়

রিয়া/ তা দিয়ে তুমি কি করবে

আমি/ তোমাদের কাছে আসবো

রিয়া/ তা হবেনা তোমার যা চোখ আমার বড্ড ভয় হয়

আমার বান্ধবীটাকে কি করে বসো বলাতো যায়না

আমি/ আরে এসব তুমি কি বলছো

এই শোনানা তোমার বান্ধবীটা দেখতে কেমন

রিয়া/ হেব্বি সুন্দরী দেখলে চোখ সরাতে পারবেনা

আমি/ ওমা তাই….

তাহলে তো দেখতে হয় তোমার বান্ধবীটা কে

রিয়া/ অসম্ভব এটা কখনও হতে পারেনা

আমি/ কেন

রিয়া/ কারন…. আমার বান্ধবীটা পর্দাশীল

তোমার মত মাতাল ছেলের সামনে কখনও আসবেনা

আমি/ দূরররর…. কি বলো তুমি সে তো আর জানেনা আমার সম্পর্কে

রিয়া/ সে না জানুক আমিতো জানি

আচ্ছা এখন রাখছি

বলে রিয়া ফোনটা কেটে দিলো

রিয়ার বান্ধবীটীকে দেখার ইচ্ছা জাগছে খুব

কিন্তু কি করে যে দেখি

ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম

কিছুক্ষণ পরে শুয়ে ফোন দিয়ে বললো

তাদের বাসা যেতে

কথাটা শুনে মনে মনে অনেক খুশি হলাম

ইসসসসস…. ভাবতে পারছিনা সুযোগটা এত সহজে পেয়ে যাবো

সন্ধ্যার পরে বেরিয়ে পড়লাম খুব সুন্দর করে নিজেকে সাঁজিয়ে

দেখা কেউ বুঝতে পারবেনা

উপরে ঠিকঠাক ভিতরে সদরঘাট

যাওয়ার সময় ভাবছি কি নিবো কি নিবো

কিছু দূরে দেখি ছোট্র একটা বাচ্চা ফুল বিক্রি করে

নিলাম কয়েকটা ফুল

মেয়েটা যদি হয় গোলাপের মত তাহলে তাকে গোলাপ দিয়ে বরণ করে নিবো

রিয়াদের দরজা সামনে গিয়ে নক করলাম
রিয়া এসে দুটা খুললো

রিয়া/ ও তুমি আসছো আসো আসো ভিতরে আসো

ঘরে ডুকে এদিক ওদিক তাকাতে লাগলাম

উঁকি মারলাম চারদিকে
কিন্তু কোথাও কাউকে দেখিনা

রিয়া বুঝতে পারছে আমার ভাবটা মোটেও সুবিধার নয়

রিয়া/ এদিক ওদিক কি খুঁজো

আমি/ না কাউকে নয়

রিয়া/ আমিতো বলিনি কাউকে খুঁজছো

আমি শুধু বলছি কি খুঁজো

আমি/ তোমার…..

রিয়া/ ওহহহহ প্রেমার কথা বলছো

আমি/ এই প্রেমাটা কে আবার

রিয়া/ যার টানে আমার বাসায় আসলে সে

আমি/ ওহহহহহ ওর নাম বুঝি প্রেমা

রিয়া/ হুমমমমম

আমি/ তা তোমার বান্ধবীটা কই ডাকো তাকে পরিচিত হয়ে নেই

রিয়া/ এত তাড়া কিসের আসলে যখন তখন দেখা হবেই

দাঁড়াও ডেকে আনছি

বলে রিয়া ভিতরে গেলো

আমি বসে রইলাম

একটু পরে রিয়া প্রেমাকে নিয়ে আসলো
আসলে সে প্রেমা নয় ও হলো নীলা শুধু আমি চিনতে পারিনি

প্রেমাকে দেখে কপালের চোখ আমার মাথায় উঠলো

এই মেয়েতো দেখি জিন্স আর শার্ট পড়ে আছে চুল গুলো ছোট ছোট কিন্তু রিয়া যে বললো

এই মেয়েটা খুব ধার্মিক

এটাই কি সেই মেয়ে যার কথা রিয়া বলেছে

প্রেমাকে নিয়ে এসে রিয়া পরিচয় করিয়ে দিতে লাগলো আমার সাথে

রিয়া/ শোন প্রেমা ও হলো সে যার কথা তোকে ফোনে অনেকবার বলছি

ওর নাম-ই হলো ধ্রুব

খুব ভালো একটা ছেলে

নম্র ভদ্র চরিত্র আদর্শবান সব গুন আছে ওর মাঝে

আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি

আমিতো সিদ্ধান্ত নিয়েছি কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করবো

কি বলো ধ্রুব

চলবে???

প্রিয় পাঠক আপনারা যদি আমাদের (গল্প পোকা ডট কম ) ওয়েব সাইটের অ্যাপ্লিকেশনটি এখনো ডাউনলোড না করে থাকেন তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এখনি গল্প পোকা মোবাইল অ্যাপসটি ডাউনলোড করুন => ??????

https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে