অসৎ স্বামী পর্ব/৬

1
3849

অসৎ স্বামী পর্ব/৬
লেখক/ ছোট ছেলে

????????

রিয়া/ উফফফ জানু তুমিও না দাওনা যেতে ওকে কিছুদিনের জন্য

আমি/ তুমি এসব কি বলছো
না না হবেনা

রিয়া/ তুমি কিচ্ছু বুঝেনো

আরে বাবা ও গেলেতো সুবিধাটা তোমার আমার-ই বেশি হচ্ছে

দুজনের মাঝে আর কেউ বাঁধা হয়ে দাঁড়াবেনা

তুমি আমি দিন রাত মাস্তি করতে পারবো

আমি/ ঠিক-ই তো বলছো তুমি এমনভাবে তো আমি ভেবে দেখিনি

আচ্ছা ঠিক আছে যেতে চাইলে যা যতদিন মন চায় ততদিন থাকিস

রিয়া নীলাকে চোখ মেরে ইশারা করলো

কাজ হয়ে গেছে এখন যেতে পারো তুমি

কিন্তু নীলা খুব চিন্তায় পড়ে গেছে

রিয়া ঠিক কি চাইছে আমার ভালো নাকি খারাপ

আমাকে তাড়িয়ে সে এ বাড়ির বউ হতে চাইছেনা তো

না জানি আমি চলে গেলে এই মেয়েটা কি করে

এখন আমি কি করবো

নীলা তার ঘরে গিয়ে জামাকাপড় গুছিয়ে নিচ্ছে

জামাকাপড় গুছিয়ে আমাকে এসে বললো

নীলা/ আমি তবে গেলাম

ভালো থাকবেন ঠিকমত খাওয়া দাওয়া করবেন
বেশি রাত নেশা করবেন না

আমি/ এই যা তো তুই বেশি প্যাঁচাল মারিসনা তোর কথা শুনতে আমার একদম ভালো লাগেনা

যা যা আমাকে আমার মত থাকতে দে

নীলা চলে যাচ্ছে বেরিয়ে গেছে ঘর থেকে

কিন্তু মনে একটা চিন্তা এই কোন বিপদের মুখামুখি হতে যাচ্ছে সে

হাঁটতে হাঁটতে নীলার মনে অনেক আজেবাজে প্রশ্ন জেগে উঠলো

এদিকে আমি আর রিয়া ঘরে এক বিছানা

রিয়া/ এই শোন আমার না একটা খুব জরুরী কাজ আছে এখন আর থাকতে পারবনা

আমি/ এ তুমি কি বলছো
কি এমন কাজ যা আমার থেকে তোমাকে দূরে নিয়ে যাচ্ছে

রিয়া/ ফিরে এসে সব বলবো এখন আমায় যেতে দাও

আমি/ কি আর করা যাও তাহলে

তবে হ্যাঁ রাতটা কিন্তু আমার সাথে কাঁটাতে হবে

রিয়া দেখা যাবে

এখন তাহলে আসি আমি

টা।
টা।

আমি শুয়ে রইলাম

রিয়া দৌড়ে গিয়ে ধরলো নীলাকে

নীলা রিয়াকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে

নীলা/ এ কি তুমিও চলে আসলে

রিয়া/ তোমার কি মনে হয়েছিলো আমি ওকে মজা দিবো

নীলা/ না মানে…..

রিয়া/ থাক বলতে হবেনা আমি সব বুঝি

এখন চলো

নীলা/ কোথায় যাবো

রিয়া/ বাসায় আমাদের

ওখানে তোমাকে সব বুঝিয়ে বলবো

পিতার কি করতেছে আর কেন করতেছে

কিছুই বুঝতেছেনা নীলা

রিয়া একটা সি এন জি ডেকে
নীলাকে সাথে করে নিয়ে গেলো একটা শপিং মলে

সেখান থেকে নীলার জন্য কিছু জামাকাপড়(শার্ট প্যান্ট) নিলো

নীলা/ এসব কার জন্য তোমার বা স্বামীর জন্য বুঝি

নীলা/ না কারও জন্য না তোমার জন্য

আজ থেকে তুমি পড়বে এসব

নীলা/ মুখে হাত দিয়ে বলে পাগল হলে তুমি

কি বলছো এসব

রিয়া/ না আমি পুরোপুরি ঠিক আছি এখন তোমাকে ঠিক করবো

চলো

নীলা/ আবার কথায়

রিয়া/ ঐদিকটা তোমার মাথাটা ঠিক করতে হবে

নীলা/ মানে?

রিয়া/ মানে তোমার চুল গুলো

কোন কথা নয় চুপচাপ বসে থাকো

নীলাও চুপচাপ বসে রইলো

কিছুক্ষণ পর চোখ খুলে নীলা নিজেকে নিজে চিনতে পারেনা

নীলা/ একি আমি জানতে চাই এসব কি হচ্ছে আর কেন হচ্ছে

রিয়া/ তোমার বাঁদর স্বামীটা যেন তোমায় চিনতে না পারে তার জন্য

এখন বাসায় চলো

রাত থেকে আমাদের মিশন শুরু

নীলা/ মিশন। কিসের মিশন
তুমি ঠিক কি করতে চাও আমাকে দিয়ে

রিয়া/ কিছুনা

শুধু এটাই চাই আমার আপুর বুকে তার স্বামীকে ফিরিয়ে দিতে

নীলা এবার বুঝতে পারছে
শুধু রক্তের সম্পর্ক হলে বোন হয়না রক্তের সম্পর্ক ছাড়াও কারও না কারও বোন হওয়া যায়

পুরোপুরি বিশ্বাস করতে পারছে নীলাকে

দুবোন-ই এবার বাড়ি গেলো

হাতমুখ ধুঁয়ে খেয়ে নিলো নীলার গলা দিয়ে খাবার নামেনা

রিয়ার জোরে কিছুটা খেলো

ওদের খাওয়া শেষ হবার পর-ই
আমি ফোন দিলাম রিয়াকে

চলবে???

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে