অসৎ স্বামী পর্ব/ ৪
লেখক/ ছোট ছেলে
????????
আমি/ কিসের এত কষ্ট তোর আমাদের বল
রিয়ান/ কি আর বলবো ভাই
জীবনে কখনও সিগারেটও ধরিনি
কিন্তু আজ হাতে নেশার বোতল
আমি/ কারনটা কি ছ্যাকা
রিয়ান/ না ভাই পরকিয়া
মা বাবার পছন্দমত বিয়েটা করেছিলাম
মেয়েটা ছিলো বড্ড সুন্দরী
শিক্ষিত স্মার্ট
বিয়ের পর কিছুদিন খুব ভালোভাবে গেছে
কিন্তু আস্তে আস্তে সবকিছু যেন অন্যরকম হয়ে যাচ্ছে
অফিস থেকে ফিরে এসে দেখতাম বউ ঘরে নেই
মা”কে জিজ্ঞেস করতে বলে
কোন বান্ধবীর সাথে দেখা করতে গেছে
এভাবে একদিন নয় দুদিন নয়
প্রতিদিন প্রতিনিয়ত এভাবে সে বেরিয়ে যেতো একটা না একটা অজুহাত ধরে
বাসায় আসলে জিজ্ঞেস করতে বলতো
এর বাড়ি গেছি ওর বাড়ি গেছি
সন্দেহ হতো কিন্তু কিছুই বলতামনা কারন ওকে আমি খুব ভালোবাসতাম তাই
আমি/ তারপর
রিয়ান/ তারপর আর কি
মাঝরাতে ঘুম ভাঙ্গলে দেখতাম পাশে বউ নেই
আমি ঘুম থেকে উঠে দেখি ছাদে গিয়ে কার সাথে কথা বলে
আর যেমন তেমন কথা নয়
খুব বাজে আর নোংরা ভাষায়
তখন-ই আমি বুঝতে পারছি
বান্ধবীটা আসলে কে
এরপর থেকে যখন-ই দেখতাম তখন-ই কারও না কারও সাথে ও কথা বলছে
তারপর একদিন হঠাৎ করে উড়াল দিলো ঐ দূর আকাশে
রিয়ানের কথাটা শুনে সত্যি খুব খারাপ লাগলো
রিয়ান/ ভাই একটা কথা বলি
আমি/ হুমমমম বল
রিয়ান/ সত্যিকারের ভালোবাসার মানুষ গুলো না সবসময় ঠকে
যেমন আমি
ওকে যতটা বিশ্বাস করেছি ততটা ভালোবেসেছি যা চেয়েছে তাই দিয়েছি
বলতে পারো তারপরও কেন এমন হলো
সত্যি মেয়েরা হলো ছলনাময়ী স্বার্থপর
আমি/ না…..
রিয়ান/ না মানে
আমি/ না মানে সবাই এক নয়
কিন্তু….
রিয়ান/ কিন্তু কি
আমি/ ভালোর কপালে খারাপ জুটে
খারাপের কপালে ভালো
গেলামরে আমি
যেতে যেতে ভাবছি
রিয়ানের বউ আর আমার বউ কতটা পার্থক্য
আচ্ছা নীলাও কখনও আমাকে ছেড়ে যাবেনা তো
দুরররর…. গেলে আমার কি আমারতো আরও ভালো হয়
নীলা গেলেই তো আমি বাঁচি
এত বাজে মানুষ এত অত্যাচার করি তারপরও কেন যে পড়ে রইলো বুঝতেছিনা
কিভাবে যে নীলাকে তাড়াবো ভেবে পাইনা
বাসায় গিয়ে দেখি নীলা কার সাথে ফোনে কথা বলে
আমাকে দেখে ফোনটা রেখে দেয়
আমি/ এই কার সাথে কথা বলছিস আমাকে এতক্ষণ
আর আমাকে দেখে ফোন রাখলি কেন
এটা তোর কোন নাগর
নীলা/ নষ্ট পোকার বাস নষ্ট পানিতে হয়
যেমন আপনি
সারাজীবন ছিলেন নষ্টামীর পিছনে
তাই অযথা কাউকে সন্দেহ করা আপনার মত মানুষ গুলো স্বভাব
তাই আমাকেও সন্দেহ করছেন অযথা….
জীবনে একজন পুরুষকে মনের ঘরে জায়গা দিয়েছি আর সে হলেন আপনি
নিজেকে অন্তত ঠিক করতে পারেন আর না পারেন
কারও গলায় মিথ্যে অপবাদ দিবেন না
নীলার কথায় শরীরটা জ্বলতে শুরু করলো
কিছু বুঝার উঠার আগে নীলাকে একটা চড় মারলাম
নীলা/ আমাকে মারলে যদি আপনার মনে শান্তি হয় তাহলে মারুন আমাকে
দয়া করে তারপরও মিথ্যে দোষে দোষী করবেন না
বুঝা হয়ে গেছে আমার
নাকি কাটি যাই করি এই মেয়ে কখনও আমায় ছেড়ে যাবেনা
আমি/ তুই এখন-ই এ ঘর থেকে বেরিয়ে যা
সামনে আসবিনা আমার সহ্য হয়না তোকে একদম
কলা গাছের মত নীলা দাঁড়িয়ে রইলো
কি বলবো আর কি করবো বুঝতেছিনা
আমি নিজে নীলাকে গাড় ধরে বের করে দিলাম
বন্ধুদের ফোন করে বলে দিলাম
কেউ যেন রাতে বাসায় না আসে
তাহলে মান সম্মান সব যাবে আমার এই মেয়ের জন্য
কিছুজ্ঞণ পরে রিয়া আসলো
আমি/ আরে তুমি এই সময়
রিয়া/ কেন আসতে বারণ আছে নাকি
আমি/ আরে কি বলো তুমি
তোমার জন্য সবসময় আমার দরজাটা খোলা
রিয়া/ সত্যি
আমি/ হুমমমমম
রিয়া/ আচ্ছা তোমার বউ কই
চলবে,???
প্রিয় পাঠক আপনারা যদি আমাদের (গল্প পোকা ডট কম ) ওয়েব সাইটের অ্যাপ্লিকেশনটি এখনো ডাউনলোড না করে থাকেন তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এখনি গল্প পোকা মোবাইল অ্যাপসটি ডাউনলোড করুন => ??????
https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android