অসৎ স্বামী পর্ব/ ৩

0
4800

অসৎ স্বামী পর্ব/ ৩
লেখক/ ছোট ছেলে

????????

বলে ঘর থেকে বেরিয়ে গেলাম

রিয়াকে সাথে করে এখানে ওখানে কিছুক্ষণ ঘুরলাম খেলাম

কিন্তু কোন খানে খুব ভালো সুবিধা করতে পারিনি চারিদিকে মানুষ আর মানুষ

আমি/ এই চলো অনেক রাত হয়ে গেছে

রিয়া/ কোথায় এত রাত হলো
এখনতো মাত্র ৯টা বাজে

আমি/ দ্যাতততত
কি খাচ্ছি মদ নাকি সাদা পানি কিছুই বুঝতেছিনা

নেশাটা হচ্ছেনা

রিয়া/ তুমি আরও খাবে

আমি/ হুমমমম নেশা হওয়া পর্যন্ত তুমি খাবে নাকি

রিয়া/ না বাবা আমি আর পারবনা

আমি/ তো চলো যাওয়া যাক

রিয়া/ তুমিনা আরও খাবে

আমি আরও কিছু খেয়ে পুরোপুরি মাতাল হয়ে গেলাম

রিয়া/ খাও আরও খাও আর বাসায় গিয়ে বউয়ের মাইর খাও

আমি/ বউ হা হা হা বউ পেলে কোথায় আমার বউতো তুমি

রিয়া/ হয়েছে থাক আর বলতে হবেনা

আমি/ চলো তোমাকে নিয়ে আর থাকা যাবেনা এখানে

রিয়াকে ধরে ধরে বাসায় গেলাম

বাসায় গিয়ে দরজা নক করলো রিয়া

নীলা এসে দরজা খুলতে দেখে তার মাতাল স্বামীটা অন্য আরেকটা মেয়ের বুকে

নীলা/ ছিঃ ছিঃ এতদিন শুধু শুনেছি আর আজ চোখেও দেখলাম

তুমি কতটা নীচ আর কতটা ছোট

তোমার কি একটুও লজ্জা করলো ঘরে বউ রেখে একটা পতিতা নষ্টা মেয়েকে নিয়ে ঘরে ঢুকতে

এতটা খারাপ তুমি

রিয়া/ শোন জানু তোমার বউ আমাকে কি বলছে আমি চলে যাচ্ছি আর থাকবোনা এখানে

রিয়া যেতে আমি তার হাত ধরে ফেলি

আমি/ জানু তুমি কোথায় যাচ্ছো গেলেতো এই মেয়েটা যাবে

নীলার চুল ধরে আমি নীলাকে বললাম

আমি/ সরি বলো ওকে

নীলা/ না আমি কখনওই বলবনা

নীলার না কথাটা শুনে মাথা খারাপ হয়ে গেছে

আমি/ রিয়া তোমাকে নষ্টা আর পতিতা বলার প্রতিশোধটা নাও

এই আমি ধরলাম যত ইচ্ছা তত ওকে চড় মারো

রিয়াকে বলতে

রিয়া নীলার গায়ে হাত দিতে কেন জানি আঁটকে গেলো

আমি/ কি হলো মারো ওকে

রিয়া/ না আমি চলে যাচ্ছি

রিয়া চলে যাচ্ছে কথাটা বলে

পিতার চলে যাওয়া দেখে

আমি মারতে লাগলাম নীলাকে

নীলাকে কয়েকটা দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে রইলাম

মাতাল হয়ে ছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি

সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা মেঝেতে শুয়ে আছে

আমি/ এই তুই এতক্ষণ ঘুমাচ্ছিস

তোর সাহস হয় কি করে

নীলা ভয়ে ভয়ে বলতে লাগলো

নীলা/ ঐ নামাজ পড়ে এসে বসতে চোখটা লেগে আসলো

নীলার মুখে ৫ আঙ্গুলের চাপ দেখা যায়

নামাজের কথা শুনে আর কিছু বলতে পারিনি

চুপ করে রইলাম

নীলা/ আপনি বসুন আমি আপনার জন্য চা করে নিয়ে আসতেছি

আমি/ থাক লাগবেনা

নীলা/ প্লিজ সকাল সকাল না খেয়ে বের হবেন না

আমি/ তাতে তোর কি
এই শোন আমাকে এত আদর দেখাতে আসবিনা

নিজের মত থাকনা
কেন আমাকে নিয়ে এত ভাবিস

নীলা/ কারন আপনি আমার স্বামী আমার সুখ আমার দুঃখ

আমি নীলার কথা শুনে হেঁসে দিলাম

আমি/ স্বামী হা হা হা…

নীলা/ এতে হাঁসির কি আছে স্বামীকে স্বামী বলে ডাকে সবাই

হোক সে খারাপ নয়তো ভালো

আমি/ শোন এসব বলে তুই আমার মন গলাতে পারবিনা

মন চাইলে তোর কাছে যাবো
নয়তো তোর খবরও নিবোনা

জানিসতো আমি শুধু নারী পাগল কারও ভালোবাসার নয়
টাকা দিয়ে ফুর্তি করতে ভালোবাসি সংসার করতে নয়

আর একটা মেয়ে নিয়ে সারাজীবন কাটাতে আমি পারবনা

নীলা/ ভালোবাসার মানে বুঝেন আপনি

বলে নীলা তার আঁচল দিয়ে আমার মুখটা মুছে দিয়ে বলে

নীলা/ আমার শাড়ির আঁচল দিয়ে আপনার মুখটা মুছে দিলাম এটা হলো ভালোবাসা

একজন সৎ আদর্শ স্ত্রীর রূপ

আমি/ নীলাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললাম

আমি/ এটা হলো আমার রূপ

একদম কাছে আসার চেষ্টা করবিনা যতক্ষণ না আমি চাইবো

বলে বেরিয়ে গেলাম

সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি

বিয়ে করেছি বলে সব বন্ধুরা পিছনে লেগে আছে

তাদেরকে পানি খাওয়াতে হবে
কি আর করা বন্ধু বলে কথা

সাথে ছিলো আমার এক বন্ধুর বন্ধু নাম রিয়ান

শালা দেখি আমার চেয়েও বড় খোর

৪-৫জন মিলে যা খাইনি ও একাই তা খাচ্ছে

হঠাৎ করে আমার এক বন্ধু বলে উঠলো

বন্ধু/ কিরে ভাই সবতো তুই খেয়ে নিচ্ছিস

আমরা কি খাবো

রিয়ান/ কষ্টরে ভাই কষ্ট
আমি কিছুই খাচ্ছিনা সব আমার কষ্টটা খাচ্ছে

চলবে….???

প্রিয় পাঠক আপনারা যদি আমাদের (গল্প পোকা ডট কম ) ওয়েব সাইটের অ্যাপ্লিকেশনটি এখনো ডাউনলোড না করে থাকেন তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এখনি গল্প পোকা মোবাইল অ্যাপসটি ডাউনলোড করুন => ??????

https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে