#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:15
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
ছাঁদের দোলনায় ঘুমিয়ে আছে আরিয়ান!!কাল রাতে তার অনুভূতিগুলো নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও বুঝতে পারে নি!!পুরো আকাশটাই ধবধবে সাদা হয়ে গেছে!!সূর্য্যি মামাও তার আলো দিয়ে পুরো পরিবেশটাকে আলোকিত করে ফেলেছে!!এমন মুহূর্তে মুখে আলো পরতে টিপ টিপ করে চোখ খুলল আরিয়ান!!এমন সময় দৌড়ে ছাঁদে আসল রোহান আর আবির!!ওদের দৌড়াতে দেখে আরিয়ান বেশ কিছুটা অবাক হলো!!
!
আবিরঃওই শালা তুই এখানে কি করছিস আর তোকে আমি পুরো বাড়িতে তন্নতন্ন করে খুজছি!!
!
রোহানঃডাহা মিছা দোস্ত ও শুধু আমাগো রুমেই খুজেছে!! আর এহন এত বড় বড় ডপ দিতে আছে!!
!
আবিরঃ তুই থামবি!!
!
রোহানের কথা শুনে হাসল আরিয়ান!!তারপর নিজ মনেই এক দীর্ঘ শ্বাস ফেলে বললঃ
!
আসলে কাল রাতে এখানে বসেছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারি নি!!আচ্ছা এখন বল এত খুঁজছিস কেন কি হইছে!!
!
আবিরঃআরে বাসায় যাবি না!!
!
আরিয়ানঃওহ এই ব্যাপার চল!!
!
তারপর আরিয়ানকে নিয়ে রোহান আর আবির চলল তাদের গন্তব্যে!!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
রুমে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হতে হচ্ছে তানিশা আর মিতু!! আর আমি বিছানায় বসে চা খাচ্ছি!!আন্টির হাতের চা আমার বরাবরই খুব ভালো লাগে!!এমন সময় রুমে ঢুকে আন্টি বললঃ
!
আমরা এখন না সন্ধ্যা ৭ঃ০০টার ট্রেনে যাব!!এখন কাব্যের কিছু কাজ আছে!!এতটুকু বলে আন্টি চলে গেলেন!!আন্টির কথায় আমি কিছু না ভাবলেও মিতু আর তানিশা অনেক কিছু ভেবেছিল কারন তাদের সাজ প্রায় শেষের দিকে!!এই মুহূর্তে আমার খুব হাসি পাচ্ছে!!তানিশা আর মিতুর মুখের দিকে তাকিয়ে হেসে দিলাম আমি!!সাথে সাথে দুজনের চোখ লাল হয়ে আসল!!অসম্ভব রেগে গেছে দুজন!! আর রাগবে নাই কেন প্রায় এক ঘন্টা যাবৎ সাজছিল তারা!!ওদের দেখে বুঝতে পেরেছি এখন কী হতে চলেছে!!চায়ের কাপটা পাশের টেবিলে রেখে দিলাম এক দৌড় আমায় আর পায় কে???সাথে সাথে মিতু আর তানিশাও পিছন পিছন দৌড়ালো!!ঠিক হয়েছে আমার মুখে পানি ফেলে জাগানো না এটাই তোদের সঠিক শাস্তি!!বলে আবারো দৌড়াতে লাগলাম আমি!!দৌড়াতে দৌড়াতে নিচে এসেছি! !এমন সময় রোহান,আবির আর আরিয়ান দরজা দিয়ে ভিতরে ঢুকছিল!!সাথে সাথে আরিয়ানের সাথে ধাক্কা লেগে যায় আমার!!আচমকা এমনটা হওয়াতে আরিয়ানও তাল সামলাতে না পেরে পড়ে গেল সাথে আমিও!!সে আমার নিচে আর আমি তার উপরে!!আস্তে আস্তে মুখ তুললাম আমি!!এমন সময় ঘোটল আরেকটা ভয়ানক ঘটনা যা দেখে রীতি মতো আমাকে ভয়ে কাপাকাপি করিয়ে দিচ্ছে!!কারন আমার ঠোটের লিপস্টিক লেগে গেছে আরিয়ানের গলায়!!আমার কান্ড দেখে মুখ চেপে হাসল শয়তান দুইটা তানিশা আর মিতু!!ওদিকে হর্ঠাৎ এমনটা হওয়াতে রোহান আর আবির বেশ চমকে গেল!!এমন সময় আরিয়ান দমক দিয়ে বললঃ
!
ইউ ইডিয়েট চোখ কোথায় থাকে তোমার!!
!
ওনার দমকে কেঁপে উঠলাম আমি!!কী আশ্চর্য আমি ইচ্ছে করে করিছি নাকি!!(মনে মনে)
!
ইয়ে মানে সরি ভাইয়া!!আসলে…..
!
চুপ করো(দমক দিয়ে)
খালি পারো ওইটাই সরি ভাইয়া আর তো কিছু পারো না!!
!
কী পারব??
!
আমার মাথা পারবা!!এতটুকু বলে আমাকে সরিয়ে হন হন করে চলে গেলেন উনি!!রাগে ওনার মাথা গরম হয়ে গেছে!!আরিয়ানের পিছন পিছন আবির আর রোহানও চলে আসছিল!!আমি হাবলার মতো শুধু তাকিয়েই রইলাম!!হর্ঠাৎ মনে পরল এই রে খাইছে আরিয়ানে গলায় থাকা লিপস্টিক যদি কেউ দেখে তবে কী হবে!!আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে!!এই ভেবে দিলাম এক দৌড় উদ্দেশ্য আবির আর রোহানের আগে আরিয়ানকে ধরা!!আমাকে এভাবে দৌড়াতে দেখে বেশ অবাক হলো সবাই!!কিন্তু এই মুহুর্তে তাদের দিকে বেশি গুরুত্ব না দিয়ে চলে গেলাম আমি!!
!
রুমের মধ্যে আরিয়ান এসে দপ করে বসে পরল এই মুহুর্তে তার রাগ আকাশ সমতুল্য হয়ে গেছে!!এই মুহূর্তে সে মীমকে পেলে হয়তো কী করত তা নিজেও জানে না!!এই মেয়েটা বার বার তাকে আঘাত দিয়ে চলে যায়!!হর্ঠাৎ এত রেগে যাওয়ার কারনটা বুঝলো না আরিয়ান!!
.
.
.
আবার মীমকে তার রুমে দেখে আরো ১০০গুন রাগ বেড়ে গেল তার!!দমকের সুরে বললঃ
!
আবার কেন এসেছো আমাকে কষ্ট দিতে!!
!
আপনাকে কষ্ট দিতে আসব কেন??আর আপনি এসব কী বলছেন!!আসলে কী বলুন তো ভাইয়া একটা বড় বিপদ ঘটে গেছে!!কেউ দেখে ফেললে কেলেংকারী হয়ে যাবে তাই আরকি!!
!
আরিয়ানঃ শোনো আমি এই মুহুর্তে তোমার কোনো কথা শুনতে রাজি নয়!!
!
আরে আগে একটু শুনবেন তো!!
!
আরিয়ানঃ তুমি এই ভাবে মানবে না তো!!
!
মানে??
!
মানে এই বলে আরিয়ান দরজা আটকে দিল!!আরিয়ানের এমন কান্ডে কিছুটা ভরকে গেলাম আমি!!
!
ভাইয়া আপনি এগুলো কি করছেন আমি জাস্ট কথাটা বলেই চলে যাবো!!আরিয়ান দরজা বন্ধ করে এক পা এক পা করে এগোচ্ছে আর আমি এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছি!!ভয়ে আমার কলিজা কেঁপে উঠছে!!
!
দেখেন ভাইয়া আপনি কথায় কথায় এমন করেন কেন??আমি জাস্ট কথাটা বলেই চলে যাব!!আর আপনি একটুতেই এতো রেগে জান কেন???
!
আরিয়ানঃতাই আমি একটু তেই রেগে যাই আর তুমি!!তুমি কী কর আমাকে বার বার রাগাও কেন??
!
বিশ্বাস করুন আমি আপনাকে রাগাতে আসি নি জাস্ট কথাটা বলেই চলে যাব!!
!
আরিয়ানঃ আজকের পর আর রাগাতে পারবে না বেবি???
!
এই রে লাল হনুমান কী বলতে চাইছে!!পিছনে যেতে যেতে দেয়ালের সাথে লেগে গেছি আমি!!আর যাওয়া যাবে না পিছনে!!এদিকে আরিয়ানের থামার তো কোনো নামই দেখছি না!!এই বার আরিয়ান আমার অনেকটা কাছে চলে এসেছে!!দেয়ালে দুইদিকে দু-হাত দিয়ে বললঃ
!
এখন কী করবা বেবি কে বাঁচাবে তোমায় আমার কাছ থেকে???
!
ই য়ে মা..নে..কী বলছেন কী আপনি আমি কিন্তু চিৎকার দিবো!!(কাঁপা কাঁপা গলায়)
!
আরিয়ানঃহুম দেও!!
!
আরিয়ান আরো কাছে আসাতে চোখ বন্ধ করে ফেললাম আমি!!এখনি হয়তো নিশ্বাস বন্ধ হয়ে আসবে আমার!!শ্বাস দূরত বেগে চলে যাচ্ছে!!বুকের ভিতর দক দক করে হার্টবিট কাঁপছে!!শরীর থেকে প্রবল বেগে কাঁপা কাপি লেগে গেছে!!অস্থির অস্থির লাগছে আমার!!হর্ঠাৎ কাঁপা গলায় বললাম ভাইয়া আপনার গলায় আমার ঠোঁটের লিপস্টিক লেগে গেছে!!মুছে ফেলুন!!প্লিজ!!এক শ্বাসে বলে ফেললাম আমি!!!
!
কিছুক্ষন পর…….
!
আস্তে আস্তে চোখ খুললাম আমি!!সামনে কাউকে না দেখে বেশ অবাক হলাম সাথে এক সস্তির নিশ্বাস ফেললাম আমি!!!কিন্তু কথা হলো আরিয়ান গেল কই!!??হর্ঠাৎ শাওয়ারের আওয়াজ পেলাম আমি!!যাতে বুঝতে পারলাম আরিয়ান হয়তো বাথরুমে গেছে!!কী শয়তানরে বাবা আমাকে এই ভাবে কাপা কাপি করিয়ে চলে গেল!!যাক বাবা গোসল করতে গেছে তাহলে আর গলায় কোনো দাগ থাকবে না!!ভেবেই এক প্রফুল্ল হাসি দিয়ে বাহিরে বেরোনোর জন্য দরজা খুলতেই সাথে সাথে নিচে পড়ে গেল চারজন!!আবিরের গায়ের উপর রোহান রোহানের উপর মিতু আর মিতুর উপর তানিশা!!!তাদের দেখে এই মুহুর্তে কী রিয়েকশন দিবো বুঝতে পারছি না আমি!!!
!
আবিরঃওই শালা উঠ আমার উপর থেকে কোমড়টা মনে হয় ভেঙে গেছে রে!!
!
রোহানঃআমি কী করব যদি মিস ঝগড়ুটে আমার উপর থেকে না উঠে!!
!
মিতুঃযাক বাবা এখন সব দোষ আমার তানিশাই তো উঠছে না!!!
!
তানিশাঃএকটু ওয়েট কর উঠছি!!
!
তারপর আস্তে আস্তে চারজনই উঠল একে অপরের ওপর থেকে!! তাদের দেখে চোখ আমার রসগোল্লার মতো হয়ে গেছে!!কারন তারা চারজনই সন্দেহের মতো তাকিয়ে আছে!!
!
আমি কী ভুত নাকি তোমরা এই ভাবে তাকিয়ে আছো কেন???তোমরা যা ভাবছ তেমন কিছু না আরিয়ান ভাইয়া পড়ে ব্যাথা পেল কিনা তাই দেখতে এসেছিলাম!!এসে দেখি ভাইয়া রুমে নেই ওয়াশরুম গেছে দেখ!!(ভরকে গিয়ে)
!
আমার কথায় তারাও রুমের চারদিকে তাকালো!!!
!
তারপর আর কী আমিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে আসলাম ওখান থেকে আর ওরা বোকার মতো তাকিয়ে রইল আমার দিকে!!
!
চারজন একসাথেঃ এটা কী হলো!!!…
.
.
.
এদিকে….
ওয়াশরুমের আয়নার দিকে তাকিয়ে আছে আরিয়ান!!আর মিষ্টি হাসি দিচ্ছে সে!!তখন মীমের কথা শুনে পাশে থাকা আয়নার দিকে তাকালো আরিয়ান সাথে সাথে তার গলায় মীমের ঠোঁটের স্পর্শের দাগ দেখে কিছু না ভেবেই ওয়াশরুমে চলে আসে সে!!এই মুহূর্তে তার ফিলিংসগুলো অন্যরকম রূপ নিচ্ছে!!খুব ভালো লাগা কাজ করছে তার!!হর্ঠাৎই তার মুড ঠিক হয়ে গেছে……..
.
.
.
.
__________________________________________
.
.
.
.
সন্ধ্যা ৬ঃ০০টা_____
সবাই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হবে!!কাব্য ভাইয়া তার কাজ সেরে এসেই সবাইকে বলেছে তাড়াতাড়ি তৈরি হয়ে থাকবে ৭ঃ০০টার ট্রেন ধরবে সবাই!!প্রায় ৫ঃ০০টা থেকে সাজগোজ শুরু করে দিয়েছে মিতু আর তানিশা!!কিন্তু এখনো তাদের সাজ কমপ্লিট হয় নি!!এত কী যে সাজে ওরাই জানে!!!আমি তো সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি!!কিন্তু ওদের এখনো হলো না!!এমন সময় আন্টি এসে বললঃ
!
তোদের হয়েছে সবাই তো নিচে ওয়েট করছে!!!
!
তানিশাঃআর ৫ মিনিট আম্মু তারপরই আসছি!!
!
আন্টিঃহুম তাড়াতাড়ি আয় আমি গেলাম!!
!
তানিশাঃওকে!!
!
১০ মিনিট পর……..
!
যে যার যার ব্যাগ নিয়ে চলে এলাম সবাই তৈরি হয়ে অলরেডি চলে এসেছে নিচে!!!আমাদের দেখে সবাই মুচকি হাসল!!তারপর একে একে সবাই বেরিয়ে গেলাম বাসা থেকে!!
!
টোটাল তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে!!প্রথমটাই আবির ভাইয়ার আব্বু আম্মু আর দিহান ভাইয়ার আব্বু আম্মু আর তানিশার আম্মু বসল!!(আর একটা কথা এই গল্পে তানিশার বাবা নেই)
২য় টায় দিহান, কাব্য ভাইয়া, রাইসা ভাবি আর তানিশা আর আবির বসল!!যেহেতু ড্রাইভার দিহান তাই এটায় বেশি প্রবলেম হলো না!!এন্ড ফাইনালি লাস্টের টায় আমি মিতু আরিয়ান আর রোহান বসলাম!!
!
তারপর গাড়ি চলতে শুরু করল তার আপন গতিতে………….
-এখান থেকে রেলস্টেশনে যেতে প্রায় চল্লিশ মিনিট লাগে!!আর যেহেতু টিকিট কাটাই আছে তাই কোনো সমস্যা নেই এই মুহুর্তে!!!
.
.
.
৪০ মিনিট পর………..
-খুব সুন্দর ভাবে আমরা পৌঁছে গেলাম রেলস্টেশনে এবং ট্রেনও আর বিশ মিনিটের মধ্যে ছেড়ে দিবে!!এখানেও টোলাল তিনটে কেভিন বুক করা হয়েছে!!
-১ম টাই আবির ভাইয়ার আব্বু-আম্মু আর দিহান ভাইয়ার আব্বু আম্মু আর তানিশার আম্মু বসল!!
-২য় টাই কাব্য,রাইসা,তানিশা আর কাব্য!!
-৩য় আমি, মিতু,রোহান,আবির,দিহান আর আরিয়ান!!
যে যার কেভিনে বসে পরল!!
-তারপর ট্রেন চলতে শুরু করল তার আপন গতিতে!!
.
.
.
আমাদের কেভিনে আমি জানালার দিকটাই আমার পাশে লাল হনুমান!!আর ওপর দিকে মিতু জানালার দিক ওর পাশে রোহান তার পাশে দিহান!!
!
আমার পাশে আরিয়ানের বসার কারন টা হলো রোহানের!!কারন সে চায় মিতুর পাশে বসে কিছুটা সময় কাটানো!!তাই বাধ্য হয়ে আরিয়ান বসল আমার পাশে!!!
.
.
.
রাত_২ঃ০০টা………
ট্রেনে সবাই ঘুমিয়ে আছে!!শুধু আরিয়ান ঘুমিয়ে নেই!!ঘুম আসছে না তার আর রোহানের কান্ড হাসছে সে!!কারন রোহান মিতুর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে!!এটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয় কিন্তু তারপরও তার হাসি পাচ্ছে!!
হর্ঠাৎ সে মীমের ঘুমন্ত ফেসের দিকে তাকালো!!বাতাসে মীমের চুলগুলো উড়ছে!! খুব ভালো লাগছে তার!!আর লাগবে নাই বা কেন সে তো তাকে ভালোবাসে নিজের চেয়েও বেশি!!আনমনে হাসল আরিয়ান!!হর্ঠাৎ আরিয়ান মীমের মাথা তার কাঁধে রাখল!!সাথে সাথে মীমও তার হাত দিয়ে আরিয়ানের হাত জাপটে জড়িয়ে ধরে ঘুমিয়ে পরল……..
!
রাতের আধারে ডুবে গেল পুরো রাতটা…..
!
#চলবে……..
তুমি শুধু আমার পর্ব-১৫
তুমি শুধু আমার পর্ব-১৪
#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:14
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
সরি ভাইয়া!!এই বারের মতো মাফ করে দিন!!বিশ্বাস করুন আমি ইচ্ছে করে আপনার মুখে ফেলি নি!!দেখুন আপনার সাথে সাথে আমার গায়েও তো পরল তাই না!!প্লিজ ভাইয়া এইবারের মতো মাফ করে দিন আর কোথায় নিয়ে যাচ্ছেন আমায়!!প্লিজ প্লিজ ছেড়ে দিন আমায়!!
!
সেই কখন থেকে আরিয়ানকে সরি বলে যাচ্ছি কিন্তু তার কোনো হেলদোল দেখছি না!!সে আমাকে কোলে তুলে উপরে উঠছেন!!না জানি এখন কী করবেন আমার সাথে!!ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে!!আরিয়ান তার রুমে নিয়ে আসল আমাকে!!এনে দরজা বন্ধ করে দিল!!কি করবেন উনি!!
!
ভাইয়া কী করছেন কী দরজা কেন বন্ধ করছেন!!হে আল্লা এই লাল হনুমানের হাত বাঁচাও আমায়!!একি তো পুরো শরীর আটা দিয়ে ভরে গেছে!!চুল মুল সব ভরে গেছে!!(মনে মনে)
!
আরিয়ান আমাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পরল!!ওনার এমন কাজে আমি অবাকের উপর অবাক হচ্ছি!!কী করতে চাইছেন উনি!!আরিয়ান ওয়াশরুমে আমাকে নামিয়ে দিলেন!!!ওনার কাজ থেকে ছাড়া পেয়ে সস্তির নিশ্বাস ফেললাম!!হর্ঠাৎ আরিয়ান শাওয়ার অন করে দিল!!
!
আরে এটা কী করছেন ভিজে যাচ্ছি তো!!
!
আরিয়ানঃহুস (মুখে হাত দিয়ে)
!
ওনার কথায় চুপ হয়ে গেলাম আমি!!কী হলো ওনার??এমন করছে কেন!!আমার ভাবনার সুতো কেটে গেল আরিয়ানের কান্ডে!!কারন হর্ঠাৎই আমায় দেয়ালের সাথে চেপে ধরে বলতে লাগল আরিয়ানঃ
!
আচ্ছা তুমি কী কিছুই বুঝতে পারো না!!
!
ওনার কথায় অনেক অবাক হলাম আমি!!
!
কি বুঝবো আমি!!আর হর্ঠাৎ কী হলো আপনার এমন করছেন কেন??
!
তুমি কী সত্যি কিছু বুঝতে পারো না!!
!
বিশ্বাস করুন ভাইয়া আমি সত্যি আপনার কথার মানেগুলো বুঝতে পারছি না!!আমার কথা হয়তো ওনার পছন্দ হয়নি!!কে জানে কী হলো প্রচুর রেগে গেলেন উনি!!ধাপ করে আমাকে ছেড়ে দিয়ে দেয়ালে হাত দিয়ে সজোরে ঘুসি মারলেন উনি!!ওনার এমন কান্ডে আমি ভয়ে পুরো কেঁপে উঠলাম!!
!
ভাইয়া এগুলো কী করছেন আপনি???
!
আরিয়ানঃতুমি এখান থেকে যাও!!(চেচিয়ে)
!
আশ্চর্য!!কী হলো ওনার আর এভাবে রাগার বা কি আছে!!আর উনি তো নিয়ে আসলেন এখানে!!(মনে মনে)
!
বলছি কী ভাইয়া???
!
তুমি যাবে এখান থেকে (ধমক দিয়ে)
!
ওনার ধমকে কেঁপে উঠে তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে গেলাম আমি!!চলে গেলাম নিজেদের রুমে!!ভাগ্য ভালো ছিল কেউ কিছু দেখে নি!!
.
শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি টপ টপ করে পানি পরে পুরো ভিজছি আমি!!আর কিছুক্ষন আগে হয়ে যাওয়া ঘটনার কথা ভাবছি!!কি হলো হর্ঠাৎ ওনার!!আর কী বোঝার কথা বলছেন উনি!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
ছাঁদের এক কোনায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে মিতু!!তার ঠিক পিছনে দরজার সামনে দাঁড়িয়ে আছে রোহান আর আবির!!তাদের উদ্দেশ্য রোহান মিতুকে প্রপোজ করবে!!কিন্তু বেচারা রোহান ভয়ে কিছু বলতেই পারছে!!সেই কখন থেকে আবির বলছে কিছু হবে না কিন্তু না বেচারা রোহান তা শোনার পাএ নয়!!
!
তারপর বড় একটা নিশ্বাস ফেলল রোহান!!তারপর একবুক সাহস নিয়ে ছাঁদের ভিতরে পা দিল!!এক পা এক পা করে সামনে এগোতে লাগল রোহান!!এগোতে এগোতে মিতুর কাছে এসে দাঁড়ালো রোহান!!রোহান মিতুর কাঁধে হাত দিয়ে বললঃ
!
মিস ঝগড়ুটে না থুরি মিতু তোমার সাথে আমার কিছু কথা আছে??
!
মিতু কান থেকে ফোন সরিয়ে বললঃ
!
হুম বলেন???
!
রোহানঃআসলে আমার একটা কথা বলার ছিল তোমার সাথে!!
!
মিতুঃহুম বলেন!!
!
রোহান এক দীর্ঘ শ্বাস ফেলে বললঃ
!
মিস ঝগড়ুটে আমি তোমাকে ভা..লো…বা…আর কিছু বলার আগেই ঠাসসস করে থাপ্পড় পরল তার গালে!!
!
আবির ঠাসস করে একটা থাপ্পড় দিতেই লাফ দিয়ে উঠল রোহান!!ঘেমে পুরো শরীর ভিজে গেছে রোহানের!!তার মানে এতক্ষণ রোহান স্বপ্ন দেখছিল!!ভেবেই বুকে ফু দিল রোহান!!
!
আবিরঃকি হলো তুই যাবি নাকি তোরে লাথি মেরে পাঠাবোয়শ!!
!
রোহান আর দুই মিনিট ও দাঁড়ালো না!!আবিরকে বললঃ
!
তুই গিয়ে কর আমি গেলাম!!ফ্রীতে থাপ্পড় খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই!!এই বলে রোহান দিল এক দৌড়!!রোহানের এমন কান্ডে আবির পুরো বোকা বনে গেল!!
!
যাক বাবা এটার আবার কী হলো!!
-তারপর সেও চলে আসল রোহানের পিছন পিছন!!
!
এদিকে একজন আবির আর রোহানের কান্ড দেখে হাসতে হাসতে পেট ব্যাথা করে ফেলেছে!!!তারপর সেও নিচে নেমে আসল!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
ওয়াশরুম থেকে বেরোতেই ধাপ করে মিতু জড়িয়ে ধরল!!ওর এমন কান্ডে আমি অবাক হয়ে গেলাম!!আজকে দেখি সবাই আমাকে অবাক করে দিচ্ছে কারনটা কী???
!
কী হলো তোর??হর্ঠাৎ জড়িয়ে ধরলি কেন???
!
মিতুঃএমনি ভালো লাগলো তাই!!আচ্ছা তুই গোসল করলি কেন??
!
আর বলিস না তখন আটা নামাতে গিয়ে সব গায়ে পড়ে গিয়েছিল!!
!
মিতুঃতুই কী একটা কানা নাকি!!আচ্ছা বাদ দে চল গিয়ে রুটি বানাই!!
!
হুম চল……
.
.
.
.
_________________________________________
.
.
.
.
রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে থাকতে সত্যি খুব ভালো লাগে!!আকাশে থাকা চাঁদটাও মাঝে মাঝে খুব সুন্দর লাগে!!এক একটা তাঁরা খুবই সুন্দর!!মাঝে মাঝে ভাবি খোদার কী অসীম শক্তি খুব সুন্দর করে সাজিয়েছে এই পৃথিবী!!সবাই খাবার খেয়ে যে যার রুমে বসে প্যাকিং করছে!!কালকে সবাই একসাথে ঢাকা যাবে!!আমরাও যাবো!!খুব মজা হবে!!ভাবতেও পারছি আমাদের তানিশাও কিছুদিন পর কারো ঘরের বউ হবে!!ভাবতেই হাসি পাচ্ছে খুব সাথে কিছুটা ভালো লাগা!!খাবার টেবিলে সবাই প্রায় আমাদের রান্না করা খাবারের তারিফ করছে শুধু আরিয়ান বাদে!!আজকে তেমন একটা তাকায় নি আমার দিকে!!এতে অবাক না হলেও কিছুটা ভাবাচ্ছে আমায়!!হর্ঠাৎ হলো কী ওনার!!আমি তো কিছু বুঝতে পারছি না!!কী বলতে চাইছেন উনি!!সেদিন দিহান ভাইয়াও কিছু বলবে বলবে বলে আর বলল না!!কে জানে সবাই বলবে বলবে বলে কেন কিছু বলতে পারছে না!!অদ্ভুত!!হর্ঠাৎ পিছন থেকে মিতুর হাতের স্পর্শে আমার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম!!
!
মিতুঃকি ঘুমাবি না!!
!
হুম ঘুমাবো তো!!কিন্তু এখন ঘুম আসছে না!!’
!
মিতুঃআমি কিছু বলতে চাই তোকে!!
!
হুম বল না!!
!
এমন সময় তানিশা আসল রুমে!!
!
কি হলো তোরা দুজন বেলকনিতে দাঁড়িয়ে আছিস কেন????
!
এমনি!!
!
তানিশাঃ ঘুমাবি না!!ভাইয়া বলেছে তাড়াতাড়ি ঘুমোতে না হলে সকালে তাড়াতাড়ি উঠতে পারবি না!!
!
মিতুঃহুম ও ঠিক বলেছে চল এখন!!
!
কিন্তু তুই নাকি কিছু বলবি!!
!
মিতুঃহুম বলব পরে!!
!
আচ্ছা ঠিক আছে!!তারপর আর কী তিনজনেই একসাথে ঘুমের দেশে পারি দিলাম!!!
.
.
.
.
রাত_২ঃ০০টা……….
ছাঁদের এক কিনারায় দাঁড়িয়ে আকাশের ঝলমল করে থাকা তারার দিকে তাকিয়ে আছে আরিয়ান!!তবে একা নয় তার সাথে আছে রোহান দোলনায় বসে মুড়ি খাচ্ছে!!আর বোঝার চেষ্টা করছে আরিয়ান কি করছে!!হর্ঠাৎ মাঝরাতে তাকে নিয়ে ছাঁদে নিয়ে আসার কারনটা এখনও অজানা!!আবিরকেও ডেকে ছিল!!কিন্তু ঘুমে এতটাই কাতর সে!! যে তার কান পর্যন্ত রোহানের ডাক যায় নি!!শেষমেশ রোহান আর আরিয়ানই আসল ছাঁদে!!আর তাদের দুজনেরও চোখে ঘুম আসছে না!!
!
কিছুক্ষন পর……..
!
রোহানঃভাই এখন ঘুম আসছে চল!!
!
আরিয়ানঃতুই যা আমি আসছি!!
!
রোহানও আর কিছু বলল না!!চুপচাপ চলে গেল!!
.
.
.
এদিকে আরিয়ান আকাশের দিকে তাকিয়ে শুধু দীর্ঘ শ্বাস ফেলছে!!আচ্ছা সত্যি কী মীম তার অনুভূতিগুলো বুঝতে পারছে না!!নাকি বুঝতে চাইছে না!!এটা নিয়ে খুব ব্যাকুল হয়ে উঠেছে আরিয়ান!!সেও কোনো মেয়েকে নিয়ে এইভাবে ভাববে সেটা কোনোদিন কল্পনাও করে নি হয়তো আরিয়ান!!জীবনে তো কম মেয়ে তাকে ভালোবাসে নি!!সবাইকেই সে রিজেক্ট করে দিসে!!তবে মীমের মধ্যে এমন কী দেখল সে!! যা তাকে এতটা পাগল করে দিচ্ছে!!চোখ বন্ধ করে মীমের সাথে ঘটে যাওয়া প্রথম দিনের কথা ভাবল আরিয়ান!!
!
তার গায়ের উপর পড়া!!মিতু ভেবে তাকে জড়িয়ে ধরা!!তার ছোট ছোট পাগলামি খুব হাসায় তাকে!!হর্ঠাৎ করে খুব কাছে আসা সবই ভালো লাগাগুলো হয়তো ভালোবাসাতে রূপান্তরিত হয়েছে!!সে যে মীমকে ভালোবাসে প্রথম বুঝে ছিল যখন দিহান মীমের কোমড় জড়িয়ে ধরেছিল!!সেদিন খুব রাগ হয়ে ছিল তার!!সেদিন হয়তো প্রথম অনুভূতি কাজ করেছিল তার ভিতর!!আর ভাবতে পারছে না আরিয়ান!!কেন এমন হচ্ছে তার সাথে!!সব কেমন যেন লাগছে তার!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
সকাল_৭ঃ০০টা…….
হর্ঠাৎ মুখে পানি পরাতে লাফ দিয়ে উঠলাম আমি!!সামনে মিতু আর তানিশাকে হাসতে দেখে মেজাজটা পুরো গরম হয়ে গেল আমার!!কী সুন্দর ঘুমটাই না ছিল!! ঘুমের মধ্যে পানি ঢেলে দিল ওরা!!ইচ্ছে করছে দুটোকে লাথি মেরে বাহিরে বের করি দেই!!
!
মিতুঃআর কতো ঘুমাবেন মহা রানি বাসায় কী যেতে হবে না!!
!
মিতুর কথায় কোনো জবাব না দিয়ে হন হন করে চলে গেলাম ওয়াশরুমে!!আর ওরা আমার এমন কান্ডে শুধু হাসলো!!
.
.
.
.
রুমের চারিদিকে আরিয়ানকে খুঁজছে আবির!!কোথাও নেই আরিয়ান!!পাশে রোহানকে একটা লাথি দিয়ে উঠালো সে!!সাথে সাথে রোহান গিয়ে পরল বিছানার নিচে!!!হর্ঠাৎ এমন হওয়াতে লাফ দিয়ে উঠল রোহান!!আর টিপ টিপ করে চোখ খুলল সে!!
!
রোহানঃ ওই শালা কী হইছে তোর এমন ভাবে লাথি দিলি কেন??
!
আবিরঃআরিয়ান কই???
!
রোহানঃআরিয়ান কই মানে!!আমি কেমনে জানব???
!
আবিরঃও তো রুমে নেই!!
!
রোহানঃ কেন!! কাল রাতে ছাঁদ থেকে আসে নি তবে……..
!
#চলবে……..
তুমি শুধু আমার পর্ব-১৩
#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:13
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
-কাউকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি!!তা আমি অনুভব করছি!!আচ্ছা এটা মিতু ছাড়া অন্যকেউ যদি হয় তখন কী হবে!!ভাবতেই আস্তে ঢোক গিললাম আমি!!তারপর আস্তে আস্তে চোখ খুললাম!!আকাশে সামান্য কুয়াশায় ঘেরা আলো!!দেখে বোঝা যাচ্ছে!!হয়তো…
!
সকাল ৬ঃ০০ কী ৬ঃ৩০টা বাজে__
চারপাশের সবার দিকেই তাকালাম!!সবাই বেঘোরে ঘুমোচ্ছে!! আমার ঠিক সামনে মিতু রোহানের ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে আছে!!তার পাশে তানিশা আর আবির একে অপরকে জড়িয়ে ধরে!!কিন্তু কথা হলো মিতু যদি ওখানে থাকে তবে আমি কাকে জড়িয়ে ধরে আছি!!এইরে খাইছে এটা নিশ্চয়ই লাল হনুমান!!আস্তে করে মুখ তুললাম আমি যা ভেবেছিলাম তাই!!কিন্তু কথা হলো আমি তো ওদিক টায় ঘুমিয়ে ছিলাম এদিকে কিভাবে আসলাম!!নিশ্চয় ঘুমের মধ্যে চলে এসেছি!!এখন যদি কোনোভাবে লাল হনুমানের ঘুম ভেঙে যায় তবে কী হবে নিশ্চয় বলবে……
!
ইউ ইস্টুপিট ডাফার মেয়ে ঠিক করে ঘুমাতেও পারো না!! না না এসব শোনা যাবে না!!আর যদি মিতু বা ওরা দেখে ফেলে তখন নিশ্চয় হাসাহাসি করবে!!খুব ভালো হয়েছে সবার আগে আমার ঘুম ভাঙল!!আরিয়ানকে ছাড়াতে যাব এমন সময় সে আমার কোমড় জড়িয়ে ধরল!!যাতে ভয় সহ কলিজা কেঁপে উঠল আমার!!এখন কী হবে??বেশ কিছুক্ষন এভাবে থাকার পর ভাবলাম ভাইয়াকে না ডাকলে চলবে না!!আর তো কিছু করার নেই!!
!
যেই ভাবা সেই কাজ!!আরিয়ানের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললামঃ
!
ভাইয়া উঠবেন প্লিজ!!আপনি আমাকে জড়িয়ে ধরে আছেন!!
!
প্রথম বার বলাতে একটু নড়ে চড়ে উঠলেন আরিয়ান!!আর কী মনে আরো শক্ত জড়িয়ে ধরলেন!!এখন আমার অসস্তি লাগছে!!কেমন কেমন জানো লাগছে!!আরো কিছুক্ষন পরঃ
!
ভাইয়াকে আরো কয়েকবার ডাকলাম কিন্তু তার কোনো হেলদোল দেখছি না!!আচ্ছা সারারাত ঘুমায় নি নাকি!!হর্ঠাৎ এমন খেয়াল কেন আসল বুঝতে পারলাম না!!এইবার মাথায় একটা বুদ্ধি আসল!!জানি এতে উনি অনেক রেগে যাবে কিন্তু কিছু করার নেই!!চোখ বন্ধ করে ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ফেলে আরিয়ানের কানের কাছে মুখ নিয়ে দাঁত দিয়ে দিলাম এক কামড় সাথে সাথে আরিয়ান চিৎকার দিতে যাবে তার আগেই তার মুখ চেপে ধরলাম আমি!!এতে হয়তো উনি রেগে গেছেন!!চোখ পুরো লাল হয়ে গেছে তার!!তা দেখে আমার তো প্রান যায় যায় অবস্থা!!কাঁপা কাঁপা গলায় ভাইয়ার কানের কাছে মুখ নিয়ে বললামঃ
!
সরি ভাইয়া আসলে কী বলুন কিভাবে যেন ঘুমের মধ্যে আপনাকে জড়িয়ে ধরেছিলাম!!তারপর সেটা দেখে উঠতে গিয়ে আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন!!এই অবস্থায় যদি আমাদের এরা দেখে ফেলত তবে কী হতো বলুন!!আপনাকে অনেকবার ডাকছিলাম কিন্তু আপনি উঠছিলেন না তাই আর কী এমন টা কাজ করা লাগল সরি ভাইয়া!!পুরো একশ্বাসে কথা গুলো বললাম আমি!!তারপর শ্বাস ফেলে আরিয়ানের মুখ ছেড়ে দিলাম আমি!!তারপর মিতুর বাচ্চারে চাটি মেরে উঠালাম সাথে তানিশাকেও!!তারপর ওদের নিয়ে নিচে চলে আসলাম!!এতক্ষণ আরিয়ান কিছু বলল না যাতে করে আমি কিছুটা অবাক হলাম!!
.
.
.
এদিকে আরিয়ান মীমের এমন কান্ডে হাসবে নাকি রাগ করবে বুঝতে পারছে না!!কারন সে জানে এতে মীমের কোনো দোষ নেই!!সেই তো ভেবেই মুচকি হাসলো আরিয়ান!!তারপর আবির আর রোহানকে লাথি মেরে উঠালো!!কিন্তু আবির উঠলেও রোহানের কোনো হেলদোল নেই!!তারপর আরো অনেক চেষ্টা করেও কিছু হলো না রোহানের!!শেষমেশ বাধ্য হয়ে আবির আর আরিয়ান মিলে রোহানকে কোলে তুলে নিয়ে গেল!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
সকাল ৯ঃ০০টা____
-বিছানা বসে জামাকাপড় গোছাচ্ছি আমি আর মিতু!!কারন আজকে বাসায় ফিরায় কথা আমাদের!!যেহেতু কাব্য ভাইয়ার বিয়ে শেষ হয়ে গেছে আর বাসা থেকে বলে আসা তারিখ চলে এসেছে সেহেতু আর বেশিদিন থাকলে হয়তো আব্বু বকা দিবে!!সে যাইহোক!!খুব একটা ভালো লাগছে বললে ভুল হবে!!এ কয়েকদিনে অনেক মজায় করলাম!!খুব ভালোভাবে দিনগুলো কেটে গেছে!!একটা একটা মুহুর্ত হয়তো স্মৃতি হয়ে মনের ভিতর গাথা থাকবে!!আমাদের প্রায় শেষের দিকে!!তানিশার হয়তো তো এখনি কান্না পাছছে!!এই কান্নায় কাহিনীটা আমি এখনো বুঝলাম না!!ও তো কিছুদিন পর যাবে নাকি অদ্ভুত ব্যাপার এত কান্নার কি ব্যাপার আছে বুঝতে পারছি না!!হর্ঠাৎ তানিশা হন হন করে বেরিয়ে গেল রুম থেকে!! আর আমরা তাকিয়ে রইলাম ওর যাওয়ার পানে!!হয়তো আর কিছুক্ষন থাকলে কান্না আমাদের সামনেই করে দিত!!
.
.
.
.
_________________________________________
.
.
.
.
বিছানায় বসে ফোন টিপছে আরিয়ান!!এমনটা নয় যে সে জানে না আজকে মিতু আর মীম চলে যাবে!!কিন্তু এই মুহুর্তে তার ভিতর হেলদোল নেই!!আর রোহান সে তো বক বক করেই চলেছে!!কারন আজ আর ঝগড়ুটে চলে যাবে!!কি করে থাকবে আবার কবে দেখা হবে বা আর দেখা হবে কিনা ভাবতেই রোহানের ভিতরটা দক করে উঠছে!!রোহানের এমন করার কারনটা হয়তো আরিয়ান আর আবির দুজনেই খুব ভালো করে বুঝতে পারছে!!তাই তারা মুখ চেপে হাসছে!!
হর্ঠাৎ আবির বলে উঠলঃ
!
কী মামা এত অস্থির হয়ে গেলি কেন??
!
রোহানঃকেন অস্থির হব কেন??এমনি হাঁটছি!!
!
আবিরঃ হ মামা বুঝতে পারছি তুমি এমন কেন করছ!!আচ্ছা মিতুকে বলেছিস তুই ওকে ভালোবাসিস!!
!
আবিরের কথায় রোহান অনেকটাই চমকে গেল!!পরে কাঁপা কাঁপা গলায় বললঃ
!
এ হা না…..
!
আবিরঃকী হা না করছিস শোন ভালোবাসার মানুষকে বেশিদিন দূরে দূরে রাখতে নেই!!তাহলে কিন্তু অন্য কেউ এসে তাকে নিয়ে চলে যাবে!!
!
রোহানঃচুপ………
!
হর্ঠাৎ আরিয়ান তার ফোনটা কানে ধরে বললঃ
!
হ্যালো আন্টি আপনারা চলে এসেছেন!!এসে দেখে যান আপনার ছেলের কাহিনী??
!
আরিয়ানের কথা আবির রোহান কিছুই বুঝতে পারল না!!!
!
রোহানঃকাকে ফোন দিলি!!পিছন থেকে কাব্য বলে উঠলঃ
!
তারা আসলেই দেখতে পাবি!!
!
আবিরঃতার মানে তুইও জানিস কে আসবে!!
!
কাব্যঃহুম!!!
!
-আবার আরিয়ানের ফোনটা বেজে উঠলঃ
!
আরিয়ানঃআপনারা চলে এসেছেন!!!
!
অপর পাশের লোকেরাঃহুম!!
!
আরিয়ানঃকাব্য আন্টিকে সব বলেছিস তো!!
!
কাব্যঃহুম আম্মুর কোনো আপওি নেই!!
!
আরিয়ানঃতবে চল নিচে!!!
!
কাব্যঃচল,আর তোরাও আয়!![আবির আর রোহানের দিকে তাকিয়ে]
!
এতক্ষণ যা হলো সবই হয়তো আবির আর রোহানের মাথার উপর দিয়ে গেছে!!তারা হয়তো কিছুই বুঝতে পারছে না!!
.
.
.
.
_________________________________________
.
.
.
.
আমাদের গোছানো প্রায় শেষ!!বাসায় যাওয়ার জন্য তৈরি হতে যাব এমন সময় আন্টি আর তানিশা রুমে আসল!! আন্টি বললঃ
!
তোরা আজকে যেতে পারবি না!!আজকে তানিশাকে দেখতে আসবে!!আর তোদের বাবা মায়ের সাথে আমি কথা বলে রেখেছি!!তোরা আরো কিছুদিন থাকবি এখানে!!
!
আন্টির কথা বেশ অবাক হলাম আমি!!কারন আন্টি কী জানে না আবির ভাইয়া আর তানিশা একে অপরকে ভালোবাসে!!কাব্য ভাইয়া কিছু বলে নি!!তাহলে কী ছাদে বসে যা বলল সব নাটক ছিল!!কেমন যেন সব ঘোলাটে মনে হচ্ছে!!!
!
মিতু কিছু বলতে যাবে তা আগেই আন্টি আর কিছু না বলে হন হন করে চলে গেল!!
!
এদিকে তানিশা চোখ দিয়ে অলরেডি পানি পরতে শুধু করে দিয়েছে!!!কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না!!এই মুহূর্তে কাব্য ভাইয়ার সাথে কথা না বললে চলবে না!!তাই মিতুকে বললাম
!
তুই তানিশাকে রেডি কর আমি আসছি!!তারপর ওদের!!
রুমে রেখে আমি চলে এলাম বাহিরে উদ্দেশ্য কাব্য ভাইয়ার সাথে কথা বলার!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
-নিচে……
একজন মহিলা আর একজন পুরুষ মানুষ বসে আছেন সোফায়!!আন্টি আর কাব্য ভাইয়া তাদের সাথে কথা বলছে!!তবে অবাক করার একটা বিষয় হলো আবির ভাইয়া তাদের সাথে খুব হেসে হেসে কথা বলছে!!সাথে আরিয়ান আর রোহানও!!এমন ভাবে কথা বলছে যেন মনে হচ্ছে কতোদিনের পরিচিত এরা!!আমার মাথায় কিছুই আসছে না!!এমন সময় আন্টি বলে উঠলেনঃ
!
মীম তানিশাকে নিয়ে আয়!!আর হ্যাঁ এনারা হলেন আবিরের বাবা-মা!!আন্টির কথা শুনে অবাক হয়ে গেলাম আমি!!এনারা আবির ভাইয়ার আম্মু আব্বু!!মুহূর্তেই খুশি হয়ে গেলাম আমি!!নিজের মাথায় নিজেই একটা চাটি মেরে উপরে চলে আসলাম!!ইচ্ছে করছে একটা নাগিন ড্যান্স দেই!!তারপর উপরে রুমে এসে ওদের বলাতে ওরাও খুব খুশি হয়ে যায়!!তানিশার তো ইচ্ছে করছে এখনই লুঙ্গি ড্যান্স দিতে!!!তারপর চটপট তানিশাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে গেলাম নিচে!!!
.
.
.
.
(এই বার তবে ওদের বায়োডাটা দেয়া যাক!!আবির হলো একটা ভার্সিটির টিচার!!আবির তার বাবা মায়ের একমাএ ছেলে!!আর রোহানের বাবার একটা বিজনেস আছে!!রোহান সেই বিজনেসই নিজেও কাজ করে!!রোহানের একটা ছোট বোন আছে!!আর রইল আরিয়ান!! আরিয়ানদেরও নিজস্ব বিজনেস আছে!!আরিয়ানরা বাবা মা আর একটা বড় বোন আছে!!এগুলো দেওয়া হয় নি তাই দিয়ে দিলাম)
.
.
.
নিচে তানিশাকে দেখে আবিরের বাবা-মা অনেক খুশি হন সাথে তানিশাকে আন্টি পরিয়ে দেন!!আর বলেন আগামী ১৫ দিনের মধ্যেই তারা তাদের বউমাকে তাদের বাড়িতে নিয়ে যাবেন!!
!
এত তাড়াতাড়ি করার কি আছে কে জানে!!তবে কাব্য বা আন্টির যখন কোনো আপওি নেই!!! তবে আর কী??কিন্তু কথা হলো আবিররা থাকে ঢাকা আর তানিশারা চট্টগ্রাম!!তাই সব দিক বিবেচনা করে ওদের বিয়েটা ঢাকাতেই হবে সেটা ঠিক করলো কাব্য ভাইয়া আর সাথে দিহান ভাইয়া তার আম্মু আব্বু ও বললেন!!আর তানিশা ফুপুদের বাড়ি মানে দিহান ভাইয়াদের বাড়ি থেকেই বিয়েটা দিবে তানিশার!!এখন সবাই খুশি সাথে তানিশা আর আবিরও!!
!
সবকিছু ভেবে কালকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন সবাই!!আজকের দিনের জন্য আবির ভাইয়ার আব্বু আম্মু এখানেই থাকবেন!!আবির ভাইয়ার আব্বু আম্মু একটু সংকোচ বোধ করলেও কাব্য ভাইয়া আর আন্টির জোরাজোরিতে শেষমেশ রাজি হয়ে গেলেন!!
পুরোদিনটাই এভাবে ওভাবে করে কেটে গেল!!
.
.
.
.
_________________________________________
.
.
.
.
-সন্ধ্যা_৬ঃ০০টা…..
রান্না ঘরে দাঁড়িয়ে আছি!!কারন এখন সবার জন্য রুটি বানানো আমরা!!এই সব হয়েছে তানিশার জন্য ওনার শশুড় শাশুড়ির সামনে ভালো সাজতে গিয়ে আমাদের ১৩টা বাজিয়ে দিল!!রুটি আর আলুর দম বানিয়ে খাওয়াবে তাদের তানিশা!!কিন্তু একা কী আর এত জনের খাবার তৈরি করতে পারে তাই সাথে আমি আর মিতুও ফেসে গেছি!!এই মুহুর্তে একাই দাঁড়িয়ে আছি রান্না ঘরে!!তানিশাকে আন্টি ডাক দিছে তাই ও তাদের রুমে গেছে!!আর মিতুকে মিতুর আম্মু মানে আন্টি ফোন দেওয়াতে মিতু একটু বাহিরে গেছে!!আর ওরা আমাকে বলছে আটা আলু সব বের করতে!!এই মুহূর্তে তার জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজে চলেছি সব কিছু প্রায় সব কিছুই পেয়ে গেছি!!শুধু আটা বাদে!!কিছুক্ষন এদিক ওদিক দেখা পর উপরে একটা আটার প্যাকেট দেখতে পেলাম!!কিন্তু সেটা অনেক উচুতে আছে তাই একটা টুল নিয়ে বের করতে উপরে উঠলাম!!
.
.
.
এদিকে আরিয়ান তার ফোনে কথা বলতে বলতে নিচে আসছিল!!হর্ঠাৎ তার রান্না ঘরের দিকে চোখ যায়!!সে দেখছে মীম একটা টুলের উপরে দাঁড়িয়ে কিছু একটা ধরার চেষ্টা করছে!!হর্ঠাৎ আরিয়ান খেয়াল করল টুলটা নড়ছে যেকোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে!!তাই সে তার ফোন রেখে রান্না ঘরের উদ্দেশ্য পা বারালো!!
.
.
.
বেশ কিছুক্ষন যাবৎ চেষ্টা করছি আটার প্যাকেটটা ধরতে কিন্তু পারছি না!!হর্ঠাৎ পেয়ে গেলাম আমি!!আটার প্যাকেটটা নিয়ে যেই না নামতে যাবো এই ঘটনো আরেক ঝামেলা!!টুলের উপর থেকে পড়ে যেতে নিলাম আমি সাথে সাথে আরিয়ান ধরে ফেলল আমায়!!হাতে থাকা পুরো আটা খুলে পড়ে গেল দুজনের মুখে দুজনেই আটা দিয়ে ভুত হয়ে গেছি!!পুরো শরীর আটা দিয়ে ভরে গেছে দুজনের!!ভয়ে চোখ বন্ধ করে ফেলেছি আমি!!আর ১০০ গালাগাল দিচ্ছি নিজেই নিজেকে
!
একটা কাজও ঠিক করে করতে পারি না!!
ইস্টুপিড মিম!!তুই একটা!!!এদিকে আরিয়ান আমাকে মেরেই ফেলবে মনে হয়!!কিন্তু আমার কি দোষ আমি কী ইচ্ছে করে করছে নাকি!!আর প্যাকেট টা যে খোলা ছিল কে জানত!!আমি চোখ খুলে সরি বলতে যাব তার আগেই আরিয়ান মুখে হাত দিয়ে চুপ করে দিল আমায়!!তারপর কোলে তুলেই হাটা ধরল!!
!
ওনার এমন কাজের আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি!!কোথায় নিয়ে যাচ্ছে আরিয়ান আমায়!!???
!
#চলবে………
তুমি শুধু আমার পর্ব-১২
#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:12
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
ছাঁদে মাদুর পেতে চারজন গোল হয়ে বসে আছি আমরা!!যেমন আমার পাশে আরিয়ান,তার পর রোহান,তারপর মিতু তারপর আবার আমি!!এমন ভাবে চারজন গোল হয়ে বসে আছি!!ওরা এটা ওটা নিয়ে কথা বলছে আর হাসাহাসি করছে!!মিতুর সাথে আরিয়ানের খুব জমেছে!!আর আমি আর রোহান নিরব ভাবে বসে আছি!!এমন সময় রোহান বসে উঠল একটা গান গাইলে কেমন হয়!!
!
আরিয়ানঃ গা তুই!!
!
রোহানঃতুই ও গাবি!!
!
আরিয়ানঃআমার এখন ভালো লাগছে না!!
!
রোহানঃচুপ থাক তোরা বস আমি কাব্যের গিটারটা নিয়ে আসছি!!সাথে কাব্য রাইসা,আর আবির আর তানিশা আর দিহান কেও সাথে নিয়ে আসছি!!
!
আরিয়ান কিছু বলল না শুধু মাথা নাড়িয়ে হা সমর্থন দিল!!তারপর রোহান চলে গেল নিচে!!
!
মিতুঃ আচ্ছা খালি মুখে কী পার্টি জমে!!আমি বরং নিচে গিয়ে বিরিয়ানি নিয়ে আসি সাথে কোক!!সবাই মিলে একসাথে ডিনার করাও হয়ে যাবে!!
!
আরিয়ানঃঠিক আছে যাও!!
!
আচ্ছা আমিও আসি তোর সাথে!!
!
মিতুঃসবাই এইভাবে চলে গেলে কি করে হবে তুই বস ভাইয়ার সাথে আমি আসছি!!
!
আর কিছু বলার সুযোগ পেলাম না মিতু তার আগেই চলে গেল!!
!
আরিয়ানঃতোমার সাথে কিছু কথা ছিল!!
!
হুম বলেন!!
!
আরিয়ান কিছু বলতে যাবে এমন সময় আরিয়ানের ফোনে একটা কল আসে!!সাথে সাথে আরিয়ান আর কিছু না বলে ওদিকে চলে যায়!!
!
আর আমি এপাশে দাঁড়িয়ে রইলাম!!তার অপেক্ষা য়!!
.
.
.
.
_________________________________________
.
.
.
.
মিতু আন্টিকে বলে ফ্রিজ থেকে বিরিয়ানির প্যাকেট গুলো বের করছিল!!
!
ওদিকে রোহান কাব্যকে বলে তার গিটার নিয়ে রান্নাঘরে উকি দিয়ে দেখল মিতু ফ্রিজ খুলে কিছু বের করছে!!যা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসল!!
!
রোহান মিতুর কাছে গিয়ে কানের সামনে মুখ করে বললঃ
!
মিস ঝগড়ুটে!!
!
আচমকা এমনটা হওয়াতে ঘাবড়ে যায় মিতু!!তখন তার হাতে ছিল কোকের বোতল সেগুলো পড়ে যায় নিচে!!সাথে সাথে কোক পড়ে ঘরে কিছুটা অংশ ভিজে যায়!!
!
রোহানঃ ও সিট এটা কি করলে???
!
মিতুঃআমি কী করছি যা করার আপনি করছে!!এই ভাবে ভুতের মতো কেউ কথা বলে নাকি!!(রাগান্বিত ভাবে)
!
রোহানঃএখন কী করা যায় তাই বল
!
মিতুঃআপনি এখন এগুলো পরিষ্কার করবেন!!
!
রোহানঃওহ নো!!আমাকেই করতে হবে!!!
!
মিতুঃআপনার জন্য পরেছে এখন আপনি ঠিক করবেন!!এই বলে মিতু উল্টো দিকে দিয়ে না গিয়ে যে দিকে কোক পরেছে সেদিকে হাটা দিল!!সাথে সাথে পা সিলিপ কেটে পড়ে যায় মিতু!!
!
এদিকে মিতুর এমন কান্ডে হা হা করে হেসে দেয় রোহান!!যাতে করে মিতুর রাগ সপ্তম আকাশে উঠে গেল!!এখন মিতু পারছে না উঠতে হয়তো পা মুচকে গেছে!!এইবার রোহান কিছু একটা ভেবে মিতুর দিকে হাত বারিয়ে দিল!!মিতুও বা কম যায় কিসে হাত ধরে ওঠার বদলে হাত ধরে দিল একটান সাথে রোহান এসে পরল মিতুর গায়ের উপর!!নিজের ভুল কাজে নিজেই ফেসে গেল মিতু!!কোথায় ভেবেছিল রোহান ও তার মতো ব্যাথা পাবে তা আর হলো কই উল্টো সে নিজেই আরো ব্যাথা পেল!!এই মুহূর্তে মিতুর ইচ্ছে করছে নিজের মাথার চুল নিজেই ছিড়ে ফেলতে!!
!
এদিকে রোহানের এই মুহুর্তে কী রিয়েকশন দিবে বুঝতে পারছে না!!শুধু এক ধানে মিতুর রাগান্বিত ফ্রেস এর দিকে তাকিয়ে আছে!!হর্ঠাৎ মিতুর কথা ধ্যান ভাঙল রোহানেরঃ
!
মিতুঃআরে কানা বাঁদর উঠেন আমার গায়ের উপর থেকে!!
!
রোহানঃআমি কি করেছি তুমি তো টান দিয়ে ফেলে দিলে!!
!
মিতুঃভেবেছিলাম তো….সে যাইহোক এখন উঠেন আমার উপর থেকে!!
!
মিতুর কথায় রোহান যেই না উঠতে যাবে এমন সময় মিতু রোহানের গলা জড়িয়ে ধরল!!
মিতুর এমন কাজে রোহান পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল!!এদিকে মিতু কিছুর দিকে তাকিয়ে তিনবার ঢোক গিলে বললঃ
!
আরশোলা……এই বলে চোখ বন্ধ করে আরো শক্ত করে জড়িয়ে ধরল রোহানকে!!
!
রোহান মিতুর মুখের আরশোলার কথা শুনে বুঝতে পারল মিতু কেন তাকে হর্ঠাৎ এমন ভাবে জড়িয়ে ধরল!!এই মুহূর্তে রোহান কি করবে বুঝতে পারছে না!! আরশোলা আছে না গেছে সে বুঝতে পারছে না!!এদিকে মিতু রোহানকে শক্ত করে জড়িয়ে ধরে বর বর করছে!!কিছুক্ষন পর রোহান বললঃ
!
মিস ঝগড়ুটে এই ভাবে যদি জড়িয়ে ধরে রাখো তবে তো নিজেকে আর কন্ট্রোল করা যাবে না!!
!
রোহানের এমন কথায় মিতু লজ্জায়, ঘৃণা সাথে রাগ সব একসাথে মিক্স হয়ে খিচুড়ি তৈরি হচ্ছে তার মাথায়!!তারপর রোহানকে ছেড়ে দেয়!!
!
রোহানও ছাড়া পেয়ে উঠে যায় তারপর ছোট্ট একটা সরি বলে চলে যায়!!আর মিতু হাবলার মতো তাকিয়ে থাকে রোহানের যাওয়ার পানে!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
ছাঁদের এদিকে আমি দাঁড়িয়ে আছি আর ওদিকে আরিয়ান ফোনে কথা বলছে!!হয়তো তার আম্মু ফোন দিছে!!কারন অনেকক্ষন যাবৎ ওপাশের ব্যক্তিকে বলছেঃ
!
সরি আম্মু ভুল হয়ে গেছে আর এমন হবে না!!আসলে এদিকে এতটাই বিজি ছিলাম তোমার কথা মনেই ছিল না!!এই বলে এখন পর্যন্ত হাজারের উপরে হয়তো সরি বলা হয়ে গেছে!!কিন্তু তার আম্মু হয়তো এখনো তাকে ক্ষমা করে নি!!
!
এমন সময় মুচকি হেসে হাতে গিটার নিয়ে ভিতরে ঢুকলো রোহান ভাইয়া!!তার হাসার কারন এ মুহুর্তে বুঝতে পারছি না!!তাকে বললামঃ
!
ভাইয়া একা একা হাসছেন কেন??আর কাব্য ভাইয়া,রাইসা ভাবি,আর দিহান ভাইয়া আসল না!!
!
রোহানঃওরা এখন বিজি আছে আর দিহান ফোন টিপছে তাই এখন সে আসবে না!
!
ওও আর আবির ভাইয়া আর তানিশা!!
!
রোহানঃওরা আসছে!!একটু পর!!
!
এর ভিতর ছাদে ঢুকল আবির আর তানিশা!!দুজনের অবস্থা দেখে বোঝা যাচ্ছে অনেক কান্ত হয়ে গেছে তারা আর শাওয়ার নিয়ে মনে হয় এসেছে তারা!!তারপর মুচকি হেসে দুজনেই বসে পরল নিচে!!সাথে আমি আর রোহান ভাইয়াও!!এতক্ষণ পর আরিয়ান কথা শেষ করে সেও বসে পরল লো!!কিন্তু মিতুর এখনো খবর নেই গেল কই ও!!
!
আরিয়ানঃতুই শুধু কর!!
!
রোহানঃআচ্ছা তারপর তুই!!
!
আরিয়ানঃতা পরে দেখা যাবে!!
!
রোহান ভাইয়া গান শুরু করতে যাবে এমব সময় হাতে বিরিয়ানির কয়েকটা প্যাকেট নিয়ে আর সাথে কোকের বোতল নিয়ে ভিতরে ঢুকলো মিতু!!কিন্তু ওকে দেখে অনেকটা অবাক হলাম আমি!!কারন ও গিয়ে ছিল এক কাপড়ে আসল আরেক কাপড়ে কেন???
!
মিতু খাবারের প্যাকেট গুলো রেখে পাশে বসল আমার!!
!
কি রে গেলি এক কাপড়ে আসলি আরেক কাপড়ে কেন???
!
কিছু না এমনি!!
!
তারপর আমিও আর কিছু জিজ্ঞেস করি নি!!
!
তারপর রোহান ভাইয়ার গিটারের শব্দে তার গানে মনোযোগ দিলাম!!!
!
-বুকের ভিতর কান পেতে শোন
নাকি বলে মন
-কাছে এলে সুখ খুঁজে পাই
দূরে গেলে দহন!!
-এই পৃথিবী ছাড়তে পারি
তোর এক ইশারায়
-বাঁচি আমি তোরই মাঝে
তোরই তো ভরাসায়
-বাঁচি আমি তোরই মাঝে
তোরই তো ভরসায়….
!
[বাকিটা নিজ দায়িত্ব শুনে নিবেন😁]
!
অসম্ভব সুন্দর ভাবে গানটা গাইলেন রোহান ভাইয়া!!কেমন যেনো এক ধ্যান পড়ে গিয়েছিল সবাই!!
সবাই করতালি দিয়ে ভাইয়ার গানের প্রশংসা করলাম!!
!
রোহানঃআরিয়ান এখন তোর পালা!!
আবিরঃহুম তাড়াতাড়ি কর!!
আবির আর রোহান ভাইয়ার জোরাজোরি তে আরিয়ান ভাইয়াও গিটার নিয়ে গান গাইতে শুরু করলেনঃ
!
-Dil mag raha ha mohlat
-tara sat darakna ki
-tara nam sa jina ki tara nam sa marna ki
-tara sag chalo har dam man karka par sa ei
-ak ber isja jat da muja tujpa bigalna ki
.
-dakha ja jabsa tumko mana a jana
-mara kohis ka a sahar ma bas tara thikana ha
-ma vul ga a kud ko vi bas adad raha ab tum!!
!
[বাকিটা নিজ দায়িত্বে শুনে নিবেন😁]
!
ওনার গান শুনে কেমন একটা অনুভূতি আসল আমার!তবে এ অনুভূতির কারনটা বুঝলাম না!!আমি তো পুরো ধ্যান এ পরে গেছি!!লাল হনুমান এত সুন্দর গান গায় ভাবতেই পারছি না!!সবার হাতের তালিতে ধ্যান ভাঙলো আমার!!
!
সবাই আরিয়ানের খুব প্রশংসা করছিল!!
.
.
.
এভাবেই নানা গল্প গান খাওয়া দাওয়ার মাধ্যমে প্রায় আড্ডা শেষের দিকে আমাদের!!
!
গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পরলাম বুঝতে ই পারি নি!!হয়তো আমার সাথে সবাই ঘুমিয়ে পরেছিল!!আমি মিতুর ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে পরলাম!!মিতু দেয়ালের সাথে মাথা দিয়ে!!ওর উল্টো দিকে রোহান পাশে আরিয়ান এখনো গিটার হাতে বসে আছে!!আর তানিশা আর আবির একে অপরের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে!!
!
রাত এখন প্রায় ২ঃ০০টা____
চারিদিকে অন্ধকারে ঢেকে গেছে!!তবে চাঁদের আলোয় প্রায় সবই দেখা যাচ্ছে!!সবাই কোনোভাবে ঘুমিয়ে আছে!!কিন্তু আরিয়ান ঘুমোচ্ছে না………ঘুমোচ্ছে না বললে ভুল হবে ঘুম আসছে না!!
!
হর্ঠাৎ আরিয়ান মীমকে নিজের দিকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল!!সাথে সাথে মীম ও তার গলা জড়িয়ে ধরল!!সে হয়তো ভেবেছিল এটা মিতু!!!
!
#চলবে……..
তুমি শুধু আমার পর্ব-১১
#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:11
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
ঠাসস করে সবার সামনে গালে থাপ্পড় দিয়ে দিল কাব্য ভাইয়া আবির ভাইয়াকে!!পরিস্থিতি এমন পর্যায়ে সবার প্রায় বাকরুদ্ধ হয়ে গেছে সাথে আমিও!!
!
কিছুক্ষন আগে কাব্য ভাইয়ার চিৎকারে আমরা সবাই এখানে এসেছি!!শুধু আন্টি বাদে!!কারন এই মুহুর্তে এসব কথা বাহিরে লিংক হওয়া মানে মানসম্মান সব ধুলোর সাথে মিশে যাওয়া!!তবে মেহমানরা অনেক আগেই চলে গেছে!!তাই আন্টি রেষ্ট নিচ্ছে!!এই মুহূর্তে আমার মতো সবাই যে পুরো অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে তা আমি বুঝতে পেরেছি!!এমন সময় আরিয়ান গিয়ে কাব্যকে বললঃ
!
কী হয়েছে আবিরকে মারছিস কেন???
!
কাব্যঃওর কী করেছে জানিস ও একটা বেইমান!!!
!
কাব্যের কথায় আবিরের কলিজা ছিঁড়ে যাচ্ছে হয়তো!!সে যার ভয় পেয়েছিল তাই হলো!!এই কারনেই সে তানিশাকে কিছু বলতে চায় নি!!শেষ রক্ষা হলো না আর সব লন্ডভন্ড হয়ে গেল!!মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আবির আর তানিশা!!
!
কাব্যঃআচ্ছা আমি কী খুব খারাপ তুই তানিশাকে ভালোবাসিস এটা বললে কী আমি মেনে নিতাম না!!আমার কষ্ট হচ্ছে তুই আমার বন্ধু হয়ে কী পারলি এমন!!
!
আমি পুরো থ হয়ে দাঁড়িয়ে আছি!!এর মানে তানিশা আবিরকে ভালোবাসে!!
!
কাব্যের কথায় মুহুর্তেই হাসি ফুটে উঠল আমাদের সবার মুখে সাথে তানিশারও!!কিন্তু আবির এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে!! হয়তো তার এখনো বিশ্বাস হচ্ছে না!!কাব্য এই কারনে তার প্রতি রাগ করছিল আর সে কিনা!!
!
আবিরঃবিশ্বাস কর দোস্ত আমি অন্য কারনে বলিনি!!আমি ভেবেছিলাম……
!
কাব্যঃথাক আর বলতে হবে না আমি সব শুনেছি!!আমি কী জানি না ভালোবাসার মানুষকে না পেলে কতোটা কষ্টের হয়!!তুই তো জানিস রাইসাকে ভালোবেসে কাছে পেতে আমার কতটা কষ্ট হয়েছে!!আর তুই ভাবলি কি করে আমার বোনের সুখের জায়গায় কাটা হয়ে দাঁড়াবো আমি!!
!
আবিরঃসরি দোস্ত!!
!
কাব্যঃআচ্ছা ঠিক আছে!!আর তুই তানিশা??তুই কী আমাকে এতটাই পর ভাবিস যে ভালোবাসার কথাটা আমায় বললে আমি রাজি হতাম না!!
!
তানিশাঃআমি কী করব ভাইয়া তোমার দোস্তই তো আমাকে ভালোবাসে বলে নি!!তাই আমিও কিছু বলতে পারি নি!!
!
কাব্যঃও তো একটা পাগল!!!
!
কাব্য ভাইয়ার কথায় আমিসহ সবাই হাসতে লাগল!!কাব্য ভাইয়া বললঃ
!
সবাই চল এখন এখান থেকে দুটো Love Bird একসাথে কিছুক্ষন সময় কাটাবে!!তাই আমরা চল!!বলে কাব্য ভাইয়া মুচকি হেসে চলে গেল!!
!
আমরাও এই মুহুর্তে কিছু না বলে চুপচাপ চলে গেলাম!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
দেখলে তো কিছু হলো না!!আমি জানতাম ভাইয়া আমাদের মেনে নিবে শুধু শুধু তুমি এতটা কষ্ট দিলে আমায় কিছুক্ষণ নীরবতার কাটিয়ে দীর্ঘশ্বাস ফেলে কথাগুলো বলতে লাগল তানিশা!!এই মুহুর্তে আবির কী বলবে বুঝতে পারছে না সে!!তার পরও বলে ফেলল সেঃ
!
সরি!!
!
মুহুর্তেই হাসি ফুটে উঠল তানিশা!!খুশি হয়ে তানিশা আবিরকে জড়িয়ে ধরল!! সাথে আবিরও!!আজকে আর কোনো বাঁধা নেই!!সব বাঁধা কেটে গেছে কিছুক্ষন আগেই!! এখন শুধু আছে দুটো মনের মাঝে অসম্ভব ভালোবাসা আর কাছে পাওয়ার বাসনা!!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
রাত-৮ঃ০০টা……..
ঘরের ভিতর পায়চারি করছে মিতু!!আর তানিশাকে গালাগালি দিচ্ছে!!আর আমি বিছানায় বসে চিপস খাচ্ছি!!আর মিতু কথাগুলো শুনে যাচ্ছি!!আজকে তানিশাকে মিতুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি!!এই মুহূর্তে মিতু রেগে বোম হয়ে আছে!!নিজের ভাবনাগুলো বন্ধ করে আবার মিতুর কথাগুলোতে কান দিলাম ও বলছেঃ
!
তানিশার বাচ্চা তানিশা আজকে তুই একবার রুমে আয় তারপর দেখবি তোর কি হয়!!আমাদের কাছ থেকে এত বড় একটা কথা লুকিয়ে গেলি!!তাই বলি মামুনি সারাক্ষণ মুড অফ করে কেন থাকে!!আবির ভাইয়া ফিরে দিয়েছিল তাই সারাক্ষণ চুপচাপ থাকত!!মামুনি আবির ভাইয়াকে দেখে লজ্জায় লাল হয়ে যেত ভেবেছিল আমি কিছু বুজে না!!এখনো ফিটার খাই!!আজকে একবার শুধু পাই তোকে তারপর দেখবি কতো ধানে কতো চাল হয় না থুক্কু আপন মানুষের কাছ থেকে কথা লুকালে কী হয়!!
!
আমিও যে কিছুটা অবাক হয় নি এমন নয়!!আমিও সেইম ভাবে রেগে আছি তানিশার উপর!!আমিও বললামঃ
!
-মিতু ঠিকই বলছিস আজকে আর ওরে ছাড়মু না!”
!
মিতুঃহুম একদম!!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
এদিকে আরিয়ান ফোন টিপছে আর রোহান বক বক করছে!!রোহানের ও সেইম ভাবে রেগে আছে মিতুর মতো আবিরের ওপর!!সে বলছেঃ
!
কী করে পারল শালায় আমাদের কাছ থেকে এত বড় কথাটা লুকাতে!!আচ্ছা আমরা জানলে কি কিছু করতাম না!!ও কি আমাদের বন্ধু ভাবত না নাকি!!আজকে শালারে একবার কাছে পাই পানিতে চুবাবো দেখিস!!আজকে ওরে আর ছাড়ুম না দেখিস দোস্ত!!রোহানের কথায় যুক্তি আছে ভেবে আরিয়ান তার ফোনটা রেখে বললঃ
!
একদম ঠিক বলছিস ওরে আজকে বোঝাবো বন্ধুদের কাছে কথা লুকালে কী হয়!!!
.
.
.
.
_________________________________________
.
.
.
.
এদিকে ছাদে বসে দুজনেই খুব খুশি!!এমন সময় তানিশা বলে উঠলঃ
!
এখন চল!!
!
আবিরও সমর্থন দিল!!তারপর দুজনেই নিচে চলে আসল!!
!
রুমের সামনে দাঁড়িয়ে আছে আবির!!ভিতরে সাহস পাচ্ছে না সে!!না জানি আজকের তার অবস্থা কী করে রোহান আর আরিয়ান ভেবেই ঢোক গিললো আবির!!
!
!
!
সেইমভাবে সেইম ভাবনা নিয়ে তানিশাও দরজার বাহিরে দাঁড়িয়ে আছে!!একবুক সাহস নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো তানিশা!!ভিতরে কেউ নেই ভেবে বেশ অবাক হলো সে!!এক পা দু পা করে ভিতরে ঢুকতেই বালিশ নিয়ে মারা শুরু করলাম আমি আর মিতু!!!
!
তানিশাঃমারছিস কেন??
!
মিতুঃবান্দরডা তুই একটা শয়তান তুই এত বড় একটা কথা আমাদের কাছে লুকিয়ে গেছিস আজকে তোরে মেরেই ফেলব!!
!
তানিশাঃমেরে ফেললে বিয়া কেমনে করমু!!
!
মিতুঃতোর বিয়ার গুষ্টি কিলাই!!মীম মার বান্দর টাকে!!
!
তারপর আর কী উড়া ধুড়া মারামারি শুরু!!বালিশ দিয়ে মেরে চলেছি তানিশাকে!!আর তানিশা বেচারী বিছানায় বসে আরেকটা বাতিশ মাথার উপর ধরে আছে!!আর আমরা মারতেই আছি ধামছি না!!তার সাথে গালাগালি ফ্রী!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
এদিকে আবির রুমের মধ্যে ঢুকতেই এক বালতি পানি আবিরের গায়ের উপর ঢেলে দেয় রোহান!!পুরো রুম পানিতে ভরে গেছে!!হর্ঠাৎ পানি পরায় কিছুই বুঝতে পারে নি আবির!!এক বালতি পানি দিয়ে ভিজিয়ে দিয়ে বালিশ দিয়ে উড়া-ধুরা মারছে আরিয়ান আর রোহান!!!
!
রোহানঃশালা তোর মনের মধ্যে এত প্যাচ আগে বুঝি নাই!!তুই এত বড় একটা খেলা খেললি আমরা কিছু বুঝতেই পারলাম না!!তাই তো মামারে দেখি ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দীর্ঘ শ্বাস ফেলে!!তোর দীর্ঘ শ্বাস আজকে বার করছি দাঁড়া!!এই বলে আবিরের পিছনে দৌড়াতে লাগল রোহান!!!আর আরিয়ান গিয়ে দাঁড়িয়ে পরল বিছানায় কারন সে হয়তো বুঝতে পেরেছে এখন কি হতে চলেছে!!
!
আরিয়ানের ভাবাই সত্যি হলো!!পুরো রুমে পানি থাকায় সিলিপ কেটে পরে যায় রোহান আবিরের গায়ের উপর!!
!
আবিরঃও রে বাবা রে আমার কোমড় টা হয়তো গেল রে!!
!
এদিকে রোহান ও চেচিয়ে উঠলো!!আর আরিয়ান বিছানায় বসে দাঁত কেলানি হাসি দিতে লাগল!!আর রোহান কে বললঃ
!
তুই একটা পাডা অন্যরে মারতে গিয়ে নিজেই পরে গেলি!! হি হি🤣
.
.
.
এদিকে আবির রোহান দুজনেই রেগে গেছে!!কোথায় আরিয়ান এসে তাদের উঠাবে তা না!!হাসছে!! দাঁড়া শালা!! এই বলে রোহান আর আবির উঠে দুজনে দুদিক দিয়ে আরিয়ানকে মারতে লাগল!!
!
আরিয়ানঃযা শালা তোরা আমার মারছিস কেন??
!
আবিরঃআমরা পড়ে গেছি তুই উঠাবি তা না হাসাহাসি করছিস!!এই বলে দুজনেই বালিস দিয়ে মারতে লাগল আরিয়ানকে!!
!
আরিয়ানও বা কম যায় কিসে সেও একটা বালিশ নিয়ে মারামারি শুরু!!তিনজনেরই বালিশ ছিড়ে গেছে!!তুলো দিয়ে তাদের পুরো মুখ ভরে গেছে সাথে পুরো রুম!!!
.
.
.
.
_________________________________________
.
.
.
.
আমরা তিনজন বালিশ নিয়ে মারামারি করতে করতে এক পর্যায়ে কান্ত হয়ে থেমে গেলাম!!এমন সময় দরজা খুলে ভিতরে ঢুকলো আন্টি!!তাকে দেখে বড়শড় ঢোক গিললাম তিনজনেই কারন ঘরের যা অবস্থা করেছি আমরা!! তাতে আন্টির রেগে যাবে প্রচুর!!
!
তোরা এগুলো কী করেছিস………
!
কিছু না আন্টি তুমি যাও তানিশা সব করে নিবে!!আন্টিকে এক প্রকার জোর করে বের করে দিলাম!!তারপর তানিশাকে বললামঃ
!
সব তাড়াতাড়ি আগের মতোন করে ফেল তাড়াতাড়ি আর এটাই তোর শাস্তি!!বলে আমি আর মিতু বেরিয়ে গেলাম!!আর তানিশা হয়তো অসহায় ভাবে তাকিয়ে রইল আমাদের যাওয়ার পানে!!
.
.
.
.
এদিকে আরিয়ান আর রোহানও আবিরকে সব কাজ করতে বলে বেরিয়ে গেল!!
!
বাহিরে……
আমরা দুজন রোহান আর আরিয়ানের দিকে তাকিয়ে বেশ অবাক হলাম!!কারন ওনারাও আমাদের মতো তুলো দিয়ে পুরো শরীর ভরে ফেলেছে!!আমরা চারজনই একে অপরের দিকে তাকিয়ে বললামঃ
!
-রোহান আর আরিয়ানঃতোমরাও
!
-আমি আর মিতুঃতার মানে আপনারাও
!
-বলে চারজনই এক সাথে হেসে দিলাম!!
!
রোহানঃচলো তাহলে ছাদে যাওয়া যাক ওদের কাজ শেষ হলে ওরাও চলে আসবে!!আজকে রাতে আড্ডা হবে!!
!
তারপর আর কি চারজন একসাথে চলে গেলাম ছাদে!!!
!
!
!
এদিকে তানিশা আর আবিরের এই মুহুর্তে শুধু একটা গানই মাথায় আসছেঃ
!
-“মার ঝাড়ু মার ঝাড়ু মেরে বিছানা ঠিক কর”!!😂
!
#চলবে…………
!
তুমি শুধু আমার পর্ব-১০
#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:10
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
সকাল ৭ঃ০০টা_____
-সূর্যের আলো মুখে পরতেই ঘুম ভেঙে গেল আমার!!আস্তে আস্তে করে চোখ খুললাম আমি!!নিজেকে নিজের রুমেই দেখতে পেলাম আমি!!কিন্তু মাথাটা প্রচুর ঘুমাচ্ছে সাথে ভাড় হয়ে আছে!!কিছুতেই কালকের রাতের কথা মনে করতে পারছি না!!কালকে রাতে তো আমরা ছাদে গেছিলাম!!তারপর কি হয়েছিল কিছুই তো মনে পড়ছে না!!পাশে মিতু আর তানিশাকে ঘুমাতে দেখে দুটোকেই চাটি মেরে উঠালাম আমি!!ওদের জিজ্ঞেস করাতে ওরাও কিছু বলতে পারল না!!বিষয়টা কেমন ঘোলাটে মনে হচ্ছে!! রুমে আসলাম কখন!!আমার সাথে ওরাও যে সেইম জিনিস নিয়ে ভাবছে তা আমি খুব ভালো ভাবেই বুঝতে পারছি!!কিছুক্ষণ ভাবার পরও কিছু মাথায় আসল না!!!তারপর উঠে ওয়াশরুমে চলে গেলাম!!!
.
.
.
.
এদিকে ঘুমের মধ্যে কল্পনায় মীমের সাথে কাটানো মুহূর্তগুলো দেখছে আরিয়ান!!তাকে কোলে তুলে বাসায় নিয়ে আসা সাথে তারপর কপালে চুমু একে বিছানায় শুয়ে দেওয়া!!সাথে মীমের দেওয়া কিস আর বাচ্চামোগুলো সবাই দেখছে আরিয়ান!!ঘুমের মধ্যে কখনো মুচকি হাসছে আবার কখনো একটু রাগ করছে!!!আর এদিকে আরিয়ানের এমন কান্ড দেখে রোহান আর আবিরও হাসছে!!হর্ঠাৎ রোহানের মাথায় একটা বুদ্ধি আসল!!সে বিছানা থেকে উঠে ওয়াশরুম গিয়ে এক মগ পানি নিয়ে এসে আরিয়ানের মুখ ঢেলে দিল!!!সাথে সাথে হাসতে লাগল রোহান আর আবির!!
!
হর্ঠাৎ মুখে পানি পরায় ঘুম থেকে লাফ দিয়ে উঠল আরিয়ান!!সামনে আবির আর রোহানকে হাসতে দেখে কিছু বুঝতে পারল না আরিয়ান!!
!
আবিরঃমামা,কী স্বপ্ন দেখছিলা এতক্ষণ কখনো হাসছো কখনো রাগী লুক নিয়ে তাকাচ্ছো!!ব্যাপার কী???
!
আরিয়ানঃচুপ…..
!
রোহানঃচুপ কেন কথা বল!!
!
আরিয়ানঃতোরা থামবি,দিলি তো আমার ঘুমটার ১২ টা বাজিয়ে!!দাঁড়া তোরা আজকে তোদের একদিন কী আমার একদিন!!এই বলে বিছানা থেকে হালকা উঠল এর ভিতর আবির আর রোহান হাওয়া!!এই সুযোগে আরিয়ান গিয়ে দরজা বন্ধ করে দিয়ে!!কিছু একটা ভেবে মুচকি হেসে আবার ঘুমিয়ে পরল!!!
.
.
.
.
.
আজকে কাব্য ভাইয়ার বৌ-ভাত!!পুরো বাড়ি আবার আনন্দে মেতে উঠেছে!!আজকে রাইসা ভাবি আর কাব্য ভাইয়াকে খুব সুন্দর করেই সাজানো হয়েছে!!রাইসা ভাবির বাড়ির লোকেরাও আসবে আজকে এই বাড়িতে!!আজকেই হয়তো এই বাড়িতে বেড়ানো শেষ দিন কালকেই আমরা চলে!!ভাবতে খুশিও লাগছে সাথে কিছুটা খারাপ!!এই কয়েকদিনে অনেক মজাই করেছি আমরা!!সবই মিস করব!!এমন সময় ফোনটা বেজে উঠল আমার!!উপরে আম্মুর নাম দেখে মুচকি হেসে কথা বলতে লাগলাম!!!কিছুক্ষন কথা বলে আবার ভাবতে লাগলাম কী পরব আজকে!!আজকেও তানিশা আর মিতু শাড়ি পরেছে!!গর্জিয়াস শাড়ি পরেছে ওরা তবে আজকে কোনো ভাবেই আমাকে শাড়ি পড়া যাবে না আবার যদি পড়ে যাই তখন!! তাই পড়ার শাড়ি পরার ভাবনা মাথা থেকে বাদ দিয়ে দিলাম!!এর ভিতর মিতু আর তানিশাকে দেখে চোখ আটকে গেল আমার দুজনকেই অসম্ভব সুন্দর লাগছে!!তানিশা ব্ল্যাক শাড়ি পরেছে!!আর মিতু নীল রঙের দুজনকেই অপূর্ব লাগছে!!হর্ঠাৎ ওদের কথায় ঘোর কাটল আমার!!
!
মিতুঃকিরে তুই এখনো তৈরি হোস নি!!ওদিকে কাব্য ভাইয়ার শশুড় বাড়ির তো সবাই এসে পড়বে!!
!
আমি কী পরব বুঝতে পারছি না!!
!
তানিশাঃকী পরবি মানে তুই ও শাড়ি পরবি আর আজকে তোকে খুব সুন্দর করে সাজিয়ে দিবো!!বিয়েতে তো বেশি সাজিস নি!!আজকে সাজবি!!
!
না না আর সাজা সাজির কাজ নেই!!আর শাড়ি পরবো না সেদিন দেখলি না পরে যেতে নিয়ে ছিলাম সেদিন যদি দিহান ভাইয়া না ধরত তবে কী হতো ভাবতে পারছিস…….
!
মিতুঃচুপ কর কিছু হবে খুব সুন্দর করে পরিয়ে দিবো সাথে সাজিয়েও দেবো!! তুই মনে হয় কোনো প্রথম মেয়ে যে কিনা সাজ গাজ পছন্দ করিস না!!আজকে তোর কোনো কথা শুনবো না!!
!
এই রে খাইছে!!আজকে মনে হয় এরা আমারে না সাজিয়ে ছাড়বে না!!এই ভেবে আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে যাব এমন সময় সামনে আসল তানিশা!!
!
তানিশাঃকোথায় যাচ্ছিস আজকে তুই পালাতে পারবি না!!আজকে তোকে সাজতেই হবে!!আমরাও তো দেখি কেমন লাগে আমাদের দোস্তকে ভাড়ি মেকাপে!!
!
ও হু নো নো এমন করিস না!!আমার এগুলো ভালো লাগে না!!
!
মিতুঃআজকে তুই না সাজলে আমরা তোর সাথে কোনো কথা বলব না!!
!
এই রে পরে আমি গেছি বিপদে!!দুজনেই দু দিক মুখ করে দাঁড়িয়ে আছে!!
!
আচ্ছা বলছি কী না সাজলে হবে না!!
!
দুজনেরই এক কথাঃ না…….
!
তারপর আর কি শেষ মেশ কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলাম!!তবে শর্ত হলো শাড়ি পরব না!!এই শর্তটা ওরা মেনে নিলো!!তারপর একটা মেরুন রঙের একটা গাউন পরলাম!!সাথে ভাড়ি মেকাপ, গলায় একটা ভাড়ি নেকলেস,কানে ভাড়ি দুল,চুলগুলো খোলা,চোখে গাড়ো কাজল, মোটা করে আইলেনার,হাতে চুড়ি,ঠোঁটে গাড়ো লিপস্টিক!!সব মিলিয়ে পুরো এক-ঘন্টা বসে কি সাজালো ওরাই জানে!!আমি তো ঠিকমতো কোনটার কী নাম তাই জানি না!!শুধু ওরা যেভাবে বলেছে আমি শুধু পুতুলের মতো বসে শুনে গেছি!!!হর্ঠাৎ মিতুর কথায় আয়নার দিকে তাকালাম আমি!!
!
ওমা এইটা আমি নাকি চেহারা তো বোঝাই যাচ্ছে না একদম পেত্নীর মতো লাগছে!!আসলে খুব সুন্দর দেখাচ্ছে আমাকে!!কিন্তু এখন যদি ওদের বলি ওরা ঠিক আমাকে পচাবে!!তাই এমন বললাম!!
!
মিতুঃতুই যে একটা পাগল!!তা বোজা যাচ্ছে!!
কী সুন্দর দেখাচ্ছে আর বলে কিনা!!যা আমাদের এতো পরিশ্রম টাই বেকার গেল!!বলে মুখ ঘোমড়া করে ফেলল ওরা!!আমি বুঝতে পেরে পিছন থেকে দুজনকে জড়িয়ে ধরে বললামঃ
!
আরে দোস্তরা আমি তো জাস্ট মজা করছিলাম!!আমি নিজেই নিজের প্রতি ক্রাশ খাইলাম!!আমার কথায় দুজনের মুখেই হাসি ফুটে উঠল!!এমন সময় দরজায় কড়া নারালো আন্টি বললঃ
!
এই তোদের হয়েছে কাব্যের শুশুড় বাড়ির লোকেরা তো এসে পরেছে!!হর্ঠাৎ আন্টি আমার দিকে মুখ করে বললঃ
!
ওহ মীম তোকে তো খুব সুন্দর লাগছে!!আমারি তো নজর লেগে যাচ্ছে!!
!
আমি আন্টিকে জড়িয়ে ধরে বললামঃকী যে বল তুমি!!
!
আরে সত্যি বলছি!!দেখছো সাজলে তোকে কত সুন্দর লাগে!আর তুই একটু সাজতে চাস না!!আচ্ছা শোন তোরা তাড়াতাড়ি নিচে আয় আমি গেলাম!!এই বল আন্টি চলে গেল!!
!
আমিও মুচকি হাসলাম!!নিজের প্রশংসা কেউ করলে অবশ্যই ভালো লাগে!!আমারো ভালো লাগছে!!আমার ভালো লাগায় এক বালতি পানি ঢেলে দিল ওরা!!বলল
!
হইছে আর হাসা লাগবে না এখন চলেন!!
!
আমি দুটোর মাথায় দুটো চাটি মেরে চলে আসলাম!!আর ওরাও আমার পিছন পিছন!!!
.
.
.
.
.
সিঁড়ি বেয়ে নিচে নামছি আমরা সবাই চলে আসছে এখানে!!রোহান,আবির,আরিয়ানসহ কাব্য, রাইসা সাথে অনেক মেহমান!!
!
এদিকে আরিয়ান ফোনে কারো সাথে কথা বলছে এমন সময় মীমকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে চোখ আটকে যায় তার!!এই প্রথম হয়তো মীমকে এমন সাজে দেখছে সে!!অদ্ভুত রকম ভালোলাগা কাছ করছে তার ভিতর!!
.
.
.
.
.
কাব্য ভাইয়া আর রাইসা ভাবিকে সাজিয়ে নিচে আনা হয়েছে অনেক আগেই!!তাদের কেও অনেক সুন্দর লাগছে!!এমন সময় পিছন থেকে দিহান ভাইয়া বলে উঠলঃ
!
ওরে মীম তোকে তো খুব সুন্দর লাগছে আজকে!!
!
আমিও খুশি হয়ে ভাইয়াকে ধন্যবাদ জানালাম!!
.
.
খুব সুন্দরভাবে কাব্য ভাইয়ার বউ ভাতের অনুষ্ঠান শেষ হলো!!
.
.
.
.
__________________________________________
.
.
.
.
ছাঁদের এক কিনারায় দাঁড়িয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলছে আবির!!কিছুতেই সে তানিশাকে নিজের কাছ থেকে দূরে সরাতে পারছে না সে!!যতই দূরে সরাতে চায় সে ততই আরো কাছে চলে আসে তার তানিশা!!কালকের রাতের পর আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করছে তার!!কিন্তু কাব্য কী কোনোদিন মেনে নিবে তাদের!!হর্ঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরল আবিরকে!!আবির খুব ভালো করেই বুঝতে পারছে এটা তানিশা ছাড়া আর কেউ নয়!!আবির পিছন না ফিরেই বলে উঠলঃ
!
তুমি আবার কেন এসেছো!!!
!
আমি তোমায় ভালোবাসি ভাইয়া!!তুমি কেন বুঝতে পারছো না!!
আমি তোমায় ছাড়া বাঁচব না!!
!
আমি তোমায় ভালোবাসি না!!চলে যাও তুমি???
!
তুমি মিথ্যে কেন বলছ!!আমি জানি তুমি আমাকে ভালোবাসো!!তবে কেন মিথ্যে বলছ!!
আজকেই তোমার কাছে শেষবারের মতো আসলাম আমি!!কালকে থেকে হয়তো এই তানিশাকে আর দেখতে পাবে না!!বলে তানিশা চলে যেতে নেয়!!
!
হর্ঠাৎ আবিরের কালকের রাতের বলা তানিশার কথা টা মনে পরে গেল!!দেখবে একদিন তোমায় ছেড়ে ওই আকাশে চলে গেছি তখন বুঝবে!!!আবির আর নিজেকে আটকে রাখতে পারল!!দৌড়ে তানিশার কাছে গিয়ে তানিশাকে জড়িয়ে ধরে বললঃ
!
কোথায় যাবে তুমি!!আমিও তো তোমাকে ভালোবাসি নিজের চেয়েও বেশি কিন্তু কাব্য কি আমাদের মেনে নিবে!!আমি চাই না আমাদের জন্য কাব্যের সাথে আমার বন্ধুত্ব নষ্ট হোক!!তাই তো তোমাকে বার বার ফিরিয়ে দিয়েছি আমি!!!বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল আবিরকে!!
তানিশাও আবিরকে জড়িয়ে ধরল!!এমন সময়…..
!
!
!
ছাঁদের দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার দিয়ে উঠল কাব্য____
!
#চলবে……….
তুমি শুধু আমার পর্ব-০৯
#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:09
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে আবির!!রাতের অন্ধকারে থাকা চাঁদের দিকে তাকিয়ে আছে সে!!আর শুধু দীর্ঘশ্বাস ফেলছে!!সে তো আর মেয়েদের মতো কাঁদতে পারে না!!শুধুই দীর্ঘশ্বাস আর মনকে বোঝানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে!!এমন সময় পিছন থেকে রোহান বলে উঠলঃ
!
কিরে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন???
!
আবিরঃআরে মন খারাপ নয় এমনি দাঁড়িয়ে আছি!!!
!
রোহানঃওহ!তা মনে আছে তো আজকে রাতের পার্টির কথা!!!
!
!
!
সিঁড়ি বেয়ে ছাদের দরজার সামনে দাঁড়িয়ে ছিল মিতু!!মীমকে খুঁজতে এখানে এসেছিল সে!!হর্টাৎ রোহানের মুখে পার্টির কথা শুনে তার মাথায় একটা প্ল্যান আসল!!শয়তানি মার্কা হাসি দিয়ে বললঃ
!
সেদিন আমাদের পার্টির ১৩টা বাজিয়ে ছিলে না!!আজকে আমরাও ১৪টা বাজাবো তোমাদের!!wait……কানা বাদর বলে হাসতে হাসতে নিচে নেমে আসল মিতু!!!
.
.
.
এদিকে আবিরঃহুম মনে আছে!!
!
রোহানঃ হেব্বি মজা করবো আমরাও লুঙ্গি ড্যান্স গানে নাচমু নে!!
!
আবির শুধু মুচকি হাসল!!
.
.
.
রুমের মধ্যে তানিশা মন মরা হয়ে বসে আছে!!চোখ মুখ ফুলে গেছে দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষন কেঁদেছে হয়তো!!কিন্তু কেন? কারনটা এখনও অজানা!!তাই অনেক আগ্রহে বসে আছি তানিশার কথার শোনার অপেক্ষায়!!অনেকক্ষণ আগেই জিজ্ঞেস করেছি কিন্তু বলবে বলবে বলে এখনো বলছে না!!এমন সময় দৌড়ে রুমে আসল মিতু!!ওকে এইভাবে দৌড়াতে দেখে বললামঃ
!
কি রে এই ভাবে দৌড়াচ্ছিস কেন???
!
মিতুঃদোস্ত আজকে রাতে পার্টি হবে!!!
!
মানে???
!
মিতুঃদোস্ত কানা বাঁদর রা সেদিন আমাদের পার্টির ১২ টা বাজিয়ে ছিল না আমরাও আজকে ১৩টা বাজাবো!!
!
কিভাবে??তারপর পর ওর কথা শুনে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি!!
!
শোন আমি বলি কি এসব করা ঠিক হবে না!!তারপর যদি কিছু হয় তবে লাল হনুমান তো আমায় ছাড়বে না!!বাদ দেয়!!
!
মিতুঃতুই থামবি ভিতুর ডিম কোথাকার!!!
!
এতক্ষণ পর তানিশার মুখ দিয়ে হাসি বের হলো!!মিতুর কথায় তানিশা হেসে দিল!!যা আমার কাছে খুব ভালো লেগেছে!!??তারপর কী ওরা মিলে হাসাহাসি করছে আর আমি বোকার মতো শুধু তাকিয়ে আছি!!!
.
.
.
.
রাত ১২ঃ০০টা_____
ছাদের উপর রোহান তিনটে কোকের বোতলের মধ্যে কিছু একটা পানি জাতীয় ভরছে!!এর ভিতর আবির এসে বললঃ
!
তুই কী ভরছিস!!
!
রোহানঃদোস্ত এগুলো বিয়ার!!
!
আবিরঃতো ওগুলো কোকের বোতলে ভরছিস কেন???
!
আরে সকালে যদি সবাই দেখে আমরা রাতে ছাদে বসে বিয়ার খেয়েছিলাম!!তবে কী ভাবতে পারে বুঝতে পারছিস!!
!
আবিরঃওওও
!
রোহানঃহুম!!আচ্ছা চল আরিয়ানকে ডেকে আনি তারপর পার্টি শুরু!!কাব্য তো বউ পাইয়া আমাদের ভুলেই গেছে!!!
!
আবিরঃহু বাদ দে তো!!ও রকম তুই পাইলেও আমাদের ভুলে যাবি!!
!
রোহনঃ নো ব্রো আমি মটেও ওমন নই!!
!
আবিরঃহুম দেখা যাবে!!এখন চল!!
!
রোহানঃহুম!!!!তারপর ওরা চলে গেল নিচে!!!!
.
.
.
.
ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আছি আমি মিতু আর তানিশা!!আমার রীতিমতো কাঁপা-কাঁপি শুরু হয়ে গেছে!!যদি কেউ দেখে ফেলে তাহলে তো শেষ আমরা!!!ছাদের ভিতরে গিয়ে দেখলাম কেউ নেই!!তবে তিনটে কোকের বোতল আর একটা পেকেট আছে!!হয়তো খাবারের!!কাপা-কাপা গলায় মিতুকে বললামঃ
!
বোইন এখনো সময় আছে চল!!ওরা যদি আমাদের দেখে তখন কী হবে!!!
!
মিতুঃদেখবে তারপর তো!!আর তুই এত ভয় পাচ্ছিস কেন বলত!!!তানিশা আর আমি তো একটুও ভয় পাচ্ছি না!!কী বল তানিশা!!
!
তানিশাঃহুম!!সেদিন আমাদের টা নষ্ট করছিল না আমাদের কোক টা পর্যন্ত খেতে দিল না!!
!
মিতুঃকোক না হুম!!আমরাও ওদের খেতে দিব না!!!
!
তানিশাঃমানে!!!
!
মিতুঃমানে সামনে দেখছো তিনটে কোকের বোতল তিনটা কেই আমরা হাওয়া করে দিবো!!!
!
এইরে থাক না এমন করা লাগবে না ওরা অনেক রেগে যাবে!!!
!
মিতুঃতুই থামবি মীম!!তা না হলে ছাদে একা ফেলে চলে যাব!!!
!
আমি চুপ!!!
!
ধীর গতিতেই তিনজনে কোকের বোতলগুলোর সামনে গেলাম!!মিতু আমাদের তিনজনের হাতে তিনটে কোক দিয়ে বললঃ
!
খেয়ে ফেল!!পরে যখন দেখবে কোকের বোতলগুলো খালি ভাবতে পারছিস ওদের চেহারাগুলো কেমন হবে!!
.
.
.
তারপর আরকি ওদের জোরাজোরিতে একটা একটা করে তিনজনে তিনটে কোকই খেয়ে ফেললাম!!এমন সময় ছাঁদে এসে হাজির হলো রোহান, আবির, আর আরিয়ান!!আবির আর রোহানের চোখ তো বেরিয়ে আসার উপক্রম!!কারন তারা বুঝতে পেরেছে এখন কী হতে চলেছে!!!
!
আরিয়ানঃওরা এখানে কী করছে!!
!
আবিরঃওটা ছাড় আগে বল এখন কী করবি??
!
আরিয়ানঃমানে??
!
রোহানঃআমি বলছি ওগুলো কোকের বোতল ছিল না
!
আরিয়ানঃতাহলে কিসের বোতল ছিল!!
!
রোহানঃকোকের বোতলে বিয়ার ছিল!!
!
আরিয়ানঃও সীট এটা কি করছ তোরা এখন কী হতে পারে ভাবতে পারছিস!!ওদের ধর তাড়াতাড়ি!!
.
.
.
.
এদিকে আমার মাথা হর্ঠাৎ ঘুরে উঠল!!বেপার কী কোক খেলে তো এই ভাবে মাথা ঘুরায় না তার সাথে চোখও দেখি ঝাপসা হয়ে আসছে!!কেন??কোনভাবে ওদের বললামঃ
!
দোস্ত মাথা ঘুরতে আছে কেনঃ
!
তানিশা, মিতুঃআমাদের ঘুরাচ্ছে!!
!
আচ্ছা আমরা কোক মনে করে অন্যকিছু খেয়ে ফেললাম নাকি!!কেমন যেন নেশা নেশা লাগছে!!!!আরে আমরা পার্টি করব গান ছাড়ঃ
!
এর ভিতর আবির তানিশাকে, রোহান মিতুকে ধরল,আরিয়ান মিমের কাছে এসে বললঃ
!
এই তোমরা এখানে কী করছ!!!
!
মিতুঃআরে কানা বাঁদর!!তুমি এখানে!!
!
রোহানঃমিস ঝগড়ুটে তুমি আগে বল এখানে কী করছিলে!!
!
মিতুঃবলব না!!(দাঁত কেলানির হাসি দিয়ে)
!
!
!
আবিরঃওদের মনে হয় নেশা হয়ে গেছে তাড়াতাড়ি ওদের ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেয় নয়তো কেলেংকারী হয়ে যাবে!!বুঝতে পারছিস কী হতে চলেছে!!
!
রোহানঃঠিক বলেছিস!!মিস ঝগড়ুটে চল তাড়াতাড়ি!!
!
মিতুঃনা এখন যাব না!!আমরা লুঙ্গি ড্যান্স দিবো!!!এ বলে মিতু মোবাইলে গান চালু করে দিয়ে নাচতে লাগল সবাই!!
!
রোহান এখন কী করবি এরা তো মনে হয় আজকে আমাদের ফাঁসিয়ে ছাড়বে!!রোহান কিছু বুঝতে না পেরে মিতুকে কোলে তুলে নিয়ে হাটা ধরল!!হর্ঠাৎ মিতুকে কোলে তুলাতে ঘাবড়ে গিয়ে রোহানের শার্টের হাতা খাবছে ধরল মিতু!!তারপর আর আর কী রোহান মিতুকে নিয়ে নিচে চলে গেল!!!
!
আবিরঃওই মেয়েটা গেল কই!!!
!
আরিয়ানঃঠিকই ও গেল কই!!
!
আরিয়ান ছাদের সব জায়গায় খুঁজেও মীমকে পেল না!!একটা সময় দেখল মীম বাসা থেকে বেরিয়ে গেছে!!যা দেখে
!
এই রে মেয়েটা মনে হয় আজকে পাগল বানিয়ে ছাড়বে!!আরিয়ান আবিরকে বললঃ
!
তুই তানিশাকে নিয়ে আয় আমি ওইটাকে দেখছি বলে আরিয়ানও চলে গেল নিচে!!!
.
.
.
_____________________________________
.
.
.
-তানিশা মুখ ঘোমড়া করে বসে আছে!!যা দেখে আবির বললঃ
!
যাবে না নিচে
!
তানিশা আবিরের কথা শুনে নেকা কান্না করে দিল!!!
!
আবিরঃএই কাঁদছ কেন???
!
তানিশাঃতুমি আমায় একটুও ভালোবাসো না!!!
!
আবিরঃচুপ…….
!
তানিশাঃআমি যাবো না!!তুমি যাও!!আমি এখন কাঁদব!!!
!
আবিরঃকাঁদবে কেন???
!
তানিশাঃআমার ইচ্ছে হয়েছে তাই!!
!
আবিরঃতাড়াতাড়ি চল!!(তানিশার হাত ধরে)
!
তানিশাঃআমি যাবো না!!!তুমি আমায় ভালোবাসো না!!!
!
এখন আবিরেরও খুব কষ্ট হচ্ছে তানিশার চোখের পানি দেখে!!কিন্তু কী করবে সে কিছু তো করার নেই!!
!
তানিশাঃকী হলো কথা বলছ না!!
!
হর্ঠাৎ তানিশা আবিরকে জড়িয়ে কেঁদে দিয়ে বললঃ
!
তুমি খুব পঁচা!!খালি আমায় কষ্ট দেও!!তারপর দেখবে একদিন তোমায় ছেড়ে ওই আকাশে চলে গেছি তখন বুঝবে!!!
!
তানিশার কথা শুনে আবির বুকটা দক করে উঠল!!সত্যি যদি তানিশা এমন কিছু করে ফেলে তখন কী করবে সে!!
!
তানিশাঃভাইয়া আমাকে কী একটুও ভালোবাসা যায় না!!আমি কী খুব পঁচা!!
!
তানিশার কথায় আবির কী জবাব দিবে বুঝতে পারছে না!!হর্ঠাৎ আবিরও তানিশাকে জড়িয়ে ধরে বলতে লাগলঃ
!
আমিও তো তোমায় ভালোবাসি!!কিন্তু কী করব বলল তুমি তো কাব্যের বোন তোমার জন্য যদি আমাদের বন্ধত্ব নষ্ট হয়ে যায় তখন কী হবে!!!আমিও তোমায় ছাড়া বাচবো না হয়তো!! কিন্তু কী করার বলল কিছু তো করার নেই এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল তানিশাকে!!এতক্ষণ আবির যা বলল তা হয়তো তানিশার কান পর্যন্ত যায় নি!!কারন সে আবিরকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পরেছে!!!
.
.
.
__________________________________________
.
.
.
রুমের দরজার সামনে রোহান মিতুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে যেতে পারছে না!!কারন মিতু বলেছে ভিতরে গেলেই সে জোরে চিৎকার দিবে!!আর এটা যে রোহানের জন্য মটেও ভালো হবে না তা সে খুব ভালো করেই বুঝতে পারছে!!!তাই সেও মিতুর কথা মতো মিতুকে কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে আছে!!হর্ঠাৎ মিতু রোহানের গলা জড়িয়ে ধরে রোহানের গালে কিস করে দিল!!যা বুঝতে পেরে রোহান পাথরের মতো দাঁড়িয়ে আছে!!কিছুক্ষন পর…..
!
রোহানঃএটা কী করলে!!
!
মিতুঃকী করেছি!!কিস করেছি!!আরো করব!!
!
রোহানঃএই না!!
!
মিতুঃ না আমি করব!!
!
রোহানঃএই একদম না
!
মিতু রোহানের কথায় মুখ ঘোমড়া করে ফেলল!!
!
হর্ঠাৎ রোহানের মাথায় একটা সুন্দর আইডিয়া এসেছে!!তাই মুচকি হেসে বললঃ
!
তুমি আমাকে কিস করতে চাও!!
!
মিতুঃহুম(মুচকি হেসে)
!
আচ্ছা ঠিক আছে তবে এখন চুপচাপ রুমে চল তারপর কিস করতে দিবো!!তবে কথা হলো তুমি একদম চিৎকার দিবে না ঠিক আছে!!!
!
মিতুঃসত্যি তো!!
!
রোহানঃহুম!!!
!
মিতুঃঠিক আছে!!তারপর রোহানের কথা মতো চুপিচুপি মিতুকে কোলে তুলে নিয়ে যায় রুমে রোহান!!!
!
রুমে এসে…….
আচ্ছা এখন তুমি ঘুমিয়ে পড়!!কালকে কথা হবে!!মিতু রোহানের আরেক গালে কিস করে বললঃ
!
ঠিক আছে!!তারপর চুপিচুপি ঘুমিয় পরল মিতু!!যা দেখে স্বস্তির নিশ্বাস ফেলল রোহান!!তারপর মুহুর্তে মিতুর মুখের দিকে তাকিয়ে তার কিসের বিষয়টা ভেবে মুচকি হাসল রোহান!!তারপর মিতুর কপালে একটা চুমু একে দিলে বললঃ
!
পাগলী মেয়ে একটা(মুচকি হেসে)!!
-তারপর রুম থেকে বেরিয়ে গেল রোহান!!বাহিরে বেরিয়ে দেখল আবির তানিশাকে কোলে তুলে নিয়ে আসছে!!কারন তানিশা অনেক আগেই ঘুমিয়ে পরেছে যাতে আবিরের অনেক সুবিধা হয়েছে!!তারপর মিতুর পাশে তানিশাকে শুয়ে দিয়ে এক দীর্ঘ শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল!!তারপর আবির আর রোহান চলে গেল রুমে!!এর ভিতর রোহান বলে উঠলঃ
!
“আরিয়ান আর মীম” গেল কোথায়_____
.
.
.
__________________________________________.
.
.
.
ব্যস্ত রাস্তায় হেঁটে চলেছি আমি!!তবে একা নই সাথে আছে আরিয়ান!!সে অনেক আগেই নিতে এসেছে আমায় তবে কথা হলো আমি আইসক্রিম না নিয়ে কোথাও যাবো না!!হর্ঠাৎ এমন অদ্ভুত জিনিস খেতে কেন ইচ্ছে করল বুঝতে পারছি না!!
!
আরিয়ানঃএত রাতে আইসক্রিম কোথায় পাবো!!
!
আমি কিছু জানি না!!
!
থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দিবো!!
!
ওনার কথায় নেকা কান্না করে দিয়ে দিলাম__
!
আরিয়ানঃআরে আরে কাঁদছো কেন???
!
আপনি আমায় বকছেন কেন??
!
আরিয়ান আমার দু-গালে হাত দিয়ে বললঃ
!
দেখো আমরা তো অনেক দূর আসলাম কিন্তু একটাও আইসক্রিম এর দোকান পেয়েছি বলো!!এখন কী করব!!তার চেয়ে এখন বাসায় চল কালকে তোমাকে এত্তো এত্তো আইসক্রিম কিনে দিবো……..
!
কিন্তু না তাতে আমার হবে না…..আমার এক্ষুনি আইসক্রিম চাই!!!
!
আরিয়ান পড়ে গেল মহা বিপদে কী করবে বুঝতে পারছে না সে!!!অনেকদূর এল কোথাও তো আইসক্রিম এর দোকান দেখছে না!!!
!
হর্ঠাৎ কিছুটাদূরে একটা আইসক্রিম এর দোকান দেখতে পেল আরিয়ান যা দেখে তার মুখে মুহূর্তেই হাসি ফুটে উঠল!!!
!
আরিয়ান আমার ধরে বললঃ
!
চল!!আমিও তার কথা মতো চলতে লাগলাম!!
!
কিছুটা যেতেই আইসক্রিম দেখতে পেলাম আমি!!মুহূর্তে খুশির জলক ফুটে উঠল মুখে!!
!
আরিয়ানঃকয়টা নিবে!!!
!
আমি হাতের আঙুল জাগিয়ে ১ ২ ৩ বলতে বলতে পুরো দশটা আঙুল দিয়ে বললামঃ
!
দশটা…….
!
আরিয়ানঃএতগুলো দিয়ে কী করবে!!তারচেয়ে দুটো কিনে দেই!!
!
আরিয়ানের কথা শুনে আবার নেকা কান্না কাঁদতে লাগলাম আমি!!
!
আরিয়ান আমার কান্না শুনে বললঃ
!
আচ্ছা ঠিক আছে বাবা কাঁদতে হবে না!!দশ-টাই কিনে দিবো খুশি!!
!
মুহুর্তেই আবার খুশি হয়ে গেলাম!!
.
.
.
আরিয়ানঃমামা দশটা আইসক্রিম দেন!!!
!
দোকানদার আরিয়ানকে দশটা আইসক্রিম দিল!!আরিয়ান দোকানকে টাকা দিয়ে বলল!!মামা খুব বাচান বাচাইছেন যদি আপনি না থাকতেন তবে হয়তো আজকে সারারাত এখানেই থাকা লাগত!!
!
দোকানদার মুচকি হেসে বললঃ
!
বউ তোমার!!
!
আরিয়ানঃতেমনটাই বলে চলে আসল!!!
.
.
.
আরিয়ানের হাতে দশটা আইসক্রিম দেখে চোখ মুখ সব খুশিতে ভরে গেছে আমার!!আরিয়ান আমার হাতে আইসক্রিম দিতেই!!আরিয়ানের গলা জড়িয়ে ধরে বললামঃ
!
আপনি খুব ভালো!!তারপর আরিয়ানে গালে একটা কিস করে দিলাম!!!তারপর আইসক্রিম গুলো নিয়ে খেতে লাগলাম!!
.
.
.
এদিকে আরিয়ান ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে!!একটু আগে কী করল ও!!ভাবতেই মুহূর্তেই হেসে ফেলল আরিয়ান!!!তারপর মীমের আইসক্রিম খাওয়ার দিকে তাকিয়ে রইল!!!কারন মীম আইসক্রিম দিয়ে তার মুখ ভরে ফেলেছে!!যা দেখে মুচকি মুচকি হাসল আরিয়ান!!
!
আধা ঘণ্টা পর…………
আরিয়ানঃ আইসক্রিম খাওয়া শেষ এখন চল! না হলে বাসার সবাই চিন্তা করবে তো…….
!
আচ্ছা যাব তবে একটা শর্ত আছে!!!!
!
আরিয়ানঃকী শর্ত
!
আমি আর হাঁটতে পারব না!!!
!
আরিয়ানঃএত রাতে গাড়ি পাবো কোথায়!!
!
তা আমি জানি না আমার পা ব্যাথা করছে!!!
!
আমি আর হাঁটতে পারব না……..
!
শেষমেশ আরিয়ান কোনো উপায় না পেয়ে কোলে তুলে নিল আমাকে!!আর আমি মুচকি হেসে আরিয়ানের গলা জড়িয়ে ধরলাম……….
!
#চলবে…………..
!
তুমি শুধু আমার পর্ব-০৮
#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:08
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
দরজার সামনে কান ধরে উড বস করছে রোহান!!আর রাগী ফেস নিয়ে ওর দিকে তাকিয়ে আছে কাব্য!!
!
কিছুক্ষণ আগে কাব্য খাটের নিচে রোহানকে দেখে কী রিয়েকশন করবে বুঝতে পারছে না!!তারপর রোহানকে বের করে দরজার সামনে ১০০বার উড বস করতে বলেছে কাব্য!!
বেচারা রোহান ১০বার উড বস করেই তার পা ব্যাথা হয়ে গেছে তারপরও কিছু করতে পারছে না সে!!
!
এমন সময় কাব্যের দরজার সামনে এসে দাড়ালো আরিয়ান আর আবির!!দুজনেই কাব্যের এমন কান্ডে হাসছে!!!আর ব্যাচারা রোহান না পারছে কিছু করতে আর না পারছে কিছু বলতে!!
এই জন্য বলেছিলাম এমন করিস না(আরিয়ান বললঃ)
!
এই নিয়ে ৫০ বার রোহান সরি বলেছে কিন্তু সেই সরির পাওয়ার কাব্যের রাগের তুলনায় অনেক কম!!
!
বেশকিছুক্ষন পর…….
!
রোহানের ১০০বার হয়ে গেলে!!সবাই মিলে আর একবার সরি বলে চলে যায় যে যার রুমে!!কাব্যও চলে যায় নিজের রুমে!!!আর রাইসা শুধু নীরব দর্শকের মতো সব দেখে গেছে লজ্জায় না পারছে হাসতে আর না কিছু করতে!!!
.
.
.
.
.
পরেরদিন সকালে………….
সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে যায় আমার!!আজকে মনটা খুব ফুড়ফুড়ে লাগছে!!চোখ খুলে পাশে মিতুকে দেখে ওকে জড়িয়ে ধরলাম কিছুক্ষন!!তারপর ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে!!ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম মিতুও উঠে গেছে!!আর তানিশা আমার আগেই উঠে ফ্রেশ হয়ে হয়তো নিচে চলে গেছে!!!
!
Good morning dosto….
!
মিতুঃmorning.!আচ্ছা আমরা কি বউভাতের পরেরদিনই চলে যাব
!
হুম, বাসাতে তো সেটাই বলে এসেছি না
!
মিতুঃহুম!!
তারপর ও চলে গেল ওয়াশরুমে আর আমি নিচে!!!
.
.
.
টেবিলের সামনে খাবার বারছে আন্টি আর তানিশা তাকে help করছে!!তবে ওর মুখ দেখে মনে হচ্ছে!! কোনো কারনে তার মন খারাপ!!!পিছন থেকে তানিশা কে জড়িয়ে ধরে বললামঃ
!
কী হয়েছে দোস্ত!! মন খারাপ!!
!
তানিশাঃনা তেমন কিছু নয়!!
!
তেমন কিছু নয় মানে কী হয়েছে বল আমায়!!!
!
তানিশাঃআসলে তোরা চলে যাবি তো তাই!!
!
কেনো তুই আমাদের সাথে যাবি না!!
!!!এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামলেন!!আরিয়ান,আবির,আর রোহান!!আমার চোখ গেল রোহান ভাইয়ার দিকে!!কারন মনে হচ্ছে তার পায়ে খুব ব্যাথা যার কারনে তাকে ধরে নিয়ে আসছে আবির আর আরিয়ান!!তারা এসে টেবিলে বসে পরল!!সাথে সাথে তানিশা বললঃ
!
কী হয়েছে রোহান ভাইয়ার!!
!
তানিশার কথা শুনে আরিয়ান আর আবির হাসলো!!কিন্তু তাদের হাসির কারন আমাদের কাছে অজানা!!
!
রোহানঃকিছু হয় নি আসলে বাথরুমে পড়ে গিয়ে একটু ব্যাথা পেয়েছি এই আরকি!!!!
!
আমরাও আর কিছু বললাম না!!একে একে সবাই আসল নিচে!!সাথে কাব্য ভাইয়া আর রাইসা ভাবিও!!!তারপর আর কি সবাই মিলে ব্রেকফ্রাস্ট করে নিলাম!!!!
.
.
.
.
সন্ধ্যা ৬ঃ০০টা____
ছাঁদের এক কিনারায় দাঁড়িয়ে আছি আমি!!!এমন সময় কেউ প্রবেশ করল ছাঁদে!!পিছন ঘুরে আরিয়ানকে দেখতে পেয়ে কিছুটা ঘাবড়ে গেলেও পরে সামলে নিলাম নিজেকে!!
!
আরিয়ানঃএকা একা দাঁড়িয়ে আছো কেন???
!
এমনি!!!
!
ওহ
!
হুম..!!
___________________________________
ডাইরির পাতার দিকে তাকিয়ে আছে আবির!!কিছু একটা দেখছে সে!!অপলক ভাবে তাকিয়ে আছে ডাইরিতে থাকা একটা মেয়ের ছবির দিকে!!আর ছবিটাতে অন্যকেউ নয় আছে তানিশা!!এ ছবিটা তখনকার তোলা যখন প্রথম দেখেছিল আবির তানিশাকে!!এমন টা নয় যে আবির বুঝতে পারে না যে তানিশাও তাকে ভালোবাসে!!হুম আবিরও ভালোবাসে তানিশাকে কিন্তু প্রকাশ করে না!!যেদিন থেকে প্রথম দেখেছিল তানিশাকে সেদিন থেকেই ভালোবাসে আবির তানিশাকে!!কিন্তু দূর্ভাগ্য ক্রমে তানিশা হয়ে যায় কাব্যের বোন!!আবির কখনোই চায় না তানিশার জন্য তাদের বন্ধুত্বে কোনো আছ এসে পরুক!!তাই সে সবসময় তানিশার কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে!!কিন্তু যতই সে দূরে থাকার চেষ্টা করে ততই যেন আরো কাছে চলে তানিশা তার!!যার ফলে নিজেকে তানিশার কাছ থেকে দূরে থাকতে অনেক কষ্ট হয় তার!!বড্ড কষ্ট হয়!!!এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলছিল আবির!!হর্ঠাৎ পিছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরল!!যাতে করে ঘাবড়ে গিয়ে পিছনে তাকিয়ে বেশ অবাক হলো সে কারন এর আর কেউ নয় তানিশা!!অনেকক্ষণ আগেই তানিশা এসেছে আবিরের রুমে!!কারন আজকে সে চাইছিল তার মনের কথা আবিরকে বলতে!!হর্ঠাৎ ডাইরির পাতায় নিজের ছবি দেখে চমকে যায় সে!!!
.
.
.
________________________________________
.
.
.
দরজার সামনে উঁকি দিচ্ছে রোহান!!তার মূল উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে মিতুর সাথে ঝগড়া করার!!কারন এ কদিনে মিস ঝগড়ুটে যে তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে!!!এখন তার সাথে ঝগড়া না হলে তার ভালো লাগে না!!এটা কি আবেগ বা অন্যকিছু বুঝতে পারছে না রোহান!!কিন্তু এই মুহূর্তে মিস ঝগড়ুটের সাথে কথা না বললে যে তার চলবে না!!বুকের ভিতর চিন চিন অনুভব হয় তার কিন্তু কেন!!প্রশ্নের উওর খুঁজতে এখনো ব্যর্থ সে!!অনেকক্ষন রুমের আশেপাশে দেখে কাউকে না দেখে মন খারাপ করে চলে যেতে নেয় রোহান!!!পিছন ঘুরে মিতুকে দেখতে পেয়ে ভরকে যায় সে…….
!
মিতুঃমিষ্টার কানা বাঁদর এভাবে উঁকি মারছেন কেন…….
!
রোহানঃ উঁকি মারতে যাবো কেন অনেকক্ষন যাবৎ আরিয়ানকে খুজছিলাম!!পাচ্ছি না তাই আর কি দেখছিলাম তোমাদের রুমে আসছে কিনা!!(ঘাবড়ে গিয়ে)
!
মিতুঃওহ তাই নাকি…
!
রোহানঃতা নয় তো কি…আর মিস ঝগড়ুটে বেশি মাথা লাগিয়ে কাজ কী যদি চোখ দেখেই বুঝতে না পারো!!এতটুকু বলে রোহান হন হন করে চলে গেল!!
!
আর মিতু তার কথার আগামাথা না বুঝতে পেরে হাবলার মতো তাকিয়ে রইল!!!
.
.
.______________________________________
.
.
.
তোমার সাথে আমার কিছু কথা আছে!!বেশকিছুক্ষন পর নীরবতা কাটিয়ে বলে উঠলেন আরিয়ান!!!তার কথা শুনে তার দিকে তাকিয়ে বলে উঠলাম আমিঃ
!
হুম বলেন…….
!
এমন সময় পিছন দিক দিয়ে নাম ধরে ডাক দিল কেউ!!ততক্ষণাৎ পিছনে তাকিয়ে দিহান ভাইয়াকে দেখতে পেলাম আমি!!তাকে দেখে বললামঃ
!
জি ভাইয়া একটু পর আসি……
!
দিহানঃএকটু জরুরি কথা ছিল তোমার সাথে!!!
!
একটু পরে আসলে চলবে….
!
দিহানঃখুব দরকার ছিল!!!
!
শেষমেশ কোনো উপায় না পেয়ে আরিয়ানকে সরি বলে চলে আসলাম দিহান ভাইয়ার সাথে!!আরিয়ান মুচকি হেসে বিদায় জানালো আমায়!!!!তারপর আকাশের পানে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল সে…..
.
.
.
__________________________________________
.
.
.
-তুমি এখানে তাড়াতাড়ি করে ছবি লুকিয়ে কাঁপা কাঁপায় কথা বলল আবির!!তানিশা কাঁদো কাঁদো গলায় বললঃ
!
কী লুকালে তুমি!!!
!
আবিরঃকিছু লুকাই নি আমি!!আর তুমি এখানে কী করছ!!!
!
তানিশাঃআমার কিছু কথা আছে তোমার সাথে!!
!
আবিরঃএখন তোমার কোনো কথা শুনব না পরে শুনব!!
!
তানিশাঃনা এখনই শুনতে হবে তোমায়!!তুমি আমায় ভালোবাসো তাই না আবির ভাইয়া!!!
!
আবিরঃনা, আমি তোমায় ভালোবাসি না!!
!
তানিশাঃতাহলে আমার ছবি তোমার কাছে কী করছে!!
!
আবিরঃওটা তোমার ছবি না!!অন্য কারো ছবি!!!
!
তানিশাঃমিথ্যা কেন বলছ তুমি!!!(কান্না করে)
!
আবিরঃআবির আমি মিথ্যা বলছি না!!তুমি এখান থেকে চলে যাও তানিশা!!কেউ দেখে ফেললে সমস্যা হবে!!!
!
তানিশাঃহোক সমস্যা!!আমি তোমাকে ভালোবাসি আবির ভাইয়া!!!
!
তানিশার কথা শুনে ঠাসসস করে থাপ্পড় বসিয়ে দিল আবির!!তারপর হন হন করে সে নিজেই রুম থেকে বেরিয়ে গেল!!হয়তো আর কিছুক্ষন থাকলে সেও দূর্বল হয়ে পরত তানিশার উপর!!!!
!
এদিকে তানিশা অজস্র হারে চোখের পানি ফেলতে লাগল!!!
!
#চলবে……..
তুমি শুধু আমার পর্ব-০৭
#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:07
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
টপ টপ করে ঝর্ণার পানিতে পুরো ভিজে গেছি আমি!!চোখের জ্বালা পোড়াও অনেকটাই কমে গেছে!!এতক্ষণ পর মনে পরল আমি কাউকে জড়িয়ে ধরে আছি!!!লাল হনুমানের কথা মনে পরতেই ভয়ে আমার পুরো শরীর কাঁপতে শুরু করল!!তাই তাকে না ছাড়ছি আর না ধরে রাখতে চাইছি!!শুধু মনে হচ্ছে এই বুঝি উনি বলে উঠবেনঃ
!
ইউ ইস্টুপিট ডাফার মেয়ে আমাকে জড়িয়ে ধরে আছো কেন!!তার সাথে ওনার ইয়া বড় বড় হয়ে যাওয়া লাল চোখ যেটাকে আমি সেই প্রথম দিন থেকেই ভয় পাই!!আরিয়ান কিছু বলবে তার আগে আমি তাকে ছেড়ে একবুক সাহস নিয়ে বললামঃ
!
সরি ভাইয়া ভুল হয়ে গেছে এইবারের মতো ক্ষমা করে দিন!!আর কোনোদিনও আপনাকে জড়িয়ে ধরব না!!আসলে হর্ঠাৎ গায়ে পানি পরায় ঘাবড়ে গিয়ে ধরে ফেলি আপনাকে সরি সরি!!পুরো একশ্বাসে বলতে লাগলাম!!!
!
আরিয়ানঃওকে
!
সরি ভাইয়া আর হবে না
!
আরিয়ানঃবললাম তো ঠিক আছে!!!
!
এদিকে আমি বক করেই চলেছি অতিরিক্ত ভয় পেলে যা হয় আরকি!!হর্ঠাৎ করে আরিয়ানের দমকে চুপ হয়ে গেলাম আমি!!!
!
উনি আমার মুখে আঙুল দিয়ে বললেনঃ
!
ঠিক আছে শান্ত হয়!!!!আর বল চোখে জ্বালা পোড়া কমেছে!!!
!
আমি শুধু মাথা নাড়ালাম যার অর্থ হুম কমেছে!!!
!
আমার কথা শুনে বললেনঃ
!
ঠিক আছে তাড়াতাড়ি পোশাক চেঞ্জ করে নেও না হলে ঠান্ডা লেগে যাবে!!!এতটুকু বলেই উনি ওয়াশরুম থেকে বেরিয়ে গেলেন!!আর আমি ওনার যাওয়ার পানে তাকিয়ে রইলাম!!কেমন যেন ব্যাপারটা হজম হলো না আমার!!
.
.
.
🍁
বিছানার উপর রোহানের গায়ের উপর পড়ে গেছে মিতু!!!
কিছুক্ষণ আগে………
!
আবির আর তানিশার কান্ডে অনেকটাই অবাক হয়ে যায় মিতু আর রোহান!!এমন সময় রোহান মিতুর কাছে গিয়ে কিছু না বলেই মুখ ভর্তি করে হলুদ লাগিয়ে দেয়!!এতে মিতু অনেকটাই বোকা বনে যায়!!তারপর আর কি ব্যাপারটা বুঝতে পেরে রোহানের পিছনে দৌড় লাগায়!!রোহান দৌড়াতে দৌড়াতে ঘরের ভিতর চলে আসে তখন আবির সিড়ি বেয়ে নিচে নামছিল ব্যাপারটার কিছু না বুঝেই শুধু ওদের দিকে তাকিয়ে ছিল!!আর এদিকে রোহান দৌড়ে একটা রুমের ভিতর চলে যায়!!রুমে দৌড়াতে গিয়ে নিজের পায়ের সাথে নিজেই বেজে পরে যায় বিছানার উপর!!ওদিকে মিতু এতটাই জোরে দৌড়ে আসছিল যে সে রুমের ভিতর ঢুকতে গিয়ে কারপেটের সাথে পিছলা খেয়ে পড়ে যায় রোহানের গায়ের উপর!!আর এই জিনিসটার সুযোগ নিয়ে সেও রোহানের মুখ ভর্তি করে হলুদ লাগিয়ে দেয়!!মিতুর এমন একটা পরিস্থিতিতে এমন একটা কাজ করে দিবে তা হয়তো বুঝতে পারি নি রোহান!!!রোহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিতুর দিকে!!!
!
এদিকে মিতু শয়তানি মার্কা হাসি দিয়ে বললঃ
!
কেমন দিলাম কানা বাঁদর!!রোহান কিছু বলল না!!সে শুধু তাকিয়ে ছিল!!!তারপর মিতু রোহানের গায়ের উপর থেকে উঠে আস্তে করে রুম থেকে বেরিয়ে যায়!! আর রোহান শুধু মুচকি হাসলো!!!!
.
.
.
.
.
.
🍁
আজকে কাব্য ভাইয়ার বিয়ে!!পুরো বাড়িতেই খুশি খুশি ভাব চলে আসছে!!আসবেই তো আজকে যে নতুন অতিথি আসবে ঘরে!!বিষয়টা ছেলের পক্ষ থেকেই যতটা আনন্দের মেয়ের পক্ষ থেকে ততটাই কষ্টের!!কারন সে তার সবচেয়ে কাছের মানুষদের ছেড়ে চলে আসবে!!বিষয়টা খুবই অদ্ভুত!!!কেমন জানি না ভাবতেই চোখে পানি আসল আমার!!মেয়েদের জীবনটাই অদ্ভুত!!জন্ম হবে এক ঘরে আর মৃত্যু হবে আরেক ঘরে!!!বিষয়টা কষ্টের হলেও বাস্তব!!হর্ঠাৎ তানিশার কথায় আমার ভাবনা থেকে বেরিয়ে এলাম!!!তানিশা বললঃ
!
কি হলো চল…..
!
ও আমি তো ভুলেই গেছি এখন আমরা কাব্য ভাইয়ার বউকে আনতে যাচ্ছি মানে রাইসা ভাবিকে!!!!
!
আজকে আমি একটা লাল রঙের লেহেঙ্গা পরেছি,আর তানিশা আর মিতুও!! মিতু আকাশী কালারের আর তানিশা মেরুন রঙের!!সবাই খুব সুন্দর ভাবে সেজেছে!!আমিও সেজেছি তবে ভাড়ি মেকাপে নয়!!হালকা মেকাপে কারন ভাড়ি মেকাপে আমার মনে হয় আমাকে ভুতের মতো দেখায়!!!সে যাই হোক!!একে একে সবাই বের হলো!!আজকে কাব্য ভাইয়া একটা সাদার উপর লাল রঙের ডিজাইন করা পাঞ্জাবী পড়েছে তার সাথে মাথায় পাগড়ী!!খুব সুন্দর লাগছে তাকে!!অদ্ভুত ব্যাপার হলো মিতু আর রোহান এক রঙেরই
ডের্স পড়েছে!!আর তানিশা আর আবির অদ্ভুত ব্যাপার ওদের মিলে গেল কেমনে!!বিষয়টা আমার মতো ওরাও যে বুঝতে পারে নি তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি!!!হর্ঠাৎ পিছন থেকে হাত ধরে কেউ বললঃ
!
দিহানঃচল দাঁড়িয়ে আছিস কেন???
!
হুম চল!!!সবাই চলে যেতে লাগল বাহিরে!!এমন সময় সিড়ি বেয়ে উপরে নামছিল আরিয়ান!!এক মিনিটের জন্য হলেও তার দিকে চোখ লেগে গিয়েছিল আমার!!অসম্ভবভাবে সুন্দর লাগছে তাকে আকাশী রঙের পাঞ্জাবিতে!!চুল সুন্দর ভাবে সাজানো!!এই মুহূর্তে মনে হচ্ছে আজকে না জানি এই লাল হনুমান কয়টা প্রপোজ পায়!!তারপর আরকি সবাই বাহিরে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলাম!!!
.
.
.
🍁
এদিকে আরিয়ান ভিতরে ভিতরে প্রচুর রেগে গেছে!!কারন সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখল দিহান মীমের হাত ধরে আছে!!ভিতরে ভিতরে সে রেগে গেছে প্রচুর কিন্তু প্রকাশ করল না!!মনের রাগ মনের ভিতর দমিয়ে রাখল সে!!কারন এই মুহুর্তে এটা নিয়ে কিছু না করাই ভালো!!এটা না হয় পরে বুঝে নেমে সে!!!তারপর এক দীর্ঘ শ্বাস ফেলে সেও চলে গেল বাহিরে!!!
.
.
.
🍁
গাড়িতে……
আমি জানালায় পাশে বসেছি!!আমার পাশে মিতু তারপর তানিশা!!আমাদের সাথে সামনের সীটে বসে আছে দিহান ভাইয়া!!অবশ্য তাকে বলেছিল কাব্য ভাইয়ার সাথে বসতে কিন্তু কোনো এক কারনে সে আমাদের সাথে বসেছে!!তবে তার কারণ টা আমার কাছে জানা নেই!!হয়তো এমনি!!আমাদের সামনের গাড়িতে বসে আছে কাব্য ভাইয়া আর তার সাথে তার প্রান প্রিয় বন্ধুরা!!আরিয়ান,রোহান আর আবির!!……..আরো গাড়ি আছে পিছনে…….একে একে সব গাড়ি চলছে তাদের আপন গতিতে!!!
.
.
.
🍁
বেশ কয়েক-ঘন্টা পর……..
আমরা পৌছালাম কাব্য ভাইয়ার শশুড় বাড়িতে!!শুরুতে যা হয় তাই হলো একদল মেয়ে এসে দাঁড়ালো!!তাদের কথা হচ্ছে ১০,০০০ টাকা না দিলে তারা আমাদের ভিতরে ঢুকতে দিবে না!!বেশ কিছুক্ষন পর কাব্য ভাইয়ারাও আর উপায় না পেয়ে টাকা দিয়ে দিল!!!
!
এর ভিতর অনেকেই আরিয়ানের সাথে গা গেসে কথা বলতে চাইছে কিন্তু সে কাউকে পাওা দিচ্ছে না!!যা দেখে আমার খুব হাসি পাচ্ছে!!কিন্তু এই মুহুর্তে হাসাটা বোকামি ছাড়া আর কিছুই নয়!!তাই নিজের হাসিকে নিজের ভিতরেই দমিয়ে রাখলাম!!!
.
.
.
🍁
খুব সুন্দর পরিপাটি ভাবেই কাব্য ভাইয়ার সাথে রাইসা ভাবির বিয়ে হয়ে গেল!!এখন বিদায়ের পালা!!!!বিদায় টা খুব কষ্টেই কেটেছে তাদের রাইসা ভাবি তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়!!
!
গাড়িতে সামনে দাঁড়িয়ে আছি আমরা!!তবে ব্যাপারটা অনেকটাই প্রথমে আসার থেকে অনেকটাই উল্টো!!কারন যেহেতু বউ নিয়ে যাচ্ছি আমরা!!তাই শুধু প্রথম গাড়িতে কাব্য ভাইয়া আর রাইসা ভাবি একাই গেছে!!একে একে সবাই যার যার জায়গা মতো বসে পরেছে!!!এখন শুধু বাকি আছি আমরা!!!আর এখানেই হলো জামেলা!!গাড়ির সিট আছে টোটাল চারটা আর আমরা আছি সাতজন,আমি, মিতু, তানিশা,আরিয়ান,আবির,রোহান,আর দিহান ভাইয়া!!কিন্তু এতগুলো মানুষ একটা গাড়িতে কি করে যাবে!!!!
!
সামনে সীটে দিহান ভাইয়া বসে পরেছে!!তানিশার কোলে মিতু,আর আবিরে কোলে রোহান😂এখন বাকি রয়েছে একটা সীট আর মানুষ আছে দুজন!!তবে কথা হলো আমি কিছুতেই লাল হনুমানের কোলে বসবো না!!এদিকে আরিয়ান মুচকি মুচকি হাসছে!!যা দেখে ইচ্ছে করছে!!ঠাসস করে একটা চাটি মারি!!আর মিতু আর তানিশাও কি শয়তানরে বাবা একে ওপরকে কোলে নিয়ে আমাকে ঝামেলায় ফেলেছে!!এদিকে প্রায় বিকেল গরিয়ে গেছে এখন না গেলে আরো দেরি হয়ে যাবে!!শেষ মেষ কোনো উপায় না পেয়ে বসে পরলাম আরিয়ানের কোলে!!যা দেখে তানিশা মিতু আসছে!!ইচ্ছে তো করছে দুটোকেই লাথি মেরে ফেলে দেই!!কিন্তু সেটা আর হওয়ার নয়!!!
!
তারপর আর কি আমাকে ঝামেলায় ফেলে গাড়ি চলতে শুরু করল তার আপন গতিতে………..
.
.
বেশকিছুক্ষন পর আমার পৌছালাম বাড়িতে!!অনেক আগেই কাব্য ভাইয়া আর রাইসা ভাবিকে বরন করে ঘরে তুলে নিয়েছে আন্টি!!!আর আমরাও অনেকটা টায়ার্ড থাকায় আর কিছু না ভেবে চলে গেলাম রুমে……….
.
.
.
🍁
বাসর ঘরে বসে আছে রাইসা!!একটু তো ভয় করছে তারপরও ভালোবাসার মানুষকে কাছে পেয়েছে ভাবতেই মনে ভিতর আনন্দের বন্যা বয়ে গেছে!! ৫বছরের ভালোবাসা আজ পূর্নতা পাবে!!এসব ভাবতেই দরজা খোলার শব্দে লড়ে চড়ে বসল সে……
!
কাব্যকে দেখে সালাম দিল রাইসা!!কাব্য বিছানায় বসে রাইসার ঠোঁটের দিকে এগোতে যাবে এমন সময় খাঁটের নিচ থেকে রোহান বলে উঠলঃ
!
ওরে শালার “মশা”!!😂😂
!
#চলবে……..
তুমি শুধু আমার পর্ব-০৬
#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:06
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
-আরে সাবধানে পড়া যেতে তো!!!
!
-হর্ঠাৎ চির চেনা আওয়াজ শুনে উপরের দিকে তাকাতেই আরেক দফা অবাক হলাম আমি!!কারন উনি হলেন দিহান ভাইয়া!!তানিশার কাজিন!!ওনার সাথে এর আগেই আমার দেখা হয়েছে!!খুবই হাসি খুশি মানুষ উনি!!আমাকে কোল থেকে নামিয়ে দিতেই আমি মুচকি হেসে বললামঃ
!
তুমি???
!
দিহানঃআরেকটু হলেই তো তোকে নিয়ে হাসপাতালে দৌড়ানো লাগত!!
!
আর বল না এই শাড়ি কন্ট্রোল করা এতটুকু ব্যাপার!!আমি তো পরে হাঁটতেই পারছি না তাই পড়ে যেতে নিয়ে ছিলাম!!তা তুমি কেমন আছো!!
!
হুম ভালো তুই???
!
হুম ভালো এর ভিতর তানিশা আর মিতু এসে দাড়ালো আমার সামনে!!
!
তানিশাঃলাগে নি তো কোথাও তোর??
!
না!!!আমি ঠিক আছি!!!
!
মিতুঃআরে দিহান ভাইয়া কেমন আছো তুমি???
!
হুম ভালো তোরা??
!
হুম ভালো!!
!
এর ভিতর তানিশার আম্মু এসে দিহানকে জড়িয়ে ধরে বললঃ
!
কেমন আসিস বাবা আর তোর আম্মু আব্বু আসে নি!!
!
দিহানঃহুম আসবে কালকে!!!
!
তারপর দিহান ভাইয়া কাব্য ভাইয়াকে হলুদ লাগিয়ে দিয়ে ভিতরে চলে যায়!!!
.
.
.
🍁
এদিকে আরিয়ান খুব রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে মীমের দিকে!!কিন্তু মীমের সেদিকে কোনো হুশ নেই!! সে তার মতো দিহানের সাথে হেসে হেসে কথা বলছে!!এর ভিতর রোহান এসে আরিয়ানকে বললঃ
!
কী মামা তোমার মুড অফ কেন???
!
মুড অফ কেন হবে চল!!কাব্যের ১২টা বাজিয়ে আসি!!তারপর আরেক জনকে দেখছি
!
-রোহানঃমানে…..
!
আরিয়ান কিছু না চল
!
তারপর…….
আর কী আরিয়ান,আবির,রোহান তিন একসাথে কাব্যকে হলুদ মাখিয়ে ভুত বানিয়ে দিয়েছে!!আর আশেপাশের সবাই তাদের এ কান্ড দেখে হাসছে!!!!
.
.
.
🍁
ওয়াশরুমে দাঁড়িয়ে আছি!!!কারন
কিছুক্ষণ আগে তানিশা এক বাটি হলুদ এনে মুখে লাগিয়ে দিয়েছে!!যার ফলে এখন আমাকে ভুতের মতো লাগছে সাথে চোখ টাও জ্বলছে!!তাই কোনো ভাবে হাঁটতে হাঁটতে ওয়াশরুম চলে এসেছি মুখ ছুতে!!!মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকাতে আমি অনেকটাই চমকে উঠলাম সাথে ভয়ও পেয়েছি!!কারন পিছনে দাঁড়িয়ে আছে আরিয়ান ভাইয়া!!হর্ঠাৎ ওনাকে দেখে ভয়ে আমতা আমতা করে বললামঃ
!
আপনি এখানে…..
!
কেন অন্য কাউকে মনে করে দিলে বুঝি???
!
অন্য কাউকে মনে করতে যাবো কেন???আর কিছু বলার আগেই আরিয়ান আমাকে দেয়ালের সাথে চেপে ধরল!!আর ওনার এমন কাজে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি!! ওনার দিকে তাকাতে বুঝলাম উনি কোনো কারনে রেগে আছেন!!কিন্তু কেন????
.
.
.
🍁
হলুদ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তানিশা!! এর একটাই কারন সে আবির কে হলুদ লাগিয়ে দিবে কিন্তু তার এই ইচ্ছে কী পূরন হবে!!!একরাশ মনে ক্ষোভ নিয়ে দাঁড়িয়ে আছে সে!!!এমন সময় পিছন থেকে হলুদ লাগিয়ে দিল মিতু!!হর্ঠাৎ এমনটা হওয়ায় ভয়ে সে তার চোখ বন্ধ করে ফেলে!! যার ফলে তার চোখে হলুদ লেগে যায়!!তানিশার এক হাতে হলুদ থাকায় অন্য হাত দিয়ে হলুদ মুছতে লাগল!!!
.
.
.
এদিকে রোহান আবিরকে হলুদ লাগানোর জন্য দৌড়াচ্ছে কারন আবির অনেকটাই ভুত হয়ে গেছে আর ভুত হতে চায় না সে!!!এর জন্য আবির দৌড়াচ্ছে আর তার পিছনে রোহান!!এক পর্যায়ে আবির কিছুর সাথে উসটা খেয়ে পড়ে যায় কারো গায়ের উপর!!!আর তার হাতে থাকা হলুদ লেগে যায় আবিরের গালে!!!
.
.
রোহান আবিরের গালে হলুদ লাগায় হেসে হেসে বলছে আমার হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিলি না যা হয়েছে খুব ভালো হয়েছে বলে হাতে তালি দিতে থাকে সে!!!
.
.
এদিকে….
তানিশা আস্তে করে চোখ খোলার চেষ্টা করছে!!কিন্তু পারছে না!!কারন আবিরের হাতের হলুদ এসে লেগেছে তানিশার চোখে!!যাতে করে মিতুর দেওয়া হলুদ আর আবিরেট হলুদ একসাথে লেগে প্রচুর জ্বলছে তার চোখ!!!আবির চোখ খুলে তানিশাকে দেখে আস্তে করে উঠে দাঁড়িয়ে পড়ে!! এদিকে তানিশা শুধু চোখ হাত দিয়ে ডলছে!!জাতে তার চোখ আরো জ্বালা পোড়া করছে!!!তানিশাকে উঠছে না দেখে হর্ঠাৎ করেই তাকে কোলে তুলে নেয় আবির!!!
.
.
এদিকে তানিশা হর্ঠাৎ কেউ তাকে কোলে নেওয়াতে ঘাবড়ে গিয়ে আবিরের শার্টের হাতা খামছে ধরে!!!
.
.
.
🍁
এদিকে আবিরের এমন কান্ডে মিতু আর রোহান চোখ বড় বড় করে তাকিয়ে রইল!!!
!
রোহানঃব্যাপারটা কি হলো???
!
মিতুঃকে জানে????
.
.
.
🍁
সেই কতক্ষণ যাবৎ আরিয়ান দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলছে না!!!ওনার এমন কান্ডে আমি চরম বিরক্ত!!বার বার উনি এমন করে কেন!!ওনাকে একটু ভয় পাই দেখে কি তার সুযোগ নিচ্ছে নাকি!!!!
!
ভাইয়া আপনি কি কিছু বলবেন নাকি ছাড়বেন আমার খুব অসস্তি লাগছে!!এদিকে হর্ঠাৎ চোখে জ্বালা অনুভব করলাম আমি!!চোখ জ্বলছে আমার!!কিন্তু কিছু করতে পারছি না!!হর্ঠাৎ চেচিয়ে উঠলাম আমি!!কারন আমার চোখ প্রচুর জ্বলছে!!চিৎকার দিয়ে বললামঃ
!
ভাইয়া আমার চোখ জ্বলছে প্রচুর কিছু করবেন প্লিজ!!
!
আমার চেঁচানোতে আরিয়ান ঘাবড়ে গিয়ে কিছু বুঝে না পেরে শাওয়ার অন করে দিলো!!এদিকে চোখের জ্বালায় আমি কিছু করতে পারছি না!!শুধু হাত দিয়ে ডলে যাচ্ছি যার ফলে আরো জ্বলছে চোখ!!!এরভিতর হর্ঠাৎ পানি পড়ায় ঘাবড়ে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরলাম আমি!!
.
.
.
🍁
তানিশাকে ওয়াশরুমে এনে নামিয়ে দিল আবির!!তারপর আবির তানিশাকে বললঃ
!
মুখ ধুয়ে নেও!!!
!
তানিশা আবিরের আওয়াজ শুনে বুঝতে পেরেছে যে এটা আবির!!তারপর মনে মনে মুচকি হেসে মুখ ধুতে লাগল সে!!!এদিকে আবিরও মুখ ধুতে লাগল!!!
!
তানিশার মুখ ধোঁয়া হয়ে গেলে সামনে আবিরকে দেখে চুপটি করে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে!!!এদিকে আবির মুখ ধুতে ব্যস্ত!!!
!
তারপর আবিরের হয়ে গেলে একবার তানিশার দিকে তাকিয়ে বেরিয়ে যায় ওয়াশরুম থেকে!!এদিকে তানিশার বিশ্বাসই করতে পারছে তাকে আবির কোলে তুলে নিয়ে এসেছে!!ভাবতেই তার মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে!!!
.
.
.
🍁
সিঁড়ি বেয়ে নিচে নামছে আবির হর্ঠাৎ সে সামনে দেখতে পেল!!!রোহানের পিছনে মিতু দৌড়াচ্ছে!!অবাক হয়ে তাকিয়ে আছে আবির তাদের দিকে!! কিন্তু কারনটা কি???//
!
#চলবে……….