writer-Jubaida Sobti♥
রাতে,
মা : স্নেহা খেতে আয়, আর কয়দিন এভাবে না খেয়ে থাকবি।
স্নেহা : মা যাওতো আমার খিদে নেই।আর তোমার বলা লাগবে না আমার খিদে লাগলে আমি নিজে নিয়ে খেয়ে নিবো ?
মা : কিন্তু তুই তো, সকাল থেকে কিছু খাসনি খিদে কেমনি থাকবে না,
দেখ এমনটা হয় বিয়ের আগে,…
বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে,..
স্নেহা : আচ্ছা হয়ছে মা, এবার যাও আমাকে একা থাকতে দাও?
রাতে স্নেহা আর কিছুই খেলো না,
রাহুলের কথা ভাবতে ভাবতে শুয়ে পরে,… ঘুমিয়ে পড়ে,
[ বিয়ে হয়ে গেলো স্নেহার, লাল শাড়ী পড়ে বড় ঘোমটা দিয়ে, বউ সেজে খাটে বসে আছে, বর এসে স্নেহার ঘোমটা তুললে, স্নেহা অন্য ছেলেকে দেখতে পায় ]
হঠাৎ ঘুম ভেংগে চোখ খুলে স্নেহা উঠে বসে পড়ে,
স্নেহার পুরা শরীর ঘামতে থাকে, বুক কাপতে থাকে,?
ঘড়ি দেখে একটু পরে সকাল হয়ে যাবে,..
স্নেহার আর ঘুম আসছে না, কেন যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে..?
ঘুম আর আসছে না ছটফট করছে মনটা,..কেন যেন কাউকে খুজছে,…
স্নেহা রাহুলের সাথে কাটানো সময় মনে করছে আর কাঁদছে, ?
হঠাৎ একটা মোমেন্ট এর কথা মনে পড়ায়
স্নেহার কান্না থেমে যায় (Sneha Shocked ?)
দৌড়ে গিয়ে স্নেহা তার মোবাইল চেক করে,
কলেজ প্রোগ্রামের দিন লাস্ট কল যে নাম্বারটি ছিল সেটা রাহুলের ছিলো…স্নেহার মোবাইল শায়লার কাছে ফেলে আসলে রাহুল স্নেহার মোবাইলে ফোন দেই,
[স্নেহা এখন ভাবতে থাকে]
রাহুলের কাছে স্নেহার নাম্বার কি করে আসে, স্নেহা রাহুলের নাম্বারের সাথে Unknown নাম্বারটি মিলিয়ে দেখলে স্নেহার চোখে আবার ও পানি ঝলমল করে উঠে,?
স্নেহা : এতো খারাপ কেন আমি? রাহুলতো কত ভাবেই বুঝিয়েছে সে আমাকে ভালোবাসে, আর আমি,বুদ্ধু একটা,.. (হেসে ফেললো স্নেহা)
সকাল হলো স্নেহা কখন কলেজ যাবে (Existing with blushing ☺)
কলেজে গেলে স্নেহা গার্ডেনের দিকে তাকালো কিন্তু রাহুলকে দেখতে পেলো না,?…স্নেহা ভাবলো হয়তো ক্লাসে আছে,…সেইখানে গিয়ে ও দেখলো, এবং পার্কিং গিয়েও দেখলো রাহুলের গাড়ি আছে কি না কিন্তু কোথাও রাহুল নেই,?
আসিফ : রাহুলকে খুজছো?
স্নেহা : জি ? আপনি তাকে কোথাও দেখেছেন?.
আসিফ : রাহুলতো কলেজে আসেনি..
স্নেহা : তাহলে কোথায় গিয়েছে?..
আসিফ : তোমার কাছেইতো এসেছিলো তুমি ফিরিয়ে দিলে.. এখন যখন চলে গিয়েছে তাহলে তোমার মন থেকেই খুজে নিতে হবে..
কাল রাতে বার এ বসে অনেক্ষন ড্রিংকস করেছে, আমি আর বার মেনেজার অনেক request করেছি, তাও করে যাচ্ছে, এর আগে এগুলো কখনো ধরেও দেখেনি…তারপর রাগ করে বার থেকে কই গেলো জানিনা বাসায় গিয়ে দেখলাম বাসায় ও নাকি আসেনি…..
স্নেহা : ???আমি আসলে বুঝতে পারিনি।
আসিফ : আচ্ছা তোমার নাম্বারটা দাও আমি তাকে পেলে তোমাকে ফোন দিবো…
স্নেহা আসিফকে নাম্বার দিয়ে চলে গেলো…
কোথায় খুজবে সে রাহুলকে… অনেকবার ফোন দিয়ে ট্রাই করেছে কিন্তু সুইচ অফ…?
স্নেহা রাহুলকে খুজতে খুজতে সন্ধ্যা হয়ে গেলো কিন্তু তাও রাহুলকে খুজে পেলো না।….
[বাসায় চলে যায় স্নেহা ]
পা গুটিয়ে খাটে বসে কাঁদতে থাকে,…
কোথায় রাহুল…এতোটা অভিমান করেছে আমার সাথে ?
হঠাৎ মোবাইল বেজে উঠে,…সেই Unknown নাম্বারটি…
স্নেহা তাড়াতাড়ি রিসিভ করে,..
স্নেহা : রাহুল ? কোথায় আপনি..?.
কখন থেকে খুজছিলাম,.. কলেজে ও গিয়েছিলাম আপনাকে খুজতে…
চুপ করে আছেন কেন আমি জানি এটা আপনার নাম্বার..
ফোনের ওপাশ থেকে.. কেউ ফুফিয়ে কেঁদে যাচ্ছে তা স্নেহা বুঝতে পারলো..?
স্নেহা : সরি রাহুল ??
রাহুল : এভাবে দাঁড় করিয়ে রাখবে নাকি বাহিরে আসবে ?
স্নেহা : আপনি ?? বাহিরে?…মানে আমাদের বাসার সামনে..
রাহুল : হুম! ? এখন কি! চলে যাবো নাকি তাড়াতাড়ি আসবে?…
স্নেহা : না! না! চলে যাবেন কেনো আমি এক্ষুনি আসছি।??
স্নেহা দৌড়ে গিয়ে দেখে রাহুল তাদের উঠানে দাঁড়িয়ে আছে,….?
স্নেহা রাহুলকে দেখে আর নিজেকে সামলাতে পারলো না তাই স্নেহা দৌড়ে গিয়ে রাহুলকে ঝড়িয়ে ধরলো?
রাহুল ও স্নেহাকে শক্ত করে ঝড়িয়ে ধরলো…
স্নেহা : Sorry রাহুল আমি বুঝতে পারিনি..?? আপনি আমাকে এতোটা ভালোবাসেন.. ????????
তাইতো তখন ভেবেছি নিশ্চয় আমাদের মধ্যে কোনো কানেকশন আছে,?
আপনি আমাকে বার বার বুঝানোর চেষ্টা করে গিয়েছেন আর আমি বুদ্ধু একটা..?
স্নেহা রাহুলকে আরো শক্ত করে ঝড়িয়ে ধরে… ??
After few minutes,
রাহুল স্নেহাকে একটু সরিয়ে আনার চেষ্টা করলে স্নেহা আরো শক্ত করে ধরে রাখে রাহুলকে…..
রাহুল : স্নেহা হয়েছে তো কেউ চলে আসবে তখন,?
স্নেহা : আসুক ??
রাহুল : ?? চলো
স্নেহা : কোথায়?. ?
রাহুল : যাবা নাকি বলো?… ☺
স্নেহা : অবশ্যয় যাবো… সারাজীবন যাবো, ???
রাহুল স্নেহাকে নিয়ে একটা রেস্টুরেন্ট এ যায়
,? [sneha and rahul’s 1st date]
রাহুল : কিছু খেয়েছ সারাদিন?..
স্নেহা : ???
রাহুল : জানতাম,…
স্নেহা : কিভাবে,?..?
রাহুল : মার্জান আমাকে সব বলেছে,?
স্নেহা : ????
রাহুল : ঐ পাগলী আবার কাঁদছো কেন?..
রাহুল স্নেহার চোখ মুচিয়ে দেই..
স্নেহা : আপনি কিভাবে জানেন আমি আপনাকে খুজছিলাম?..
রাহুল : জানবো না তোমার আমার heart connection এর মাধ্যমে?
স্নেহা : নেকা না?…
রাহুল : আসিফ বলেছিলো☺
writer-Jubaida Sobti♥
রাহুল স্নেহাকে তার রুমে নিয়ে গেলো।
স্নেহা রাহুলের রুম দেখে Shocked?
স্নেহা : yaaakkkk??
(স্নেহার কথা শুনে রাহুল তাড়াতাড়ি মাটিতে পড়ে থাকা কাপড়-চোপড় গুলো উঠিয়ে নেই।???এবং স্নেহার জন্য বসার ব্যবস্থা করে দেই।)
রাহুল : একটু অগোছালো, দাঁড়াও ঠিক করে দিচ্ছি ?
স্নেহা : সব রুম গোছানো..শুধু আপনার রুমের সব এলোমেলো.?
[এই বলে স্নেহা ড্রেসিং এর উপর হাত রাখতেই তার হাতে খাবার টাইপ্সের কি যেন লেগে যায়,]
স্নেহা : ইশশ!? এগুলো কি?..
রাহুল : ??? ফ্লিম দেখে খাচ্ছিলাম তো, তখন নিশ্চয় পড়েছে,
স্নেহা : ড্রইং রুমের এতোবড় টেবিল ফেলে এইখানে খেতে গেলেন কেন?…
রাহুল : বললাম তো ফ্লিম দেখে খাচ্ছিলাম ? but u don’t worry আমার বউ আসলে তখন সব ঠিক হয়ে যাবে বাকি রুম গুলোর মতো। ?
স্নেহা : ( blushing ☺)
রাহুল : আচ্ছা আমার যেদিন বিয়ে হবে সেদিন কোন দিকটা ফুল আর কোন দিকটা ক্যান্ডেলাইট দিয়ে সাজালে ভালো হবে, বলো তো?..
ভালো আইডিয়া দিবা কিন্তু স্নেহা যাতে আমার বউ এর পছন্দ হয়।?
[ (স্নেহা লজ্জায় blushing ☺☺) স্নেহা চলে যেতে চাইলে রাহুল তার হাত ধরে রাহুলের কাছে টেনে নেই,]
[(রাহুল তার মুখটি কাছে এনে স্নেহার নাকের সাথে আর কপালের সাথে লাগায়?,
স্নেহার তার চোখ বন্ধ করে ফেলে nd sneha’s heart beating faster again)
রাহুল : [(স্নেহা☺চোখ বন্ধ করাতে একটা তেডি স্মাইল দেই, এবং রাহুল ও তার চোখ বন্ধ করে ফেলে,) nd rahul’s heart beating faster too☺]
হঠাৎ রাহুলের ফোন আবার বেজে উঠলো ?
রাহুল পকেট থেকে মোবাইল বের করে দেখে, সিম কোম্পানির কল, গেল মাথাটা ধরে,? রাহুলের মাথায় ১০০ডিগ্রী হাই ভোলটেইজ উঠানামা করছে ?
রাহুল : তুমি বলো স্নেহা এদের কি করতে ইচ্ছা হয়??
স্নেহা : ????
আচ্ছা হয়েছে অনেক এবার বাসায় যেতে হবে আমায়, আরে আমিতো মোবাইলটা ও ফেলে এসেছি শায়লার কাছে?
রাহুল : ওকে Wait আমি কল দিয়ে দেখছি।
রাহুল স্নেহার মোবাইলে কল দেই, এবং শায়লা রিসিভ করে,
স্নেহা : হ্যালো শায়লা, আমি বলছি স্নেহা
শায়লা : স্নেহা তুই কোথায়, তোকে আমরা পাগলের মতো খুজছি।?আর তোর মোবাইলটা ও তো ফেলে গিয়েছিস, আন্টি ফোন দিয়েছিল আমি বলেছি তুই একটু বিজি আছিস, তাই একটু পরে ফোন করতে,
স্নেহা : ওকে আমি বাসায় যাচ্ছি তুই মোবাইলটা রাখ। আমি কালকে নিবো,
স্নেহা : (তাড়াতাড়ি ফোন রেখে) আমাকে এখন বাসায় যেতে হবে, চলেন তাড়াতাড়ি,
রাহুল স্নেহাকে তার বাসায় পৌছে দেই।
মা : স্নেহা এটা কি বাসায় আসার সময় হলো তোর?..আর তুই ফোন ধরছিলি না কেন।?.. কত টেনশন হচ্ছিলো জানিস,?..
স্নেহা : মা ঐখানে আওয়াজের কারনে ফোনের আওয়াজ শোনা যাচ্ছিলো না।
মা : তোর বাবা অনেক রেগে আছে,
স্নেহা : মা তুমি একটু মেনেজ করো না আমি তো তোমাকে বলেই গিয়েছি।
মা : আচ্ছা যা ফ্রেশ হয়ে আয় আমি দেখছি।
স্নেহা ফ্রেশ হয়ে ড্রইং রুমে এলে,
বাবা : স্নেহা ভদ্র ঘরের মেয়েরা এতো রাত পর্যন্ত বাহিরে থাকে না বুঝলি।
স্নেহা : বাবা প্রোগ্রাম কিছুক্ষন আগেই শেষ হয়েছিল।
বাবা : প্রোগ্রাম যতক্ষণেই শেষ হোক না কেন… সময় দেখে তোর বাসায় চলে আসার দরকার ছিলো,
স্নেহা : সরি বাবা,
বাবা : আর শোন কাল সকালের দিকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, ছেলে অনেক ভালো লনডনে পড়ালিখা করেছে,তোর ছবি দেখেই তোকে পছন্দ করেছে, কাল ছেলের বাবা মা আসবে তোকে দেখতে,।
(স্নেহার বাবার কথা শোনে স্নেহা Shocked ? স্নেহা তার মায়ের দিকে তাকালো মা কিছু বলছে না)…
স্নেহা তার রুমে গিয়ে কাদা শুরু করলো…
স্নেহার মা ও আসে তার পিছু পিছু।
মা : স্নেহা আমি তোর বাবাকে অনেক বারণ করেছি। ?তোর বাবা বলছে এমন ভালো প্রস্তাব বার বার আসেনা,
আর ছেলের বাবা তোর বাবার পুরোনো বন্ধু,
তোর বাবাকে অনেক কাজে সাহায্য করেছে তিনি কিন্তু কখনো কিছু চায়নি,
তাই তোর বাবা বলেছে, আমি চায়না এই বিয়েতে কোনো প্রকার ভেজাল সৃষ্টি হোক।
স্নেহা অন্তত তোর বাবার দিকটা দেখে হলেও না করিস না।
(স্নেহা তার মা কে কিছু বলতে চেয়ে ও আর বলতে পারেনি।?)
রাতে স্নেহা আর কিছু খায়নি। শুধু রাহুলের কথা মনে পড়ছে, মা কে ও কিভাবে বলবে সে রাহুলকে ভালোবাসে রাহুল ও তো কখনো বলেনি সে স্নেহাকে ভালোবাসে, এভাবে কাঁদতে কাঁদতে স্নেহার রাত কেটে গেলো।
আজ কলেজ যায়নি স্নেহা,
স্নেহাকে তৈরি হতে বললো কিছুক্ষণ পরেই বরপক্ষ দেখতে আসবে,
ঐদিকে রাহুল সারা কলেজ স্নেহাকে খুজে বেড়াচ্ছে কিন্তু কোথাও পেল না।
রাহুল : স্নেহা আজ কলেজ আসেনি?
শায়লা : না আজতো স্নেহা কলেজ আসেনি।
মার্জান : কি হলো জিজু একদিন কলেজ না আসাতে এতোটা মিস করছেন ?
রাহুল : না আসলে (with blushing☺) তোমাদের দেখছি ওকে দেখছিনা তো তাই জিজ্ঞেস করলাম,…
রাহুলের ও কেমন যেন বার বার স্নেহার কথা মনে পড়ছে, স্নেহাকে দেখার পর থেকে এমন একটা দিন কাটেনি তাকে না দেখে কেটেছে,(☺ রাহুল blushing)
আর অন্যদিকে স্নেহাকে বর পক্ষ দেখেই পছন্দ করে ফেলেছে,…সব ঠিকঠাক।
কয়েকদিন পরে এসে বিয়ের তারিখ ফিক্সড করে যাবে।
স্নেহা কিছুই করতে পারছে না কেঁদে কেঁদে শুধু বালিশ ভেজাচ্ছে,…
স্নেহার বাবা মা মনে করছে, বিয়ে হয়ে যাবে শশুড়বাড়ী চলে যাবে, তাই হয়তো এমন করছে,
কিন্তু তা না…স্নেহার কেন যেন বার বার রাহুলের সাথে কাটানো কথা গুলো মনে পড়ছে তার সাথে প্রথম দেখা..???? এখন আর ভেবেও কি হবে বিয়ের কথা বার্তা সবইতো ফাইনাল হয়ে গেছে।
পরদিন কলেজ গেলো স্নেহা,
রাহুল স্নেহাকে দেখে (Blushing☺)with তেডি স্মাইল দিলেও স্নেহা রাহুলকে দেখেও না দেখার মতো হয়ে ক্লাসে চলে যায়।
(স্নেহা Avoid রাহুল ?)
ক্লাস শেষে ফ্রি টাইমে ও অনেকবার দেখা হয় কিন্তু স্নেহা রাহুলের সাথে কোনো কথায় বলছে না,
হঠাৎ স্নেহা ক্লাস শেষে বের হওয়ার সময় রাহুল স্নেহাকে টেনে একপাশ নিয়ে যায়,
রাহুল : কি হলো স্নেহা কখন থেকেই দেখছি তুমি আমাকে Avoid করেই যাচ্ছো,
সমস্যা কি তোমার..?
স্নেহা : আপনার সমস্যা কি আগে সেটা বলেন?…কি হয় আমি আপনার যে আপনি আমাকে হাত ধরে এভাবে টেনে আনেন?…
রাহুল স্নেহার কথা শুনে পুরাই Shocked ?
স্নেহা এমনটা কিভাবে বলতে পারলো..
স্নেহা রাহুলের হাত থেকে তার হাত ছাড়িয়ে সিরি দিয়ে নেমে চলে যায়।
রাহুল ও স্নেহার পিছু পিছু নিচে যায়…রাহুল স্নেহাকে কয়েকবার ডাক দিলেও স্নেহা রাহুলের দিকে ফিরেও তাকায় না।
হঠাৎ রাহুল আর না পেরে খুব জোড় গলায় স্নেহা বলে ডাকদেই, এবং সবাই রাহুলের দিকে ফিরে তাকায়।
স্নেহা ও Shocked হয়ে রাহুলের দিকে ফিরে তাকায়..
then রাহুল কাছে এসে স্নেহার হাত ধরে একপায়ের হাটু মাটিতে বসিয়ে সবার সামনে স্নেহাকে প্রপোজ করে,?
রাহুল : স্নেহা I love u ?…
do u love me?..
স্নেহা (মনে মনে blushing) এটা তো স্নেহা ভাবেনি, ?
স্নেহার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো,?
হঠাৎ স্নেহার মনে পড়লো তার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে, সে রাহুলকে কিভাবে হ্যাঁ বলবে,আবার রাহুলকে ফিরিয়ে ও কিভাবে দিবে,
সব একসাথে মাথায় ঘুরছে স্নেহার?
মার্জান : Come on sneha,☺☺ say yes!
জারিফা : স্নেহা what r u doing? hurry up… say yes,…
অনেক মেয়েই jealous তখন তাদের ক্রাশ তাদের সামনে অন্য একটি মেয়েকে প্রপোজ করছে, এতো গুলো মেয়ের মধ্য থেকে রাহুল স্নেহাকেই কেন বেচে নিয়েছে,?
কলেজে প্রায় এমন প্রপোজ হয়ে থাকে,এবং রাহুলের মতো ফেমাস হ্যান্ডসাম ছেলে ঐ সেমিস্টারের আরো কয়েক জন ও আছে কিন্তু এটা সহ্য করার মতো না কারন রাহুল বলে কথা,?
রাহুল : (again with sadness?) স্নেহা Do u love me?..
স্নেহার মাথায় ঘুরছে যদি রাহুলকে হ্যাঁ বলে তাহলে বাসায় কি জবাব দিবে,
স্নেহা তার পা পিছিয়ে নিয়ে গেলো,? রাহুলের হাত থেকে তার হাত সরিয়ে নিলো,? রাহুলকে স্নেহা মিথ্যা আশা কি করে দিবে তাই স্নেহা রাহুলকে কিছু না বলে দৌড়ে চলে গেলো,…?
মার্জান : স্নেহা কই যাচ্ছিস,?
জারিফা : কি হলো বলতো ওর, এইভাবে চলে যাওয়ার কোনো মানে হয়।?
রাহুল খুব দূঃক্ষের সাথে উঠে দাঁড়ালো, ? রাহুল স্নেহা থেকে এটা আশা করেনি।
স্নেহা যদিও রাহুলকে ভালো না বাসতো তাহলে প্রথম থেকেই কেন রাহুলকে Avoid করেনি,?… এতো গভীরতা দেখিয়ে কেন এভাবে চলে গেলো,?
নেহা : So sad for u rahul?
[but নেহা Shocked rahul reject from sneha? how it’s possible ?]
রাহুল নেহাকে আর কিছুই বললো না কি বা বলার মতো রইলো আর?
রাহুলের বন্ধুরা তার পাশে এসে দাঁড়ালে।
রাহুল : Don’t worry dear
🙂 I m ok..
রাহুল যতই Ok বলুকনা কেন তার বন্ধুরা বুঝতে পারছে এসময় তার মধ্যে কি চলছে?
রাহুল কিছু না বলে আর পার্কিং থেকে তার গাড়ীটি নিয়ে সোজা বেরিয়ে পরে,
অনেকেই বলাবলি করছে Rahul is rejected from sneha ?? OMG.
স্নেহা একা বাসায় চলে আসে,…
রুমে গিয়ে বালিশ ভিজিয়ে কেদেই চলছে,
কেন সে রাহুলকে হে বললো না?,আসলেই কি সে রাহুলকে ছেড়ে থাকতে পারবে,???
স্নেহার ফ্রেন্ডসরা স্নেহার বাসায় আসে স্নেহাকে দেখতে,
মার্জান : স্নেহা আমরা তোকে দেখতে আসিনি। শুধু একটা কথায় জানতে এসেছি রাহুলকে এক্সেপ্ট করলিনা কেন?..
স্নেহা : ???
জারিফা : তুই যদি রাহুলকে লাভ না করতি তাহলে ওকে দেখলে এতো খুশী কেন হতি?…ওর সাথে কলেজে টাইম স্পেন্ড কেন করতি?..বল?..
মার্জান : আচ্ছা মানলাম তুই ওকে ভালোবাসিস না তাই answer
দিলিনা, তাহলে এভাবে কাঁদছিস কেন সেটা তো বল,…
স্নেহা তার ফ্রেন্ডসদের সব খুলে বললে,
মার্জান : What the hell???..তুই আন্টিদের বলিসনি তুই রাহুলকে লাভ করিস,
স্নেহা : কিভাবে বলবো তখন তো রাহুল আমাকে বলেনি ও আমাকে লাভ করে,..?এখন যা ও বলেছে আমার বিয়ে ঠিক হওয়ার পর,বাবাকে বললে বাবা আমাকে মেরেই ফেলবে?
মার্জান : কি বোকারে বাবা তুই…শুধু I love u বললেই সে তোকে ভালোবাসে এটাতো নয়..
রাহুল তো তোকে অনেক ভাবেই অনেক আগেই থেকে বুঝিয়েছে সে তোকে লাভ করে,
তুই জানিস রাহুল কতটা কষ্ট পেয়েছে,?
মেয়ের অভাব পরেনি তার… তোকে সত্যি ভালোবাসে বলেই..সে এতোগুলো মেয়ের মধ্যে থেকে তোকে বেচে নিয়েছে…
সেটা বলাতে স্নেহা আরো কেদে উঠে,?
শায়লা : হে স্নেহা বিয়ে জীবনে একবার করবি, যাকে লাভ করিস তাকেই যদি বিয়ে না করিস তাহলে ঐ বিয়ে করে কি লাভ ?রাহুল তোকে অনেক ভালোবাসে স্নেহা,
মার্জান : আচ্ছা আন্টিকে আমরাই বলছি।
স্নেহা : না…তোরা কিছু বলিস না মা কে যদি এখন এসব বলি মা অনেক কষ্ট পাবে, এসব সজ্য করতে পারবে না,??
বাবা বলেছে বিয়েতে কোনো প্রকার ঝামেলা চায় না।
মার্জান : ঠিকাছে তুই যা ভালো মনে করিস।?কিন্তু একটা কথা মনে রাখিস রাহুল তোকে অনেক লাভ করে,…
এই বলে তারা চলে গেলো।
স্নেহা রুমে একা একা বসে আছে,?
রাহুল : [ যে ছেলে কখনো স্মোক করে না সে আজ স্মোক করছে,
রাহুলের চোখ রক্তের ছানির মতো লাল হয়ে যাচ্ছে?খুব কষ্ট জমে আছে আজ বুকের ভেতর। ]
আসিফ : রাহুল হয়েছে রাখ আর কয়টা খাবি, ২৫ টা খেয়েছিস এই পর্যন্ত, ?
আরে কতো মেয়েতো আছে একটার জন্য জীবনটা এভাবে শেষ করে দেওয়ার কি আছে,
রাহুল কিছুই বললো না চোখ ঝাপসা হয়ে আসছে,রাহুল সে কবে কেঁদেছিল ভুলে গিয়েছে,…
আজ আবার কারো জন্য বুক ফেটে কান্না আসছে ?…
(চলবে)
writer-Jubaida Sobti♥
স্নেহা : এইটা কি করলেন আপনি ইচ্ছা করে কেউ হেরে যায় নাকি? ?
রাহুল : আচ্ছা তোমার তো অনেক ভালোই লাগছিল ঐ ছেলেগুলোর হাত ধরে ডান্স করতে তাই না? ?
স্নেহা : আজিব তো দেখি আপনি, এক তো দোষ করেছেন, আবার তার উপর উল্টা আমার সাথে রাগ দেখাচ্ছেন ?
রাহুল : স্নেহা listen…
স্নেহা : হয়েছে আর কিছুই বলতে হবে না আপনার,…
(স্নেহা চলে যাচ্ছিলো,? হঠাৎ থেমে যায়,
রাহুল পিছন থেকে স্নেহার ওড়না ধরে রাখে with তেডি স্মাইল?)
স্নেহা : (in slowly voice) কি করছেনটা কি?… ওড়না ছাড়েন, আশেপাশে মানুষ দেখছেন না?.. ?
রাহুল : So what! I don’t care?
রাহুল স্নেহার কাছে যায়,
রাহুল : সরি!
স্নেহা : ???
রাহুল : আচ্ছা কান ধরি?..
স্নেহা : ???
রাহুল : আচ্ছা উঠবস করি?…
স্নেহা : ???
রাহুল : আচ্ছা পায়ে ধরি, (with confused) ?
স্নেহা রাহুলের দিকে তাকালো….
রাহুল : আচ্ছা ঠিকাছে তাহলে কোলেই তুলে নি।? (বলার সাথে সাথে রাহুল স্নেহাকে কোলে তুলে নেই।?)
স্নেহা : আরে কি করছেন পাগল নাকি আপনি ??…মানুষ দেখলে কি বলবে?…
স্নেহা জোড় করে নেমে যেতে চাইলে…?
রাহুল : স্নেহা Stop fighting with it..?
রাহুল স্নেহাকে তার গাড়ীতে নিয়ে বসালো…
স্নেহা : আমি কিছু বলছি না তার মানে এই নয় যে আপনার যা ইচ্ছা তাই করবেন।
রাহুল স্নেহার কাপড় ঠিক করে গাড়ীর ভেতরে ঢুকিয়ে দিয়ে? lock button চাপ দিয়ে দরজা বন্ধ করে দেই..যাতে স্নেহা বের হতে না পারে,
then রাহুল গিয়ে ড্রাইভিং সিটে বসে,…গাড়ী স্টার্ট করলে,…
স্নেহা : কই নিয়ে যাচ্ছেন আমাকে আপনি..?
রাহুল : কিডন্যাপ?
স্নেহা : আমি কিন্তু চিৎকার করবো এখন।?
রাহুল : হে করো ? কিন্তু বেড লাক..? তোমার আওয়াজ কেউ শুনবে না…
রাহুল গাড়ী চালিয়ে বেরিয়ে পড়ে…
স্নেহা : ?
রাহুল : স্নেহা এসব কি?…তোমার, আমার প্রতি এইটুকু ভরসা নেই?.. ?
স্নেহা : ???
রাহুল : কি হলো কিছু বলছো না যে?..?
স্নেহা : ???
After 5 mins..
রাহুল : স্নেহা I like u…
Sneha shocked ? nd স্নেহা রাহুলের দিকে ফিরে তাকাতেই…
রাহুল : (with naughty mood ?) yeah I like ur dress ?… so lovely yrr…
স্নেহা রাহুলের দিকে ফিরে তাকায় আবার (☺☺ with blushing)
রাহুল বুঝতে পারে স্নেহা রাহুলের দিকে তাকিয়ে আছে..but রাহুল আর স্নেহার দিকে না তাকিয়ে ড্রাইভিং করেই যাচ্ছে.. (with cute smile nd blushing ?)
দুজনেই লজ্জিত ভাবে দুইদিকে তাকিয়ে আছে? রাহুল ড্রাইভিং করছে তাই সামনের দিকে, স্নেহা রাহুলের পাশের সিটে জানালার দিকে ?? আর মনে মনে হাসছে… কেমন যেন একটা অনুভব হচ্ছে দুজনের ?…
স্নেহা : [(মনে মনে) না আর রেগে থাকা সম্ভব না,… মি. হ্যান্ডসামের সাথে ☺]
আচ্ছা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন বলবেন তো.. আমায় বাসায় যেতে হবে.. এমনিতে আজ অনেক লেইট হয়ে গেছে..
রাহুল : যাচ্ছি আরকি এতো প্রশ্ন করো কেনো… বলো তো…
স্নেহা রাহুলের দিকে তাকায়..
রাহুল : (বুঝতে পেরে) কি দেখছো.. ?..
স্নেহা : (☺☺ blushing) কিছুনা,
রাহুল : Gulabi Aakhe jo teri dekhi ?
Sharabhi iya dill hogeya ?Sambhalo Khud ko?O mere Yaaroo ?Shambhal na Mushkill hogeya?
[ Sneha Blushing nd Blushing☺☺][Rahul Also blushing too?]
After few minutes,
স্নেহা দেখে তাদের গাড়ী একটা গেইট দিয়ে ঢুকছে, গেইটের ভেতরে ঢুকতেই স্নেহার চোখে পড়ে একটা বিশাল বড় বাড়ী,
then rahul stop his car,
রাহুল : Come,
স্নেহা কিছু জানে না রাহুল তাকে কোথায় এনেছে, এবং সে ও নেমে পড়ে,
রাহুল স্নেহার হাত ধরে বাড়ীর ভেতরে নিয়ে যায়,
স্নেহা ভেতরে ঢুকতেই দেখে বাড়ীটি খুব সুন্দর করে গুছানো ,
অথচ, এত বড় বাড়ীর ভেতরে কাউকে দেখতে পাচ্ছে না,
স্নেহা : রাহুল, ?
রাহুল : এখন কোনো প্রশ্ন করবা না,স্নেহা,
রাহুল স্নেহাকে নিয়ে একটি রুমে গেল,
রুমে কেউ নেই, কিন্তু হঠাৎ বিছানার দিকে তাকাতেই দেখে, একজন মহিলা শুয়ে আছে, রাহুল স্নেহার হাত ধরে মহিলাটির কাছে নিয়ে গেলো,
মহিলাটিকে দেখে অসুস্থ মনে হচ্ছিলো,
রাহুল : (স্নেহার দিকে তাকিয়ে), স্নেহা ইনি আমার মা, আজ ৪ বছর এভাবে অসুস্থ হয়ে পরে আছে,
স্নেহা : ??
রাহুল : ৮ বছর আগে আমার পরিবারের একটি গাড়ী এক্সিডেন্ট হয়, আমরা এয়ারপোর্ট যাচ্ছিলাম কানাডায় যাবো বলে, আমি তখন ক্লাস ৮ এ পড়ছি, আমার ছোট বোন নাদিবা ক্লাস ২ তে পড়তো, সে হঠাৎ বায়না ধরেছে আইসক্রিম খাবে, বাবা গাড়ী ড্রাইভ করছিলো তাই আমিই গেলাম তার জন্য আইসক্রিম আনতে, মা, বাবা, আর নাদিবা গাড়ীতেই ছিলো, হঠাৎ আইসক্রিম নিয়ে ফেরার সময় আমি যে দৃশ্যটি দেখলাম যেটা দেখার জন্য আমি মোটে ও প্রস্তুত ছিলাম না, সবাইকে দ্রুত হস্পিটাল নিয়ে গেলে ও বাবা আর নাদিবা আমাদের ফেলে না ফেরার দেশে চলে যায়, আর মা,ফিরে এসে ও আজ না ফেরার মতো, ঐ এক্সিডেন্ট এর ৪ বছর পর থেকে মায়ের প্যারেলাইস হয়ে যায়…অনেক ট্রিটমেন্ট করেছি, বাবা আর নাদিবাকে নিজের চোখে হারাতে দেখে মায়ের আর সুস্থ হয়ে উঠা হলো না..
(স্নেহা feeling sad ?)
রাহুলের কথা শুনে তার মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু কিছুই বলতে পারছে না, শুধু চেয়ে আছে,
[রাহুল তার মায়ের পাশে গিয়ে বসে, চোখের পানি মুছে দেই,]
রাহুল : মা তোমাকে বলে ছিলামনা?স্নেহার কথা, দেখো কাকে এনেছি,
রাহুলের মা স্নেহাকে কাছে আসতে ইশারা করে, স্নেহা কাছে গেলে অনেক কষ্টে (কাপা হাতে) স্নেহার মাথায় হাত রাখে,
হঠাৎ একটি নার্স রুমের ভেতর ঢুকে,রাহুল নার্সটির দিকে তাকালে, সে বলে উঠে ঔষধ এর সময় হয়েছে,
রাহুল আর স্নেহা রুম থেকে বেরিয়ে যায়,
রাহুল : স্নেহা তুমি হয়তো ভাবছো এসব আমি তোমাকে কেন দেখাচ্ছি কেন বলছি,
স্নেহা প্রিয় জিনিস হারাতে আমার এখন অনেক ভয় করে,তাই আমি তোমাকে অন্য ছেলেদের সাথে ডান্স করতে দেখতে পারছিলাম না,?
(স্নেহা মনে মনে☺ Blushing)
স্নেহা : আচ্ছা সব তো দেখালেন এবার আপনার রুম দেখান।
রাহুল : ওকে চলো,
writer-Jubaida Sobti♥
স্নেহা রাহুলকে খুজতে লাগলো… হঠাৎ দেখে একটা ক্লাসে রাহুল আর তার কিছু ফ্রেন্ডস বসে আড্ডা দিচ্ছে, এবং সবার হাতে বিয়ার এর বোতোল,
রাহুল : স্নেহা তুমি, ?আর এইখানে কি করছো?…
স্নেহা : জি! মেম বলেছে আপনাকে খুজে নিতে,.. আপনার পারফর্ম এর টাইম ওভার হয়ে যাচ্ছে,…
রাহুল বন্ধুদের কাছ থেকে সরে,
স্নেহার কাছে আসে স্নেহার হাত ধরে অন্য একটি ক্লাসে নিয়ে যায় ।
স্নেহা : কই নিচ্ছেন, আর আপনি ড্রিংক্স করেন?…
রাহুল : no it’s just a bear…not alcohol ?
স্নেহা : কোথায় ছিলেন এতোক্ষন সবাই আপনাকে পাগলের মতো খুজছিলো..
রাহুল : স্নেহা I m not interest… ?
স্নেহা : মানে! আপনি ডান্স করবেননা ??কিন্তু নেহা…
রাহুল : Shut-up, I don’t care….
স্নেহা : কিন্তু রাহুল…
রাহুল : What ??
স্নেহা : স্যার (with blushing?)
রাহুল : shut-up don’t call me that ?
স্নেহা : ???
রাহুল : (with naughty mind) nd…☺ today u looking s…
স্নেহা : ???Hawwwww
রাহুল : just s বললাম ?… s দিয়েতো super,,sweet,, stunning ও হতে পারে,?
স্নেহা : no, never… u cheater? আপনি এগুলোর একটা ও বলতে ছিলেননা।
আচ্ছা তাহলে s বলে থেমে গেলেন কেন?.. বলেন বলেন…?
রাহুল : ওকে যাও আমি হেরেছি তুমি জিতেছ..?
স্নেহা : আচ্ছা এবার চলেন, মিস এতোক্ষনে আমাদের খুজে বেড়াচ্ছে, নিশ্চয়..
রাহুল : Whatever ?
স্নেহা রাহুলের হাত ধরে টেনে বেরিয়ে পরলো…
নেহা : rahul…what’s wrong with..u??.. কই ছিলি তুই,,
রাহুল : মাথা পেইন করছিল নেহা, I m so sry yrr?..
নেহা : it’s ok.. but তাও তুই এটা ঠিক করিসনি,,তুই জানিস সবাই কতো এক্সাইটেড ছিলো আমাদের পারফরমেন্স নিয়ে?
রাহুল : (নেহাকে একটু ঝড়িয়ে)ওকে বেবি.. cool কতো ফাংশন তো আসবে আরো,…
নেহা : ওকে now come with me..
(নেহা রাহুলকে হাতে হাত ধরে টেনে নিয়ে চলে গেলো sneha feeling jealous?)
স্নেহা : (মনে মনে) সামনে অনেক ভিড় এর মাঝে শায়লাদের কেমনি খুজি, মোবাইলটা ও তো শায়লার কাছে রেখে আসলাম?..
হঠাৎ পিছনে ফিরতেই,
স্নেহা : আপনি,?
আসিফ : জি আসলে আপনাকে ডান্স প্রেক্টিস করতে অনেকবার দেখেছি নিশ্চয় খুব ভালো ডান্স পারেন, একটা ডান্সের লটারি গেইম হচ্ছে, আপনি যদি চান পার্টিসিপেট করতে পারেন,
মার্জান : হেই স্নেহা কই ছিলি তুই হুম…?কখন থেকে খুজছিলাম.. আর উনি কে?..
আসিফ : আসলে একটা লটারি গেইম হচ্ছে.. কাপল ডান্সের যদি ইন্ট্রেস্ট থাকে তাই বলতে আসলাম ওনাকে..
মার্জান : না না..এসব করবে না.. এসব গেইমস খেলিনা আমরা, চল স্নেহা,
মার্জান হঠাৎ,
দাড়ান দাড়ান..আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলেনতো,
আসিফ : জি আসলে আপনারা প্রথম যেদিন কলেজে এসেছেন ঐদিন আমি আপনার রেগিং নিয়েছিলাম ?
মার্জান : তার মানে আপনি রাহুল ভাইয়ার ফ্রেন্ড রাইট,
আসিফ : Yes ?
মার্জান : তাই তো বলছি হঠাৎ বাঘ থেকে বিড়াল হয়ে গেলেন কেন ?? Anyway কি যেন গেইমস এর কথা বললেন, ঐটায় কি রাহুল ভাইয়া ও পার্টিসিপেট করছে?
আসিফ : হ্যাঁ
মার্জান : ওহ ওকে আপনি স্নেহার নাম লিখেন, ☺
স্নেহা : আরে না, মার্জান, আমি করবো না,
মার্জান : ভাইয়া আপনি নাম লিখেন তো ওর কথা শুনিয়েন না,?
আসিফ স্নেহার নাম লিখে চলে গেলো।
স্নেহা : মার্জান এটা কি করলি,পাগল নাকি তুই?..
মার্জান : আরে রাহুল ও থাকবে so তুই আর রাহুল একসাথে কাপল ডান্স করবি ওয়াও কি জোস লাগবে ?? I can’t wait for this moment.
স্নেহা : তুই কি পাগল, এটা লটারি সিস্টেম হবে, আর যদি আমার নাম রাহুলের সাথে না পরে অন্য ছেলের সাথে পরে তখন কি হবে ?
মার্জান : আরেহ হ্যাঁ তা তো ঠিক এটা তো আমি ভাবিই নেই..??
স্নেহা : ???
মার্জান : আচ্ছা বাদদে কিছু হবে না অন্য
ছেলে হয়েছে তাতে কি হয়েছে ডান্স তো ডান্স… সবাই ফ্রেন্ডস So don’t worry.☺..
প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়,
সবার নাম আর ডান্স পার্টনার এর নাম Announced করছে, কিন্তু স্নেহার নাম রাহুলের সাথে পরেনি অন্য ছেলের সাথে,…এবং রাহুলের নাম অন্য মেয়ের সাথে,
হঠাৎ পেছন থেকে এসে,
রাহুল : স্নেহা তোমার নাম announced করলো, তুমি এটাই পার্টিসিপেট করতে গেলে কেনো,
(স্নেহা মার্জান জোড় করে দিয়েছে বলতে গিয়ে ও বলেনি,?)
স্নেহা : হ্যাঁ দিয়েছি তাতে কি হয়েছে, আপনিও তো দিয়েছেন অন্য মেয়ের সাথে?
রাহুল : ওহ রিয়েলি, r u jealous? ?
স্নেহা : jealous কেন হবো? আর আমি আপনাকে জিতে দেখাবো ?
রাহুল : ওকে ডান।
স্নেহা : ডান।
then start a couple dance game..with music… ?
dance rules : একটা রেড বর্ডার থাকবে, সবাই সবার পার্টনার এর সাথে ডান্স করবে, এবং পার্টনার এক্সচেঞ্জ করবে ডান্স করতে করতে, যদি কেউ পার্টনার এক্সচেঞ্জ করার সময় বর্ডার ক্রস করে ফেলে তাহলে সে গেইম থেকে আউট, এভাবে ডান্স করতে করতে যে কাপলটা বর্ডার এর ভেতরে থাকবে ঐ কাপলটা উইনার হবে,
Dance Start,?
স্নেহা আর রাহুল দুজন বার বার দুজনকে দেখছে আর একটা আরেকটাকে jealous করছে,
রাহুল অপেক্ষায় আছে কখন স্নেহা এক্সচেঞ্জ হয়ে রাহুলের কাছে আসবে,…
ফাইনালি ?স্নেহা এক্সচেঞ্জ হয়ে রাহুলের কাছে তিনবার আসলো,
কিন্তু স্নেহা যখনি রাহুলে কাছে আসে এক্সচেঞ্জ হয়ে রাহুল সেটার ফায়দা উঠায়,
(An naughty idea clicked again in his mind ?)
rahul again slowly slided in sneha’s back…
sneha’s heartbeat increased when rahul touching her..back part…
Rahul and sneha enjoying that moment and their togetherness ?
in 4th tym…
স্নেহা যখন রাহুলের কাছে আবার এক্সচেঞ্জ হয়ে আসলো, রাহুল ইচ্ছা করে স্নেহার পা তার পা দিয়ে পিছিয়ে বর্ডারে দিয়ে দিলো….
এবং রাহুল তার নিজের পা ও দিয়ে দিলো, ?
রাহুল, স্নেহা দুজনেই গেইম আউট হয়ে গেলো,
then রাহুল স্নেহাকে নিয়ে তার হাত ধরে সবার সামনে থেকে বেরিয়ে গাড়ী পার্কিং এর মধ্যে নিয়ে আসলো…
স্নেহা : এটা কি করলেন আপনি?.. ইচ্ছা করে কেউ হেরে যায় নাকি ?..?
রাহুল : আচ্ছা তোমার তো অনেক ভালোই লাগছিলো
ছেলেগুলোর হাত ধরে ডান্স করতে, তাই না?..?…
(চলবে)
writer-Jubaida Sobti♥
স্নেহা : (কাপা গলায়) দেখেন আপনি কিন্তু ঠিক করছেন না।
রাহুল : (স্নেহার কানে) ঠিক করে কিছু করা তো আমি এখনো শুরু করিনি?
রাহুল তার পকেট থেকে রিমোট বের করলে,
স্নেহা : প্রেক্টিস তো শেষ, ?
রাহুল : আমাদেরটা বাকি আছে, ??(রাহুল মিউজিক অন করলো)
then start a romantic
~~~Song~~~~ (please don’t skip the song….listen carefully to imagine this scene, rahul and sneha’s feeling)??
Tere Saamene Aajanese,…
iya dill mera dharka hain…?
iya gaalti nhi he teri
kusur..nazaar ka he…? (2x)
Jiss baath ka tujko dhaar he..
woh karke dikha dunga…..?
Aise na Mujhe Tum Dekho,
Seena Se Laga Lunga?
Tum ko me, Churalunga Tumse
Dill me Chupa Lunga… ? (2x)
Sneha’s fingers touch in rahul chest..?she looked into his eyes,,,.they share a beautiful eyelock,,Sneha‘s heart beat enhanced with their proximity…,
then rahul kissed, in sneha’s cheeks??
হঠাৎ রাহুলের ফোন বেজে উঠলো…
রাহুল : Yeah! come in.. just 5mins…
স্নেহা রাহুলের কাছে থেকে সরে গিয়ে দাড়ালো… এবং কিছু না বলে রুম থেকে বেরিয়ে পরে।
রাহুল স্নেহাকে আটকাতে চেয়েও আটকালো না আর,
(Today Rahul Blushing☺)?
মার্জান : স্নেহা কি করলি এতোক্ষন? বলনা বলনা??
শায়লা : হুমম….সব কি বলা যায় মার্জান কিছুতো সিক্রেট থাকবে তাই না স্নেহা, ?
স্নেহা : দেখ তোরা কিন্তু বেশি করছিস,…কিছুই হয়নি..?
মার্জান : ok..we know something something ?
জারিফা : আমরা কিন্তু সব দেখেছি,?
স্নেহা : ?????
জারিফা : দেখ দেখ ওর ফেইস এক্সপ্রেশন দেখ….তার মানে কিছু হয়েছে…?
স্নেহাকে নিয়ে তার ফ্রেন্ডসরা… হাসাহাসি করছে।
(আরস্নেহা রাহুলের কথা মনে করে Blushing হচ্ছিলো)☺
বাসায় যাওয়ার পথে…
স্নেহা তার ফ্রেন্ডসদের সাথে বাসায় যাচ্ছিলো,
সামির স্নেহার পাশে এসে দাঁড়ায়,
স্নেহা সামিরকে এড়িয়ে হাটলেও সামির বার বার স্নেহার পাশে চলে আসে,…
সামিরের সাথে তার আরো কিছু ফ্রেন্ডসরা ও ছিলো,
সামিরের গাড়ি থাকা সত্তেও সে হেটে যাচ্ছে, আর বার বার স্নেহার হাতের সাথে হাত লাগাচ্ছিলো, তার মেইন ইরাদা হলো সে স্নেহার সাথে ইপটিজিং করবে।?
স্নেহা সামিরের এসবে খুব বিরক্তিবোধ করছিলো…
হঠাৎ ঐসময় কিছুদূর সামনে একটি গাড়ী এসে থামে,
(আজিবতো হাটার পথে এসে গাড়ী থামায় নাকি,…) গাড়ীটা অনেক চেনা চেনা লাগছিল। ঠিক ঐসময় রাহুল গাড়ী থেকে নেমে আসে,
(স্নেহা মনে মনে)
মি. হ্যান্ডসামটা এমনভাবে এন্ট্রি করে, যে কোনো মেয়েই ওর ফিদা হয়ে যাবে ??
রাহুল কাছে এসে সামিরের কাধে হাত দিয়ে, তার বাকি ফ্রেন্ডসদের ছাড়া হেসে হেসে সামিরের কানে কানে কি যেন বলে সামিরকে তার গাড়িতে করে নিয়ে চলে গেলো… যাওয়ার সময় স্নেহার দিকে একপলক তাকিয়ে ? চলে গেলো।
(স্নেহা blushing) ☺
মার্জান : এই রাহুলটার ভাবসাব কিছু বুঝিনা, সামির তার শত্রু, এবং তার গ্রুপের ছেলেদের ও মারলো সামিরের গ্রুপ, অথচ রাহুল ও সামিরের সাথে উলটা বন্ধুর মতো আচরণ করছে,?
হঠাৎ একটি জুনিয়র ছেলে এসে বলে,
আপু বাঘ যখন ছোট প্রাণী শিকার করে তখন ধীরেধীরে যায়, কি বুঝলেন ?
এই বলে ছেলেটা চলে যায়,ছেলেটাকে এর আগে ও অনেক বার দেখেছে স্নেহা রাহুল যখন স্নেহাকে টেনে ঐ ক্লাস টাই নিয়ে যেত হে তখনি দেখেছে ছেলেটিকে,
মার্জান : কিছু বুঝলি তো ছেলেটি কি বললো, আমিতো কিছুই বুঝলাম না,?
স্নেহা একটু দৌড়ে গিয়ে ছেলেটির কাছে,
স্নেহা : এই যে ভাইয়া, কি বললে তুমি কিছু বুঝলাম না,
ছেলেটি : রাহুল ভাইয়ার অর্ডার ছিলো আপনাকে যদি কোনো ছেলে ডিস্টার্ব করে সাথে সাথে ভাইয়াকে ফোন দিতে,এবং আপনি যতক্ষন কলেজে থাকবেন কোথায় কি করছেন যাচ্ছেন,সব ডিটেইলস ভাইয়াকে দিতে হবে,
আমরা আমাদের রাহুল ভাইয়ার জন্য এইটুকু তো করতে পারি?
তাই সামির আপনাকে ডিস্টার্ব করছিলো দেখে সাথে সাথে ভাইয়াকে ফোন দিলাম আর ভাইয়া ৩ মিনিটেই হাজির?
আজকে দেখবেন সামিরের কি হাল হয় অনেক উড়ছে এই বেটা ?
স্নেহা, শায়লা,মার্জান,জারিফা, সবাই Exclaimed ?
ছেলেটি : অবাক হবেননা আপু! ভাইয়া কিন্তু একপিস,এবং আপনি অনেক লাকি ?
এই বলে ছেলেটি চলে গেলো।
মার্জান : yess yess yess…আল্লাহ তুমি তুমি এতো ভালো কেনো,
শায়লা : আরে মার্জান ও তোর জুনিয়র?
মার্জান : ধেত কি বলি আর কি বুঝে,?আমিতো আল্লাহকে বলেছি।কারন আল্লাহ আমার দোয়া কবুল করলো,☺আজ সামিরের বাচ্চা সামিরের জম দোলায় চলবে।?
স্নেহা : কিন্তু এসব মারামারিতো ঠিক না?
মার্জান : ওও… তোর তো অনেক টেনশন হচ্ছে রাহুলের জন্য সব বুঝি, Don’t worry baby সেটা রাহুল মনে রাখিস?…
চল এবার বাসায় চল,
বাসায় গিয়ে স্নেহার মন ঠিকছে না কেমন যেন মনে হচ্ছে,কখন কাল কলেজ যাবে আর রাহুলকে দেখবে, ?
হঠাৎ আজকের প্রেক্টিস রুমের কথা মনে পরলে (স্নেহা blushing ☺☺)
পরদিন কলেজে,
স্নেহা রাহুলকে খুজে খুজেই ঢুকছিলো,তারপর
ক্লাসে গিয়ে বসে,
স্নেহা : জারিফা আমার বেগটা রাখ আমি একটু আসছি,
জারিফা : ওকে তাড়াতাড়ি আসিস,
স্নেহা : সব জায়গায় খুজলো স্নেহা রাহুলকে কোথাও পেলো না,প্রেক্টিস রুমে গিয়ে ও দেখলো রাহুল নেই। স্নেহার মনে অনেক ভয় কাজ করছে কোনো কিছু হয়নিতো কাল!?ঐ ছেলেটিকে ও তো পাচ্ছি না,?
হঠাৎ ঐ ক্লাসটার কথা মনে পড়লো,
স্নেহা : মনে মনে, আরে হ্যাঁ ঐ ক্লাসটাই তো দেখলাম না।
স্নেহা ক্লাসটাই ঢুকতে দেখে রাহুল ক্লাসের মধ্যে দেওয়ালে হেলান আর তেডি স্মাইল দিয়ে দাঁড়িয়ে আছে,
স্নেহা : ?এই ভাবে দাঁড়িয়ে আছেন কেন মিস্টার তেডি স্মাইল.. আপনি জানেন আপনাকে আমি আরো কত জায়গায় খুজছিলাম। ?
রাহুল : ফাইনালি তাহলে খুজে পেলে আমায়?
স্নেহা : (একটু নার্ভাস হয়ে) কই নাতো, আমিতো খুজছিলাম না,আমি দেখছিলাম যে সবাই কলেজে এসেছে কি না,?
রাহুল স্নেহার কাছে এসে,?
রাহুল : ওহ রিয়েলি ?(with তেডি স্মাইল)
রাহুল স্নেহার একদম কাছে আসে,?
রাহুল : looking beautiful ??
Sneha’s heartbeat increased hearing rahul’ voice ?
রাহুল :(An naughty idea clicked in his mind,) রাহুল slowly ?স্নেহার কোমরে হাত দিলো,
sneha’s heart started beating faster যখন রাহুল তার আরো কাছে আসে,
স্নেহা সরে যেতে চাইলে,
রাহুল : [ in sneha’s ear] sneha Stop Fighting with it! ?
Sneha stiffed when she realised what Rahul was trying to do,
Rahul slowly slided ?in sneha’s back?
sneha’s heart started beating faster again?
Sneha was schoked ?she wanted Rahul to stop but she coudnt say anything ☺
Rahul was enjoying sneha’s plight ??….and their togetherness….
স্নেহা : ক্লাসে লেইট হচ্ছে ?
রাহুল : shut’up ?
(স্নেহা Shocked ?)
(then rahul try to kissed sneha’s cheek ?
রাহুল স্নেহাকে কিস করতে চাইলে স্নেহা blushing☺)
স্নেহা রাহুলকে একটু ধাক্ষা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায়☺
রাহুল : স্নেহা ওয়েট (with তেডি স্মাইল)?….
ক্লাসে,
জারিফা : স্নেহা কই ছিলি এতোক্ষন?
স্নেহা : এইতো ঐদিকে ছিলাম,, আচ্ছা বাদ দে।বাকিরা কই?
জারিফা : দুজনকেই ফোন দিয়েছি মার্জান শপিং যাচ্ছে শায়লা বাসায় গেস্ট আসছে তাই আসবে না।
স্নেহা : তাহলে আমরা কি করবো… এমনিতে কোনো ক্লাস হবে না।সবাই কালকের ফাংশান নিয়ে ব্যস্ত।বাসায় চল।
জারিফা : ওকে তাহলে চল।
জারিফা আর স্নেহা বাসায় চলে গেলো।
ঐদিকে রাহুল স্নেহাকে না দেখাতে খুজতে থাকলো,? পরে খবর পেলো স্নেহা আজ বাসায় তাড়াতাড়ি চলে গিয়েছে..
স্নেহা বাসায় এসে ভাবছে কালকে ফাংশনে কি পড়বে…
হঠাৎ Unknown number থেকে আবার ফোন..
স্নেহা : হ্যালো!
unknown : no response
স্নেহা : আজিব তো কথা না বললে ফোন দেন কেনো বুঝি না, নাকি মোবাইলের টাকা বেশি আপনার,…বেশি হলে আমাকে ট্রান্সফার করে দিয়েন…আমার আবার মোবাইলে টাকা কম..
তারপর স্নেহা রেগে ফোনটা কেটে দিলো…
কিছুক্ষন পর স্নেহার মোবাইলে মেসেজ আসার আওয়াজ আসে স্নেহা চেক করতেই দেখে
Recharge 500tk
Sneha shocked ??
স্নেহা কল বেক করলে আর রিসিভ করে না,
স্নেহা : ( মনে মনে) কি গাধারে বাবা আমিতো এমনিতেই বলেছি আর উনি ?
পরদিন সন্ধায় স্নেহা কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছে,আজ সন্ধ্যায় কলেজ ফাংশন,
শায়লা ফোন দেই,
স্নেহা কই তুই কতোদেরি লাগবে আর,আমাদের মিস তাড়াতাড়ি আসতে বলেছিল ভুলে গিয়েছিস?
স্নেহা : এইতো ১০ মিনিট এক্ষুনি আসছি।
স্নেহা তাড়াতাড়ি কলেজ যায়,…
কলেজের গেইট দিয়ে ঢুকতেই পিছনথেকে গাড়ির হর্ন দেওয়ার সাউন্ড শুনতে পায় এবং স্নেহা পিছনে ফিরে তাকাই গাড়ির লাইট চোখে পড়াতেই স্নেহা চোখে হাত দিয়ে দেই.. এবং চোখ বন্ধ করে ফেলে …after few second she open her eyes slowly এবং সে দেখতে পায় গাড়িতে রাহুল..?
রাহুল স্নেহার দিকে তাকিয়ে ??
sneha wore a baby pink lehenga with lemon dupatta ?…she looking like a princes ?
স্নেহা রাহুলকে সাইড দিলো রাহুল তাও হা করে স্নেহার দিকে তাকিয়েই আছে ?
পিছন থেকে আরেকটি গাড়ী এসে আওয়াজ দিলে রাহুল তার গাড়ী টান দেই.. ?
মার্জান : ওয়াও স্নেহা u looking lyk repunzel ??..
স্নেহা : u too baby ?
ফাংশন শুরু হলো…
রাহুল স্নেহার দিকে তাকিয়েই যাচ্ছে,
আর (স্নেহা blushing ☺)
জুনিয়র, সিনিয়র সবার ডান্স চলছে।…
আস্তে আস্তে রাহুল আর নেহার পারফরমেন্স দেওয়ার পালা চলে আসে,…কলেজের সবাই অনেক এক্সাইটেড,
যখন ক্রাশ স্টেজে উঠবে তখন অডিয়েন্সের এক্সাইটমেন্ট বেড়ে যায়?। তেমনি রাহুল তার কলেজের হ্যান্ডসাম ছেলেদের মধ্যে জনপ্রিয় একজন ছেলে যার উপর অনেক মেয়ে ক্রাশ..
নেহা : এই যে মিস.চাম্বুস, রাহুলকে দেখেছ?…?
স্নেহা : দেখেছিলাম কিন্তু এখন কোথায় জানি না।
নেহা : এই রাহুলটা না কি যে করি এই ছেলেটাকে নিয়ে…
মিস : নেহা,স্নেহা, শায়লা guys r u ready.. for dance?
নেহা : yeah mem but!
মিস : but..? nd where is rahul?..
নেহা : মেম কখন থেকে ফোন করছি রাহুল ফোন ধরছেই না আর ওর সব ফ্রেন্ডসদের থেকেও জিজ্ঞেস করলাম কেউ খোজ পেল না,?
মিস : নেহা এটা বসে থাকার সময় না খুজে দেখো, nd remember rules is rules so..টাইম পেরিয়ে গেলে পারফরমেন্স আর করা যাবে না,so hurry up.
নেহা : ওকে মেম ?
মিস চলে যাওয়ার পর,
নেহা: এই যে চাম্বুস হা করে দেখছ কি যাও খুজে দেখো কোথায় আছে রাহুল ?..
স্নেহা কই খুজবে বুঝতে পারছে না, রাহুলের নাম্বার ও নেই তার কাছে,
প্রোগ্রাম চলছে ঐদিকটা অনেক ভিড়, কলেজের ভেতরে তেমন কেউ নেই তবে,অনেকেই হাটাচলা করছে,
হঠাৎ ঐ ছেলেটিকে দেখলো স্নেহা,
স্নেহা : এই যে তুমি রাহুলকে দেখেছ?..
ছেলেটি : হ্যা ঐদিকটা যেতে দেখেছি,..
স্নেহা : ওকে থ্যাংক ইউ ☺..
ছেলেটি : Cool baby, আমিতো একা ধাক্ষা খায়নি অনিও খেয়েছে, অনিও তো সরি বলেনি।
মার্জান : আজব তো, আপনার কি ওকে দেখে মনে হচ্ছে ও আপনাকে ইচ্ছা করে ধাক্ষা দিবে..
ছেলেটি : Excuse me! what do u mean, আপনি কি বলতে চাচ্ছেন আমাকে দেখতে ইচ্ছা করে ধাক্ষা দেওয়ার মতো ছেলে লাগছে,
মার্জান : দেখেতো তাই মনে হচ্ছে,
স্নেহা : ওকে ওকে,মার্জান স্টপ, সরি ভাইয়া আসলে খেয়াল করিনি।
মার্জান : তুই কেন সরি বললি, হ্যা! ও সরি বলেছে তুকে হে?…?
ঠিক ঐসময় ছেলেটির পাশে আরো কিছু ছেলে আসে এবং বলে What happen bro?.. any problem,
মার্জান : পুরা কলেজটাই গ্যাংগ গ্যাংগ করে ভরাই রাখছে। প্রবলেম এর কি আর শেষ আছে,?
ঠিক ঐসময় রাহুল কলেজ থেকে বের হয়ে পার্কিং এর দিকে যাচ্ছিলো,
তখন ছেলেটি রাহুল কে ডাক দিলো….
ছেলেটি : Hey bro! what’s up.. তোর সাথেই দেখা করতে এসেছি।
রাহুল ছেলেটির দিকে ফিরে তাকাতে একসাথে স্নেহার দিকে ও চোখ যায়।
ছেলেটি গিয়ে রাহুলকে ঝড়ায় ধরলে ও রাহুল ছেলেটিকে ধরেনি,…
রাহুল : (রেগে)sameer, it’s ur last warning..
স্নেহা,শায়লা, মার্জান সবাই অবাক হয়ে যায় এই ছেলেটিই সামির,
অবাক হওয়ারি কথা কারন তারা কলেজে নতুন সামিরকে এর আগে কখনো দেখেনি,
সামির : Don’t worry bro! I promise… আসলে না বুঝে করেছে ওরা,
ওদের আমি মেরেছি অনেক,তুই চিন্তা করিস না,
শায়লা : মার্জান অনেক হয়েছে…চল এবার
শায়লা মার্জানকে টেনে নিয়ে চলে যাচ্ছিলো,…
হঠাৎ করে সামির বলে উঠলো.. hey guys wait..আমার কথা শেষ হয়নি।
সামির রাহুলকে আঙুল দিয়ে স্নেহার দিকে ইশারায় দেখিয়ে বললো,
সামির : bro! who is she… new may be আগেতো দেখিনি ? ধাক্ষা লাগলো তাই সে আমাকে সরি বললো, (হেসে) I lyk it…
সামিরের কথা শুনে রাহুলের রাগ যতটুকু ছিলো তার চেয়ে বেশি বাড়ছে,
সামিরের কথা গুলো স্নেহারা শুনছে না, কিন্তু আঙুল এর ইশারা করাতে বুঝতে পারছে সামির রাহুলকে এখন ঘটা ঘটনাটি বুঝাচ্ছিলো,
স্নেহা রাহুলের দিকে তাকাতে রাহুল স্নেহাকে মাথাদিয়ে ইশারা করছে চলে যেতে,
স্নেহা ও আর কিছু না বলে চলে যায়।
মার্জান : এই বদমাইশটাই সামির, ইচ্ছা করছে আমিও রাহুলের গ্রুপ এ যোগ দিয়ে,,সামিরটারে ইচ্ছা মতো কিছু ধোলায় করি,?
শায়লা : তুই না খুব বাড়াবাড়ি করিস মার্জান, ধাক্ষা দিয়েছে তো কি হয়েছে,এভাবে হয়ে থাকে, আর তুই জানিস না এসব ছেলেদের একটা বলবি আর ওরা দশটার একশন নিবে।
মার্জান : দেখ আমি কিন্তু সব সহ্য করতে পারি কিন্তু ইপ্টিজিং মোটেও না।?
শায়লা : তো তুই কি বুঝাতে চাচ্ছিস ছেলেটা তোকে নেক্সট টাইম পেলে কিছু করবে না,
মার্জান : তুই আমাকে চ্যালেঞ্জ করছিস?.. হে?… ওকে আমি তোকে চ্যালেঞ্জ করলাম। ছেলেটা আমাকে কিছু করতে পারবে না।?
শায়লা : এতো কনফিডেন্স?..?
মার্জান : হ্যা কিন্তু ঐটার জন্য আমায় স্নেহাকে একটু ইউস করতে হবে।
স্নেহা : আমাকে…? আমি বাবা মারপিট পারিনা। এসব আমাকে দিয়ে হবে না।?
শায়লা : মার্জানের দিকে তাকিয়ে ওওও তো এবার বুঝলাম এতো কনফিডেন্স কি জন্যে,
মার্জান, জারিফা, শায়লা সবাই হেসে উঠে স্নেহার দিকে তাকিয়ে স্নেহা কিছুই বুঝলো না…
মার্জান : আরে বাবা তুই মারপিট করবি কেন? আমাদের জিজু আছে না ?
স্নেহা : মার্জান তুই কিন্তু বেশি করছিস☺☺
স্নেহা বাসায় গিয়ে… ফ্রেশ হয়ে…শুয়ে থাকে… স্নেহার মা হঠাৎ রুমে এসে বলে
স্নেহা একটা প্রস্তাব এসেছে তোর জন্য ছেলে লন্ডনের সফটওয়ার ইঞ্জিনিয়ার।
তুই যদি চাস কথা বলতে পারি,
স্নেহা : মা বললাম না আমার বিয়ে নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। আমি এখন বিয়ে করবো না,?
মা : তুই কি কাউকে পছন্দ করিস নাকি??
স্নেহা : কি যে বলো মা,
করলে কি তোমায় বলতাম না।?
মা : না এ কয়েকদিন তুই একা একা রুমে থাকছিস। কেমন যেন চেঞ্জ হয়েছিস লাগছে তাই বলছি। শোন এটা মনে রাখবি আমি কিন্তু তোর মা। তুই আমার থেকে হয়েছিস।
স্নেহা : (হেসে) আচ্ছা যাওতো মা। আর ডং করিওনা পড়তে হবে আমায়।
মা চলে গেলে স্নেহা মনে মনে হাসে আর রাহুলের কথা ভেবে ভেবে (blushes☺)
পরদিন কলেজ গেলে স্নেহা ক্লাসে ঢুকার সময় হটাৎ পেছন থেকে হাত ধরে টেনে রাহুল সেইম ক্লাস টাই নিয়ে যায়।ক্লাস আগে থেকেই খালি ছিলো… আজ।
স্নেহা : (অবাক হয়ে) কি হলো! আর আপনি এইভাবে এন্ট্রি করেন কেনো যেন!
রাহুল : (স্নেহার কাছে এসে) যেন কি?..
স্নেহা : নিচের দিকে তাকিয়ে কিছু না।?
রাহুল : আচ্ছা স্নেহা একটা কথা জিজ্ঞেস করি…
স্নেহা : হুম,?
রাহুল : আমার জায়গায় যদি তোমাকে অন্য কোনো ছেলে এভাবে টেনে আনতো তাহলে ও কি তুমি এমন behave করতে??
স্নেহা : না তো…?
রাহুল : ওহ রিয়েলি!? (with তেডি স্মাইল) so আমার সময় আলাদা কেনো,☺
স্নেহা : ( কাপা গলায়) কারন আপনি দেখতে ভয়ানক।?
রাহুল : what!?
স্নেহা : না হয়তো কি, আপনি যেভাবে তাকান আমার দিকে অন্যরা ঐভাবে তাকায় নাকি,?
রাহুল : Oh really ? (with তেডি স্মাইল)
(রাহুল আবার স্নেহার কাধের উপর দেওয়ালে এক হাত দিয়ে দাঁড়ায়, স্নেহা চলে যেতে চায়লে রাহুল বাকি হাতটা ও দেওয়ালে দিয়ে স্নেহাকে আটকে ফেলে,)
স্নেহা : দেখেন আমাকে যেতে দেন আমার ফ্রেন্ডসরা ওয়েট করছে আমার জন্য,…?
বলতেই হঠাৎ মার্জান রুমে ঢুকে পরে,
রাহুল তাড়াতাড়ি দেওয়াল থেকে হাত সরিয়ে পকেটে হাত দিয়ে দেই।
মার্জান : চোখে হাত দিয়ে ??eeeeehhhhh সরি সরি.. আমি কিন্তু কিছু দেখিনি।
স্নেহা : মার্জান তুই,…
মার্জান : আমিতো তো তোকে খুজছিলাম, তাই…
(দুষ্টুমির ভংগিতে) জিজু ? আমি কিন্তু কিছু দেখিনি…?
রাহুল একটা তেডি স্মাইল দিয়ে রুম থেকে বেরিয়ে পরলো..
মার্জান স্নেহাকে গিয়ে ঝড়ায় ধরলো…
আর বলতে লাগলো
বেষ্ট অফ লাক বান্ধবী… তোদের দুজনকে দারুন মানাবে,
স্নেহা লজ্জায় (blushes☺)
ঐদিকে রাহুল যে ছেলে গুলোকে পাহারা দিতে বলেছে তাদের উপর গিয়ে রেগে গেলো
তাদের বলেছিল রাহুলের পারমিশন ছাড়া কাউকে যাতে ভেতরে ঢুকতে না দেই। ( কিন্তু মার্জান যখন দূর থেকে দেখলো রাহুল স্নেহাকে টেনে নিয়ে রুমটাই ঢুকে পরলো তখন মার্জান ছেলেগুলোকে মিথ্যে বলে,) রাহুল মার্জানকে ফোন দিয়ে আসতে বললো বলে সে ঢুকে পরে।
রাহুল তাদের থেকে কথাটি শুনে আর কিছু বললো না,
আর মনে মনে হাসতে লাগলো,
স্নেহা এলো প্রেক্টিস রুমে,
স্নেহাকে দেখে নেহার মাথা ৯৯ডিগ্রি গরম হয়ে যায়।
মিস : স্নেহা তুমি প্রেক্টিসে কম আসো কেন এভাবে কি কমপ্লিট করা যাবে?
স্নেহা : সরি মেম।?
মিস : ইটস ওকে,, and don’t missed it again.
রাহুল বার বার স্নেহার দিকে তাকায়? আর নেহা মনে মনে জ্লতে থাকে।
রাহুল : নেহা তুই বিয়ে কবে করবি।
নেহা : যখন তুই চাস,☺
রাহুল : ওহ করে ফেল,আর আমাদের তাড়াতাড়ি আংকেল ডাকটা শুনতে দে।?
নেহা : What! ?
তাদের কথা শুনে শায়লা আর স্নেহা দুজনে হেসে উঠে।
নেহা : অনেক হাসি পাচ্ছে তাই না,তোমাদের..??.?
Shameless peoples?
… এইখানে যতক্ষন থাকবো মাথা পেইন করবে,…
নেহা গিয়ে মেম কে বলে আজকের প্রেক্টিস অফ করে দেয়।
রাহুল নেহার কান্ড দেখে হাসতে থাকে,
নেহা সবার কাছে সেরা হলে ও রাহুলের কাছে তার কোনো মূল্য নেই।?
মিস প্রেক্টিস রুম থেকে চলে যাওয়ার পর,
রাহুল : স্নেহা তোমার সাথে কিছু কথা ছিলো
স্নেহা : জি বলেন!?
রাহুল চুপ করে থাকাতে শায়লা বুঝতে পারে রাহুল শায়লা আছে তাই কিছু বলতে পারছে না।
শায়লা : স্নেহা তুই আয় তাহলে আমি যাচ্ছি।?
স্নেহা : না তুই থাক কই যাচ্ছিস।?
রাহুল : ও বলছে না ও সামনে যাচ্ছে,…? I mean নিশ্চয় ওর কোনো কাজ আছে।
শায়লা হেসে বেরিয়ে যায়।
স্নেহা : দেখেন আমি বলে দিচ্ছি কিন্তু আমার কাছে আসবেন না যা বলার ঐ দিক থেকেই বলুন।
রাহুল স্নেহার কথা শুনে আরো কাছে আসে এবং স্নেহার কোমোরে হাতদিয়ে আরো কাছে টেনে নেই।
রাহুল : আর যদি আসি তাহলে,
স্নেহার আর কোনো শব্দ বের হচ্ছে না।
writer-Jubaida Sobti♥
রাহুল : Don’t worry স্নেহা, আমি কিছু করবো না তোমাকে ভয় পেতে হবে না।
(রাহুল Blushes ☺?)
স্নেহা : একটু দূরে গিয়ে যদি দাড়াতেন?
(রাহুল আবারো তেডি স্মাইল with blushes)?
স্নেহা : (একটু বিরক্তিবোধ করে) দেখেন আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যদি কেউ এসে দেখে কি ভাববে।?
সেটা বলার সাথে সাথে ক্লাস থেকে বেরিয়ে যাওয়া ছেলেদের মধ্য থেকে একটা ছেলেকে ডাক দিলো।
রাহুল : (জোড় গলায়) রিফাত!
রিফাত : yes! bro?
রাহুল : ভেতরে যাতে কেউ না আসে ?
রিফাত : Ok bro!
স্নেহা :??
রাহুল : (তেডি স্মাইল দিয়ে স্নেহার দিকে তাকিয়ে আছে)?
স্নেহা : বুঝলাম কেউ আসবে না তাও একটু দূরে গিয়ে যদি দাঁড়ান,?
স্নেহা রাহুলকে দূর গিয়ে দাঁড়াতে বললো অমনি রাহুল স্নেহার আরো কাছে এসে দু পাশে দু হাত দিয়ে দাঁড়ালো,?
স্নেহা : না বলছিলাম যে কাছে এসেই দাঁড়ান ? (স্নেহা ভেবেছে ওনাকে যতো দূরে গিয়ে দাড়াতে বলছি আর ওনি কাছে এসে দাড়াচ্ছে। নিশ্চয় কাছে এসে দাঁড়াতে বললে দূরে গিয়ে দাঁড়াবে,)?
স্নেহার কথা শুনে রাহুল দুপাশ থেকে হাত সরিয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে হাসা শুরু করলো,?
রাহুল : স্নেহা are u crazy ?
স্নেহা : ?? No I m not crazy.
রাহুল : r u sure ??
স্নেহা : 100%?
রাহুল : anyway আজকে প্রেক্টিসে আসলে না যে,?
স্নেহা : it’s ordered
রাহুল : who ordered u? ?
স্নেহা কিছু না বলে চলে যাচ্ছিলো, রাহুল স্নেহার হাত ধরে ফেলে,
রাহুল : স্নেহা বলছো না কেনো? আমি কিছু জিজ্ঞেস করেছি??
স্নেহা : কিছুনা, হাত ছাড়েন।?
রাহুল : স্নেহা আমার রাগ তুলবানা, বলো কে নিষেধ করেছে??
স্নেহা : বললাম তো কিছুনা।?
হঠাৎ দরজায় টুকা দেওয়ার শব্দ হলো রাহুল স্নেহাকে আর কিছু না বলে একটু রেগে বেড়িয়ে গেলো।
স্নেহা ও বেড়িয়ে পড়লো রাহুলের পিছু পিছু,
মার্জান : স্নেহা! কোথায় ছিলি তুই তুকে খুজছিলাম কতো জায়গায় জানিস,
স্নেহা : এইতো লাইব্রেরি গিয়েছিলাম একটু।
মার্জান : ওহ চল একটু গার্ডেনের দিকে গিয়ে ঘুরে আসি। কলেজটা ঘুরে দেখায় হলো না।
স্নেহা : সবাই আসুক একসাথে যাবো।?
মার্জান : আরে ওরা আসতে দেরী হবে আমরা বসে বসে কি করবো,, চলতো।
স্নেহা : দেখ মার্জান আমার না প্রচণ্ড মাথা ব্যাথা করছে। আজ নয় অন্য একদিন। এখন আমি বাসায় যায় কাল দেখবো প্রমিস।
মার্জান : ওকে বাবা! যা। Bye.
স্নেহা সেদিন আর কলেজে থাকেনি তাড়াতাড়ি বাসায় চলে আসে।
কেনো যেন রাহুলের কথা মনে পড়ছে
প্রথম যেদিন কলেজ গিয়েছিল, রাহুল তার দিকে চেয়ে ছিলো এক দৃষ্টিতে,
রেগিং এর সময় সব থেকে সহজ কাজটা স্নেহাকে দিলো।
পানি খেতে গিয়ে রাহুলের শার্ট ভিজিয়ে দিলো কিন্তু রাহুল কিছুই বলেনি,
কলেজে ঢুকার সময় গার্ডেন এর ঐদিকে সবসময় দাঁড়িয়ে থাকা,,
…কথা না বলে লজ্জিত ভাবে একটা তেডি স্মাইল দেওয়া… ?
প্রেক্টিসের সময় দাঁড়িয়ে তার ডান্স দেখা, কাছে এসে স্নেহার মাথার চুল খুলে দেওয়া, ফুস্কার দোকানের সামনে গাড়ি থামিয়ে স্নেহার দিকে এক পলক চেয়ে আবার চলে যাওয়া, আর আজ প্রেক্টিসে না যাওয়াতে রেগে যাওয়া, হোয়াইট শার্ট পরে আজ লাইব্রেরিতে যখন এন্ট্রি করছিল ?
স্নেহার হাত ধরে টান দেওয়া, কাধের দু পাশে দেওয়ালে হাত দিয়ে দাঁড়ানো,
স্নেহা ভাবতে ভাবতে Blushes ☺
হঠাৎ মোবাইলটা বেজে উঠলো।
স্নেহা : হ্যালো!
শায়লা : স্নেহা তুই আজ চলে গেলি যে তাড়াতাড়ি, মার্জান বললো তোর নাকি মাথা ব্যথা করছিল তাই চলে গেলি।
স্নেহা : হে আসলে, একটু ব্যথা ছিলো।
শায়লা : জানিস আজ নেহাকে রাহুল কি বলেছে?
স্নেহা : কি ?
শায়লা : নেহা যখন রাহুলের সাথে ডান্স করছিলো এমন ভাবে লেগে ডান্স করছে যেন রাহুল তার অনেক কিছু, নেহার এমন
কান্ডে রাহুল may be uncomfortable ছিলো,
তারপর রাহুল কি বললো জানিস, ☺listen নেহা u r only my dance partner!… understand… আর কিছু হওয়ার কথা ভাবা তো দূরের কথা মাথায় ও আনবি না।
নেহার face expression টা যদি তখন দেখতি না… পুরাই একটা ডাইনি ??
স্নেহা : ( অনেক existing হয়ে) জানিস আজ রাহুল আমাকে খুজতে এসেছিল, এবং সে আমাকে খুজতে লাইব্রেরি সহ গিয়েছে,
স্নেহা শায়লাকে সব বললো আজকের ঘটনা…
শায়লা : oh yeah… I got it.. এখন বুঝতে পেরেছি আমাদের স্নেহার মাথা ব্যথা কেন হয়েছিল।আর রাহুল বাকি মেয়েদের Avoid করে শুধু তোকে দেখে কেন তেডি স্মাইল দেই ?
by the way আমার তো এখন মনে হচ্ছে রাহুল তোকে…. ??
স্নেহা : Blushes ☺ যাহ… তেমন কিছুই না। আচ্ছা কাল দেখা হচ্ছে তাহলে।
শায়লা : ওকে বাই ☺….
স্নেহা : বাই।
সকালে স্নেহা রেডি হচ্ছে কলেজ যাওয়ার জন্য ঠিক ঐ সময় Unknown নাম্বার থেকে একটা মেসেজ এলো…
MSG : ব্লু ড্রেসটাই দারুন লাগে…?
স্নেহা অনেক কনফিউজড হয়ে গেলো… কালতো আমি ব্লু ড্রেস পরিনি… আর কে সে ব্লু ড্রেস পড়াতে আমায় কবে দেখেছে।
লেইট হয়ে যাচ্ছে তাই স্নেহা মেসেজের আর জবাব না দিয়ে…কলেজ চলে গেলো…
স্নেহা কলেজ গিয়ে দেখে গার্ডেন এর ঐদিকের চেয়ার গুলো ভেংগে গেছে… মাটিতে পরে আছে অনেক লাঠি কিছু ভেংগে যাওয়া কিছু ঠিক… এমন লাগছে যেন তুফান হয়েছে তাই সব ভেংগে ছিড়ে ছিটে পড়ে আছে।
কলেজ টা ও কেমন নিস্তব্ধ হয়ে আছে।
কিছু বুঝতে পারছিনা কি হচ্ছে এসব।
কিন্তু আজ মিস্টার হ্যান্ডসামকে ও দেখছি না, প্রেত্যেকদিন তো কলেজ ঢুকার সময় গার্ডেনের দিকে দাঁড়িয়ে থাকে,আমাকে দেখলে একটা তেডি স্মাইল দেই।আজ কই গেলো।
সামনে যেতেই দেখি জারিফা,
জারিফা দৌড়ে আমার দিকে আসে, আমাকে টেনে একদিকে নিয়ে যায়…
কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব।?
জারিফা : জানিস, এখন কি হয়েছে রাহুল আর সামিরের গ্রুপের সাথে অনেক মারামারি হয়েছে।
স্নেহা : সামির গ্রুপ মানে ?
জারিফা : রাহুলের যে গ্যাংগটা আছে ঠিক ঐরকম সামির নামের ঐ ছেলেটির ও আছে। তারা একই সেমিস্টার এর হলে ও তাদের গ্রুপটা আলাদা। দুই গ্রুপের মধ্যে নাকি পুরোনো দুশমনি আছে,
স্নেহা : রাহুল ঠিকাছে?
:O
জারিফা : হে ঠিকাছে কিন্তু মনে হচ্ছে রেগে ও আছে মন ও খারাপ করে আছে ,
স্নেহা : ??
জারিফা : রাহুল আর তার ফ্রেন্ডরা কলেজে আসতে আসতে রাহুলের গ্রুপের ছেলেদের অনেক মেরেছে।
তাদের অবস্থা দেখে রাহুল রেগে পারছিল না যে সামিরের গ্রুপের ছেলেদের এক্ষুনি গিয়ে খুন করে আসবে কিন্তু রাহুলের ফ্রেন্ডসরা তাকে আটকে ফেলে ভাগ্যিস।
আরে! ক্লাসের তো সময় হয়ে গেছে চল স্নেহা।
স্নেহা : তুই ওনাকে দেখেছিস
জারিফা : ওনি মানে ?
স্নেহা : ( Blushes☺) রাহুল।
জারিফা : ? পার্কিং এর দিকে যেতে দেখেছি,
স্নেহা পার্কিং এর দিকে গেল, দূর থেকে তাকিয়ে দেখলো রাহুল আনমনা হয়ে কি যেন ভাবছে।
অনেক টেনশনে আছে লাগছে,
স্নেহা রাহুলেন কাছে এসে দাঁড়ালে রাহুল স্নেহার দিকে তাকালো,কিন্তু একটু অবাক হলো,
রাহুল : What?
স্নেহা : জি! আপনার Assignment টা,
রাহুল : (অবাক হয়ে) ওহ, তো কমপ্লিট?
রাহুল Assignment গুলো হাতে নিলো,
স্নেহা এখনো দাঁড়িয়ে আছে।
রাহুল : কি কিছু বলবা,?
স্নেহা : না, নাতো…
রাহুল : তাহলে দাঁড়িয়ে আছো, যে।
স্নেহা আর কিছু না বলে চলে যাচ্ছে,
রাহুল : স্নেহা, দাঁড়াও।
স্নেহা ফিরে তাকায়।
রাহুল : Thank u 🙂
স্নেহা : ( Blushes ☺)?
রাহুল কিছু না বলে চলে গেলো,
স্নেহা ক্লাসে এসে বসে,
জারিফা : কি হলো স্নেহা দেখা করেছিস? কি বলেছে রাহুল?
স্নেহা : হে দেখাতো করেছি, কিন্তু মনে হচ্ছিলো খুব টেনশনে আছে, তেমন কিছু বলেনি।
জারিফা : ওহ তোর ও বুঝি খুব টেনশন হচ্ছে ?
স্নেহা : (blushes ☺)
জারিফা : ওওও… সব বুঝি। কুচ কুচ হতাহে….?
আচ্ছা চল ক্লাস করতে ভালো লাগছে না ঘুরে আসি,
শায়লা,মার্জান, জারিফা, সবাই মিলে কলেজ ঘুরে দেখছে,
গার্ডেনটা ঘুরে দেখতে দেখতে কিছু দূর গিয়ে দেখলাম কিছু ছেলে স্মোক করছে,
নির্জন জায়গা অবশ্য এসব হওয়ারি কথা,
শায়লা : চল এইখান থেকে ছেলে গুলো কেমন যেন ঠিক লাগছে না,
তাই আর বেশী দূর যায়নি, সবাই চলে আসি,
মার্জান : অনেক টায়ার্ড লাগছে চল বাসায় যাই।
জারিফা : হে রে আমিও অনেক টায়ার্ড আজ আর নয় বাসায় চল।
সব শেষে সবাই বাড়ি যাচ্ছিলো, আজ মিস্টার হ্যান্ডসামকে তো ঢুকতে ও দেখলাম না বেরুতে ও দেখলাম না ?
স্নেহা ভেবে ভেবে আনমনা হয়ে বের হচ্ছে হঠাৎ বের হওয়ার সময় একটা ছেলের সাথে ধাক্ষা খেলো, স্নেহা ছেলেটিকে সাইড দিলে ও ছেলেটি ইচ্ছা করে ধাক্ষা খায়। স্নেহা বিরিক্ত বোধ করে ছেলেটির দিকে তাকালো…?
ছেলেটি দেখতে খারাপ না,সানগ্লাস পরা কানের মধ্যে মোবাইলটা লাগিয়ে রেখেছে, নিশ্চয় কারো সাথে কথা বলছিল,
ছেলেটি স্নেহাকে দেখে ওয়াও ? বলে উঠে,
মার্জান : এই যে আপনি ওর সাথে ধাক্ষা খেয়েছেন সরি না বলে উলটা এসব কি বলছেন। ?
writer-Jubaida Sobti♥
শায়লা : থাক তুই বাদ দে। তোর বোঝার বয়স হয়নি।?
এরপর continue প্রেক্টিস শুরু হলো।লাঞ্চ টাইম ব্রেক এখন তারপর আবার continue শুরু হবে।
শায়লা : চল লাঞ্চ করে আসি।
স্নেহা : খিদে নেই আমার তুই খেয়ে আয়
শায়লা : তুই আর মানুষ হবি না।আচ্ছা আমি যায় আমার আবার একটা ফোন করতে হবে বাসায়।
সবাই চলে গেলো স্নেহা একা বসে বসে কি করবে সে নিজে নিজে প্রেক্টিস করছে।
হঠাৎ রাহুল রুম ক্রস করে যাওয়ার সময় দেখে স্নেহা নিজে নিজে ডান্স করছে।
রাহুল অনেক্ষন দাঁড়িয়ে তেডি স্মাইল দিয়ে স্নেহার ডান্স দেখছিলো…?
রাহুল : খুব ভালো ডান্স পারো দেখি। হেল্পার না হয়ে ডান্সে পার্টিসিপেট করলেই পারতে।
স্নেহা রাহুলকে দেখে হঠাৎ চমকে গেলো।রাহুল স্নেহার কাছে এসে তার মাথার ঝুটি টা খুলে দিলো, স্নেহার চুল গুলো বিলিয়ে পড়লো ?
রাহুল : Now looking beautiful ?
স্নেহা রাহুলের দিকে তাকালো। হঠাৎ পিছন থেকে ডাক দিলো রাহুল বলে।
রাহুল : yes?
নেহা : লাঞ্চ টাইম রাহুল! so hurry up…
রাহুল : yeah sure.
রাহুল যেতে যেতে নেহা কে বলছে,
রাহুল : নেহা r u jealous?
নেহা : What rubbish… আমি jealous করবো ঐ চাম্বুশ আন্টিকে??
রাহুল নেহাকে আর কোনো জবাব না দিয়ে একটা তেডি স্মাইল দিয়ে চলে যায়।
নেহা : তোর এই তেডি স্মাইল্টানা মেয়েদের আরো পাগল করে দেয় ?
আজ বাসায় ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেলো দুপুরে ও কিছু খায়নি স্নেহা।
জারিফা : দেখেছিস স্নেহা ভাগ্য শুধু তোকে ওর কাছে টেনে নিচ্ছে নিশ্চয় তোদের মধ্যে কোনো কানেকশন আছে?
স্নেহা : কি বলিস এসব, ওর সাথে আমার মোটে ও যায় না। ওর পছন্দ আমার মতো মেয়ে হতেই পারে না,
শায়লা : হবে না কেনো তুই কি সুন্দরে কম নাকি,
স্নেহা : আরে দেখিসনি নেহা মেম অনিতো কতো সুন্দর জিন্স পরে টপ্স পরে স্টাইলিশ ও তবুও স্যার ওনাকে রিজেক্ট করেছে আর আমিতো কথায় আসে না।
মার্জান : রাখবি তোর স্যার মেম, ডাকা নাম ধরে বল।?
মার্জান এর কথা শুনে শায়লা জারিফা স্নেহা তিনজনি হেসে উঠে।??
স্নেহা : আচ্ছা বাদ দে এসব কথা প্লিজ। আমার অনেক খিদে পেয়েছে চল ফুচকা খায়।?
জারিফা : ওয়াও superb idea,☺
সবাই মিলে ফুচকা খায় ঠিক ঐসময় নেহা এসে দাঁড়ায় পিছন দিয়ে।
নেহা : এইযে, মিস. চাম্বুস….
সবাই ফিরে তাকালো কিন্তু বুঝে উঠতে পারছেনা নেহা কাকে ডাকছে।নেহার সাথে তার আরো ফ্রেন্ডরা ও আছে। সবগুলো নেহার মতো শয়তান।
নেহা : চশমা তোমাকেই বলছি, এদিকে এসো।?
স্নেহা : জি!?
নেহা : বাদরের গলায় মুক্তার মালা পরাতে যেওনা বুঝলে। আর হে কাল থেকে তোমার ডান্স প্রেক্টিসে আসার দরকার নেই। it’s my order…
এই বলে নেহা চলে যায়।
মার্জান কিছু বলতে চায় কিন্তু শায়লা তার হাত ধরে ফেলে।
ঐসময় রাস্তাদিয়ে রাহুলের গাড়ি যাচ্ছিলো রাহুল ফুসকার গাড়ির দিকে তার গাড়িটা একটু থামালো। স্নেহারদিকে একপলক চেয়ে আবার গাড়ি টান দেই।
মার্জান : তুই পাগল নাকি এদের এভাবে না বলে বলে ছেড়ে দিয়েছি তাই আমাদের যা ইচ্ছে তাই বলে।
শায়লা : পাগল আমি না পাগল তুই হয়েছিস এরা আমাদের সিনিয়র এদের একটা গ্যাংগ আছে তারা অনেক কিছু করতে পারে। তাই বলছি সব কথার উত্তর দিতে যাস না।
মার্জান : ধ্যাত ?? খা তোরা যায় আমি।
স্নেহা : আরে মার্জান দাড়া কই যাচ্ছিস।
মার্জান : আমি বাসায় যাই। খাবো না তোরা খা।?
মার্জান না খাওয়াতে আর কেউ খেলো না সবাই যার যার বাসায় চলে গেলো।
বাসায় আসে স্নেহা আজ অনেক টায়ার্ড।
মা : আজ এতো লেইট হলো যে,?
কতো চিন্তা করছিলাম তোর জন্য।
স্নেহা : মা বললাম না কলেজে একটা প্রোগ্রাম আছে ঐটার প্রেক্টিস ছিলো।আর মাঝে মাঝে এমন লেইট হবে তুমি চিন্তা করিও না।
ফ্রেস হয়ে খাবার খেয়ে একটু শুই, হঠাৎ মোবাইল বেজে উঠে।
সেই unknown ?
রাশুকে গিয়ে মোবাইটা দিয়ে আসলাম
রাশু গেমস খেলছে কল আসলে বার বার আমার কাছে নিয়ে আসছে।
আজ একদম রিসিভ করে ফেলে রাখলাম অনেক্ষন।?
কিছুক্ষন পর নিজ থেকে কেটে
আবার কল দিলো। কেটে দিলাম,
আবার কিছুক্ষন পর আবার কল দিলো রিসিভ করলাম,
হ্যালো কে, বলার পরপর সে নিজ থেকে কেটে দিলো।
আজিব তো এতোক্ষন নিজ থেকে কল করছে আমি কেটে দিচ্ছিলাম যখন রিসিভ করে হ্যালো বলি সেই নিজে কেটে দিলো।
শুধু কন্ঠ শুনতে ফোন দেই বুঝি আমাকে।
দাড়া শোনাচ্ছি তোকে কন্ঠ।?
এই বলে স্নেহা তার ভাই রাশুকে গিয়ে ফোনটা দিলো।
বললো এই নাম্বার টায় ফোন দে যদি রিসিভ করে তাহলে তুই একটু মোটা সুরে বলবি এইখানে আর ফোন দিবেন না এটা আমার নাম্বার।
রাশু ফোন দিলো রিসিভ করেছে কিন্তু কোনো কথা বলছে না।
আর রাশুতো তো অনেক দুষ্টু
রাশু : কি হলো ছেলের কন্ঠ শুনে আওয়াজ চলে গিয়েছে নাকি।?
নাকি বোবা আপনি কথা বলতে জানেন না। ?
আচ্ছা আমি আপনাকে একটা গান শোনায়।
আই এম এ ডিস্কো ডান্সার টেট টেট টেনেট তুই হলি মোবাইলের ক্যান্সার।?
রাশুর গান শুনে স্নেহা হাসতে হাসতে মাটিতে বসে গেলো…??
রাশু : (মোবাইলের ওপাশেরজন ও হেসে দিলো) এই যে ক্যান্সার হাসি যখন বের হলো এবার বলেন এইখানে ফোন দেন কেনো…আপনি জানেন আপনার ফোনের ডিস্টার্ব এ আমি কয়বার গেইম আউট হয়ছি।?
ফোনটা কেটে দিলো…. আর ডিস্টার্ব করেনি।
রাশু থেকে জিজ্ঞেস করলাম হাসির কন্ঠটা ছেলের ছিলো নাকি মেয়ের?
রাশু বললো ছেলের…
থাক আর এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই।
পরদিন কলেজ গেলাম।
ক্লাসেই বসে আছি। জারিফা,মার্জান, শায়লা সবাই প্রেক্টিসে গেছে।
ভাবলাম এভাবে বসে থাকার চেয়ে লাইব্রেরীটা ঘুরে আসি।
গেলাম সেখানে ও তেমন মানুষ নেই। কিছু কাপল আর কিছু সিংগেল বই পড়ছে।
ভালোই লাগছে পরিবেশটা নিরিবিলি।?
কিছু বই দেখতে দেখতে একটা কোনায় গিয়ে দাঁড়াই।
হঠাৎ মেইন ডোরের দিকে তাকাতেই দেখি রাহুলের এন্ট্রি। অনেক মুড নিয়ে ডুকছে।
কিন্তু এসময় তো ওনার প্রেক্টিসে থাকার কথা নিশ্চয় কাউকে খুজতে এসেছে।
আমিও উনাকে না দেখার মতো করে সেল্ফের পিছনে দাঁড়াই কারন সামনে পড়লে না জানি কি না কি ঝামেলা হয়।?
এদিক ওদিক কাকে যেন খুজছে রাহুল।
হঠাৎ স্নেহার পাশের সেল্ফে এসে দাড়াতেই রাহুল স্নেহাকে দেখে।
স্নেহা রাহুলকে দেখে পিছন ফিরে যায়। রাহুল সামনে এগোতেই স্নেহা জোড়ে হাটা শুরু করে।
রাহুল : স্নেহা দাড়াও,
স্নেহা কিছু না বলে লাইব্রেরি থেকে বেরিয়ে পরলো, রাহুল ও স্নেহার পিছু পিছু বেরিয়ে পরলো।
রাহুল গিয়ে স্নেহার হাত ধরে টান দিয়ে তার দিকে ফিরালো,
স্নেহা : কি করছেনটা কি, হাত ছাড়ুন আমার, সবাই দেখছে তো,
রাহুল : দেখুক!
স্নেহা : দেখুক মানে!
রাহুল স্নেহার হাত ধরে টেনে একটা ক্লাসে নিয়ে গেলো,
ক্লাসে কিছু ছেলে ছিলো….রাহুল তার মাথার ইশারা করাতে ছেলেগুলো ক্লাস থেকে বেরিয়ে পড়ে।
স্নেহা অনেক গাভ্রিয়ে গেলো… স্নেহা ক্লাস থেকে বেরিয়ে যেতে চায়লে রাহুল স্নেহাকে টেনে দেওয়ালে হাত দিয়ে দাঁড়ালো,
স্নেহার শরীর কাঁপতে লাগলো রাহুলের কান্ড দেখে।
রাহুল স্নেহার দিকে তাকিয়ে? স্নেহা নিচের দিকে তাকিয়ে,?
রাহুল স্নেহার চুল গুলো সরিয়ে দেই চোখের উপর থেকে,
স্নেহার গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে,…
(চলবে)
writer-Jubaida Sobti♥
সকালে ঘুম ভাংগলো আবার মোবাইলের রিংটোনে…
উঠে মোবাইলটা ধরলাম।
সেই Unknown নাম্বার থেকে আবার ফোন দিলো।
স্নেহা : হ্যালো! কে?
Unknown : no respons
:/
স্নেহা : কি বেপার শুধু আমার কন্ঠ শুনতে ফোন দেন নাকি??
Unknown ফোন কেটে দিলো।
কি জানি আজাইরা খালি কল দেই?কিন্তু কথা বলেনা।
যাক ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজ যাচ্ছি ।
সামনে যেতেই শায়লাকে পেলাম দুজন একসাথে ঢুকলাম কলেজে। শায়লা আর আমার বাসা একই রাস্তাতেই পরে।
কলেজে ঢুকে দেখি কিছু জুনিয়রদের দার করিয়ে কি যেন বলছে সিনিয়ররা। আমরা দুজন পাশ কেটে চলে যাচ্ছিলাম হঠাৎ ঐ খান থেকে একটা আওয়াজ এলো এই যে মিস. ইন্নোসেন্ট দাড়ান।
দাঁড়িয়ে পড়লাম পিছন ফিরে দেখি ঐ ছেলেটাইতো।
স্নেহা : জি স্যার বলেন??
রাহুল : নোটিশ বোর্ড দেখেছো??
স্নেহা : জি স্যার। ?
রাহুল : কিসে পার্টিসিপেট করছো??
স্নেহা : জি স্যার হেল্পার (helper)?
রাহুল : ওহ গুড! এই নাও এগুলো আমার Assignment করে দিবা।?
স্নেহা : ?জি স্যার।
রাহুল : শুধু জি স্যার জি স্যার করো কেনো আর কিছু বলতে পারো নাকি না? ?
স্নেহা : জি স্যার ?
রাহুল : আচ্ছা যাও☺
স্নেহা চলে যাচ্ছিলো। হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখলো রাহুল তার দিকে এখনো তাকিয়ে আছে। রাহুল তাড়াতাড়ি চোখ সরিয়ে অন্যদিকে চলে গেলো।
স্নেহা ? Blushes ☺☺
কলেজ শেষ করে বাসায় আসলাম।
সন্ধায় বাবা একটি নতুন মোবাইল কিনে এনেছে।
রাশু : (স্নেহার ভাই) বাবা তুমি আমার জন্য একটা আনলানা ??
বাবা : আনবো তোর জন্যেও আনবো আগে তুই তোর আপুর মতো 12th এ উঠ তারপর।
রাশু : কিন্তু বাবা আমার সব ফ্রেন্ডরা এইরকম ফোন ব্যবহার করে ?।
বাবা : ওদের রেজাল্ট ও ঐরকম আসেরে বাবা ?
স্নেহা : আচ্ছা যা আমারটা তুইও ব্যবহার করবি কিন্তু এক শর্তে রেজাল্ট যদি খারাপ আসে তাহলে মোবাইল ছোয়া বন্ধ।
রাশু : ওকে ওকে ?
স্নেহা : চল এইবার পড়তে আয়।
রাতে মা ডিনারের জন্য ডাক দিলো আমার আগে রাশু দৌড় দিলো খাবে তা না পড়ার ফাঁকিবাজ ?
মা আবার ডাক দেওয়াতে আমিও যাচ্ছিলাম হঠাৎ মেইন দরজার বাইরে কারো ছায়া দেখতে পেলাম তাই ঐদিকে গিয়ে কে কে বললাম কিন্তু কারো সাড়া নেই।?
আমার আওয়াজে বাবা এসে দেখলো কেউ নেই। বাবা বললো হয়তো আমার লেগেছিলো কেউ আছে।
পরদিন সকালে আবার সেই Unknown এর ফোনে ঘুমটা ভেঙে গেলো।
ঠিক আগের মতোই কিছু বলেনা। বোধয় আমার আওয়াজ শুনতেই ফোন দেই ?
উঠে নাস্তা করে রেডি হয়ে কলেজ গেলাম। কলেজে ঢুকার সময় প্রত্যেক দিনের মতো ঐ যে মিঃ হ্যান্ডসাম এর এন্ট্রি আজ সামনাসামনি পড়লাম কিন্তু কিছুই বললো না। একটা কিলার স্মাইল দিয়ে চলে গেলো
সবাই বোর্ড চেক করছে যে যেটাই পার্টিসিপেট করছে ঐ বেপারে জেনে নিচ্ছে। আমিও গিয়ে দেখলাম…
দেখে মাথা ঘুরিয়ে উঠলো।?
আমার পর শায়লা ও আসলো তারটা চেক করতে আমরা দুজন একই সাতে পরেছি।?
শায়লা : সর্বনাশ এই বজ্জাতটার হেল্পার বানাইছে আমাদের। এইটার নেকামি এটিটিউড গুলো দেখলেই মাথা ধরে।? মিস: নেহা।
স্নেহা : হেল্পার হওয়াটাই দোষ ছিলো বুজি আমাদের ?
শায়লা : দাড়া একমিনিট এইখানে লিখা আছে নেহা with রাহুল তার মানে তারা কাপেল ডান্স করবে।আমরা তাদের হেল্পার ?
স্নেহা : কিন্তু আমাদের ক্লাসের বাকিরা হেল্পার হয়েছে ইভেন ডিজাইনের আমরা দুজন কেনো ডান্সের হতে গেলাম ?
শায়লা : সেটাইতো আচ্ছা চল প্রেক্টিসে নাহলে আবার লেইট হলে মিস: নেহা থেকে মিস: ডাইনেসোর? হয়ে যাবে?
প্রেক্টিস রুমে ঢুকলাম।
নেহা : ও তো তোমরা দুজন হলে আমার হেল্পার।
টিচার : নেহা come on.. dance 1st..
নেহা : মেম, একটু রেস্ট দরকার I m so tried ?
টিচার : ওকে only 15 mins.
নেহা গিয়ে রাহুলের গলায় হাত দিয়ে,
নেহা : রাহুল?
রাহুল : হুম!
নেহা : চলনা কালকে date যায়।
রাহুল : ? Date with u funny joke.. চেহেরা দেখেছিস তোর?
নেহা : come on রাহুল এই ফেইসের জন্যই হাজার ছেলে পাগল ?বুঝেছিস।
রাহুল : সস্তা জিনিসের ক্রেতা বেশী বুঝেছিস ?
নেহা : দেখিস তুই আমার চেয়ে সুন্দর মেয়ে আর পাবি না তোর জন্য।
রাহুল : আমারটা তো আল্লাহ স্পেশালি আমার জন্য বানিয়েছে রেখেছে সেটা ঠিক পেয়েই যাবো,,
শায়লা আর স্নেহা দুজন ওদের কথাগুলো শুনছিলো চুপি চুপি, ?
শায়লা : ভালোই হলো অন্তত কেউ একজন এই খাডুসটাকে রিজেক্ট করলো এইবার যদি দেমাগটা একটু কমে আরকি।
স্নেহা : কিন্তু মেয়েটাতো সত্যিই সুন্দর স্যার রিজেক্ট করলো কেনো । ?
শায়লা : আরে এই সুন্দর এর ভেলু নেই ক্যারেকটারলেস।
স্নেহা : মানে।?
আসিফ, শাউন,বিজয়,নেহা,ফাবিহা,এবং রাহুল ভার্সিটির সিনিয়র। জুনিয়রদের রেগিং করতে তারা ওস্তাদ।
কলেজের প্রথম দিন স্নেহার, 1st day at college,
সামনে যেতেই দেখলাম কিছু জুনিয়রদের দার করিয়ে রেগিং করছে।
স্নেহা : (মনে মনে) বাপরে এইযে আবার নতুন মসিবত ? সিনিয়রদের রেগিং।
আল্লাহ আল্লাহ করতে করতে পাশদিয়ে কেটে পড়লাম কিছুই বললো না। কিন্তু তাদের মাঝ থেকে একটা ছেলে স্নেহাকে ফলো করেছে।তা স্নেহা বুঝতে পারলো তবে ছেলেটি কিছু করলোই না। যাক বাবা নিজে বাচলে বাপের নাম হাহা।
ক্লাসে ডুকলাম নতুন নতুন কিছু বান্ধবী হলো, শায়লা,মার্জান, জারিফা।
মিস বলেছে যাওয়ার সময় নোটিস ভোর্ড দেখে যেতে কলেজের একটা প্রোগ্রাম হবে যে যেটাই অংশগ্রহন করবে ঐটা বেছেনিতে।
ক্লাস শেষে সবাই একইসাথে বের হলাম।
সামনে ঐ যে বদমাইশ পোলা গুলি। কি যে করি।
বিজয় : এই যে গার্লস গ্রুপ দাঁড়ান আপনারা।
আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম।
বিজয় : সিনিয়রদের দেখে ও না দেখার ভান করে চলে যাচ্ছো আমরা কি কিছু বুঝিনা। তোমাদের মতো অনেক গ্রুপ দেখেছি বুঝেছো মামুনিরা।
তাদের মধ্যে ঐ ছেলেটি ও আছে। যে কিনা বার বার তাকাচ্ছিল। শুধু চেয়েই যাচ্ছে বাকিদের মতো কিছুই বলছে না।
ও হে সিনিয়ররা আমাদের অর্ডার করেছে কাল তাড়াতাড়ি আসতে হবে।কাল আমাদের রেগিং হবে যাকে যেটা বলে ঐটাই করতে হবে।
এটাই নাকি এই কলেজের নিয়ম।
চলে আসলাম বাসায়।যা হবে কাল দেখা যাবে। মা জিজ্ঞেস করছিল প্রথমদিন কেমন কাটলো।ভালো ভালোই বললাম। অনেক ক্লান্ত হয়ে পরেছি এসে একটা ঘুমদিলাম। উঠে দেখি বাবা আর মা বসে গল্প করছে।
স্নেহা : মা খেতে দাওতো খিদে পেয়েছে।
মা: তুই ঘুমাই পরছিস তাই আর ডাকিনি।
বাবা ও জিজ্ঞেস করলো প্রথমদিন কেমন গেলো। বাবাকে ও মায়ের মতো বুঝিয়ে দিলাম নয়তো আবার কলেজ যাওয়া বন্ধ করে দিবে।
এতোসুন্দর একটা সপ্ন দেখছিলাম হঠাৎ মায়ের ডাক।
মা : স্নেহা কি হলো কলেজ যাবিনা আজ এতো দেরি করছিস যে।
একলাফে উঠে কিসের উপর তাড়াতাড়ি রেডি হলাম এমনিতে আজ তাড়াতাড়ি যাওয়ার কথা।
গিয়ে পৌছালাম।
শায়লা, মার্জান, জারিফা সবাই দাঁড়িয়ে আছে,,,,এবং আরো অনেকেই আছে ক্লাসের।আমি গিয়ে তাড়াতাড়ি শায়লার পিছনে দাঁড়ালাম।শায়লা : কি হলো স্নেহা তুই এতো লেইট করলি যে।
স্নেহা : ব্যাস হয়ে গেলো ?
শায়লা : কি যে করিস জানিস না আজ তাড়াতাড়ি আসার কথা ছিলো।
স্নেহা : আচ্ছা রেগিং এ কি কি করতে হয়?
শায়লা : ওরা যা বলবে তা করতে হবে। যেমন ধর কলেজের সবচেয়ে হ্যান্ডসাম স্যারকে প্রপোজ করতে বলবে। না হয় ডান্স করতে বলবে আর না হয়, ওদের পার্সোনাল কাজ আমাদের দিয়ে করিয়ে নিবে এই টাইপ্সের কিছু।।
শায়লাকে ডাকদিলো হঠাৎ, তার নাম জিজ্ঞেস করলো।
সবাইকে তাদের স্যার ডাকতে বললো। সবার সামনে বড় করে স্যালুট করতে বললো শায়লাকে শায়লা বাধ্য হয়ে করলো, ?
তারপর আমাকে ডাকদিলো।
আসিফ : এইদিকে দাঁড়ান সামনে এসে।
ভয়ে বুক কাপছিল।
হঠাৎ আসিফকে সরিয়ে ঐ ছেলেটি সামনে এসে দাঁড়ালো।
আসিফ : ওহ রাহুল! তুই নিবি নাকি ওর রেগিং।
রাহুল : হুম ও আমার Assignment করবে আজ থেকে।
আসিফ : কিন্তু এটাতো সিম্পল?
রাহুল : আরে বেটা লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে গেছে চাশমিশ টাইপ্সের আছে করে দিবে।?
স্নেহা : (মনে মনে) কি বদমাইশ নিজের Assignment নিজে না করে আমার দিয়ে করাবে তার বাপের চাকর নাকি আমি।?
রাহুল : এই যে চাশমিশ নাম কি আপনার।।?
স্নেহা : জি! স্নেহা।?
বিজয় : স্যার ডাকবা আমদের সবসময় বুঝলা।
স্নেহা : জি! স্যার ?..
ক্লাসের দিকে রওনাদিলাম।
শায়লা : বাহ বাহ বাহ! যা করার আমাদের করতে হলো আর তোর জন্য রাহুল ছেলেটা কতো সিম্পল কাজ দিলো।
স্নেহা : এটাকে তুই সিম্পল কাজ বলছিস।?
মার্জান : না হয়তো কি। এটা অনেক সিম্পল। যা বেইজ্জত আমাদের হতে হইসে। by the way ঐ ছেলেটা প্রথমদিন থেকেই স্নেহার দিকে বার বার তাকাচ্ছিলো কিন্তু। কি জানি কি মতলব। হি-হি?
স্নেহা : দূর চুপ করবি। এমনিতে টেনশনে আছি।?
ক্লাস করে সবাই বাসায় যাওয়ার জন্য প্রস্তুত। সবাই গল্প করেই নামছি।পানির অনেক পিপাসা পেয়েছে তাই বেগ থেকে বোতল বের করে পানি খাচ্ছিলাম হেটে হেটে হঠাৎ শিরির থেকে নেমে মোর ফিরতেই ধাক্ষা একটা খেলাম আর হাত থেকে পানির বোতলটা পরে সব পানি পরে গেলো। যার সাথে ধাক্ষা খেলাম তার শার্টটা ও ভিজে গেলো।
এ কি কান্ড ?
স্নেহা : সরি স্যার, আসলে খুব পানির পিপাসা পেয়েছিল। তাই খেয়াল করিনি।তাড়াতাড়ি বেগ থেকে বের করে একটা টিসু দিলাম।
টিসুটা না নিয়ে একটা টেডি স্মাইল দিয়ে চলে গেলো।
জারিফা : ওয়াও he is so cool.. ?
স্নেহা : চলতো এইখান থেকে যতক্ষন এইখানে থাকবো বিপদ সংকেত দেখা দিতে থাকবে।
মার্জান : এটা বিপদ সংকেত না। অন্যকিছুর সংকেত।?
জারিফা : ঐ রেগিংকারকদের মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম হট এন্ড সুইট কিন্তু এইটাই ?
স্নেহা : কোনটা? ?
জারিফা : যেটার সাথে ধাক্ষা খেলি রাহুল!?
স্নেহা : হয়েছে অনেক এবার যাবি?
চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে খেয়ে টিভি দেখতে বসলাম, হঠাৎ মোবাইলটা বেজে উটলো Unknown number.
স্নেহা : হ্যালো!
Unknown : no response ?
স্নেহা : কি হলো কথা না বললে ফোন দিয়েছেন কেনো??
ফোন কেটে দিলো। টুট টুট…
(চলবে)