Saturday, August 16, 2025
বাড়ি প্রচ্ছদ পৃষ্ঠা 105



সূর্যকরোজ্জ্বল পর্ব-১০

0

#সূর্যকরোজ্জ্বল
পর্বসংখ্যা-১০
ফারিহা জান্নাত

সকাল বেলা কলিংবেলের আওয়াজে পৃথিশার ঘুম ভাঙলো। ঘড়িতে তাকিয়ে দেখলো আটটা বাজে। এদিকে অনবরত কলিংবেল বেজেই চলছে। গায়ে ওড়না জড়িয়ে পৃথিশা বেরোলো। মায়ের ঘরের দিকে তাকিয়ে দেখলো তিনি এখনো ঘুমিয়ে আছেন,পৃথিশা খানিকটা অবাক হলো। তার ঘরের দিকে যাওয়ার আগেই আবারও কলিংবেল বেজে উঠলো। পৃথিশা বিরক্তি নিয়ে দরজা খুলতেই দেখলো বাড়িওয়ালা দাঁড়িয়ে আছেন।পৃথিশা অবাক হলো খানিকটা। বাড়িওয়ালা সাধারণত কারো বাসায় যায় না পৃথিশা শুনেছে। অবাকের রেশ কাটিয়ে পৃথিশা তাকে ভিতরে আসার জন্য বললো। তিনি গম্ভীর মুখে ভিতরে ঢুকলেন। সোফায় বসে আশপাশটা দেখতে লাগলেন। পৃথিশা তাকে জিজ্ঞেস করলো,

– কোন সমস্যা আন্টি?

– তোমার বোনের নামে পুরো এলাকায় যে খবর রটেছে এটা জানো? বাসা ভাড়া নেওয়ার আগে আমাদের তো জানালে না কিছু।

পৃথিশা হতভম্ব হয়ে গেলো। কোনমতে বললো,

– কি হয়েছে আন্টি? আপনার কথা বুঝলাম না।

কি হয়েছে বুঝতে পারছে না? নাটক করো? তোমার বোন যে কদিন কান্ড করে হাসপাতালে ভর্তি থাকলো, এখন আবার ওটা নিয়ে কেসও করেছো। ঢং দেখে বাঁচিনা তোমাদের। সেই ছেলে এসে আমাদের হুমকি দিয়ে গেছে। বাসা ছেড়ে দাও তোমরা, তোমাদের জন্য আমরা এত ঝামেলা পোহাতে পারব না।

পৃথিশা বিস্মিত হয়ে গেলো। অপরাধ তারা করেছে,আবার সেই বড় গলায় হুমকি দিচ্ছে। মহিলাটিকে কিছু বলার আগেই তিনি বেরিয়ে গেলেন দরজার সামনে গিয়ে বললে,

– বাসা দুইদিনের মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। অগ্রিম দেওয়া টাকা ফিরিয়ে দিবো নে।

পৃথিশা থম মেরে সোফায় বসে রইলো। বাসা ছেড়ে দিলে কোথায় যাবে, কীভাবে কি করবে বুঝতে পারলো না। দীর্ঘশ্বাস নিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলো। মণিদীপার রুমের দিকে তাকালে দেখলো দরজা এখনো বন্ধ। পৃথিশা হাত-মুখ ধুয়ে মায়ের রুমের দিকে এগোলো। তিনি ঘুমাচ্ছেন।পৃথিশা পর্দা সরিয়ে দিয়ে বলল,

– আম্মু এখনো ঘুমাচ্ছো যে,শরীর খারাপ লাগছে নাকি? সকাল হয়ে গেছে তো।

পৃথিশার মায়ের কোন জবাব নেই। পৃথিশা অবাক হলো খানিকটা। তার দিকে এগিয়ে কপালে হাত দিতেই শরীর কেঁপে উঠলো তার। শরীর ছিটকে সরে গেলো সে। কাঁপা স্বরে ডাকলো, ‘আম্মা!’
বিছানায় বসে মায়ের মাথাটা নিজের কোলে নিলো। মাথায় হাত বুলালো। ক্লান্ত স্বরে বলল, ‘আম্মা, উঠো।তোমার কি ঠান্ডা লাগছে?’ পৃথিশার মায়ের মলিন মুখটা তার কোলে পড়ে আছে। পৃথিশা এবার অধৈর্য হয়ে বলল,

– তোমরা সবাই কি আমার জীবনটা খেলা পেয়েছো? সব মজা আমার সাথেই করো কেন? মা,আমি কিন্তু এবার বিরক্ত হচ্ছি।

পৃথিশা ক্লান্ত শ্বাস ফেললো। সে মনে হচ্ছে একটা ঘোরে আটকে আছে। পৃথিশা হাতটা মায়ের নাকের কাছে নিতেই শরীর কাঁপিয়ে কেঁদে উঠলো সে। মায়ের মুখটা হাতের মধ্যে নিয়ে পাগলের মতো কান্না করতে করতে বলল,

– আম্মা, এই আম্মা চোখ খুলো। আমার সাথে এমন কেন করছো আম্মা? ও আম্মা কথা শুনো না তুমি। কথা বলো না আম্মু, কথা বলো, কথা বলো।

পৃথিশা মণিদীপার রুমে যাওয়ার জন্য বিছানা থেকে নামলো। তার পা টলছে।পৃথিশা মণিদীপার দরজায় হাত রাখতেই তা খুলে গেলো। তার মানে দরজা লাগানো ছিল না। পৃথিশা রুমে ঢুকতেই চিৎকার দিয়ে মাটিতে বসে পড়লো। মণিদীপা ফ্যা’নের সাথে ঝু”লছে। পৃথিশা দৌড়ে গেলো, মণিদীপাকে ধরে নামানোর চেষ্টা করলো। শরীরে যেন কোন জোর নেই। শেষ পর্যন্ত ফ্যানের সাথে থাকা ওড়নাটা কেটে দিতেই মণিদীপার দেহটা নাম নিচে পড়ে গেলো। পরপর ধাক্কায় পৃথিশা যেন অবশ হয়ে গেছে। মণিদীপার কাছে গিয়ে তাকে ভালোভাবে বিছানায় শোয়ালো। গালে দুইটা থাপ্পড় দিয়ে বলল,

-‘বুবু,এই বুবু। বুবু কথা বল। আমার সাথে তোরা কেন এমন করছিস সবাই মিলে।আমি তো বলেছিলাম সব সামলে নিবো তাহলে…

আর বলতে পারলো না পৃথিশা। কান্নায় লুটিয়ে পড়লো সে। মণিদীপার দেহটা বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠলো,

– সবাই ছেড়ে গেলি আমাকে।তোরা সবাই চলে গেলি। আমার কথা কেউ ভাবলি না। আমি কীভাবে থাকব তা নিয়ে তোদের কোন মাথা ব্যাথা নেই।আমাকে নিয়ে তোদের কোন চিন্তা নেই। সবাই নিজেদের মুক্ত করে চলে গেলি।

পৃথিশার চোখ গেলো মণিদীপার টেবিলে। সেখানে কালো কাগজ রাখা। পৃথিশা মণিদীপাকে কাঁথা দিয়ে ঢেকে দিলো। পৃথিশা কাগজটা হাতে নিতেই দেখতে পেলো একটা চিঠি। পৃথিশার জানে, মণিদীপার খুব মন খারাপ হলে সে কালো কাগজ ব্যবহার করে। পৃথিশা চিঠিটা পড়তে শুরু করলো-

পৃথিশা,

বোন আমার। এই স্বল্প পরিসরের জীবনে আমার প্রিয় প্রাপ্তি হচ্ছিস তুই। তোকে পুতুলের মতো বড় করেছি আমি, আমার খেলার পুতুলের মতো যত্ন করেছি। মাঝেমাঝে মনে হয় তুই আমার বাচ্চা। আমি সবসময় চাইতাম তোকে সকল কঠোরতা থেকে আগলে বড় করব। আমি তা পারিনি, বাবু। আমি আর পারছি না পৃথিশা। আমি জীবন ভালোবাসা মেয়ে। এই পৃথিবী দেখার শখ ছিলো অনেক।কিন্তু আমি আর পারছি না পৃথি। সৃষ্টকর্তা আমাকে এতোটা ধৈর্যশক্তি দিয়ে পাঠায়নি। নিজেকে আয়নায় দেখলে আমার ঘৃণা হয়। মন আমাকে বারবার বলে, ‘তুই অ/পবিত্র হয়ে গেছিস।’ আমার জন্য তোদের এত সমস্যা। আমার জন্যই বাবা আজ তোদের সাথে নেই। আমি হাল ছাড়তে চাই নি বিশ্বাস কর। আমি সবরকম চেষ্টা করেছি।কিন্তু পারি নি শেষ পর্যন্ত। আমার এই জীবন আর কিছু চাওয়ার নেই। আমাকে মাফ করে দিস।
তুই খুব ভালো থাকিস বাচ্চা। ইউ ডিজার্ভ দ্যা বেষ্ট। বুবু লাভস্ ইউ।

__________

পৃথিশার সামনে দু’টো খাটিয়া। একটাতে তার মা রানী আহমেদ, অন্যটাতে মণিদীপা। পৃথিশাকে তার খালা ধরে রেখেছেন। পৃথিশা পাথর হয়ে আছে। কয়েকদিনের ব্যবধানে নিজ পরিবারকে হারিয়ে বাকরুদ্ধ সে। পৃথিশা তার মায়ের খা”টিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। শেষ বারের মতো মায়ের মুখটা দেখে নিলো সে। মায়ের সাথে তার খুব যে সখ্যতা ছিলো তা না। তবে মা’কে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারতো না সে। মায়ের কপালে হালকা করে হাত রাখলো সে। মলিন স্বরে বলল,

– তোমাকে কখনোই কিছু দিতে পারি নি মা। তুমি সবসময় ভালোটা ডিজার্ভ করো, তা দিতে পারি নি । আমাকে মাফ করে দিয়ো মা, একটু দোয়া করো আমার জন্য যাতে তাড়াতাড়ি তোমার কাছে যেতে পারি।

পৃথিশার কন্ঠস্বর রোধ হয়ে এলো। তার খালা রাহনুমা আহমেদ তাকে পেছন থেকে ধরলো। পৃথিশা তার কপাল থেকে হাত সরালো না। তার চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। কান্নারত স্বরে রাহমুনাকে বলল, ‘ আম্মা তো ঠান্ডা হয়ে খালা’।
পরপরই পৃথিশা জ্ঞান হারিয়ে ফেললো। সারািনের এত ধকল শরীর নিতে পারলো না। পৃথিশার দাদাবাড়ির সাথে তাদের সম্পর্ক তেমন ভালো না। রানী আহমেদ অনেক আগেই বলে দিয়েছিলেন তাকে যেন মৃত্যুর পর তার শ্বশুরবাড়িতে না নেওয়া হয়। তাই মণিদীপা ও তাকে পৃথিশার নানাবাড়িতেই দা”ফন করা হবে। পৃথিশাকে তার খালা সঙ্গে করে নিয়ে যাবেন। পৃথিশার চাচারা কেউই তাকে রাখতে ইচ্ছুক না তেমন। কিন্তু পৃথিশা তার সাথে যেতে চাইছে না। তার এক জেদ সে তাদের বাসায় যাবে। অবশেষে তার জেদের কাছে হার মেনে পৃথিশার সাথে রাহনুমা আহমেদ তাদের বাসায় আসলেন। আপাতত কিছুদিন এখানে থেকে পরবর্তীতে পৃথিশাকে নিয়ে তাদের বাড়িতে যাবেন।

বাসায় ঢুকতেই পৃথিশা মণিদীপার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলো। মণিদীপার খাটে তার পড়নের ওড়না ছিলো। পৃথিশা সেটা হাতে জড়িয়ে বসে রইলো। এই মূহুর্তে বিশাল এই পৃথিবীতে তার কেউ নেই। সে একা,একদম একা। একটা ঘটনা মানুষের সম্পূর্ণ জীবন কীভাবে পাল্টে দেয়। পৃথিশা ইহজগতেও চিন্তা করেনি মণিদীপা এমন কোন কাজ করতে পারে। তার মায়ের মৃ’ত্যুর কারনও তার কাছে স্পষ্ট নয়। সবকিছুর মূলে দায়ী ওই ঘটনা। পৃথিশা বুঝতে পারলো না দোষট কার। কিসের জন্য তার জীবনের আজ এই পরিণতি।

চলবে,

সূর্যকরোজ্জ্বল পর্ব-০৯

0

#সূর্যকরোজ্জ্বল
পর্বসংখ্যা-০৯
ফারিহা জান্নাত

থানায় প্রায় আধ ঘন্টা যাবত অপেক্ষা করছে পৃথিশা ও মণিদীপা। সেদিন মণিদীপা কথাটা বলার পর পৃথিশা ভেবেছিলো মণিদীপা রাগের বশে এমন সিদ্ধান্ত নিয়েছে। তাই মণিদীপাকে সময় দিয়েছিলো সে। কিন্তু মণিদীপা নিজ সিদ্ধান্তে কঠোর ছিলো। পৃথিশা পাল্টা কিছু বলে নি। সে নিজেও তাই চেয়েছিলো। ওই নরকের কীটগুলোকে এভাবে বাহিরে বুক ফুলিয়ে ঘুরতে দেওয়া যায় না। এজন্যই তারা আজ এখানে এসেছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। তাদের ডাক পড়লে তারা ভিতরে যায়। সেই পুরোনো পুলিশ অফিসার বসা। তিনি পৃথিশাকে দেখেই চমকে গেলেন। মণিদীপাকে না দেখায় তিনি চিনতে পারলেন না। তবে পৃথিশাকে উদ্দেশ্য করে বললেন,

– আপনি এখানে কি করছেন?

পৃথিশা তার কথার উত্তর না দিয়ে সামনে রাখা চেয়ারগুলোতে বসলো। পুলিশটিকে এখন আরও বিভ্রান্ত মনে হচ্ছে। পৃথিশা মণিদীপার দিকে একপলক তাকিয়ে বলল,

– মাফুজুর রহমান ও তার সঙ্গীদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করতে।

নামটা শুনে পৃথিশার দিকে বড়বড় চোখ করে তাকালেন তিনি। অবিশ্বাস্য কন্ঠে বললেন,

– কি নাম বললেন? আপনি কি পাগল হয়ে গেছেন?

– মাফুজুর রহমান। তার নামে নারী নির্যাতনের মামলা করতে এসেছি। এজ আ অফিসার, আপনি সাধারণ জনগণের কেস নিতে বাধ্য। এখানে অন্য প্রসঙ্গ আসছে কেন?

মণিদীপা এতক্ষণে মুখ খুলল। পুলিশটি তার দিকে তাকিয়ে বলল,

– আপনি’ই কি মণিদীপা চৌধুরী?

– জি আমি মণিদীপা। এবং এই মামলাটা আমার পক্ষ থেকেই হচ্ছে।

– আপনারা বুঝে-শুনে সিদ্ধান্ত নিচ্ছেন তো? আপনাদের কিন্তু ভবিষ্যতে এর জন্য অনেক ঝামেলা পোহাতে হবে। এত তাড়াতাড়ি কোন সমাধান আপনারা পাবেন না।

– আমরা কোন কিছুতে ভয় করি না। আপনি লিখা শুরু করুন।

পুলিশ অফিসার তাদের দিকে তাকিয়ে লিখা শুরু করলেন।পরবর্তীতে বললেন,

– আপাতত আমি অভিযোগ লিখে রেখেছি।কাল এই ঠিকানায় যাবেন। স্যার-ই সব দেখবেন।

পৃথিশারা বেরিয়ে গেলো। রাস্তার ধারে আসতেই মণিদীপা বলল,

– পৃথি চল আজ ঘুরি। তোর রেজাল্টের গিফ্ট।

– একদম না বুবু, তোকে ডাক্তার বেশি হাঁটাচলা করতে না বলেছিলো।তুই তো শুনিস না একদম। এখন বাসায় চল।

– ধুর, আয় তো আমার সাথে।

মণিদীপা পৃথিশার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। শপিং মলের তৃতীয় তলায় আসতেই মণিদীপা আদিদকে দেখতে পেলো, সাথে তার মা। মণিদীপা সেদিকে যাবে কি না ভাবতে লাগলো। পরমুহূর্তেই আদিদ তাদের দেখতে পেয়ে এগিয়ে আসলো। আদিদের মা মুখ ফিরিয়ে উল্টো দিকে যেতে লাগলো। মণিদীপা উশখুশ করছে। পৃথিশা ভাবলো তাদের একা ছেড়ে দিবে,তাই চলে যেতে নিলেই মণিদীপা আটকে দিলো। ধীর গলায় বলল, “তুই এখানেই থাক।”
আদিদ এসে মণিদীপার সামনাসামনি দাঁড়ালো। কোন কথা বললো না। মণিদীপার মুখের কিছু জায়গায় কালসিটে দাগ, ক্ষত শুকিয়ে গেলেও দাগ যায়নি। গলা,ঘাড় ওড়না দিয়ে আড়াল করা। আদিদ জিজ্ঞাসা করলো,

– কেমন আছো মণি?

মণিদীপা কি বলবে ভেবে পেলো না। আস্তে করে বলল,

– ভালো আছি।

বলেই একমুহূর্ত দাঁড়ালো না। তড়িঘড়ি করে চলে গেলো। তা দেখে পৃথিশা আদিদকে বলল,

– বুবু কি চায় তা আমি বুঝে ওঠতে পারছি না। তবে আপনার যদি কোন সমস্যা থেকে থাকে সেই বিষয়ে, তাহলে দয়া করে আমাদের সামনে আসবেন না।

_________

পৃথিশা ও মণিদীপা এই মূহুর্তে একজন পুলিশ অফিসারের রুমে বসে আছে। গতকালের দেওয়া ঠিকানায় আজ তারা এসেছে। পুলিশ অফিসারটি তাদের নাম জানার পর থেকেই কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছেন। পৃথিশা অবশেষে না পেরে বলল,

– আপনি এভাবে তাকিয়ে আছেন কেন?

ভদ্রলোক নড়েচড়ে বসলেন,

– তোমাদের সাথে আর কেউ আসে নি?

– আর কে আসবে? আমরা কি যথেষ্ট নই?

– আমি কখনো কোন পুরুষ গার্ডিয়ান ছাড়া এভাবে এরকম কেস নিয়ে আসতে দেখিনি। যাই হোক, আপনারা কি বুঝতে পারছেন না আপনারা যেচে নিজের কাঁধে ঝামেলা নিচ্ছেন?

– আপনার এরকম কেন মনে হলো?

– আপনারা কাদের বিরুদ্ধে মামলা করছেন? এমপি ফজলুর করিমের ভাগ্নে মাফুজুর রহমানের উপর। আপনারা কি ভাবছেন মামলা করলেন আর হয়ে গেলো? তারা প্রচন্ড ক্ষমতাশালী। এই কেস নিয়ে আপনাদের অনেক ঘুরতে হবে। জায়গায় জায়গায় টাকা ফেলতে হবে, অযথা ঘুরবেন।দিনশেষে কোর্টে ওদের কথাই বহাল থাকবে।

– তাই বলে কি অন্যায়ের প্রতিবাদ করব না? এভাবে আর কতদিন? আপনার কথায় আমরা সিদ্ধান্ত পাল্টাবো না।

– যা ভালো মনে হয় করতে পারো।আমার তো হাত বাঁধা, তোমাদের কথা শুনতে বাধ্য। তবে তোমাদের সাবধানে থাকতে হবে।

বলে তিনি একটা কাগজ দিয়ে তাদের একটা রুম দেখিয়ে দিলেন। বললেন সেখানে গিয়ে কিছু প্রশ্নের উত্তর দিয়ে মামলা কনফার্ম করতে।

– পা ব্যাথা হয়ে যাচ্ছে রে, আর কতবার এখান থেকে ওখানে যাবো রে পৃথি?

মণিদীপার ক্লান্ত স্বর।পৃথিশা সেদিকে খেয়াল করলো না তার মনে এখন রাজ্যের দুশ্চিন্তা। যেদিকেই যাচ্ছে সবাই তাদের সাবধান করছে।বারবার মামলা করতে না করছে। পৃথিশা এমনিতেও জানতো এমন কোন ঝামেলা হবেই কিন্তু ব্যাপারটা তার থেকেও জটিল। অফিসারের বলে দেওয়া রুমে ঢুকে দেখতে পেলো এক উচ্চপদস্থ কর্মকর্তা বসে আছেন আয়েশ করে। তারা সামনে রাখা চেয়ারে বসলো। মণিদীপা তার দিকে মামলার চার্জ শীটটা এগিয়ে দিলো। তিনি তা পড়ে তাদের উদ্দেশ্যে কড়া স্বরে বললেন,

– ভিক্টিম কে?

পৃথিশার বুকে একটা ধাক্কা লাগলো। মণিদীপার দিকে আড়চোখে তাকালো। সে মুখ শক্ত করে বসে আছে। তাদের চুপ দেখে লোকটা আবারও বলে উঠলো,

– আরে ভিক্টিম কে? কথা বলেন না কেন? আজব পাবলিক যত্তসব।

– আমি ভিক্টিম।

লোকটা মণিদীপার দিকে কোণা চোখে তাকালো। চোখে তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টি। পৃথিশা নড়েচড়ে বসলো। লোকটা কৌতুকের স্বরে বলল,

– কিছু প্রশ্ন করবো। উত্তর দিবেন,হেয়ালি করবেন না।

মণিদীপা দ্বিধান্বিত হয়ে পৃথিশার দিকে তাকালো। পৃথিশার চোখে ভয়, সে কিছুটা আন্দাজ করতে পারছে। তাদের ভাবনার মাঝেই লোকটা প্রশ্নের তীর ছুঁড়লো,

– কয়জন ছিলো একসাথে? কোথায় নিয়ে করছে?

মণিদীপা প্রশ্নটা বুঝে উঠতে পারে নি প্রথমে। লোকটা আবারও একই প্রশ্ন করলে তার বোধ আসে। থমকানো গলায় বলে উঠে,

– ছ…ছয়জন ছিলো।

– কোথায় করছে? মানে ব্যাপারটা ঘটলো কোথায়?

– আমাদের এলাকার এক পুরাতন গলির মাথায়, সেখানটায় কেউ থাকে না। নির্জন গলি।

পৃথিশা উত্তর দিলো।মণিদীপা পৃথিশার হাত আঁকড়ে ধরে বসে আছে মাথা নিচু করে।তার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে।

– ভিক্টিমকে কথা বলতে দিন। কি করছে? কার দ্বারা আপনি মলে”স্টেনশনের শিকার হয়েছেন? একজন নাকি যারা ছিলো সবাই?

পৃথিশা চেঁচিয়ে উঠলো,

– ভদ্রভাবে কথা বলুন। এসব কি প্রশ্ন?

– থামেন আপনি। কথা নিতে না পারলে এখানে আসছেন ক্যান? যা প্রশ্ন করি সবই উত্তর দিতে হবে। মামলা সাজাতে হবে তো।

মণিদীপা মাথা তুললো এতক্ষণে। তার চোখের কোণে অশ্রু। দৃঢ় গলায় বলল,

– সবাই করে নি। যার নামে মূল মামলা করেছি সে ছিলো। আমার পুরোটা সময় জ্ঞান ছিলো না। তাই সঠিকভাবে বলতে পারব না।

লোকটা মুখ দিয়ে বিরক্তিকর ‘চ’ শব্দ করলেন। বিড়বিড়িয়ে বলে উঠলেন, “কাম কইরা গেছে তার লগে অথচ খেয়াল ছিলো না।” পৃথিশা কথাটা শুনলো। কিছু বলতে চেয়েও পারলো না। এভাবে কয়জনের মুখ বন্ধ করবে সে।

সেদিন বাড়ি ফেরার পর দুইদিন সব স্বাভাবিক ছিলো। মণিদীপা ঠিক করলো সে ভার্সিটি যাওয়া শুরু করবে। সকালে ভার্সিটি যাওয়ার জন্য পৃথিশাকে নিয়ে বের হলো। পৃথিশা নিজেও যেতে চাইছিলো তাই আর না করে নি সে। তবে বাসার নিচে আসতেই মাফুজুরকে দেখতে পেলো সে। মণিদীপার দিকে ক্রোধ নিয়ে তাকিয়ে আছে সে। এতদিন পর তাকে দেখতে পেয়ে মণিদীপার ভয়ে অন্তর-আত্না শুকিয়ে গেলো। সে এখনো সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারি নি সে। মাফুজুর তার দিকে এগিয়ে আসতেই পৃথিশা মণিদীপার সামনে এসে দাঁড়ালো। মাফুজুর তার দিকে ক্ষিপ্ত স্বরে বলল,

– সরে যাও সামনে থেকে। আমার বোঝাপড়া তার সাথে।

– কু”ত্তা/ র বাচ্চা, তোর সাহস দেখে অবাক হচ্ছি। কোন সাহসে এই মুখ নিয়ে আমার সামনে এসেছিস? নাকি সেদিন মার খেয়ে মন ভরে নি?

– সাহস কিভাবে হয় আমার সাথে এভাবে কথা বলার। তোমরা মামলা করার সাহস কিভাবে পেয়েছ? আমি কি করতে পারি তার ধারণা আছে তোদের মতো চুনোপুঁটির?

– ফ/কি/র সারাজীবন এইসব নিয়েই কথা বলে গেলি। তুই তাকিয়ে দেখ কি করি। তোকে চৌদ্দ শিকের ভাত না খাওয়ানো পর্যন্ত আমি পৃথিশা শান্তি পাবো না।

পৃথিশা দাঁড়ালো না আর। মণিদীপাকে নিয়ে বাসার ভেতরে চলে গেলো। ভার্সিটিতে আর যাওয়া হলো না। দিন না গড়াতেই পৃথিশার মায়ের ফোনে আদিদের মায়ের কল আসলো। তিনি রেগে হুশ হারিয়ে উল্টাপাল্টা বললেন পতাকে।তার কথার সারমর্ম এই- যা হয়েছে হয়ে গিয়েছে, এখন আবার মামলা কেন করা হলো। সবাই খবর জেনে গিয়েছে, তাদের ইমেজ নষ্ট হচ্ছে যেহেতু মণিদীপার সাথে আদিদের এনগেজমেন্টের খবর সবাই জানে। ফোনটা লাউডস্পিকারে ছিলো।মণিদীপা সবটাই শুনলো চুপচাপ। কিন্তু কিছু বলল না। চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিলো। বারবার বলেও দরজা খুলাতে পারলো না পৃথিশা। সেদিনের ঘটনার পর এই প্রথম মণিদীপা একা থাকলো। তবে অস্হিরতায় সারারাত ঘুমাতে পারলো না পৃথিশা। কে জানে আগামীদিন কি অপেক্ষা করছে তাদের জন্য।

চলবে,

সূর্যকরোজ্জ্বল পর্ব-০৮

0

#সূর্যকরোজ্জ্বল
পর্বসংখ্য-০৮
ফারিহা জান্নাত

ভোর পাঁচটা, পৃথিবীর সকল মানুষ এখনো জাগে নি। পাখির কলকাকলিতে মত্ত প্রকৃতি। পৃথিশার হাতে প্লাস্টার করে দেওয়া হচ্ছে। ভোর বেলায় একবার বাসার দিকে গিয়েছিল সে। আসার সময় সিএনজির ধাক্কায় পড়ে হাত মচকে গিয়েছে, যেহেতু সে জার্নি করবে তাই হাতটা আপাতত প্লাস্টার করে দেওয়া হচ্ছে। কিছুসময় পরই পৃথিশা ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে মণিদীপার কেবিনে ঢুকলো। গতকাল রাতের পর থেকে মণিদীপা পুরো শান্ত হয়ে গেছে। কারো সাথে কোন কথা বলছে না। মণিদীপা চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে। পৃথিশা তার দিকে এগিয়ে গেলো। কপালে হাত বুলিয়ে ধীর স্বরে ডাকতেই চোখ মেললো। তারা এখনই গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিবে। মণিদীপা বেশি হাঁটতে পারবে না তাই তাকে হুইল চেয়ারে নেওয়া হবে। তার গলায় ও ঘাড়ে কামড়ের দাগ, মাথায়,হাতে,পায়ে ব্যান্ডেজ। এই অবস্হায় তাকে বাহিরে নেওয়ার ইচ্ছা ছিলো না পৃথিশার।কিন্তু আজ না গেলে কথা উঠবে, মণিদীপাও যাওয়ার জন্য জেদ করছিলো। পৃথিশা ওড়না দিয়ে তার মুখ, গলা ঢেকে দিলো। শক্ত করে পিনআপ করে দিলো যাতে না সরে। পৃথিশাদের সাথে তার মামা যাবে।

দীর্ঘ জার্নি শেষে অবশেষে তারা গ্রামে পৌঁছালো। তাদের আসতে দেখে পৃথিশার চাচা নাফিজ চৌধুরী দৌড়ে আসলেন। বাড়ির উঠোনের সামনে রান্না হচ্ছে। মণিদীপা হুইল চেয়ারে দেখে সবাই ছুটে এলো। এক এক করে প্রশ্ন ছুঁড়ে দিতে লাগলো তাদের দিকে। পৃথিশা মণিদীপার দিকে বলল,

– রাস্তায় এক্সিডেন্ট হয়েছিলো। পড়ে গিয়ে হাত-পায়ে ব্যাথা পেয়েছে তাই হুইলসচেয়ারে। এজন্যই সেদিন আসতে পারি নি।

– আমাদের একটাবার খবর দিলি না?

পৃথিশার চাচী বলে উঠলেন। পৃথিশা কোন উত্তর দিলো না।হুইল চেয়ারটা ঠেলে মণিদীপাকে নিয়ে চললো বাড়ির থেকে একটু সামনে। যেখানে তাদের পারিবারিক ক”ব”র”স্হান। নিজের বাবার ক”ব”রের সামনে এসে হুইলচেয়ারটা রাখলো পৃথিশা। চোখ থেকে অঝোরে পানি পড়ছে। মণিদীপা কাঁপা শরীরে উঠার চেষ্টা করলো।পৃথিশা সাহায্য করলো তাকে। কিছুটা দুরত্ব রেখে দাঁড়ালো। মণিদীপা কান্নারত স্বরে বলে উঠল, ‘বাবা’। পরপরই হাউমাউ করে কান্নায় ভেঙ্গে পড়লো। পৃথিশার থেকে নিজেকে ছাড়িয়ে হুমড়ি খেয়ে পড়লো রাস্তার উপর। পাগলের মতো বিলাপ করতে লাগলো সে।

– তোমার মণির উপর এত অভিমান করলে বাবা যে তাকে রেখে চলে গেলে। একটাবার শেষ দেখাও দেখতে দিলে না বাবা। আমার কি হবে বাবা।আমি কি করব, কোথায় যাবো বাবা। যদি ফিরে আসতে বাবা, যদি আসতে আর যেতে দিতাম না। আমি তোমাকে ছাড়া কীভাবে থাকবো বাবা,কীভাবে থাকবো?দয়া করো বাবা, ফিরে আসো, ফিরে আসো।

পৃথিশা বোনকে শক্ত করে জড়িয়ে ধরলো। মণিদীপা থেকে থেকে ফুঁপিয়ে কেঁদে উঠছে। হুট করে পৃথিশার দিকে তাকিয় বলল, ‘আমাদের আর কেউ থাকলো না রে পৃথি,কেউ থাকলো না।’

___________

সময় বহমান। সময়ের স্রোতে সবকিছুই ফিকে হয়ে যায়। পৃথিশারা নতুন বাসা নিয়েছে। মণিদীপাকে সে বাসায় আনা হয়েছে। মণিদীপাকে নিয়ে পৃথিশা পুরোনো এলাকায় যায় নি। মণিদীপা আপাতত ভার্সিটিতে যায় না। পৃথিশা এবারের ভর্তি পরীক্ষার্থী ছিলো।কিন্তু এতসব ঝামেলার মাঝে সে কোন প্রস্তুতি নিতে পারেনি। আপাতত তারা রাশেদুল চৌধুরীর পেনশনের টাকায় চলছে।কিন্তু এই দ্রব্যমূল্যের বাজারে তা দিয়ে চলা মুশকিল। পৃথিশা ছোটবেলায় নাচ শিখতো,একটা সময় তা ছেড়ে দিয়েছিলো।তবে আজ এতবছর পর সেটাকেই হাতিয়ার করেছে সে। একটা একাডেমিতে পার্ট টাইম টিচার হিসেবে জয়েন করেছে। কাজটাতে যদিও পরিশ্রম বেশি টাকার তুলনায় তবে এই পরিস্থিতিতে ওটাই তাদের জন্য ভরসা। মণিদীপা আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছে। শরীরের ক্ষতগুলো শুকিয়ে গেলেও কালসওটে দাগ পড়ে আছে।পৃথিশা ভেবেছিলো ওই ছেলেগুলোর বিরুদ্ধে মামলা করবে কিন্তু মণিদীপার নিশ্চুপতা দেখে তা জিজ্ঞাসা করার সাহস পায়নি।

আজ পৃথিশার এইচএসসির রেজাল্ট দিবে। এতগুলো দিন ব্যস্ততায় কেটে যাওয়ায় এ নিয়ে ভাবার সুযোগ পায় নি। আজ সকাল থেকেই মণিদীপার কোলে গুটিয়ে আছে। মণিদীপা বিরক্ত হয়ে কয়েকবার ঠেলেছে তাকে। বার বার বিরক্ত গলায় বলছে,

– পৃথি এত ঘেষাঘেষি করছিস কেন? দূরে গিয়ে বস। যা পরীক্ষা দিয়েছিস তাই হবে রেজাল্ট। এ নিয়ে চিন্তার কি আছে?

পৃথিশা মন খারাপ করে সরে গেলেই আবার মণিদীপার মন নরম হয়। আদুরে গলায় বোঝাতে শুরু করে। পৃথিশা বোনকে স্বাভাবিক হতে দেখে স্বস্তির শ্বাস ফেলে। ভয়ে সে মণিদীপার ভার্সিটি যাওয়ার কথা তুলতে পারে না। কিন্তু খুব করে চায়,সব স্বাভাবিক হয়ে যাক।
বারোটা বেজে গেছে।অনলাইনে রেজাল্ট এতক্ষণে বের হয়ে গেছে। পৃথিশা রেজাল্ট বের করার সাহস পাচ্ছে না। তার রেজাল্ট মণিদীপা ও রাশেদুল চৌধুরী বের করে দেয় সবসময়। মণিদীপার কোলেই মুখ গুজে শুয়ে ছিলো সে। মণিদীপা তখন ব্যস্ত হাতে মোবাইলে টাইপ করে যাচ্ছে। কাঙ্ক্ষিত জিনিসটা পেতেই মুখ উজ্জবল হয়ে উঠলো তার। পৃথিশাকে হাত দিয়ে ঠেললো বারকয়েক। ঝুমঝুম কন্ঠে বলল,

– এই বাবু উঠ, তোর রেজাল্ট দেখ।

পৃথিশা মোবাইলের স্ক্রিনে তাকালো।

Prithisha Chowdhury
Result: passed
GPA: 5.00

– তুমি যদি থাকতে বাবা!

_______

রেজাল্ট দিবে বলে আজকের দিনটা ছুটি নিয়েছিল পৃথিশা। এখন বাসায় বসে সময় কাটাতে বিরক্তি বোধ হচ্ছে পৃথিশার। চা হাতে বারান্দায় বসে ছিলো সে। হুট করেই মণিদীপা রুমে ঢুকে জিজ্ঞাসা করলো,

– পৃথি তোর আদিদের সাথে কথা হয়েছিলো?

পৃথিশা হকচকিয়ে গেলো।মণিদীপার কন্ঠস্বর তীক্ষ্ণ। কোন কিছু নিয়ে রেগে আছে সে। পৃথিশা থতমত হয়ে বলল,

– হ্যাঁ হয়েছিল,যখন তুই হাসপাতালে ছিলি। ভাইয়া অনেকবার ফোন দিয়েছিলো তাই..

– তুই তাকে সব বলেছিস?

– রিপোর্ট দেখিয়েছিলাম। কিছু বলেনি। আমি বলেছিলাম পরে উত্তর জানাতে।

– আমার সাথে জিজ্ঞাসা না করে এ সিদ্ধান্ত কীভাবে নিতে পারিস তুই? আমাকে একটাবার বলিস-ও নি এ কথা।

– সে তোমার উডবি আপু। তাকে এ কথা বলন না কেন? আর আমি তো যেচে যাই নি। সে নিজেই এসেছিলো।তুমি তখন কথা বলার অবস্হায় ছিলে না, ভাইয়াকে দেখলে আরও ভেঙ্গে পড়তে তাই আমি তোমাকে কিছু বলি নি।

মণিদীপা রেগে গেলো। হাতের ফোনটা আছড়ে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল,

– আমার জীবনটা খেলা বানিয়ে ফেলেছে সবাই। কোন কিছুতে আমার কথার মূল্য নেই।

পৃথিশা মণিদীপার আচরণে অবাক হলো না। সেই ঘটনার পর থেকে মণিদীপার আচরণে বেশ পরিবর্তন এসেছে।হুট করেই রেগে যায় আবার হুট করে ঠিক হয়ে যায়। কিছুসময় পরই মণিদীপা তার রুমে আসলো। পৃথিশা কাছে এসে নিম্নস্বরে বলল,

– সরি বাবু, বেশি রাগ দেখিয়ে ফেলেছি।কি যে হয়েছে আমার।

পৃথিশা কিছু বলল না। বোনকে জড়িয়ে তার সাথে মিশে থাকলো। হুট করেই মণিদীপা বলল,

– আমি থানায় কেস করতে চাই পৃথি।

চলবে,,

সূর্যকরোজ্জ্বল পর্ব-০৭

0

#সূর্যকরোজ্জ্বল
পর্বসংখ্যা-০৭
ফারিহা জান্নাত

সাজানো-গুছানো এক ক্যাফেতে বসে অপেক্ষা করছে পৃথিশা। কিয়ৎক্ষণ পরই মণিদীপার হবু বরে আদিদের দেখা মেলে তার। হন্তদন্ত হয়ে প্রবেশ করছে সে। পৃথিশার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে,

– সমস্যা কি মণির? কোন খবর নেই দুইদিন ধরে। বাসায় গিয়েও তোমাদের পেলাম না, কেউ কোন খবর বলতে পারলো না। তোমার ফোনও বন্ধ। কি হয়েছে?

– আপনি বসুন ভাইয়া,তারপর কথা বলছি।

পৃথিশার কন্ঠ শীতল। আদিদ শান্ত হওয়ার চেষ্টা করলো। চেয়ার টেনে বসলো। পৃথিশা আজ ক্যাফেতে আসতে বলায় অনেকটা অবাকই হয়েছে সে। কোন দিন পৃথিশার সাথে খুব একটা আলাপ করা হয় নি, পৃথিশা নিজেই দুরত্ব বজায় রাখতো। চিন্তা-ভাবনা একপাশে ঠেলে পৃথিশার দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়লো সে,

– এবার কথা বলো। মণি কোথায়? ওর ফোনে কি হয়েছে?

– আপু হাসপাতালে ভর্তি..

মূহুর্তেই উত্তেজিত হয়ে উঠলো আদিদ। পৃথিশার দিকে তাকিয়ে কিছু বলতে নিলেই পৃথিশা হাত উঠিয়ে থামতে বললো তাকে।

– কথা শেষ করি। বুবুর রিপোর্ট দিচ্ছি এখন,আপনি দেখে তারপর উত্তর দিবেন কি করবেন?

পৃথিশা মণিদীপার রিপোর্টগুলোর কপি আদিদের দিকে এগিয়ে দিলো। ভ্রু কুঁচকে সেগুলো হাতে নিলো সে। তবে রিপোর্টগুলো পড়তে পড়তে কুঁচকানো ভ্রু সহসাই সোজা হলো, বিস্ময়ে চোখ বড় হয়ে উঠলো। পুরোটা পড়ার দুঃসাহস করতে পারলো না। পৃথিশার দিকে তাকিয়ে রইলো প্রবল বিস্ময়ে। পৃথিশার মুখ কঠিন। দৃঢ় গলায় বলল,

– আপনি যেকোন সিদ্ধান্ত নিতে পারেন সেটা আপনার উপর। তবে আমাকে আগে সিদ্ধান্ত জানাবেন, তারপর বুবুর সাথে দেখা করার অনুমতি পাবেন।

আদিদ তখনো ঘোর কাটাতে পারছে না। তার ফুলের মতো মণির এই অবস্হা কেন যেন তার বিশ্বাস হচ্ছে না। বাবা নেই তার, মা একাই। দুনিয়া উল্টে গেলেও মণিদীপাকে ছাড়তে রাজি নয় সে। কন্ঠনালি দিয়ে শব্দ বের হতে চাইছে না। কাঁপা স্বরে বলল,

– কীভাবে হলো এসব? মণি কেমন আছে? জ্ঞান ফিরেছে?

– বৃহস্পতিবার সন্ধ্যার সময়। টিউশনি থেকে ফিরতে দেড়ি হচ্ছিলো বলে আমি ও বাবা খুঁজতে গিয়েছিলাম। পরে একটা গ..গলির মধ্যে এই অবস্হায় পাই।

– আমি দেখা করবো তার সাথে। আমাকে একবারও জানালে না এমন অবস্হার কথা।

আদিদ তড়িঘড়ি করে উঠে যেতে লাগলো। পৃথিশা রিপোর্টটা ব্যাগে ঢুকিয়ে তার পেছন পেছন হাঁটা ধরলো। গতি বাড়িয়ে আদিদের সামনে গিয়ে দাঁড়ালো। জোর গলায় বলল,

– আপনি এখন বুবুর সাথে দেখা করবেন না। বুবু এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। আপনি গেলে নিজেকে আরও দোষারোপ করবে। বুবুকে বাসায় নেওয়ার পর তার সাথে দেখা করবেন যদি তাকে বিয়ে করেন। আন্টিকে সাথে নিয়ে আসবেন। যদি রাজি থাকেন তবেই আসবেন।

আদিদ কিছু বলল না। পৃথিশার দিকে তাকিয়ে নিম্নস্বরে প্রশ্ন করল,

– মণিকে এই অবস্হার জন্য আমি ছেড়ে দিবো বলে তুমি মনে করো?

– আমার মনে হওয়াতে কিছু যায় আসে না। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। তবে বুবুকে আর কোনরূপ কষ্ট আমি পেতে দিবো না।

পৃথিশা আদিদকে রেখেই বেরিয়ে গেলো। আদিদ কি করবে না করবে তা নিয়ে মাথা ব্যাথা নেই তার। ফোন বের করে চাচাকে ফোন দিলো সে। আগামীকাল বাবার মিলাদ। কিভাবে কি করবে তা জানাতে হবে। বাবার কথা মাথায় আসতেই তার মনে পড়লো মণিদীপা এখনো কিছুই জানে না। সে জানলে কি রকম প্রতিক্রিয়া করবে তা ভাবতেই ভয়ে গলা শুকিয়ে এলো পৃথিশার।

________

গোধুলি বেলা। লাল রঙে সেজেছে আকাশ। পৃথিশা মুখ ঘেমে-নেয়ে একাকার। খোপা করা চুলগুলো ভারে কাঁধের উপর হেলে পড়েছে। চাবি নিয়ে বাসার দরজা খুলতেই বাজে গন্ধ এসে নাকে ঠেঁকল। কাঁধে ঝোলানো ব্যাগটা সোফায় রাখতেই দেখলো ফ্রিজের দরজা খোলা,পুরোপুরি লাগানো নেই। তৎক্ষনাৎ বুঝলো, খিচুড়ি নেওয়ার পর ফ্রিজটা ভালোমতো লাগানো হয় নি। দীর্ঘশ্বাস ফেলে কাজে লেগে পড়লো সে। বাসায় এসেছিলো মূলত আগামীকাল গ্রামের বাড়ি যাওয়ার জন্য গোছগাছ করতে। মণিদীপাকে এখানে আনা যাবে না কোনভাবেই, তাই সে ভেবেছিল জামা-কাপড় নিয়ে যাক হাসপাতালে।তারপর সেখান থেকেই গ্রামের উদ্দেশ্য রওনা দিবে তারা। সব কাজ শেষ করে ঝটপট গোসল সেরে নিলো সে। মা’কে ফোন করে একবার মণিদীপার খবর নিয়ে নিলো। সে ঘুমাচ্ছে শুনে আপাতত আর হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নিলো। পা’দুটো ব্যাথায় টনটন করছে।সারাদিন আজ বাসা খুঁজতে বেশ হাঁটতে হয়েছে,তবুও মনমতো বাসা পায়নি। বাসায় সবচেয়ে আদরের ছিলো পৃথিশা। ছোট মেয়ে হওয়ায় রাশেদুল চৌধুরী তাকে মাথায় করে রাখতেন।মণিদীপা পুতুলের মতো আগলে বড় করেছে তাকে। কখনই এতো দৌড়-ঝাপ করা হয়নি একসাথে। মাথায় উপর ছায়া দেওয়া দু’জন মানুষ আজ আর নেই। একজন মাটির বিছানায় আরেকজন হাসপাতালে শুয়ে। বিছানায় শুয়ে পিঠটা লাগাতেই মনে হলো যেন কতবছর যেন ঘুমোয় না সে। শরীর কাঁপিয়ে কান্না এলো তার। জীবন বড্ড প্যাঁচ ঘুরাতে ভালোবাসে। কালকে সবাই জানবে মণিদীপার কথা। বাবা থাকলে সে এটা নিয়ে চিন্তাই করতো না। বাবা তাদের দুই বোনের জন্য বর্ম ছিলো। কোন কিছুর আঁচ লাগতে দিতো না গায়ে। বাসা পাল্টিয়ে ফেললেই কি সত্য পাল্টানো যাবে। সবকিছু কি আগের মতো আদতেও হবে।কখনোই হবে না, মণিদীপা তার পড়াশোনা শেষ করতে পারবে? পৃথিশা-কি এডমিশনের প্রস্তুতি নিতে পারবে নতুন করে ঘুরে। রিস্টার্ট কি এতই সোজা!
পৃথিশার শীত অনুভব করতে লাগলো। বুঝতে পারলো জ্বর আসছে। এক মুহূর্তের জন্য মনে হলো তার কেউ নেই এই জ্বরে মাথায় হাত বুলানোর জন্য। হুট করে দেখতে পেলো দরজা দিয়ে হন্তদন্ত হয়ে মণিদীপা ঢুকছে। সাইড টেবিলে ঔষধ রেখে ধমকের স্বরে বলল,

– জ্বর হয়েছে কিন্তু এখনো টইটই করে ঘুরে বেড়াচ্ছে। একটা কথাও শোনে না আমার। দেখি বাবু, জ্বর কতটা বেড়েছে।

ঝট করে চোখ খুললো পৃথিশা। দেখতে পেলো ঘর সম্পূর্ণ ফাঁকা। কেউ নেই। চোখের কোণে থাকা পানি মুছে ফেললো। রাত হয়ে আসছে দেখে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে হাসপাতালের উদ্দেশ্য রওনা দিলো সে। যাওয়ার পথেই দেখতে পেলো সেদিনের বখাটে ছেলেগুলো। কোণা চোখে তাদের দিকে তাকাতেই তারা চোখ নামিয়ে সরে গেলো সেখান থেকে।

হাসপাতালের কেবিনে ঢুকতেই মণিদীপার মুখস্রী দৃষ্টিগোচর হলো। সে করুণ মুখে সামনে থাকা খাবারগুলোর দিকে তাকিয়ে আছে। পৃথিশা ঢুকতেই তার দিকে তাকালো। মণিদীপা আগের থেকে এখন অনেকটা ভালো। তাকে হেলান দিয়ে বসিয়ে রাখা হয়েছে। পৃথিশা হাত ধুয়ে ব্যাগ থেকে টিফিনকারি বের করতেই মণিদীপার মুখ উজ্জ্বল হয়ে উঠলো। পৃথিশার দিকে তাকিয়ে উৎফুল্ল কন্ঠে বলল,

– তুই রান্না করেছিস পৃথি? কি করেছিস?

পৃথিশা টিফিনকারি খুলতেই মণিদীপা হেসে দিলো। তার প্রিয় খিচুড়ি, বেগুনভাজা ও ডিমভাজা। পৃথিশা বলল,

– বেশি কিছু করতে পারি নি।

– চুপ থাক। খিদে পেয়েছে।খায়িয়ে দে।

পৃথিশা মণিদীপাকে খাওয়াতে শুরু করলো।হুট করে মণিদীপা জিজ্ঞেস করলো,

– আচ্ছা, বাবা কোথায়? তাকে দেখলাম না একবারও।

পৃথিশার হাত থেমে গেলো। মায়ের দিকে একপলক তাকালো, তিনিও তার দিকেও চেয়ে। সে কথা ঘোরানোর চেষ্টা করলো,

– বুবু, খাওয়ার সময় কথা বলতে নিষেধ করেছি কতবার। গলায় আটকাবে।

মণিদীপা পৃথিশার মুখ ধরে নিজের দিকে ফিরালো। শক্ত কন্ঠে বলল,

– বাবা কোথায়? ঠিক করে বল। আমার সাথে চালাকি করবি না।

পৃথিশা নিজেকে শান্ত করার চেষ্টা চালালো। খাবার প্লেটটা রেখে হাত ধুয়ে নিলো। মণিদীপার হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল,

– বাবা নেই বুবু।

মণিদীপা আঁতকে উঠল। পৃথিশার হাত ঝাঁকিয়ে বলল,

– নে..নেই মানে? নেই মানে কি হ্যাঁ?

– তুই যেদিন অ্যাক্সিডেন্ট করলি ধকল সামলাতে না পেরে সেদিন রাতে বাবা হার্ট অ্যাটাক করে আর..

পৃথিশা আর বলতে পারলো না। তার কন্ঠরোধ হয়ে এলো। মাথা নিচু করে আটকে থাকা অশ্রু মুছে ফেললো। মণিদীপা বুদ্ধিমতী, পৃথিশার না বলা কথাটা বুঝে নিতে বেগ পেতে হলো না।কথাটা তার কানে বাজলো একবার কিন্তু হৃদয়ে বাজলো হাজারবার। মস্তিষ্ক যেন বারবার বলছে, “তুই দোষী,তোর জন্য তোর বাবা আজ নেই,তোর জন্য আজ এত সমস্যা। তুই সব সমস্যার মূল”। হাউমাউ করে কেঁদে উঠলো সে। পৃথিশা বোনকে জড়িয়ে ধরলো। কিন্তু মণিদীপা শান্ত হলো না। হাত-পা ছুড়তে লাগলো বিক্ষিপ্তভাবে। চিৎকার করে বলতে লাগলো, আমি ন//ষ্টা, আমার জন্য বাবা নেই। আমিই খারাপ, আমার দোষ সব। বাবা, প্লিজ একবার আসো আমার কাছে। ও বাবা,একটা বার প্লিজ। পৃথিশা মণিদীপার সাথে পেরে উঠলো না। হাত-পা ছুড়োছুড়ি করাতে কিছু ক্ষত থেকে রক্ত বের হতে শুরু করেছে। পৃথিশা মা’কে ইশারায় ডাক্তার ডাকতে বলল। মণিদীপা তখনো কেঁদেই যাচ্ছে। পৃথিশা মণিদীপার মুখ তুলল,চোখের পানি মুছিয়ে দিলেও লাভ হলো না আবারও অশ্রু গড়িয়ে পড়লো।

– বুবু, কথা শোন আমার বুবু। তোর এখানে কি দোষ,বল। তুই কি জানতি এমন কিছু হবে? ব্যাপারটা কি ইচ্ছাকৃত? তুই বল? এভাবে কাঁদিস না বুবু, বাবা কষ্ট পাবে।

মণিদীপা তাও থামে না। কোন কথাও বলে না। কিছুসময় পরই ডাক্তার এসে তাকে ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। ক্লান্ত থাকায় দ্রুতই ঘুমিয়ে যায় সে। পৃথিশা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। হাত জ্বলুনি অনুভব করতেই তাকিয়ে দেখলো মণিদীপার হাতের আঁচড়ে জায়গায় জায়গায় চামড়া উঠে গেছে কিছুটা। পৃথিশা মায়ের দিকে তাকালো, তিনি নত মুখে বসে আছেন। তার চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। পৃথিশা তার পাশে গিয়ে বসলো। মায়ের কোমড় জড়িয়ে বুকে মুখ গুজলো। চোখ থেকে পানি গড়িয়ে পড়লো তার। বিড়বিড়িয়ে বলল,

– সবকিছু এভাবে উলোটপালোট হয়ে যাওয়ার খুব কি প্রয়োজন ছিল মা।

চলবে,

সূর্যকরোজ্জ্বল পর্ব-০৬

0

#সূর্যকরোজ্জ্বল
পর্বসংখ্যা-০৬
ফারিহা জান্নাত

পৃথিবীতে এখন ক্ষমতাধরদের রাজত্ব। যেদিকে টাকা ঢালে,সেদিকেই তাদের জয় জয়কার। টাকা ছাড়া আজকাল কিছু চলে নাকি! মণিদীপাকে হাসপাতালে রাখতে পারবে না বলে কতৃপক্ষ জানিয়েছে। মূলত নির্দেশ এসেছে হাসপাতালের উপরমহল থেকে। জল অনেক দূর এগিয়ে গেছে। এই মুহূর্তে তারা সবার সামনে মণিদীপাকে দোষী বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। মণিদীপার অবস্হা স্থিতিশীল। তার মানে এই নয় যে তাকে বাসায় নিয়ে যাওয়া যাবে। শরীরের অধিকাংশ জায়গায় এখনো ক্ষত। একটু হেরফের হলে সেখানে ইনফেকশন হতে সময় নিবে না। মাথার ব্যান্ডেজ খুলে দেওয়া হলেও মাথায় চাপ লাগানো নিষেধ। কিন্তু এর মাঝেই তারা মণিদীপাকে বের করে দিতে চাইছেন। পৃথিশা হাসপাতালে এসে এমন কথা শুনে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো। এই অবস্হায় এত দ্রুত তারা কোথায় যাবে। আর যেহেতু এই হাসপাতালে রাখতে চাচ্ছে না তার মানে অন্য কোথাও গেলেও তাদের ভর্তি নিবে না। পৃথিশা ক্ষিপ্র ভঙ্গিতে ডাক্তারের চেম্বারের দিকে গেলো। পৃথিশার মা মেয়ের পেছন পেছন আসলেন। পৃথিশার মাথায় হাত বুলিয়ে বললে, ‘ শান্ত হ মা। রাগারাগি করিস না।’
পৃথিশা তাকে কেবিনে যেতে বলে ডাক্তারের কেবিনে ঢুকলো। ডাক্তার নেই এখন।অ্যাসিসটেন্টকে জিজ্ঞাসা করে জানতে পারলো, আজ আসবে না ডাক্তার। পৃথিশা এবার হাসপাতাল অথোরিটির রুমের দিকে এগোলো। সহজ কথায় বললে খুব লাভ হবে না। অনেকক্ষণ অপেক্ষার পর সে দেখা করার সুযোগ পেলো। রুমে ঢুকতেই দেখতে পেলো ভদ্রলোক ফোনে কাউকে ধমকাচ্ছেন। রুমের দিকে চোখ বুলালো পৃথিশা। পরিপাটি গুছানো রুম,একপাশের দেয়ালে কিছু ক্রেস্ট ও খবরের কাগজ বাঁধাই করে লাগানো।তাতে গুছিয়ে হাসপাতলের সুনামের কথা লিখা। পৃথিশা মৃদু হেসে শব্দ করে চেয়ারে বসলো। ভদ্রলোক ফোনে কথা বলা শেষ করে তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, মুখটা এমন কোমল করে রাখলেন যেন কিছুক্ষণ আগে ধমকা-ধমকি করা ব্যক্তিটি তিনি নন। যথাসম্ভব নরম স্বরে বলল,

– আপনাকে কীভাবে সাহায্য করতে পারি ম্যাম? আমাকে বলা হলো আপনি সমস্যায় পড়েছেন।

– মিস মণিদীপা চৌধুরী, কেবিন নং -৪২০ তাকে কেন বের করে দেওয়ার আদেশ দিয়েছেন?

ভদ্রলোকের মুখভঙ্গি পাল্টে গেলো। তিনি কপালে কিছুক্ষণ হাত ঘষলেন। অতঃপর উঠে চলে যেতে নিলেই পৃথিশা তাকে আটকালো।

– কি হলো কোথায় যাচ্ছেন? আমার প্রশ্নের জবাব দিন।

ভদ্রলোক কাউকে ফোন দিলেন।কিছুক্ষণ পরই এক যুবক এলো। “ডিল উইথ হার” – বলে লোকটা বেরিয়ে গেলো।

– বলুন কী সমস্যা?

– মণিদীপা চৌধুরী, কেবিন নং -৪২০ তাকে কেন বের করে দেয়া হচ্ছে?

– দেখুন, আমরা হেল্পলেস। যা করতে বলা হয়েছে তাই করছি।

– কী করতে বলা হয়েছে আপনাদের? টাকার বিনিময়ে যে এমন করছেন তা খুব ভালো করেই জানা আছে সবার।

– জাস্ট শাট আপ। আমরা কী পরিমাণ প্রেশারে থাকি ধারণা আছে আপনার? এসেছেন নিজের গীত শোনাতে। শুনুন,যা বলা হয়েছে তাই করতে হবে। আমরা কিছু করতে পারবো না।

– আপনি আমাকে প্রেশারে থাকার কথা বলছেন? আমি কি অবস্হায় আছি তা আমার থেকে ভালো কেউ জানে না।একজন রোগীকে আপনারা গুরুতর অবস্হায় অর্ধেক চিকিৎসা করিয়ে বের করে দিচ্ছেন।তার উপর আবার আমার উপরই চেঁচাচ্ছেন? আপনাদের হাসপাতালের অনেক সুনাম তাই না? তাহলে এখন আপনি শুনুন আমার কথা। এখন পর্যন্ত যা যা বললেন, সবই রেকর্ড করা হয়েছে।ইভেন এই কথাটাও রেকর্ড হচ্ছে। খুব নামীদামী একটা চ্যানেলে যদি এটা দিয়ে দেই কেমন হবে?

– আপনার এসব ফালতু হুমকিতে কাজ হবে না বুঝলেন। এখন যান আপনি।

পৃথিশা তার ফোনটা বের করলো। রেকর্ডটা প্লে করতেই সবগুলো কথা স্পষ্ট স্বরে শোনা যাচ্ছিলো। যুবকের এবার বোধ হলো। পৃথিশা উঠে চলে যেতে চাইলে তাকে আটকালো। শান্ত স্বরে বলল,

– আমরা ব্যাপারটা বসে ডিসকাস করি। ইট উইল বি বেটার।

– আ’ম নট ইন্টারেস্টেড। সো প্লিজ!

পৃথিশা চলে যাচ্ছিলো।দরজায় হাত দিতেই পেছন থেকে বলে উঠলো,

– আপনারা থাকতে পারেন এখানে। বাকিটা আমি ম্যানেজ করে নিবো। বাট রেকর্ড যেন ডিলিট হয়ে যায়।

পৃথিশা মুচকি হাসলো। সামনাসামনি দাঁড়িয়ে দৃঢ় কন্ঠে বলল,

– রেকর্ড বাহিরের কারো হাতে যাবে না বাট মণিদীপার বেস্ট চিকিৎসা করা চাই।

– উই উইল ট্রাই আওয়ার বেস্ট।

পৃথিশা বেরিয়ে মণিদীপার কেবিনের সামনে আসলো। বাহিরে তার মামা বসে। পৃথিশা তার দিকে তাকিয়ে আশ্বাস দিতেই তিনি বুঝলেন আর কোন সমস্যা হবে না। কিছু সময় পরই অন্য ডাক্তার এসে মণিদীপাকে চেক করে গেলো। পৃথিশা কেবিনে ঢুকতে নিলোই তখনকার সেই যুবক এসে বলল,

– হু আর ইউ মিস পৃথিশা? আপনি এত পরিকল্পিতভাবে কীভাবে আমাদের সত্য জানতে পারলেন?

পৃথিশা তার দিকে তাকালো। উপরমহল থেকে কে হাসপাতাল অথোরিটিকে টাকা ও চাপ দিয়েছে তা খুঁজতে আমিরুল ইসলাম তাকে সাহায্য করেছে। সেটাই সে তাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিয়ে সতর্ক করে দিয়েছিলো। সেটার রেশ ধরেই হয়তো প্রশ্নটা করা।

– নো ওয়ান, জাস্ট পৃথিশা চৌধুরী।

________

মণিদীপার জ্ঞান ফিরেছে।তবে সে কারো সাথেই কথা বলছে না। চোখ বন্ধ করে আছে আর সেই চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। পৃথিশা কেবিনে প্রবেশ করে ইশারায় সবাইকে বেরিয়ে যেতে বলল। তারা যেতেই পৃথিশা মণিদীপার পাশে এসে বসলো। যত্ন করে মাথায় হাত বুলালো। মণিদীপা চোখ খুলে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলো। বোনের চোখের ভাষা যেন বুঝতে পারলো পৃথিশা। বোনের হাত শক্ত করে বুকে জড়িয়ে ধরে চোখজোড়া বন্ধ করলো। তার ভেতরে অনেক কথা রয়ে গেছে। এই কথাগুলো সে অনেকবার মনে মনে আওড়েছে।চোখে বিন্দুমাত্র পানি না আনার কঠোর প্রচেষ্টা চালিয়েছে। পৃথিশা চোখ খুলে মণিদীপার দিকে তাকালে দেখলো সে এখনো তার দিকেই তাকিয়ে আছে। মাথায় হাত বুলাতে বুলাতে বলল,

– বুবু তোর মনে আছে আমি কালো ছিলাম বলে ছোটবেলায় সবাই কথা শোনাতো। আমি কাঁদতাম বলে তুই আমাকে বুঝাতি বাহিরের শরীরে এই আবরণ কিছুই না। বরং এই চামড়ার আবরণে যে মন লুকিয়ে আছে তাই আসল। বুবু তোর জীবনে একটা অঘটন ঘটে গেছে। এটা শুধু তোর জীবনের না বুবু। এটা আমাদের জীবনে ঘটেছে কারন তুই’তো আমাদের জীবন। তোর শরীরটাকে ওরা ছুঁতে পেয়েছে বুবু, কিন্তু তোর মন? সেটা তো আগের মতোই আছে। বাহিরের আবরণের এই ক্ষত কখনো তোর মনকে নষ্ট করতে পারে না বুবু। তোর মন পবিত্র বুবু, তাই তুইও পবিত্র। এই শরীর পবিত্র- অপবিত্র বলে কিছু নেই। সবটাই মন আর হৃদয় বুবু। তুই সেই মণিই আছিস বুবু, আমাদের চোখের মণি।

পৃথিশা থামলো।বড় করে একটা শ্বাস নিলো। হাতের মুঠোয় থাকা মণিদীপার হাত তখন কাঁপছে। মণিদীপার চোখে পানি, হালকা স্বরে বলল,

– তুই তো বড় হয়ে গেলি আমার বাচ্চাটা।

পৃথিশার চোখ টলমল করে উঠলো। মণিদীপা তার কাছে মায়ের মতো, দ্বিতীয় মা। সবসময় ছায়ার মতো আগলে রেখেছে। পৃথিশা তার একটা দিনও কল্পনা করতে পারতো না তাকে ছাড়া। সবকিছুতেই তার বুবুকে চাই। আজ সেই মা সমতুল্য বোনকে এমন ভঙ্গুর অবস্হায় দেখতে পারছে না সে। বুক ভেঙ্গে কান্না আসছে। পৃথিশা উঠে বসলো। শব্দহীন হেসে বলল,

– আমার পেটে হাজার কথা জমে আছে। ব্লান্ডার ফাটবে ফাটবে করছে। তাড়াতাড়ি সুস্হ হয়ে যা।এজন্য খেতে হবে বুবু।

হাসপাতাল থেকে লাঞ্চ দেয়া হয়েছে। সেদ্ধ সব খাবার। মণিদীপা যে ওসব খায়না তা জানে পৃথিশা। কিন্তু বাসায় কিছুই রান্না করা নেই।এই অবস্হায় বাহিরের খাবারও খাওয়ানো যাবে না। অনেকটা জোর করেই মণিদীপাকে খওয়াতে হলো তার। খাওয়া শেষ হতেই মণিদীপাকে ঔষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। হাসপাতালের দিকটা সবকিছু ঠিকঠাক রেখে বেরিয়ে এলো সে। নতুন বাসা খুঁজতে হবে অতি দ্রুত। মণিদীপাকে তো সবসময় হাসপাতালে রাখা যাবে না। হাসপাতাল থেকে বের হতেই হাতে থাকা মোবাইল ভাইব্রেট করে উঠলো। স্ক্রিনে তাকাতেই চমক খেলে গেলো তার চোখে-মুখে। আবার নতুন ঝামেলা শুরু হতে যাচ্ছে তাহলে। এদিককার ঘটনায় ওসব ভুলেই গিয়েছিলো প্রায়। আবারও কল আসলে স্ক্রিনে নজর দিলো। ইংরেজি অক্ষরে লিখা উঠেছে – ‘Dulabhai’

চলবে,

সূর্যকরোজ্জ্বল পর্ব-০৫

0

#সূর্যকরোজ্জ্বল
পর্বসংখ্যা-০৫
ফারিহা জান্নাত

মণিদীপা ও পৃথিশা বরাবরই ঠান্ডা মস্তিষ্কের মানুষ। যেকোন পরিস্থিতিতে যতটুকু শান্ত থাকা যায় ততটুকু শান্ত থাকার চেষ্টা করে। মণিদীপার জ্ঞান ফিরেছে। সে কিছুক্ষণ সময় চুপ ছিল,কোথা থেকে কোথাও এসেছে বুঝে ওঠতে পারছিলো না। ডাক্তার চেকাপ করতে আসলো,তখনও চুপ-ই ছিলো। তবে বিপত্তি বাঁধলো চেকআপের পর। কোন মতে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে সে ডেস্কে টানানো রিপোর্ট দেখতে পায়। গোটা গোটা ইংরেজি অক্ষরে লিখা-

Patient name: Monideepa Chowdhury
Age: 24
Case: R*ape and s*exual Abusement

থমকে দাঁড়ালো সে। মস্তিষ্ক ভার হয়ে আছে। চাপ প্রয়োগ করতেই দুইদিন আগের সন্ধ্যার ঘটনা মনে পড়তে লাগলো। টিউশনি করিয়ে বাড়ি ফিরছিলো সে। গলির সম্মুখে আসতেই ভেতর থেকে কয়েকজন মিলে তাকে টানা-হেঁচড়া করে গলির ভিতরের পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সর্বনাশ হয়ে যায়। ছেলেগুলোর চেহারা ঠিকমতো দেখতে পায় নি সে, তবে গলার স্বর শুনে বুঝেছিল পাড়ার বখাটেগুলো। নিজেকে বাঁচানোর সব রকম চেষ্টা সে করেছিলো। পারেনি, পারে নি নিজেকে রক্ষা করতে। সে ধ//র্ষি/* কথাটা মাথায় আসতেই উত্তেজিত হয়ে উঠলো মণিদীপা। পুরো শরীরে প্রচন্ড ব্যাথা, মাথা নাড়াবার ক্ষমতা নেই। তবুও তাকে ছটফট করতে দেখে নার্স এগিয়ে এলেন। হাত ধরে শান্ত করতে চাইলেই ঝাড়া মেরে সরিয়ে দিলো। ব্যাথাটা যেন আরো গায়ে চেপে বসলো, তবে তাতে কিছু যায় আসে না তার। কোমড় থেকে পা পর্যন্ত যেন অসাড় হয়ে গেছে। বিছানার চাদর মুচড়ে চিৎকার করে কেঁদে উঠলো সে। পৃথিশা ততক্ষণে দৌঁড়ে কেবিনে ডুকেছে। বোনের কান্নারত মুখস্রী দেখে হৃদয়ে যেন ছুরিকাঘাত লাগলো তার। বুঝ হবার পর কখনো মণিদীপাকে এত ভেঙ্গে পড়তে দেখেনি। ঢোক গিলে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে। বোনের কাছে গিয়ে তার হাত ধরলো শক্ত করে। মণিদীপা তার দিকে অশ্রুসিক্ত চোখে তাকালো। কথা বলার চেষ্টা করলো, তবে গলা দিয়ে শব্দ বের হচ্ছে না।কি বলবে সে? ডাক্তার এসে পড়েছে। হাতের ঘুমের ইনজেকশন। চটপট মণিদীপাকে ইনজেকশন দিয়ে দিলো। এই অবস্হায় এত উত্তেজিত হলে হিতে বিপরীত হতে পারে। পৃথিশা গেলো না। মণিদীপার পাশে ঠায় দাঁড়িয়ে রইলো। কিছুসময় পর নার্স ডাকলে বেরিয়ে এলো। চেয়ারে মাথা চেপে বসে রইলো। বিপদ যখন আসে সবদিক থেকেই আসে একেবারে। অনলাইন নিউজ, মণিদীপার অবস্হা, মানুষের কটুক্তি সবকিছু কীভাবে সামাল দিবে সে? মায়ের কথা মনে আসতেই চটপট মামাকে ফোন লাগালো সে। জলদি আসতে বলল তাদের।
পৃথিশার কথার অতিদ্রুত আমিরুল ইসলাম পৃথিশার মা’কে নিয়ে এসে পড়েছেন। তাদের হাসপাতালে রেখে বাড়ির উদ্দেশ্য বেড়িয়ে পড়লো সে। এলাকায় পৌঁছাতেই দেখলো সবকিছু স্বাভাবিক। সে বুঝলো, খবর এখনো এতটা ছড়িয়ে যায়নি।

বাসার চাবি নিয়ে দরজা খুলতেই অদ্ভুত এক শূন্যতা ঘিরে ধরলো তাকে। বাসায় আগের মতোই সব রাখা যেভাবে রেখে গিয়েছিলো। টেবিলে বাবার আধ-খাওয়া চায়ের কাপ পড়ে আছে। পাশে খবরের কাগজ। নিজ রুমে ঢুকতেই দেখতে পেলো বিছানায় শাড়ি, চুড়ি ছড়িয়ে-ছিটিয়ে রাখা। যেদিন অ্যাক্সিডেন্টটা হলো সেদিন তার আর মণিদীপার এক জায়গায় দাওয়াত ছিলো, সেখানেই একই রকম শাড়ি পড়ে যেতে চেয়েছিলো তারা। বিছানায় বসে মাথা ঝাঁকালো পৃথিশা।এখন এসব ভাবার কোন মানে নেই। যা হয়েছে তা বদলাতে পারবে না। সর্বোচ্চ চেষ্টা করলে ভবিষ্যত-টা ভালো করতে পারবে। দ্রুত গোসল সেরে ফেললো সে। ফ্রিজ থেকে বাসি খিচুড়ি বের করে গরম করতে দিলো। ঘর-দোর চটপট গুছিয়ে খেয়ে রেডি হয়ে নিলো। পরবর্তী গন্তব্য সেই অনলাইন নিউজ অফিস।

_____

নিউজ স্টুডিও-তে পৌঁছাতেই দেখলো সবাই নিজ কাজে ব্যস্ত। সে রিসেপশনে গিয়ে যে মহিলাটি নিউজ করেছে তার সাথে দেখা করতে চাইলো। প্রথমে দেখা করতে দিতে দিলো না কিন্তু পরবর্তীতে যখন বলল সে মণিদীপার বোন তখনই তারা ব্যস্ত হয়ে উঠলো। কিছু সময় পরই সেই নিউজ প্রেজেন্টার আসলো। পরিপাটি ভদ্র মেয়ে,তাকে দেখে বুঝার সুযোগ নেই যে তিনি এমন কাজ করেছেন। পৃথিশার মন চাইলো এক্ষনি উঠে গিয়ে থাপ্পড় লাগাতে তারপর কথা বলতে। নিজেকে শান্ত করলো সে। মেয়েটি ততক্ষণে ক্যামেরা রেডি করতে বলছে,সে ইন্টারভিউ নিবে। পৃথিশা শান্ত স্বরে বলল,

– আপনি বসুন, আমরা আগে কথা বলি।

– সরাসরি ক্যামেরারা সামনেই কথা বলি। তাহলে ভালো হবে।

– আমি আপনাকে বসতে বলেছি।

পৃথিশা কড়া কন্ঠস্বর শুনে দমে গেলেন মেয়েটি। ক্যামেরা সেটাপ করতে থাকা লোককে বললেন পরে আসতে। অতঃপর পৃথিশার সামনাসামনি থাকা চেয়ারে বসলেন।

– আপনাকে মণিদীপা চৌধুরী সম্পর্কে যে নিউজ দেওয়া হয়েছে তার সোর্স কী?

– আপনাদের পাড়ার কয়েকজন ছেলেই এসে এ কথা বলল। এছাড়াও তার বন্ধুরাও বলেছে তারা মণিদীপার খোঁজ পাচ্ছে না।

– আচ্ছা, ভালো কথা। পাড়ার ছেলেদের একথা কতটুকু বিশ্বাসযোগ্য আপনার কাছে? মেয়েটা নিজে কোন তথ্য দিলো না,তার পরিবার থেকে কোন কথা বলা হলো না। কোথাকার কোন ছেলে এসে বলেছে আর আপনি তাদের কথা বিশ্বাস করে নিউজ করে ফেললেন।

– দেখুন আপনি..

– আমার কথার মাঝে কথা বলবেন না। কথা শেষ করতে দিন। মণিদীপা চৌধুরী কি খুব ফেমাস কেউ? কিংবা কোন ইম্পরট্যান্ট ব্যক্তিত্ব যার কারনে সে দুইদিন নিখোঁজ থাকায় আপনারা তাকে নিয়ে নিউজ করবেন? আপনি, আমি দু’জনেই বুঝতে পারছি টাকার খেলায় আপনারা এমন নিউজ করেছেন।

– আপনি আমাদের অফিসে এসে আমাদের এমনভাবে অপমান করতে পারেন না।

– অবশ্যই পারি। আমি কেন পারব না, যেখানে আপনি একজন অপরিচিত মেয়ের সম্পর্কে এরকম বাজে মন্তব্য করতে পারেন ।আপনাকে কি সে বলে গিয়েছিলো সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে? এখন কথা বলছেন না কেন? উত্তর দিন?

– দেখুন, আমরা আমাদের ট্রাস্টেড সোর্স থেকেই এ খবর পেয়েছি। সো..

– কথা ঘুরানোর চেষ্টাও করবেন না আমার সাথে। আপনাকে ২৪ ঘন্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে আপনারা মণিদীপা চৌধুরীকে নিয়ে করা সবগুলো পোস্ট ডিলিট করবেন।

– আপনার কথা আমরা মানব কেন?

– এই যে কথাগুলো বললেন, সবগুলো রেকর্ড করা হয়েছে। নতুন চ্যানেল, সবেমাত্র পরিচিতি পাচ্ছেন।এর মধ্যেই যদি আপনাদের বিরুদ্ধে এমন স্টেপ নেই বুঝতেই পারছেন আপনার চাকরি তো যাবেই,সাথে এই চ্যানেল যা পরিচিতি পেয়েছিলো সবই খোয়াবে। আমজনতা কখনও আপানদের পরিস্হিতি বোঝার চেষ্টা করবে না। জানেনই তো, ট্রাম্পকার্ড সবসময়ই ভিক্টিমের হাতে থাকে।

পৃথিশা আর কোন কথা না বলে বেরিয়ে আসলো। রিকশা নিয়ে হাসপাতালের দিকে রওনা হলো সে। পরবর্তী পরিকল্পনা সে ইতিমধ্যে ভেবে ফেলেছে। বাসা পাল্টাতে হবে সবার আগে। মনিদীপাকে নিয়ে ওই জায়গায় যাওয়া যাবে না কোনভাবেই। হাসপাতালে ঢুকতেই মায়ের অন্ধকার মুখ নজরে এলো তার। বুকের ভেতরটা ধক্ করে উঠলো। মণিদীপার কি কিছু হয়েছে?

চলবে,

সূর্যকরোজ্জ্বল পর্ব-০৪

0

#সূর্যকরোজ্জ্বল
পর্বসংখ্যা-০৪
ফারিহা জান্নাত

– মিস মণিদীপার উপর অ’ক’থ্য নি’র্যা’ত’ন চালানো হয়েছে। তার মাথার জায়গায় জায়গায় চুল ওঠা, চুলগুলো টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। বাম চোখে ধা/রা/লো কিছু দিয়ে আঘাত করেছে, শুধু আঘাত-ই করেনি চোখটা তুলে ফেলা হয়েছে। মাথায়-ও আঘাত লেগেছে।স্মৃতি চলে যাওয়ার আশঙ্কা ইন্টারনাল পার্ট’সে গুরুতর জ/খ/ম হয়ে আছে, ধারণা করা-ই যায় কয়েকজন মিলে এই কাজ করেছে। এছাড়াও শরীরের জায়গায় জায়গায় অনেক ক্ষত আছে। যারা এই কাজ করেছে তাদের মনে হয় কষ্ট সম্পর্কে কোন ধারণা নেই।

সমস্ত শরীর থরথরিয়ে কেঁপে উঠলো পৃথিশার। শরীর ঝিম ধরে গেছে। তার ননীর পুতুল বোনটার এ অবস্হা হয়েছে তা ভাবতে ইচ্ছে করছে না। পলক ফেলতেই টপটপিয়ে অশ্রু ঝরে পড়ল।

– প্লিজ, কন্ট্রোল ইউরসেল্ফ। তার জ্ঞান ফিরার আশায় আছি আমরা। তবে ও পুরোপুরি একটা ট্রমায় থাকবে। তখন আপনাদেরই ওকে সামলাতে হবে। ওই সময় একটি শিশুর মতো ওকে দেখে রাখতে হবে।

– আর কোনদিন কি বাম চোখে দেখতে পাবে না?

– চোখ না থাকলে কি দিয়ে দেখবে বলুন তো?

– চিকিৎসা বিজ্ঞান কত উন্নত হচ্ছে আজকাল। কোন উপায় কি নেই।

– আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। তবে বাংলাদেশে নেই, উন্নত দেশগুলোতে পেতে পারেন।

পৃথিশা মাথা নাড়িয়ে ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে গেল। কিছু একটা মনে হতেই পিছন ফিরে বলল,

– ফিজিক্যাল রিপোর্টগুলো আমি ছাড়া যেন আর কারো হাতে না যায়,এই বিষয়টা দেখবেন প্লিজ।

– সিউর, তবে পুলিশ জানাজানি হলে

– ওটাও আমি হ্যান্ডেল করব।ডোন্ট ওয়া’রি।

পৃথিশা বেরিয়ে গেল। মণিদীপা এখনো আইসিইউতে। বড় একটা টেলিভিশনে সর্বক্ষণ দেখানো হয় তাদের। পৃথিশা সেদিকে এক পলক তাকিয়ে কেবিনের সামনে দাঁড়ালো।লুকিং গ্লাস দিয়ে মণিদীপাকে দেখলো সে। সারা শরীরে থাকা ব্যান্ডেজের মধ্যে কয়েকটা খুলে দেওয়া হয়েছে। একটা চোখ এখনো বাধা। মাথায়ও ব্যান্ডেজ করা এখনো। অচেতন শরীরটার দিকে তাকিয়ে বুক ভার হয়ে এলো পৃথিশার। নব মোচড়ে ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত হতেই দায়িত্বরত নার্স এসে আটকে দিলো। ঠোঁট চেপে পৃথিশা বলল,

– একটু দেখেই চলে যাব। বেশি সময় নিব না। একটু যেতে দিন প্লিজ।

নার্স বাধা দেওয়ার চেষ্টা করলো। বোঝাতে চাইলো তার কোনভাবেই এখন ভেতরে যাওয়া সম্ভব নয়। ভিজিটিং আওয়ার ছাড়া অন্য সময় কোনভাবেই ঢুকতে দেওয়া হয় না। সেই সময়ই কারো আওশাজ পেয়ে নার্স থেমে গেলো। নম্র স্বরে ভিতরে যেতে বলল। পেছন ফিরে কথার মালিককে দেখার ইচ্ছে পৃথিশার ছিল না। তবে পুরুষালি ভারী স্বরের গলা সে শুনেছিল।সে নিশ্চুপে বোনের পাশে গিয়ে দাঁড়ালো। তার থেকে বেশ খানিকটা দূরেই নার্স দাঁড়িয়ে আছে। পৃথিশা পাশে পড়ে থাকা রিপোর্ট দেখলো। ডাক্তার যা বলেছে তাই বিস্তারিত ভাবে লিখা। পড়ার ইচ্ছা হলো না তার। বোনের মাথায় হাত বুলাতে চাইলো তবে নার্স সেটা করতে দিলো না। মাথায় হাত লাগানো নিষেধ। পৃথিশা আলতো করো বোনের আঙুলে হাত ছোঁয়ালো। মনে মনে বলল, “ডাক্তারের কথা যদি সত্যি হয়,তুই যদি সবকিছু ভুলে যাস তাহলে তোকে আমি নতুন জীবন দিবো বুবু। সেখানে এসব বিশ্রী সত্য থাকবে না।” পৃথিশা পরপরই বেড়িয়ে গেল। বাহিরে থাকা চেয়ারে বসে মামাকে ফোন করলো মায়ের খবর নিতে। কথা বলা শেষে চেয়ারে গা এলিয়ে বসলো সে। এদিক-টায় তেমন কেউ নেই। রাত বাড়ছে, সবাই নিজ নীড়ে ফিরে গেছে। পৃথিশা সামনের দিনগুলো ভাবার চেষ্টা করলো। বাবা সরকারি চাকরি করতেন। অবসর নিয়েছেন বছর দু’য়েক হবে। পেনশন, মণিদীপার টিউশনির টাকা দিয়ে ভালোভাবেই দিনকেটে যেত। তবে এখন তাদের কি কি ঝামেলায় পড়তে হবে তা এখনো সে ঠিক ঠাওর করে উঠতে পারছে না। এই ঘটনা যদি ভুলেও জানজানি হয় তাহলে বাড়িওয়ালা যে তাদের তাড়িয়ে দিবেন তা স্পষ্ট। এছাড়া ঘটনা জানাজানি হলে ওই এলাকায় থাকা যাবে না। পৃথিশা এমনিতেও ভেবেছিলো সে ওখানে আর থাকবে না। মণিদীপাকে নিয়ে অবশ্যই নতুন এলাকায় উঠতে হবে। ভাবনা শেষে মোবাইলে ডাটা ওন করলো। ফেসবুকে ঢুকতেই বুক কেঁপে উঠলো তার। সটান হয়ে দাঁড়িয়ে পড়লো সে। মণিদীপার খবর এখন ভাইরাল নিউজ। সবাই এটা নিয়েই তর্ক-বিতর্কে লিপ্ত। চোখে ঝাপসা দেখতে লাগলো পৃথিশা। মাথা ঝাঁকিয়ে হেডলাইন পড়ার চেষ্টা করলো সে।

— পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ধ/[র্ষি]/ত : পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মণিদীপা চৌধুরী। গত শুক্রবার রাতে তাকে এক গলিতে বি//ব/স্ত্র পড়ে থাকতে দেখা যায়। এলাকায় থাকা কিছু ছেলে এ সংবাদ দিয়েছে। এছাড়াও তার সহপাঠীরা বলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোন সোস্যাল মিডিয়া কিংবা ফোনে। ধারণা করা যাচ্ছে প্রেমিকের সাথে আড়ালে দেখা করতে গিয়ে এ অবস্হা হয়েছে তার। যদিও মণিদীপার পরিবার সম্পর্কে কোন তথ্য এখনও পাওয়া যায়নি তবে…

আর পড়তে পারলো না পৃথিশা। মস্তিষ্ক আর লোড নিতে সক্ষম হলো না। জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো সে।

____

পৃথিবী গোল,বলা হয় এখানে সবাই সমান প্রাপ্য ভোগ করে নিজ কর্মগুণে। তবে সৃষ্টিকর্তা সবাইকে সমান ক্ষমতা দিয়ে পাঠাননি। ক্ষমতার বৈষম্য আছে বলেই মানুষের বৈষম্য গড়ে ওঠে। পৃথিশা এই মূহুর্তে একটি কক্ষে হেলান দিয়ে শুয়ে আছে। জ্ঞান ফিরেছে কিছুসময় পূর্বেই। মাথায় এখন তার অনেক কিছু ঘুরছে। মণিদীপার খবর বাহিরে গেলো কীভাবে? তারা এত বিখ্যাত কেউ নয় যে তাদের নিয়ে নিউজ করতে হবে। তার এই মূহুর্তে একজনের কথাই মাথায় আসছে সেই এমপি। হুমকির কারনে হয়তবা তার আত্মসম্মানে লেগেছে কিংবা ভাগ্নীর কর্মকাণ্ড ঢাকার জন্য হয়তবা তিনি এ কাজ করেছেন। তাকে ছাড়া আর কাউকে সন্দেহ হচ্ছে না পৃথিশার্ মণিদীপা যে রাস্তায় পড়ে ছিলো তা ছিল সরু চিপা গলি।সেখানে সচরাচর কেউ আসে না। তাই অন্য কারো দেখার সুযোগ নেই। দেখলে আরও আগেই ঘটনা ছড়িয়ে পড়তো। পৃথিশা ভাবনার মাঝে খেয়ালই করেনি কখন নার্স এসেছে। তার হাতে ব্রেকফাস্ট। পৃথিশা জানিয়ে দিলো, সে এখন কিছু খেতে পারবে না

– আপনার শরীরে কোন স্ট্রেন্থ নেই। কাল পড়ে গেছিলেন। ইমিউনিটি সিস্টেম লো হয়ে গেছে। স্যালাইন দিয়ে রাখা হয়েছিলো। ভয় পায়িয়ে দিয়েছিলেন আমাদের, আপনার জন্য স্যার সারারাত এখানে ছিলেন। এখন প্লিজ খেয়ে নিন। নাহলে আবার অসুস্থ হয়ে যাবেন

পৃথিশা জবাব দিলো না। হাত বাড়িয়ে জুসের গ্লাসটা হাতে নিলো। নার্স তা দেখে চলে গেলো। আবারও ভাবনায় ডুবে গেলো পৃথিশা। তবে তাকে বেশি ভাবার সুযোগ না দিয়েই আরেকটি নার্স তড়িঘড়ি করে এসে বলল,

– মিস মণিদীপা আপনার পেশেন্ট?
– জি..
– তাড়াতাড়ি আসুন,ওনার জ্ঞান ফিরেছে।

চলবে,

সূর্যকরোজ্জ্বল পর্ব-০৩

0

#সূর্যকরোজ্জ্বল
পর্বসংখ্যা:০৩
ফারিহা জান্নাত

পৃথিশার কান্না থামছে না। কোনভাবেই তাকে লা’শে’র সামনে সরানো যাচ্ছে না। এদিকে জা”না”যা”র সময় এগিয়ে আসছে। পৃথিশার মামা এগিয়ে তাকে টেনে সরিয়ে আনলেন। পৃথিশা মামার হাত থেকে ছুটে মা’র দিকে এগিয়ে গেল। পৃথিশার মা যেন পাথর বনে গেছেন। একদিকে মেয়ের এমন অবস্হা তারউপর আবার স্বামীর আকস্মিক মৃ”ত্যুতে তিনি শোকে স্তব্ধ হয়ে গেছেন। পৃথিশা মা’কে ঝাঁকিয়ে বলল,

– কাঁদছো না কেন মা? কাঁদো আজ, আমাদের সব শেষ হয়ে গেছে মা,সব শেষ হয়ে গেছে।

পৃথিশার মা পৃথিশার ধরে কেঁদে উঠলেন। কিছু সময় পরই লা”শ সরিয়ে নেওয়া হলো জানাযার জন্য। পৃথিশা ও তার মা’কে ঘরে এনে বসানো হলো। পৃথিশার চোখের পানি যেন শুকিয়ে গেছে। সে চুপচাপ ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে। হুট করে পৃথিশার চাচী জিজ্ঞেস করলো,

– আচ্ছা, মণিদীপা কোথায়? তাকে তো একবারও দেখলাম না।

পৃথিশা ঝট করে মাথা তুললো। মায়ের দিকে তাকিয়ে দেখলো তিনি আগে থেকেই তার দিকে তাকিয়ে আছেন। পৃথিশা বুঝলো,মণিদীপার খবর কেউ এখনো জানে না। পৃথিশা বলল,

– বুবু অসুস্থ। প্রচন্ড জ্বর,তাই হাসপাতালে ভর্তি ছিল। জ্ঞান নেই তার। তাকে বোধহয় মামা আনে নি।

– কিন্তু তুই কোথায় ছিলি? তোকে পরে আনা হলো কেন? তুই লা”শে”র সাথে আসিস নি কেন?

ফের প্রশ্ন করে উঠলো চাচী। পৃথিশার একটা ধাক্কা খেল। লা”শ! বাবা মা””রা গেছে কয়েক ঘন্টা হলো এখনি তারা এভাবে কথা বলছে।

– তুমি যাকে লা””শ বলছো সে আমার বাবা চাচী। আর এই মূহুর্তে তোমাকে এসব কথার জবাব দিতে আমি ইচ্ছুক নই।

পৃথিশা উঠে মায়ের পাশে বসলো। তাকে আস্তে করে বলল, “কাউকে কিছু বলার দরকার নেই। পরে দেখা যাবে বিষয়টা।”

জানাযা পড়ানো শেষে শেষবারের মতো মুখ দেখানোর জন্য পৃথিশা ও তার মাকে নিয়ে যাওয়া হলো। পৃথিশার মা খাটিয়া ধরে কাঁদছেন। তার পেছনে পৃথিশা দাঁড়িয়ে আছে শান্তভাবে। কিছুসময় পর খাটিয়া নেওয়ার জন্য তৈরী করা হলো। সেই মূহুর্তে পৃথিশার মনে প্রচন্ড একটা ধাক্কা লাগলো। কানের পাশে কে যেন বলল, পৃথিশা তোর বাবা চলে যাচ্ছে,তাকে আর কোনদিন দেখতে পাবি না। তোকে বুঝার মতো আর কেউ নেই এ পৃথিবীতে। পৃথিশা হুমড়ি খেয়ে পড়ল খা’টিয়ার উপর। কান্নারত স্বরে বলতে লাগল, “বাবাকে নিয়ে যেও না তোমরা। বাবা একটু রাখো আমার কাছে। “পৃথিশাকে টেনে সরিয়ে আনা হলো। অবশেষে দা” ফ”ন করা হলো রাশেদুল চৌধুরী তথা পৃথিশার বাবাকে। সব আত্মীয়-স্বজন যাওয়া শুরু করেছে দা”ফনকার্য শেষে। পৃথিশাদের পরিবারই আছে একমাত্র। হুট করেই পুলিশের গাড়ির আওয়াজ পাওয়া গেল। পৃথিশার চাচা ও মামা বেরিয়ে এলেন। পৃথিশাকে একেবারে ছেড়ে দেওয়া হয় নি। বাবার মৃ’ত্যুর জন্য সাময়িক ছাড়া পেয়েছিল। এখন আবার পুলিশ এসে পড়েছে তাকে নিতে। অথচ পৃথিশার মামা বলে এসেছিলেন তিনিই দিয়ে আসবেন। পুলিশের কথা শুনে পৃথিশাও ভেতর থেকে বেরিয়ে এসেছে। পৃথিশা তাদের দকে এগিয়ে গেল।পৃথিশাকে দেখে পুলিশটি বলে উঠলেন,

-ওহ আপনি এসে গেছেন। তাহলে এবার আমরা চলি ভাইসাহেব। আপনি বিষয়টা এমপি মহাশয়ের সাথে ডিসকাস করে নিয়েন।

পৃথিশা দেখলো পুলিশের সাথে সেই এমপি আর ছেলেগুলোও আছে।একটা ছেলে এমপির কানে কিছু বলতেই তিনি এগিয়ে এসে বললেন,

– ওই মেয়েকে সহজে ছাড়া যাবে না। কত বড় সাহস আমার ভাগ্নিকে সে মেরেছে।

পৃথিশা এগিয়ে ছেলেটার গালে থাপ্পড় লাগিয়ে গেল। তার কান্ডে সবাই চমকে উঠলো।পৃথিশার মামা তাকে সরিয়ে নেওয়ার জন্য আসতেই পৃথিশা তাকে বলল, “থামো মামা। আমাকে কথা বলতে দাও।” এরপর পৃথিশা ছেলপটার চুল মুঠি করে ধরে বলল,

– সত্য কথা বল শ”য়”তা”নের বাচ্চা। আমি তোদের অকারণে মেরেছি? সত্য না বললে ওইটার মতো তোকেও এখানে মেরে তারপর জেলে যাবো।

পৃথিশা একটু মারকুটে ধরনের মেয়ে। মেয়েকে রাশেদুল চৌধুরী নিজেই এসব করতে সবসময় উৎসাহ দিয়েছেন। ছেলেটা মুখ খুললো না। এমপি এতক্ষণে মুখ খুলল,

– তোমার এত সাহস,তুমি আমার সামনে আমারই ছেলেদের মারছো।

– হে মা”র”ছি।আরও একশবার মারব। তারা যে কাজ করেছে তার মামলা আমি আজই থানায় করবো। তখন দেখবো ভাগ্নির কাজে আপনি কোথায় মুখ লুকান।খুবই তো জনগণের জন্য দরদ দেখান সবার সামনে। এখন একটা সাধারণ মেয়েকে হেনস্তা করছেন? আপনার এই দু’মুখো ব্যবহারের কথা আমি যদি সামনে টেনে আনি? তখন কি হবে?

– খুব বড় গলা করে কথা বলছো দেখি।তা কি করেছে তারা শুনি? যে তুমি আমার ভাগ্নিকে এভাবে ছুরিকাঘাত করলে? সে এখন হাসপাতালের আইসিইউ -তে আছে।

– দলএবার তো সত্যি কথা মুখ দিয়ে বের হয়ে গেলো।মার্ডার কেসের আসামী করলেন অতচ কোন মার্ডার হয় নি। আপনার ওই শ”য়”তান ভাগ্নি এখনো বেঁচে যে আছে সেটাই পৃথিবীর জন্য অভিশাপ। আপনার চ্যালা’দের জিজ্ঞেস করুন কি করেছে তারা।

এমপি ইশারা করতেই এলজন ছেলে তাকে আস্তে করে সব বলল। শুনে তিনি রেগে গেলেন।

– তোরা আমাকে আগে এসব জানাস নি কেন? এতবড় ঘটনা ঘটিয়ে রেখেছিস এখানে?

– জানালে কি করতেন? মেয়েটাকে সরিয়ে দিতেন আগেভাগেই?

এবার পৃথিশার চাচা মুখ খুললো। তাদের আসলে কিছু জানানো হয় নি বলেই তিনি কিছু বুঝতে পারছেন না। তবে কিছুটা আন্দাজ করতে পারছেন তিনি।

– সমস্যাটা কি কেউ আমাকে বলবেন? কি নিয়ে কথা হচ্ছে?

এমপি কিছু বললেন না। পুলিশকে কিছু একটা বলে তিনি গাড়িতে উঠে পড়লেন। পুলিশটি তাদের দিকে তাকিয়ে বলল,

– বিরক্ত করার জন্য মাফ চাই ভাইসাহেব। আপনাদের আর থানায় যেতে হবে না। আসি।

বলেই তিনি চলে যেতে লাগলেন। তবে পৃথিশার ডাকে তাকে পিছন ফিরে তাকাতে হলো। পৃথিশা তাদের উদ্দেশ্য করে বলল,

– আমাকে জেলে না দেওয়ার জন্য ধন্যবাদস্বরূপ যে আমি আপনার ভাগ্নির বিরুদ্ধে মামলা করবো না তা নয়। আমি এর শেষ দেখে ছাড়ব জনাব মাহবুব উদ্দিন।

পৃথিশার চাচা এবার পৃথিশার দিকে অবাক চোখে তাকালেন।

– কি নিয়ে কথা বলছিস তোরা? তুই কি নিয়ে মামলা করবি।

– সময় হলে তোমরা জানতে পারবে চাচা। এখন এ নিয়ে কথা নয়

তারপর মামাকে উদ্দেশ্য করে বলল,

– বাসায় যেতে চাই মামা। এখনি।

পৃথিশার চাচা তড়িঘড়ি করে বলে উঠলেন,

– মানে কি? এখনি কোথায় যাবি? আজ রাতটা থেকে যা।

– থাকতে পারবো না মামা। বুবু অসুস্থ জানোই তো। মিলাদের দিন আসবো। আর খাওয়ানোর টাকার ব্যাপারে ফোনে কথা বলে নিবো।

পৃথিশার চাচা আর কিছু বলার সুযোগ পেলেন না। খুব দ্রুতই পৃথিশারা চলে গেল। গাড়ি চলছে, পৃথিশা ও তার মা পেছনে বসা। সামনে তার মামা গাড়ি চালাচ্ছে।

– আমি হাসপাতালে যাবো মামা।তুমি মা’কে নিয়ে বাসায় যাও। কাল সকালে এসো।

– কিন্তু তোর রেস্টের দরকার বেশি।

– আমি বুবুর কাছে থাকি মামা। মা কাহিল হয়ে গেছে।

পৃথিশার মামা কিছু বলতে পারলেন না। লুকিং গ্লাসে ঘুমন্ত বোনের দিকে তাকালেন। তিনি জানেন কিসের জন্য তাদের একসাথে এত শাস্তি পেতে হচ্ছে। মেয়ের করুন অবস্হা সহ্য করতে না পেরে রাশেদুল চৌধুরী মারা গেছেন।এছাড়া ডাক্তার বলল তার নাকি আগে থেকে হার্টে চারটা ব্লক ছিলো, এটা ধরা না পড়ায় অবস্হা এত খারাপ হয়ে গেছিলো। পৃথিশাকে নামিয়ে দিয়ে তার মামা চলে গেলেন। পৃথিশা প্রথমেই হাসপাতালের ওয়াশরুমে গেল ফ্রেশ হবার জন্য।
আয়নায় থাকা নিজের প্রতিবিম্বের দিকে তাকালো সে। দুই দিনে বিধ্বস্ত হয়ে গেছে সে। তার লম্বা চুলগুলো মণিদীপার খুব পছন্দের। পৃথিশার চুলের ধরন সুন্দর ছিলো বলে সে নিজেই যত্ন নিতো অনেক। তারই যত্নে চুলগুলো কোমড় ছেড়ে হাঁটু ছুঁইছুঁই। পৃথিশা নিজের দিকে তাকিয়ে হাসলো।নিজের ভাগ্যের উপর হাসি পেলো তার।

– তোর আর কেউ থাকলো না পৃথি।আজ থেকে তুই একা, একদম একা।

বলেই হেসে উঠলো পৃথিশা।হাসতে হাসতে চোখে পানি এলো তার। পরপরই আবার আয়নার দিকে তাকিয়ে বলল,

– যে হাত পৃথিবীর সকল নিষ্ঠুরতা থেকে বাঁচিয়ে আমার বড় করেছিল সে হাত আজ আমায় ছেড়ে গেছে। বাবা তুমি যে বলতে তুমি আমাকে কখনো একা রেখে যাবে না, আজ আমি একা বাবা।দেখো,আজ আমি একা।কেউ নেই আমার।

চলবে,

সূর্যকরোজ্জ্বল পর্ব-০২

0

#সূর্যকরোজ্জ্বল
পর্বসংখ্যা-০২
ফারিহা জান্নাত

– মিস পৃথিশা, দয়া করে আমাদের কাজে কোন বাধা দেবেন না। আপনার নামে করা মা’র্ডা’র কেসের সাক্ষীও আছে। তারাই থানায় অভিযোগ করেছে। আপনি আমাদের সাথে চলুন।

পৃথিশা হতভম্ব হয়ে গেলো। বুঝতে পারলো যে ছেলেটাকে তখন ছুরিকাঘাত করেছিলো তার সাঙ্গপাঙ্গরা-ই অভিযোগ করেছে।

– বিশ্বাস করুন,আমি কিছু করি নি। ছেলেটা আমাকে ছোঁয়ার চেষ্টা করেছিলো বলেই আমি নিজেকে সেভ করেছি। আমার বোন এখানে ভর্তি। বাবা হার্ট অ্যাটাক করেছে, আমার বোনকে তারা..

পৃথিশার কথা আটকে গেলো। চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে বলল,

– আমার বোনকে তারা রে”’প করেছে। আমি আজ এখানে দাঁড়িয়ে তাদের উপর অভিযোগ করছি। আপনি তাদের অ্যারেস্ট করুন। আমাকে নয়।

পুলিশটি বিরক্ত হলো। সাথে থাকা মেয়ে পুলিশটিকে ইশারা করতেই তিনি এগিয়ে পৃথিশার হাতে জোর করে হাতকড়া পড়াতে লাগলো। পৃথিশার মামা এতক্ষণ হাসপাতালের একাউন্ট সেকশনে ছিলেন। এখানে আসতেই এ দৃশ্য দেখে তিনি এগিয়ে এলেন। পুলিশটিকে উদ্দেশ্য করে বললেন,

– কি সমস্যা এখানে? ও কি করেছে?

– আপনি কে বলুন তো? মাঝখান থেকে এসে প্রশ্ন করা শুরু করলেন? আমাদের কাজ আমাদেরকে করতে দিন।

– লেফটেন্যান্ট কর্নেল আমিরুল ইসলাম। বলুন কি সমস্যা? কি করেছে আমার ভাগ্নি?

পুলিশের মুখের রং পাল্টে গেলো। মেয়ে পুলিশটিকে বলল সরে দাঁড়াতে।

– আসলে স্যার,ওনার (পৃথিশাকে দেখিয়ে) উপর মার্ডার কেসের অভিযোগ আছে। তাকে একবার থানায় যেতেই হবে। ছেলেটার মামা এমপি তো,বুঝতেই পারছেন উপরমহলের প্রেশার। এক রাত থাকুক, তারপর জামিন করিয়ে নিয়েন।

পৃথিশার মামা কিছু বলার আগেই তারা পৃথিশাকে টেনে নিয়ে যেতে লাগলো। পৃথিশা তার মামার দিকে চেচিয়ে বলল,

– বুবু আর বাবাকে দেখে রেখো মামা। মা’কে কিছু খায়িয়ে দিয়ো।

পৃথিশার মামা তার পিছু পিছু এলেন। পুলিশগুলোকে থামানোর চেষ্টা করেও পারলেন না। শেষে পৃথিশাকে উদ্দেশ্য করে বললেন,

– আমি তোকে বের করে আনবো পৃথি মা। তুই চিন্তা করিস না।

পৃথিশাকে গাড়িতে উঠানো হলো। তার মামা বাহির থেকে অসহায় চোখে তাকিয়ে রইলেন। হুশ ফিরতেই মোবাইল বের করে তার ভাইকে কল করলেন।

– ভাইজান,পৃথিশাকে পুলিশ নিয়ে গেল আমার চোখের সামনে দিয়ে। আপনি কিছু করুন তাড়াতাড়ি। আজ রাতে বের করতে পারলে ভালো। যত টাকা লাগে দেব। আপনি ওদের একটু বলে দিন,যাতে সমস্যা না হয়।

পৃথিশাকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে আপাতত সেলে ঢুকিয়ে দেয়া হলো। পৃথিশা সেলের এক কোণে হাঁটু মুড়ে বসে আছে। চোখের সামনে ভেসে উঠছে বোনের র’ক্তা’ক্ত দে’হটা। বাবা হুট করে এত মেজর হা’র্ট অ্যা’র্টা’ক করলো কেন,তার তো হার্টের সমস্যা ছিলো না। হুট করে এক রাতের মধ্যে কি হয়ে গেলো। পৃথিশা বুঝতে পারলো,সে সহজে জেল থেকে বের হতে পারবে না। যে ছেলেটা মারা গেছে তার মামা এমপি। ছেলেটাকে বেশ
ভালোভাবেই চেনে সে। পথে-ঘাটে মেয়েদের প্রায়ই বিরক্ত করতো। মণিদীপার কথা মনে হতেই চোখ বেয়ে জল গড়ালো তার। মণিদীপার এবার গ্রাজুয়েশন করার কথা ছিলো।সামনের মাসেই ইয়ার ফাইনাল হতো। কিন্তু এখন এসব ভেবে লাভ নেই। বোনের কথা মনে হতেই পৃথিশার মন আতঙ্ক ভর করলো। মণিদীপার বিয়ের কথা চলছে। তার প্রায় পাঁচ বছরের প্রেম। হবু বর মণিদীপাকে প্রচন্ড রকম ভালোবাসে। কিন্তু এই অবস্হায় নিশ্চয়ই পরিবার মেনে নিবে না। পৃথিশা আর ভাবতে পারলো না। ডুকরে কেঁদে উঠলো সে। বিড়বিড়িয়ে বলল,

– “আমাদের সব শেষ, সব শেষ হয়ে গেলো বুবুরে। সব শেষ হয়ে গেলো। তুই কি নিয়ে বাঁচবি বুবু,তুই কীভাবে বাঁচবি? তোকে যে কেউ মেনে নেবে না। কেউ তোর কষ্ট বুঝবো না’রে বুবু। তুই কীভাবে থাকবি বুবু? তোর না পৃথিবী দেখার শখ? তুই কীভাবে দেখবি। শ’য়’তা’ন-গুলো যে তোর চোখ-ও গে’লে দিয়েছে। তুই কেমনে বাঁচবি বুবু?কেমনে বাঁচবি?”

__

পরদিন সকালেই পৃথিশাকে সেল থেকে বের করে আনা হলো। পৃথিশা বুঝলো মামা-ই সব ব্যবস্হা করেছে। বের হতেই মামাকে বসা দেখলো সে। তবে মামার মুখ অন্ধকার দেখে মনে ভয় জাগলো তার। বাবা কিংবা বুবুর কি কিছু হয়েছে – মনে প্রশ্ন উঁকি দিলো পৃথিশার।
পৃথিশার মামা এগিয়ে এলেন তার দিকে। মাথায় হাত রেখে আদর করলেন। তারপর পৃথিশাকে ধরে বললে,

– “আমার সাথে চল মা। ঠিক আছিস তো?”
– “ঠিক আছি।”

পৃথিশা কথা না বাড়িয়ে মামার সাথে চলতে লাগলো। মামা গাড়ি নিয়ে এসেছেন।পৃথিশা সামান্য টলছে। কাল সন্ধ্যার পর কিছু মুখে তুলেনি। গাড়িতে উঠে পৃথিশা মাথা এলিয়ে দিলো। এসি চলছে। ঘামে ভেজা শরীরে বাতাস লাগায় ঠান্ডা লাগতে শুরু করেছে। ওড়নাটা গায়ে জড়িয়ে বসলো সে। মামা গাড়ি চালাতে শুরু করলেন। পৃথিশা বেশ কিছুক্ষণ পর খেয়াল করলো গাড়ি হাসপাতালের দিকে না গিয়ে অন্য দিকে যাওয়া শুরু করেছে। পৃথিশা ক্লান্ত স্বরে জিজ্ঞাসা করলো,

– কোথায় যাচ্ছো মামা? এটা তো হাসপাতালের রাস্তা নয়।

পৃথিশার মামা উত্তর দিলেন না। পৃথিশাও আর প্রশ্ন করলো না। করতে ইচ্ছা করলো না। শরীর আর মনটা নিতে পারছে না এসব।
হুট করেই পৃথিশার মামা বললেন,

-নিজেকে সামলাবি পৃথি। তোকেই কিন্তু এখন সব দেখতে হবে। ভেঙ্গে পরবি না। এখন তোদের দেখার কেউ নেই।

পৃথিশা হঠাৎ এরূপ কথার মানে বুঝলো না। কিছু সময় গাড়ি থেমে গেলো। পৃথিশা চারপাশে তাকিয়ে দেখলো এটা তাদের দাদা বাড়ি। এখানে সচরাচর আসা হয় না। কেউ মা’রা গেলে কিংবা দাওয়াতে আসা হয়। মনটা কু ডেকে উঠলো পৃথিশার। আবার কার কি হলো। কিন্তু নিজের বাবা কিংবা বুবু’র কিছু হওয়ার কথা মেয়েটার আসলো না। পৃথিশার মামা তাকে ধরলেন। আস্তে-ধীরে হাঁটা শুরু করলেন। কিছুদূর যেতেই নাকে আগরবাতির- গোলাপজলের গন্ধ এসে ঠেকলো। সচকিত দৃষ্টিতে আশ-পাশ দেখলো। আরেকটু সামনে যেতেই দেখলো বাড়ির উঠোনে মানুষের ভীড়। পৃথিশার মামা ভীড় ঠেলে এগিয়ে গেলেন। উঠোনের মাঝখানে একটা খাটিয়া। তার সামনেই পৃথিশা মা, দাদী,চাচীরা বসে। পৃথিশার দৃষ্টিতে বিস্ময়। সে এগিয়ে গেলো খা’টি’য়ার দিকে। লা””শে””র মুখ ঢাকা। পৃথিশা এসে দাঁড়াতেই একজন মুখ খুলে দিলো। পায়ের তলা কেঁপে উঠলো পৃথিশার। দুনিয়া যেন ঘুরে উঠলো। ধকল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই তার মামা ধরে নিলেন। সিক্ত গলায় বললেন, “নিজেকে সামলা মা। ”
পৃথিশার মনে হলো কানে কিছু সে শুনছে না। আশে-পাশে ঘটে যাওয়া কোন কিছু তার বোধগম্য হচ্ছে না। বিড়বিড়িয়ে ‘বাবা’ বলে খাটিয়ার উপর ঝাঁপিয়ে পড়লো সে। তার কান্নার ধ্বনি যেন সবকিছুকে ছাপিয়ে গেলো। গুনগুন কান্নার যে আওয়াজ শোনা যাচ্ছিলো তা-ও থেমে গেলো। পৃথিশা পাগলের মতো কাঁদছে। বাবা পাগল মেয়ে ছিলো তার। মায়ের থেকে বাবার সাথেই তার বনে বেশি। সব কথার সঙ্গী বাবা। এই বাবাই তাকে হাতে ধরে সব শিখিয়েছে। এইতে গতকালও এই সময় তারা গল্প করছিলো। তার বিলাপ সবকিছুকে ছাড়িয়ে গেল।

– তুমি চলে গেলা বাবা,তুমিও একা ফেলে গেলা। এখন তো মাত্র শুরু বাবা আমাদের,এই মাঝপথে এসে ছেড়ে যাবা বাবা। বাবা ফিরে আসো প্লিজ। আমাদের তোমাকে দরকার বাবা। তুমি ছাড়া তো কেউ নাই বাবা৷ তুমি ছাড়া তো কেউ নাই। এত তাড়তাড়ি এ’তি’ম করে দিও না বাবা। পৃথিবীর কঠোরতা তো সহ্য করতে পারি না বাবা।ফিরে আসো, ফিরে আসো।

চলবে,

সূর্যকরোজ্জ্বল পর্ব-০১

0

#সূর্যকরোজ্জ্বল
ফারিহা জান্নাত
পর্বসংখ্যা:০১

ন’গ্ন অবস্হায় নিজ বোনকে রাস্তায় পড়ে থাকতে দেখে হতভম্ব হয়ে গেলো পৃথিশা। দৌড়ে বোনের কাছে যেতেই বুঝলো যা হওয়ার হয়ে গেছে। এদিকে পৃথিশার মতো একা একটা মেয়েকে আসতে দেখে গাছের আড়াল থেকে বের হয়ে এলো বখাটে ছেলেগুলো। পৃথিশা তখন বোনের মাথা কোলে নিয়ে হাউমাউ করে কাঁদছে। কাঁধে পুরুষালি হাতের ঘৃণ্য ছোঁয়া পেতেই গা শিরশিরিয়ে উঠলো তার। মূহুর্তেই তা ক্রোধে পরিণত হলো। বোনকে রাস্তায় শুয়িয়ে রেখে উঠে দাঁড়ালো সে। ওড়নার নিচ থেকে লুকানো ছুঁড়িটা বের করলো। মূহুর্তেই তা ছেলেটার পেটে বসিয়ে দিলো। গগনবিদারী চিৎকারে যেন আকাশ-বাতাস কেঁপে উঠলো। ছেলেটার এরূপ অবস্হা দেখে অন্যরা আর সেখানে দাঁড়ানোর সাহস পেলোনা। জলদি পালিয়ে গেলো।
পৃথিশা গায়ের ওড়না খুলে বোনকে ঢেকে দিলো। কাঁপা হাতে ফোন নিয়ে বাবার নাাম্বার ডায়াল করলো।

– বাবা বুবুকে খুঁজে পেয়েছি। মোড়ের পিছনের গলিতে আসো বাবা। মা’কে আনার দরকার নেই।তুমি মামাকে নিয়ে আসো। গাড়ি এনো।

– মেয়েটা ঠিক আছে মা? হুট করে হারিয়ে গেল কেমনে বলেছে কিছু?

মুখ চেপে কান্না আটকালো পৃথিশা। রাস্তায় পড়ে থাকা বোনটার দিকে তাকিয়ে বলল,

-তুমি তাড়াতাড়ি আসো বাবা। সব ঠিক করে দাও এসে।

ফোন রেখে বোনের দিকে নজর দিলো পৃথিশা। পৃথিশার বড় বোন মণিদীপা, সুন্দর দেখতে বলে তার এক দাদী এই নাম দিয়েছিলেন। মণিদীপা আসলেই সুন্দর ছিলো অনেক। শ্যামলা গায়ের পৃথিশা তার পাশে দাঁড়ালে কেমন বেমানান লাগে সবার কাছে। অথচ এই বড় বোনই তাকে আগলে রাখতো কড়া বাস্তব জগৎ থেকে। ছোট বোনকে আগলে রাখতে গিয়ে নিজেকেই সামলে রাখতে পারলো না। পৃথিশা বোনের মাথা কোলে তুলে নিলো। গলায়,ঘাড়ে ক্ষ’ত চিহ্ন, খা’ম’চি’র দাগ, মাথা ফেটে র’ক্ত পড়ছে, গায়ের কাপড় নেই, মাথার জায়গায় জায়গায় চুল নেই। হুট করে পৃথিশা খেয়াল করলো মণিদীপার বাম চোখ বেয়ে গড়িয়ে র’ক্ত পড়ছে। চোখের পাতাটা খুলতেই চিৎকার করে উঠলো সে। মণিদীপার এক চোখ নেই,ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। নিজেকে আর আটকাতে পারলো না পৃথিশা। বোনের দে’হ জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো সে। কিছুসময় পরই গাড়ির হেডলাইটের আলো চোখে পড়লে সেদিকে তাকালো সে। তার বাবা ও মামা এসেছে। পৃথিশার বাবা রাশেদুল চৌধুরী গাড়ি থেকেই নেমেই মেয়েদের দিকে ছুটলেন।

– মণি কোথায়, ওকে দেখি। মেয়েটা হুট করে হাওয়া হয়ে গেলো। আমাদের কি চিন্তা হয় না?

তিনি এগিয়ে আসছিলেন। কাছাকাছি এসে পৃথিশার কোলে থাকা অচেতন মণিদীপাকে দেখেই তিনি থেকে গেলেন। পা টলমলিয়ে উঠলো তার। পড়ে যেতে নিলেই পৃথিশা মামা আমিরুল ইসলাম তাকে ধরে নিলেন। পৃথিশা তখনো বোনকে জড়িয়ে ধরে কেঁদে চলছে। রাশেদুল চৌধুরী ধাক্কা সামলাতে পারছেন না। তার আদরের সোনা মেয়ের এই অবস্হা তিনি সহ্য করতে পারছেন না। পৃথিশাকে ধাক্কিয়ে তিনি জিজ্ঞেস করলেন,

– কি, কি হয়েছে আমার মণির? মণি, মা আমার কথা বল।

পৃথিশা উত্তর দিতে পারলো না। তারপর কিছু একটা মনে পড়তেই বাবাকে বলল,

– বাবা বুবুকে বাঁচাতে হবে বাবা। তাকে হাসপাতালে নিতে হবে। উঠো বাবা। তাড়াতাড়ি করো।

রাশেদুল চৌধুরীকে টেনে তুলল পৃথিশার মামা।

– বাবা তোমার ফতুয়া দাও তাড়াতাড়ি।

রাশেদুল চৌধুরী শরীর থেকে ফতুয়া খুললেন। তার মনে হলো তিনি মারা যাচ্ছেন। পৃথিশার মামা তাকে নিয়ে দূরে গিয়ে দাঁরালো। এদিকে পৃথিশা তার বোনকে ফতুয়া দিয়ে ঢাকলো। পৃথিশার মামা এসে মণিদীপাকে কেলো তুলে গাড়িতে বসালেন। রাশেদুল চৌধুরী কথা বলার অবস্হায় নেই। তিনি নিশ্চুপ হয়ে মণিদীপার দিকে তাকিয়ে আছেন। কিছুসময় পর তারা হাসপাতলে পৌঁছালো। জরুরী বিভাগে নেওয়া হলো মণিদীপাকে। পৃথিশার ব
মামাই সব করলেন। পৃথিশার বাবা চেয়ারে বসে আছেন। পৃথিশা ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে। ডাক্তারের নির্দেশে কিছুসময় পরই মণিদীপাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। মণিদীপার অবস্হা খারাপ ছিলো। যৌ’ন নি”পী”ড়”ন ও আ”ঘা”তের কারনে তার গাঁয়ে বেশ ইনজুরি হয়েছিলো। অপারেশন শেষ হলো, কিন্তু ডাক্তাররা খুব একটা আশা দিলেন না। মণিদীপাকে আইসিউ-তে নেওয়া হলো। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।
এদিকে পৃথিশার বাসার সবাই খবর পেয়ে হাসপাতালে এসেছে। পৃথিশার মা হাসপাতালে আসার পরই মেয়েকে দেখার জন্য পাগালমি শুরু করলেন। তাকে কেউ কিছু জানায় নি। পৃথিশার মা’কে কেউ সামলাতে পারলো না। শেষমেশ পৃথিশা তার মার সাথে আইসিইউ এর রুমে ঢুকলো।

মণিদীপার মাথা থেকে পা পর্যন্ত ব্যান্ডেজে মোড়ানো। চোখটাও বাঁধা। পৃথিশার মা মেয়েকে দৌঁড়ে ধরতে গেলেন। কিন্তু ডাক্তাররা যেতে দিলো না। পৃথিশার মা বেডের পাশের বোর্ডে লাগানো পেশেন্টের কেইস হিস্ট্রি খেয়াল করলেন। সেখানে বোল্ড লাইনে লিখা ‘রে””ই””প”” কেস’। তিনি ঝট করে পৃথিশার দিকে তাকালেন। পৃথিশা তাকে বাহিরে টেনে আনলো। পৃথিশার মা নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি বারবার পৃথিশাকে ঝাঁকিয়ে বলতে লাগলেন,

– মণির কিছু হয় নি। ওরা ভুল লিখেছে তুই বল।ওরা ভুল লিখেছে তাই না? আমার মেয়ের সাথে এটা কেন? না না,আমার মেয়ের সাথে এটা হতেই পারে না। কোনভাবেই না, এটা মিথ্যা।সব মিথ্যা, তোরা সবাই মিথ্যুক,সবাই মিথ্যুক।

পৃথিশা মা’কে বুকে চেপে ধরলো। ভাঙ্গা গলায় বলল,

– চুপ করো মা।দোহাই লাগে চুপ থাকো। বুবু পবিত্র মা,সে পবিত্র। তোমার মেয়ের কিছু হবে না। কিছু না।

পৃথিশার মা কান্নায় ভেঙ্গে পড়লেন। পৃথিশা তাকে উঠে বসালো। রাশেদুল ইসলামকে সে ধাক্কা দিতেই তিনি ঢলে পড়লেন। মূহুর্তেই তাকে জরুরী বিভাগে নেওয়া হলো। জানা গেলো অতিরিক্ত শকে হার্ট অ্যাটাক হয়েছে। পৃথিশা যেনো নিজেকে আর শক্ত দেখাতে পারলো না। মা’কে জড়িয়ে কাঁদতে লাগলো। বেশ কিছুটা সময় পর রাশেদুল ইসলামের হার্টের অপারেশন শুরু হলো।

পৃথিশা ডাক্তারের পারমিশন নিয়ে নিজের বোনকে আবারে দেখতে গেলো। আশেপাশে আরো অনেক রোগীই আছে। কিন্তু মণিদীপার মতো এমন শোচনীয় অবস্হায় কেউ নেই। পৃথিশা তার পাশে দাঁড়িয়ে রইলো।

– বুবু, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? তুই তো ভালো বুবু,তাহলে তোর সাথে কেন হলো এটা? তুই-ই কেন বুবু? বুবু,বাবা অসুস্থ হয়ে গেছে। ডাক্তার বলল প্যারালাইজড হয়ে যেতে পারে। বুবু তুই কেন সন্ধ্যা বেলায় বের হলি? আমি, আমি পারছি না বুবু। আমার মনে হচ্ছে আমার ভেতরা কেউ খুব যত্ন করে প্রতি মূহুর্তে থেঁতলে দিচ্ছে। তোর চোখগুলো কত সুন্দর ছিলো। তারা…তারা কি করে এমন কাজ করতে পারলো?

পৃথিশা একটু থামলো। মণির মাথায় হালকা করে হাত ছুঁইয়ে বলল,

– তুই ম’রে যা বুবু। ওটাই তোর মুক্তি। বেঁচে থাকলে তুই প্রতি মূহুর্তে ম’র’বি। এর থেকে ভালো তুই এখনই চলে যা বুবু।

পৃথিশা চোখ মুছে বাহিরে আসলো। মায়ের পাশে বসে কাঁধে মাথা রাখলো। মাত্র কয়েকটা ঘন্টা। অথচ এই কয়েকটা ঘন্টাই তাদের জীবনের উথালপাতাল করা সময়। হুট করেই করিডোরে হইচই আওয়াজ পাওয়া গেলো। একদল পুলিশ এসে ঘিরে ধরলো পৃথিশাদের। তাদের দিকে তাকিয়ে বলল,

– মিস পৃথিশা চৌধুরী কে?

পৃথিশার মা কথা বলার অবস্হায় নেই। তিনি মলিন চোখে তাদের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বসে থাকলেন। পৃথিশা এগিয়ে গেলো তাদের দিকে।

– আমি-ই পৃথিশা চৌধুরী। কি সমস্যা?

– আপনার নামে মার্ডারের অভিযোগ আছে। আপনি আমাদের সাথে থানায় চলুন,সেখানেই বাকি প্রসেসিং হবে। এই, হাতকড়া পড়াও।

চলবে