আমি বুঝে নিবো – কলমে- আভীদ খান

0
492

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা- আমি বুঝে নিবো
কলমে- আভীদ খান

বুকের বা-পাশে হৃৎপিণ্ডের
ধুকধুকানি এখনো তোমার
নামেই কম্পিত হয় বারংবার!

হৃদয়ের সকল আকুতিও
তোমার জন্যই ছটফট করে অসংখ্য বার।

ভালোবাসায় আছি কি-না তোমার
গহণপিণ্ডে তোমার অস্তিত্বে তা জানা নেই!

তবে আমার সকল ভালো-লাগা
মুগ্ধতা, স্বাদ-আহ্লাদ, আমার ইচ্ছা-অনিচ্ছা
সবই তোমাতে ঘিরে জড়িয়ে আছে।

আমাকে একটু রেখো তোমার ওই
অব্যবহার-কৃত স্থানে কিছুটা সময়
তাতেও আমি সুখ খুঁজে নিবো ভালোবেসে।

আমাতে আজ কিছু অভিযোগ ছড়ালে তুমি
আমি নির্দ্বিধায় সকল অভিযোগ গ্রহণ করলাম!

তুমি তাতেও একটু ভালোবেসো
ঘৃণীত আত্মায় নয়তো হেলাফেলায়!

আমি তাতেও ভালোবাসা বুঝে নিবো
ভালোবেসো তুমি যেভাবে ইচ্ছে
আমি বুঝে নিবো হৃদয়ের গভীর থেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে