Tuesday, July 8, 2025
বাড়ি প্রচ্ছদ পৃষ্ঠা 2425



ভুল এবং ভালোবাসা পর্ব- ০১

0

ভুল এবং ভালোবাসা
পর্ব- ০১
লেখা- অনামিকা ইসলাম।

অসহ্য! তোমাকে আর কতবার বলব? এভাবে আমার অনুমতি ছাড়া হুটহাট আমার রুমে প্রবেশ করবে না। আমার ভালো লাগে না। সহ্য করতে পারি না তোমাকে। তোমার কাজকে। তবুও কেন এমন কর? কেন শান্তিতে থাকতে দিচ্ছ না আমাকে? একরাশ বিরক্তির স্বরে লাবণ্যর দিকে তাকিয়ে কথাগুলো বলে শুভ্র। লাবণ্য কোনো কথা না বাড়িয়ে নিশ্চুপ হয়ে শুভ্রর রুম ত্যাগ করে।
শুভ্র এবং লাবণ্য স্বামী স্ত্রী। ১বছর হলো ওদের বিয়ে হয়েছে। অথচ তাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা এখনো গড়ে উঠেনি। আর উঠবেই বা কি করে? শুভ্র যে লাবণ্যকে মনে প্রাণে ঘৃণা করে। বিয়েটা অবশ্য করেছে কিন্তু সেটা নিজ ইচ্ছের বিরুদ্ধে, বাবা-মার ইচ্ছের প্রাধান্য দিতে। কিন্তু মন থেকে শুভ্র লাবণ্যকে মেনে নিতে পারে নি। লাবণ্য এবং শুভ্রর বৈবাহিক জীবন ১বছরের হলেও ওদের পরিচয়টা হয় তারও অধিক সময় আগে। আজ থেকে ৫বছর আগে ওয়ার্ডে রোগী দেখতে গিয়ে লাবণ্যর সাথে দেখা হয় শুভ্রর। শুভ্র ছিল মেডিকেলের স্টুডেন্ট আর লাবণ্য ছিল এইচএসসি পরীক্ষার্থী। ওয়ার্ডে সেদিন লাবণ্যও উপস্থিত ছিল ওর অসুস্থ্য মাকে নিয়ে। লাবণ্য এবং শুভ্রর পরিচয়টা সেদিন’ই হয়। প্রথমেই পরিচয়, তারপর ঘনিষ্ঠতা।
ঘনিষ্ঠতা থেকে সেটা আন্তরিকতায় রূপ নেয় ১বছরের ব্যবধানে। ভালোবেসে ফেলে একে অপরকে। অসহায় লাবণ্যের মুখে হাসি ফুটে উঠে শুভ্রর মত ছেলের ভালোবাসা পেয়ে। লাবণ্য এখন আর মন খারাপ করে থাকে না। শুভ্রর আদর-যত্ন-শাসন-ভালোবাসায় লাবণ্যর জীবন যেন কানায় কানায় পূর্ণ। লাবণ্যকে দেখে মনে হতো, ওর মত সুখী এখন পৃথিবীতে কেউ নেই। কিন্তু সেই সুখ লাবণ্যর কপালে বেশীদিন সইনি। রিলেশনের দু’বছরের মাথায় লাবণ্যর মা, বাবা ও একমাত্র ছোট্ট ভাইটি রোড এক্সিডেন্টে পরপারে পাড়ি জমায়। চোখের সামনে পরিবারের এতগুলো প্রিয়জনের মৃত্যু মেনে নিতে পারেনি সে। ব্যাপারটা লাবণ্যর ব্রেনে আঘাত করে। লাবণ্য মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়। সামনে থাকা জিনিসপত্র একে একে ভাঙ্গতে থাকে। সামনে যাই পেত, লাবণ্য সেটাই ভাঙ্গত। কাঁচের প্লেট, গ্লাস, ফুলের টব সব, সব ভাঙতে থাকে লাবণ্য। চোখের সামনে পরিবারের সবার মৃত্যু তে লাবণ্য যে উন্মাদ হয়ে গেছে সেটা বুঝতে পারে বাড়ির মালিক ও আশেপাশের ভাড়াটিয়ারা। তারা লাবণ্যকে শিকল দিয়ে বেঁধে লাবণ্যর গ্রামে খবর দেয়। খবর শুনে ছুটে আসে লাবণ্যর মায়ের বান্ধবী এবং ওনার হাজবেন্ড।
ওনারা ওনাদের হেফাজতে রাখার জন্য লাবণ্যকে নিয়ে যায়। ভর্তি করে মানসিক হসপিটালে। ১বছর চিকিৎসাধীন থাকার পর কোনো উন্নতি হয়নি লাবণ্যর। এটা দেখে ওরা লাবণ্যকে বিদেশে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা নিয়ে ২বছর পর দেশে ফিরেন ওনারা। লাবণ্য তখনো পুরোপুরিভাবে সুস্থ হয়নি। সেদিন লাবণ্যকে নিয়ে ওর কাজিন হসপিটাল থেকে ফিরছিল। লাবণ্যর গায়ে প্রচন্ড জ্বর থাকার কারনে হাঁটতে পারছিল না। ওর কাজিন তাই ওকে পিছন থেকে ধরে বাসার দিকে নিয়ে যাচ্ছিল। দূর থেকে লাবণ্যকে দেখে শুভ্র। থমকে যায় ওর গতিপথ। হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেওয়া, আজ একটা অচেনা ছেলের সঙ্গে জড়াজড়ি অবস্থায় হেঁটে যাওয়া দেখে শুভ্রর মধ্যে বিরূপ ধারণার জন্ম নেয়। মনে মনে বলে উঠে, ওহ! তাহলে নতুন নাগর পেয়ে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল? আর আমি গাঁধা কত বাজে দুশ্চিন্তা’ই না করছি!
একরাশ ঘৃণা বুকে, মনের মধ্যে একটা বৃহৎ ভুল ধারনা পুষে সে স্থান ত্যাগ করে শুভ্র।
সুপ্রিয় পাঠক/পাঠিকবৃন্দ চলুন তাহলে শুনে আসি কিভাবে সেই বিশাল ভুলের পরিসমাপ্তি এবং ভালোবাসার শুভ সূচনা হয়।

রাত্রে লাবণ্য চা হাতে শুভ্রর রুমে প্রবেশ করে। শুভ্র তখন সবেমাত্র চেম্বার থেকে ফিরছিল। লাবণ্যকে রুমে দেখা মাত্র’ই রাগ উঠে যায় শুভ্রর। কোনো কথা না বলে চুপচাপ লাবণ্য চা’য়ের কাঁপটা রেখে দাঁড়িয়ে ছিল, আচমকা শুভ্র চা’য়ের কাপটা হাত দিয়ে ঠেলে লাবণ্যর পায়ের নিচে ফেলে দেয়।
” তোমাকে বলছি না তুমি আমার সামনে আসবা না? আমি তোমার ছায়া পর্যন্ত সহ্য করতে পারি না। তারপরও কেন তুমি আমার সামনে আসো? কেন? কেন? কেন?”

শুভ্রর রাগী গলার কথা মোটেও ভয় পায়নি লাবণ্য। আর তাই স্বাভাবিক ভঙ্গিতে পায়ের নিচ থেকে ভাঙা কাপের টুকরোগুলো একজায়গায় জড়ো করে বাইরে চলে যায় সে। শুভ্রর রাগী গলার কথা, ধমক, চোখ রাঙ্গানো দেখেও একটুও ভয় পাই না লাবণ্য। সে এতে ভালোই এনজয় করে। কারণ, লাবণ্য জানে শুভ্র ওর সাথে এমন ব্যবহার কখনো মন থেকে করতে পারে না। ওর বিশ্বাস ওর শুভ্র ওর জন্য সব, সব করতে পারে। আর এটাও জানে, শুভ্র যেদিন জানতে পারবে আমি আসলে ইচ্ছে করে নয়, মানসিক ভাবে পাগল হয়ে ওর থেকে দুরে ছিলাম সেদিন সে আর আমায় ভুল বুঝে দুরে সরিয়ে দিতে পারবে না, ও ঠিক সেদিন আমায় কাছে টেনে নিবে। আমায় ভালোবাসবে। আমি না হয় সেদিনের জন্য’ই অপেক্ষায় থাকি।
প্রচন্ড জ্বর গায়ে, কাঁপা কাঁপা শরীরে বিছানা থেকে উঠে লাবণ্য। ওযু করে কাঁপা কাঁপা শরীরে রান্না করে সে। যদিও জানে এ রান্না শুভ্র খাবে না। তবুও রান্না করল। রান্না শেষে কাঁপা কাঁপা শরীরে শুভ্রকে ডাকে। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওয়ানা দিতে চায় শুভ্র। পিছন থেকে ডাক দেয় লাবণ্য।
পিছু ফিরে তাকায় শুভ্র। ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্ট’টা করে যান প্লিজ।
ভ্রু জোড়া কিঞ্চিৎ বাঁকা করে শুভ্রর জবাব, তোমাকে আর কতবার বলব? আমার জন্য রান্না করো না। আমি বাইরে থেকে খেয়ে নিব। লাবণ্য আর একটা কথাও বলেনি। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শুভ্র হনহনিয়ে বের হয়ে যায় রুম থেকে। রাত্রে চেম্বার থেকে বাসায় ফেরার সাথে সাথে প্রতিদিনের মত সেদিনও চা নিয়ে রুমে ঢুকে লাবণ্য। প্রতিদিনের মত সেদিনও শুভ্রর চোখে মুখে একরাশ বিরক্তির ছাপ ছিল। নিশ্চুপ লাবণ্য চা’য়ের কাঁপটা শুভ্রর সামনে রাখতে রাখতে বলে, ” টেবিলে খাবার দিচ্ছি, খেতে আসেন।”
মিনিট পাঁচেক পর চা’য়ের কাপ হাতে নিয়ে কিচেনে হাজির হয় শুভ্র। লাবণ্য তখন তরকারি গরম করছিল। লাবণ্য, তোমাকে আমি আগেও বলেছিলাম,এখনও বলছি। দয়া করে তুমি আমার জন্য এত ব্যস্ততা দেখিও না। আমি প্রতিদিন বাইরে থেকে খেয়ে আসি, খেয়ে আসব। আমার চা-টা দরকার পরলে আমি নিজেই করে খেতে পারব। দয়া করে, আমার কথাগুলো কানে ঢুকাও। এই কথাগুলো যাতে সেকেন্ড টাইম আর বলতে না হয়। কথাগুলো বলেই চা’য়ের কাঁপটা রেখে রুমে চলে যায় শুভ্র।
আর লাবণ্য?!!!
আঁচল দিয়ে চোখের কোণে জমে থাকা জলগুলো মুছে নেয়।

চলবে…..

স্বার্থ 

0
স্বার্থ
সে প্রায় বলতো – তুমি আমার অভ্যাস হয়ে গেছো জানো?
কথাটা বলে আমি কান্না থামাতে পারলাম না। একজন সাইক্রিয়াট্রিস্টেরর চেম্বারে বসেই কাঁদতে শুরু করলাম।
সাইক্রিয়াটিস্ট একজন ২৫-২৬ বছর বয়সী মেয়ে। আমার এভাবে হুট করে কেঁদে ফেলাতে সে বেশ অসস্তিতে পরে গেলো। আমি দ্রুত কান্না থামিয়ে বললাম
– ম্যাম, আমি আন্তরিক ভাবে দুঃখিত।
ম্যাম মুচকি হাসার চেষ্টা করে বললেন
– না না সমস্যা নেই। আপনি শুরু থেকে বললে আমার সুবিধা হতো।
– আপনার অনেক সময় নষ্ট করে ফেললাম।
– আপনি আমার কাছে সমস্যার সমাধানের জন্য এসেছেন। সময় যতই লাগুক লাগতে দিন। আপনি শুধু সম্পূর্ণ গল্পটা বলবেন। বুঝতেই পারছেন গল্পটা জানা খুব দরকার তাছাড়া আপনার কোনো হেল্প আমি করতে পারবোনা।
– আমার নাম অদ্রি।একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। ওর সাথে আমার প্রথম পরিচয় ফেসবুকে। আমার ফ্রেন্ডলিস্টে অনেক ছেলে আছে। তার মধ্যে কম বেশি সবার সাথে টুকটাক কথা হয়। তার সাথেও সেরকমই কথা হয় প্রথমে।যেহেতু আমি তাকে বাস্তব জীবনে চিনি না তাই কথা বলার কোনো আগ্রহ ছিলোনা।সে নিজেই ম্যাসেজ দিতো। আমার যেহেতু ওইসময় অনার্স ফার্স্ট ইয়ারের এক্সাম চলে তাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম।
আমার এক্সাম কেমন হচ্ছে? এটা করছি নাকি? ওটা করছি নাকি? এরকম অনেক প্রশ্ন সে আমায় করতো। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতাম আর ভাবতাম এভাবে সবকিছু কেনো জানতে চায়?
আমাকে কখনোই কেউ এইভাবে বুঝতে চায়নি, জানতে চায়নি আমার ভেতরটায় কী চলে!
 সে আমার জমে থাকা কথা গুলো জানার জন্য মরিয়া হয়ে পড়তো।
একদিন জানতে পারলাম তার ১ মাস হলো ব্রেকাপ হয়েছে।
ম্যাম, আমি ভাবলাম – আমার তো সময় আছেই। ম্যাসেঞ্জারে তো পরেই থাকি। তাহলে তার সাথে একটু কথা বললে যদি তার খারাপ লাগাটা কমে তাহলে বলি না। এমন না যে আমার খুব ক্ষতি হয়ে যাচ্ছে।
একজন মানুষকে যদি আমি একটু সাহায্য করি তাতে আমার কিছুই যায় আসবেনা।
আমার ব্যক্তিগত জীবনে এতোটা কেয়ার কোনো ছেলের কাছ থেকে পাইনি।
আমি ঠিক গুছিয়ে বলতে পারছিনা।
– সমস্যা নেই বলুন। আমার কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনাকে প্রশ্ন করবো।
– আমি আগ বাড়িয়ে ঘনিষ্টতা বাড়ায়নি।সেই আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। আমার ইচ্ছা ছিলোনা কিন্তু নাও বলতে পারছিলাম না। দেখা করার পর বুঝতে পারলাম সে ঠিক আমার সাথে কথা বলতে পারছেনা। আমি কথা বলেও যাচ্ছি কিন্তু তার মুখে হুম, হ্যাঁ ছাড়া কোনো শব্দ বের হচ্ছেনা। সেদিন বাসায় এসে অনেক ভাবলাম কিন্তু এর কারণ আমি খুজে পাচ্ছিলাম না।
আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম – আচ্ছা ম্যাসেঞ্জারে তো ম্যাসেজ একটার পর একটা দিতেই থাকিস, সামনাসামনি তো হুম হ্যাঁ ছাড়া কোনো শব্দই বের হলোনা।
ও বলল – আমি বাস্তবে কথা একটু কম বলি।
তারপর স্বাভাবিকভাবেই চলছিলো।
 একটা সময় আমি এতোটা আসক্ত হয়ে পড়লাম যে রাত জেগেও ম্যাসেঞ্জারে পড়ে থাকতাম।
সে প্রায়ই বলতো
– জানো অদ্রি, তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছো। এতো সময় আমি প্রথম তোমার সাথে ব্যয় করেছি।তোমাকে আমার ভালোলাগা, খারাপ লাগা সব বলি। না বললে না শান্তি পাইনা।
কথাগুলো আমাকে ভাবাতে শুরু করলো। অবসর সময়ে এই কথাগুলোই আমার বারবার মনে পড়তো।
একদিন কথায় কথায় আমি বলে ফেললাম
– আমাদের মধ্যে কিন্তু অটল বিশ্বাস আছে। আর একে অপরের অভ্যাস আমরা। আমাদের মধ্যে এখন আর সেই ফ্রেন্ডশিপ টা নেই। এটা এখন অন্য কোনো সম্পর্কে পা বাড়িয়েছে।
সে বলল
– দেখো বিশ্বাস আছে কিন্তু তোমাকে আমি কখনো কল্পনায় আনতে পারিনা। অভ্যাস তুমি কিন্তু তোমাকে ফিল করতে পারিনা। এভাবে কোনো সম্পর্কে জড়ায় না। যদি ফিল না করতে পারি তাহলে সেটা কোনোভাবেই সম্পর্ক হয়না।
তার কথাগুলো বাস্তবতা ছিলো। আমি মেনে নিলাম। আর কোনো প্রকার যোগাযোগ না রাখার সিদ্ধান্ত নিলাম। সে তার জায়গায় ঠিক।
আমি চাচ্ছিলাম কিন্তু
আর কথা বলতে পারছিনা। মনে হচ্ছে গলার কাছে কিছু একটা আটকে গেছে।
ম্যাম বলল
– সে আপনাকে আসতে দেয়নি। তাইতো?
– হুম।
– ঠিক ফ্রেন্ডশিপের কতদিনের মাথায় এই ঘটনাটা ঘটেছে?
– ১ বছরের মাথায়।
– আপনার উচিৎ ছিলো তখনই ছেড়ে দেয়া। তারপর কী ঘটলো?
– আমি ইচ্ছাকৃত ভাবে ফেসবুক থেকে দূরে থাকতাম। যাতে আমি দূরে সরে যেতে পারি কিন্তু তার সাথে আর একটু কথা বলার লোভ আমি ছাড়তে পারিনি। শুধু মনে হতো আর একটু কথাই তো। যতো বেশি কথা হবে তার আমার প্রতি তত বেশি মায়া বাড়বে। তখন হয়তোবা আমাকে ছাড়তে পারবেনা।ফেসবুক থেকে দূরে থাকলেও সে আমাকে ফোনে ম্যাসেজ বা কল দিতো। আমিও চাচ্ছিলাম না পুরোপুরি ভাবে তাকে ছাড়তে।
মাঝেমধ্যে আমার আবদার যখন খুব বেড়ে যেতো তখন সে আমাকে বলতো
– তুমি ভারচুয়াল জগতের ফ্রেন্ড। তোমার অস্তিত্ব ফেসবুকেই সীমাবদ্ধ। এটা মনে রাখবা।
আমি চুপচাপ শুনতাম।
তাকে প্রায়ই কথাগুলো আমি মনে করিয়ে দিতাম। প্রতি উত্তরে বলতো
– কোন সময় রেগে কী না কী বলেছি তাই ধরে বসে আছো। তোমাকে ছাড়া আমার সময় কাটেনা আর তুমি আছো এসব নিয়ে।
এভাবেই রাগ অভিমানে কাটছিলো। আমি ভাবতাম একদিন হয়তোবা আমার অস্তিত্ব স্বীকার করবে।
আজ থেকে প্রায় ছয় মাস আগে আমাকে হঠাৎ ফোন করে বলল একটু দেখা যাবে। খুব দরকার।
দেখা করতে গেলাম।
একটা ছোটো রেস্টুরেন্টে গিয়েছিলাম।প্রায় ২ বছর পর দেখা। আমার ভেতরটা ওকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছিলো।
সেই প্রথমে কথা বলল
– জানো আমার না মায়া দয়া কম। তোমার মায়া দেখে অবাক হই।
– অবাক হওয়ার কিছুই নাই।
– তুমি খুব ইমোশনাল টাইপের মানুষ। তাই তোমার সাথে আমার দেখা করতে ভালো লাগেনা।আমার আবেগ বলতে কিছুই নাই। আছে টাইম সিকনেস ব্যাপারটা। কারো সাথে বেশি সময় কাটালে তার প্রতি ভালোলাগা জন্মায় কিন্তু ভালোলাগাটা কাটাতেও পারি। এই তিনবছরে যতটুকু বুঝলাম তোমাকে আমার এখনি ছেড়ে দেয়া উচিৎ। তা না হলে তুমি বিপদে পড়বে। তোমার প্রতি আমার কোনো ফিলিংস আসেনা। যা আছে তাও ভারচুয়াল। এতদিন যা যা বলেছি,করেছি সেটাকে ফ্রেন্ড হিসেবে মেনে নাও। এতেই ভালো হবে।
আমার বলা শেষ। তোমার কিছু বলার আছে?
– না।
– কফি খাও। তোমার তো পছন্দের।
– না। আমি এখন আসি।
ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে বললাম। আমার পক্ষে এর চেয়ে বেশি বলা হবেনা। আমার ফেসবুক আইডির ইমেইল আর পাসওয়ার্ড আপনাকে দিচ্ছি। একটু পরলেই বুঝতে পারবেন।
– আপনার সামনেই আপনার মোবাইলে পড়ি? আমাকে না দিলেও হবেন।
– আপনি আমাকে হেল্প করবেন তাই আপনাকে আমার বিশ্বাস করতে হবে।
– এখনো কি যোগাযোগ আছে?
– সে যোগাযোগ রাখবেনা বলেও আমাকে মোবাইলে ম্যাসেজ দেয়। আমি কখনো রিপ্লাই দেই কখনো দেইনা।
– হুম। আচ্ছা আপনি ইমেইল পাসওয়ার্ড দিয়ে যান। আর আগামীকাল সকালে আসুন। ১০ টায় আসলেই হবে।
বিছানার উপর পরে থাকা মোবাইলে এখন আর তার আসা ম্যাসেজের নোটিফিকেশন আসেনা। বিছানার পাশে ফ্লোরে বসে চাপাস্বরে কাঁদছি। খুব ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে। তাতে হয়তোবা কষ্টটা কম হতো। আমি চাইনি তার সাথে জড়াতে সেই বারবার আমাকে জড়িয়েছে। আমি চেয়েছি তাকে দূরে রাখতে সে দেয়নি। কিন্তু এখন সে ঠিকই দূরে সরে গেলো। ভাবলো না তার অভ্যাসের সাথে জড়িয়ে থাকা মানুষটা কেমন আছে? এখন আর জিজ্ঞেস করতে আসেনা – সারাদিন কই ছিলে? খুব ব্যস্ত ছিলা?
সকাল ১০ টার একটু পরে চেম্বারে ঢুকলাম। আমাকে দেখে ম্যাম মুচকি হেসে বলল
– আপনার অপেক্ষায় ছিলাম। বসুন।
তার টেবিলের সামনের চেয়ারটাতে বসলাম।
ম্যাম বললেন
– আপনি গতকাল পুরোপুরি গল্পটা বলতে পারেননি। ম্যাসেঞ্জারের ম্যাসেজ গুলো পড়াতে আমার বেশ সুবিধা হয়েছে। আপনাদের কনভারসেশনে কয়েকটা বিষয় বুঝতে পারলাম।
১. আপনাদের মাঝে বেনামী সম্পর্কের জন্ম হয়েছিলো। আর সেই সম্পর্ক টা আপনার প্রিয় মানুষ টি তৈরি করেছিলো।যার কেন্দ্রে আপনাকে রেখেছিলো।
২. তার বলা কথাগুলো যেকোনো মেয়ের মধ্যেই ভালোবাসার অনুভূতি তৈরি করবেই। ব্যাপারটা ঠিক এরকম যে তার প্রয়োজনে আপনাকে পুরোপুরি ব্যবহার করেছে। আপনার মন খারাপের সময় আপনাকে সম্পর্কের প্রথম দিকে খুব সময় দিতো কিন্তু পরে তাকে আপনি খারাপ সময় পাননি। এটা সে ইচ্ছা করে করতো।
৩. আপনার কথায় সে বুঝতে পেরেছিলো আপনি তার প্রতি খুব দূর্বল। আপনি সবসময় আগ বাড়িয়ে তাকে বোঝানোর চেষ্টা করতেন যে, আপনাদের মাঝে বেনামী সম্পর্ক আছে।
৪. সে আপনাকে ছেড়ে দেয়ার কারণ হিসেবে সামনাসামনি যেটা বলেছে সেটা পুরোপুরি সত্য না। সত্যটা হচ্ছে সে আপনাকে গ্রহণ করতে পারবেনা। আর কারণ গুলো সে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। আপনি নিজ থেকেই বলবেন না আমি বলবো?
– আপনি বলুন।
– আপনারা সেম এজ এবং আপনি অতোটা সুন্দর না। মানে মোটামুটি। সে অনেক সুন্দরী আর অল্পবয়সী মেয়ে বিয়ে করতে চায়। এর কারণ সেক্সুয়াল জীবন দীর্ঘ হবে। ঠিক কিনা?
– হ্যাঁ।
– আরেকটা কারণ হচ্ছে, সে আপনাকে কখনোই ভালোবাসতে পারেনি। আপনার অস্তিত্বই সে স্বীকার করতে চায়না। তার জীবনে আপনার কোনো মূল্যই নেই। লাস্টের দিকের কনভারসেশন গুলোতে তাই বুঝলাম। প্রথম দিকে আর মাঝের দিকে আপনার সাথে ওভাবে কথা বলেছে যাতে তার এক্সকে ভুলে থাকতে পারে।
এক ঢিলে দুই পাখি সে মেরেছে।
আপনি কী চান এমন মানুষের সাথে লেগে থাকতে যে আপনাকে প্রয়োজনে শুধুই ব্যবহার করেছে?
– নাহ, আমি মুক্তি চাই।
– তাহলে তার সাথে যব যোগাযোগ এর পথ বন্ধ করে দিন।আপনার মা আর পরিবারের সাথে কোথাও ঘুরে আসুন। ১-২ সপ্তাহের ছুটিতে। তারপর আমার সাথে আবার দেখা করতে আসবেন। আর একটা কথা সে আপনার কাছে আবার ফিরে আসতে চাইবে।
 – না ম্যাম আসবেনা।
ম্যাম মুচকি হেসে বললেন
– সে ফিরে আসবে। এরকম প্রেমের সম্পর্কে না জড়িয়ে প্রেমিকা পেতে কেইবা চাইবেনা বলুন? আসবে সে। তখন ভাববেন,  একবার স্বার্থের জন্য আপনাকে যে ছেড়ে দিয়েছে সে যে দ্বিতীয় বার আপনাকে ছেড়ে দিবেনা তার গ্যারান্টি নেই।
মনে থাকবে তো?
– হুম।
– আর এই ১- ২ সপ্তাহ তার কাছ থেকে দূরে থাকবেন। সব যোগাযোগ বন্ধ। যদি পারেন তাহলে আবার আসবেন। আর তা না হলে এই নীলুফার ত্রিদেবী আপনাকে কোনো প্রকার হেল্প করতে পারবেনা।ভুল  একবার করেছেন আর এখনি শুধরে নিতে হবে। তা না হলে একসময় আপনি আত্মহত্যা করতে বাধ্য হবেন। আপনার আগের ছবি আর এখনকার ছবির সাথে একটু মেলাবেন। কতো রাত ঘুমান না তার হিসেব নেই। চোখের নিচে কালো দাগ তো পড়েছেই আর নিজের যত্ন তো ভুলেই গেছেন। নিজেকে ভালোবাসুন।
চেম্বার থেকে বের হয়ে এসে জোরে নিশ্বাস নিয়ে নিজেকে বললাম
– সে তার স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি।
তার নামটা আমি আর কখনো উচ্চারণও করবোনা।
ফোনের রিংটোন বেজে উঠলো। স্ক্রিনে তাকিয়ে দেখি ওর কল এসেছে। কল কেটে দিয়ে ওর নাম্বার ব্লক লিস্টে দিয়ে দিলাম।
© Maria Kabir

ফুলশয্যা_সিজন(০৩) পর্ব- ১৮

14

ফুলশয্যা_সিজন(০৩)
পর্ব- ১৮
লেখা- অনামিকা ইসলাম।

কলটা কেটে বসা থেকে উঠে দাঁড়ায় হিয়া। বড়সড় একটা নিঃশ্বাস ফেলে এদিকওদিক তাকায়। দু’হাতে বেশ শক্ত করে চেপে ধরে মাথা।
বসা থেকে উঠে দাঁড়ায় বাকি সবাই। হৃদয় স্ত্রী হিয়ার কাছে গিয়ে কাঁধে হাত রাখে। মাথা থেকে দু’হাত সরিয়ে পিছু তাকায় হিয়া। চোখের কোণে জমে থাকা জলগুলো অশ্রুবিন্দু হয়ে ঝরে পরে নিচে।
‘আমি এখন কি করব? কি জবাব দেবো আমি এখন?’ শব্দ করে কেঁদে উঠে হিয়া।
বসা থেকে উঠে দাঁড়ায় শুভ। কন্ঠকে স্বাভাবিক করার বৃথা চেষ্টা করে।’ ফুপ্পি! আমার মনে হয় নীলিমা আন্টিকে তোমার সবটা খুলে বলা উচিৎ।’
শুভ’র সাথে তাল মিলিয়ে হৃদয়ও জানায়, হ্যাঁ! আমার মনে হয় শুভ ঠিক’ই বলেছে। তোমার এখন’ই ওনাদের সবটা জানানো উচিৎ।
এরকম’ই সাতপাঁচ নানান কথা ভাবছিল ওরা। তার’ই মধ্যে নীলিমার ৬,৭টা কল এসে আপনাআপনি কেটে যায়।
তারপর অতিবাহিত হয়ে যায় দু’মিনিটেরও অধিক সময়। আর কোন কল আসেনি। এদিকে এরই মাঝে বুকে অদম্য সাহস সঞ্চয় করে ফেলেছে হিয়া। আর সেই সাহসিকতার জোরে’ই কল করে প্রাণপ্রিয় বান্ধবী নীলিমা’কে।
তারপরের কথোপকথনঃ-

– হ্যাঁলো…(হিয়া)
– হ্যাঁ, শুনছি! কোথায় আদিরা?(নীলিমা)
– আমি আসলে নিচে’ই এখন দাঁড়ি….
– আপনি উপরে নাকি নিচে সেটা তো আমি
জানতে চাইনি মিসেস হিয়া। আমি যেটা
জানতে চাচ্ছি সেটা হলো- কোথায়
আমার মেয়ে আদিরা?
– নীলিমা তুই আমার সাথে এভাবে কেন
কথা বলছিস?
– মিসেস হিয়া! আমি আপনাকে কল
করিনি কথা বলার আদব কায়দা
শিখার জন্য। আমি কল করেছি
আমার মেয়ের সাথে কথা বলার জন্য।
– নীলিমা প্লিজ আমার কথা’টা তো শুন…
– মিসেস হিয়া, আমি স্পষ্ট বাংলা’য়
জানতে চাচ্ছি কোথায় আমার মেয়ে?
– নীলিমা তুই আমার ক….
– আমি কোন কথা শুনতে চাচ্ছি না মিসেস
হিয়া। আপনি শুধু এটা বলেন যে,
কোথায় আমার মেয়ে?
– নীলিমা ও’তো…
– হ্যাঁ, বলুন! ও কি…?
– ঘুমিয়ে আছে।
– কিহ?
– ও আসলে ঘুমিয়ে আছে…
– ঘুমিয়ে আছে?
– হ্যাঁ, ও ঘুমিয়ে আছে। আসলে আজকে
কলেজে তেমন ক্লাস হয়নি তো তাই
বেশীক্ষণ পড়তে হয়নি। ডিনার করে
একটু তাড়াতাড়ি’ই ঘুমিয়ে পরেছে।
– ওহ, আচ্ছা! তাই নাকি…?
– হ্যাঁ…
– হাঃ হাঃ হাঃ হাঃ

অট্টহাসিতে ফেটে পড়ে নীলিমা। ভ্যাবাচ্যাকা খেয়ে যায় হিয়া। ফোন কানে চুপসে দাঁড়িয়ে থাকে। ওপাশে নীলিমা’র হাসি থামানোর আপ্রাণ চেষ্টা চলছে। চেষ্টা করছে আবির। কিন্তু কিছু’তেই নীলিমা’র হাসি থামছে না। পরিস্থিতি বেগতিক দেখে নীলিমা’র গালে জোরে একটা থাপ্পর মারে আবির। নীলিমা ছিটকে পড়ে যায়। সেই সাথে ফোনটাও। হিয়া তখনো লাইনে’ই ছিল। ফোনের লাউডস্পিকার জানান দিচ্ছিল ওপাশে ঠিক কি হচ্ছে…!
ফোন হাতে আবির দেখতে পায় লাইন’টা এখনো কাটেনি। আর তাই ফোনটা কানে ধরে। তারপর কোন রকম সালাম কুশল বিনিময় ছাড়া’ই একটা প্রশ্ন ছুঁড়ে দেয় হিয়া’র উদ্দেশ্যে- ‘ বড্ড ভরসা করে মেয়ে’টাকে তোমার কাছে রেখেছিলাম। বিনিময়ে এই তার প্রতিদান দিলে তুমি…?’
ঢোক গিলে হিয়া। প্রশ্নের জবাবে কিছু একটা বলতে চায়। তার আগেই ফোন কেটে দেয় আবির। বন্ধ করে দেয় ফোন।
পরে অনেক বার ট্রাই করেছে কিন্তু প্রতিবার’ই ফোনটা বন্ধ দেখিয়েছে….!
উত্তেজিত আঁখি কোন কথা ছাড়া’ই মায়ের থেকে ফোনটা এনে নিলয়ের নাম্বারে কল দেয়।
তারপরের কথোপকথনঃ-

– হ্যাহ্যাহ্যাঁলো…(আঁখি)
– জ্বি, কে বলছেন?(নীলয়)
– নীলয় আমি আঁখি। চিনতে পারছো?
– ওহ, আঁখি আপু!!!
– হ্যাঁ, তোমার আপু কেমন আছে?
– এতক্ষণে আপুর কথা মনে হলো?
– নীলয় বাদ দাও না! কোথায় নুহা?
– হসপিটালে…
– কিহ?
– হ্যাঁ, হসপিটালের বেডে শুয়ে আছে আপু।
– কিকিকি হয়েছিল ওর?
– কি হয়েছিল, নাহ?
– হ্যাঁ, বলো নীলয়। কি হয়েছিল?
– কি হয়েছিল সেটা তো আমি জানি না।
কারণ আমি কলেজে ছিলাম। কলেজ
থেকে যখন ফিরি তখন পুরো বাড়ি জুড়ে
মানুষের উপস্থিতি ছিল দেখার মতো।
আব্বু আম্মু বিদেশ থেকে ফিরছে
এজন্য যতটা না মানুষ এসেছিল তার
থেকেও বেশী মানুষ এসেছিল এটা শুনে,
বাবা মা’য়ের সাথে মেয়ের লাশও
এসেছে।
– মানে কি নীলয়?
– তোমাদের বাসার অদূরে’ই আপুর
এক্সিডেন্ট হয়েছিল। বাবা যখন
এয়ারপোর্ট থেকে সরাসরি তোমাদের
বাসায় যাচ্ছিল সারপ্রাইজ দেয়ার জন্য
আপু তখন রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায়
পরে ছিল। কাকতালীয় ভাবে আব্বু
আম্মু সেখানে’ই পৌঁছে এবং তখন’ই
আপুকে নিকটস্থ হসপিটালে নিয়ে যায়।
আপুর অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল।
ওরা আপুকে ফিরিয়ে দেয়। তারপর
আপুকে প্রাইভেটে নিয়ে গেলে
সেখানকার ডাক্তার জানায় আপু মারা
গেছে। সাথে সাথে আপুকে বাড়িতে নিয়ে
আসার ব্যবস্থা করা হয়। বাড়িতে কান্নার
রুল পড়ে গিয়েছিল। কেউ কেউ তো
কবর খুঁড়ার কাজও শুরু করে
দিয়েছিল। গোসল করাতে নিয়ে যাওয়া
হয় আপুকে। ছোট্ট দেহের প্রাণটা তার
অস্তিত্ব জানান দেয়ার জন্য হয়তো বা
ব্যতিব্যস্ত হয়ে উঠে। নড়ে উঠে আপু।
আপুর হৃদস্পন্দন একটু একটু করে
উঠানামা করতে থাকে। আপুকে তখন’ই
নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়া হয়…

পুরো ঘটনা শুনে যেন স্তব্ধ হয়ে গেছে আঁখি। ওর মুখ দিয়ে কোন কথা’য় সরছে না। চোখ দিয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পরছে। কাছে যায় শুভ। আঁখির হাত থেকে ছুঁ মারা’র ন্যায় ফোন’টা নিয়ে নিজ কানে ধরে। ওপাশে ক্লান্ত গলায় নীলয় তখনো বলে’ই চলছে- “শুনেছি কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে আপু’র। তবে মা আমাদের কাউকে আপুর কেবিনে যেতে দেয়নি। আপুর এ অবস্থার জন্য নাকি দাদীমা, আমি, ফুপ্পি, আদিত্য ভাইয়া, সবাই, সবাই দায়ী। তাই মা আব্বু ছাড়া আমাদের কাউকে ঢুকতে দেয়নি ভিতরে। দেখতে দেয়নি আপুকে। আপু এখন আমাদের গ্রামের হসপিটালে’ই আছে। দোয়া করো। রাখছি….!”
ফোনটা কান থেকে নামিয়ে সোফায় বসে পড়ে শুভ। চোখ মুখ শক্ত করে উপরের দিকে তাকিয়ে আছে সে।
পাশে এসে বসে হিয়া। ‘শুভ! বাবা কি হয়েছে? কোথায় নুহা? জানতে পেরেছিস কিছু?
কিচ্ছু জবাব দেয়নি শুভ। হিয়া এবং হৃদয় দু’জনে’ই ছুটে যায় মেয়ে আঁখির কাছে। আঁখি ওর বাবা মা’কে সবটা জানালে তবে’ই ওরা আশস্ত হয়।
তবে টেনশন দুর হয়নি। হিয়া কিংবা তার পরিবার কেহ’ই জানে না নুহার বর্তমান অবস্থা…

সেই রাতে’ই হিয়া রওয়ানা দেয় নুহার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সাথে আছে শুভ, আঁখি এবং হৃদয়। বাসা থেকে বেশ ক্ষাণিকটা দুরে গিয়ে হৃদয়ের মনে পড়ে অত্যাধিক তাড়াহুড়ায় বাড়ির মেইন গেইট’টাই বন্ধ করতে ভুলে গেছে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে হৃদয় শুভকে পাঠায়। মেইন গেইট’টা বন্ধ করে চাবিটা সাথে নিয়ে আসার জন্য।
শুভ চটজলদি বাসায় গিয়ে হাজির হয়। হিয়া’র রুম থেকে চাবি আনার এক পর্যায়ে কি মনে করে যেন উঁকি দেয় নিজের রুমের দিকে। তারপর যা দেখলো তাতে শুভ’র চক্ষু ছানাবড়া হয়ে গেল। প্রচন্ড রাগে গর্জে উঠে শুভ।
” ছোট্ট আদনান খাটে গভীর ঘুমে তলিয়ে গেছে। তার পাশে দাঁড়িয়ে আছে ফারহানা এবং তার মা। দুজনে’ই আদনানের হাত থেকে কিছু একটা খুলার আপ্রাণ চেষ্টা করছে।”
প্রচন্ড রাগে দু’হাত মুঠো করে করে দরজা’র সামনে দাঁড়িয়ে থাকা শুভর মনে পড়ে নুহা’র বলা সেই কথা- ‘রাগ আসে শয়তানের থেকে! রাগ’কে প্রশ্রয় দিতে নেই….!’

শান্ত হয়ে যায় শুভ। অট্টহাসিতে ফেটে পড়ে। ঘটনার আকস্মিকতায় চমকে উঠে পিছনে তাকায় মা-মেয়ে। শুভ’র চোখে মুখে তখনো তাচ্ছিল্যের হাসি ছিল।
” হা, হা! শেষে কি না তুমি নিজের ছেলের হাতের আংটি চুরি করলে….!”

চলবে…

ফুলশয্যা_সিজন(০৩) পর্ব- ১৭

0

ফুলশয্যা_সিজন(০৩)
পর্ব- ১৭
লেখা- অনামিকা ইসলাম।

ফারহানাকে বাসায় পৌঁছে দিয়ে অফিস পানে ছুটে যায় শুভ। অফিসে গিয়ে ক্লান্ত দেহটাকে চেয়ারে এলিয়ে দেয়। মাথাটা প্রচন্ড ব্যথা করছিল শুভর। হাতের কাছেই ড্রয়ার ছিল। যার ভিতরে রাখা প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ঔষধ পত্র। সেখান থেকে ব্যথার একটা ট্যাবলেট খেয়ে নেয় শুভ।
মিনিট ত্রিশেক অতিক্রম হয়ে গেছে। মনে হচ্ছে ব্যথাটা সেরে গেছে পুরোদমে। কিন্তু ভিতরে কেন এরকম লাগছে? বসা থেকে উঠে দাঁড়ায় শুভ।
পায়চারী করতে থাকে রুম জুড়ে। আজ তো একটা দু’মুখো সাপের বিষ দাঁত ভেঙে ঘুরিয়ে দিয়েছি। আর কখনো ছোবল বসাতে পারবে না আমার পরিবারের কারো উপর। আজ তো আমার সুখের দিন। সুখ সাগরে ভেসে যাওয়ার দিন। কিন্তু এরকম লাগছে কেন আমার? সুখে আত্মহারা হওয়ার বদৌলতে ভিতরে অস্থিরতা কেন বিরাজ করছে? আমার জীবনে তো আজ সব, সব আছে। তারপরও কিসের এত শূন্যতা? উফফ, এমন কেন লাগছে আমার?
অজানা এক যন্ত্রণায় চোখ দুটো বন্ধ করে ফেলে শুভ। রুমে ঢুকে ম্যানেজার। জানতে চায় উদাসীনতার কারণ। জবাবে শুভ জানায়- শরীরটা বড্ড খারাপ লাগছে, চাচা! আমি আর থাকতে পারছি না এখানে। বাসায় যেতে হবে আমার। আপনি কি এদিকটা একটু সামলাতে পারবেন?
ম্যানেজার শুভকে নির্ভয় দিয়ে বাসায় গিয়ে রেস্ট নিতে বলেন। শুভও পরম নিশ্চিন্তে বাসার উদ্দেশ্যে গাড়িতে করে রওয়ানা দেয়।

হন্যে হয়ে গাড়ি চালাচ্ছে শুভ। মাঝ রাস্তায় কি মনে করে যেন গাড়িটি নিয়ে ডানে মোড় নেয়। নুহাদের কলেজ গেইটের সামনে এসে গাড়ি থামায় শুভ। গাড়ি থেকে নেমে দাঁড়ায়।
ইতস্তত শুভ কলেজ গেইটের সামনে পায়চারী করছে। যদিও এটা নুহার কলেজ তথাপি আজই প্রথম এসেছে এখানে। কিভাবে, কি কারণে নুহার সামনে গিয়ে দাঁড়াবে সেটাই বুঝতে পারছে না শুভ। এদিকে পূর্ব পরিচিত কেউ নেইও এই কলেজে, যাকে দিয়ে নুহাকে খবর পাঠাবে।
ব্যর্থ মনোরথ নিয়ে ফিরে আসছিল শুভ। পিছন থেকে একটা মেয়েলি কন্ঠ ভেসে আসে। “আসসালামু আলাইকুম, স্যার….”
থমকে দাঁড়ায় শুভ। সালামের সঠিক জবাব দিয়ে পিছু ফিরে তাকায়….
– তুমি?
— জ্বি, স্যার! কেমন আছেন?
– এইতো আলহামদুলিল্লাহ!
— স্যার এখানে কি জন্য এসেছেন?
– আমার একটা হেল্প করবা?
— জ্বি, স্যার বলুন…
– তুমি তো এই কলেজেই পড়ো, না?
— জ্বি, স্যার!
– কিসে পড়ো জানি?
— ম্যাথে অনার্স করতেছি। ২য় বর্ষ স্যার।
– গুড।
— স্যার কি হেল্প বললেন না তো…
– আসলে তোমাদের কলেজে ১ম বর্ষে এবার একটা মেয়ে ভর্তি হয়েছে। নুহা নাম তার। ও আমাদের রিলেটিভ। তুমি যদি একটু ওকে ডেকে দিতে…
— স্যার, কিসের পড়ে ও? ইন্টারে?
– হ্যাঁ, হ্যাঁ! সাইন্সের স্টুডেন্ট। নাম নুহা….
— আচ্ছা, স্যার। আমি এখনি ডেকে দিচ্ছি।
– ঠিক আছে।

কথা হচ্ছিল শুভর সাথে ওর স্টুডেন্ট তানহার। একটা সময় তানহা এবং তার বান্ধবীরা শুভর কাছে উচ্চতর গনিত প্রাইভেট পড়তো। পরিচয়টা সেখান থেকেই।
মিনিট সাতেক পর ফিরে আসে তানহা। তানহাকে দেখে প্রশ্ন করে শুভ, কই? পেয়েছ?
মুখে মলিন হাসির রেখা ফুটিয়ে তুলে তানহার জবাব, স্যার! নুহা বলে কোন মেয়ে সাইন্সের গ্রুপে নেই। তবে আদিরা মাহমুদ ‘নুহা’ নামের একজন আছে।

– আদিরা? হ্যাঁ, হ্যাঁ! নুহা’ই আদিরা। কোথায় ও?
— স্যার ও আসেনি আজকে?
– আসেনি???
— ওর সহপাঠীরা তো সেটাই বলল।
– আচ্ছা, ঠিক আছে। তুমি এখন আসতে পারো।
— ঠিক আছে, স্যার! আসসালামু আলাইকুম।
– ওয়ালাইকুম আসসালাম।

কলেজ গেইট দিয়ে ভেতরে চলে যায় তানহা। প্রচন্ড এক দীর্ঘশ্বাস ছেড়ে গাড়িতে উঠে বসে শুভ। আশেপাশে আরো একবার ভালো করে চোখ বুলিয়ে স্টার্ট দেয় গাড়ি।
আঁখির কলেজের সামনে দিয়েই যাচ্ছিল। চোখ আটকে যায় অদুরে দাঁড়িয়ে থাকা আঁখির দিকে। যার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একদল বখাটে। রাগে দিগ্বিদিক শূন্য শুভ গাড়ি থেকে নেমেই এলোপাথাড়ি ভাবে কয়েকটা কিল ঘুসি বসিয়ে দেয় এক বখাটের পেটে, বুকে। ‘ এইরে! আশিক স্যার’ বলেই দৌঁড়ে পালিয়ে যায় বাকি বখাটেরা। মাইর খেয়েছে যে বখাটে সবশেষে সে বিনীত ভঙ্গিতে মাথা নিচু করে আঁখি এবং একসময়কার স্যারের কাছে মাফ চেয়ে সে স্থান পরিত্যাগ করে।
আঁখির দিকে ফিরে তাকায় শুভ। উঁচু গলায় বলে উঠে, দাঁড়িয়ে কেন আছিস? আর কিসের শুটিং দেখানোর বাকি আছে?
নিশ্চুপ আঁখি দ্রুত গাড়িতে গিয়ে বসে। শুভর ভয়ানক চেহারা দেখে ভয়ে রীতিমত কাঁপছে সে। ভিতরে প্রচন্ড রাগ পুষে রেখে গাড়ি স্টার্ট দেয় শুভ। গাড়ি চলছে। প্রচন্ড দ্রুতগতিতে গাড়ি চলছে সম্মুখপানে। না জানি এক্সিডেন্ট হয়ে যায় সেই ভয়ে উচ্চস্বরে চিৎকার শুরু করে আঁখি। বিলাপ করে বলতে থাকে- ‘ভাইয়া! প্লিজ আস্তে চালা গাড়ি। প্লিজ ভাইয়া, প্লিজ…’
নিরাপদ স্থানে গিয়ে জোরেশোরে ব্রেক কষে শুভ। রাগান্বিত দৃষ্টিতে ফিরে তাকায় আঁখির দিকে।
ভয়ে ঢোক গিলে আঁখি। আমতাআমতা স্বরে প্রশ্ন করে শুভকে- ‘কি হলো? এভাবে বড় বড় চোখে আমার দিকে কেন তাকিয়ে আছিস?’

– বোরকা ছাড়া তোকে বাসা থেকে বের হওয়ার পারমিশন কে দিয়েছে?
— কে মানে? কি বলছিস তুই এসব?
– বোর…কা ছা…ড়া তু…ইইই কেন এসে….ছিস?
— ক্ষেপে যাচ্ছ কেন?
– প্রশ্নের বদলে প্রশ্ন নয়, উত্তর দে…
— ভাইয়া! পরীক্ষা চলছে। কলেজ ড্রেস না পরে আসলে গেইটের ভেতর ঢুকতে দেয় না।
– কিসে পড়িস তুই?
— অনার্স ২য় বর্ষে।
– অনার্স ২য় বর্ষ পড়ুয়া এক ছাত্রীকে বোরকা পরার অপরাধে পরীক্ষার হল থেকে বের করে দেয়া হয়েছে। এরকম রেকর্ড কখনো হয়েছে?
— নাহ…কিন্তু….
– একদম কিন্তু কিন্তু করবি না। কাল থেকে বোরকা পরে আসবি।
— তোর কি মনে হয়? বখাটেদের বাজে মন্তব্যের জন্য এটাই দায়ী?
– সেটা নয়।
— তবে?
– নুহাকে অনুসরন কর।
— মানে কি?
– নুহা তথা ইসলামিক জীবনাদর্শ অনুসরন কর। এতে শুধু ইহজাগতিক কল্যান নিশ্চিত হবে না। অর্জন করতে পারবি তুই মৃত্যুর পরের জগতের জন্য পাথেয়।
— ভাইয়া, তুই অনেক বদলে গেছিস।
– হু, নুহাও বলে।
— কিহ?
– কিছু না। চল…
— হাঃ হাঃ হাঃ হাঃ
– কি হলো? হাসছিস কেন?
–কই হাসছি না তো। দেখে গাড়ি চালা…

বিকেল সাড়ে তিনটে নাগাদ বাসায় আসে ওরা। প্রতিদিনের মতো সেদিন আর ড্রয়িংরুমে কেউ বসে ছিল না। নিস্তব্ধতা। পুরো বাসা জুড়ে কি রকন অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছিল।
“আদনান! আদনান! আদনান…”
উচ্চস্বরে ডাকতে থাকে আঁখি। উপরতলা থেকে ছুটে আসে দাদীমা। দাদীমাকে দেখে প্রশ্ন করে আঁখি-
‘ দাদীমা! আদনান কোথায়? আর আম্মু আসেনি?’
– অনেক কষ্টে ঘুম পাড়ালাম। তোর মা এখনো আসেনি।
— আর নুহা? নুহা কোথায়? ওকে দেখছি না যে!
– সকালে এসে তো আমি ওকে দেখিনি। কেন? কোথায় গেছে ও?
— কোথায় আর যাবে! মনে হয় কলেজে…
– আচ্ছা, যা! ফ্রেশ হয়ে শুভ আর ফারহানাকে নিয়ে নিচে আয়।
— আচ্ছা…

সেই তখন থেকে মনে মনে নুহাকে খুঁজছে শুভর দুটি চোখ। কিন্তু কোথাও খুঁজে পায়নি কাঙ্খিত মানুষটিকে। দিশেহারা শুভ নুহাকে খুঁজতে খুঁজতে নিচে চলে আসে। খাবার টেবিলের সামনে এসে থমকে দাঁড়ায় শুভ। না চাইতেও ধীর গলায় গলায় বলে উঠে- ‘নুহা কোথায়?’
মুখে ইষৎ হাসি ফুটে উঠে দাদীমার মুখে। ‘এসেছিস দাদাভাই? বস। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে।’
জবাবে কিচ্ছু বলেনি নুহা। শুকনো মুখে ফিরে তাকায় আঁখির দিকে।
বিস্মিত আঁখি প্রশ্ন করে শুভকে, কি হলো? টেবিলে না বসে এভাবে আমার দিকে কেন তাকিয়ে আছিস?
– নুহা কোথায়?
— কলেজে।
– ও কলেজে নেই…
— নেই?
– না নেই…
— তাহলে হয়তো কোথাও গিয়েছে।
– কোথায় যাবে ও?
— কত জায়গায়’ই তো যেতে পারে।
– এই শহরে ওর আপন বলতে হিয়া ফুপ্পি ছাড়া আর কেউ নেই।
— তাহলে হিয়া ফুপ্পির কাছেই গেছে।?
– মেজাজ খারাপ করিস না।
— ওরে বাবা! রেগে যাচ্ছিস কেন?
– দে! আমাকে ফুপ্পির ফোন নাম্বারটা দে।
— আশ্চর্য! তুই সামান্য বিষয়কে এত বড় করে কেন দেখছিস?
– কথা বাড়াবি না। রাগ উঠাবি না একদম…
— ওকে, ওকে। তুল নাম্বার…
– হু,
— 01737…….63….
– দাদীমা! তোমরা খেয়ে নাও। আমি আসি একটু।

ফোন কানে নিয়ে নিজের রুমের দিকে চলে যায় শুভ। ফোন করে সবটা জানায় হিয়াকে। হসপিটাল থেকে ফিরছিল হিয়া। খবর পেয়ে চিন্তিত হিয়া মাঝ রাস্তা থেকেই ছুটে যায় নুহার কলেজের দিকে। কলেজ ততক্ষণে ছুটি হয়ে গেছে। অফিসটা তখনো খোলা ছিল। হিয়া অফিসে স্যারদের সাথে দেখা করে নুহার বিষয়ে জানতে চায়। ওরা খাতা ঘেটে জানায়- “স্যরি, ম্যাম! আদিরা মাহমুদ ‘নুহা’ অনুপস্থিত। ও আসেনি আজকে।”
মলিন মুখে অফিস থেকে বেরিয়ে যায় হিয়া। কল করে হৃদয়কে। খবর পেয়ে সমস্ত কাজকর্ম ফেলে ছুটে আসে হৃদয়ও।
আশেপাশের সকল অলিতে-গলিতে নুহার খুঁজ করা হয়েছে। কোথাও নুহাকে দেখতে পাওয়া যায়নি।
হন্যে হয়ে শুভ খুঁজ করে আশপাশের হসপিটাল গুলোতে। সেখানেও খুঁজে পাওয়া যায়নি নুহাকে।

বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত হয়। নুহার সন্ধান আর মেলেনি। বাধ্য হিয়া স্বামীকে সাথে করে বেরিয়ে পরে রাস্তায়। এক এক করে সবার কাছে নুহার বর্ণনা দিয়ে জানতে চায় দেখেছে কি না। সবার একই উত্তর, নাহ! দেখিনি এমন কাউকে…

রাত্রি আনুমানিক ১০টা কি সাড়ে ১০টা বাজে। চিন্তিত মনে ড্রয়িংরুমের সোফায় বসে আছে সবাই। ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদছে হিয়া।
” ওর নানুর বাড়িতে খুঁজ নিয়েছি। এমনকি পুরো শহর তন্নতন্ন করে খুঁজেছি। কোথাও পাইনি। কোথায় গেছে মেয়েটা?”
কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ছিল হিয়া।
পাশ থেকে হৃদয়ের প্রশ্ন- একমিনিট, একমিনিট! কান্না থামাও হিয়া। আমরা তো ওর দাদীর বাড়িতে ফোন করিনি। ওতো দাদীর বাড়িতেও যেতে পারে।
হৃদয়ের কথায় কান্না থামিয়ে দেয় হিয়া। হ্যাঁ, হ্যাঁ! আমায় ফোনটা দাও।
হৃদয় স্ত্রী হিয়ার দিকে ফোনটা বাড়িয়ে দেয়। কাঁপা কাঁপা হাতে হিয়া একটা একটা করে ডিজিট তুলতে থাকে। শেষ ২ডিজিট বাকি ছিল। তুলতে পারেনি। তার আগেই ফোনের স্ক্রিনে ভেসে উঠে একটা অচেনা নাম্বার।
উত্তেজিত হিয়া ফোন রিসিভ করতে গিয়ে ভুলে কেটে দেয়। তারপর কানে নিয়ে হ্যালো, হ্যালো করতে থাকে। কানে থাকা অবস্থায় রিং বেজে উঠে আবারো।
হিয়ার হাত থেকে ফোন নিয়ে যায় আঁখি। দ্রুত ফোন রিসিভ করে পরিচয় জানতে চায়।
পরিচয় শুনে স্তব্ধ হয়ে যায় আঁখি। ওপাশের মানুষটি নাকে মুখে কথা বলে যাচ্ছে। কিন্তু আঁখি একদম নিশ্চুপ। মুখ দিয়ে কোন কথা’য় বের হচ্ছে না ওর। যেন সে কথা বলার শক্তি হারিয়েছে।
” কি হলো? কে ফোন করেছে?”
শুভর ডাকে ঘোর কাটে আঁখির। দ্রুত ফোনটা কেটে বন্ধ করে দিয়ে ভয়ার্ত দৃষ্টিতে মায়ের দিকে ফিরে তাকায়। তারপর অনেকটা কাঁপা গলায় বলে- আম্মু! নীলিমা আন্টি…..
চমকে উঠে হিয়া। ‘কিহ? নীলিমা?’
– হ্যাঁ, আম্মু! নীলিমা আন্টি কল দিয়েছে। তোমার সাথে কথা বলতে চাচ্ছে।
— নীলিমা সুস্থ হয়ে গেছে?(হৃদয়)
– কথা শুনে তো সেটাই মনে হলো বাবা।
— কিন্তু আমি এখন কি করবো’রে মা? কিভাবে কথাটা ওকে জানাবো…(হিয়া)
– আহ, হিয়া! কান্না থামাও তো। তুমি আগে নীলিমার সাথে কথা বলে দেখো।
— ঠিক আছে। আঁখি তোর আবির আংকেলের নাম্বারে কল দিয়ে দে…
– দিচ্ছি….
— …….
– ……………
— ……………..
– আম্মু! নাম্বার তো বন্ধ।
— স্যার টু লিখা দ্যাখ আরেকটা নাম্বার। ঐটায় দে…
– ঠিক আছে।
— ………..
– আম্মু এটাও বন্ধ…
— কি বলছিস কি?
– হ্যাঁ, আম্মু। বন্ধ’ই তো দেখাচ্ছে।
— এই! তখন কোন নাম্বারে ফোন দিয়েছে? (শুভ)
– এই যে…
— এটা তো বাংলাদেশী নাম্বার।(শুভ)
– কিহ?(হিয়া)
— হ্যাঁ, ফুপ্পি! এটা বাংলাদেশী নাম্বার।
– আচ্ছা, কল দে তো মা…(হৃদয়)

যেই আঁখি কল দিতে যাবে অমনি ঠিক একই নাম্বার থেকে আবারো কল আসে। উত্তেজিত আঁখি ফোন রিসিভ করে স্পিকার বাড়িয়ে দিয়ে মায়ের মুখের কাছে ধরে।
– আসসালামু আলাইকুম। কে বলছেন?
— আবির।
– স্যার, নীলিমা সত্যিই..(….)….???
— সুস্থ হয়ে গেছে।
– কখন? কোনদিন স্যার? দেশে আসছেন কবে?
— আমরা দেশে’ই আছি।
– কিহ? কবে এসেছেন স্যার?
— আজ’ই।
– কেমন যেন অবিশ্বাস্য…(…)…???
— নীলিমা কথা বলবে তোমার সাথে। নাও।
– হ্যালো, নীলি…..মা কেমন আছিস?
— যেমন রেখেছেন…
– মানে?
— কিছু না। আদিরা কোথায়? ওর কাছে ফোনটা দেন একটু। কথা আছে।
– আআআদিরা…???
— হ্যাঁ, আদিরা। ফোনটা ওকে একটু দেন…
– তোর কন্ঠ এমন শুনাচ্ছে কেন? তুই কি অসুস্থ্য?
–মিসেস হিয়া! আপনার কথা শুনতে আমি একদম প্রস্তুত নয়। তাই প্লিজ ফোনটা কাইন্ডলি আমার মেয়ের হাতে দেন।
– হিয়া বলছিলাম কি তুই আজ কখন এসেছিস?
— মিসেস হিয়া! আমি আবারো বলছি, আপনার সাথে কথা বলার মতো সময় এবং মন মানসিকতা এই মুহূর্তে কোনোটাই আমার নেই।
– কিসব কথা বার্তা বলছিস তুই নীলি? তুই কি সত্যিই সুস্থ হয়ে এসেছিস? না মানে…(….)….???
–মিসেস হিয়া! আমাকে নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। আমি একদম সুস্থ আছি। এখন আপনি দয়া করে ফোনটা আমার মেয়ের কাছে দিন।
– নীলি তুই এভাবে কেন….(….)…???
— যেটুকু বলেছি সেটা আপনার জন্য অনেক বেশী হয়ে গেছে মিসেস হিয়া…
– নীলি তুই আমাকে এভাবে???
— হ্যাঁ, আমি এভাবেই বললাম। কারণ আপনার সাথে কথা বলতে আমার এখন রুচিতে বাঁধছে…
– কিন্তু আমি কি করেছি নীলি?
— কেন? আপনি জানেন না? জানেন না আপনি কি করেছেন?
– নীলি! প্লিজ এভাবে বলিস না।
— হ্যাঁ, বলবো না। আমি আপনাকে এভাবে আর কখনো বলবো না। আপনি শুধু এই মুহূর্তে আমার মেয়ের সাথে একবার কথা বলিয়ে দিন….

চলবে…

ফুলশয্যা_সিজন(০৩) পর্ব- ১৬

0

ফুলশয্যা_সিজন(০৩)
পর্ব- ১৬
লেখা- অনামিকা ইসলাম।

সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে শুভ এদিক ওদিক করতে থাকে। চোখ দেখে মনে হচ্ছে যেন কাউকে খুঁজছে। সেটা দেখে হিয়ার প্রশ্ন-
” কিরে! কাউকে খুঁজছিস?”
আমতাআমতা করে শুভর জবাব, ইয়ে ফুপ্পি! আর সবাই কোথায়?
চারিদিকে চোখ বুলিয়ে হিয়ার স্বামী হৃদয়ের জবাব, ‘কই! সবাই তো এখানে উপস্থিত আছে…’
শুভ পুনরায় এদিক ওদিক তাকাতে থাকে। তারপর অনেকটা নিচু গলায় জবাব দেয়- ইয়ে মানে! ফারহানাকে যে দেখছি না…?
শুভর মুখে ফারহানার নাম শুনে চমকে উঠে সবাই। হিয়া’তো ভাত মুখে দিতে গিয়ে রীতিমত বিষম খায়।
হৃদয় পানির গ্লাসটা স্ত্রীর দিকে এগিয়ে দিতে অনেক বিস্মিত গলায় প্রশ্ন করে-
‘শুভ? তুই সত্যি সত্যি ফারহানাকে খুঁজছিস তো?’
ভ্রু-কুচকে শুভর জবাব, হ্যাঁ, আমি ফারহানাকে খুঁজছি। কেন? কোন সমস্যা?
ক্ষাণিক কেশে হিয়ার জবাব, আরে না, না! সমস্যা কেন হবে? আসলে জানতে চাচ্ছিলাম হঠাৎ
করে এভাবে ফারহানাকে কেন খুঁজছিস?
স্বাভাবিক গলায় শুভর জবাব, শপিংয়ে যাবো…

আনন্দে পারলে লাফ দিতে পারছে না ফারহানার মা। এতক্ষণ টেবিলে বসে থেকে সবার সব কথা নিরবে শুনে গেলেও আর চুপ থাকতে পারছে না।
আর এত বড় একটা সু-সংবাদ শুনার পর চুপ থাকতে পারার কথা’ও নয়। তাই অনেকটা জোর গলায় বলে উঠে-
— বাবা! ও তো ঘরেই আছে। ভালো করছো বাবা। ও অনেকদিন ধরে বাহিরে যায় না।
— হু, সেই জন্য’ই তো এ সিদ্ধান্ত।
— এখানে কি খায়, না খায় সেটাও জানি না। তুমি তো ওকে এখানে আসতে মানা করেছ। বলছিলাম কি ফেরার পথে ওকে নিয়ে কোন ভালো রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা করে এসো।
— জনমের লাঞ্চ করাবো আজকে…(বিড়বিড় করে)
— কিছু বললে বাবা?
— বলছিলাম কি- আমার ব্রেকফাস্ট করা শেষ। ওকে একটু ডাকুন। আমার এখনি বেরোতে হবে।
— ঠিক আছে বাবা! আমি এখনি ডাকছি…
“ফারহানা মা, কইরে….”
ফারহানাকে ডাকতে ডাকতে ওর মা উপরের দিকে চলে যায়।

টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় নুহা। পাশ থেকে দাদীমার প্রশ্ন- ‘সে কি! তুইও উঠছিস যে?”
নীচু গলায় নুহার জবাব, আমার জরুরী কাজ আছে দাদীমা!
এবার হিয়ার প্রশ্ন- ব্রেকফাস্ট’টাতো করে যা…
— না, আন্টি! আমার এখনি যেতে হবে।
— দাঁড়া, তোর আংকেল তোকে পৌঁছে দিবে।
— না, আমার এখনি বের হতে হবে।
— আচ্ছা, যা ভালো মনে হয়…

নুহা দ্রুত হেঁটে উপরতলায় চলে যায়। চটজলদি বোরকা পরে রেডি হয়ে নেয়। হিয়া’রা তখনো টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। বিনীত ভঙ্গিতে নুহা সবাইকে জানায়- “আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম…”
সালাম দিয়ে রুম থেকে বের হয়ে যায় নুহা। ডেকে আনে রাস্তার ওপাশ থেকে এক সিএনজিওয়ালাকে।

তারপরের কথোপকথনঃ-
” কোথাও যাবেন, আপা?”
— হু…
— কোথায়?
— একটু দাঁড়ান আপনি…
— দাঁড়িয়ে তো আছি’ই। কোথায় যাবেন আপনি সেটা তো বললেন না।
— ২মিনিট পর বলছি…(এদিক ওদিক তাকিয়ে)
— আপা কি সত্যিই কোথাও যাবেন, নাকি মস্করা করার জন্য ডেকে এনেছেন?
— চলেন…
— কোথায় যাবো?
— ঐযে সামনের ঐ গাড়িটাকে ফলো করেন।
— ওহ, আচ্ছা!
— হু, দ্রুত চলেন…

শুভ চলছে ফারহানাকে সাথে করে সামনের দিকে। তাদের ফলো করে পিছন দিয়ে যাচ্ছে নুহা। যদিও রাতে হোস্টেলে চলে যাবার ব্যাপারে ফাইনাল কথাবার্তা হয়ে গিয়েছিল হিয়ার সাথে। কিন্তু ভোরে কি মনে করে যেন নুহা হিয়াকে না করে দেয়। বলে দেয়- ‘আপাতত হোস্টেলে যাবে না। গেলেও ঈদের পর যাবে…’

যায় হোক! যে কথাটি বলছিলাম। শুভর গাড়ির পিছু নিয়ে একসময় নুহা কাঙ্খিত গন্তব্যে পৌঁছে যায়। সিনএনজি ওয়ালা ধীর গলায় জানায়-
‘ ঐতো, তারা শপিংমলের সামনে নামলো…’
‘ঠিক আছে। আমার গন্তব্যও তাহলে এটাই।’ নুহা সিএনজি থেকে নেমে সিএনজিওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে একটা বিল্ডিংয়ের আড়ালে দাঁড়ায়।

এদিকে শুভ গাড়ি থেকে নেমে অনেকটা অস্বস্তির সাথে, ভেতরে বিরক্তি পুষে নিয়ে ফারহানাকে কোলে করে বাহিরে বের করে হুইলচেয়ারে বসিয়ে দেয়।তারপর হাসোজ্জল মুখে হুইলচেয়ার ঠেলে, ফারহানাকে সাথে করে ভিতরে ঢুকে শুভ।
চোখের জল মুছতে মুছতে আড়াল থেকে বেরিয়ে আসে নুহা। এ দৃশ্য দেখার পর সামনে এগিয়ে যাওয়ার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে সে। তারপরও বহুকষ্টে, ভারাক্রান্ত মনে পিছু নেয় শুভদের।

শপিংমলের দোকানে দোকানে শুভ ফারহানাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কেনাকাটা করছে। কখনো কখনো হেসে কুটিকুটি হয়ে যাচ্ছে।
ভেতরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে নুহার। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে ওর। কিন্তু পারছে না। ছোট্ট বাচ্চাদের ন্যায় ঠোঁটজোড়া কেবল মৃদু কাঁপছে ওর। মনে হচ্ছে কিছুক্ষণের ভেতর কান্না চলে আসবে। না, না! আমি আর পারছি না এভাবে কান্না লুকাতে।
দৌঁড়ে শপিংমল থেকে বেরিয়ে যায় নুহা।উত্তেজিত নুহা কান্না করতে করতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে টের পায়নি। যখন টের পায়, তখন খুব কাছ থেকে একটা গাড়ির হর্ণের আওয়াজ ভেসে আসে। ভয়ে দৌঁড় দেয় নুহা। গাড়িটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নুহাকে একটা ধাক্কা দেয়।
মাথায় প্রচন্ড ব্যথা অনুভূত হয় নুহার। মনে হচ্ছে কেউ যেন কোন ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করেছে। আশেপাশে অনেক মানুষের শোরগোলের আওয়াজ ভেসে আসছে।
এটুকুই… এর বেশী কিছু শুনতে পায়নি নুহা। তার আগেই জ্ঞান হারায়।

শপিংমল থেকে বের হয় শুভ’রা। রাস্তার পাশেই রক্তের স্তুপ জমে আছে। চেঁচিয়ে উঠে ফারহানা। একরাশ বিরক্তি নিয়ে শুভ ফারহানার সামনে গিয়ে দাঁড়ায়- ” কি? সমস্যা কি?”
ফারহানা ওর আঙ্গুল দিয়ে রক্তের দিকে ইঙ্গিত করে। শুভ ডানে ফিরে তাকায়। রক্ত দেখে শুভ নিজেও ভড়কে যায়। এত রক্ত? কোন মানুষের শরীর থেকে বের হয়েছে? না জানি কতটা আঘাত পেয়েছে মানুষটা…!
পাশ থেকে ফারহানার জবাব, দেখছ! গরু জবাই করার মতই রক্ত। একদম তরতাজা। মনে হয় এই মাত্র এক্সিডেন্ট হয়েছে। বাঁচবে না মনে হয়।
চেঁচিয়ে উঠে শুভ, চুপ করো। আর ফালতু, অলক্ষুণে কথা বলা থেকে বিরত থাকো।

কথা বাড়ায় না ফারহানা। হুইলচেয়ারে করে শুভর সাথে করে ওপাশে যায়। অতঃপর শুভর কোলে উঠে গাড়ির ভেতরে পৌঁছে।
গাড়ি স্টার্ট দেয় শুভ। বাসার ঠিক বিপরীত দিকে গাড়ি চলছে। আনন্দে আত্মহারা ফারহানা প্রশ্ন করে শুভকে- ” আচ্ছা, আমরা কোন রেস্টুরেন্টে যাচ্ছি?”
ব্যাঙ্গাত্বক গলায় শুভর জবাব, আহা, রেস্টুরেন্ট!
রেস্টুরেন্টে যাবে। শুভর কোলে চড়ে রেস্টুরেন্টে যাবে মহারানী। শখ কতো…
কিছুটা ভয় পেয়ে যায় ফারহানা। প্রশ্ন করে শুভকে, তুমি আমার সাথে এভাবে কথা বলছ কেন শুভ?

— হারামজাদী! কথা কম বল…
— শুভ! কোথায় যাচ্ছি আমরা? কিছু তো বলো?
— কোর্টে…
— কো…কো…কোর্টে মানে?
— অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য…
— মানে?
— ঝুলিয়ে রাখা সম্পর্ককে চিরতরে শেষ করে দেয়ার জন্য…
— না, শুভ। এটা হয় না। তুমি এটা করতে পারো না।
— সবই হবে। হতে বাধ্য।
— গাড়ি থামাও শুভ।
— চুপ করে বসে থাক।
— শুভ প্লিজ গাড়ি থামাও।
— ……..
— আমি কিন্তু গাড়ি থেকে লাফ দিচ্ছি।

কোর্টের সামনে এসে প্রচন্ড ঝাঁকুনিতে শুভ গাড়িটা থামায়। দম নেয়ার টাইম পায়নি শুভ। তারআগেই গাড়ির দরজা খুলে বাহিরে বের হয়ে যায় ফারহানা। হা করে তাকিয়ে আছে শুভ। এ যে এক সুস্থ, স্বাভাবিক ফারহানা। রাগে রীতিমত ফুসছে সে। গাড়ি থেকে বের হয়ে আসে শুভ।
— How Funny! ফারহানা তুমি ভালো হয়ে গেছ?
— হ্যাঁ, ভালো হয়ে গেছি।
— সিনেমায় দেখতাম স্মৃতিহারা মানুষের গাড়ি কোন কিছুর সাথে ধাক্কা খেলে মানুষটা স্মৃতি ফিরে পায়।
এখন তো দেখছি পা হারা মানুষও তাদের পা ফিরে…
— বন্ধ করো তোমার জোকস বলা।
— ইটস ওকে! এই দ্যাখো! একদম চুপ হয়ে গেছি। এখন চলো তো…
— আমি ভিতরে যাবো না।

শুভ কাছে যাওয়ার আগেই রাস্তা বরাবর দৌঁড় দেয় ফারহানা। একটা গাড়ি বিকট শব্দে ফারহানার পাশে এসে থামে। ভয়ে থমকে দাঁড়ায় ফারহানা। কানে হাত দিয়ে রাস্তার মধ্যিখানেই দাঁড়িয়ে আছে। এদিকে বাসের ড্রাইভার ফারহানাকে যাচ্ছে তাই বকে যাচ্ছে। একটা শয়তানি হাসি দিয়ে শুভ ফারহানাকে রাস্তার পাশে নিয়ে আসে। ফারহানা তখনো দু’হাত দিয়ে কান ঢেকে রেখেছে।
— ভয় পাওয়ার কিছু নেই আর। চলো…
— না, আমি যাবো না।

কোন কথা ছাড়া’ই শুভ ফারহানাকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। পরিচিত লোকগুলোর সামনে গিয়ে হাজির হয়। পূর্বেই শুভ- ফারহানার ডিভোর্সের প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রস্তুত ছিল। বাধ্য ফারহানা একসময় নিজের হার মেনে নেয়। তারপর সবার উপস্থিতিতে ডিভোর্সের সমস্ত কার্যক্রম সম্পূর্ণ হয়। আলাদা হয়ে যায় শুভ-ফারহানার পথ চলা।

কোর্টের সমস্ত কার্যক্রম শেষ করে ফারহানাকে বাসার সামনে পৌঁছে দিয়ে অফিসের দিকে চলে যায় শুভ। যাওয়ার আগে অবশ্য ফারহানাকে বলে গেছে- “আজ রাতটাই! তারপর সকালে যাতে কোন কথা ছাড়া’ই এ বাসা খালি পাই…”

চলবে…

ফুলশয্যা_সিজন(০৩) পর্ব- ১৫

0

ফুলশয্যা_সিজন(০৩)
পর্ব- ১৫
লেখা- অনামিকা ইসলাম।

রুমে ঢুকে নুহা। খাটের একপাশে হিয়া আন্টিকে বসে থাকতে দেখে চমকে যায় সে। কিছুটা তোতলাতে তোতলাতে প্রশ্ন করে- ‘আআআনটি আপনি? ককখন আসলেন?
স্বাভাবিক গলায় হিয়ার জ্ববাব, অনেকক্ষণ’ই হলো। দেখলাম শুভর সাথে কথা বলছিস। তাই ডাকিনি। ভাবলাম রুমে এসে বসি….
আমতাআমতা করতে থাকে নুহা। “শুভভাইয়াহ্যাঁআসলেইয়েমানেআমি।”

– সমস্যা কি তোর? এভাবে ঘামছিছ কেন?
— ইয়ে, না মানে….
– আমার পাশে বসতো।
— …………
– এবার বল কি হয়েছে তোর?
— আন্টি। আমি এমনি। কিছু হয়নি।
– কিছু হয়নি তবে হোস্টেলে কেন থাকবি?
— ওহ, বাবা তোমাকে বলেছে?
– হ্যাঁ! আমাকে ফোন করে জানিয়েছেন…
— আসলে আন্টি হোস্টেলে থাকলে…(….)….???
– হ্যাঁ, বল। আমিও শুনতে চাচ্ছি।
— আসলে আন্টি ঐখানে থাকলে ঠিকঠাক মতো পড়াশুনা করতে পারব আর আমার রেজাল্টও ভালো হবে।
– এখানে করতে মানা করছে কে?
— কেউ না।
– তবে? তোকে আমরা রান্নাবান্নার সকল দায়িত্ব দিয়ে দিয়েছি, তাইতো?
— এসব কি বলছেন আন্টি?
– এসব আমি নয়, তুই বলছিস। আমাকে দিয়ে বলাচ্ছিস।
— আন্টি রেগে কেন যাচ্ছেন?
– রাগিনি। রাগবোও না। তুই শুধু একটা কথা সত্যি করে বল, আমার অবর্তমানে এ বাড়ির কেউ তোকে কষ্ট দিয়েছে কি?
— না, আন্টি। এরকম কিছু হয়নি।
– তবে?
— হয়েছে একটা জিনিস…
– কি হয়েছে সেটাই তো জানতে চাচ্ছি।
— না, না! বলা যাবে না সে কথা…
– তুই কি আমার সাথে রসিকতা করছিস?
— ছি, ছি! এসব কি বলছেন?
– মনে তো হচ্ছে সেটাই।
— আসলে আন্টি কথাটা আপনাকে বলা যাবে না।
– কি এমন কথা যা আমাকে বলা যাবে না?
— বাদ দেন না।
– তোর কি শারীরিক কোনো সমস্যা হয়েছে?
— না, না আন্টি। সেরকম কোন সমস্যা নেই।
– তবে?
— সমস্যাটা মানসিক।
– আমাকে বলবি? নাকি আঁখিকে পাঠাবো?
— না আন্টি।
– তাহলে বর্ণিতা না করে বলে ফেল…
— আমার কিচ্ছু ভালো লাগে না আন্টি। ওরা আদনানকে আমার কাছে দেয় না।
– ওহ, গড! এই কথা?
— রাত্রে ঘুম হয় না। খুব কষ্ট হয়।
– আর তাই সেই কষ্ট নিরসনের জন্য হোস্টেলে চলে যেতে চাচ্ছিস, তাই তো?
— কষ্ট নিরসনের জন্য নয় আন্টি। আমার এমনিতেও ভালো লাগছে না। পড়াশুনায় মন টিকছে না। মনে হচ্ছে হোস্টেলে গেলে সব ঠিক হয়ে যাবে। সবার দেখাদেখি আমিও কিছু পড়তে পারবো।
– ঠিক আছে। আর মাত্র পনেরো দিন আছে। তারপরেই তো রোজা শুরু। তুই বরং ঈদের পর যা…
— না, আন্টি। আমার আর একমিনিট সময়ও নষ্ট করতে ইচ্ছে হচ্ছে না। আমি কালকেই যেতে চাচ্ছি।
– ঠিক আছে। আমি তবে হোস্টেল সুপারকে ফোন দিয়ে জেনে নেই খরচের ব্যাপারে।
— আচ্ছা।
– ঘুমা তাহলে। সকালে উঠে জিনিসপত্র গুছিয়ে নিস। আসি…
— আল্লাহ হাফেজ।

হিয়া চলে যায়। বালিশ কোলে নিয়ে, খাটে হেলান দিয়ে বসে আছে নুহা। বড্ড কান্না পাচ্ছে ওর। এ বাড়ি থেকে চলে যাবে ভাবতেই চোখ জলে ভরে গেছে। কিন্তু ফারহানা এ বাড়ি থেকে যাচ্ছে না। শুভও হাত পা গুটিয়ে বসে আছে। আদনানকে আগের মতো আপন করে কাছে পাবে না। এ ব্যাপারটা’য় নুহাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার ইন্দ্রন জুগিয়েছে।
অনেক রাত হয়েছে। ভোরে উঠতে হবে আবার। কালবিলম্ব না করে তাই বিছানায় গা এলিয়ে দেয় নুহা।
চোখটা প্রায় লেগে এসেছিল। তখনি দরজায় কড়া নাড়ার শব্দ হয়। বিছানায় উঠে বসে নুহা। এতরাত্রে কে এসেছে? ভাবতেই আবারো কড়া নাড়ার আওয়াজ পায়।
নুহা নেমে যায় বিছানা থেকে। ওড়নাটা সুন্দর করে নববধূদের ন্যায় মাথায় এবং শরীরে জড়িয়ে গুটিগুটি পায়ে এগিয়ে যায় দরজার দিকে।
দরজার একদম কাছে গিয়ে কাঁপা গলায় প্রশ্ন করে, কে?
বাহির থেকে ভেসে আসে, ‘আমি…’
শুভর কন্ঠ শুনে চমকে যায় নুহা। ভাবতে থাকে- এত রাতে ওনি আবার কি মনে করে? দরজায় আবারো কড়া নাড়ার শব্দ হয়। ভাবনা জগত থেকে ফিরে আসে নুহা। দরজাটা খুলে দেয়।

– ডিস্টার্ব করলাম মনে হয়। স্যরি…
— না, না। ইটস ওকে।
– এটা কি তোমার? (হাতে একটা কানের দুল)
— হ্যাঁ, কোথায় থেকে পেয়েছেন এটা?(কানে হাত দিয়ে অবাক হয়ে)
– আমার শার্টের বোতামের মধ্যে আটকে ছিল।
— ওহ…(লজ্জায় নিচু হয়ে যায়)

নুহার লজ্জানত মুখের দিকে তাকিয়ে আছে শুভ। লজ্জায় মুখমন্ডল কিরকম লাল হয়ে গেছে। বোধ হয় তখনকার কথা ভেবে লজ্জা পাচ্ছে।
‘ওহ, হ্যাঁলো! শুনতে পাচ্ছেন?’
ডাক দেয় নুহাকে। নড়ে উঠে নুহা। শুভর দিকে না তাকিয়েই হাত বাড়িয়ে দেয় সামনের দিকে।
কিচ্ছু বলেনি শুভ। নুহার হাতে দুলটা রেখে নিঃশব্দে নিজ রুমে চলে যায়।
দরজা বন্ধ করে বিছানায় গিয়ে ধপাস করে বসে পড়ে নুহা। এই মানুষটাকে ছেড়ে চলে যেতে হবে, ভাবতেই নিশ্বাস বন্ধ হয়ে আসছে ওর। চোখজোড়া বোজে ঘন ঘন নিশ্বাস নিচ্ছে নুহা। একটা অচেনা কষ্ট ওর ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে।
‘ওনার জন্য আমার এরকম লাগছে কেন? ওনি আমার কে? ভালোবাসা? কখনো তো মুখে বলেনি! আচ্ছা, ওনি তো বলেছেন আমাকে নাকি বিশ্বাস করেন। তবে কি ওনি আমাকে ভালোবাসেন? ধূর! কিসব ভাবছি। বিশ্বাস আর ভালোবাসা তো এক জিনিস হতে পারে না…’
এরকম হাজারো প্রশ্ন আনমনে নুহা নিজে নিজেকে করে। কোন প্রশ্নের সঠিক কূল কিনারা সে পায়নি। ভাবতে ভাবতে একসময় ক্লান্ত নুহা তলিয়ে যায় গভীর ঘুমে।

সকালে দরজায় কড়াঘাতের আওয়াজে ঘুম ভাঙ্গে। বাহির থেকে হৃদয় আঙ্কেল ডাকছেন। ‘কই নুহা মা! আজান দিয়েছে। নামাজ পড়বে না? উঠো…’
চটজলদি বিছানায় উঠে বসে নুহা। জ্বি, আঙ্কেল। উঠছি। আপনিও এখন যান। নামাজ পড়ে আসেন।
হৃদয় চলে যায়। যাওয়ার আগে বলে যায়, আঁখি এবং হিয়াকেও ডেকে উঠানোর জন্য।
দরজা খুলে নুহা। শরীর টানা দিতে দিতে আঁখির রুমের সামনে গিয়ে দাঁড়ায়। দরজায় নক করবে তখনি পাশের অই কিচেন থেকে ভেসে আসে কারো গলা।
“আরো বেশি কষ্ট দিচ্ছো না কেনো
তবেই না নষ্ট হওয়াতে আনন্দ…”

আঁখি আপু না? থমকে দাঁড়ায় নুহা। ভিতরটা শিউরে উঠে ওর। তবে কি আমার ধারনায় ঠিক? আঁখি আপু সত্যিই কোন মানসিক যন্ত্রণার মধ্যে আছে। কিন্তু কে দিচ্ছে এই যন্ত্রণা? আর কাকেই বা বলছে এ কথা? নিষিদ্ধ কোন সম্পর্কে জড়িয়ে গেলো না’তো?
কিচেন থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে আসে। ভাবনাচ্ছেদ ঘটে নুহার। দ্রুত কিচেনের দিকে এগিয়ে যায়। ফোন হাতে গাল গড়িয়ে পরা জলটুকু মুছছে আর ডায়েরী থেকে একটা একটা পাতা ছিড়ে আগুনে জ্বালিয়ে দিচ্ছে।
কাছে গিয়ে কাঁধে হাত রাখে নুহা। চোখের কোণে জমে থাকা জলটুকু দ্রুত মুছে নিয়ে পিছু ফিরে তাকায় আঁখি।

– ওহ, নুহা…!
— হু, আমি। কাঁদছো কেন?
– কই কাঁদছি না তো।
— আমি স্পষ্ট দেখছি তুমি কাঁদছ আর…
– রুমে যা নুহা। ভালো লাগছে না আমার।
— ভালো লাগানোর জন্যই তো এলাম।
– মানে?
— নামাজ পড়বে, আসো…
– তুই যা। আমি একটু পর….(…..)….???
— একটু পর না। এখন আসো।
– উফফ! একটু শান্তিতে থাকতে দে।
— নামাজ মানুষের মনে শান্তি আনয়ন করে, জানো কি?
– ঠিক আছে, চল…

হিয়া আন্টিকে জাগিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ে নুহা। পাশেই দাঁড়ায় আঁখি। নুহার নামাজ শেষ সাথে সাথেই। কিন্তু আঁখি সেই কখন থেকে মোনাজাতের ভঙ্গিতে বসে আছে। মোনাজাত শেষ হওয়ার নাম নেই।
নুহা গভীর দৃষ্টিতে আঁখির দিকে তাকায়। আঁখির চোখের জলে গাল ভিঁজে একাকার হয়ে গেছে। চোখ মুখ ফুলে গেছে। ভিষণ অদ্ভত রকম দেখাচ্ছে তাকে। না জানি মানুষটার ভিতর দিয়ে কতবড় ঝড় বয়ে যাচ্ছে।
‘ কিরে? এভাবে কি দেখছিস?’ ভাবনাচ্ছেদ ঘটে নুহার। ফিরে তাকায় আঁখির দিকে। ওহ, আপু। তোমার হলো?

– হু…
— মনটা কি খুব খারাপ?
– না।
— খুব বেশী খারাপ থাকলে কোরআন তেলওয়াত করো কিছুক্ষণ যেহেতু অজুটা আছে…
– না, এখন অনেকটাই ভালো লাগছে।
— আরো ভালো লাগবে, এক দুই পাতা কুরআন তেলওয়াত করে নাও।
– আমার ভালো লাগছে নুহা।
— এটা আমি তোমার খারাপের জন্য বলছি না আপু। পড়লে তোমার’ই উপকার।
– আসলে নুহা আজ আমি কুরআন তেলওয়াত করতে পারবো না।
— ঠিক আছে। তুমি তাহলে আমার পাশে বসো। আমি কুরআন তেলওয়াত করবো, তুমি সেটা শুনো।
– আচ্ছা…

নুহা কুরআন তেলওয়াত করছে আর আঁখি গভীর মনোযোগের সহীত সেটা শুনছে। মিনিট দশেক পর রুমে ঢুকে আদনান। দৌঁড়ে এসে দু’জনের মাঝখানে বসে।
কুরআনটা বন্ধ করে নুহা ফিরে তাকায় আদনানের দিকে। আদনান বিনীত ভঙ্গিতে নুহাকে সালাম দেয়-
” আসসালামু আলাইকুম, আম্মু…”
চমকে যায় আঁখি। ফিরে তাকায় নুহার দিকে। নুহাও যে অবাক হয়নি, তাও কিন্তু নয়।
” ওয়ালাইকুম আসসালাম, বাবা…”
কুরআন মাজিদে চুমু খেয়ে যথাস্থানে রেখে দিয়ে ছোট্ট আদনানকে কোলে তুলে নেয় নুহা। তারপর আদনানের কপালে একটা চুমু খায়।
পাশ থেকে আঁখির প্রশ্ন-
” আদনান বাবা! তোমাকে আসসালামু আলাইকুম বলা কে শিখিয়েছে?”
আদনানের ছোট্ট জবাব, আম্মু…
আঁখি ফিরে তাকায় নুহার দিকে। স্মিতহাস্য নুহার জবাব, আসলে সেদিন সকালে হিয়া আন্টিকে যখন সালাম দিয়েছিলাম তখন ও সাথেই ছিল। তারপর যা বললো- “আম্মু তুমি আসসালাম কও ক্যা?”
– কি?
— ইতটু আগে নানুরে কি কইছ? আব্বুরেও একদিন কইছিলা…
– কইছিলা নয় বলছিলা, বাবা…
— তুমি আসসালাম কও ক্যা?
– ওহ, আচ্ছা! এটাকে সালাম বলে বাবা। সালাম দিলে আল্লাহ খুশি হয়।
— আমিও আসসালাম বলবো আম্মু।
– ঠিক আছে বাবা। আগে শিখে নাও। তারপর…

আঁখি একটা বড়সড় নিশ্বাস ফেলে। নুহা জানায়-
” তারপর থেকে ওকে সালামটা শিখাতে থাকি। ঠিকঠাক উচ্চারণ করতে পারতো না কখনো। কিন্তু আজ এ কেমন কারিশমা দেখালো…?”

চলবে…

ফুলশয্যা_সিজন(০৩) পর্ব-১৪

0

ফুলশয্যা_সিজন(০৩)
পর্ব-১৪
লেখা- অনামিকা ইসলাম।

কাঁদতে থাকে আদনান। ওকে যে করেই হোক বিষ দিতেই হবে। সবার শত নিষেধ, শত কথার পরও ও কিছুতেই কারো বুঝ মানছে না।
চুপচাপ দাঁড়িয়ে ছিল নুহা। কাছে আসে আদনানের। মাথায় হাত বুলিয়ে দিয়ে দু’গাল স্পর্শ করে। ‘বাবা! এসব খেতে নেই। এইসব পঁচা খাবার। খেলে অসুখ হয়…।’
– আব্বু কেন বলল তখন?
— কি বলছে?
– বিষ খেতে।
— তোমার আব্বুর ভুল হয়ে গেছে।
– খিদে লাগছে। ভাত খাবো।
— আসো। চেয়ারে আসো….

বাড়ি ভর্তি মানুষের কারো কথা শুনেনি। অথচ নুহার দু’কথায় শান্ত হয়ে যায় ছোট্ট আদনান। তারপর আর কোন কথা বলতে হয়নি। কোন কথা ছাড়াই চুপচাপ খাবার খেয়ে উপরে রুমে চলে যায়।
একে একে সবাই টেবিল ছেড়ে চলে যায় শুভ নুহা ছাড়া। শুভও উঠছিল। পাশ থেকে ধীর গলায় বলে উঠে নুহা। ‘কাজটা আপনি ঠিক করেননি।’

থমকে দাঁড়ায় শুভ। নিচু গলায় জবাব দেয়।
– আসলে মন মেজাজ ভালো ছিল না।
— হুটহাট রাগ করা ভালো না। রাগটা আসার সময় হয়তো টের পাওয়া যায় না। কিন্তু যাওয়ার সময় টের পাওয়া যায় কতটা ক্ষতি হয়েছে।
– জানি।
— জানেন বলেই তো আজ এতবড় একটা ভুল করে ফেলেছেন।
– বিষটা আসলে ওকে নয় ঐ ফাজিল মহিলাকে খাওয়ানো উচিৎ।
— জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর হাতে। বিধির বিধান লঙ্ঘন করার চেষ্টাও করবেন না কখনো। তওবা করে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন।
– কিসের ক্ষমা? ঐ মহিলা তো একটা কীট। যে সংসারে যাবে অশান্তি বয়ে যাবে। ওকে মেরে ফেললে আমার সওয়াব হবে।
— হে আল্লাহ রহম করেন আপনার এই বান্দাটার উপর। সদয় হোন আপনি তার প্রতি।
– ভুল কিছু বললাম কি?
— মহাভুল। সংসারের শান্তি আনয়নের জন্য কোথাও মানবহত্যার বিধান নেই। তার জন্য আল্লাহ আছেন। আপনি তার কাছে সাহায্য চান। নিরাশ হবেন না।
– কিন্তু আমার তো একে সহ্য হচ্ছে না একদম।
— একটা কথা বলব?
– জ্বি, বলো…
— ওনি কি সত্যিই ব্যাংক ম্যানেজারের হাত ধরে চলে গিয়েছিলেন?
– কেন? সন্দেহ আছে?
— সেটা নয়। প্রশ্নটা হলো আপনি কিভাবে জানলেন ওনি অন্যের হাত ধরে বাড়ি ছেড়েছে?
– আমার বন্ধু বলেছে।
— আপনি অন্যের কথায়…(…..)….???
– আমার বন্ধুই ওর বর্তমান হাজবেন্ড।
–হায় আল্লাহ! এসব কি বলছেন?
.
– হ্যাঁ। আমরা প্রেম করে বিয়ে করেছিলাম। খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের মধ্যে। শত ব্যস্ততার মাঝেও সময় বের করে আমি ওকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যেতাম। এভাবেই কাটছিল আমাদের দিন। হঠাৎ ও অসুস্থ হয়ে পড়ে। ওকে আমি আমার থেকেও বেশী ভালোবাসতাম। অফিস কামাই করে আমি ওর সেবাযত্ন শুরু করি। একসপ্তাহ পর যখন আমি অফিসে যাই তখন বস আমাকে কাজ থেকে বের করে দেয়।
–মানে কি? আপনি সাতদিনে একবারও ওদের সাথে কথা বলেননি? মানে ফোনে যোগাযোগ করেননি?
– নাহ! এতবেশী চিন্তিত ছিলাম যে ভুলে গেছিলাম আমি ইহজাগতিক সবকিছু।
–তারপর?
– একবছর পর আদনান আসে পৃথিবীতে। তখনো আমার চাকরী হয়নি। চেষ্টা যে করিনি তাও কিন্তু নয়।
–কলেজে জয়েন করলেন কখন?
– তখনি। বন্ধু রুহুলের অনুরোধে গেস্ট টিচার হিসেবে জয়েন করি ওর কলেজে। ফাঁকে ফাঁকে চাকরীর ইন্টারভিউও দিতে থাকি।
— তখন সংসার কিভাবে চলতো?
– আমার বন্ধু যে ব্যাংকে জব করত সে হুট করে হাতেমতাই হয়ে যায়।
— মানে?
– মানে ও আমার দুর্দিনে সুপারম্যানের মতই আমার পাশে এসে দাঁড়ায়। আমাকে টাকা দিয়ে হেল্প করে।
— ওরা পালিয়েছে কখন?
– তিনমাস পর।
— ওদের পরিচয়টা কি তিনমাসেরই ছিল?
– জানি না।
— আপনি কিছুই টের পাননি?
– শেষের দিকে কিছুটা টের পেয়েছিলাম।
— কিভাবে?
– ফারহানার ফোনে কথা বলার মাত্রাটা বেড়েই চলছিল।
— মায়ের সাথেও তো কথা বলতে পারে।
– গভীর রাতে? কি এমন দরকার?
— ঘুম থেকে উঠে গিয়ে কথা বলত?
– হু।
— কি সমস্যা জিজ্ঞেস করেননি ওনাকে?
– করেছিলাম। ভুলভাল জবাব দিত।
— যেমনঃ
– ও আমাকে বলে, বিশ্বাস করো। চাকরী সংক্রান্ত বিষয়ে আপনজনদের সাথে কথা বলছি। বলেছিলাম আমি, এ বিশ্বাসের অমর্যাদা করো না। ও আমার গা ছুঁয়ে তারউপর বিশ্বাস রাখতে বলল।
— সত্যিই কি রেখেছিলেন বিশ্বাস?
– ওর উপর বিশ্বাস আমি রেখেছিলাম। কিন্তু যখন দেখলাম মোবাইলে কথা বলার সময় সে হাসিখুশি থাকত। কথা বলার শেষ হলে সে বিরক্ত হতো। সময়ে অসময়ে ছোট্ট অবুঝ শিশুকে বিছানায় ছুঁড়ে মারত। তখন থেকে তার প্রতি বিশ্বাস আমার কমতে লাগলো।
— তারপর?
– ধৈর্য্যের বাধ ভেঙে গেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। আমারও একসময় ধৈর্য্যচ্যুতি ঘটল। ক্ষুব্ধ
হয়ে তার কাছে জিজ্ঞাসা করলাম, কার সঙ্গে কথা বলো, কি কথা বলো? এতে সে বিরক্ত হলো। এমন ভাব দেখাল, যেন আমাকে বিয়ে করে সে মস্ত বড় ভুল করেছে। বিষয়টা আমার পৌরুষে আঘাত করল। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। তাকে আঘাত করলাম।
— ভালো কোন পরিবর্তন এসেছিল কি?
– না। বরং দিনদিন তার মোবাইল ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে গেল। সেই সঙ্গে বাড়তে থাকল আমার প্রতি অবহেলা।
— তারপর?
– একদিন গভীর রাতে ঘুম ভেঙে গেল। দেখলাম, বিছানায় ফারহানা নেই। বাথরুমেও লাইট জ্বলছিল না। বারান্দায় গিয়ে দেখলাম সে মোবাইলে কথা বলছে। মাথায় খুন চেপে গেল। হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে তাকে চড়-থাপ্পড় মারতে লাগলাম। ঘটনার আকস্মিকতায় সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল।
— এরপর কি হলো?
– এর পরের ঘটনা সংক্ষিপ্ত। ফারহানা আমাকে আর আদনানকে ছেড়ে চলে গেল।

বড়সড় নিশ্বাস ফেলল নুহা। প্রশ্ন করল শুভকে। “এবার আপনার জায়গায় দাঁড়িয়ে আমি কি কিছু বলতে পারি?”
– অবশ্যই…(শুভ)
— ফারহানা চলে যাওয়ার পর ঘরের মতো মনটাও ফাঁকা হয়ে গেল। সেই ফাঁকা মনে আর কেউ বিশ্বাসের ছোঁয়া ফেলতে পারেনি।(নুহা)
– জীবন কোন গল্প নয় মিসেস নুহা।
— জীবন দিয়েই তো গল্প রচিত হয়।
– তা হয়। কিন্তু আমার অবস্থানে দাঁড়িয়ে বিশ্বাস সংক্রান্ত তুমি যে ডায়লগটা দিলে, সেটা ভুল।
— মানে বিশ্বাসের ছোঁয়া ফেলতে পেরেছে কেউ?
– হ্যাঁ, পেরেছে।
— কে সেই ললনা? নামটা জানতে পারি?
– হায়, আল্লাহ! তোমার ওড়নায় এটা কি? সাপ নাকি বিচ্ছু? কিরকম ঘাপটি মেরে বসে আছে।

শুভর কথায় ভয়ে লাফিয়ে উঠে নুহা। ‘ও মাগো, ও বাবাগো’ বলে ছুঁড়ে ফেলে দিল পরনের ওড়না। জাপটে ধরলো শুভকে। কান্নাজড়িত গলায় বার বার বলতে লাগল- ” পিপিপ্লিজ, ফেলে দিন। পিপিপ্লিজ, ফেলে দিন। আমি ভিষণ ভয় পাই বিচ্ছুকে। পিপিপ্লিজ…”
ঐভাবেই জড়িয়ে রাখে শুভ নুহাকে। তারপর অনেকটা আদুরে গলায় সুর তুলে বলতে শুরু করে
‘তুমি, তুমি, তুমি… তুমি, তুমি, তুমি….’
ভয়টা তখনো রয়েই গেছে নুহার। মাথা তুলে শুভর মুখের দিকে তাকায় সে। তারপর অনেকটা কাঁপা গলায় প্রশ্ন করে, কিসের তুমি?
স্মিতহাস্যে শুভর জবাব। ‘প্রশ্নটা ছিল- ফারহানা চলে যাওয়ার পর কোন ললনা আমার মনে বিশ্বাসের ছোঁয়া ফেলতে পেরেছে? তারই উত্তর বললাম হলো- ‘তুমি’……

শুভর থেকে সরে দাঁড়ায় নুহা। লজ্জায়, সুখে ওর মুখটা অদ্ভুতরকম সুন্দর দেখাচ্ছে। গাল দুটো একদম লাল হয়ে গেছে। শুভর বড্ড ইচ্ছে হচ্ছিল গাল দুটো একবার ছুঁয়ে দিতে। এগুচ্ছিলও সামনে। তারআগেই উপরতলা থেকে ডাক পড়ে হিয়া আন্টির। ‘ কইরে শুভ! কই গেলি….’
‘আসছি ফুপ্পি’ বলেই দুরে পরে থাকা ওড়নাটা যতনে হাতে তুলে নেয় শুভ। এগিয়ে যায় নুহার দিকে। নুহা তখনো নিচের দিকেই তাকিয়ে আছে। কিচ্ছু বলেনি শুভ। শুধু ওড়নাটা সুন্দর করে নুহার মাথায় দিয়ে দেয়। যাওয়ার সময় ছোট্ট করে বলে যায়- ” স্যরি! জানতাম না তুমি বিচ্ছুকে ভয় পাও। জানলে এটা নিয়ে ফান করতাম না….”

দেখতে দেখতে সিড়ি বেয়ে উপরে উঠে যায় শুভ। সম্ভিত ফিরে নুহার। ডাক দেয় শুভকে। ‘দাঁড়ান….’
থমকে দাঁড়ায় শুভ। সিড়ি বেয়ে দ্রুত উপরে উঠে নুহা। সামনে গিয়ে দাঁড়ায় শুভর। তারপর অনেকটা ধীর গলায় বলে- ” আল্লাহ মিথ্যেবাদীকে পছন্দ করেন না। মিথ্যে বলা মহাপাপ। আশা করি, এরপর থেকে মিথ্যে বলবেন না। কৌতূক করেও না….”

কথাটা বলেই দ্রুত সেখান থেকে প্রস্থান করে নুহা।
দীর্ঘশ্বাসের সাথে ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠে শুভর।

চলবে….

ফুলশয্যা_সিজন(০৩) পর্ব- ১৩

0

ফুলশয্যা_সিজন(০৩)
পর্ব- ১৩
লেখা- অনামিকা ইসলাম।

মিনিট তিনেক অতিবাহিত হওয়া মাত্রই নুহা ওর হাতটা দ্রুত ছাড়িয়ে নেয়। কিছুটা অবাক হয়ে শুভ নুহার দিকে তাকায়। জবাবে কিচ্ছু বলেনি নুহা। ব্যাগ থেকে সেফ্টিপিন বের করে চলন্ত রিক্সায়’ই মুখটা ঢেকে নেয়।

হাত ছাড়িয়ে নেয়ার কারণটা এতক্ষণে বুঝতে পারে শুভ। প্রতিদিনকার মতই সেদিনও নুহা বাসা থেকে বের হওয়ার আগেই বোরকাটা পরে নেয়। কিন্তু এভাবে ফারহানার অপ্রত্যাশিত আগমন, আদনানকে কেড়ে নিয়ে যাওয়া, ফারহানা শুভর কাছে আসা এসব নানাবিধ কারণে নুহা বেশ উদাসীন ছিল। যার দরুন মুখ ঢাকতেই ভুলে গেছে।

ভিষণ অনুতপ্ত হয় নুহা। একটু উদাসীনতার জন্য আজ রাস্তার শত, শত মানুষ দেখেছে। হে আল্লাহ! মাফ করো আমায়। আর কখনো এমন হবে না।
আনমনে নুহা নিজেই নিজের সাথে কথা বলছিল। সেটা দেখে পাশ থেকে বলে উঠে শুভ, মানুষ মাত্রই ভুল হয়। আর কাজটা তোমার সম্পূর্ণ ইচ্ছের বিরুদ্ধেই হয়েছে। এত অনুশোচনায় ভুগার কি আছে? সব ঠিক হয়ে যাবে।
জবাবে শুধু ফিরে তাকিয়েছিল নুহা। এর বেশী কিছু করেনি।

দেখতে দেখতে অতিবাহিত হয়ে যায় মিনিট বিশেক। নুহা পৌঁছে যায় কাঙ্খিত গন্তব্য তথা কলেজ গেইটে। নেমে পড়ে রিক্সা থেকে। ভাড়া দিতে গেলে বাঁধা দেয় শুভ। ‘ মামা! ভাড়া আমি দেবো। চলেন সামনে….’
নুহা কিছু বলতে যাবে তার আগেই রিক্সা চলতে শুরু করে। একটা বড়সড় নিশ্বাস ফেলে নুহা। তারপর হাঁটতে শুরু করে…

কোর্টে যায় শুভ। পুরু ব্যাপারটা খুলে বলে পরিচিত আংকেল তথা উঁকিল শহিদুল ইসলাম আকাশকে। পরের কথোপকথনঃ-

শুভঃ- আমি তাহলে গ্রামে যাই…!
উঁকিলঃ- হ্যাঁ, তুই গ্রামে যা। ঐ ডিভোর্স লেটার যেটা ফারহানা তোর কাছে পাঠিয়েছিল সেটা নিয়ে আয়।
তারপর ডিভোর্স বলিস আর যায় বলিস, সবই হবে। আপাতত যা বলছি সেটা কর।
শুভঃ- Tnq you, Uncle.
উঁকিলঃ- You are most welcome…

উঁকিলের থেকে বিদায় নিয়ে শুভ রওয়ানা দেয় কুমিল্লার উদ্দেশ্যে। কুমিল্লার চান্দিনা শুভর গ্রামের বাড়ি। শুভকে এখন সেখান থেকে প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে আসতে হবে। ‘কেন যে সেদিন কাজটা ঝুলিয়ে রেখেছিলাম। আপনমনে নিজে নিজেকেই গালি দিচ্ছে শুভ।

বিকেল ৩টা বেজে ৪৫মিনিট। কলেজ থেকে বাসায় ফেরে নুহা। দাদীমা খাবার খাওয়ার জন্য ডাকতেছে। কিন্তু ওর সেদিকে খেয়াল নেই। ওর দু’চোখ খুঁজছে কেবল আঁখিকে। হ্যাঁ, আঁখিকেই। হিয়া আন্টির একমাত্র মেয়ে আঁখি। যাকে বেশ ক’মাস ধরে নুহা বড্ড উদাসীন দেখেছে।পড়াশোনা, খাওয়া-দাওয়া, নামাজ-রোজা কোনো কিছুই ঠিকমতো করছে না। ক’দিন ধরে তো ভার্সিটিতেও যাওয়া বন্ধ করে দিয়েছে।
মোটকথা, ইহজাগতিক সমস্ত কার্যক্রম থেকে আঁখি নিজেকে গুটিয়ে নিচ্ছে।
কেন এই নিরবতা? কি হয়েছে তোমার? প্রশ্নটা করেছিল নুহা।
জবাবে কিচ্ছু বলেনি আঁখি। এড়িয়ে যাওয়া ছাড়া…

যায় হোক। অনেক খুঁজার পর নুহা আঁখিকে স্টোররুমে ফ্লোরে বসে কিছু একটা পুড়তে দেখতে পায়। আগুন দেখে ভয় পেয়ে যায় নুহা। দৌঁড়ে যায় আঁখির কাছেঃ-

– আঁখি আপু! কি করছো তুমি এসব?
— ওহ তুই?
– হু, আমি। তোমায় খুঁজতে খুঁজতেই তো হয়রান প্রায়।
— কেন?
– এসব কি?
— আগুন।
– আগুনের ভিতর কি দিয়েছ সেটাই জানতে চাচ্ছি।
— কলিজা।
– কিসব উল্টাপাল্টা কথা বলছো?
— ভুল তো কিছু বলিনি।
– তাই বলে কলিজা?
— হ্যাঁ, কলিজা। অহর্নিশী পুড়ে। ভাগ্যিস সে পুড়ার গন্ধটা কেউ পায় না। তাইতো জানতেও পারে না কেউ ভেতরের খবর।
– আমি কিছুটা টের পাচ্ছি?
— কি?
– অন্তঃদহন…
— যা। ড্রেস চেঞ্জ করে খেয়ে নে।
– সেইজন্যই তো তোমাকে নিতে এসেছি। চলো তো…

নুহার অনেক জোড়াজুড়ির পর আঁখি খাবার খেতে রাজি হয়। নেমে যায় নিচে। খেয়ে নেয় দুপুরের খাবার।

আসরের নামাজ শেষে নুহা আবারো আঁখির রুমে গিয়ে হাজির।
– আপু আসবো?
— হ্যাঁ, আয়।
– কি করছিলে?
— গেইমস খেলছিলাম…
– গেইমসই যদি হয় ফোনটা কেন লুকালে?
— গোয়েন্দাগিরি শুরু করেছিস কবে থেকে?
– গোয়েন্দাগিরি না।
— তবে পিছনে কেন লেগেছিস?
– মনের খবর নেয়ার জন্য।
— কিহ? কিসের খবর???
– বর্ণিতা করো না আপু। মনটা যে তোমার ভালো নেই, এটা আমি অনেক আগেই টের পেয়েছি।
— ………….
– প্লিজ আপু! চুপ করে থেকো না। আমায় বলো। কি হয়েছে তোমার? কেন এই নিরবতা?
— যা, রুমে যা নুহা।
– আপু আমায় বেয়াদব হতে বাধ্য করো না।
— মানে কি?
– আমি আজকে আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে যাবো না।
— নুহা। রাগ উঠাবি না আমার। খুউব খারাপ হয়ে যাবে।
– আপু, সংযত করো নিজেকে। রাগকে প্রশ্রয় দিও না। রাগ আসে শয়তানের থেকে। যায় হোক। আমি আর বিরক্ত করতে চাচ্ছি না। চলে যাচ্ছি।

নুহা রুমে যায়। রাত্রি সাড়ে নয়টার দিকে শুভ আসে। সাথে একজন উঁকিল এবং এলাকার কিছু গন্যমান্য লোক। সবার সম্মুখে শুভ ঘোষনা দেয়,
‘আজ আমার আর ফারহানার সম্পর্কের চির সমাপ্তি ঘটতে যাচ্ছে।’
এ ঘোষনায় নড়ে উঠে ফারহানার মা। ‘চির সমাপ্তি মানে? বাবা, তুমি কি বলছ এসব?
ক্ষাণিক হাসে শুভ। জানান দেয়, অবাক হওয়ার তো কিছু বলিনি আমি। আর খুব কঠিন কথা যে বলেছি, তাও কিন্তু নয়। তবুও আপনার বুঝতে অসুবিধে হচ্ছে?
পাশ থেকে ফারহানার জবাব, শুভ তুমি কি শুরু করছ এসব?
এবারো হাসে শুভ। ‘শুরু তো করেছ তুমি, তোমরা। যার শেষটা করব আমি।’

– মানে কিকিকিকি করবা?
— মন থেকে আমি তোমায় সেদিনই বের করে দিয়েছি, যেদিন শুনেছি তুমি ব্যাংক ম্যানেজারের টাকার প্রলোভনে আমাদের ছেড়ে গেছো। আজ আমি তোমাকে সর্বসম্মুখে এ বাড়ি থেকে বের করব।
নদর্মার বিষাক্ত কোন কীটকে আমি এ বাড়িতে স্থান দেবো না। কিছুতেই না।

শুভর দৃঢ় মনোবল দেখে ভয় পেয়ে যায় ফারহানা। জুড়ে দেয় মায়া কান্না। কাজ হচ্ছে না দেখে হুইল চেয়ার থেকে ইচ্ছে করে পড়ে যায়। জাপটে ধরে শুভর পা। একে একে হিয়া, ওর হাজবেন্ড এবং সবশেষে এলাকাবাসীর পা জাপটে ধরে। এ ঘটনায় মুরুব্বীরা বিব্রতকর অবস্থায় পরে যায়। বসা থেকে উঠে দাঁড়ায় সবাই। ফারহানা তখনো ফ্লোরে বসে অবিরত কান্না করছে আর তাকে এ বাড়ি থেকে না তাড়ানোর মিনতি জানাচ্ছে।
কিছু একটা বলতে চাচ্ছিল মুরুব্বীরা। কিন্তু সেটাও পারেনি। তার আগেই জ্ঞান হারায় ফারহানা।

ফারহানার মা এবং হিয়া দু’জনই ফারহানাকে ধরাধরি করে রুমে নিয়ে যায়। মুরুব্বীদের একজন জানায়- “জানি! মেয়েটা অন্যায় করেছে। কিন্তু ও যেহেতু আবারো ফিরে এসেছে এবং এমনভাবে ক্ষমা চাচ্ছে আমার মনে হয় ওকে একটা সুযোগ দেয়ায় যায়। কি বলেন উঁকিল সাহেব?”

উঁকিলঃ- হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। ওকে সংশোধনের একটা সুযোগ দেয়ায় যায়।
হৃদয়ঃ- কিন্তু মেয়েটি তো ওকে ডিভোর্স দিয়েছে।
মুরুব্বী-১ঃ- এরকম হয়। মানুষ এরকম ভুল করে।
মুরুব্বী-২ঃ- আবার এর সুন্দর সমাধা আছে।
হৃদয়ঃ- কি সেই সমাধা?
মুরুব্বী-৩ঃ- পুনরায় বিয়ে….
শুভঃ- অনেকক্ষণ চুপ করে বসে ছিলাম। আর পারছি না। মাফ করবেন। আমার পক্ষে সেকেন্ড টাইম এই মেয়েকে বিয়ে করা অসম্ভব।
উঁকিলঃ- কিন্তু মেয়েটি তো পাগল…
শুভঃ- আংকেল আপনিও…..(….)….???
উঁকিলঃ- আরে বাবা! উত্তেজিত কেন হচ্ছিস তুই?
শুভঃ- যত যায় হোক। আপনার থেকে এটা আমি প্রত্যাশা করিনি আংকেল।
উঁকিলঃ- শান্ত হো। আজ মেয়েটি অসুস্থ হয়ে পরেছে। সুস্থ হোক। তারপর কালকে যা করার করা যাবে। আমি উঠি এখন।
মুরুব্বীরাঃ- আমরাও উঠি…

সবাই চলে যায়। উত্তেজিত শুভ ডান হাতটা মুঠো করে দেয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পিছন থেকে কাঁধে হাত রাখে হৃদয়। ‘শান্ত হও। যা করার কালই হবে।’

রাত্রি ১১টা বেজে ৩৫মিনিট_
খাটে আধশোয়া অবস্থায় হেলান দিয়ে বসে আছে ফারহানা। তার পাশেই ওর মায়ের অবস্থান। দু’জনের চোখে মুখেই অদৃশ্য আলোর রেখা খেলা করছে…

এ বাসার সবাই নিচে ড্রয়িংরুমে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে বিষণ্ন মনে। শুভ বসেছে সোফার ঠিক মাঝখানে। ছোট ছোট পায়ে উপরতলা থেকে ছুটে আসে আদনান। জাপটে ধরে শুভকে।
” বাবা! খিদে পেয়েছে।
আজকে আমি কি দিয়ে খাবো?”
মুহূর্তেই ঠাস করে শব্দ হয়। গালে থাপ্পর মারে শুভ আদনানকে। ‘যা এখান থেকে! বিষ খা গিয়ে…’

কান্না করতে করতে উপরে নুহার রুমের দরজায় গিয়ে দাঁড়ায় আদনান। শক্ত করে মুখটা চেপে ধরে কান্না করছিল নুহা। দরজার সামনে বাচ্চার কান্না আওয়াজ শুনে নিজেকে সংযত করে নেয়।
‘কে ওখানে?’
ভেতরে প্রবেশ করে আদনান। ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে তখনো। সেটা দেখে নিজেকে আর সামলে রাখতে পারেনি নুহা। জাপটে ধরে আদনানকে। গালে, মুখে, নাকে চুমু দিতে দিতে দিতে বলে- ‘ কি হয়েছে বাবা? আব্বু আজো মেরেছে? বকে দেবো ওনাকে। আচ্ছা করে বকে দেবো।’

কান্না থেমে যায় আদনানের। ততক্ষণে নিচ থেকে খাবারের জন্য ডাক পড়ে। ছোট্ট আদনানকে কোলে নিয়ে ধীর পায়ে সিড়ি বেয়ে নিচে নামে নুহা। মা মেয়ের খাবারটা উপরে পাঠিয়ে দেয়া হয়েছে যেহেতু ওনারা না করেছে খাবেনা। ঐ মুহূর্তে টেবিলে উপস্থিত ছিল- আঁখি, হিয়া, হৃদয়, শুভ, নুহা এবং আদনান।

নিত্যকার নিয়মে সেদিনও নুহা নিজের প্লেট থেকে একমুঠো ভাত নিয়ে আদনানের মুখে এগিয়ে দেয়। আদনান মুখ ফিরিয়ে নেয়। নুহা আবারো আদনানের মুখের দিকে ওর হাতটা নিয়ে যায়। আদনান এবার বসা থেকে উঠে দাঁড়ায়। নুহাও উঠে দাঁড়ায়-
” কি হলো? উঠলে কেন? খাবে না?”
আদনান রাগান্বিত স্বরে জবাব দেয়, আমি এগুলো খাবো না। আমি নতুন মজা খাবো।
আদুরে স্বরে নুহার প্রশ্ন, নতুন মজা? সেটা আবার কি?

” আমি বিষ খাবো…..”
চমকে উঠে সবাই। ফিরে তাকায় আদনানের দিকে। একটু সময়ের ব্যবধানে আদনান কাঁদার সাথে সাথে রাগে লাফাতে থাকে।

“আমার খিদে পেয়েছে। আমায় বিষ দাও। ভাতের সাথে বিষ মাখিয়ে দাও। আমি খাবো…!”

(বিঃদ্রঃ- রহস্য থাকবে এবং তার উন্মোচন হবে। শুধু ফারহানা নয়, পুরো গল্পটায় রহস্যে আবৃত। সকল রহস্যেরই উন্মোচন হবে, একটু একটু করে, ধীরে ধীরে। সেই পর্যন্ত সাথেই থাকুন ধৈর্য্য নিয়ে। ওহ, হ্যাঁ!একটা কথা না বললেই নয়। ৪বছরের ছোট্ট আদনান বিষ খাওয়ার জেদ ধরেছে কারণ, ও ওর জীবনের প্রথম নামটা শুনেছে ওর বাবার মুখ থেকে। তাই ভাবছে এটা না জানি কত মজার জিনিস….]

ফুলশয্যা_সিজন(০৩) পর্ব- ১২

0

ফুলশয্যা_সিজন(০৩)
পর্ব- ১২
লেখা- অনামিকা ইসলাম।

ভারাক্রান্ত মন নিয়ে রুমে চলে যায় নুহা। বন্ধ করে দেয় দরজা। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে ওর। কিন্তু পারছে না। দাঁতে দাঁত চেপে কান্নার শব্দটাকে ভিতরেই আটকে রাখার অদম্য চেষ্টা চলছে। চোখ দুটো বোজে রেখেছে নুহা। অজস্র জলরাশি গাল গড়িয়ে নিচে পরছে। ঠোঁটগুলো ছোট বাচ্চাদের ন্যায় মৃদু কাঁপছে।

দরজা খুলে বাহিরে যায় নুহা। পূর্বের ন্যায় আবারো জানালার পাশে গিয়ে দাঁড়ায়। শুভর বুকে ফারহানা গভীর ঘুমে তলিয়ে গেছে। বাহির থেকে ওদের ভারী হয়ে যাওয়া নিশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ওদের প্রতিটি নিঃশ্বাস নুহাকে ধারালো ছুরির ন্যায় ক্ষত-বিক্ষত করে দিচ্ছে। কান্না আটকাতে মুখ চেপে দ্রুত সে স্থান পরিত্যাগ করে নুহা।

নুহার কাছে মন খারাপের কারণ অজানা থাকলেও মন ভালো করার কারণটা বেশ ভালো করে জানা আছে। নুহা ওর জীবনে কারো কাছে সাহায্যের জন্য হাত পাতেনি কেবলমাত্র আল্লাহ ছাড়া। মহান আল্লাহ তায়ালা জাগতিক সকল সমস্যার সমাধানদাতা। তাই যেকোনো প্রতিকূল অবস্থায় নুহা পরম সৃষ্টিকর্তার কাছেই সাহায্যের আবেদন জানান। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। মন ভালোর মহৌষধ হিসেবে নুহা নামাজকেই বেছে নেয়। তাইতো অজু করে দ্রুত নামাজ পড়ে নেয়।

সকালে আদনানকে সাথে নিয়ে পড়তে বসছিল নুহা। দুজনেই নিজ নিজ পড়াশুনায় ব্যস্ত ছিল ভিষন। রুমে ঢুকে ফারহানার মা। কিছু না বলেই আদনানকে কোলে তুলে নেন। ‘ছাড়ো, ছাড়ো’ বলে কান্না শুরু করে দেয় আদনান। ফিরে তাকায় নুহা। মহিলাটিকে দেখে ইতস্তত নুহা ওর বই বন্ধ করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়।
” কোথায় নিয়ে যাচ্ছেন আদনানকে?”
– রুমে।
— ও’তো পড়বে এখন।
– সেই জন্য’ই নিয়ে যাচ্ছি।
— ………
– আগে ওর মা ছিল না। তাই তোমাকে পড়াতে হয়েছে। এখন ওর মা চলে আসছে। আশা করি, তোমাকে আর কষ্ট করতে হবে না।
— ……….
– আসো। লক্ষ্মী ভাই আমার। আসো, আসো। মায়ের কাছে পড়বে।

প্রচন্ড কান্না করছিল আদনান। তবুও কোল থেকে নামায়নি ওর নানী। নুহার চোখের সামনে দিয়ে আদনানকে নিয়ে যাওয়া হয় অন্য রুমে। চেয়ারে বসে পড়ে নুহা। শব্দ করে কেঁদে দেয়।

রুমের সামনে দিয়ে যাচ্ছিল শুভ। চাপা গলায় কারো কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়ায় সে। ফিরে তাকায় নুহার রুমের দিকে। ‘হ্যাঁ, এ রুম থেকেই তো শব্দটা আসছে। কিন্তু এ রুমে এরকম করুণ স্বরে কে কাঁদছে? নুহা নয়তো?’
কৌতূহল মেটাতে নুহার রুমের দিকে পা বাড়ায় শুভ। দরজার সামনে থেকেই প্রশ্ন করে। ‘কে? কে কাঁদছে?’ রুমে অপ্রত্যাশিত মানুষের আগমনে চুপ হয়ে যায় নুহা। দরজার সামনে দাঁড়িয়ে আবারো প্রশ্ন করে শুভ। ‘কে কাঁদছে?’
চুপ হয়ে আছে নুহা। কান্নারা সব গলায় দলার মতো কুন্ডলি পাকিয়ে আছে।
আরো কাছে চলে আসে শুভ। জোর গলায় প্রশ্ন করে আবারো, ‘কি হলো? কথা বলছো না কেন? শুনতে কি পাচ্ছো আমার কথা?’
‘ আল্লাহ! ওনি তো দেখছি আমার পাশেই দাঁড়িয়ে আছেন। আমি এখন কি করব? সত্যিটা যে বলা যাবে না। মিথ্যেও যে বলা মানা। আল্লাহ! সাহায্য করো আমাকে….’

নুহার আকুল আবেদন বোধ হয় উপরওয়ালার কাছে সাথে সাথেই পৌঁছে গিয়েছিল। হয়তো সেজন্যই নুহার মাথা থেকে খসে পড়ে ওড়নাটা। আলগা হয়ে যায় খোপার বাধন। শুভর দৃষ্টি চলে যায় টেবিল থেকে সরাসরি মেঘকন্যার দীঘল কালো কেশের দিকে। এলোমেলো অবিন্যস্ত চুলে মেঘকন্যার পুরো মুখ ঢেকে গেছে। তৈরি হয় একটা অদৃশ্য পর্দা। সেই পর্দার আড়ালে গিয়ে মেঘের দেশের মেঘকন্যা দ্রুত তার চোখের জলটুকু মুছে নেয়। শক্ত করে মনকে। স্বাভাবিক হয়ে যায় অনেকটা।
এদিকে শুভ ওর পকেট থেকে ফোনটা বের করে দ্রুত। ভয়ে ভয়ে পিছন থেকে একটা ছবি তুলে নেয়।
ফোনের আলোটা নুহার চোখ এড়াতে পারেনি।পিছু ফিরে তাকায় চটজলদি।
হাবা মার্কা হাসি দিয়ে শুভ ওর হাতের ফোনটা উপরে তুলে নাড়াতে থাকে। জিজ্ঞাসো দৃষ্টি নিয়ে নুহা তখনো শুভর দিকে তাকিয়ে। আড়চোখে সেটা খেয়াল করে শুভ। নুহার প্রশ্ন করতে হয়নি। তার আগেই বোকা শুভর জবাব, ‘ইয়ে! নেট পাওয়া যাচ্ছিল না। তাই দেখলাম ছবি উঠানো যায় কি না…’

– নেটের জন্য মানুষ ছবি নয় কল দেয়।
— হ্যাঁ, হ্যাঁ, সেটাই।
– কি সেটাই?
— কল, কল…
– কিসের কল?
— নেট আনার জন্য।
– নেট আনার জন্য কল দেয় না মানুষ। যে জায়গায় নেট পাওয়া যায়, সেখানে যায়।।
— হ্যাঁ, হ্যাঁ….
– কিসের হ্যাঁ, হ্যাঁ?
— দেখছিলাম এখানে নেট পাওয়া যায় কি না…
– নেটের জন্য কোন জায়গা লাগে না। আপনার ফোন নষ্ট হয়ে গেছে।
— হ্যাঁ, হ্যাঁ, আমার সেটাই মনে হচ্ছে।
– আমার কি মনে হচ্ছে জানুন?
— কি?
– ফোন নয় আপনার ভিতরে যান্ত্রিক কারিগরির কোন সমস্যা হয়েছে।
— Sorry….?
– আপনি অফিসে যাওয়ার আগে একবার হিয়া আন্টির চেম্বার থেকে ঘুরে আসুন, ধন্যবাদ।

লজ্জায় মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায় শুভ।
শুভ রুম থেকে বেরিয়ে যেতেই দাদীমার(বুয়া) ডাক পরে। ‘কইরে নুহা-আঁখি! টেবিলে খাবার দিয়েছি। সবাইরে নিয়ে আয়….’

দাদীমার ডাকে সাড়া দিতে নিচে নেমে আসে নুহা। কারো কোন কথা ছাড়াই চুপচাপ টেবিলে বসে খেতে শুরু করে।
এদিকে আঁখির ডাকে বাকি সবাই খাবার টেবিলে উপস্থিত হয়। খেতে বসে। ছোট্ট আদনান এসে বসলো নুহার পাশেই। প্রতিদিনকার মতো সেদিনও নুহা নিজের প্লেট থেকে একমুঠু ভাত আদনানের মুখে পুরে দেয়। আরেকমুঠু ভাত মুখে পুরে দেয়ার আগেই আদনানকে টান দিয়ে নিজের কাছে নিয়ে যায় ফারহানা। ‘ ও যথেষ্ট বড় হয়েছে! তাই এখন থেকে প্লেটেই খাবে ও। ওর খাওয়া দাওয়া নিয়ে আর কারো টেনশন করতে হবে না…’
ফারহানার কথার জবাবে কিচ্ছু বলেনি নুহা। চুপচাপ মাথা নিচু করে খেয়ে সে স্থান পরিত্যাগ করে।

ওয়াশরুমের দরজা বন্ধ করে হু,হু করে কেঁদে উঠে নুহা। ওর চোখের সামনে দিয়েই একটু একটু করে সব প্রিয়জনরা দুরে সরে যাচ্ছে। অচেনা হয়ে যাচ্ছে চেনামুখ। বড্ড অচেনা। এতকিছু দেখেও সে কিচ্ছুটি করতে পারছে না, নিরবে সয়ে যাওয়া ছাড়া।
দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। কান্না থামিয়ে প্রশ্ন করে নুহা, কে? বাহির থেকে শুভর গলা ভেসে আসে। ‘বাসায় এত ওয়াশরুম থাকতে, পুরুষদের ওয়াশরুমেই ঢুকতে হলো?’
নুহার চোখ চলে যায় ওয়াশরুমের চারিদিকে। বুঝতে পারে বড়সড় একটা ভুল করে ফেলেছে। চোখের জলটুকু মুছে দরজা খুলে নুহা। অতঃপর মাথা নিচু করে নিজ রুমে চলে যায়।
‘অদ্ভুত মানুষ’তো! একটা স্যরিও বললো না…’ নুহার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে শুভ।

এদিকে রুমে এসে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নুহা। যত দ্রুত সম্ভব হোস্টেলে উঠবে সে। কলেজ হোস্টেলে থেকে পড়াশুনা করবে। আঁখির থেকে ফোনটা নিয়ে নুহা কল করে ওর বাবাকে।
ওর বাবা ফোন রিসিভ করে। ও জানায়- ‘পড়াশুনার সুবিধার্থে ওকে কলেজ হোস্টেলে থাকতে হবে।’ প্রতিউত্তরে ওর বাবা জানায়- ‘ ঠিক আছে, মা! আমি এক্ষুনি হিয়ার সাথে এ ব্যাপারে কথা বলছি। ও আজকে আসার সময় সব ব্যবস্থা করে আসবে।’
তারপর আরো কিছুক্ষণ কথা বলে তখনকার জন্য বিদায় নেয় বাবার থেকে।

কল কেটে একটা বড়সড় নিশ্বাস ফেলে নুহা। রেডি হয়ে নেয় কলেজে যাওয়ার জন্য। দরজার সামনে এসে দাঁড়ায় শুভ।
” কই! হলো..?”
– আআআআপনি?
— বিশেষ দরকারে কোর্টে যাবো। তোমাদের কলেজের পাশ দিয়েই যেতে হবে। চলো। একসাথেই যাওয়া যাক…
– না, আপনি যান। আমি যেতে পারব।
— তুমিও চলো না।
– আমি যেতে পারবো।
— সেটা আমিও জানি। যাবে না। এটা বলে দিলেই হয়….

রাগ দেখিয়ে চলে যায় শুভ। কান্না লুকিয়ে বাসা থেকে বের হয় নুহা। বাসার পাশেই দাঁড়িয়ে আছে শূন্য রিক্সার জন্য। মিনিট দুয়েকের মধ্যে একটা শূন্য রিক্সা আসে। নুহা উঠে বসে। হুট করে কোথায় থেকে যেন শুভ চলে আসে। লাফিয়ে উঠে রিক্সায়। রিক্সা চলা শুরু করে। বিস্মিত নুহা চোখ বড় বড় করে শুভর দিকে ফিরে তাকায়।
” আপনি…?”
– হ্যাঁ, আমি। শুভ আমার নাম। কেন? কোন সন্দেহ আছে?
— সেটা না…
– তো?
— আপনার তো গা….(….)….???
– গাড়ি আছে। তবে রিক্সায় চড়তে আমার বেশী ভালো লাগে। আর তখন তো কোন কথায় নেই যখন পাশে…..
— কি?
– কিছু না।
— ওহ….

তারপর নিরবতা। ঘোর নিরবতা বিরাজ করে দুজনের মাঝে। হঠাৎ রিক্সার প্রচন্ড ঝাঁকুনিতে নুহা শুভর একটা হাত চেপে ধরে। শুভ ফিরে তাকায় নুহার দিকে। চোখাচোখি হয়। ইতস্তত নুহা হাতটা সরিয়ে নিতে চাইল। কিন্তু পারল না।
মিনিট পাঁচেক পর ওদের হাত দুটির ওপর নুহার আরেকটি হাত এসে ভর করল। শুভ ফিরে তাকায় নুহার দিকে।
লক্ষ্য করল, নুহার নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। শুভ আরো খেয়াল করল, ওর হাতের মধ্যে রাখা নুহার হাত দুটো মৃদু কাঁপছে।

চলবে….

ফুলশয্যা_সিজন(০৩) পর্ব- ১১

0

ফুলশয্যা_সিজন(০৩)
পর্ব- ১১
লেখা- অনামিকা ইসলাম।

প্রচন্ড রাগে অগ্নিশর্মা শুভ তেড়ে যায় ফারহানার দিকে। কিছু বুঝে উঠার আগেই ঠাস করে একটা থাপ্পর মারে ফারহানার গালে।

এ ঘটনায় মোটেও প্রস্তুত ছিল না ফারহানা। চমকে যায় সে। ভেঁজা চোখে মাথা তুলে তাকায় শুভর দিকে। আমতাআমতা স্বরে প্রশ্ন করে-
‘ শুভ! তুমি আমায় মারলে?’
প্রশ্নোত্তরে কিচ্ছু বলতে পারেনি শুভ। তার আগেই রুমে প্রবেশ করে ফারহানার মা। মেয়ের প্রশ্নের জবাবটি মা-ই দিয়ে দেয়।
‘ বেশ করেছে মেরেছে….’

বেশ অবাক হয় ফারহানা। মায়ের দিকে তাকিয়ে অনেকটা অভিমানি স্বরে প্রশ্ন করে-
‘ মা তুমি….(….)….???’
পুরো কথা বলতে পারেনি। মা মেয়েকে থামিয়ে দিয়ে অনেকটা শাসনের স্বরে বলে-
‘ ও তো একটা দিয়েছে! অন্য কেউ হলে এতক্ষণে আরো কয়টা পরতো গালে…!’
জবাবে কিচ্ছু বলেনি ফারহানা। শুধু জিজ্ঞাসো দৃষ্টিতে ফিরে তাকায় মায়ের দিকে। মা তার মেয়ের দৃষ্টির ভাষা বুঝে নেয় অতি সহজেই। জবাব দেয়-
‘ তুই যাকে কাজের মেয়ে হিসেবে আখ্যায়িত করেছিস সে কে জানিস? একসময়কার সাড়া জাগানো তরুণী ডাক্তার নীলিমা এবং বিশিষ্ট শিল্পপতির নাতনী আদিরা মাহমুদ নুহা। এই মেয়ের বাবা ঢাকা……(…)….কলেজের একজন সুনামধন্য শিক্ষক ছিলেন। বর্তমানে মেয়েটির মা অসুস্থ তাই তার স্ত্রীকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে আছেন….!’

এতটুকু বলে থেমে যায় ফারহানার মা। অনেক কিছু বলার ইচ্ছে থাকা সত্ত্বেও সুযোগ পায়নি শুভ। তাই প্রচন্ড রাগ নিয়ে রুম থেকে বাহির হয়ে যায়।

এতক্ষণে মুখ খুলে ফারহানা। চাপা গলায় প্রশ্ন করে মাকে- ‘সবই তো বুঝলাম মা! কিন্তু ঐ মেয়ে এ বাড়িতে কি করে? মানে ও যেভাবে কাজ করে দৌঁড়াইয়া দৌঁড়াইয়া, দেখে তো মনে হয় না বেড়াতে এসেছে….’
মেয়ের প্রশ্নে মায়ের জবাব, আরে! তোর ফুপু শাশুড়ির পরানের বান্ধবী ছিল ডাক্তার নীলিমা। মায়ের অনুপস্থিতিতে ওনিই মেয়েটিকে মাতৃস্নেহ দিয়ে লালন পালনের দায়িত্ব নিয়েছেন।
বড়সড় নিশ্বাস নেয় ফারহানা। ‘ওহ, তাই বলো। সমস্যা নেই। ওনাদের যা ইচ্ছে করুক গিয়ে। কি বলো, মা?’
শয়তানি হাসি দেয় ফারহানার মা। জবাব দেয়,
‘হ্যাঁ, সেটাই! আমাদের এতকিছু জেনে লাভ নেই। আমাদের কাজ নিয়ে ভাবা যাক আপাতত….’

রাতের খাবারের পর ফারহানা গিয়েছিল পাশের রুমে। আসার পর থেকে ছেলেকে একবারও দেখা হয়নি। যদিও তার ছেলেপিলে তে কোন নেশা নেই। তথাপি লোকদেখানোর জন্য উঁকি দেয় পাশের রুমের পর্দা ধরে।
আদনানকে পড়াচ্ছিল নুহা। আদনানও শান্ত বালকের ন্যায় নুহার কথা মতোই পড়ছিল। দরজার ওখান থেকে বলে উঠে ফারহানা- ‘ আসব…?’

দরজার দিকে তাকায় নুহা। ফারহানার মুখটা দেখে বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়। মনে হচ্ছে, কেউ যেন হাতুড়ি দিয়ে দুরমুশ পিটাচ্ছে ভেতরে।

নুহার অনুমতি দিতে হয়নি। তার আগেই রুমে ঢুকে পড়ে ফারহানা। আদনানের ঠিক পাশেই হুইল চেয়ারে বসে আছে ফারহানা। প্রশ্ন করেন ছেলেকে- ‘কেমন আছে আমার বাবা’টা?’
মনোযোগী স্টুডেন্ট আদনান বিজ্ঞদের ন্যায় অনেকটা বিরক্তিকর দৃষ্টিতে ফিরে তাকায় ফারহানার দিকে। ফারহানা আবারো প্রশ্ন করেন ছেলেকে, ‘বাবা! কেমন আছো তুমি?’
ফারহানার প্রশ্নের জবাব না দিয়ে আদনান ফিরে তাকায় নুহার দিকে। প্রশ্ন করে নুহাকে, ‘আম্মু! কি হয় ওনি তোমার?’
ঘোর কাটে নুহার। দীর্ঘশ্বাসের সাথে জবাব দেয়, আপু…! ওনি আমার আপু হয় আদনান…
কিছুক্ষণ একমনে কি যেন ভাবলো আদনান। তারপর হঠাৎ করেই প্রশ্ন করে বসে ফারহানাকে, ‘তুমি আমার আন্টি লাগো, তাই না?’

ঘটনার আকস্মিকতায় চমকে যায় ফারহানা। ভ্রু-কুঁচকে প্রশ্ন করেন ছেলে আদনানকে। ‘মানে? আমি তোমার আন্টি হই মানে? কে বলেছে তোমায় আমি তোমার আন্টি হই?’
হেসে দেয় আদনান। মুরুব্বীদের মতো করে জবাব দেয়, এটা আবার বলে দিতে হবে নাকি? আঁখি আন্টিও তো আমার আম্মুর আপু হয় আর আমার আন্টি হয়। তুমিও তো আম্মুর আপু। আমার তো আন্টি’ই লাগো, ঠিক না?

হো, হো করে হেসে দেয় ফারহানা। কোলে তুলে নেয় ছেলেকে। ‘ওরে পাকনা বাবাটা আমার! ওনি তোমার মা নয়, আমি তোমার মা। আর আমি তোমার আন্টি নয়, ওনি তোমার আন্টি, নুহা আন্টি। কি নুহা? ঠিক বলছি তো?’
দম আটকে আসছে নুহার। বহু কষ্টে জবাব দেয়, হু…

রাগ উঠে যায় আদনানের। ফারহানার বাহু থেকে নিজেকে মুক্ত করে নেয়। নুহার কোলে গিয়ে বসে পড়ে। অতঃপর ছোট্ট বিড়ালের মতো মাথা বের করে ফারহানার দিকে তাকায়। তারপর অনেকটা বিকৃত স্বরে বলে উঠে- ‘এ্যাহে… বললেই হলো। এটা আমার মা। তুমি না। তুমি মিছে কথা বলো….’
বিস্মিত ফারহানা আদনানের দিকে ফিরে তাকায়। প্রথম বার নুহাকে আম্মু ডাকছে এটা শুনেও মনের ভুল ভেবে উড়িয়ে দিয়েছিল ফারহানা। কিন্তু পরপর
তিনবার একই ডাক। এটা মনের ভুল হতে পারে না। তাই ফারহানা একরকম জোর করে কাছে টেনে নেয় আদনানকে। প্রশ্ন করে- ‘ওনি তোমার কি হয়?’
এবারো আদনান অকপটে জবাব দেয়, নুহা ওর মা হয়।

নুহার দিকে ফিরে তাকায় ফারহানা। ভয়ে জড়োসড়ো হয়ে গেছে নুহা। গলাটাও কিরকম শুকিয়ে আসছে। সেই সাথে ভিতরটা হু, হু করে কাঁদছে। অদ্ভুত রকম এক কষ্ট অনুভূত হচ্ছে নুহার। কেন এই কষ্ট? এরকম লাগতেছে কেন আমার? আমাকে তো কেউ কিছু বলেনি….! তাহলে এমন কেন লাগছে আমার? এরকম অসংখ্য প্রশ্ন নুহার মনে। কোনোটার সঠিক জবাব নুহার মন নুহাকে দিতে পারেনি। ফারহানাটাও কিরকম অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়েছিল নুহার দিকে। নুহার তখনকার অবস্থা দেখে ফারহানার মনে বিরূপ ধারনার জন্ম নেয়। তবে কিচ্ছু বলেনি নুহাকে। নিঃশব্দে আদনানকে ছেড়ে দিয়ে রুম ছাড়ে ফারহানা।

বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত্রি ১০টার দিকে বাসায় ফিরে শুভ। ড্রয়িংরুমে আদনানকে কোলে নিয়ে বসে কার্টুন দেখছে ফারহানা এবং তার মা। বাবাকে দেখে যেন স্বস্তি ফিরে পেলো ছেলে। দৌঁড়ে গেলো বাবার কাছে। জাপটে ধরলো বাবাকে।
ছেলেকে কোলে নিয়ে কপালে চুমু খায় শুভ।
‘ কি বাবা? কিছু বলবে?’

আদনান সোফার পাশে বসে থাকা মা এবং নানীর দিকে একবার তাকায়।
‘ বাবা আমি তোমাদের সাথে থাকবো আজকে…!’
ছেলের গালের সাথে গাল মেশায় শুভ।
‘ ঠিক আছে বাবা!
এখন বলো সন্ধ্যার পর পড়তে বসছিলা কি না…!’

রাগান্বিত দৃষ্টিতে আদনান ফিরে তাকায় সোফার দিকে। গাল ফুলিয়ে বড়দের ন্যায় জবাব দেয় আদনান, ইনার কারণে তো পড়তেও পারলাম না আজকে… একবার শুধু ফারহানার দিকে ফিরে তাকায় শুভ। তারপর ছেলেকে কোলে নিয়ে উপরে নিজ রুমের দিকে চলে যায়।
পিছু থেকে কিছু একটা বলতে চাচ্ছিল ফারহানা। মাথা নেড়ে বাঁধা দেয় পাশে বসা মা…

রাত্রে আদনানকে ঘুম পাড়িয়ে বাহির থেকে ফ্রেশ হয়ে এসে দরজা লক করছিল শুভ। দরজা ঠেলে হুইল চেয়ারে করে রুমে প্রবেশ করে ফারহানা।
– তুমি?
— এতগুলো বছর একা থাকলে। আজও একা থাকবে?
– What do you mean?
— আমি কি বুঝাতে চাচ্ছি সেটা কি তুমি সত্যিই বুঝতে পারনি?
– এতকিছু বুঝার দরকার নেই আমার। বেরিয়ে যাও তুমি…
— চলে যাওয়ার জন্য তো আসিনি…!
– মানে কি?
— দেখো না, কত নিশ্চিন্তে ঘুমুচ্ছে আমাদের ছেলেটা।
– আমাদের নয়। এ শুধু আমার ছেলে।
— আচ্ছা, তোমারই। এখন চলো তো…
– মানে কি?
— মানে আজকে আমরা তিনজন একসাথে ঘুমোবো…
– ইম্পসিবল…

কিছু একটা বলতে যাচ্ছিল ফারহানা। দরজার সামনে এসে দাঁড়ায় হিয়া। হিয়া আন্টির ডাকে সাড়া দিতে গিয়ে দরজার কাছে চলে যায় শুভ। প্রশ্ন করে, ‘কিছু বলবে আন্টি….?’
হিয়া শুভকে রুম থেকে বাহির করে নিয়ে যায়।

রাত্রি ১১টা বেজে ৩৮মিনিট_
ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে হিয়া এবং শুভ। হিয়ার কথা হলো- ‘ এ মেয়ে পাগল হয়ে গেছে শুভ। ব্যাংক ম্যানেজার মনে হয় তাড়িয়ে দিয়েছে কিংবা তার টাকা ফুরিয়েছে। এই জন্য তোর কাছে ছুটে আসছে। সমস্যা নেই। বাপ তুই শুধু আজ রাতটা ঐ রুমে কাটা। তারপর সকালে যা করার করা যাবে…’
কিন্তু আন্টি! ও তো আমায় ডিভোর্স দিয়েছে। ডির্ভোস দিয়েও কোন অধিকারে আমার কাছে আসলো?
শুভর প্রশ্নোত্তরে হিয়ার জবাব, আছে। অধিকার আছে। তুই ডিভোর্স লেটার হাতে পেলেও ও ডিভোর্স লেটার হাতে পায়নি।
চাপা কন্ঠে শুভর জবাব, আমি তো ওকে ডির্ভোস’ই দেইনি আন্টি।
বলে উঠে হিয়া, সেটাই! তুই ওকে ডিভোর্স দিসনি। আর ও সেই সুযোগটাই কাজে লাগিয়েছে।
আচ্ছা, বাদ দে। রুমে যা। আজকের রাতটা আপাতত জেগে বসে কাটা। কালকে হবে…
গর্জে উঠে শুভ। ‘কাল কেন? আজই হবে। আমি ওকে আজই ডিভোর্স দেবো।’
পাগলামি করিস না। আমার কথা শুন। রুমে যা। সকালে যা হওয়ার হবে…

অনেক করে বুঝানোর পর তবেই রাজি হয়েছে শুভ।রুমে গিয়ে আদনানকে মাঝখানে শুইয়ে দিয়ে খাটে হেলান দিয়ে চুপচাপ বসে আছে শুভ। ফারহানাকে ওর মা বিছানার অপর পাশে শুইয়ে দিয়ে গেছে।

ঘড়ির কাটা যেন স্তব্ধ হয়ে গেছে। যেন সে এক রাতের জন্য চলার গতি হারিয়ে ফেলেছে। বসা থেকে উঠে হাঁটাহাঁটি করে আবার গিয়ে খাটে হেলান দেয়। সোফায় শুইতে গেলে চিল্লানো শুরু করে ফারহানা। মানসম্মানের ভয়ে আবারো খাটে এসে হেলান দেয় শুভ।

ঘন্টাখানেক পর ফারহানা ঘুমিয়ে যায়। সেই সুযোগে সোফায় গিয়ে সোজা হয়ে শুয়ে পড়ে শুভ। মিনিট ত্রিশেকের ভিতর শুভর চোখেও ঘুম চলে আসে।

ঘুমিয়ে পড়ে শুভ। দু’চোখ শুধু এক করতে পারেনি নুহা। ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে ও। অচেনা এক কষ্ট ওর ভেতরটা শেষ করে দিচ্ছে। কাঁথার ভেতর মুখ লুকিয়ে সারারাত কেঁদেছে সে। যদিও কান্নার কারণটা তার অজানা।

শেষ রাত্রে শুভর রুমের জানালার পাশে এসে দাঁড়ায়। হাত দিয়ে জানালার পর্দা সরায়। খাটে জড়োসড়ো হয়ে শুয়ে আছে আদনান। এই মুহূর্তে ছোট্ট আদনানকে জড়িয়ে ধরতে বড্ড ইচ্ছে হচ্ছে নুহার। মনকে শক্ত করে নুহা। সব ইচ্ছেকে সবসময় প্রশ্রয় দিতে নেই এটা ভেবেই চলে আসছিল। অনিচ্ছাকৃতভাবেই খাট থেকে দৃষ্টি চলে যায় সোফায়। সোফায় শুয়ে আছে শুভ। শুভর বুকের উপর মাথা রেখে শুয়ে আছে ফারহানা। না চাইতেও চোখের কোণে জমে থাকা জলকণাগুলো অশ্রু হয়ে গাল গড়িয়ে ঝরে পরে নিচে…

চলবে….