Saturday, July 12, 2025
বাড়ি প্রচ্ছদ পৃষ্ঠা 1901



‘প্রিয়নামা’ -মাহমুদা

0

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

‘প্রিয়নামা’
-মাহমুদা

মনমন্দিরে’র মেঘাচ্ছন্ন অভিমান ছাড়াতে,
তোমার আগমনী বার্তা সপ্তরঙে ভাসে।
নীল দুঃখ তাপে তৃষিত স্বর্গগঙ্গা’য়
উদয় তুমি বর্ষাপুরুষে!
হৃদয় গহীনের একাকিত্ব বিকেলে
গোধূলির হাসিতে সদা সঙ্গী তুমি।
রোজ নিশিভোরে প্রিয়া’র আধাঁরে
জোৎস্না নামাও সেথা কুপির সলতে ভরে।
তুমি কি সে?
যে প্রিয় হয়ে রোজ তৃপ্ত করে অলকানন্দা’কে!

মাতৃত্ব – লেখায়ঃফাইজা হাবীব

0

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা: মাতৃত্ব
লেখায়ঃফাইজা হাবীব

মাতৃত্ব সে তো নির্যাস থেকে আস্ত মানুষে পরিণত করার যুদ্ধ
মাতৃত্ব সে তো নয় মাসের কষ্টের, ত্যাগ তিতিক্ষার ফলাফল,
মাতৃত্ব কি বিষ পানে নীলকন্ঠ হবার আরেক নাম?
মাতৃত্ব কি বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে দিন কাটানোর অভিশাপ!

নিজের মুখের গ্রাস তুলে যে সন্তানের পেট ভরা
নিজের রক্ত মাংসের বিনিময়ে যাকে তিলতিল বড় করা,
সেই স্নেহ, মায়াকে পিষে ফেলে কীটপতঙ্গে পরিণত হবার কষ্ট
নিজের আত্ব সম্মানকে তিল তিল করে পিষে ফেলাই কি মাতৃত্ব?

মাতৃত্ব অসম্মান নয়, অজ্ঞতা নয় পরিপূর্ণ মর্যাদার নাম
সহস্র স্বর্ণ মুদ্রা, এক তোলা পয়সার ঝনঝনানি নয়!
ভালোবাসা, স্নেহের বদলে সম্মান আর ভালোবাসার দাবি মাতৃত্বের,
এত কষ্ট, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কি এই সম্মানটুকু মাতৃত্ব দাবি করতে পারে না?

বঙ্গবন্ধু এমন একটি -নাম কলমে – সুদীপ্তা দে

0

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা :
বঙ্গবন্ধু এমন একটি নাম
কলমে – সুদীপ্তা দে

বঙ্গবন্ধু এমন একটি নাম,
যে নামে একদিন পুরো দেশ উঠেছিল জেগে।
বঙ্গবন্ধু এমন একটি নাম,
যে নাম শুনে ওই হানাদারেরা কেঁপে উঠেছিলো ভয়ে
বঙ্গবন্ধু এমন একটি নাম,
যে নামে হাজারো যোদ্ধার বন্দুক হতে বুলেট গিয়েছিল ছুটে।
. বঙ্গবন্ধু এমন একটি নাম,
যার বজ্রকন্ঠ মেঘের গর্জনকেও হার মানিয়েছিল শেষে।
বঙ্গবন্ধু এমন একটি নাম,
যে নামে বাংলার আকাশ বাতাস হয়েছিল উত্তাল।
বঙ্গবন্ধু এমন একটি নাম,
যে নামে জনসমুদ্র হয়েছিল মুক্তির নেশায় মাতাল।
বঙ্গবন্ধু এমন একটি নাম,
যে নামে বাংলার সূর্য ওঠে প্রতিদিন জেগে।
বঙ্গবন্ধু এমনই একটি শক্তিশালী নাম,
যিনি ছিলেন মোদের জাতির পিতা, এক মহাযোদ্ধার বেশে।
তাঁরই করণে পেয়েছি বাংলা, লাল সবুজের পতাকা,
পেয়েছি স্বাধীনতা, আর এই বাংলার মুক্ত হাওয়া।
তাই তোমাকে জানাই জাতির জনক সালাম হাজার হাজার,
প্রতিটি বাঙালির এই বুকে রইবে, তুমি পিতা মোদের সবার।।

বৃদ্ধাশ্রমে জন্মদাতা – সুদীপ্তা দে

0

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা:
বৃদ্ধাশ্রমে জন্মদাতা
সুদীপ্তা দে

” মনে আছে আজও সেদিনের ঐ কথা,

উঠেছিল তোর মায়ের বড়ই প্রসব ব্যথা।

আমি তাই দেখে বুঝে যাই ভয়ে মরে,

ভেবে কিছু না পাই,কপাল বড় সিক্ত ঘর্ম ত্রাসে।

সন্তর্পনে মাকে নিয়ে তোর যাচ্ছি হাসপাতালে,

কেন জানি মন ভরপুর মোর বড়ই শঙ্কাদলে।”

তোর মা শুধু বলে,”কি যে ব্যথা আমি যাই যেন হায় মরে!
আমার শিশুকে পাবো কি দেখতে এই দুই নয়ন
ভরে?

বাঁ চোখ আজ শুধুই লাফায়,

শুনেছি বড় অকল্যাণ এতে ,কল্যাণ তাতে ধায় ।”

আমি বলি, “ছিঃ ছিঃ তুমি বলো কি এসব?

মিছে কথা যত বাজে যতসব।

বলছি তোমায় ফুটফুটে শিশু আসবে যে কোল আলো করে,

বাজে কথা তুমি ছেড়ে এখন বসতো চুপটি করে।”

“এরপর তোর মাকে নিয়ে পৌঁছলুম হসপিটালে,

ডাক্তার নার্স বলে গেল সব সিচুয়েশন ক্রিটিক্যালে।

মনে মনে শুধু করছি যে প্রার্থনা,

এতদিন কিছু চাইনি আল্লাহ, তাই নিরাশ আজ করোনা।

হঠাৎ করেই কান্নার রোল ভাসে মোর হিয়াকোণে,

এসেছিস তুই এই বার্তা পৌঁছলো মোর মনে।

নার্স এসে বলে গেল তুই ঠিক আছিস মানিক আমার,

কিন্তু তোর মারে তারা হায় পারে নাই বাঁচাবার।”

মনে হল যেন তোর মা বলে গেল মোর কানে,

“রেখো মোর খোকারে তুমি বড় যতন করে আগলে।”

“তার কথামতো আমি দিয়েছি যে তোকে ভালোবাসা,

মায়ের ব্যথা বুঝতে দেই নাই, দিয়েছি আলো আশা,

ঘুমাবার কালে শোনাতাম কতো পক্ষীরাজের কথা!

সহিতে পারতাম না তোর কোনো ব্যাথা

যেদিন তুই ডাক্তার হয়ে এসেছিলি মোর কাছে,

বুক মোর এক বিঘাৎ, ফুলে উঠেছিলো গর্বে।

যা চেয়েছিলি সাধ্যমতো চেষ্টা করেছি দিতে,

তাই বলে আজ সেই দাবি নিয়ে আসি নাই তোর কাছে।

চাই না কোনো ঋণশোধ, চাই না তো অধিকার।

যেথা ইচ্ছা ফেলে দে মোরে, আমি কে কোথাকার?

বৃদ্ধাশ্রমের আঙিনাতেই থাকব বলে আমি,

একদিন তোর জন্মদাতা পিতা হয়েছি আমি।

যেদিন তুই এসেছিলি কোলে , পেয়েছিলাম স্বর্গসুখ,

এই বৃদ্ধাশ্রমে থেকে তাই পাব না নরকদুখ।

কেটে যাবে দিন ,কেটে যাবে ক্ষণ,

শুধু একবার আসিস, যখন মোর দুয়ারে দাঁড়াবে
মরণ।

থাকিস সুখে এই কামনা আজো করি মনে মনে,

ভাবিস না… কোনো অভিযোগ নাই মোর এই মনে।

বহিছে হাওয়া, নরম দোলায় দুলছে দূর্বাঘাস,

খোকা…! ফেরার পথে সাবধানে বাড়ি যাস।।

মাটির ছেলে – কলমে- মুহাম্মদ উসমান

0

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা- মাটির ছেলে
কলমে- মুহাম্মদ উসমান

হও তুমি বড় সাধক হও মহাজ্ঞানী,
থাকুক ক্ষমতা তোমার হও মহা ধনী।
ভালো হয়ে চল তুমি করো নাকো নেশা,
বড় হয়ে পূরণ করো সব মানুষের আশা।

অন্যায়ের বিরুদ্ধে হও তুমি বীর,
ন্যায় পথে করো ভ্রমণ থেকো না স্থির।
সত্যকে ধরে রাখো সুখ পাবে নিজে,
সবার মুখে অন্ন জোগাও রোদ্র-মেঘে ভিজে।

বাজে কাজ করতে তোমার থাকে যেন লাজ,
দেশকে ভালোবাস, কর ভাল কাজ।
মনের ভিতর রোপণ করো সঠিক পথের ছন্দ,
নতুন কিছু তৈরি কর, দেখে ভাল-মন্দ।

রাতের আঁধার মুক্ত করে আনো সুখের আলো,
ভালো কিছু করলে তবেই বলবে লোকে ভালো।
সবার নেতা হও তুমি থাক সবার মুখে,
তোমায় দেখে মানুষ যেন নতুন কিছু শিখে।

মাটির ছেলে হলে তুমি, বাড়বে তোমার মান
দেশের জন্য বিলীন করো তোমার তাজা প্রাণ।

“নগরীর বদ্ধ দেয়ালে” ,লেখা:- Sadman Arif

0

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা:- “নগরীর বদ্ধ দেয়ালে”
লেখা:- Sadman Arif

নগরীর বদ্ধ দেয়ালে
এক দুঃখী মা ছুটে পদযুগলে
আঁখিজুড়ে বাক্য অশ্রুত অন্ধকারে
অবসাদে বুকফাটা আর্তনাদে,
দীর্ঘশ্বাসের উন্মাদনায় সবার দ্বারে দ্বারে
আপনহারা অসুখের সীমাহীন ছটফটানিতে।

নগরীর বদ্ধ দেয়ালে
এক নিষ্পাপ বালিকা কাঁদে,
আগুন জ্বালা, কষ্ট, যন্ত্রণায়, রক্তাক্ত গায়ে
দস্যি কিংবা হায়েনার ছোবল ঘাতে
নিভৃতে একটু বাঁচার আকুতিতে।

নগরীর বদ্ধ দেয়ালে
এক ভীরু বোন থাকে ঘা ঘেঁষে
দহন জ্বালা শরীরের ভাঁজে ভাঁজে,
হিংস্র পশুর ক্ষণিকের পর পর আঘাতে
উত্তাপ বিসর্জনে ধুঁকে ধুঁকে মরছে সে
খোদার কাছে শেষ নিঃশ্বাসের হাতছানিতে।

নগরীর বদ্ধ দেয়ালে
এক বৃদ্ধ বাবার বুক কাঁপে
শার্ট ভিজে দুঃচিন্তায় ঘামে
তার ময়না পাখির অপেক্ষাতে,
খোঁজ না পাওয়ার ব্যর্থতাতে
অহেতুক দুঃখের গান বুনে
রাত্রি আঁধারের দীর্ঘশ্বাসে।

নগরীর বদ্ধ দেয়ালে
চিৎকার করে মায়া,আবেগ হারা
নষ্টদলের বর্বর হিংস্র পশু
আজ রাত্রিতে, নিশিকন্যার অভাবে
লুটায় সে সতী শরীরের শতরঞ্জি
দারুন এক সুঘ্রাণ শুঁকিতে শুঁকিতে।

নগরীর বদ্ধ দেয়ালে
এক প্রেমিক হারায় আবেগ, প্রতিশ্রুতি,
দু চোখজুড়ে একটু প্রেম ছোঁয়ার মুখচ্ছবি
স্বপ্নীল গোধূলি বিকেলে হাত ধরার আকুলতি।
আসবে কখন, ধরবে হাত
আসে না কেন সে অভিপ্রায়ে,
রাস্তায় দাঁড়িয়ে একা প্রেমিক গোলাপ হাতে
আর একটুখানি দেখার মিথ্যা ভরা প্রহরটিতে।

তবুও! তবুও!
নগরীর বদ্ধ দেয়ালে
ছাড়া না পায় এমন কতো হতভাগিনী
দুর্ভেদ্য যন্ত্রণায়, কাতরতায়, রক্তমাখায়
হায়েনাদের আসে না হৃদয়ে কোনো অনুভূতি,
বেওয়ারিশ লাশেও তারা মজা লুটায়
এক কোমল, ছিন্নভিন্ন, তুলতুলে শরীরে
ক্ষয়িষ্ণু সুতীব্র উল্লাসে পেয়ে আত্মতুষ্টি।

নিদ্রাযাপনে স্বপ্নব্যাপনে – কলমে ::সৌরভ সিংহ

1

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

নিদ্রাযাপনে স্বপ্নব্যাপনে
কলমে ::সৌরভ সিংহ

দিবা কোলাহলে লোক কাজে মন হলাহলে,
কর্ণ কুহর সিঞ্চিত রব দাগে মনাহত হলে,
নিয়ত নিছক ভ্রান্তিকৃত মর্ম শ্রান্তি ভুলে,
মুদানো নয়নে গা ঢলাই শয্যা শয়ন কোলে।

ঘুমের দেশেতে খুন হই নিত্য গুম,
ভুলি বোধ ভোলানো ছন্দ তালের ধুম।

নিদ্রাদেশী স্বপ্নবেশী জুড়লো জীবন জোড়া,
সপাটে নেত্র খুলল কপাট পেল মর্মপীড়া।

নিত্য রাতে বেখেয়ালে বিনিদ্র যবে মন,
স্তব্ধ জেগে সংগোপনে নিজের কথা শুন।

স্মৃতিতে ভেসে অশ্রু সিক্ত বিনিদ্র রজনী,
সহসা ঘাত এলো ভেট দিলো প্রিয় সজনী।

দৃশ্য মধুর ক্রমশঃ লীন ক্ষীণ দুটি আঁখিতে!
কালশিটে কোটর গুনছে প্রহর প্রণয় ফাঁকিতে!

মানতে ঘুচাই আ৺ধার জ্বালিয়ে রমন প্রদীপ,
আসলে ফিরে প্রেম সম্ভার উদিবে “সৌরদীপ”।

তোমাকে নিয়ে লিখতে চাই -লেখিকা অন্তরা ইসলাম

0

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
#কবিতা_তোমাকে_নিয়ে_লিখতে_চাই
#লেখিকা_অন্তরা_ইসলাম

আমিও তোমাকে নিয়ে ভাবতে চাই, তোমাকে নিয়ে লিখতে চাই।
তুমি তো আমার চিরচেনা পথ,সময়ের স্রোতে নীড়ে আসা ঢেউ।
তুমি তো আমার সবচেয়ে আপন,শুধু আমি নয় তোমার কেউ।
তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন আমার হৃদয় জুড়ে, তুমি ছাড়া ভাবতে পারিনা আমি অন্য কিছুই যে।
আমিও তোমাকে নিয়ে ভাবতে চাই, তোমাকে নিয়ে লিখতে চাই।
তোমাকে নিয়ে লেখা হাজারো কবিতা এিভুবণের সবাইকে জানাতে চাই।
সামনে আছে লক্ষ, কোটি বাঁধা তোমাকে নিয়ে লেখা আমার মানা।
তোমাকে নিয়ে লিখলে হবে না জেল, হবে না ফাঁসি।
তোমাকে নিয়ে লিখলে আমার বিবেকের কাছে থাকবো সারাজীবন দোষী।
আমিও তোমাকে নিয়ে ভাবতে চাই, তোমাকে নিয়ে লিখতে চাই।

পাপ_ও_পাপী – ওয়ালেদ মাহমুদ

0

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগীতা

পাপ_ও_পাপী
ওয়ালেদ মাহমুদ

ছোট থেকে শুনেছি শ্লোকে নেই ক্ষয়
পাপকে ঘৃণা করো পাপীকে নয়।
সময়ের দোলাচলে সবই তো বদলায়
এখানেও ঘষামাজা পরিবর্তন সয়।
সাবরিনা, সাহেদ, সম্রাট,পাপিয়া
পাপে কলুষিত তারা ঘৃণ্য মাফিয়া।
এইসব আগাছা যারা তৈরী করে
তারা কেন আড়লে, সময়ে সরে পড়ে।
মুখ ও মুখোশে যারা চলে অহর্নিশ
আইনের বেড়াতে নিরাপদ, নিশ্চিত।
ধরাছোঁয়ার উর্ধ্বে, উপরে উপরে চলে
ঘৃণা ভরা মনেতে দিব নাকি কান মলে!
সেই সব অন্তরালে যারা বসে থাকে,
তাদের মুখোশটা খোলা হোক সবার আগে।
নতুন শ্লোকেতে তাই একসাথে সবে পড়
পাপকে শুধু নয়, পাপীকেও ঘৃণা করো।

কবি বিশ্বজোড়া – কবি: সাজিদুর রহমান সাজিদ

0

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগীতা
(জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্বরণে লিখা)

কবিতা: কবি বিশ্বজোড়া

কবি: সাজিদুর রহমান সাজিদ

তুমি মহান হে কাজী নজরুল ;
চরনে তোমার শত প্রণাম,শত ফুল।
তুমি বিদ্রোহী,তুমি দুর্ব্বার,তুমি বীর,
বলিতে শিখিয়েছো তুমি-
বল বীর,
বল উন্নত মম শির।

তুমি মহাপ্রাণ,তুমি বজ্রকন্ঠের বিদ্রোহী ধ্বনি,
তুমি রাজবন্দীর জবানবন্দী,
তুমি অগ্নিবীনার সারথি-
তুমিই ধুমকেতুর সাময়িকী সন্ধি।

সাম্যের কবি তুমি গাহিয়াছো সাম্যের গান,
মানুষ নামের অর্থ করেছো মোদের দান।
গর্ব,অহংকার মোদের সাহিত্য ভুবনজোড়া
নাম তার কাজী নজরুল কবি বিশ্বজোড়া।