Saturday, August 16, 2025
বাড়ি প্রচ্ছদ পৃষ্ঠা 1058



নিষিদ্ধ প্রেম পর্ব-০৯

0

#নিষিদ্ধ প্রেম
#জান্নাতুল ফারিয়া প্রত্যাশা
|৯|
~
চোখের ভারি পল্লবগুলো মেলে ধরতে কষ্ট হচ্ছে। শরীরটা যেন অবশ লাগছে। হাত পা নাড়াতে পারছে না। মাথায় চিন চিন ব্যথা করছে। চোখগুলো যখন খুব কষ্টে একটু মেলল, রাইমার কাছে তখন মনে হলো চারপাশটা যেন সাদা ধোঁয়ায় পরিপূর্ণ। কিছু দেখতে পাচ্ছে না সে। শরীরটা ভার হয়ে আছে। কষ্ট করে আস্তে আস্তে তাকানোর চেষ্টা করলো রাইমা। প্রথমেই বুঝে উঠতে পারলো না সে কোথায় আছে। আবছা চোখের দৃষ্টি পাশে অরিকের উপর পড়তেই তার মস্তিষ্ক যেন জেগে উঠল। একটু নড়ল। ব্রু কুঁচকাল। নিজেকে অরিকের গাড়িতে আবিষ্কার করে চমকে গেল সে। গলা দিয়ে কথা বেরুচ্ছিল না। তাও কষ্ট করে সে বলে উঠল,

‘আ-আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন?’

রাইমার কন্ঠ শুনে অরিক তার দিকে তাকাল। স্বস্তির নিঃশ্বাস ফেলে বললো,

‘যাক জ্ঞান ফিরেছে তাহলে।’

রাইমা জোরে জোরে নিশ্বাস নিচ্ছে। বুঝে উঠতে পারছে না কিছু। পেছনে তাকিয়ে দেখল নিরবও আছে। এবার সে অনেকটা অস্থির হয়ে উঠল। ক্ষিপ্ত কন্ঠে দম নিয়ে বললো,

‘আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? আবার আমার সাথে কি করতে চাইছেন? গাড়ি থামান বলছি। প্লীজ, গাড়ি থামান। আমি আপনাদের সাথে কোথাও যাব না। গাড়ি থামান..’

রাইমা অনেক বেশি অস্থির হয়ে উঠল। গাড়ির দরজা ধরে টানাটানি করতে লাগল। অরিক এক হাতে তাকে বাঁধা দেয়ার চেষ্টা করে বললো,

‘শান্ত হোন রাইমা। আমরা আপনাকে নিয়ে আপনার বাসায় যাচ্ছি। অন্য কোথাও আমরা যাচ্ছি না। দেখুন এটা আপনার বাসার রাস্তা।’

রাইমা এবার খেয়াল করলো। হ্যাঁ, এই রাস্তাটা পরিচিত তার। তাও সে ঠিক শান্ত হতে পারলো না। নিজের হাত থেকে এক ঝটকায় অরিকের হাতটা সরিয়ে দিয়ে বিচলিত কন্ঠে বললো,

‘তারমানে এতক্ষণ আমি আপনাদের কাছে ছিলাম। কই আমার তো কিছু মনে পড়ছে না। আমার তো মনে আছে আমি আমার বাগানে ছিলাম হঠাৎ..হঠাৎ তখন কেউ একজন পেছন থেকে আমার মুখে কিছু একটা চেপে ধরে। আর তারপরই আস্তে আস্তে আমার শরীর অবশ হয়ে যায়। তার মানে এসব আপনার কাজ? আমাকে অজ্ঞান করে আবার আপনারা আমার সাথে খারাপ কিছু করেছেন। কেন? কেন আপনারা আমার সাথে এমন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনাদের? কেন করছেন আমার সাথে এমন?’

রাইমা কাঁদতে আরাম্ভ করে। অরিক আর না পেরে গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করায়। গাড়ি থেমে যেতে দেখে রাইমা দ্রুত গাড়ি থেকে নেমে যেতে চায়। কিন্তু অরিকের জন্য পারে না। অরিক রাইমার দুই বাহু চেপে ধরে তাকে তার দিকে ঘুরিয়ে নেয়। তারপর সে রাইমার চোখের দিকে তাকিয়ে নরম সুরে বলে,

‘আমাদের ভুল বুঝছেন রাইমা। আপনার সাথে খারাপ কিছু হয়নি। বিশ্বাস করুন, আপনি এখন একদম ঠিক আছেন। আর হ্যাঁ এটা সত্যি যে, এসব কিছু নিরব করেছিল। ও চেয়েছিল আপনার সাথে যেন আমার বিয়েটা না হয়। আমার বন্ধু তাই আমাকে বাঁচাতে এসব করেছে। কিন্তু আমার বুঝানোর পর ও বুঝেছে। ওর কোনো দোষ নেই রাইমা। যা দোষ সব আমার। আমি আপনাকে রেপ করেছি। আপনাকে মানসিক কষ্ট দিয়েছি। তার জন্য শাস্তি দিতে হলে আমাকে দিবেন। কিন্তু প্লীজ ওকে ক্ষমা করে দিন। আমার জন্য ও ফেঁসেছে। সেদিন ও আমাকে অনেক বাঁধা দিয়েছিল, কিন্তু আমি শুনিনি। সব দোষ আমার রাইমা। প্লীজ, আপনি ওর উপর আমার দায়ভার চাপাবেন না। ও সত্যিই নির্দোষ।’

কথাগুলো বলতে গিয়ে গলা কাঁপছিল অরিকের। সে তখন রাইমাকে ছেড়ে দিয়ে তার সিটে হেলান দিয়ে বসে চোখ বুজলো। রাইমা নিষ্প্রভ তাকিয়ে রইল তার দিকে। পেছনে নিরবও স্তব্ধ হয়ে বসে রইল। সে বুঝতে পারছে তার বন্ধু এখন তার ভুলের জন্য অনেক বেশি পস্তাচ্ছে। কিন্তু, সময় থাকতে তো আর সে বুঝল না।
.
পিনপতন নিরবতা কাটিয়ে অরিকের নির্লিপ্ত কন্ঠটা বেজে উঠল। সে ঘাড় কাত করে রাইমার দিকে তাকাল। ক্ষীণ সুরে বললো,

‘আমি জানি না রাইমা আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন? তবে এইটুকু জানি এই বিয়েটা আর পাঁচটা বিয়ের মতো স্বাভাবিক না। বিয়ের পরও হয়তো আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না। হয়তো স্বামী হিসেবে মেনেই নিবেন না কোনো দিন। (একটু থেমে) আমার ভুলের জন্য আমি এখন ভীষণ ভাবে অনুতপ্ত। আমি জানি আপনি সেটা বিশ্বাস করবেন না। আজকে আমি আপনার মা বাবাকে দেখে উপলব্ধি করতে পেরেছি যে আমি কত বড়ো ভুল করেছি। ঐ মানুষগুলো আপনাকে অনেক বেশি ভালোবাসে। রাইমা…রাইমা এখন আমার মনে হচ্ছে আমার লাইফের সবথেকে খারাপ সময় আজকের দিনটা। আমি এতদিন আপনাকে সহ্য করতে পারতাম না কিন্তু আজ আপনাকে না পেয়ে আমার নিজেরই খুব অস্থির লাগছিল। বার বার নিজেকেই অপরাধী মনে হচ্ছিল। আমার জন্য আপনি কষ্ট পেয়েছেন, আপনার পুরো পরিবার কষ্ট পেয়েছে। আমি আমার অন্যায় স্বীকার করে নিচ্ছি। আপনি বলেছিলেন, আমাকে এত সহজে পুলিশে দিবেন না। খুব কষ্ট দিবেন আমায়। আমি আপনার সেই কষ্ট মাথা পেতে নিতে রাজি আছি। আপনার যা ইচ্ছে আমার সাথে তাই করতে পারেন। যত শাস্তি দেওয়ার দিতে পারেন। আমার কোনো আপত্তি নেই। তবে শুধু একটাই চাওয়া, এসবের মধ্যে নিরবকে আনবেন না। আর বাড়িতে গিয়ে প্লীজ কাউকে বলবেন না যে নিরব আপনাকে কিডন্যাপ করেছিল। এটা আপনার কাছে আমার অনুরোধ, প্লীজ রাইমা!’

অরিকের চোখগুলো ছলছল করছে। রাইমা তার চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। সে কিছু বুঝতে পারছে না সে কি বলবে? কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা এই মুহুর্তে তার মাথায় কাজ করছে না। কি করবে সে ক্ষমা করে দিবে? ক্ষমা করা যায় এদের? যদি আবার একই কাজ করে বসে। যদি ভুলে যায় এসব? তখন, তখন কি করবে সে?

রাইমার প্রচন্ড মাথা ব্যথা করে। সে জোরে জোরে নিশ্বাস নিয়ে সিটে হেলান দিয়ে বসে। ক্লান্ত কন্ঠে বলে,

‘আমার খুব শরীর খারাপ লাগছে। আমাকে বাসায় নিয়ে চলুন প্লীজ!’

অরিক আর কিছু বললো না। গাড়ি স্টার্ট দিয়ে আবার তাদের গন্তব্যের পথে রওনা দিল।
.
.
রাইমাকে ধরে আস্তে আস্তে বাসার ভেতর নিয়ে গেল অরিক। তাকে দেখা মাত্রই বাড়ির সবাই ছুটে এল তার কাছে। তার মা বাবা তাকে বুকে জড়িয়ে নিল। চোখে মুখে তার অনেক চুমু খেল। যেন তারা আবার তাদের প্রাণ ফিরে পেয়েছেন। রাইমার মা এখনও কেঁদে চলছে। রাইমা তাই তার মায়ের চোখ মুছিয়ে দিয়ে বললো,

‘আমি তো এসে গেছি মা, তাহলে এখনো কেন কাঁদছো?’

তার কথায় তার মা কোনো জবাব দিলেন না। মেয়েকে কেবল বুকে জড়িয়ে ধরে রইলেন।
.

পরিবেশ কিছুটা স্বাভাবিক হওয়ার পর পরই রাইমাকে সবাই প্রশ্ন করতে লাগল, সে কোথায় ছিল? কেন বাইরে গিয়েছিল? আর অরিক তাকে কোথায় পেয়েছে? আর কত কত প্রশ্ন। অরিকের মেজাজ বিগড়ে গেল সবার এত এত প্রশ্ন শুনে। সে রেগে গিয়ে বললো,

‘ও কোনো ছেলের হাত ধরে পালায়নি যে আপনারা ওকে এসব প্রশ্ন করবেন। ওকে কি..’

অরিক কথাটা শেষ করার আগেই রাইমা মাঝপথে বলে উঠে,

‘আমাকে কারা যেন কিডন্যাপ করেছিল বাবা। কিন্তু আমি তাদের কাউকে চিনি না। হয়তো কেউ এই বিয়েটা ভাঙতে চেয়েছিল। তাই সেই ব্যক্তি আমাকে কিডন্যাপ করার পর আবার অরিককে ফোন করে আমার নামে অনেক উল্টা পাল্টা কথা বলে। কিন্তু উনি এসব বিশ্বাস না করে উল্টো সেই নাম্বারের লোকেশন ট্র্যাক করে আমার কাছ অবধি পৌঁছে যান। তারপর উনি ওদের পুলিশের ভয় টয় দেখিয়ে আমাকে ওদের কাছ থেকে নিয়ে আসতে সফল হোন। আমার তখনও জ্ঞান ছিল না। মাঝ রাস্তায় জ্ঞান ফেরার পর উনি আমাকে সবকিছু বলেন।’

এতসব মিথ্যে বলে রাইমা নিশ্চুপ হয়ে যায়। তার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে সে এক নাগাড়ে এত মিথ্যে বলে ফেলেছে, তাও আবার এই মানুষগুলো জন্য। অরিক নিরব দুজনেই হতভম্ব হয়ে গেল রাইমার কথা শুনে। এদিকে সবাই আবার অনেক উত্তেজিত হয়ে পড়ল এসব কথা শুনে। রাইমার বাবা অরিককে জিগ্যেস করলো,

‘বাবা, ঐ লোকটা কে ছিল? ও কেন আমার মেয়েকে কিডন্যাপ করেছে, কিছু বলেছে তোমাকে?’

অরিক ইতস্তত কন্ঠে বললো,

‘না আংকেল, আসলে ওর সাথে এত কথা আমরা বলেনি। আমি আর নিরব গিয়েছিলাম। গিয়েই আমাদের মধ্যে ছোট খাটো মারামারি লেগে গিয়েছিল। কিন্তু ও একা থাকায় আর পারেনি আর কি। তাই পালিয়ে যায়। আমরা তখন রাইমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়াই আর ওর কথা মনে ছিল না।’

রাইমা বাঁকা চোখে অরিকের দিকে তাকায়। অরিক অপ্রস্তুত হয় পড়ে তাতে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। আর রাইমা তখন মনে মনে বলে,

‘একটু সুযোগ দিয়েছি বলে নিজেকে এখন হিরো বানিয়ে ফেলছে।’
.
.
এত এত ঝামেলা শেষে এবার কিছুটা শান্ত হলো সবাই। দুই পরিবারের মধ্যে আবারও কথোপকথন হলো। এবং তারা আবারও হাসিমুখে বিয়ের জন্য প্রস্তুত হলেন। কিন্তু রাইমা হঠাৎ বলে উঠল,

‘আমার অরিকের সাথে কিছু কথা বলার আছে। তারপর আমরা এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত জানাব।’
.
.
চলবে..

নিষিদ্ধ প্রেম পর্ব-০৮

0

#নিষিদ্ধ প্রেম
#জান্নাতুল ফারিয়া প্রত্যাশা
|৮|
~
নিরবের দেওয়া ঠিকানায় পৌঁছে অরিক বেশ খানিকটা অবাক হলো। এই জায়াগাটায় এর আগে কখনও আসেনি সে। মেইন শহর থেকে অনেকটা ভেতরে। গাড়ি নিয়ে আসতে অনেকটা সময় লেগেছে। চারপাশে আর তেমন কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না। রাস্তাঘাটও বেশ শুনশান।

গাড়ি থেকে নেমেই অরিক নিরবকে কল করলো।

‘কিরে চলে এসেছিস?’

‘হ্যাঁ, কোথায় তুই?’

‘তুই যেখানে থেমেছিস, সেখানে থেকে ডানে একটা রাস্তা গিয়েছে দেখ। সেই রাস্তা দিয়ে কিছুটা পথ আগালেই একটা পুরাতন ভাঙা বিল্ডিং দেখতে পাবি, আমি সেখানেই আছি। চলে আয়।’

‘ঠিক আছে, রাখ। আমি আসছি।’

অরিক কলটা কেটে দিয়ে নিরবের বলা পথে চলতে লাগল। ডানের রাস্তা ধরে বেশ কিছুটা হাঁটার পর সে সেই বিল্ডিংটা দেখতে পেল। ভেতরে ঢুকল সে। ডান বামে দুটো করে রুম। আর মাঝখান দিয়ে একটা সিড়ি উপরে উঠে গিয়েছে। অরিক এদিক সেদিক তাকিয়ে দেখল কেউ নেই। সে এবার নিরবের নাম ধরে ডাকল,,

‘নিরব, নিরব! কোথায় তুই?’

নিরব বেরিয়ে এল। ঠোঁটের কোণে লেগে আছে তার বিশ্ব জয়ের হাসি। তাকে দেখা মাত্রই অরিক কপাল কুঁচকাল। বিচলিত হয়ে বললো,

‘রাইমা কোথায়?’

নিরব বিদ্রুপের সুরে বললো,

‘বাবা অরিক, কি ব্যাপার বলতো? তুই তো দেখছি ঐ মেয়ের জন্য দেওয়ানা হয়ে উঠেছিস। দুদিন আগেও না তুই ওকে সহ্য করতে পারতি না। তাহলে হঠাৎ এত প্রেম!’

অরিক রেগে যায়। ধমকে উঠে বলে,

‘দেখ নিরব, এমনিতেই মাথা গরম হয়ে আছে। আর রাগাস না আমাকে। রাইমা কই সেটা বল? আর তুই ওকে এখানে কেন নিয়ে এসেছিস? আমি বলেছি তোকে এমন কিছু করতে? অতিরিক্ত পন্ডিতি না করলে হয় না, না?’

নিরব হতাশ হয়ে বললো,

‘যাহ বাবা! যার জন্য চুরি করি সেই বলে চোর। এই জন্যই কারোর ভালো করতে নেই। যাকগে সেসব তোর হবু বউ ঐ রুমে আছে। এখনও ড্রাগ পুষ করেনি। তুই যখন এসে গেছিস তখন তুই’ই কর।’

অরিক বাঁকা চোখে নিরবের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে ভেতরে চলে গেল। রুমে ঢুকেই চমকে গেল সে। রাইমাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তার মাথা ঝুঁকে আছে নিচের দিকে। বড়ো বড়ো চুলগুলো সব মুখের সামনে পড়ে আছে। কোনরূপ নড়া চড়া করছে না। তবে কি ওর জ্ঞান নেই?

অরিক ছুটে গেল তার কাছে। দুহাত দিয়ে রাইমার মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে মুখটা উপরে তুললো। চোখ বুজা। তার মানে সত্যিই জ্ঞান নেই ওর। অরিক রাগে নিরবের দিকে তাকিয়ে বললো,

‘এই তুই কি করেছিস ওর সাথে? ওর জ্ঞান নেই কেন?’

‘আরে ব্রো চিল। আনার সময় রুমাল চেপে সেন্সল্যাস করেছিলাম। তাই এখনও ওর জ্ঞান ফেরেনি। এতে করে ভালোই হয়েছে। জ্ঞান থাকলে কি আর ওকে এভাবে আটকে রাখা যেত? যে মেয়ে, বাবা রে বাবা!’

অরিকের রাগটা যেন আরো বেড়ে গেল। সে জোরে চেঁচিয়ে উঠল,

‘তোকে বলেছি আমি এত কিছু করতে? শালা, সব সময় অতিরিক্ত করিস। ঐদিকে ওর মা বাবার কি অবস্থা জানিস? এখন ওর জ্ঞান ফিরবে কখন কে জানে?’

অরিকের এহেন ব্যবহার নিরবের মোটেও ভালো লাগেনি। সে তো ভেবেছিল তার এই কাজে অরিক খুব খুশি হবে, কারণ সে তো চেয়েছিল’ই বিয়েটা না করার জন্য। তাহলে এখন আবার এভাবে রিয়েক্ট করছে কেন? নিরব কিছুক্ষণ বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সে তার পকেট থেকে একটা ইনজেকশন বের করে অরিকের কাছে গিয়ে বললো,

‘নে দোস্ত, এটা ওর শরীরে পুষ কর। মাইয়াটা মরে গেলেই শান্তি। তোর আর আমার দুজনের বিপদ’ই শেষ।’

‘ব*ল শেষ হবে। এমনিতেই এক ঝামেলায় ফেঁসে আছি। তুমি এখন আসছো আরেক ঝামেলা লাগাতে। এতদিন ছিলাম ধর্ষক এখন আবার খুনি হবো। শালা, যা ভাগ এখান থেকে।’

অরিক ক্রোধ নিয়ে কথাগুলো বললো। নিরব কিছুটা রাগি গলায় বললো,

‘আরে তুই বুঝতে পারছিস না কেন? এই মেয়ে বেঁচে থাকলেও আমাদের মরতে হবে। তোর কি মনে হয় এই মেয়ে আমাদের ফাঁসিতে না ঝুলিয়ে ছাড়বে, জীবনেও ছাড়বে না। তাই সময় থাকতে মেয়েটার একটা ব্যবস্থা করে ফেল। আর তুই যদি না পারিস সর তবে, আমিই ওকে ইনজেকশন টা দিয়ে দিচ্ছি।’

নিরব এগিয়ে আসতেই অরিক তার থেকে থেকে টান মেরে ইনজেকশন টা নিয়ে দূরে ছুড়ে মারে। নিরব এতে খুব রেগে যায়,,

‘কি করলি তুই এটা? তুই জানিস ঐ ড্রাগটার দাম কত?’

‘না জানি না। আর জানতেও চাই না। আমি না করার পরেও তুই কোন সাহসে ওকে ইনজেকশন দিতে যাচ্ছিলি? আমি না করেছি মানে না। খবরদার আমার কথার উপরে যাবি তো।’

অরিকের কথায় নিরব এবার অনেক বেশি ক্ষেপে গেল। কড়া গলায় বললো,

‘হ্যাঁ, সবসময় আমাকেই তোর কথা শুনে চলতে হবে। আর তুই জীবনেও আমার কথা শুনবি না। সেদিন আমি না করেছিলাম না এই মেয়েটার সাথে এমন করিস না। সেদিনও তুই আমার কথা শুনিস নি। তোর যা মন চেয়েছে তুই তাই করেছিস। আর তোর ভুলে আজ আমিও ফেঁসে গেছি। এখন আমাকেও তোর পাপের ভার নিতে হবে। কেন, সবসময় আমি কেন তোর কথা শুনবো? তুই তো আমার কথা কোনোদিন শুনিস না। তাই আমিও তোর কথা শুনবো না। এই মেয়ে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আমি তোর জন্য ফাঁসতে পারবো না। আমি ওকে মেরেই ছাড়ব।’

এই বলে নিরব এদিক ওদিক তাকিয়ে সামনে পড়ে থাকা একটা বিশাল ইটের টুকরা নিয়ে ছুটে এল রাইমার মাথায় আঘাত করবে বলে। কিন্তু সে আঘাত করার আগেই অরিক তাকে ধরে ফেলে। হাত থেকে ইট’টা নিয়ে ছুড়ে ফেলে দেয়। তার বুকটা হঠাৎ কেঁপে উঠে। চিৎকার দিয়ে উঠে সে। বলে,

‘কি করছিলি তুই? পাগল হয়ে গিয়েছিস? কেন এসব করছিস? তোর সাথে কিছু হবে না। অন্যায় করেছি আমি, শাস্তি পেলে আমি পাবো। তুই কেন এত ভয় পাচ্ছিস? আমি তোর কিছু হতে দিব না। কিন্তু তাই বলে তুই এখন এইভাবে মেয়েটাকে মারতে চাইছিস? এই ইট দিয়ে আঘাত করলে কি হতো বুঝতে পারছিস?’

‘হ্যাঁ বুঝতে পারছি। আর বুঝতে পারছি বলেই এমনটা করতে চেয়েছিলাম। কিন্তু তুই আমাকে কেন আটকাচ্ছিস? তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস নাকি? বল আমায়? ইতিমধ্যেই এই মেয়ের প্রেমে পড়ে গেলি?’

তপ্ত কন্ঠে কথাগুলো বললো নিরব। অরিক নিজেও বুঝতে পারছে না তার কি হয়েছে। কিছুক্ষণ আগেও যে মেয়েটাকে সে সহ্য করতে পারতো না এখন সেই মেয়েটার জন্যই তার মায়া হচ্ছে। আর এটা কেন হচ্ছে সেটা সে বুঝতে পারছে না। অরিক জিভ দিয়ে তার শুকনো ঠোঁট জোড়া ভেজাল। তারপর নরম গলায় বললো,

‘না, আমি ওর প্রেমে পড়েনি। কিছুক্ষণ আগে আমিও ওর খারাপ চেয়েছিলাম। কিন্তু বিশ্বাস কর, ওর নিখোঁজ হওয়ার খবরটা ওর মা বাবার কানে যাওয়ার পর থেকেই উনারা খুব ভেঙে পড়েছেন। উনাদের অবস্থা দেখে আমার নিজেরই খুব মায়া লাগছিল। রাইমার আম্মু হাউ মাউ করে কাঁদছিলেন। আশে পাশের মানুষগুলো যায় নয় তাই বলেছেন। এতকিছুর মাঝে থেকে আমার বারবার তখন মনে পড়ছিল আজ যদি রাইমার জায়গায় নিরা থাকতো। তবে আমার আর মায়ের অবস্থাটাও ঠিক এরকম হতো। আমি জানি ও বেঁচে থাকলে আমার’ই ক্ষতি। কিন্তু ও মারা গেলে ওর পুরো পরিবারে ক্ষতি। ওকে ছাড়া ওর পরিবার নিঃস্ব। যেমন আমরা আমাদের নিরাকে ছাড়া। তাই আমি এখন পারছি না রে। নিজের একটা ভুলকে ঢাকতে এখন আমি একসাথে এতগুলো প্রাণ নিতে পারবো না। প্লীজ দোস্ত ছেড়ে দে মেয়েটাকে। আমি তোকে প্রমিস করছি, তোর কিছু হবে না। আমি আমার ঘাড়ে সব দোষ তুলে নিব। আর রাইমাকেও আমি বুঝাবো। কিন্তু এখন আপাতত তুই একটু বোঝ, প্লীজ!’

অনেক বোঝানোর পর নিরব বুঝলো। মনের ভেতর বিশাল ক্রোধ নিয়েই সে রাইমার বাঁধন খুলে দিল। মেয়েটার এখনও জ্ঞান ফেরেনি। আর কোনো উপায়ান্তর না পেয়ে অরিক তাকে কোলে তুলে নিল। তারপর আস্তে করে গাড়িতে গিয়ে বসাল। গাড়ির ভেতরে থাকা একটা পানির বোতল থেকে কিছুটা পানি নিয়ে তার চোখে মুখে পানির ঝাপটা দিল। তারপর সে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। নিরবকেও অনেক বুঝিয়ে তাদের সাথে নিল। সে গাড়ি স্টার্ট দেয়ার আগেই তার ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখল তার মা কল দিচ্ছে। কলটা রিসিভ করলো সে।

তার মা তখন উৎকণ্ঠা নিয়ে বললো,

‘তুমি আবার কোথায় গিয়েছ অরিক? তোমাকে না পেয়ে তো এখানে সবার টেনশন আরো বেড়েছে।’

সে মৃদু হেসে বললো,

‘আর টেনশন করতে হবে না মা। সবাই কে বলে দাও রাইমাকে পাওয়া গিয়েছে। ও এখন আমার সাথেই আছে। আমরা বাসায় আসছি।’
.
.
চলবে..

নিষিদ্ধ প্রেম পর্ব-০৭

0

#নিষিদ্ধ প্রেম
#জান্নাতুল ফারিয়া প্রত্যাশা
|৭|
~
একটু আড়াল হয়ে অরিক কাউকে একটা কল লাগাল। কলটা রিসিভ হতেই সে বললো,

‘মেয়েটাকে কোথায় রেখেছিস?’

ওপাশের ব্যক্তিটি তখন অবাক কন্ঠে জবাব দিল,

‘ভাই, আমরা তো এখনও ঐ মেয়েকে কিডন্যাপ করতে পারেনি। বাড়ির পেছন দিকটায় আমরা আছি। সুযোগ বুঝে কাজটা হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না।’

টনক নড়ল অরিকের। তার লোকেরা যদি রাইমাকে কিডন্যাপ না করে থাকে তাহলে ঐ মেয়ে কোথায় গেল? অরিক চিন্তিত গলায় বললো,

‘আচ্ছা এক কাজ কর, তোরা আপাতত এখান থেকে চলে যা। প্রয়োজন পড়লে আবার ডাকব তোদের।’

‘ঠিক আছে ভাই।’

কলটা কাটল অরিক। এবার চিন্তার কালো মেঘ তার মনেও হানা দিল। সে বাড়ির ভেতর গিয়ে খেয়াল করলো সবার চোখ মুখ থমথমে। যেন কেউই ব্যাপারটা মেনে নিতে পারছে না। অরিক শুকনো ঢোক গিলল। রাইমার বাবা স্তব্ধ হয়ে বসে রইলেন রুমের এক কোণে। যাকে এটা ওটা বলে ভরসা দিচ্ছে তার ছোট ভাই’রা। অরিক গিয়ে সেখানে বসলো। মৃদু সুরে জিগ্যেস করলো,

‘রাইমা ঠিক কখন থেকে নিখোঁজ হয়েছে? আপনারা কিছু জানেন?’

সেখানে থাকা রাইমার ছোট মামা জবাবে বললো,

‘প্রায় ঘন্টা দেড় এক আগে। মেয়েটা বাইরে ছিল, আসলে মন খারাপ ছিল তো তাই তার বাগানের সামনে দাঁড়িয়ে ছিল। এতটুকু পর্যন্ত ওর কাজিনরা দেখেছে। তারপর হঠাৎ করে আমার মেয়ে ওকে রেডি করানোর জন্য ডাকতে এসে দেখে বাগানের কোথাও ও নেই। ইনফ্যাক্ট পুরো বাড়ির কোত্থাও নেই। ফোনটা তার রুমে পড়ে আছে। এই যে দুই ঘন্টা হতে চললো তাও তো ওর কোনো খবর পাওয়া যাচ্ছে না।’

‘ওর কোনো ফ্রেন্ড বাসায় খবর নিয়েছেন? যদি ওদের কারোর বাসায় যেয়ে থাকে।’

‘চেনা পরিচিত সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে কোথাও নেই।’

অরিকের মুখটা চুপসে গেল। অবচেতন হয়ে পড়ে থাকা রাইমার বাবার মুখ থেকে এবার কিছু আওয়াজ বেরুল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন,

‘আ-আমার মেয়েটাকে সবাই খারাপ বলছে। বলছে যে ও নাকি কোন ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছে। কিন্তু আমি তো চিনি আমার মেয়েকে, আমার মেয়ে কখনো এমন কোনো কাজ করতে পারে না যেটাতে তার মা বাবার অসম্মান হবে। নিশ্চয়ই আমার মেয়ের সাথে কোনো অন্যায় হয়েছে। না হলে আমার মেয়ে কখনোই এমনটা করতে পারে না।’

এই বলে তিনি অস্থির হয়ে পড়লেন। অরিক বিধ্বস্ত নয়নে চেয়ে রইল মানুষটার দিকে। মেয়েকে কিছুক্ষণের জন্য হারিয়ে যেন পাগলপ্রায় অবস্থা হয়েছে তার। একটু আগেও রাইমার নিখোঁজ হওয়ার খবরটা শুনে ভীষণ খুশি হলেও এখন তার আর ভালো লাগছে না। অন্য সবার মতো তার মনও দুশ্চিন্তায় ভরে গেল। কোথায় গেল মেয়েটা? এমনটা তো নয় যে তাকে বিয়ে করবে বলে পালিয়ে গিয়েছে, সেই তো চেয়েছে বিয়েটা করার জন্য, তাহলে? এখানে কি তৃতীয় কারোর হাত আছে? অরিক ভাবতে থাকে।

রাইমার বাবা এবার ভীষণ অস্থির হয়ে উঠেন। যার জন্য উনার শরীর দুর্বল হয়ে পড়ছে। সবাই মিলে হাজার বুঝালে তিনি বুঝছেন না। বারবার উঠে বাইরে চলে যেতে চাইছেন, মেয়ে নাকি নিজেই খুঁজে বের করবেন। কিন্তু এখন বাইরে গেলেই তার শরীরের আরো অবনতি ঘটবে, তাই বাকিরা তাকে আটকানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু উনি শুনবেনই না। এসব দেখে অরিক উনার পাশে বসে উনার হাতদুটো জড়িয়ে ধরলো। রাইমার বাবা ভেজা চোখগুলো অরিকের মুখের উপর গিয়ে স্থির হলো। অরিক চাপা নিশ্বাস ফেলল। নিজেকে কিছুটা ধাতস্থ করে বললো,

‘এত অস্থির হবেন না আংকেল। রাইমা ঠিক চলে আসবে। আমরা এতগুলো মানুষ আছি, সবাই মিলে খুঁজব ওকে। আপনি বলেছেন না, আপনার মেয়ে কোনো ভুল করতে পারে না; আমিও সেটাই বিশ্বাস করি। রাইমা কোনো ভুল করেনি তাই ওর সাথেও কোনো ভুল হবে না। শুধু আপনি একটু ধৈর্য্য ধরুন প্লীজ।’

অরিকের কথা শুনে এবার কিছুটা হলেও তিনি শান্ত হলেন। জবাব দিলেন না কোনো, দেয়ালটায় পিঠ ঠেকিয়ে বসে রইলেন কেবল।
.

অরিকদের সাথে তাদের কিছু আত্মীয় এসেছিল। তারা এখন এই নিয়ে খুব কানাঘুষা করছে। যার অধিকাংশ কথায় রাইমার বাবার কানে যাচ্ছে। বাকি সবাইও সেসব শুনছে কিন্তু বলতে পারছে না কিছু। কিন্তু এতক্ষণ চুপ থাকলেও এবার অরিক রেগে গেল যখন সে তার এক আত্মীয়ের মুখে শুনল যে,

‘আরে আজ কালকার মেয়ে না, এদের আবার বিয়ে টিয়ে নিয়ে এত চিন্তা আছে নাকি? এরা তো বিয়ের আগেই পোয়াতি হয়ে বসে থাকে। দেখ গিয়ে অ্যা ও নিশ্চয়ই এই কাজ করে বসেছে তাই এখন আর পথ না পেয়ে পালিয়েছে।’

অরিক চেঁচিয়ে উঠল। বললো,

‘বাজে কথা বলা বন্ধ করুন। এখানে থেকে ফালতু কথা না বলে চুপচাপ চলে যান। যদি বিয়ে হয়, তবে আপনার বাসায় একটা বিরিয়ানির প্যাকেট পাঠিয়ে দেওয়া হবে। এখন আপনি আসতে পারেন।’

মহিলাটি বড়ো বড়ো চোখ করে তাকাল। অপমানে গা জ্বলে উঠল তার। অরিক এখনও দাঁতে দাঁত চেপে তার দিকে তাকিয়ে আছে। মহিলাটি ফুসতে ফুসতে অরিকের মায়ের দিকে তাকিয়ে বললো,

‘শেষ পর্যন্ত আবার একটা ঘর পালানো মেয়েকে ছেলের বউ করোনা যেন! হু’

ব্যাগ হাতে ঝুলিয়ে হনহন করে বেরিয়ে গেলেন তিনি। অরিক তখন বললো,

‘বাকি যারা উনার কথার সাথে তাল মেলাচ্ছিলেন উনারাও চলে যেতে পারেন। এখানে কোনো সার্কাস হচ্ছে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং দেখবেন।’

কিছু মানুষ সত্যি সত্যিই বেরিয়ে গেল। আর এখন কেবল অরিকের পরিবারের ঘনিষ্ঠ কিছু লোকজনই রয়েছে।

অরিক তখন তার মায়ের কাছে গিয়ে কিছু বলতে যাবে তার আগেই তার ফোনটা বেজে উঠে। তাকিয়ে দেখে নিরব কল করছে। কলটা কেটে দেয়ে সে। কিন্তু সঙ্গে সঙ্গেই আবার কল চলে আসে। অরিক এবার বিরক্ত হয়ে বাইরে গেল তারপর তার কলটা রিসিভ করলো। সে কিছু বলার আগেই নিরব বলে উঠল,

‘কি রে দোস্ত, কেমন এনজয় করছিস? বউ ছাড়া বিয়ে!’

অরিক বুঝে উঠতে পারল না ঠিক। কপাল কুঁচকে বললো,

‘মানে?’

‘মানে হলো তোর বউ তো নেই সেখানে…সে তো এখন আমার কাছে।’

‘হুয়াট!’

জোরে চেঁচিয়ে উঠে অরিক। নিরব হাসতে হাসতে বলে,

‘আরে আস্তে। এবার বল কেমন দিলাম? শেষ পর্যন্ত বিয়েটা আটকাতে পারলাম তো? এবার বল এই মেয়ের সাথে কি করা যায়? এই কয়দিন যা জ্বালিয়েছে না। ভাবছি আমার কাছে একটা মারাত্মক ড্রাগের ডোস আছে সেটাই পুষ করবো ওর শরীরে। আমি জানি ও সেটার রিয়েকশন সহ্য করতে পারবে না। হয় মরবে নয়তো আধমরা হয়ে বাকিটা জীবন কাটাতে হবে। ভালো হবে না বল? আমাদের আর তখন কোনো টেনশন থাকবে না।’

‘খবরদার নিরব, এসব কিচ্ছু করবি না তুই। আমার ব্যাপার আমি বুঝে নিতাম। তুই কোন সাহসে আমাকে কিছু না বলে ওকে কিডন্যাপ করলি? ওর গায়ে যেন এইটুকুও আঁচড় না লাগে। কোথায় আছিস বল আমি এক্ষুণি আসছি।’

নিরব হাসতে হাসতে বলে,

‘বাহ, প্রেম তো চুইয়ে চুইয়ে পড়ছে দেখছি।’

শক্ত গলায় অরিক বলে উঠে,

‘বাজে কথা না বলে জলদি ঠিকানা দে।’

নিরব ঠিকানাটা দিতেই অরিক কাউকে কিছু না বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল।
.
.
চলবে..

নিষিদ্ধ প্রেম পর্ব-০৬

0

#নিষিদ্ধ প্রেম
#জান্নাতুল ফারিয়া প্রত্যাশা
|৬|
~
ছিমছাম ভাবে হলুদের অনুষ্ঠানটা হয়ে গেল। দুইবাড়িতেই আহামরি কোনো আয়োজন নেই। বিয়েটা পারিবারিক ভাবেই হচ্ছে বিধায় বাইরের তেমন কাউকে আপাতত জানানো হয়নি। উদ্দেশ্য পরে বড়ো করে অনুষ্ঠান করা হবে। এখন কেবল আকদ করা হবে আরকি।
.
হলুদের শাড়িটা এখনও রাইমার গায়ে জড়ানো। গালে, গলায় এক গাদা হলুদ লেগে আছে তার। চুলগুলো এলোমেলো হয়ে কোমর পর্যন্ত ছড়িয়ে আছে। শুষ্ক ঠোঁট জোড়া কাঁপছে খানিক। চোখ থেকে তার অনর্গল পানি পড়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে যে খুব। এইভাবে এসব কিছু তারও মানতে কষ্ট হচ্ছে। কোনোভাবেই ভুলে থাকতে পারছে না। মা বাবার হাসি মুখটার দিকে তাকালে যেন আরো কষ্ট হয় তার। বুকটা কেঁপে উঠে যখন মনে পড়ে এই হাসিটা আর বেশি দিন থাকবে না।
রাইমা অনেকক্ষণ কাঁদে। দরজা আটকে নিশ্চুপে কেঁদে কেটে ভাসিয়ে দেয়। এবার তার মাথা ব্যথা করছে। আর পারছে না। চোখ মুখ ভয়ানক ফুলে গেছে। নিজেকে আয়নায় দেখে ঘাবড়ে যায় সে। মা দেখলে নির্ঘাত বুঝে যাবে সে যে কেঁদেছে। তখন মাও কান্না জুড়ে দিবে। রাইমা তাই তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে গোসল সেরে বের হলো। ভালোভাবে চোখ মুখ মুছে মুখে অনেকটা পাউডার মাখলো যেন লাল লাল ভাবটা অতটাও বোঝা না যায়। চোখগুলো ভালোমতো বুঝে নিল। কিন্তু তাও মায়ের চোখ ফাঁকি দেয়া আর কি এত সহজ? রাইমা জোরে জোরে নিশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। মুখে মিথ্যে মিথ্যে একটা হাসির রেখা ফুটাল। তারপর দরজা খুলে বাইরে বের হলো সে। বাড়িতে অনেক বেশি মেহমান না এলেও মা আর বাবার বাড়ির মামা চাচারা এসেছে। আর তাদের সাথে এসেছে তাদের বিচ্ছুর দলগুলো। পুরো বাড়ি ঝমঝম করছে যেন তাদের কোলাহলে। সবার কত ব্যস্ততা। মা, চাচিরা রান্নাঘরে ব্যস্ত। মামিরা সব নানান রকম পিঠা বানাচ্ছে। বাবা কাকারা বসেছে জটিল সব হিসাব নিকাশে। পিচ্চিগুলো ছুটাছুটি করছে পুরো বাড়ি জুড়ে। রাইমার প্রিয় কিছু কাজিনও আছে। যারা এই মুহুর্তে মেহেদি পড়ায় ব্যস্ত। রাইমাকেও বলেছিল মেহেদি পরতে তবে সে তখন বারণ করে দিয়েছিল, বলেছিল পরে পরবে। সবার মধ্যে কত কত উত্তেজনা। অথচ তার মনে কোন অনুভূতি নেই। যেন আত্মাহীন এক জ্যান্ত শরীর কেবল চারদিকে ঘুরে বেড়াচ্ছে। রাইমার খুব কষ্ট হচ্ছে এই মানুষগুলোকে দেখে, তাদের এত আগ্রহকে দেখে। মনে হচ্ছে ইশ, যদি আর পাঁচটা মেয়ের মত সেও তার বিয়েটাকে এনজয় করতে পারতো!
.
.
বাইরে মাগরিবের আযান হচ্ছে। দিনের আলো কেটে গিয়ে রাতের আধার তার জায়গা দখল করে নিচ্ছে। আর এই রাত পেরুলেই অরিকের বিয়ে। অরিকের বাড়িতেও কোনো আয়োজনের কমতি নেই। লিমা সোবহান সৌখিন মানুষ। অনুষ্ঠানটা ছোট খাটো পরিসরের মধ্যে হলেও তিনি কোনো জিনিসের কমতি রাখেননি। কিছুক্ষণ আগেই মেয়ের বাড়িতে এক গাদা ঢালা পাঠিয়েছেন। এখন আবার নিরাকে বসিয়ে দিয়েছেন অরিকের হাতে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। এই নিয়ে অরিক মারাত্মক কান্ড ঘটিয়ে ফেলেছে। সে কোনোমতেই মেহেদি দিবে না অন্যদিকে তার মা তাকে দেওয়াবেই। একটু হলেও মেহেদি তার হাতে ছোঁয়াতেই হবে। মেহেদি ছাড়া হলুদ সম্পন্ন হয় না, এটাই উনার দাবি। তাই হাজার ঝড় তুফান করেও অরিক বাঁচতে পারল না, শেষ পর্যন্ত তাকে তার মা’র কাছে হার মানতেই হলো।

নিরাকে কড়া গলায় সে বলে দিল কেবল একটুখানি মেহেদি দিতে, যদি বেশি হয়েছে তবে এই মেহেদি নাকি তার গালে মাখাবে সে। নিরাকে হুমকি ধুমকি দিয়ে সে চোয়াল শক্ত করে অন্যদিকে মুখ করে বসে রইল। বেশি সময় রাখল না দশ মিনিট পরই নিরা বললো,

‘ভাইয়া শেষ।’

অরিক ঘুরে তাকাতে তাকাতেই নিরা মেহেদি নিয়ে সেখান থেকে কেটে পড়ল। অরিক তার বাম হাতটার দিকে মনোযোগ দিয়ে তাকাল। হাতের তালুতে ‘রাইমা’ নামটা দেখতেই যেন তার গায়ে আগুন জ্বলে উঠল। চিৎকার দিয়ে উঠল সে,

‘নিরার বাচ্চা, তোকে খালি পায় আমি। ফাজিল হয়েছিস তাই না? থাপড়িয়ে সোজা বানাবো। অসভ্য মেয়ে!’

রাগে ফোঁস ফোঁস করতে করতে অরিক গিয়ে তার হাত ধুঁয়ে ফেলল। সাবান দিয়ে ঘষে ঘষে সেই নামটা উঠাতে চাইল। তাও পুরোপুরি উঠল না। হাতটা মুখের সামনে ধরে সে রাগি গলায় বললো,

‘উফফ, এই নামটাও দেখছি তার মালিকের মতো, আমার হাতে আঠার মতো লেগে গিয়েছে। শালা, কপালটাই খারাপ। হাজারটা ধ/র্ষ/ণ করেও যেখানে এই দেশে মানুষের কোন শা/স্তিই হচ্ছে না সেখানে একটা ধ/র্ষ/ণ করেই আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। শা*লি একটা জিনিস আছে। একেবারে যেন দাবানল!’

কথাগুলো বলে বিরক্ত ভরা নিশ্বাস ফেলে সে নিজের রুমে চলে গেল। তারপর বারান্দায় দাঁড়িয়ে নিরবকে কল লাগাল। নিরব কল রিসিভ করতেই সে বললো,

‘কালকে কখন আসবি?’

নিরব মৃদু সুরে বলে,

‘সরি রে দোস্ত, কাল আসতে পারবো না।’

অরিকের রাগ হলেও সে কিছু বললো না। তপ্ত কন্ঠে বললো,

‘ঠিক আছে, রাখছি।’

কল কেটে দিল সে। আকাশের দিকে তাকিয়ে আনমনে বললো,

‘বিপদের সময় বন্ধুরাও স্বার্থপর হয়ে যায়।’
.
.
রাত অনেক গভীর হলো। চারদিকের হৈ চৈ নিভে গিয়ে এখন একদম নিস্তব্ধ। সারাদিনের ব্যস্ততা শেষে সবাই এখন তলিয়ে গেছে গভীর ঘুমে। ঘুম নেই কেবল দুই জোড়া চোখে। রাইমার ক্লান্ত চোখের দৃষ্টি তার দক্ষিণের জানলার পর্দাগুলোর দিকে। মুক্ত স্বাধীন স্নিগ্ধ বাতাসে কি সুন্দর উড়ছে তারা। ইশ, সেও যদি তাদের মতো মুক্ত হতে পারতো! যদি পারতো এই অভিশাপের জীবন থেকে নিজেকে মুক্তি দিতে!

অন্যদিকে বারান্দার কোণে দাঁড়িয়ে আরেক জোড়া চোখ আকাশ দেখতে ব্যস্ত। আগে কখনো সে এভাবে আকাশ দেখেনি। তবে আজ কেন? আজকের দিনটা কি অন্য দিনের চেয়ে একটু ভিন্ন? হয়তো তাই! কাল তো আবার তার বিয়ে, জানে হবে না। তাও আপাত দৃষ্টিতে তো বলা যায়, কাল তার বিয়ে। তারও একটা বউ হবে। ‘বউ’ এই শব্দটা মাথায় আসতেই তার রাইমার কথা মনে পড়ে গেল। রাইমার শুকনো মুখটা ভেসে উঠল তার চোখের সামনে। হঠাৎ করেই কেন যেন তার মনে হলো, মেয়েটার সাথে সে খুব বেশি অন্যায় করে ফেলেছে। আজ যদি এমনটা না হতো। এটা যদি একটা স্বাভাবিক বিয়ে হতো, তবে সে হাসি মুখে রাইমাকে মেনে নিত। মেয়েটা মায়াবী। বড়ো বড়ো চোখগুলোতে অসম্ভব মায়া আছে তার। কিন্তু এখন সেই মায়ার বদলে এই চোখ জোড়াতে দেখা যায় কেবল আক্রোশ। যেন উপছে পড়া আগুনের লাভা। কি ভয়ংকর সেই চাহনি! চোখ বুজে জোরে নিশ্বাস নেই অরিক। না দুর্বল হলে চলবে না। তাহলে ঐ মেয়ে তাকে আরো পেয়ে বসবে। সে তার সিদ্ধান্তে অটল। আগে থেকেই সব প্ল্যানিং করা, এবার শুধু কালকের দিনের অপেক্ষা।

________________________________________

বর যাত্রী কনের বাড়িতে পা রাখতেই শোনা গেল এক মারাত্মক ঘটনা। কনেকে নাকি পাওয়া যাচ্ছে না। মিনিটে সে খবর ছড়িয়ে পড়ল চারদিকে। বরের আর বরণ হলো না। অরিকের বাড়ির লোকজনও যেন আকাশ থেকে পড়ল। রাইমার বাবা দুশ্চিন্তা আর ভয়ে একেবারে ভেঙে পড়লেন। রাইমার চাচা মামারা কোনোরকমে মেহমানদের ভেতরে আনলেন। বাড়ির মধ্যে হৈ চৈ পড়ে গেছে। ভেতরের রুম থেকে রাইমার মায়ের কান্নার শব্দ শোনা যাচ্ছে। এদিকে বর পক্ষের মানুষজন সব হতভম্ব হয়ে বসে আছে। যেন এখনও তারা কিছু বুঝে উঠতে পারছে না। তবে এই সব কিছুর মাঝেও যে খুব নিশ্চিন্ত সে হলো অরিক। তার মধ্যে কোনো ভাবান্তর নেই। যেন সে এই মুহূর্তটার জন্যই আগে থেকে অপেক্ষা করছিল।
.
.
চলবে..

নিষিদ্ধ প্রেম পর্ব-০৫

0

#নিষিদ্ধ প্রেম
#জান্নাতুল ফারিয়া প্রত্যাশা
|৫|
~
দুই দিন পেরিয়ে গেল। পরদিন এক বিকেলে অরিক গেল কাছেরই একটা কফি শপে। রাইমাকেও সে সেখানে আসতে বলেছে। অরিক আগে আগেই পৌঁছে গেছিল। তাই সে কফি শপের এক কোণে সে গিয়ে বসল। হাতে ফোনটা নিয়ে দেখল চারটা পঁচিশ বাজে। সে অপেক্ষা করতে থাকে। প্রায় পনেরো মিনিট পর সেখানে রাইমার আগমন ঘটে। অরিকের অগোছাল দৃষ্টি হঠাৎ রাইমার উপর পড়তেই সে যেন কিছুক্ষণের জন্য আটকে গেল। খেয়াল করে দেখল, মেয়েটা ভীষণ সুন্দর। আর তার সবথেকে সুন্দর জিনিসটা হলো তার চুল। একেবারে কোমর ছুঁয়েছে। বিনুনি বাঁধা চুলে যেন স্নিগ্ধ লাগছে তাকে। রাইমা এসে চেয়ার টেনে বসতেই অরিক চোখ নামিয়ে ফেলল। নিজের আগের মুডে ফিরে গেল সে। গম্ভীর গম্ভীর চোখ মুখ করে রাইমার দিকে তাকাল। রাইমা তখন বিরস মুখে তাকে জিগ্যেস করলো,

‘কেন ডেকেছেন আমায়?’

‘বলছি।’

এইটুকু বলে অরিক প্রথমে একজন ওয়েটারকে ডেকে দুইটা কফি অর্ডার দিয়ে নিল। ওয়েটার অর্ডার নিয়ে চলে যাওয়ার পর অরিক দুহাত টেবিলের উপর রেখে সোজা হয়ে বসল। চোখ বুজে একটা তপ্ত নিশ্বাস ছাড়ল। তারপর মিহি কন্ঠে বললো,

‘আমি সরি রাইমা। আমি জানি আমি খুব ভুল করেছি, জঘন্য ভুল করেছি। এই ভুলের কোনো ক্ষমা হয় না। তাও আমি ক্ষমা চাইছি, মন থেকে চাইছি। প্লীজ রাইমা, প্লীজ আমাকে ক্ষমা করে দিন। আমি আর এত প্রেসার নিতে পারছি না। হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করবো। আর পাঁচটা মানুষের মতো আমরাও ছোট্ট একটা সংসার গড়ে তুলবো। আমি আপনাকে প্রমিস করছি, নিজের সবটুকু দিয়ে আমি চেষ্টা করবো আপনার সব কষ্ট দূর করে দেওয়ার জন্য। আপনি প্লীজ আমাকে একটা সুযোগ দিন, প্লীজ।’

অরিক থামল। চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে তার। রাইমা অনেকক্ষণ তাকিয়ে রইল অরিকের দিকে। তার মধ্যে কোনো হেল দোল নেই। অরিক থমথমে কন্ঠে জিগ্যেস করলো,

‘কি হলো, রাইমা? কিছু বলছেন না কেন?’

রাইমা জিভ দিয়ে তার ঠোঁট ভেজাল। একটু নড়েচড়ে বসে অতঃপর বললো,

‘আচ্ছা, আপনার তো বোন আছে। বোনকে নিশ্চয়ই খুব ভালোবাসেন? যদি আজকে আপনার বোনের সাথে এমন কিছু হয়, যদি তার চরিত্রেও কেউ এইভাবে কালি মেখে দেয়; তবে আপনি কি করবেন? পারবেন সেই লোকটাকে ক্ষমা করে দিতে? নিজের মনকে একবার প্রশ্ন করে দেখুন তো সে কি বলে। যদি আপনার মন বলে হ্যাঁ আপনি ঐ ব্যাক্তিকে ক্ষমা করে দিতে পারবেন, তবে ঠিক আছে আমিও আপনাকে ক্ষমা করে দেব। এবার আপনিই বলুন, কি বলছে আপনার মন? পারবেন ক্ষমা করতে?’

অরিক তার কথার পিঠে আর কোনো কথা খুঁজে পেল না। সে থম মেরে নিচের দিকে তাকিয়ে বসে রইল। রাইমা তখন তাচ্ছিল্যের হাসি দিয়ে বললো,

‘পারবেন না তাই তো? কারণ ও তো আপনার বোন, আপনার পৃথিবী। নিজের বোনের বেলায় যেটা ভাবতে পারেন, সেটা অন্যের বোনের বেলায় কেন ভাবতে পারেন না বলুন তো? আমার হয়তো ভাই নেই তবে আমার তো মা বাবা আছে, ওদের কাছে আমি অক্সিজের। ওদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। জানেন আমার মা বাবা এখনও কিছুই জানেন না। জানলে বাঁচবে না। মরে যাবে। আপনি একবার ভাবুন তো আপনি কি করেছেন। শুধু একটা না তিন তিনটা প্রাণকে আপনি মেরে ফেলেছেন। একটা সুন্দর জীবন, সুন্দর পরিবারকে নষ্ট করে দিয়েছেন। জানেন আমি কিভাবে বেঁচে আছি? নিজের এই শরীরটা দেখলে কতটা ঘৃণা লাগে জানেন? ইচ্ছে করে নিজেকে নিজে শেষ করে দেই। কিন্তু পারি না, মা বাবার জন্য পারি না। আপনি এই কষ্ট কোনোদিনও বুঝবেন না। কারণ আপনি তো কোন মানুষ না, কেবল যৌন ক্ষুধায় ক্ষুধার্ত এক প্রাণী। মন, মস্তিষ্ক, বিবেক কোনোটাই আপনার নেই।’

এইটুকু বলে রাইমা থামল। জোরে দম ফেলে আবারও সে বললো,

‘ক্ষমা করবেন আমাকে, আপনার মতো একটা মানুষকে আমি কখনো ক্ষমা করতে পারব না।’

কথাটা শেষ করেই রাইমা উঠে দাঁড়ায়। তারপর হনহন করে বেরিয়ে যায় সেখান থেকে। অরিক স্তব্ধ হয়ে বসে থাকে। শেষের কথাগুলো খুব লেগেছে তার। এখন মনে হচ্ছে ক্ষমা চাওয়ারই উচিত হয়নি। নিরবের আইডিয়া শুনতে গিয়ে আবারও একবার অপমানিত হলো সে। রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে নিল। কপালের রগ ফুলে উঠল তখন। এইভাবে অপমান আজ পর্যন্ত কেউ করেনি তাকে। মেয়েটা ইচ্ছে করেই এমন করছে। চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারতো। কিন্তু তা না করে সে ব্যাপারটাকে আরো জটিল করছে। সে ইচ্ছে করেই ঝামেলা পাকাতে চাইছে। তবে এবার অরিকও আর চুপ থাকবে না। সেও এবার দেখবে এই মেয়ে আর কি কি করতে পারে।
.
.
বিয়ের দিন ঘনিয়ে এল। দুই বাড়িতেই বিয়ের প্রস্তুতি চলে জড়সড় ভাবে। কিন্তু যাদের বিয়ে তাদের মাঝেই কোনরূপ প্রতিক্রিয়া নেই। কোনরকমে যেন দিন পাড় করছে কেবল। মনের মধ্যে দুজনেরই চলছে মারাত্মক বিদ্বেষ। দুজনেই যেন কেবল সময়ের অপেক্ষায় অপেক্ষাকৃত। যত সময় গড়াবে সুন্দর মুহুর্তগুলো ততো তাড়াতাড়ি কেটে যাবে। তারপর আসবে সেই কুৎসিত মুহূর্তগুলো। যেই মুহূর্তগুলো কখনো কেউ ভুলতে পারবে না। মস্তিষ্কের স্মৃতির কৌটায় বিচ্ছিরি কিছু স্মৃতি হিসেবে সেগুলো জমা থাকবে আজীবন।
.
.
হলুদ শেষে ছাদ থেকে নেমে এল অরিক। রুমে এসে কাকে যেন একটা কল লাগাল। সেই কল রিসিভ হতেই সে উদ্বেগ নিয়ে বললো,

‘যা যা বলেছি সব মনে আছে তো? কোন গন্ডগোল যেন না হয়। নয়তো এক পয়সাও পাবি না।’

ঐ পাশের মানুষটি অরিককে আশ্বাস দিয়ে বললো,

‘কোন চিন্তা করবেন না ভাই। সময় মতো সব কিছু হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন।’

এবার যেন কিছুটা হলেও প্রশান্তি পাচ্ছে অরিক। ফোনটা বিছানায় রেখে সে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। হলুদে ভূত সেজে আছে। তখন সে গালের হলুদটা আলতো হাতে মুছতে মুছতে বললো,

‘বিয়ে করার খুব শখ তাই না? এবার বুঝবে তুমি ডেয়ার, কার সাথে পাঙ্গা নিতে এসেছো।’

কথাটা বলেই বাঁকা হাসল সে। তারপর একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে..

চলবে..

নিষিদ্ধ প্রেম পর্ব-০৪

0

#নিষিদ্ধ প্রেম
#জান্নাতুল ফারিয়া প্রত্যাশা
|৪|
~
রাইমা মিষ্টি হাসল অরিকদের দেখে। তবে সেই মিষ্টি হাসিটাও ক্যাকটাসের কাটার মত গিয়ে বিঁধল অরিক আর নিরবের বুকে। দুজনেই গম্ভীর গম্ভীর চোখ মুখ নিয়ে সেদিকে গেল। অরিকের বোন নিরা রাইমাকে পেয়ে খুব খুশি। আর লিমা সোবহানও খুশি হলেন ভীষণ। রাইমা আর তার মা’র সাথে কিছুক্ষণ কথা বলে সকলে ভেতরে গেলেন। অরিক আর নিরব পেছন পেছন হাঁটছে। পা যেন চলছে না তাদের। নিরব বারবার চেষ্টা করে যাচ্ছে কোনোরকমে পালিয়ে যাওয়ার। কিন্তু অরিকের জন্য পারছে না।

তারা একটা বড়ো শাড়ির শো রুমে ঢুকে। একে একে শাড়ি দেখতে থাকে সকলে। তখনও অরিক আর নিরব অনেকটা দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সেসময় নিরা তাদের কাছে আসে। বলে,

‘এই ভাইয়া, তুমি এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঐদিকে এসো, ভাবির জন্য শাড়ি পছন্দ করে দিবে।’

অরিক কড়া গলায় জবাব দিল,

‘আমি কেন পছন্দ করবো? যার জন্য শাড়ি কিনবে সে তো নিজেই এসেছে। তাকে গিয়ে জিগ্যেস কর। আমাকে এসবের মধ্যে একদম টানবি না।’

নিরা বিরক্ত কন্ঠে বললো,

‘উফফ ভাইয়া, তুমি এমন কেন বলতো? একটু তো রোমান্টিক হতে পারো। নিজের হবু বউকে একটু শাড়ি বেছে দিলে কি হয়? এই নিরব ভাইয়া আপনি বলেন না কিছু!’

নিরব বোকা বোকা হেসে নিরার কথার সাথে তাল মিলিয়ে বললো,

‘হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই বলছিলাম। এই দোস্ত যা তো, ভাবিকে একটু হেল্প কর।’

অরিক দাঁত কিড়মিড়িয়ে নিরবের দিকে তাকাল। যেন এক্ষুণি তাকে আস্ত চিবিয়ে ফেলবে। নিরব ভয়ে ছোট্ট ঢোক গিলে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। নিরা অরিকের হাত টেনে বলে,

‘চল না ভাইয়া।’

সেসময় আবার অরিকের মাও তাকে ডেকে উঠে। এবার আর ছাড়া পাবে না সে। মা যখন ডাকছে তখন যেতেই হবে, নয়তো সকলের সামনে এসেই ঝাড়ি দেওয়া শুরু করবে। অরিক বিরক্ত ভঙিতে এগিয়ে গেল সেদিকে। নিরা তাকে নিয়ে দাঁড় করালো রাইমার পাশে। এতে যেন তার আরো গা জ্বলে উঠল। দুহাত পকেটে পুরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। লিমা সোবহান তখন একটা লাল কাতান শাড়ি দেখিয়ে বললো,

‘বাবা, দেখতো এই শাড়ি টা কেমন?’

অরিক পাত্তা না দিয়ে বললো,

‘মা, আমি শাড়ির ব্যাপারে অত কিছু বুঝি নাকি? তুমি আছো, এই যে আন্টি আছেন, তোমরা দেখ না। আমাকে কেন এসবের মাঝে টানছো?’

স্বাভাবিক ভাবেই এই কথাটা রাইমার মায়ের কাছে ভালো লাগে না। মন খচখচ করে উঠল তার। ছেলের কি তবে এই বিয়েতে মত নেই? নাহলে সে এত বিরক্ত কেন? রাইমা তার মায়ের দিকে তাকিয়ে দেখে সে অবাক দৃষ্টিতে অরিককে দেখছে। সেও টের পায় তার মায়ের মনে হয়তো সন্দেহ জেগেছে। তাই সে দাঁতে দাঁত চেপে অরিককে ফিসফিসিয়ে বলে,

‘এই যে মি. ভালো ভাবে কথা বলুন। আপনার কথা শুনে যদি আমার মায়ের মনে কোনোপ্রকার সন্দেহ জাগে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনার ইচ্ছে থাকুক আর না থাকুক হাসি মুখে মেনে নিন সবটা।’

রাইমার থ্রেড শুনে রাগে ধপধপ করতে থাকে অরিকের মস্তিষ্ক। এইটুকুনি একটা মেয়ে তাকে এইভাবে থ্রেড দিচ্ছে। ইচ্ছে করছে…

রাগ টা দমিয়ে নিল। জোরপূর্বক মুখে হাসি টেনে নিল। অস্বস্তিতে মাথা চুলকিয়ে আমতা আমতা করে বললো,

‘না মানে আম্মু এই শাড়িটা অত একটা ভাল লাগছে না। তুমি ঐ ডার্ক রেড কালার টা দেখ।’

তার কথা মতো দোকানদার সেই শাড়িটা নামিয়ে দিল। অরিক সেটা ঘেটে ঘেটে দেখে বললো,

‘বাহ, এটা বেশ সুন্দর। রাইমাকে সুন্দর মানাবে।’

অরিকের কথা শুনে দুই মা’ই মুচকি মুচকি হাসল। নিরাও লাফিয়ে উঠে বললো,

‘এই না হলো আমার ভাই! কত সুন্দর বুঝে গেল বউকে কোনটাতে বেশি মানাবে।’

অরিক মেকি হেসে শাড়িটা রেখে দিল। রাইমা তখন শাড়ি টা হাতে নিয়ে বললো,

‘কিন্তু আমার এটা পছন্দ হয়নি। আমি আন্টির পছন্দ করা ঐ রেড কাতানটাই নিব।’

এবার অনেক বেশিই বিরক্ত হলো অরিক। যদি নিজের পছন্দেই নিতে হয় তাহলে ঢং করে আর তাকে পছন্দ করতে বলা হলো কেন? সে তখন তাচ্ছিল্যের সুরে বললো,

‘সমস্যা নেই। আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিন।’

তারপর অরিক আর কোনো কথা বললো না। জোরে একটা নিশ্বাস ফেলে চুপচাপ দাঁড়িয়ে রইল কেবল।
.
অনেক কিছু কেনাকাটা হলো। কিন্তু কথা হলো এর মাঝেই নিরব ভেগে গিয়েছে। এই নিয়ে চরম ক্ষেপে আছে অরিক। ছেলেটাকে একবার হাতে পেলে আর আস্ত রাখবে না। একে তো এই নিয়ে রাগ তার উপর শপিং করতে এসে ঘুরতে ঘুরতে তার অবস্থা খারাপ। রাইমার জন্য রাগ দেখিয়ে কিছু বলতেও পারছে না। মেয়েটা চোখের ইশারা দিতেই যেন অদ্ভুত ভাবে সে চুপ হয়ে যায়। নিজেকে নিজেই থাপড়াতে মন চাচ্ছে তার। একটা ছেলে হয়ে সে এইভাবে একটা মেয়েকে ভয় পাচ্ছে! ভাবতেই রাগে কেঁপে উঠছে সে।
.
সবশেষে বেরিয়ে আসার সময় রাইমা আর অরিককে একটু আলাদা সময় দেয়া হলো কথা বলার জন্য। সেখানেও অরিক চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল কেবল। রাইমা হাসল। যেন বিদ্রুপ ছড়িয়ে পড়ছে সেই হাসিতে। বললো,

‘আহারে, আমার হবু বরটার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করেন না বুঝি?’

অরিক নাক পাল্লা ফুলিয়ে রাগ দমানোর চেষ্টা করছে। রাইমা বুঝলো ব্যাপারটা। সে আবারও হাসল। এক কদম এগিয়ে এসে বললো,

‘অতিরিক্ত রাগ মানুষকে ধ্বংস করে দেয়, জানেন তো? আর দেখবেন, আপনার এই অতিরিক্ত রাগ আপনারও ধ্বংস বয়ে আনবে।’

অরিক তাও কিছু বললো না। কেবল দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরল। রাইমা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে সেখান থেকে চলে গেল। রাইমা চলে যেতেই অরিক তার সামনে থাকা দেয়ালটায় সজোরে ঘুষি মারল। দাঁতে দাঁত চেপে ক্রুদ্ধ কন্ঠে বললো,

‘না, এবার এই মেয়ের একটা ব্যবস্থা করতেই হবে।’
.
.

বাসায় ফিরে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল অরিক। মন মেজাজ একেবারে তুঙ্গে উঠে আছে তার। অনেকক্ষণ সে চোখ বুজে শুয়ে রইল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে সে দেখল নিরব কল দিচ্ছে। রাগে যেন ঘি পড়ল এবার। কলটা রিসিভ করেই অকথ্য ভাষায় গালাগাল করতে লাগল তাকে। বেচারা ভয়ে চুপচাপ সব হজম করে নিল। এক পর্যায়ে অরিকও হয়রান হয়ে দম ফেলল। তখন নিরব ভয়ে ভয়ে বললো,

‘দোস্ত, আসলে খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল তো তাই চলে আসতে হয়েছে। না হলে আমি জীবনেও আসতাম না।’

‘চুপ কর শালা। আমাকে এইসব ফালতু কথা বলে বোঝাতে আসবি না।’

অরিকের ধমক শুনে নিরব আবারও চুপসে গেল। তবে নিজের মনে কিছুটা সাহস সঞ্চয় করে বললো,

‘দোস্ত, আমার মাথায় আরেকটা আইডিয়া এসেছে?’

‘তোর বা*লের আইডিয়া তোর কাছেই রাখ।’

‘আরে না, একবার শুনেই দেখ না।’

ইচ্ছে না থাকা সত্ত্বেও অরিক বললো,

‘কি আইডিয়া?’

‘শোন, তুই একবার রাইমার সাথে আলাদা ভাবে কথা বলে দেখ। তুই ওর কাছে ক্ষমা চা, একেবারে আকুতি মিনতি করে ক্ষমা চাইবি। তুই ওকে বুঝিয়ে বলবি যে তোর যা হয়েছে ভুল হয়েছে। বলবি যে তুইও ওকে বিয়ে করতে চাস। অন্য সবার মত একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক গড়তে চাস। এইভাবে ইনিয়ে বিনিয়ে এটা ওটা বলে তুই ওকে বোঝানোর চেষ্টা করবি। তারপর দেখ ও কি বলে।’

‘তোর মনে হয় ঐ মেয়ের কাছে ক্ষমা চাইলেই ও আমাকে ক্ষমা করে দিবে?’

‘আরে তুই চেয়েই দেখ না। মেয়েদের মন গলতে দু মিনিটও লাগে না। তুই শুধু একটু ইমোশনালী কথা বলিস তাহলেই হবে।’

অরিক জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনিশ্চিত গলায় বললো,

‘আচ্ছা ঠিক আছে। ওর সাথে কথা বলে দেখি তাহলে। তবে তাতেও যদি না হয়, তবে আমি এর অন্য ব্যবস্থা নিব। এইভাবে আর একে আমি সহ্য করতে পারবো না।’
.
.
চলবে..

নিষিদ্ধ প্রেম পর্ব-০৩

0

#নিষিদ্ধ প্রেম
#জান্নাতুল ফারিয়া প্রত্যাশা
|৩|
~
রাইমা ফোন রাখতেই তার রুমে তার মা এলেন। রুফাইদা খানম হাতে কিছু গয়না নিয়ে এসে বিছানার এক কোণে বসলেন। তারপর রাইমা কে ইশারা দিয়ে তার পাশে বসতে বললেন। রাইমাও বসলো। রুফাইদা খানম একে একে গয়না গুলো আলাদা করে সুন্দর করে রাখলেন। তারপর তারমধ্য থেকে একটা মোটা চেইন আর এক জোড়া দুল রাইমার হাতে দিয়ে বললেন,

‘এইগুলো তোকে দিলাম মা। মা’র স্মৃতি হিসেবে তোর কাছে রেখে দিস।’

রাইমা তার হাতের গয়নাগুলোর দিকে তাকাল তারপর আবার চোখ তুলে মায়ের দিকে তাকাল। বিষন্ন হেসে বললো,

‘মা, তুমি আমার কাছে অমূল্য সম্পদ। তোমাকে মনে রাখার জন্য আমার কোনো জিনিসের প্রয়োজন নেই। আমার মনে, প্রাণে, মস্তিষ্কে আজীবন তুমি আর বাবা থাকবে। তোমাদের মনে রাখার জন্য আমার এসবের প্রয়োজন নেই মা।’

রাইমা মৃদু হাসলেন। মেয়ের মাথায় হাত রেখে বললেন,

‘তা আমি জানি মা। কিন্তু আমি তো তোর মা, মা হয়ে মেয়েকে তার বিয়েতে কিছু দিব না? আমার আহামরি কিছু নেই রে মা। এই যে এই গয়নাগুলো তোকে দিলাম, আর বাকি দুইটা চেইন আমি আমার নাতি নাতনিদের জন্য রেখে দিলাম; ভবিষ্যতে ওদের দিতে হবে না।’

কথাগুলো বলতেই উনার মুখে যেন অন্যরকম একটা হাসি ফুটে উঠল। মায়ের ঐ হাসি মুখখানা দেখে রাইমার মন ধক করে উঠল। এইটুকু সময়ে নাতি নাতনি কে নিয়েও ভেবে ফেলেছেন তিনি অথচ তার মা জানেও না তার মনে কি চলছে। তার সাথে কি হয়েছে, সে কিভাবে দিন কাটাচ্ছ?

রাইমা কিছু বললো না। কিছু মিথ্যে স্বপ্ন দেখে যদি কারো মনে সুখ আসে তবে থাকুক না সেই সুখ টা। কি দরকার সত্য বলে সেটাকে বিগড়ে দেওয়ার?

‘যা এইগুলো আলমারি তে রেখে আয়। তারপর গোসল করে খেয়ে দেয়ে রেডি হো, বাইরে যেতে হবে।’

আলমারি খুলতে খুলতে রাইমা জিগ্যেস করলো,

‘কোথায় যাবে মা?’

‘ওমা মার্কেটে যেতে হবে না। কয়দিন পর বিয়ে, কিছুই তো শপিং করা হয়নি।’

রাইমা ঘুরে তাকাল। আলমারিটা বন্ধ করে আবারও এসে মায়ের পাশে বসলো। মায়ের হাত দুটো জড়িয়ে ধরে অপরাধি কন্ঠে বললো,

‘আচ্ছা মা, আমি তো আজ পর্যন্ত তোমার কাছ থেকে কিচ্ছু লুকাই নি। যখন যা করেছি সব বলেছি তোমায়। তুমিও আমাকে সবসময় সাপোর্ট করেছ। যদি কোনোদিন শুনো আমি তোমার কাছ থেকে কিছু লুকিয়েছি আর সেটা খুব বড়ো কিছু, তাহলে আমাকে ক্ষমা করতে পারবে?’

রুফাইদা খানমের কপালে এবার ভাজ পড়ল। মেয়ের গালে হাত রেখে চিন্তিত কন্ঠে তিনি বললেন,

‘কি হয়েছে মা তোর? কোনো সমস্যা? কি লুকানোর কথা বলছিস?’

রাইমার বুকটা কাঁপছে। আর পারছে না যেন। নিজের সাথে ঘটে যাওয়া সেই ভয়ংকর ঘটনা টা চিৎকার করে মা কে বলতে ইচ্ছে করছে। কিন্তু পারছে না। মা যে সহ্য করতে পারবে না। হাই প্রেশারের রোগী, স্ট্রোক করবে সঙ্গে সঙ্গে। কিন্তু এতকিছু মনে চেপে রেখেও থাকতে পারছে না। কষ্ট হচ্ছে খুব।

রাইমা কোনো জবাব না দিয়ে মা কে জড়িয়ে ধরল। রুফাইদা খানম যেন এতে আরো অবাক হলেন। কিন্তু তিনি এখনই কিছু বললেন না। মেয়ে কে তিনি বিশ্বাস করেন, ভরসা করেন। তাই এখন আর এসব নিয়ে মাথা না ঘামিয়ে তিনি বললেন,

‘আমি জানি তুই এমন কিছু করবি না যার জন্য আমি তোকে ক্ষমা করতে পারবো না। তোর প্রতি আমাদের সেই আস্থা আছে। এখন এসব বাদ দিয়ে তাড়াতাড়ি গোসল করে আয়, আমি রান্নাঘরে যাচ্ছি।’

মা কে ছেড়ে মুচকি হেসে রাইমা মাথা নাড়াল। তারপর মা চলে যেতেই বিষন্ন দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকল গোসল করতে।
.
.
‘মা আমি শপিং এ যেতে পারবো না আমার কাজ আছে।’

‘একটা দিব ধরে। তোমার কাজ মানেই তো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। চুপচাপ রেডি হও। রাইমারাও বেরিয়েছে। ওদের সাথেই আমরা শপিং করবো।’

‘কিহহ!’

চেঁচিয়ে উঠল অরিক। নাক মুখ কুঁচকে বললো,

‘ইম্পসিবল! ওদের সাথে আমি কিছুতেই শপিং করবো না।’

লিমা সোবহান এবার রেগে গেলেন। বললেন,

‘আমার হাতে মার খেয়ো না কিন্তু। তুমি এখন যথেষ্ঠ বড়ো হয়েছো, এই বয়সে মা’র হাতে মার খাওয়াটা শোভা পায় না। তাই ভালো ভালো বলছি রেডি হয়ে গাড়ি বের করো আমি আর নিরা নিচে নামছি।’

কথাটা বলে তিনি সোজা বেরিয়ে গেলেন। এদিকে অরিক রাগে ক্ষোভে ফেটে পড়ছে। আবার ঐ মেয়েকে দেখতে হবে। আবার এর কথা শুনতে হবে। উফফ, পারছে না নিজের চুল নিজে ছিড়ে ফেলতে। রাগে কোনোরকমে রেডি হয়ে অরিক নিচে গ্যারেজে চলে গেল গাড়ি বের করতে। তারপর সে গাড়িটা বাইরে বের করে নিরব কে একটা কল লাগাল,

‘কই আছিস?’

‘বাসায়, কেন?’

‘আমার সাথে একটু বেরুতে হবে।’

‘কোথায় যাবি?’

‘মা আর নিরা কে নিয়ে একটু শপিং এ যাবো।’

‘ওহহ, বিয়ের শপিং করবি নাকি? তাহলে এক কাজ করিস তোর আর আমার জন্য কাফনের কাপড় টাও কিনে রাখিস। কারণ তোর বিয়ের পরপরই তো এটা আমাদের লাগবে, তাই না?’

বিদ্রুপের সুরে কথা টা বলে নিরব। অরিক ক্ষেপে গিয়ে বলে,

‘লাথি খাবি শালা। কথা কম বলে তাড়াতাড়ি বাড়ির সামনে আয়।’

‘তা না হয় এলাম। কিন্তু এটা বলতো ঐ মেয়ে আবার তোদের সাথে শপিং করবে না তো?’

অরিক জানে নিরব কে সত্যি টা বললে ও জীবনেও তার সাথে যাবে না। তাই সে মিথ্যে বললো,

‘আরে না ও যাবে না। আমি, মা আর নিরা যাব শুধু।’

‘তাহলে ঠিক আছে। আমি আসছি।’

ফোনটা পকেটে রেখে স্বস্তির নিশ্বাস ফেলে অরিক। বন্ধু পাশে থাকলে কিছুটা হলেও ভয় কম লাগবে তার। নয়তো ঐ মেয়ের কথা আর তাকানোর ধরন দেখলেই বুক কেঁপে উঠে যেন। উফফ, সাংঘাতিক একটা মেয়ে। সেদিন যেভাবে ওকে ছেড়ে এসেছিল, বাঁচবে না বলেই তো মনে হয়েছিল। অথচ সে এখন দিব্যি বেঁচে আছে। শুধু বেঁচে আছে বললে ভুল হবে, তাকে জ্বালিয়ে মারছে। কথাগুলো ভেবেই ভীষণ রকম বিরক্ত হলো অরিক। গাড়িতে উঠে ঠাস করে দরজা টা লাগিয়ে বসে রইল। কিছুক্ষণ পর অরিকের মা আর বোন এসে গাড়িতে বসতেই সে গাড়ি স্টার্ট দিল। কিছুটা পথ গিয়ে মাঝ রাস্তা থেকে নিরব কেও পিক করে নিল।

প্রায় আধ ঘন্টার রাস্তা পেরিয়ে তারা মার্কেটে এসে পৌঁছাল।
নিরব ফার্স্টে গাড়ি থেকে নেমে লুকিং গ্লাস দিয়ে চুলগুলো একটু ঠিক করে সোজা হয়ে দাঁড়াল। তারপর এদিক ওদিক তাকিয়ে সামনের বিশাল শপিং মলটার দিকে তাকাতেই তার যেন হুশ উড়ে গেল। ভয়ার্ত দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকেই উল্টো দিকে হাঁটা দিতেই অরিক এসে পেছন থেকে কলার টেনে ধরলো।

‘কই যাস বেটা?’

নিরব পেছনে ঘুরে দাঁতে দাঁত চেপে বললো,

‘তুই না বললি এই মেয়ে আসবে না। তাহলে ঐটা কে?’

‘ঐটা যেই হোক না কেন তোকে এত পাত্তা দিতে হবে না। তুই শুধু আমার সাথে সাথে থাকবি এইটুকুই তোর কাজ।’

নিরব অসহায়ের মতো অরিকের দিকে তাকাল, যেন এখনি কান্না করে দিবে। এই মুহূর্তে তার ইচ্ছে করছে এই ছেলেটাকে এক্ষুণি খুন করে দিতে। শালা নিজে তো মরবে মরবে সাথে তাকেও মারবে।
.
চলবে..

নিষিদ্ধ প্রেম পর্ব-০২

0

#নিষিদ্ধ প্রেম
#জান্নাতুল ফারিয়া প্রত্যাশা
|২|
~
‘মা, আমি ঐ মেয়েকে বিয়ে করবো না।’

কাপড় ভাজ করছিলেন লিমা সোবহান, ছেলের তিক্ত কন্ঠ শোনে ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালেন। বিরক্তিতে ব্রু কুঁচকে বললেন,

‘কেন? কি সমস্যা?’

অরিক নাক মুখ ফুলিয়ে কঠোর গলায় বললো,

‘আমার ওকে পছন্দ হয়নি তাই।’

ছেলের কথায় বিরক্তির মাত্রা টা যেন আরো বাড়ল। তিনি বললেন,

‘পছন্দ না হওয়ার কি কারণ? মেয়ে রূপে গুণে সবদিক থেকে একদম পারফেক্ট। তাহলে, কি জন্য তোমার তাকে পছন্দ হলো না?’

‘মা, ওর কথার ধরণ আমার ভালো লাগেনি।’

লিমা সোবহান এবার জোরে নিশ্বাস নিলেন। ছেলের সমস্যা টা যেন ধরতে পেরেছেন। ছেলের কাছে এগিয়ে গেলেন তিনি। বুকের উপর দুহাত ভাজ করে গম্ভীর সুরে বললেন,

‘এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই অরিক। কাল আমাদের পাকা কথা বলা হয়ে গিয়েছে। পরের সপ্তাহে তোমাদের বিয়ে। অযথা ভেজাল বাঁধিও না। আমি জানি তুমি ইচ্ছে করেই বিয়ে টা ভাঙতে চাইছো। আর ঐ মেয়ে কে পছন্দ না হওয়ার কোনো কারণ’ই আমি দেখছি না। তোমার বাবার আর আমার ওকে যথেষ্ট পছন্দ হয়েছে। সেক্ষেত্রে তোমার পছন্দ না হলেও চলবে। তোমার পছন্দের মেয়ে গুলোকে আমার দেখা আছে। ঐ ধরনের মেয়েকে আমি কখনো আমার বাড়ির বউ বানাবো না। তাই এখন এসব বাদ দিয়ে বিয়ের প্রিপারেশন নাও, যাও।’

অরিকের চোখ মুখ কালো হয়ে যায়। মা কে কি করে বোঝাবে, কেন সে এই মেয়েকে বিয়ে করতে চাইছে না। সত্যি’টাও তো বলতে পারছে না। মা জানলে তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। এদিকে সে এটাও টের পাচ্ছে তার জন্য সামনে খুব খারাপ কিছু অপেক্ষা করছে। ঐ মেয়ে তাকে এমনি এমনি বিয়ে করছে না। নিশ্চয়ই এর পেছনে তার কোনো ভয়ানক উদ্দেশ্য আছে। শুনেছে মেয়েদের যখন আর কিছু হারানোর ভয় থাকে না তখন নাকি তারা জানোয়ারের চেয়েও হিংস্র হয়ে উঠে। তবে কি এবার তাকেও রাইমার হিংস্রতার স্বীকার হতে হবে?

কথাগুলো ভাবতেই গলা শুকিয়ে উঠে তার। যেই ছেলেটা আজ পর্যন্ত কাউকে পরোয়া করতো না সে আজ এক সাধারণ মেয়ের ভয়ে এইভাবে অস্থির হয়ে উঠছে? নিজেকেই যেন চিনতে পারছে না অরিক। তার এই একটা ভুল তার জীবনটাকে যে ঠিক কিভাবে এলোমেলো করে দিবে সেটা সম্পর্কে আদৌ তার কোনো ধারনা নেই।

.
মায়ের কথায় মন মরা হয়ে রুমে এসে বসলো অরিক। অস্থির মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। শুয়ে বসে কোনোকিছুতেই শান্তি মিলছে না যেন। এসির পাওয়ার টা আরো কমিয়ে দিল। যেন একটু হলেও শরীরের উষ্ণতা টা কমে। মনে যেন প্রশান্তি পায়। বিছানায় গা এলিয়ে দিয়ে নিরবকে কল লাগাল। ওপাশ থেকে কল রিসিভ হতেই অরিক বলে উঠল,

‘ফ্রি থাকলে এক্ষুণি বাসায় আয়।’

নিরব আর কথা বাড়াল না সোজা অরিকদের বাসায় চলে এলো। ছয়তলা বিল্ডিং এর চারতলায় এক বিশাল এপার্টমেন্টে থাকে তারা। লিফট থেকে নেমেই সোজা অরিকের রুমে গিয়ে ঢুকল নিরব। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা অরিকের অবস্থা দেখেই নিরব টের পেল সে কতটা দুশ্চিন্তায় আছে। নিরব গিয়ে বসলো তার পাশে। ক্ষীণ সুরে বললো,

‘দোস্ত, কি হবে এখন?’

অরিক চোখ তুলে তাকাল। ক্ষেপা কন্ঠে বললো,

‘কি হবে সেটা আগে থেকেই জানলে কি আর এখন এত দুশ্চিন্তা করতাম?’

‘হ্যাঁ, তাও ঠিক। কিন্তু দোস্ত, ঐ মেয়ে চায় টা কি বলতো? তুই ওকে রেপ করলি অথচ ও তোকে কিছুই করলো না উল্টো তোকে বিয়ে করতে চাইছে? ব্যাপার টা না ঠিক আমার মাথায় ঢুকছে না রে।’

অরিক উঠে বসল। চিন্তিত কন্ঠে বললো,

‘সেটাই তো আমি বূঝতে পারছি না। মেয়েটা আসলে চায় কি? তার মনে কি চলছে? এইটুকু আমি নিশ্চিত যে এমনি এমনি এই মেয়ে আমাকে বিয়ে করছে না নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর উদ্দেশ্য আছে।’

নিরব ভয়ার্ত দৃষ্টিতে অরিকের দিকে তাকায়। বলে,

‘তোর জন্য আমিও ফেঁসে গেছি। সেদিন বারবার বারণ করেছিলাম, শুনিস নি আমার কথা। ইচ্ছে মতো মেয়েটার সাথে..আর এইদিকে আমি কিছু না করেও ফেঁসে গেছি। ঐ মেয়ে আমাকেও ছাড়বে না। যেভাবে কালকে আমার দিকে তাকাচ্ছিল!’

অরিক দীর্ঘশ্বাস ফেলে। বলে,

‘সেদিন অনেক বেশি নেশা করে ফেলেছিলাম। নেশার ঘোরে যে এসব করে ফেলব জীবনে কল্পনাও করেনি। আর ঐ মেয়ে অত রাতে ঐ রাস্তায় কি করছিল? আর সবচেয়ে বড়ো কথা হলো আমি তখন নেশার ঘোরে ছিলাম তাই ওকে একটু টিচ করে ফেলি; তাই বলে কি ও আমাকে চড় মারবে? এই একটা চড়েই তো আমার মাথা গরম হয়ে যায়, তাই রাগ সামলাতে না পেরে এতকিছু করে ফেলি। এখন বুঝতে পারছি কি করেছি, কিন্তু এখন আর কিছু করারও নেই। না জানি আমার কপালে কি আছে?’

চোখ বুজে ঘন ঘন নিশ্বাস ফেলতে থাকে অরিক। নিরব ভীত সন্ত্রস্ত মন নিয়ে বসে বসে ভাবতে থাকে কি করা যায়। ভাবতে ভাবতেই সে হঠাৎ বলে উঠে,

‘দোস্ত, এক কাজ কর তুই মেয়েটার কাছে ক্ষমা চেয়ে নে। দরকার পড়লে পা ধরে ক্ষমা চা। আমার মনে হয় মেয়ে টা তোকে ক্ষমা করে দিবে।’

অরিক হতাশ কন্ঠে বলে,

‘একটা মেয়ের সবথেকে মূল্যবান সম্পত্তিই হলো তার সতীত্ব। সেই সতীত্বটাকেই আমি নষ্ট করে দিয়েছি। তোর কি মনে হয়, মেয়েটা আমাকে এত সহজে ক্ষমা করে দিবে?’

নিরব চুপ হয়ে যায়। না দিবে না। সে যদি মেয়ে হতো তবে সেও দিত না। কিন্তু ঐ যে পুরুষ মানুষ, রাগের বশে মারাত্মক ভুল করে ফেলেছে। সেই ভুলের প্রায়াশ্চিত্ত তো এবার তাদের করতেই হবে।
.
.
অনেকক্ষণ বসে দুই বন্ধু কথা বললো। তারপর এক সময় নিরব চলে গেল তার বাসার দিকে। কেউই কোনো উপায় আওড়াতে পারলো না। ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে তারা আশাই ছেড়ে দিল। ভেবে নিল ভাগ্যে যা আছে তাই হবে।

নিরব যেতেই অরিক গোসলের জন্য উঠল। টাওয়াল টা গলায় ঝুলিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই হঠাৎ সে তার ফোনে পরপর অনেক গুলো নোটিফিকেশনের শব্দ পেল। সে এগিয়ে গিয়ে বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে দেখল কিসের এত নোটিফিকেশন। ফোনের স্ক্রিনে তখন একটা আননোন নাম্বার থেকে কিছু ম্যাসেজ দেখতে পেল। অরিক সেটা দেখার জন্য হুয়াটস অ্যাপ এ ঢুকল। তারপর সেই নাম্বারে গিয়ে দেখল অনেকগুলো ছবি। আর সেই ছবিগুলো আর কারোর না রাইমার। বেশ কয়েকটা শাড়ি গায়ে দিয়ে তোলা ছবি। তার নিচে একটা ছোট্ট ম্যাসেজ, ‘আচ্ছা, কোন শাড়ি টা তে আমাকে বেশি মানাচ্ছে একটু বলুন তো!’ অরিক এবার নিশ্চিত হলো এটা রাইমার নাম্বার। সঙ্গে সঙ্গে ভীষণ বিরক্তও হলো সে। এই মেয়েটা তাকে কেন ম্যাসেজ দিচ্ছে? সিন করেও রিপ্লাই দিল না। ফোনটা বিছানায় ছুড়ে ফেলে ওয়াশরুমে চলে গেল সে।
.
.
ওয়াশরুম থেকে বেরিয়ে চুল মুছতে মুছতে কৌতুহল বসত অরিক আবার ফোনটা চেক করলো। চোখ যেন এবার বেরিয়ে আসবে তার। একশো বিশ টা ম্যাসেজ। আর এটা ক্রমাগত বেড়েই চলছে। তাড়াতাড়ি সে ইনবক্স ওপেন করে দেখে রাইমা তাকে লাগাতার ম্যাসেজ দিয়েই যাচ্ছে। তার একটা তে লেখা, ‘সিন করেও রিপ্লাই দিচ্ছেন না কেন মি. অরিক সোবহান? এত ভয় পান আমায়?’ পাশে দুইটা হা হা ইমুজি। ম্যাসেজ টা দেখা মাত্রই রাগে চোখ মুখ লাল হয়ে উঠে অরিকের। সে ডিরেক্ট কল দেয় সেই নাম্বারে। সঙ্গে সঙ্গেই রিসিভ হয়ে যায়। রাগি গলায় অরিক বলে,

‘কি শুরু করেছেন আপনি? এত ম্যাসেজ কেন দিচ্ছেন?’

ওপাশ থেকে ক্ষীণ হাসির শব্দ শুনতে পেল সে। জবাবে রাইমা বললো,

‘বারে আমি বুঝি আমার হবু বরকে ম্যাসেজ দিতে পারবো না?’

রাগ টা ধপ করে বেড়ে যায় অরিকের। চেঁচিয়ে উঠে বলে,

‘মজা করা বন্ধ করুন। ইচ্ছে করে করছেন এসব তাই না? আমি জানি আপনার উদ্দেশ্য খুব খারাপ। তাই যা বলার সরাসরি বলুন, অযথা এত নাটক করবেন না।’

রাইমা বাঁকা হাসে। বলে,

‘নাটক করছি? বাহ, আপনি তো খুব চালাক! যাই হোক, আমার নাটকে কিন্তু আপনার পরিবার খুব সুন্দর ফেঁসে গেছে। এবার আপনার পালা। জানেন তো আপনি আমার জীবনে খুব স্পেশাল একটা পারসন। আপনাকে আমি আমার জীবন থেকে দূরে সরে যেতে দিব না। আপনাকে আমার লাগবে, আমার অন্ধকার জীবনের প্রতিটা হিসাব নিকাশ মেটানোর জন্য আপনাকে আমার প্রয়োজন। তাই নাটক বলুন আর যাই বলুন, আপনাকে আমি ফাঁসিয়েই ছাড়ব।’

কথাটা বলেই বিকট শব্দে হেসে কলটা কেটে দেয় রাইমা। অরিক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কোনরূপ প্রতিক্রিয়া নেই তার মাঝে। তবে কি সত্যিই তার সাথে ভয়ানক কিছু হতে চলছে?

চলবে..

নিষিদ্ধ প্রেম পর্ব-০১

0

#নিষিদ্ধ প্রেম
#জান্নাতুল ফারিয়া প্রত্যাশা
|১|

পাত্রী দেখতে এসে রীতিমতো ভূত দেখার মতো চমকে গেল অরিক সোবহান। অক্ষিপটে ভেসে উঠল তার কিছুদিনের আগের সেই মূহুর্তগুলো। তবে সে’ই কিন্তু একা চমকালো না, তার পাশে বসে থাকা তার বন্ধু নিরবও সমান তালে চমকেছে। নিরব খুব মনোযোগ সহিত তার সামনে বসে থাকা রমনীর আপাদমস্তক পরখ করে নিশ্চিত হলো এই সেই মেয়ে। ঘাম ছুটে গেল তার। হাত দিয়ে কপাল মুছে বন্ধুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললো,

‘দোস্ত, এটা সেই মেয়েটা না যাকে কয়দিন আগে তুই ধ*..’

বাকি কথা বলার আগেই অরিক নিরবের হাত চাপড়ে ধরল। চোখ গরম করে তাকিয়ে চুপ থাকতে বললো তাকে। দমে গেল নিরব, কিন্তু মনের ভয় কমে নি তার। মেয়েটার এই নীরব চাহনী যেন তাদের ভয় কে আরো বাড়িয়ে তুলছে।
.

বাড়ির বড়ো’রা কথা বলবে তাই সেই ফাঁকে অরিক আর রাইমা কেও আলাদা রুমে দেয়া হলো একটু কথা বলার জন্য। রাইমার কাজিনরা তাদের রুমে রেখে বেরিয়ে গেল। অরিকের চোখ মুখ শুকনো। দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ভীত। চোখ তুলে মেয়েটির দিকে তাকাচ্ছে না পর্যন্ত। রাইমাও চুপচাপ দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। গভীর মনোযোগে পর্যবেক্ষণ করলো সে অরিক কে। তারপর সে অরিকের দিকে দু কদম এগিয়ে গিয়ে বললো,

‘আমাকে চিনতে পারছেন?’

অরিক এবার তাকাল। সেই চাহনী তে ভয় ছাড়া যেন আর কিছুই দেখতে পারছে না রাইমা। রাইমা হাসল খুব। বললো,

‘একি আপনাকে এত ভীত দেখাচ্ছে কেন? ভয় পাবেন না, আমি কাউকে কিছু বলবো না।’

অরিকের কপালে বিস্ময়ের ভাজ পড়ল। ক্ষিপ্ত কন্ঠে বললো,

‘আমাকে চিনতে পেরেও কাউকে কিছু বলবেন না কেন? চাইলে আপনি এখনি আমাকে পুলিশে দিতে পারেন। আমি যা অন্যায় করেছি তার জন্য তো আমার কঠিন শাস্তি হবে। তাহলে আপনি আমাকে বাঁচিয়ে দিতে চাইছেন কেন? কি উদ্দেশ্য আপনার?’

রাইমা আরেক দফা হাসল। সুন্দরী মেয়েদের হাসি সুন্দর হলেও এই মুহুর্তে রাইমার হাসিটাকে ঠিক সুন্দর উপাধি টা দেওয়া যাচ্ছে না। কারণ তার এই হাসিতে সৌন্দর্য নেই আছে বুক ভরা যন্ত্রণা আর হাহাকার। রাইমা হাসি থামাল। আরো কিছুটা এগিয়ে গেল অরিকের দিকে। রাইমার হঠাৎ এত কাছে আসায় অরিক কিছুটা ঘাবড়ে গেল। এক কদম পিছিয়ে যেতেই রাইমা বিদ্রুপের সুরে বললো,

‘ওমা পিছিয়ে যাচ্ছেন কেন? আজ আর কাছে আসতে মন চাইছে না? সেদিন তো আমার খুব কাছে এসেছিলেন। আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রতঙ্গ ছুঁয়েছিলেন। সেদিন এই ভয় কই ছিল? নিজের সমস্ত বাসনা মিটিয়ে আমাকে রাস্তায় ফেলে রেখে তো দিব্যি বন্ধুকে নিয়ে চলে এসেছিলেন। তবে আজ কেন এত ইতস্তত বোধ করছেন? এই যে আমি আপনার কত কাছে, ছোঁ’ন আমায়। কি হলো, পিছিয়ে যাচ্ছেন কেন?’

অরিক রেগে যায় তার কথায়। এখানে আসার আগে যদি একবার মেয়ের ছবি টা দেখে আসতো তাহলে আর তাকে এই সিচুয়েশনে পড়তে হতো না। নিজের দোষেই তার আজ এই হাল। রাগে ফোঁস ফোঁস করতে করতে সে বললো,

‘শুনুন, এসব ফালতু কথা বলা বন্ধ করুন। আমি জানি আমি একজন ধর্ষক, আমি আপনাকে ধর্ষণ করেছি, এটা এক্ষুণি গিয়ে আপনি আপনার পরিবার কে জানিয়ে দিন। তারপর পুলিশ ডেকে এনে আমাকে গ্রেফতার করিয়ে দিন। আর এত নাটক করবেন না। অনেক করেছেন।’

রাইমা এদিক ওদিক তাকিয়ে জোরে একটা নিশ্বাস নিল। কথাগুলো দুর্মর গতিতে মস্তিষ্কে আলোড়ন তৈরি করছে তার। সে তাই শক্ত গলায় বললো,

‘না, আপনাকে আমি পুলিশে দিব না। না আমি এই ব্যপার টা কাউকে জানাব। আমার পরিবারের আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আমার মনে হয় আপনার পরিবারেরও আমাকে খুব পছন্দ। আপনার মা’র কথা শুনে তো তাই মনে হলো। এখন যখন দুই পরিবারেরই সবকিছু পছন্দ তবে আমি আর বেঁকে বসবো না। আপনাকেই আমি বিয়ে করবো।’

অরিক হতভম্ব হয়ে পড়ল। বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। অদ্ভুত! একটা মেয়ে কি করে তার ধর্ষক কে বিয়ে করতে রাজি হয়? তাও আবার এত সহজে? অরিকের সন্দেহ হয়। মন বলছে তার, মেয়েটার মাথায় অন্য কিছু চলছে। নিশ্চয়ই আগে থেকে কিছু প্ল্যান করে রেখেছে সে। না না এই মেয়েকে কোনোমতেই বিয়ে করা যাবে না। অরিক সিদ্ধান্ত নিয়ে নেয়। সাফ গলায় জানিয়ে দেয়, সে তাকে কোনো ভাবেই বিয়ে করবে না।

রাইমা তাচ্ছিল্যের হাসি দিয়ে জবাবে বললো,

‘বিয়ে তো আপনাকে করতেই হবে অরিক সোবহান। আর আমাকেই করতে হবে।’

‘মগের মুল্লুক নাকি? বলেছি তো আমি আপনাকে বিয়ে করবো না। এখন আপনি যদি সবাই কে সবটা বলে দিতে চান তো বলে দিতে পারেন। আমার কিছু যায় আসে না।’

কথাটা উচ্চস্বরে বলে দু’পকেটে হাত দিয়ে অন্য দিকে মুখ করে দাঁড়াল সে। রাইমা বাঁকা হাসল। বললো,

‘আপনি যতটা সহজ ভাবছেন সবকিছু কিন্তু অতটাও সহজ না মি. অরিক সোবহান। কি বলুন তো, আমার না খুব শখ ছিল আমার একটা সংসার হবে, ছোট্ট ভালোবাসার একটা সংসার। সেখানে আমি আর আমার স্বামী অনেক সুখে থাকব। তারপর একদিন সেই ছোট্ট সংসার কে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আমাদের একটা ছোট্ট পরী আসবে। যে তার জাদু দিয়ে আমাদের সুখ কে আরো বাড়িয়ে দিবে।(একটু থেমে) কিন্তু..কিন্ত আপনি কিছু হতে দিলেন না। সব কিছু নষ্ট করে দিলেন। আমাকে ধর্ষিতা বানালেন। চরিত্রে কালি মাখালেন। আমার সতীত্ব হরণ করলেন। আমাকে জীবন্ত লাশ বানিয়ে ছাড়লেন। এখন..এখন আপনিই বলুন, আমাকে কে বিয়ে করবে? কেউ কি যেচে পড়ে কোনো ধর্ষিতা কে বিয়ে করে? করে না তো। তাই এখন আপনাকেই আমার বিয়ে করতে হবে। আপনি চান কিংবা না চান আমিই আপনার বউ হবো।’

কথাগুলো শেষ করেই চটজলদি চোখ মুছে নিল রাইমা। হঠাৎ করেই খুব কান্না পাচ্ছে তার। সেই ভয়ংকর মুহুর্তগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। নিজের দেয়া সেই বিভৎস চিৎকারগুলো যেন নিজের কানেই বাজছে। পারছে না সে, না পারছে মরতে না পারছে বেঁচে থাকতে। আর চোখের সামনের এই মানুষটাকে দেখে যেন তার এই যন্ত্রণা আরো বেড়ে গিয়েছে। খুব তো চলছিল তার সুন্দর, সাধারণ জীবন টা। হঠাৎ কোথ থেকে এই অচেনা মানুষটা এসে অমানুষের মতো তার জীবন টা নষ্ট করে দিল। ধ্বংস করে দিল তার সমস্ত স্বপ্ন। এর জন্য সে কোনোদিনও এই মানুষটাকে ক্ষমা করতে পারবে না। কোনোদিনও না।
.
.
চলবে..?

অন্তর্দহন প্রণয় ২ পর্ব-১০ এবং শেষ পর্ব

0

#অন্তর্দহন_প্রণয়
#সুরাইয়া সাত্তার ঊর্মি
#শেষ পর্ব

“পাপ মানুষকে ধংস করে দেয়..। মানুষ থেকে করে তোলে অমানুষ, হিংস্র, পশু। তখন তার মনে মা, মেয়ে, বোন বলে কিছু থাকে না, যা থাকে তা হলো নারী আর তার শরীর….! প্রতিবছর এই নারীদের উপর অত্যাচারের হার বাড়ছে, ধর্ষণ বাড়ছে, নারী হত্যা বাড়ছে। এসব কিছু থেকে রুখে দাঁড়াতে আমরা অনেক রকম চেষ্টা করে চলেছি। তবে আমাদের এঁকা হাতে এসব সম্ভব নয়… এর জন্য প্রয়োজন সকল জনগনের সহযোগীতার। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন!”

বক্তব্যটি দিয়ে শেষ করলেন রাহুল খন্দকার। সাথে সাথে শুরু হলো উপস্থিত সবার করতালি। জয়নব ভাবলেশহীন ভাবে চেয়ে রইলো নিজের বাবার দিকে। মিলাতে চাইলে বাহিরের রূপটা সাথে ভিতরের রূপটা… কিছুতেই ভেবে পাচ্ছে না জয়নব… এই কালো মনের মানুষটিকে কিভাবে সবাই সাদা মনের মানুষ মনে করে??? জয়নব তাচ্ছিল্য হাসলো এবার… যে নিজের কর্মের আড়ালে নারীদের বস্তু, খাবার বানায়? সে আজ সকলকে ভাষণ দিচ্ছে নারী নির্যাতন রুখতে। জয়নব হাসতে লাগলো। এই দেহে এই লোকের রক্ত ভাবতেই গা শিরশির করে উঠলো। আচ্ছা… এখন যদি সে হাতের রগটা কেঁটে দেয়? তাহলে তো এই লোকের রক্ত বেড়িয়ে যাওয়ার কথা? তাই না? কিন্তু দেহ? এই দেহ কি করবে সে? এই লোকেরই তো অংশ সে। এই লোকের চোখ,নাক,মুখ সব যেন জয়নবের মুখের আদলে বসানো। শুধু গায়ের রং টা চাপ। জয়নব হতাশার শ্বাস ফেললো। বড় বড় পা ফেলে এগিয়ে গেলো নিজের বাবা নামের পশুটির দিকে… আর ভাবছে কিছু ঘন্টা আগের কথা গুলো….

” জান… ”

আদরের হাতের স্পর্শ চুলের ভাজে পেতেই আদরের বুকে উপর থেকে মাথা তুলে জয়নব। ফোলা চোখ, ঘুমাচ্ছন্ন মুখ। কখন যে ঘুমিয়ে গেছিলো জানা নেই তার।আদর জয়নবের চোখের কোনে জমে উঠা ছলছল পানি মুছে দিলো। বলল,

” জান.. কাঁদছো কেনো?”

” আমি আপনাকে মারতে চাইনি! কিন্তু কিভাবে কি থেকে কি হয়ে গেলো… আমাকে ক্ষমা করে দিন!”

ঢুকরে উঠলো জয়নব। মাথা নত করে কাঁদতে লাগলো। কান্নার শব্দ না হলেও কেঁপে কেঁপে উঠছে দেহখান। আদর জয়নবের থুতনী ধরে মুখ উঁচু করলো,

” জান তোমার উপর আমার কোনো রাগ… কোনো ক্ষোভ নেই। কারণ কি জানো?”

জয়নব অবুঝের মতো মাথা নাড়ালো। তা দেখে আদরের মন চাইলো গাল টেনে দিতে জয়নবের। কিন্তু নিজের ভাবনা গুলো বাদ দিয়ে দাম্ভিক মুখ খানায় গম্ভীরতা ছেয়ে বলল,

” তোমার বাবা.. শুধু আমাদের সাথে নয়.. তোমার সাথে.. ইনফ্যাক্ট পুরো নারী জাতিদের সাথে বেইমানি করছে!”

জয়নব বড় বড় চোখ করে তাকালো। আদর বলতে থাকলো,

” তোমার বাবা একজন ক্যানিবাল!”
জয়নব বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো,
” কি বলছেন এসব?”
আদর বলল,
” এটাই সত্যি। তোমার বাবা একজন মানুষ খেকো।”

জয়নবের এবার হাত পা ঠান্ডা হওয়ার উপক্রম। ভয়ে ভয়ে বলল,

” আপনারাও? আমি শুনেছি রুফাইদা আপু বলেছিলো..অভিনব স্যার নাকি রুফাইদা আপুর সামনে খেয়েছে!”

আদর হতভম্ব হয়ে গেলো। কোন কথার পৃষ্ঠে মেয়েটি কোন কথা বলছে। আদরের মন চাইলো জোরে জোরে হাসতে। তবুও নিজেকে সামলে বলল,

” নাহ্..আমরা ক্যানিবাল নই। রুফাইদাকে শুধু ভয় দেখাবার জন্য এসব করা!”

” এসব কিছুর মাঝে রুফািদা আপুকে কেন টানলেন? তার শোকে বাবা..!”

আবারো চোখে পানি টল টল করতে লাগলো। আদর বলল,

” আমরা রুফাইদাকেই তুমি ভেবেছিলাম!”

জয়নব চেয়ে রইলো। আদর বলতে লাগলো,

” রুফাইদাকে কোনো রকম হার্ম করতে চাইনি আমরা। ইনফ্যাক্ট যখন জানতে পারি যাকে আমরা ধরে রেখেছি সে অন্য কেউ, তাকে আর কিচ্ছু করিনি। তবে হ্যা না চাইতেও তাকে আমাদের কাজে লাগিয়েছি। ”

” কিভাবে?”

” তোমাকে আমাদের হসপিটাল আসতে বাধ্য করতে।”

জয়নব চোখ বড় বড় করে চাইলো। আদর শুরু থেকে শুরু করলো,

” আমার বাবা একবার তোমার বাবাকে তার কুকর্মের সাথে হাতে নাতে ধরে। উনি তখন নারী পাচারকারী ছিলেন। তার সাথে আমাদের উন্নত দেশ গুলো মধ্যে এখনো অনেক ক্যানিবাল রয়েছে, এবং এমন অনেক রেস্টুরেন্ট যেখানে মানুষের মাংস সাপ্লাই করতো। এভাবেই নিজের কুৎসিত চেহারা সমাজ সেবার আড়ালে লুকিয়ে রাখেন উনি।”

জয়নবের মন চাইলো এসব শোনার আগে সে মরেই যেতো? নয়তো কখনোই না জানতো তার পিত্র পরিচয়। আদর আবার বলতে শুরু করে,

” জান জানো? তুমি এক মাত্র তোমার বাবার ধংসের কারণ হবে!”

জয়নব চকিতে চাইলো,
” কিভাবে?”

আদর এবার উঠে বসতে চাইলো। জয়নব সাহায্য করলো। জযনবের মনে হলো, লোকটি বুঝি শুকিয়ে গেছে? কেন যেস রোগা রোগা লাগছে। আদরের গলায় জয়নবের ভাবনার ফোঁড়ন কাঁটলো,

” তোমার নানা ছিলেন জমিদারের পুত্র । তার এক মাত্র মেয়েই ছিলো নয়নতারা। মেয়েকে অনেক ভালোবাসতেন। আর তোমার মা প্রেমে পড়ে যায় তোমার বাবার। আবেগে আপ্লুত হয়ে তোমার মা তোমার বাবাকে বিয়ে করে নিয়ে হাজির হয়। তোমার নানা এতে আর আপত্তি করে নি। সব ঠিক চলছিলো। হঠাৎ কি হলো তোমার নানা সিঁড়ি থেকে পরে গেলো। এবং পরলোকে গমন করলো। এভাবেই দিন যেতে লাগলো।একদিন তোমার মার সামনে সব সত্যি চলে আসে। এবং এটিও জানতে পারে… তোমার নানা তোমার বাবা সম্পর্কে সব জানতে পেরে গেছিলো। উনি নয়নতারাকে বলতে চেয়ে ছিলো।কিন্তু আর বলা হয় নি। নয়নতারা এসব কিছু জানতে পারার পর তোমার বাবা সম্পর্কে খোঁজ লাগাতে শুরু করে। ধীরে ধীরে জানতে পারে.. রাহুল তার ঘারে বন্দুক রেখে চালিয়ে যাচ্ছে। নয়নতারাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিলো না। তার লক্ষ্য ছিলো তার বাবার সম্পত্তি, আর তার নাম। আর সিটিজেনশিপ। কারণ তোমার মা তখন আমেরিকার সিটিজেন। যার আঁড়ালে নিজের কালো কাজ গুলো লুকাবে। হলোও তাই। সে বাংলাদেশ সহ নানান জায়গায় মেডিকেল কলেজ খুলে। আর ডাক্তারী পেশার আড়ালে চলতে থাকে হত্যা, পাচার, ধর্ষন। শুধু তাই নয়… মেয়েদের উপর করা হলো এক্সপেরিমেন্ট। আর সব থেকে মজার বিষয় কি জানো?”

জয়নব এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলো সব। এবং চোখের জল অজান্তেই মাটি স্পর্শ করছিলো। বলল,

“কি!”

” তুমি, রুফাইদা, কুয়াশা, সাজিয়া.. যে মেডিকেলে পড়তে? তাও কিন্তু তোমার বাবার।”

জয়নব ভাষা হারিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে রইলো। আদর বলতে লাগলো,

” তোমার মা যখন জানতে পারে.. তোমার বাবার সাথে এসব নিয়ে তুমুল ঝগড়া-ঝাটি শুরু করে। এক পর্যায় তোমার মার গায়ে হাত তুলে তোমার বাবা.. বন্দি করে দেয় তাকে। তুুুমি কি জানো জান… তোমার মা এখনো জীবিত। কিন্তু জিন্দা লাশ।”

জয়নব ঢুকরে উঠলো,
“মা… আমার মা বেঁচে আছে? আপনি সত্যি বলছেন?”

আদর মাথা নাড়ালো। পাশে থেকে ল্যাপট্যাপের দিকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বলল,

” জান ল্যাপট্যাপ!”

জয়নব এগিয়ে দিলো। আদর ল্যাপটপ অন করে একটি ফাইলে ঢুকলো। সর্ব প্রথম যার ছবি আসে… সে জয়নবের বাবা। জয়নব ঘৃণিত মুখ নিয়ে চাইলো। তার পরেই জ্বলজ্বল করে উঠলো সুন্দরী রমনীর খিল খিল করা হাসির ছবিটি। হাসিটা যেন একদম জয়নবের মতো। জয়নব মুখ চেঁপে কেঁদে উঠলো,

” আমার মা…!”

আদর এর পর আরেকটি ছবি বের করলো। হসপিটালের কাপর জড়িয়ে সিলিং এর পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নয়নতারা। একদম নিস্তেজ। বয়সের ছাপ পড়ছে। তবে এক ফোঁটা সুন্দরর্য কমেনি। আদর বলল,

” উনার বর্তমান অবস্থা। তোমার বাবা তোমার মাকে এতই টর্চার করেছে যে উনি এখন এই দুনিয়াতে থেকেও নেই। তবে জানে মারে নি। আর মারবেও না… যত দিন না তোমাকে পাচ্ছে!”

“আমাকে? আমাকে কেন?”

আদর জয়নবকে কাছে টেনে নিলো। মাথার চুলের ভাজে বিলি কেঁটে বলল,

” কারণ এক মাত্র তুমিই তোমার বাবাকে ধংস করতে পারো আবার তোমার বাবাকে পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি বানাতে পারো। আর এক মাত্র এই কারণেই ছিলো.. তোমাকে আমরা মারতে চাইতাম। কিন্তু এই যে আমার মনটা? দিলো না। উল্টো পাগলের মতো ভালোবেসে ফেললো তোমাকে।”

বলেই জয়নবের কঁপালে ঠোঁট ছোঁয়ালো আদর। জয়নব বলল,

” আমার সাথে এসবের কি কানেকশন? ”

” আছে… তোমার মা খুব বুদ্ধি মতি বলতে গেলে। তোমার নানা মারা যাওয়ার সময় তার পুরো সম্পত্তি তোমার মাকে দিয়ে যায়। আর তোমার মা তোমার নামে করে দেয়। তোমার ২৫ বছর পূর্ণ হলেই তুমি জমিদার বাড়ির নতুন মালিক। শুধু তাই নয়… তোমার বাবা যত কুকর্ম করেছে তার সব প্রুভ তোমার কাছে চলে আসবে। ইনফ্যাক্ট তুমি যদি উনার হাতে পর.. তাহলে উনি তোমার মাধ্যমে আরো পাউয়ার ফুল হয়ে যাবে এবং তোমাকেও তোমার মায়ের মতো হাল করবে।”

জয়নব আবার একই প্রশ্ন করলো,
” কিন্তু আমি কিভাবে?”

” তোমার হাতে ছাপ আর তোমার চোখ জান… ওই যে বললাম তোমার মা খুব চালাক ছিলেন। তার সকল কৃত কর্ম এবং সব দলিল পত্র ইন্টার্নেশনাল লকাপে রাখেছেন। যার পাসওয়ার্ড এক মাত্র তুমি। যখন এমন হয় তখন তুমি খুব ছোট। এর পরেই তোমার মা তোমাকে সাইদ আঙ্কেলের কাছে দিয়ে দেন। সাঈদ আঙ্কেল তখন থেকে একজন জনপ্রিয় সাংবাদিক আর গোয়েন্দার লোক ছিলেন। তোমার মা তার সাহায্য নেয়। আর আজ তুমি এখানে! জানো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস কি? ওই লকাপ তোমার বাবার কাছে। উনি দিনে রাতে দেখে অথচ টাচ করতে পারে না। তার এক মাত্র কারণ তুমি ছাড়া যদি কেউ তা টাপ করে তাহলে ডিস্ট্রয় হয়ে যাবে। এবং তোমার বাবা সব হারাবে। ইনফ্যাক্ট তোর ২৫ বছরের আগে যদি তোমাাে উনি না পায় তাহলে তার যত সহায় সম্পত্তি আছে সব ট্রাস্টে চলে যাবে। তখন তোমার বাবা একজন সাধারণ মানুষ হয়ে যাবে। তাইতো তোমাকে উনি হণ্য হয়ে খুঁজে যাচ্ছেন। আর এই জন্যই তোমাকে আমি নিজের কাছে রেখেছি। আর রইলো সেই লকাপ তা আজ পর্যন্ত তার হিফাজতেই রাখা থাকলেও এখন আর নেই।”

” নেই মানে? কোথায় তাহলে?”

তখনি দরজা খুলে ভিতরে ঢুকলো কত গুলো পা। তার মধ্য থেকে ভেসে এলো মেহজাবের কন্ঠ,

” এখন সেটা আমাদের কাছে জয়নব!”

জয়নব বিস্ময় নিয়ে চায়। তা দেখে হাসে মেহজাব। বলে,
“কুয়াশা আমাকে সব বলেছে জয়নব..!ওদের এই মিশনে আমিও আছি! মুলত আমি এখানে এসেছিলাম এই জন্যই কিন্তু এখানে কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেড়িয়ে এলো। সব থেকে বড় মাস্টারমান্ডের চেহারা এবার স্পষ্ট হলো।”

জয়নব খুশি হলো। যদিও মনে মনে খুব কষ্ট হচ্ছে তার। তবে এতটাও ভঙ্গুর নয় সে। যেখানে রুফাইদার জন্য বদলা সে নিতে পেরেছে… এইটা তো নিজের মায়ের লড়াই.. পুরো দেশের নারীদের লড়াই। জয়নব সপ্তপর্ণ শ্বাস ছাড়লো। অতীত থেকে বেড়িয়ে বর্তামনে পা রাখলো। রাহুলের মুখোমুখি হয়ে সকলের সামনে বলল,

” বাবা…! ”

রাহুল খন্দকার খানিকটা অবাক হলেও মেয়েটির চেহারা দেখে বুঝতে বাকি রইলো না এই সে তার হারিয়ে যাওয়া মেয়ে। সকলের সামনে অভিনয় করলো রাহুল। মেয়েকে কাছে টেনে ক্রোদনে ভেঙে পড়লো। জয়নব নিজেও তালে তাল মিলালো। উপস্থিত জনগন বাবা মেয়ের মিলন মেলা দেখে আবেগী হলেন। অভিনয়ের এক পর্যায় জয়নব বলল,

” বাবা তোমার জন্য সারপ্রাইজ আছে!”

রাহুল ভ্রু কুচকালো। তার মাথাতেও এখন কিচ্ছু কাজ করছে না। যেই মেয়েকে চিরুনি তল্লাশি করে খুঁজে পায়নি সে হুট করেই কই থেকে এলো। এবং এলো তো এলো সবার সামনে। যেখানে রাহুল মুখ খুলে কিছু বলতে ও পারছে না। তাই সে জয়নবের হ্যাঁ তে হ্যাঁ বলল। জয়নব কুটিল হাসলো। হাতের রিমোট চাপ দিতেই একে একে ভেসে উঠলো রাহুলের সাদা মনের কালো, কুৎসিত দিক, দুনিয়া। উপস্থিত সকলেই এতক্ষণ যারা আবেগী হচ্ছিলো তারা ক্রোদে ফেঁটে পরলো। এখানে উপস্থিত নারীদের বলল,

” উনি আপনাদের সব থেকে বড় অপরাধী। আমি আপনাদের হাতেই দিতে চাই। আপনারা যা শাস্তি দিতে চান.. তাই দিতে পারেন।”

রাহুলের মুখ আতঙ্কে কালো হয়ে গেলো। পালাতে চেয়েও পালাতে পারলো না। একেঁ একেঁ সকলেই টেনে হিছরে মারতে লাগলো তাকে। জয়নবের এতে যেন কিছুটা শান্তি লাগলেও। পুরোটা লাগেনি। সে সকলকেই থামিয়ে দিয়ে বসলো রাহুলের সামনে। বলল,

” পৃথিবীতে শুনেছি বাবা নাকি তার সন্তানের বিশেষ করে মেয়ের জীবনের সুপার হিরো হয়। কিন্তু আপনি একজন নিকৃষ্ট মানুষ। একটিবার কি মনে হয় নি এসব করার সময়? আপনার মেয়ে আছে?”

জয়নব আবার কিছু মনে করার চেষ্টা করে বলল,

” ও হ্যাঁ আপনি না বললেন? পাপ মানুষকে ধংস করে দেয়..। মানুষ থেকে করে তোলে অমানুষ, হিংস্র, পশু। তখন তার মনে মা, মেয়ে, বোন বলে কিছু থাকে না, যা থাকে তা হলো নারী আর তার শরীর….! একদম ঠিক বলেছেন… আপনি একজন নর পশু। খুব শখ তো আপনার নারীকে মাংসে পরিনিত করার? আজ আপনাকে আমি বুঝাবো মানুষ খাদ্য হলে কেমন লাগে?”

বলেই মেহজাবকে ইশারা করে জয়নব। মেহজাব কিছু পুলিশের সাথে এসে তাকে নিয়ে গেলো।

জয়নব বাঁকা হাসলো। তারপর হেঁটে চলে গেলো আদরের কাছে। আদর দাঁড়িয়ে আছে তার সামনে। জয়নবকে দেখেই আদর জড়িয়ে ধরলো। শেষ পর্যন্ত এই অন্তর্দহন শেষ হলো। এবার প্রণয়ের শুরু। কিন্তু জয়নব নাক ছিটকে বলল,

” সত্যি করে বলুন তো? আপনি মানুষের মাংস খেয়েছেন কি না? একদস মিথ্যা নয়!”

আদর মশকরা করে বলল,
” হ্যাঁ একবার টেস্ট করেছিলাম তো।”

“ছিঃ! আপনি কখনো টাচ করবেন না আমাকে। ইয়াক.. থু থু।”

আদর অবুঝের মতো বলল,

” এমন করছো কেন? আমি তো খেয়ে ব্রাশ করে নিয়েছিলাম!”

জয়নব আরো রাগে ফেঁটে পড়লো। বলল,

” আপনি আমাকে ছুঁবেন না। আমার বমি আসচ্ছে।”

আদর হো হো করে হেসে দিলো। এবং ঝাঁপটে ধরলো জয়নবকে। জয়নব তখনো ধাক্কাতেই লাগলো। এভাবেই চলতে লাগলো তাদের খুনসুটি। তারা এবার হসপিটালের দিকে রওনা হলো। জয়নব শেষ পর্যন্ত তার মাকে দেখবে বুকে জড়িয়ে নিবে। আর অনেক অনেক ভালোবাসবে তার মাকে।

আর ওই দিকে….. গহীন এক জঙ্গলের ভিতর বেঁধে রাখা হয়েছে রাহুলকে। তার চার পাশে ঘুরছে নরখাদক বা ক্যানিবালিজম। এদের দেখেই মনে হচ্ছে এরা মানুষিক ভাবে অসুস্থ। ঠিক তখনি একজন এসেই রহুলের হাত টেনে ধরে এক কোপ বসালো। আর রাহুল গগনবিদারী চিৎকার করে উঠলো। নিজের হাতকে এভাবে চাবিয়ে খেতে দেখে বমি করে ভাসিয়ে দিলো সে। এর পরেই আবার আরেক হাত একই ভাবে কেঁটে নিলো তারা। ধীরে ধীরে কেঁটে, ছিঁড়ে, খুবলে নিতে থাকলো রাহুলের প্রতিটি অঙ্গ পঙ্গ। রাহুলের চিৎকার পুরো জঙ্গলে হারিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে জ্ঞান হারালো। পরবর্তী চোখ খুলতে আবারো একই রকম হাল হতে লাগলো তার। ধীরে ধীরে নেতিয়ে পড়লো রাহুল। জয়নব রাহুলের সাথে তাই করেছে যেটা করেছিলো ডা. সাহিল, ডা. দেবাশীষ আর তার সহযোগীদের সাথে। হ্যালোজিনেশন। সেই মৌমাছির বিষাক্ত মধু আর ধুতরাফুল দিয়ে। এভাবেই তিলে তিলে মরবে রাহুল। একে বারে মরে গেলে তো সে রেহাই পেয়ে যাবে। কিন্তু রাহুলের পাপ তো এত ছোট নয়? তাকে মরতে হবে ভয়ংকর মৃত্যু।

সমাপ্ত

বিঃদ্রঃ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতদিন এই গল্পটা আঁটকে রেখেছি বলে। আজ ফাইনালি শেষ হলো।

অন্তর্দহন প্রণয় সিজন-০১ গল্পটি পড়তে লেখার উপর ক্লিক করুন।