জুয়াড়ি স্বামী পর্ব/ ৪

0
1761

জুয়াড়ি স্বামী পর্ব/ ৪
লেখক/ ধ্রুব

?‍♂?‍♂?‍♂?‍♂?‍♂?‍♂?‍♂?‍♂

নীলা/ কতটাকা পাবে আপনার থেকে সে

আমি/ অনেক

নীলা/ কেন নিয়ে ছিলেন
সব টাকা কি জুয়া খেলে উড়িয়েছেন

আমি চুপচাপ বসে রইলাম

নীলা/ কি হলো কিছুতো বলেন এভাবে চুপ থাকলে হবে

আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন

আমি এবার একটু সাহস পেলাম ভাবলাম বলছে যখন সুযোগটা কাজে লাগিয়ে ফেলি

আমি/ কিছু করতে হবেনা তোমার তুমি শুধু দুটো রাত ওর সাথে থাকলে হবে

নীলা/ ছিঃ ছিঃ এসব আপনি কি বলছেন
আপনার কি মাথা ঠিক আছে

স্বামী হলেও আপনার সাহস হয় কি করে নিজের বউকে দেনার দায়ে অন্যের বিছানা পাঠাতে

আমি নীলার হাত ধরে কাকুতি মিনতি করতে লাগলাম

আমি/ তুমি কি চাও কারও দেনার দায়ে আমি পালিয়ে বেড়ায়
তুমি কি চাও কারও দেনার দায়ে আমি জেলে যাই

তুমি কি চাও কারও দেনার দায়ে হাঁট বাজারে কেউ আমায় অপমান করুক

নিশ্চয় চাইবেনা তাইনা

এবার নীলাও চুপচাপ

আমি/ আমি জানি এটা কোন মেয়ে মেনে নিবেনা স্বামীর দেনা সে নিজের দেহ দিয়ে শোঁধ করবে

কিন্তু এটা ছাড়াতো আর কোন উপায় নেই

নীলা/ তাই বলে নিজের বউকে অন্যের বিছানা পাঠাবেন

এতে আপনার সম্মান নষ্ট হবেনা

আমি/ দেখ সম্মান নষ্ট হবে তখন যখন পাড়া প্রতিবেশি জানবে

কেউ না জানলে কি করে নষ্ট হবে

কেউ জানবেনা শুধু তুমি আমি আর আমার বন্ধু ছাড়া

প্লিজ এটুকু আমার জন্য করো

দেখ আমি তোমার স্বামী তোমাকে কলঙ্কিনী বলে আমিতো আর দূরে ঠেলে দিবোনা

প্লিজ আর না করোনা আমার জন্য এটুকু করো

নীলা খুব সহজসরল একটা মেয়ে আমার চোখের জল বুকভরা কান্না দেখে আর না করতে পারেনি

একটু পরে বোবা মেয়েটা বলে

নীলা/ আজ থেকে কি যেতে হবে

নীলার মুখে হ্যাঁ কথাটা শুনে চোখের জলটা মুছে ফেলে বললাম

আমি/ আজ নয় কাল থেকে যেতে হবে

নীলা/ ঠিক আছে আমি যাবো কোন জুয়াড়ির জন্য নয়
শুধুমাত্র নিজের স্বামীরটার জন্য

নীলাকে একটা চুমু খেয়ে বললাম

আমি/ আমার লক্ষীসোনা আমি জানতাম আমার কষ্ট তোমার একটুও সহ্য হবেনা

ঘর বের হয়ে আবার গিয়ে বসলাম সে জুয়ার আসরে কিন্তু আশেপাশে তাকিয়ে দেখি সাগর নেই

অন্য আরেকজনকে জিজ্ঞেস করতে বলে কিছুক্ষণ আগে এসে চলে গেছে

উফফফফ….. আমিও না সব কাজে দেরি করে ফেলি

খুঁজতে খুঁজতে সাগরের দেখা পেলাম এক দোকানে বসে বসে চা খাচ্ছে…

আমি ওর পাশে গিয়ে বললাম

আমি/ কিরে কেমন আছিস

সাগর আমার মুখের দিকে তাকিয়ে বলে

সাগর/ কিরে তোকে এখন এত খুশি খুশি কেন

আমি/ আমি কি খুশি শুনলে আমার চেয়ে আরও বেশি তুই খুশি হবি

সাগর/ তাই বল তাহলে শুনি সে খুশির খবরটা কি

আমি/ আরে এখানে নয়
একটু আড়ালে চল ওখানে বলছি

সাগর চায়ের কাপটা রেখে আমার সাথে আড়ালে আসলো

এসে বলে

সাগর/ বল কি বলবি আমার আবার কাজ আছে….

আমি/ কিছু টাকা দে ভাই আমায়

সাগর/ মাথা খারাপ হয়েছে তোর এমনিতে অনেক টাকা পাই তোর কাছ থেকে

আমি/ এই শোন না তুই যা চাইবি তাই পাবি

এমন কি আমার বউকেও

সাগর এতক্ষণ আমার কথা শুনতে চাইছেনা যেমনি বউয়ের কথা বললাম

তেমনি আমাকে বলে

সাগর/ কি বললি তুই

আমি/ হুমমমম যা বলছি সত্যি

সাগর/ এই আমার কথা তুই তোর বউকে বলছিস

আমি/ হুমমমম তাইতো আরও কিছু টাকা চাইতে এলাম তোর কাছে
দিবি

সাগর/ আরে দিবি মানে কি
বলে পকেট থেকে কিছু টাকা বের করে দিলো

আমি গনে দেখি বেশি না

মাত্র ২৩০০ টাকার মত হবে

আমি/ আরে এটা কি দিলি তুই ভিক্ষা

দেখ এত অল্প টাকা আমার হবেনা

সাগর/ দূর বেটা এখন এটা রাখ যখন বউ নিয়ে আসবি তখন আরও দিবো
পকেটে নিয়ে হাঁটতে পারবিনা

চলবে???

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে