আমার বুড়ো part : 13

0
2549

আমার বুড়ো part : 13

লেখিকা সুরিয়া মিম

!
হ্যা গো খুব হা হা হা,
…..
চলো রুমে চলো,

কেন?

মেয়ে আমাকে ছাদে দেখলে হুলুস্থুল কান্ড বেধে যাবে হুমমম,

মেয়ে আমাদের দেখছে ছাদে আসতে,
….
বুড়ো তুমি অফিসে যাবেনা?
….
নাহহহ আজকে বাসা থেকেই সমস্ত অফিসিয়াল কাজ থেকে পরিচালনা করবো বুড়ি,
…..
বাই দ্যা ওয়ে পায়েল টাকি পছন্দ হয়েছে বুড়ি?
……
হ্যা বুড়ো,
তবে আমি এই বয়সে এসে পায়েল পরে ধেইধেই করে নাচবো হুমমম?

হ্যা নাচবে আমাকে নেচে দেখাবে,
সেদিন তো মেয়ে কে কতগুলো নাচের স্টেপ দেখিয়ে দিচ্ছিলে,
আমি বুঝি দেখিনি তাই না,
…..
বুড়ো তুমি লুকিয়ে লুকিয়ে দেখছিলে হুমমম?
….
হ্যা সামনাসামনি দেখার থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে বেশি ভালো লাগে তুমি জানো বুড়ি,
…..
তা বুড়ো তুমি লুকিয়ে লুকিয়ে কি দেখলে?

প্রথমে তো তোমাকে নাচতে দেখেছিলাম পরে তোমার কোমর দেখে হা করে ছিলাম বুড়ি,
….
এখন মুখটা বন্ধ করে নাও নাহলে মাছি ঢুকে যাবে বুড়ো,
….
বুড়ি আই লাভ ইউ,
. ..
ইসসস,
এভাবে জড়িয়ে ধরেছ কেন বুড়ো,

খুব ইচ্ছে করছে তাই বুড়ি,
….
জড়িয়ে ধরো আর যাই করো আমার যদি ছোটো ভাই বোন হয় তোমার তাহলে খবর আছে বাবা,
….
এভাবে ঝগড়া করেনা মা,
মন খারাপ কেন মা?
..
আমি টুরে কক্সবাজার যাচ্ছি কয়দিনের জন্যে তোমাকে তো তখন আর কাছে পাবো না
তাই মা,

এতো মনখারাপ করে না মা,
মাএ কয়দিনের ব্যাপার তো এতো চিন্তা করেনা সোনা,
…..
নতুন সংসারে স্বামী সন্তান নিয়ে সুখে আছো সেটা তো দেখতেই পাচ্ছি,
….
কিন্তু এই সংসার টাও তোমার সংসার এখানে ও তো একটা বুড়ো আছে,
তার কথা কি একটু ও মনে পরেনা তোমার?
….
এই বুড়ো টার সাথে তো চল্লিশ টা বছর সংসার করেছ তুমি,
সে সময়ে কাটানো সুখের মুহূর্ত গুলো ভুলে গেছ তুমি?

কিছু ভুলিনি আমি সবি মনে আছে আমার,
…..
তবে এখন আর মনে রেখে কোনো লাভ নেই খান সাহেব,
….
কারন আপনি আমাকে আমার ভালোবাসা কে মনে রাখেননি,
….
এই বয়সে এসে আপনি আমাকে আপনাকে ঘৃণা করার সুযোগ করে দিয়েছেন,
আর এখন আমি আমার সব টা দিয়ে আপনাকে ঘৃণা করি,
…..
মানুষ তো সুযোগর সৎ ব্যবহার করে,
তাহলে আমি কেন করবো না?
….
yes of course করছি এবং করবো,
যেভাবে আপনি আমাকে চল্লিশ বছর ধরে ব্যবহার করে সুযোগের সৎ ব্যবহার করেছেন,
….
আমি ও করবো,
….
কি হলো বুড়ি?

কিছুনা চলো ব্রেকফাস্ট করতে চলো,
….
হুমমমম ইয়ামি, মা তোমার হাতের রান্না এতো ইয়ামি,
মন চাইছে তোমাকে ও সাথে করে কক্সবাজার নিয়ে যাই,
….
তুমি যাচ্ছ যাও আমার বুড়ি কে নিয়ে যাওয়া যাবেনা হুমমম,

হ্যা আমি তো জানি আমি আমার মা কে নিয়ে গেলে তোমার আবার রোমান্স করতে অসুবিধে হবে তাই আমি নিয়ে ও যাবো না,
হা হা হা,
….
ফাজিল মেয়ে,

তুমি ফাজিল তোমার চৌদ্দ গুষ্টি ফাজিল বাবা,

হি হি হি,
….
রুহানি,
….
তোমরা থামবে না আমি এখান থেকে চলে যাবো?
….
না মা তুমি কোথাও যাবেনা,
তাহলে চলো মা টুরের জন্যে প্যাকিং করতে হবে তো,

মা প্যাকিং অলমোস্ট ডান,
কিন্তু আমি তোমাকে ছাড়া তিনদিন ওখানে থাকবো কি করে সেটাই তো ভেবে পাচ্ছিনা হুমম,
….
এমন করে না মা মাএ তিনদিনের ব্যাপার তো,
চলো রেডি হতে চলো…
…..
মিশশশ হ্যা?
…..
মেয়ে রেডি হয়ে গেছে?
….
না হচ্ছে কেন?
….
আমরা এসে পরেছি তাই,

বাবারা তোরা বয় আমি তোদের জন্যে নুডুলুস বানিয়ে নিয়ে আসি,
….
ইয়েপপপ তাহলে তো ভালোই আন্টি তুমি তাড়াতাড়ি যাও,

মা নুডুলুস প্যাক করে দিয়ো প্লিজ আমরা নুডুলস দিয়ে লাঞ্চের কাজ টা করে নিবো,

তুমি নুডুলসের গপ্প করছ আর তেমার মা তোমাদের জন্যে বিরিয়ানি রান্না করে প্যাকিং করে রেখেছে,
….
ওহহহহহ আন্টি তুমি অনেক সুইট,
….
সুইট তো হবেই আমার মা বলে কথা,

তোমরা সাবধানে যেও বাবারা,
ফুল স্পিডে গাড়ি চালাবেনা কেমন?
….
হ্যা মা মনে থাকবে,
..
রুহানি সেই এিশ মিনিট ধরে আন্টি কে জড়িয়ে দাঁড়িয়ে আছিস,

তুই কি টুরে আজকে যেতে চাও না নাকি?

হ্যা চাই,
….
তাহলে আন্টির আচলের তলা থেকে বেড়িয়ে আয়,
..
মা ,

এমন করলে হয়?
দেখ সবাই তোমার দিকে তাকিয়ে আছে,
..
লাভ ইউ মা,
….
সাবধানে সোনা,

হ্যা মা,

মেয়ে টা চলে গেল বাসা পুরো খালি হয়ে গেল,
….
নাহহহ গেছে ভালোই হলো এখন আমি আমার বুড়ির সাথে প্রেম করতে পারবো,

বুড়ো তুমি আমার সাথে প্রেম করবে?

হ্যা করবো,
..
আগে বাসায় চলো প্রেম আমি তোমাকে করাচ্ছি বুড়ো,
….
হা হা হা

চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে