আমার বুড়ো part : 2

0
4067

আমার বুড়ো part : 2

লেখিকা সুরিয়া মিম

!
আর ও হাউমাউ ওরে কাঁদতে শুরু করে,
….
ইসসস,
এভাবে কাঁদেনা মা,
তোমাকে বাসায় যেতে হবে না?
..
আমি একা যাবো না তোমাকে নিয়ে যাবো মা,
…..
তারপর ও আমাকে ওর গাড়ি নিয়ে বসাল,
আর আমার বুকে মাথা রেখে বলল,
…..
মা তুমি জানো বাবা অনেক খারাপ,
….
কেন মা কি করেছে সে?
….
কি আর করবে?
সেই ছোটো বেলা থেকে বলে যাচ্ছি যে বিয়ে করে নতুন মা এনে দাও আমাকে,

সেই আজ আনি কাল আনি করতে করতে আনল না বরং বয়সের সাথে সাথে বুড়ো হয়ে গেল,
….
এতে এতো রেগে যাওয়ার কি আছে মা?
উনি যেটা সঠিক বলে মনে করেছেন সেটাই করেছেন,
এখানে তো অনুচিত কিছু নেই,
…..
তুমি আমার স্বামী কে দেখ না?
আজকে আবার বিয়ে করে,
আমাকেই আমার সাম্রাজ্য থেকে তাড়িয়ে দিলো,
. ….
হয়তো তিনি তার নতুন বিবাহিতা স্ত্রীকে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছেন?
…..
মা তুমি আবারো কাঁদছ?

কোই নাতো?
….
তাহলে তোমার চোখেরজল এসে আমার গালে পরছে কেন?
…..
এমনি ওই আর কি?
….
শোনো মা তুমি আর কাঁদবেনা,
. ……
তা নয় শুনলাম,
তুমি তোমার নাম টা তো আমায় বলনি মা?
…..
তোমার মেয়ের নাম রুহানি,
……
বাহহহ নাম টাতো অনেক সুন্দর মা?
….
হ্যা বাবা তার নামের সাথে আমার নাম টা মিলিয়ে রেখেছেন,
বাবার নাম রুহান চৌধুরি,
….
মাশাল্লা তোমাদের দুজনের নাম টাই অনেক সুন্দর,
….
আচ্ছা মা তোমার নাম কি?
……
মিশকা,
…..
তোমার নামের পরে আর কিছু নেই?

ছিল সেটা কে আমি সরিয়ে ফেলেছি মা,
….
ও আচ্ছা,
তুমি জানো মা বাবা অনেক ভালো তোমাকে দেখে খুশি হবেন খুব,
..
তখনি আমি খেয়াল করে দেখি,
…..
যে গাড়ি টা গেট পেরিয়ে রাজ প্রাসাদের মতো বাড়ির কাছে একটু একটু করে এগিয়ে যাচ্ছে,

গাড়ি টা থামতেই অনেক লোক পিস্তল সহ গাড়ির কাছে ছুটে আসে,
..
মা তুমি ভয় পেয়ো না ওরা আমাদের সিকিওরি গার্ড,
তাই এখানে এসেছে,
বাবা ও আসলো বলে,

আচ্ছা ঠিক আছে মা,
….
তারপর হঠাৎ মেয়ে টা আমার গালে চুমু খেয়ে,

গাড়ির দরজা খুলে বাহিরে দাঁড়িয়ে থাকা সাদা পাঞ্জাবি পরে থাকা লোক টিকে গম্ভীর ভাবে বলে,
……
বাবা আমি আমার মা কে নিয়ে এসেছি,
…..
মা কে নিয়ে এসেছ তাকে কি গাড়িতে বসিয়ে রাখবে?

যাও তোমার মা কে রুমে নিয়ে যাও,
…..
অনেক টা পথ ট্রাভেল করে এসেছে নিশ্চয় শরীর খারাপ লাগছে তার,
…..
না আমি ঠিক আছি,
….
আলহামদুলিল্লাহ্‌ তাহলে ভেতরে আসুন,

তারপর মেয়ে আমাকে ওর রুমে নিয়ে যায়,
….
আর আমি ফ্রেশ হয়ে নিচে চলে যাই,
……
গিয়ে দেখি সেই সাদা পঞ্জাবি পরা লোক টা কার সাথে যেন কথা বলছে,
…..
হঠাৎ আমাকে দেখে মৃদু হাসিয়ে বলে,

আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন?
বসুন আমারর মেয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখলে আমাকে বকা দিবে,
..
ওওওওও,
….
মেয়ের কাছে শুনলাম সত্যি আপনি অনেক শক্ত ধাতু দিয়ে গড়া,

আপনি ও তো কম যাননা আজ আনি কাল আনি করতে করতে মেয়ে কে জিনিস টা না এনে দিয়ে পারলেন?

হয়তো আপনি আসবেন বলে পারিনি,

বাবা আমার মায়ের সাথে তোমার এতো কথা কিসের শুনি?
. …..
যাও নিজের রুমে যাও,

মেয়ের কথা শুনে চৌধুরি সাহেব মৃদু হাসি দিয়ে সুড়সুড় করতে করতে তার রুমে চলে যায়,
……
দেখতে দেখতে কেটে যায় ছয়মাস,
..
মেয়েকে নিয়ে বেশ ভালো দিন কাটে আমার,
…..
তবু ও যখন দুঃখের স্মৃতি মনে পরে যায়,
নিজে থেকে চোখেরজল ঝরে যায়,
.. … .
জানিনা আমার বুড়ো টা কেমন আছে?
সেকি আমায় ভুলে গেছে?
না দুঃখে বেঁচে আছে,
….
ইসসস,
আমি কি ভুলে গেছি?
যে সুখের খোজে থাকে সে কখনো দুঃখের ছোয়া পায় না,
….
সে হয়তো সুখী আছে নতুন সঙ্গী নিয়ে,
….
আমি তো দুঃখে আছি তোমাকে না পেয়ে ,
……
তবু ও এ মন টা জুড়ে তোমার বসবাস,
তুমি তো আমাকে ঠাই দিলে না তোমার বুকে আর,
..
বৌ ও বৌ শোনো,
. …
হ্যা বলো?
..
আমার বাতের ব্যথা টা বেড়েছে একটু মালিশ করবে দিবে?
..
তোমার কি আমাকে তোমার সেবিকা বলে মনে হয়,
….
না তুমি আমার বৌ,
মালিশ করে দাও না গো আমার ভালো লাগবে খুব?

তোমার মালিশ করার জন্যে তোমার বৌ হয়ে আসিনি আমি,
….
ময়না কে বলে দিচ্ছি ও তোমাকে মালিশ করে দিবে,
..
কাজের লোক কেন আমাকে ছোঁবে?
তুমি তো আমার বৌ তুমি করে দাও,

বুড়ো এই বয়সে তোমার এতো চাহিদা কিসের বলতো?
….
আগের বৌ টাকে ও বোধ হয় চল্লিশা বছর ধরে নিজের শারীরিক চাহিদা মেটাতে ব্যতিব্যস্ত করে রেখেছিলে,
তাই বোধ হয় সুযোগ বুঝে পালিয়ে বেঁচেছে,
…..
না হলে এই কোটি কোটি টাকার সম্পত্তি রেখে পালায় কেউ,
….
তুমি এভাবে কেন বলছ?
….
বলছি কারন তোমার ওই বৌ এর অনেক ধৈর্য্যছিল তাই ও তুমি যেভাবে চেয়েছ সেভাবে তোমাকে খুশি রেখেছে,
….
তোমার প্রথম বৌ কে দেখে বোঝা গেছে আমাকে বিয়ে করে এ ঘরে তোলার আগের রাতে ও তুমি তাকে ভোগ করেছ,
….
বুড়ো তোমার গায়ে এতো জোড় আসে কোথা থেকে?
…..
অবশ্য একটা কথা বলতে হয় বিয়ের চল্লিশ বছর পরে ও তোমার প্রথম বৌয়ের বডি ফিগার নায়িকাদের মতো সুন্দর যদি ও সে শ্যামবর্ণের অধিকারী তবু ও সে মায়াবিনী,
….
বার্ধক্য এখনো তাকে এসে ছুতে পারেনি,
তাকে দেখলে কেউ বলবে না যে তার পাঁচ টা সন্তান ও বুড়ো একটা স্বামী আছে হুমমম,
….
দেখো গিয়ে তোমার থেকে পালিয়ে গিয়ে কোন ছেলের বয়সী ছেলে কে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে,
স্বামীর সুখ পাচ্ছে,
…..
এই প্রথম নতুন বৌয়ের মুখে এসব আজেবাজে কথা শুনে খান সাহেবের মেজাজ খারাপ হয়ে গেছে,
…..
তাই সে হনহন করতে করতে তার রুম থেকে বেড়িয়ে যায়,

কারন এই ছয়মাস আজ এই প্রথম ওনার মিশুর কথা মনে পরেছে,

আর উনি জানেন ওনার মিশু ওমন না,
এই প্রথম ওনার চোখ দুটো বাড়িময় ওনার মিশু কে খুজে বেড়াচ্ছে,
….
তাহলে কি আমি মিশুর সাথে অন্যায় করে ফেললাম?
চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে