অভিনয়ে স্বপ্নগাঁথা লেখনীতেঃ মাসুদ রানা তাসিন

0
812

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতার নামঃ অভিনয়ে স্বপ্নগাঁথা
লেখনীতেঃ মাসুদ রানা তাসিন

আঁধার আলোর পাতানো ফাঁদে
মৃত্যুর প্রহরে অবসন্ন মনে।
মেঘের আড়ালে আকাশের চাঁদে
বিষাদ বর্জনের আশ সুধীজনে।

নির্যাতিত অদম্য সুখের ভিড়ে,
অন্তরের পান্ডুলিপি ভাসে আঁখিজলে।
নিত্যদিনের বাসনা লুটোপুটি তীরে
অন্তরের বিষাদ যাচ্ছি ভুলে।

স্মৃতিতে প্রবিষ্ট বেদনায় সারাক্ষণ,
অসহায় নামকীর্তন হৃদয়ে অচেতন।
প্রীতির তারকায় বিচ্ছিন্ন মনক্ষণ,
সমাজের জঞ্জাল নীতিতে সচেতন।

বুকের পাঁজরের জমানো দুঃখস্মৃতি,
কৌশলে, থাবায়, বিদ্বেষী, নড়েবড়ে।
প্রাসাদের ভেতর বর্ষিত সুখস্মৃতি,
হারানো পরগাছাকে ধরেছে আকড়ে।

ত্রিসন্ধ্যায় অভিনয় মঞ্চটা নামী,
লভ্যাংশের সোনালী সকালে মঞ্চগাঁথা।
আনাগোনা যাতায়াতে মুনাফাটা দামী,
দৃষ্টির আড়ালে অভিনয়টা স্বপ্নগাঁথা।

অস্তিত্ব বিলীন সারা হৃদয়জুড়ে,
খুঁজে ফিরি সকাল সাঝেঁ।
ক্ষত বিক্ষত অস্তিত্ব পুড়ে,
তুষানল জ্বলে হৃদয় মাঝে।

প্রণয় উথলে উঠেছে আবার,
দিগভ্রান্ত হয়ে পরিযায়ী পাখি।
অবহেলা হৃদয় করেছে সাবাড়,
অশ্রু ঝরায় দুটি আঁখি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে