ভালোবাসি তাই পর্ব-০৩

0
923

#ভালোবাসি তাই
#পর্ব:3
#লেখনিতে:রিদিকা আফরোজ রোজা
শানের বাসার সামনে নেমে শান এর সাথে ভিতরে যাই জারা। শান কে দেখে শান এর বাবা মা এগিয়ে গিয়ে জরিয়ে ধরে তখনি পিছন থেকে জারা বের হয় জারা কে দেখে শান এর বাবা মায়ের মুখ থেকে মাসাল্লাহ বেরিয়ে আসে। শান বলে মম ও আমার নিউ ম্যানেজার জারা চৌধুরি ডক্টর জয় চৌধুরির মেয়ে। শান এর বাবা বলে কিইই ও জয় এর মেয়ে ও মাই গট কতো বড়ো হয়ছে আর কতো সুন্দর তুমি যানো মামনি তুমি ছোট বেলায় কতো সুন্দর ছিলে এখন তো তার তুলনায় অতিরিক্ত বেশি হয়ে গেছো সুন্দর। শান এর মা জারার গালে হাত রেখে বলে তোমাকে দেখে আমার মনে হচ্ছে পরী রাজ্য থেকে এসেছো । জারা বলে না আন্টি আমি পরী পা জারা আমেরিকা থেকে এসেছি। শান এর মা বলে তুমি বিষন সুন্দর মামুনি আমার কতো দিন এর ইচ্ছা আমার শান এর জন্য এমন পরী বউ আনবো যার সৌন্দর্য এই বাড়ি আলোকিত করবে। শান এর মায়ের কথা শুনে জারা আর চোখে শান এর দিখে থাকিয়ে দেখে শান লাজুক হেসে তাকিয়ে আছে জারার দিখে শান এর চাউনি দেখে জারা চোখ ফিরিয়ে মাথা নিচু করে নেই। শান বলে মম ওকে তো রুমের ভিতর যেতে দাও। শান এর মা বলে ও সরি যাও মামুনি উপরে জারা শান এর সাথে উপরে চলে যাই। শান এর মা বলে এই মেয়ে হবে আমার শান এর বউ ওকে আমি শান এর বউ করে ছারবো কি বলো? শান এর বাবা বলে একদম ঠিক আর ছেলে অমত করবে বলে মনে হয় না এমন আগুন সুন্দরী কেউ রিজেক্ট করবে না ।
শান জারা কে তার পাশের রুম দেখিয়ে দিয়ে বলে এটা তোমার রুম ফ্রেশ হও গিয়ে বলেই শান নিজের রুমে চলে যাই। শান ফ্রেশ হয়ে টাউজার আর গেন্জী পরে বের হয়ে ডাইনিং এ বসে। শান এর বাবা মা বলে জারা কোথায়? শান বলে ফ্রেশ হয়ে আসছে তখনি উপর থেকে জারা বলে আমি এসে গেছি আন্টি কথা টা শুনে তিন জন জারার দিকে এক পলকে চেয়ে আছে কালো সালোয়ার কামিজ উরনা গলায় পেলে রাখা কানে কালো দুল কোলা চুল মেকাব বিহীন ঠুঁটে হালকা লিপস্টিক এতেই মনে হচ্ছে রূপ এর রানী। জারা ডাইনিং এ বসে সবাই খাওয়া শুরু করে। শান এর মা বলে মামুনি তোমাকে নিয়ে নিশ্চয় তোমার মা বাবার সমস্যা অনেক এতো সুন্দরী মেয়ে। জারা বলে তাতো আছেই কি করা যাবে মাজে মাজে নিজের উপর নিজের রাগ হয় এই সৌন্দর্য নিয়ে এটা মনে হয় আমার লাইফের অভিশাপ যার জন্য আমি নিজের মা কে হারিয়েছি। জারার কথা শুনে সবাই অবাক। শান বলে মানে তোমার মা নেই? জারা বলে না দুই বছর আগে মেরে পেলা হয় মাম্মী কে। আমাকে এক মাফিয়া পছন্দ করতো আমি তাকে রিজেক্ট করি তবুও সে আমার পিছনে পরে আছে। আমার পিছনে পরে থাকার কারন যানতে চাইলে বলে আমার সৌন্দর্য ওকে মুগ্ধ করেছে তখনি বুজতে পারি ও আমার না আমার রূপের প্রেমে পরেছে এর আগে শত শত ছেলে এই রূপ দেখে পাগল হয়েছে সবাই এক কথায় সরে গেলে ও সম্রাট সরে যাই নি ও রীতিমতো ট্রেট করে আমাকে না পেলে ও মম ডেড কে মেরে পেলবে। আমি ভয় পেয়ে যাই তাই বিয়েতে রাজি হয়ে যাই আর সত্যি বলতে আমার ও সম্রাট কে ভালো লেগে যাই ভেবে নিয়েছি বিয়ে হলে মেনে নিবো কিন্তু বিয়ের দিন যানতে পারি ও মাফিয়া নারী পাচার থেকে শুরু করে সব ধরনের খারাপ কাজের সাথে জরিত আছে তাই বিয়ের আসরে আমি ওকে রিজেক্ট করে দেই সেই রাগে ও সবার সামনে মম কে শুট করে দেই আর পুলিশ নিয়ে যাই ওকে বলেই কেঁদে দেই। এরপর চোখ মুছে বলে মম এর মৃত্যুর জন্য ডেড আমাকে দায়ি করে সেই দিন এর পর থেকে ডেড এর চোখের মনি থেকে চোখের বিষ হয় আর ডেড এর এই খারাপ সময়ের সুযোগ কাজে লাগায় ডেড এর পিএ নিশাত আন্টি আমার বিষয়ে আরো খারপ কথা বলে ডেড এর মন আমার উপর থেকে এক বারে বিষিয়ে দেই। মম এর মৃত্যুর এক মাস যেতেই ডেড বিয়ে করে নিয়ে আসে নিশাত আন্টি কে আর আমাকে এই বাসা থেকে বের করে দেই ডেড ও সম্মতি দেই। আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না তখন আমার বান্ধবী আশার সাথে দেখা হয় ও বলে ওর বয়ফেন্ড আবিদ কে বললে হবে আপনার পিএ আবিদ। তখন আশা আবিদ কে সব বলে আর আবিদ আপনার ম্যানেজার হওয়ার অফার দেই মাসে এক লাখ টাকা দিবে আর আমাকে আমেরিকা থেকে দেশে আনে বলেই মাথা নিছু করে নেই। শান এর মা জারা কে জরিয়ে ধরে বলে কে বলেছে মাম্মী নেই আমি আজ থেকে তোমার মাম্মী আর নিজেকে দোষ দিও না মা এটাই নিয়তি চিলো। এখন থেকে এখানে থাকবে যখন শান আসবে বাসাই। জারা মাথা নারিয়ে হে বলে
এরপর সবাই রুমে চলে যাই। শান জারার গিয়ে জারার সাথে কিছু কোন বসে গল্প করে জারার মন খারাপ দূর করে দেই। শান বলে আচ্ছা এই ড্রেস তো পরো না কখোন আনলে। জারা বলে আসলে তিন টা সালোয়ার কামিজ অনলাইনে অর্ডার করেছি আপনার বাবা মায়ের সামনে এই সব ড্রেস পরা ঠিক হবে না তাই এই গুলো আনলাম। আর কিছু কোন কথা বলে শান গিয়ে শুয়ে পরে জারা ও ঘুমিয়ে যাই।
চলমান….

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে