বিদ্যা পরম অস্ত্র – লেখক: ফারাবী হাসান

0
403

#গল্প_পোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা: বিদ্যা পরম অস্ত্র
লেখক: ফারাবী হাসান

বিদ্যা ছাড়া অস্ত্র নাই
সত্য ছাড়া মুক্তি নাই,
কোথাও নেই সুখ-শান্তি
আমার চোখে দেখতে পাই।

হকদারের হক আদায়
মানবতার ঐ গুণাবলী,
হকটা যার হোক না তার
তার পক্ষে সত্য বলি।

বিদ্যাহীনা বড়াই করে
নিজে নিজেই মহান সাজে,
বিদ্যা ছাড়া হয় না বড়
দেখছি কত ভুবন মাঝে।

বিদ্যা হল জ্ঞানের আলো
চলার পথে লাগে কাজে,
বিদ্যা শিখে জীবনপাতে
কথা ও কাজে হইও না বাজে।

পরের হক না খাও যদি
বলবে না যে মন্দ কিছু,
সকল কাজে সফল হবে
বিদ্যা নিতে লওহে পিছু!!!!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে