বাড়িওয়ালার রাগি মেয়ে পর্ব-০৭

0
2139

?বাড়িওয়ালার রাগি মেয়ে?-
?পর্ব: ৭
লেখা :Sakib Nisi✌

অপি মুচকি হেসে চলে গেলো…
আমি খুশি মন নিয়ে আম্মু কে ডাকলাম,,,
আম্মু এসে আমাকে বললো।
> অামার লাজুক ছেলেটা আজকাল একটু অন্য রকম হয়ে গেছে মনে হয়??
> আম্মু কি যে বলো না,,, আমি তো আগের মতই আছি।
> হুমম তা তো দেখতেই পাচ্ছি,, তা অপি কি বলে গেলো।
> কই কিছু না তো,, এমনি দেখে গেলো,, এই আরকি।
> অপিকে তোর ভালো লাগে??
আমি তো পুরাই টাসকি খেয়ে গেলাম আম্মু কি করে বুঝলো?? মায়ের মন তো বুঝবেই।
আমি আহ্লাদে গদগদ হয়ে আম্মুর কোলে শুয়ে পড়লাম,, আম্মুর আচল দিয়ে মুখ ঢেকে লজ্জায় লাল হয়ে বললাম।
> ওই ডাইনিটাকে তোমার ছোটবউ বানাবা??
> ডাইনি বললে একদম মুখ ভেঙে দিব,, কত লক্ষী একটা মেয়ে।
মনে মনে বলি,,, হুমম কত যে লক্ষী তা তো তুমি জানো না আম্মু,,, তোমার ছেলেকে দু বার পিটিয়ে তক্তা বানিয়েছে,,
> জানো আম্মু ও না আমাকে কোন মেয়ের সাথে দেখলে একদম সহ্য করতে পারে না,,,
> সেজন্যই তো পা ফাটালো সেটা কি আমি জানিনা ভাবছিস।
> মা মা মানে তুমি কি করে জানলে??
> অপিই বলেছে দুপুরে ।
তোকে রুমে রেখে আমার কাছে গিয়ে বললো।
আন্টি তোমার নাকবোচা ছেলেকে বলে দিও,, আর কোনদিন যদি কোন মেয়ের সাথে দেখি তো ওর পা সত্যি সত্যি ভেঙ্গে দিব,,
তখনই বুঝেছি আমার ভাড়াটিয়া ছেলেটার প্রেমে পড়েছে বাড়িওয়ালার মেয়েটা।
অপিকে প্রপোজ করেছিস??
> ধুররর আম্মু ওর মনটাই তো বুঝিনা কিছু,, কখন কি বলে কি করে কিচ্ছু বুঝতে পারিনা,, এই একমিনিট ভালো তো ৫ মিনিট আগুন হয়ে থাকে।।। কি করব বলোনা একটু,,, আচ্ছা আব্বু তোমাকে কিভাবে প্রপোজ করছিল??
> চুপপপপ, বদমাস ছেলে,, তোর আব্বু আমাকে ৮ বছর পর এসে প্রপোজ করে তারপরই বিয়ে করে। নিরবে দুজন ভালোবেসেছি কেউ কাওকে কিছু বলিনি।
> আমি বাপু এতবছর ওয়েট করব না,,, তুমি সব ব্যবস্থা করবা হুমমমম।
> আগে ওকে জানা তারপর।
শোন কাল তোর খালার বাসায় যাব সবাই সকালে তোর এ অবস্থায় যেতে হবে না আমি অপির আম্মু কে বলে যাব দুপুরে ওখানে খেয়ে নিবি আমরা রাতে চলে আসব।। মেহজাবিন তো এখনই যেতে পারলে খুশি হয়।
>যাও যাও তোমার বউমা আছে না ও আমার খেয়াল রাখবে।
> বান্দর ছেলে আয় খেতে আয়।
> উম্মাহ চলো।
খাবার খেতে বসেছি আব্বুকে বললাম।
> আব্বু কাল সবাই যখন যাচ্ছো আমার জন্য একটা খরগোশ নিয়ে আসবা আন্টির বাসা থেকে আমাকে দিতে চাইছিলো।
> কেন হটাত খরগোশ পোষার শখ হলো যে।
আম্মু বললো।
> আরো কতকিছু শুনবা এখন তো খরগোশ চাচ্ছে পরে শুনবা বউ পুষবে।
> তাই নাকি?? ছেলে মনে হয় প্রেমে পড়েছে।
> হুমমমমমমমমমমমম।
> তা কে সে শুনি।
> কে আবার?? উপর তলায় থাকে।
> অপি?????
> হ্যা ছেলে আমার বড় হয়ে গেছে।
> সিগনাল কেমন ওদিকের।
> খুব ভালো।
> চালিয়ে যাও বাবা।
আমি আর কি বলব সব তো আম্মু ই বলে দিলো তাড়াতাড়ি খেয়ে রুমে চলে গেলাম।।।
আব্বু আম্মু দুজনই খাবার শেষে অপিদের বাসায় গেল। আমি মনে মনে বললাম একবারে বিয়ের কথাটা পাকা করে এলেই তো পারতো……
আমি ঘুমালাম তারা কি আলোচনা করলো জানিনা।
সকালে আম্মু সব গোছগাছ করে চলে গেলো আমি উঠে ফ্রেশ হলাম হটাৎ কলিং বেল বাজলো ভাবলাম ময়লাওয়ালা আসলো ময়লা নিতে।।
ময়লার ঝুড়ি টা হাতে নিয়ে দরজা খুলে ঝুড়িটা এগিয়ে দিলাম কিন্তু না তাকিয়েই,,
> মামা নিয়ে যান।
> ওই হারামি আমি কি ময়লা নিতে আসছি নাকি।
কড়া গলার ধমক খেয়ে হুশ ফিরলো তাকিয়ে দেখি অপি,,,
> ওহহহ কটকটি তুমি আজ স্কুলে যাওনি???
> মুখ ভেঙে দিব একদম।।।
> সরি সরি আমি তো দেখিনি আপা।
হাত থেকে ঝুড়িটা নামাতেই অপি তেড়ে এলো আমার দিকে,,,,
> আপা লাগি আমি তোর???
> তো কি লাগো শুনি।
> জানতে হবে না। খাইছো তুমি?
> না মাত্র ফ্রেশ হলাম।
> আচ্ছা একটু ওয়েট করো আমি নাস্তা রেডি করে দিচ্ছি।
> উহহহহহহহ,,, কত ঢং রে বাবা,, নিজে কখনো পানি ঢেলে খায়না আবার আসছে আমার নাস্তা করতে।
> সব পারি শুধু ওয়েট করো তারপর দেখবা।
আমি তাকিয়ে দেখছি অপিকে,,, ওড়না টা বেধে নিয়ে তারপর নাস্তা বানাচ্ছে,,, এই না হলে হবু বউ??
খুশিতে ডেন্চ মারতেছি মনে মনে,,, কিচেনে এগিয়ে গেলাম,, অপির পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে একটা চুমু দিতেই…..
> একদম দুষ্টামি করবা না কিন্তু,
> কই নাতো পায়ে বেধে পড়ে যাচ্ছিলাম তাই তোমার ওপর এসে পড়েছি।
> শয়তান উল্লুক নাকবোচা ছাড়ো নাস্তা বানাতে দাও।
> একটু ধরে থাকি কোন দুষ্টামি করব না সত্যি।
অপির শরীরের উষ্ণতা আর ওর সুবাসে পাগল হয়ে যাচ্ছি কিন্তু কোন দুষ্টামি করব না কথা দিছি।
> অপি???
> হুমমম।
> এই অপি,
> বলো?
> শুনোনা।
> কি হলো বলো?
> আমার দুষ্ট মিষ্টি বউ হবা।
> বয়েই গেছে আমার।
> কেন কেন?
> তোমার মত নাকবোচা কে কেন বিয়ে করব?
অপিকে ঘুরিয়ে ওর নাকের সাথে নাক মিশিয়ে বললাম।
> দেখতো আমার নাকবোচা কই।?
> হইছে হইছে সরো,
> বলোনা বউ হবা।?
> না না না। ?
> তাহলে আমি খাবো না।
অপি রেগে আগুন হয়ে গেছে,
> এত কষ্ট করে নাস্তা বানালাম আর তুই খাবিনা তাইনা দাড়া কেমন করে খাওয়াতে হবে তা আমার জানা আছে। ☺
অপি নাস্তা এনে আমার রুমে গিয়ে আমার মুখ চেপে ধরে মুখে ঠেসে খেতে বললো।?
> হারামি খা এবার। ?
> এভাবে কি খাওয়া যায়?? একটু মিষ্টি করে বললেই তো হয়।?
> পারিনা মিষ্টি করে বলতে
> তাহলে রাগ করো না আমি তো এমনি বলছি,,, তুমি আমার জন্য এতক্ষণ কষ্ট করে বানিয়েছো আমি কি না খেয়ে থাকতে পারি বলো।??
> থাক থাক বুঝি সব,,, ওই মেয়েটা হলে তো আর বলতে না খাবে না,, আমাকে তো সহ্য করতে পারো না তুমি।
আমি অপিকে জড়িয়ে ধরে বললাম।?
> পাগলি আমি তোমাকে ভালোবাসি তুমি কি বুঝোনা???
> তুমি কি বুঝো??
> কি বুঝবো?
> আমিও তোমাকে…..
> কি?
> কিছু না।
> বলবা না আবার শাস্তি দিব?
> আমিও তোমাকে ভালোবাসি নাকবোচা।
কিছু সময়ের জন্য তোমরা চোখ বন্ধ করো৷ আমরা একটু রোমাঞ্চ করে আসি।
সময়টা মনে নেই কতক্ষণ ওকে জড়িয়ে ধরে ছিলাম।
> নাকবোচা ছাড়ো এখন আম্মু জানলে বকবে,, আমি দুপুরে আবার আসব।
> না থেকে যাও আমার কাছে।
> হুমমমমম আগে বিয়ে হোক তারপর।
> কেন বিয়ে না করলে হয় না?
> মানে?
> মানে শুধু প্রেম করব বিয়ে করে কি হবে।
> আহারে…. গুলুমুলু বাচ্চার বাবা হবা না??
> কি??? সত্যি????
> ধুরররর শয়তান ছেলে।?
> এই অপি শুনো।
অপি দৌড়ে চলে গেলো..
যাক অপি আমাকে বলেছে এখন আমি আম্মু আব্বু কে বলতে পারব বিয়ের জন্য।
দুপুরে অপি এসে বললো ওদের সাথে খেতে হবে আন্টি যেতে বলেছে।
আমি অপির কপালে চুমু দিয়ে একটু আদর দিলাম।
তারপর গেলাম ওদের রুমে।
আন্টি আদর করে খাওয়ালো তারপর বললো।
> আবির তোমার আম্মু না আসা অবধি আমাদের এখানে থাকো।
আমি মনে মনে ভাবি এইতো আর কিছুদিন তারপর জামাই হয়েই থাকব।
আবার ভাবলাম অপি তো রাজি ওর বাবা মা রাজি না হলে তো আরেক বিপদ।
অপি বললো..
> ইশশশশশ দরকার নেই নাকবোচাকে আমাদের ঘরে রাখার।
> তুই চুপ থাক আবির থাকবে।
> ঢং,,,, এত আদর তো আমাকেও করোনা।
আমি আন্টিকে জড়িয়ে ধরে বললাম..
> মা তো আমার তাই আমাকে এত আদর করে।?
অপি ও রেগে আগুন হয়ে বললো।?
আমার আম্মুকে ছাড়তে।??
বেশ একটা জমানো খুনসুটি তে মেতে ছিলাম সবাই।
তাতে বুঝলাম আন্টিও আমাকে পছন্দ করে এখন অপেক্ষা আমার পরিবার থেকে বিয়ের কথা জানানোর… দেখা যাক কি হয়…….
চলবে……..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে