প্রিয় বাবা – লেখক: নিষাদ আহমেদ

0
517

#গল্প_পোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা: প্রিয় বাবা
লেখক: নিষাদ আহমেদ

মায়ার ছায়া জড়িয়ে আছে
প্রিয় বাবার নামে,
সংসার নামক বোঝা টেনে
চিন্তায় কপাল ঘামে।

বিপদ আছে জেনেও যিনি
যুদ্ধে ধরেন বাজি,
হাসি মুখে সকল আবদার
মেটাতে থাকেন রাজি।

দুঃখগুলো আড়াল করে
রাখতেন মনে জমা,
শত অপরাধ এক নিমিষে
করে দিতেন ক্ষমা।

কাঁধে চড়ায় শহর- গ্রাম
নিয়ে যেতেন মেলায়,
কী অসাধারণ দিন কেটেছে
আমার ছোট্ট বেলায়।

মিছে কথা শুনিনি মুখে
করতেন পরের হিত,
ভালো কাজে সকল সময়
ছিলেন নিবেদিত।

প্রিয় বাবা ঘুমিয়ে এখন
দূুরের পরপার,
স্মৃতিগুলো পড়ছে মনে
কাঁদছি বারবার।

খোদার কাছে এই মিনতি
একটাই শুধু চাওয়া,
বাবার যেন বেহেশতখানি
হয় সহজে পাওয়া।??

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে