প্রিয় ঝিঁঝিপোকা – ZiAul MoStafa ZiSan

0
455

#গল্পপোকা_চিঠি_প্রতিযোগিতা_২০২০
#চিঠি_নং : ০১

প্রিয় ঝিঁঝিপোকা,
এখন দ্বিপ্রহরের শুরুই বটে, আমি তোমার মত সুরেলা কণ্ঠে গেয়ে আমার গলা ভেজার চেষ্টা করি, কিন্তু তা
সত্ত্বেও পারছি না। অথচ তুমি কি মায়াবী সুরে ডাকতে
পারো। তুমি কি জানো, তোমার সুর শুনা ছাড়া কখনো
আমি ঘুমাই না, বলতে পারো ঘুম আমার আসেই না।
আমি কি ভাবছি জানো, তোমার সাথে যদি রূপকথার
এক গান জুড়ে দিতে পারতাম! কিন্তু তা বোধহয় সম্ভব
নয়। আচ্ছা আমাদের মাঝে এত দেয়াল কেন? বলতে
পারবে?

আমারও না খুবই ইচ্ছে করে তোমার সাথে মিশে সুরে সুরে একাকার হয়ে যেতে, এটা শুধু ইচ্ছে না পাগলামি বা বড্ড ইচ্ছে বলতে পারো। বলছি, তুমি এ সুর কোথায়
পেলে? কোথায় পেলে তোমার সেই নীরব সুর!
আমি তুমিহীনতায় ভুগছি এই কয়েকটা দিন।

শুনো, একটা আবদার রাখবে?
তোমার সুরটা একদিনের জন্য আমায় দেবে?
আমি শুধু এক গান গেয়ে নিবো প্রেয়সীর জন্য।
মেয়েটি বড্ড বায়না ধরেছে ঝিঁঝিপোকার কন্ঠে গান শুনতে। কিন্তু আমি বললাম, ওরা তো শুধু ডাকতে
পারে, কিন্তু গাইতে পারে না। সে বলল, তুমি না বোকা!
যে ডাকতে পারে,সে গাইতে পারে।আমি তার কথা শুনে
অবাক হলাম খুব। এ মেয়েটি ঝিঁঝিপোকার সুরে মোহ
খুঁজে কেন? পরে বুঝলাম মেয়েটি ভীষণ রাতপ্রিয়।
সে হয়তো ঝিঁঝিঁপোকার মতো জেগে থাকত নিত্যদিন।

তবে আমি কি তার ব্যতিক্রম? কখনোই না। আমিও এ
আঁধারটাকে ভীষণ ভালোবাসি। ভীষণ প্রেমে পড়ে গেছি
প্রতিটি দ্বিপ্রহরের। আমার সঙ্গী এ ঝিঁঝিঁপোকাগুলোই।

আচ্ছা ছোট্ট চিঠি কি তোমার কাছে পৌঁছবে?
না ডাকপিয়নের অবহেলায় ডাকপোস্টেই এ নীল রঙের
চিঠি পড়ে থাকবে। একদিন সময় করে চিঠির উত্তরটা
পাঠিয়ে দিও প্রেয়সীর ঠিকানায়, তবে কোন এক নিশীথের অন্ধকারে।আমি না হয়, ততদিন অন্ধকারকে আঁকড়ে ধরে থাকি। চিঠির উত্তরে ওপরে লিখে দিও,

“অরুণিমা, সে এখন অন্ধকারকে বেশি ভালোবাসে”

ইতি,
জিয়াউল মোস্তফা জিসান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে