তোমাকে চাই পর্ব-০৭

0
1497

#তোমাকে_চাই।
#মারিয়া_তুন_রিয়া
#পর্ব_৭
এমন সময় রুমে ঢুকলো কেউ রুমে ঢুকে রিকের সামনে একটা চেয়ার নিয়ে বসলো সে। বসে তাদের মাথার ওপর যে বাল্প টা আছে সেটা জালিয়ে দিলো। জালিয়ে দিতেই রিক সামনে থাকা লোকটিকে দেখে বলে উঠলো…………..
রিকঃ O.M.G! আমিতো ভাবতেই পারছি না দা মাফিয়া কিং আয়ান খান আমাকে কিডনাপ করেছে।
আয়ানঃ এই তোমার আমাকে দেখে ভয় করছে না।
রিকঃ না। আমার তো আরও নিজের উপর প্রাউড ফিল হচ্ছে।
আয়ানঃ আমি যদি তোমাকে এখন মেরে দেয় তাহলে।
রিকঃ সেটা তুমি করবেন না তা আমার ভালো করে যানা।
আয়ানঃ মানে?
রিকঃ মানে এই যে তুমি যদি আমাকে মারতেন তাহলে এতখনে তোমার বর্ডিগাডরা আমার একটু হলেও খাতির করতো। কিন্তু তা কিছুই করেনি। আর তুমি বিনা কারনে কাউকে মারোনা না।
আয়ানঃ ইনটেলিজেন্ট।
রিকঃ আই নো। 😉😉
আয়ানঃ 😒😒
রিকঃ এভাবে তাকানোর কিছু হয় নি।
আয়ানঃ তো আমরা এখন আসল কথায় আসি।
রিকঃ অবশ্যই।
আয়ানঃ মারিয়ার সাথে তোমার কি সম্পর্ক।
রিকঃ জানু! ওতো আমার বেষ্ট ফ্রেন্ড। আমার জান। দুইমাত্র কলিজার টুকরা বোন।
আয়ানঃ তা তুমি ওকে জানু কেনো বলছো।
রিকঃ তা জানু বলবো না তো কি বলবো।
আয়ানঃ মানে?
রিকঃ আরে ওর আরেক নাম তো জানোভি। তাই আমি আর রাফি ওকে জানু বলি।
আয়ানঃ ওহ (হতাস হয়ে)। এটা আমি কি করলাম।
রিকঃ এনি প্রবলেম।
আয়ানঃ নো। গার্ডদের বলছি তোমাকে তোমার বারিতে পৌঁছে দিতে।
রিকঃ না তার কোন দরকার নেই। আমি আমার গার্ডদের আসতে বলছি।
আয়ানঃ তোমার গার্ড মানে।
রিকঃ আমি R.R কম্পানির মালিক দিহান রয়জাদ এর একমাত্র ছেলে। রিক রয়জাদ।
আয়ানঃ ও তুমি দিহান আঙ্কেল এর ছেলে।
রিকঃ জী আপনি আমার আব্বুকে চিনেন।
আয়ানঃ আজব! চিনবনা কেনো। আমরা একসাথে ওনেক বিজনেস ডিল করেছি। ওনি আমার পুরোনো ক্লাইন্ট।
রিকঃ ও আচ্ছা।
আয়ানঃ তহলে চলো বাহির পযন্ত একসাথে যাই। তারপর তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়।
রিকঃ কিভাবে বহিরে যাবো।
আয়ানঃ কিভাবে মানে হটে যাবা।
রিকঃ হেটেয় তো কিন্তু কিভাবে। আমার তো হাত পা বাধ।
আয়ানঃ ও! ওয়েট এখনি খুলে দিচ্ছি।
।।
হাত পা খোলার পর…………….
আয়ানঃ রিক আমাকে একটা হেল্প করতে পারবা।
রিকঃ হুম বলো।
আয়ানঃ তুমি কি আমার আর মারিয়ার বেপারে কিছু জানো। মারিয়া কি আমাদের ব্যাপারে তোমাকে কিংবা তোমাদের ফ্রেন্ড সারকেল কে কিছু বলছে।
রিকঃ হুম। কালকে তোমার আর জানুর বিয়ে হওয়ার পরেই জানু আমাদের সব বলছে।
আয়ানঃ তাহলে তুমি আমাকে একটু হ্লেপ করতে পারবা মারয়াকে আবার আবার আমার কাছে নিয়ে আসার।
রিকঃ ডোনাল্ড ওয়ারি ব্রো। আই ওয়েল ট্রাই মাই বেষ্ট।
আয়ানঃ Thank You.
তারপর আয়ান আর রিক যে যার গন্তব্যে পোছে গেলো।




Mujko yea tu mil jabe……..
Ab dil se dil mil jabe……….
Keu hea yea itna fasla……….
Lamhe tu fir na ane inko tuna dejane…………
Tu mujpe kudko de luta……..
Kavi sase mye varu ……….
Kavi tere sang chalu……….
Meri jisme jamiya teri kusbu moslu………….
Dilne badal kar raihu darkane meri sun…………..
Tujko me karlu hasil lagehe yehi tum……….
Dilne ba……
ফারিয়াঃ কি ব্যাপার আমার বোন দেখি গান গাচ্ছে।
মারিয়াঃ ঐ আর কি। (হাত থেকে গিটার নামিয়ে)
ফারিয়াঃ সূর্য আজকে কোন দিকে উঠলো।
মারিয়াঃ সূর্য উঠে ওনেকখন আগে অস্তও চলেগেছে।
ফারিয়াঃ তাও ঠিক।বাট তোর মুখটা এরকম লাগছে কেনো। কেমন শুকনা শুকনা হয়েগেছে।
মারিয়াঃ কই না তো এমনি।
ফারিয়াঃ বল কি হয়েছে।
মারিয়াঃআয়ান এসেছিল পার্টিতে।
ফারিয়াঃ কি বলছিস। ও কেমো এসেছিলো।
মারিয়াঃ রিদম ভাইয়া ইনভাইট করেছিলো।
ফারিয়াঃ কিছু করেছো তোর সাথে।
মারিয়াঃ ন না।
ফারিয়াঃ তাহলে আর সমস্যা কি। ঘুমিয়ে পর। গুড নাইট।
মারিয়াঃ গুড নাইট।




এদিকে অন্ধকার রুমে বসে আছে আয়ন। পুরো পাগল পাগল অবস্থা হয়ে আছে তার। চুল গুলো উসকো খুসকো চোখ লাল হয়ে আছে মুখে মলিনতা হাতে অনেক গুলো খত স্থান, এক হাতে মদের বোতল শার্টএ রক্তের দাগ, যাকে বলে একেবারে যইচ্ছা তাই অবস্থা। এমন সময় ঘরে ঢুকলো আরিয়ান।
আরিয়ামঃ এগুলো কি করছিস আয়ান।
আয়ানঃ কৈ কি করছি।
আরিয়ানঃ তাহলে তোর এ অবস্তা কেনো।
আয়ানঃ এসব আমার মায়াপাখিকে কষ্ট দেওয়ার ফল।
আরিয়ানঃ মানে।
আয়ানঃ জানিস আজকে আমি আবার অর্ধেক কথা শুনে আমার মায়া পাখিকে কষ্ট দিয়ে ফেললাম।
আরিয়ানঃ হ্যা এটা ঠিক যে কাজটা তুই ঠিক করিসনি। বাট তোকে স্ট্রং হতে হবে। ছোট খাটো বিষয়ে নিজের খতি করলে কি করে হবে। নিজের ওপর ভরসা রাখ দেখবি সব ঠিক হয় যাবে।
আয়ানঃ মারিয়া আমাকে আর ভালোবাসেনা তাইনা।
আরিয়ানঃ কো বলেছে তোকে ভালোবাসেনা। ও এখনো তোকে ওনেক ভালোবাসে। কিন্তু একটু অভিমান করে আছে। যা তোকেই ভাংয়াতে হবে।
আয়ানঃ হুম আমি ওর অভিমান ভাংয়াবো। যত যাই হয়ে যাক ওকে নিয়ে কাছে নিয়ে আসবই।
আরিয়ানঃ That’s like a good boy। চল তোকে ড্রেসিং করিয়ে দেই।
আয়ানঃ হুম।
তারপর আরিয়ান আয়ানকে ড্রেসিং করিয়ে দিলো।




দেখতে দেখতে কেটেগেলো পাচদিন। এই পাঁচদিন ও আয়ান মারয়ার সাথে বিভিন্ন ভাবে দেখা + কথা বলেছে।
।।
আজকে আমি তারাতারি কলেজে আসছি। কারণ কি জেনো ইমর্পটেন কথা আছে। কলেজ গেটে আসতে ই টকটা 1st year এর একটা মেয়ে এসে বললো প্রিনসিপাল সার নাকি আমাকে ডেকেছে। প্রথমে অবাক হয়েছি। কারন প্রিনসিপাল সার আমাকে কখনো ডাকেনি। তো আমি কি এমন ভুল করলাম যে তিনি আমাদের ডাকলো। তাই ভয়ে ভয়ে প্রিনসিপাল সার এর রুমের দিকে এগোলাম।










#চলবে……….

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে