#তুমি_শুধু_আমার❤(3 characters)
#part:09
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে আবির!!রাতের অন্ধকারে থাকা চাঁদের দিকে তাকিয়ে আছে সে!!আর শুধু দীর্ঘশ্বাস ফেলছে!!সে তো আর মেয়েদের মতো কাঁদতে পারে না!!শুধুই দীর্ঘশ্বাস আর মনকে বোঝানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে!!এমন সময় পিছন থেকে রোহান বলে উঠলঃ
!
কিরে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন???
!
আবিরঃআরে মন খারাপ নয় এমনি দাঁড়িয়ে আছি!!!
!
রোহানঃওহ!তা মনে আছে তো আজকে রাতের পার্টির কথা!!!
!
!
!
সিঁড়ি বেয়ে ছাদের দরজার সামনে দাঁড়িয়ে ছিল মিতু!!মীমকে খুঁজতে এখানে এসেছিল সে!!হর্টাৎ রোহানের মুখে পার্টির কথা শুনে তার মাথায় একটা প্ল্যান আসল!!শয়তানি মার্কা হাসি দিয়ে বললঃ
!
সেদিন আমাদের পার্টির ১৩টা বাজিয়ে ছিলে না!!আজকে আমরাও ১৪টা বাজাবো তোমাদের!!wait……কানা বাদর বলে হাসতে হাসতে নিচে নেমে আসল মিতু!!!
.
.
.
এদিকে আবিরঃহুম মনে আছে!!
!
রোহানঃ হেব্বি মজা করবো আমরাও লুঙ্গি ড্যান্স গানে নাচমু নে!!
!
আবির শুধু মুচকি হাসল!!
.
.
.
রুমের মধ্যে তানিশা মন মরা হয়ে বসে আছে!!চোখ মুখ ফুলে গেছে দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষন কেঁদেছে হয়তো!!কিন্তু কেন? কারনটা এখনও অজানা!!তাই অনেক আগ্রহে বসে আছি তানিশার কথার শোনার অপেক্ষায়!!অনেকক্ষণ আগেই জিজ্ঞেস করেছি কিন্তু বলবে বলবে বলে এখনো বলছে না!!এমন সময় দৌড়ে রুমে আসল মিতু!!ওকে এইভাবে দৌড়াতে দেখে বললামঃ
!
কি রে এই ভাবে দৌড়াচ্ছিস কেন???
!
মিতুঃদোস্ত আজকে রাতে পার্টি হবে!!!
!
মানে???
!
মিতুঃদোস্ত কানা বাঁদর রা সেদিন আমাদের পার্টির ১২ টা বাজিয়ে ছিল না আমরাও আজকে ১৩টা বাজাবো!!
!
কিভাবে??তারপর পর ওর কথা শুনে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি!!
!
শোন আমি বলি কি এসব করা ঠিক হবে না!!তারপর যদি কিছু হয় তবে লাল হনুমান তো আমায় ছাড়বে না!!বাদ দেয়!!
!
মিতুঃতুই থামবি ভিতুর ডিম কোথাকার!!!
!
এতক্ষণ পর তানিশার মুখ দিয়ে হাসি বের হলো!!মিতুর কথায় তানিশা হেসে দিল!!যা আমার কাছে খুব ভালো লেগেছে!!??তারপর কী ওরা মিলে হাসাহাসি করছে আর আমি বোকার মতো শুধু তাকিয়ে আছি!!!
.
.
.
.
রাত ১২ঃ০০টা_____
ছাদের উপর রোহান তিনটে কোকের বোতলের মধ্যে কিছু একটা পানি জাতীয় ভরছে!!এর ভিতর আবির এসে বললঃ
!
তুই কী ভরছিস!!
!
রোহানঃদোস্ত এগুলো বিয়ার!!
!
আবিরঃতো ওগুলো কোকের বোতলে ভরছিস কেন???
!
আরে সকালে যদি সবাই দেখে আমরা রাতে ছাদে বসে বিয়ার খেয়েছিলাম!!তবে কী ভাবতে পারে বুঝতে পারছিস!!
!
আবিরঃওওও
!
রোহানঃহুম!!আচ্ছা চল আরিয়ানকে ডেকে আনি তারপর পার্টি শুরু!!কাব্য তো বউ পাইয়া আমাদের ভুলেই গেছে!!!
!
আবিরঃহু বাদ দে তো!!ও রকম তুই পাইলেও আমাদের ভুলে যাবি!!
!
রোহনঃ নো ব্রো আমি মটেও ওমন নই!!
!
আবিরঃহুম দেখা যাবে!!এখন চল!!
!
রোহানঃহুম!!!!তারপর ওরা চলে গেল নিচে!!!!
.
.
.
.
ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আছি আমি মিতু আর তানিশা!!আমার রীতিমতো কাঁপা-কাঁপি শুরু হয়ে গেছে!!যদি কেউ দেখে ফেলে তাহলে তো শেষ আমরা!!!ছাদের ভিতরে গিয়ে দেখলাম কেউ নেই!!তবে তিনটে কোকের বোতল আর একটা পেকেট আছে!!হয়তো খাবারের!!কাপা-কাপা গলায় মিতুকে বললামঃ
!
বোইন এখনো সময় আছে চল!!ওরা যদি আমাদের দেখে তখন কী হবে!!!
!
মিতুঃদেখবে তারপর তো!!আর তুই এত ভয় পাচ্ছিস কেন বলত!!!তানিশা আর আমি তো একটুও ভয় পাচ্ছি না!!কী বল তানিশা!!
!
তানিশাঃহুম!!সেদিন আমাদের টা নষ্ট করছিল না আমাদের কোক টা পর্যন্ত খেতে দিল না!!
!
মিতুঃকোক না হুম!!আমরাও ওদের খেতে দিব না!!!
!
তানিশাঃমানে!!!
!
মিতুঃমানে সামনে দেখছো তিনটে কোকের বোতল তিনটা কেই আমরা হাওয়া করে দিবো!!!
!
এইরে থাক না এমন করা লাগবে না ওরা অনেক রেগে যাবে!!!
!
মিতুঃতুই থামবি মীম!!তা না হলে ছাদে একা ফেলে চলে যাব!!!
!
আমি চুপ!!!
!
ধীর গতিতেই তিনজনে কোকের বোতলগুলোর সামনে গেলাম!!মিতু আমাদের তিনজনের হাতে তিনটে কোক দিয়ে বললঃ
!
খেয়ে ফেল!!পরে যখন দেখবে কোকের বোতলগুলো খালি ভাবতে পারছিস ওদের চেহারাগুলো কেমন হবে!!
.
.
.
তারপর আরকি ওদের জোরাজোরিতে একটা একটা করে তিনজনে তিনটে কোকই খেয়ে ফেললাম!!এমন সময় ছাঁদে এসে হাজির হলো রোহান, আবির, আর আরিয়ান!!আবির আর রোহানের চোখ তো বেরিয়ে আসার উপক্রম!!কারন তারা বুঝতে পেরেছে এখন কী হতে চলেছে!!!
!
আরিয়ানঃওরা এখানে কী করছে!!
!
আবিরঃওটা ছাড় আগে বল এখন কী করবি??
!
আরিয়ানঃমানে??
!
রোহানঃআমি বলছি ওগুলো কোকের বোতল ছিল না
!
আরিয়ানঃতাহলে কিসের বোতল ছিল!!
!
রোহানঃকোকের বোতলে বিয়ার ছিল!!
!
আরিয়ানঃও সীট এটা কি করছ তোরা এখন কী হতে পারে ভাবতে পারছিস!!ওদের ধর তাড়াতাড়ি!!
.
.
.
.
এদিকে আমার মাথা হর্ঠাৎ ঘুরে উঠল!!বেপার কী কোক খেলে তো এই ভাবে মাথা ঘুরায় না তার সাথে চোখও দেখি ঝাপসা হয়ে আসছে!!কেন??কোনভাবে ওদের বললামঃ
!
দোস্ত মাথা ঘুরতে আছে কেনঃ
!
তানিশা, মিতুঃআমাদের ঘুরাচ্ছে!!
!
আচ্ছা আমরা কোক মনে করে অন্যকিছু খেয়ে ফেললাম নাকি!!কেমন যেন নেশা নেশা লাগছে!!!!আরে আমরা পার্টি করব গান ছাড়ঃ
!
এর ভিতর আবির তানিশাকে, রোহান মিতুকে ধরল,আরিয়ান মিমের কাছে এসে বললঃ
!
এই তোমরা এখানে কী করছ!!!
!
মিতুঃআরে কানা বাঁদর!!তুমি এখানে!!
!
রোহানঃমিস ঝগড়ুটে তুমি আগে বল এখানে কী করছিলে!!
!
মিতুঃবলব না!!(দাঁত কেলানির হাসি দিয়ে)
!
!
!
আবিরঃওদের মনে হয় নেশা হয়ে গেছে তাড়াতাড়ি ওদের ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেয় নয়তো কেলেংকারী হয়ে যাবে!!বুঝতে পারছিস কী হতে চলেছে!!
!
রোহানঃঠিক বলেছিস!!মিস ঝগড়ুটে চল তাড়াতাড়ি!!
!
মিতুঃনা এখন যাব না!!আমরা লুঙ্গি ড্যান্স দিবো!!!এ বলে মিতু মোবাইলে গান চালু করে দিয়ে নাচতে লাগল সবাই!!
!
রোহান এখন কী করবি এরা তো মনে হয় আজকে আমাদের ফাঁসিয়ে ছাড়বে!!রোহান কিছু বুঝতে না পেরে মিতুকে কোলে তুলে নিয়ে হাটা ধরল!!হর্ঠাৎ মিতুকে কোলে তুলাতে ঘাবড়ে গিয়ে রোহানের শার্টের হাতা খাবছে ধরল মিতু!!তারপর আর আর কী রোহান মিতুকে নিয়ে নিচে চলে গেল!!!
!
আবিরঃওই মেয়েটা গেল কই!!!
!
আরিয়ানঃঠিকই ও গেল কই!!
!
আরিয়ান ছাদের সব জায়গায় খুঁজেও মীমকে পেল না!!একটা সময় দেখল মীম বাসা থেকে বেরিয়ে গেছে!!যা দেখে
!
এই রে মেয়েটা মনে হয় আজকে পাগল বানিয়ে ছাড়বে!!আরিয়ান আবিরকে বললঃ
!
তুই তানিশাকে নিয়ে আয় আমি ওইটাকে দেখছি বলে আরিয়ানও চলে গেল নিচে!!!
.
.
.
_____________________________________
.
.
.
-তানিশা মুখ ঘোমড়া করে বসে আছে!!যা দেখে আবির বললঃ
!
যাবে না নিচে
!
তানিশা আবিরের কথা শুনে নেকা কান্না করে দিল!!!
!
আবিরঃএই কাঁদছ কেন???
!
তানিশাঃতুমি আমায় একটুও ভালোবাসো না!!!
!
আবিরঃচুপ…….
!
তানিশাঃআমি যাবো না!!তুমি যাও!!আমি এখন কাঁদব!!!
!
আবিরঃকাঁদবে কেন???
!
তানিশাঃআমার ইচ্ছে হয়েছে তাই!!
!
আবিরঃতাড়াতাড়ি চল!!(তানিশার হাত ধরে)
!
তানিশাঃআমি যাবো না!!!তুমি আমায় ভালোবাসো না!!!
!
এখন আবিরেরও খুব কষ্ট হচ্ছে তানিশার চোখের পানি দেখে!!কিন্তু কী করবে সে কিছু তো করার নেই!!
!
তানিশাঃকী হলো কথা বলছ না!!
!
হর্ঠাৎ তানিশা আবিরকে জড়িয়ে কেঁদে দিয়ে বললঃ
!
তুমি খুব পঁচা!!খালি আমায় কষ্ট দেও!!তারপর দেখবে একদিন তোমায় ছেড়ে ওই আকাশে চলে গেছি তখন বুঝবে!!!
!
তানিশার কথা শুনে আবির বুকটা দক করে উঠল!!সত্যি যদি তানিশা এমন কিছু করে ফেলে তখন কী করবে সে!!
!
তানিশাঃভাইয়া আমাকে কী একটুও ভালোবাসা যায় না!!আমি কী খুব পঁচা!!
!
তানিশার কথায় আবির কী জবাব দিবে বুঝতে পারছে না!!হর্ঠাৎ আবিরও তানিশাকে জড়িয়ে ধরে বলতে লাগলঃ
!
আমিও তো তোমায় ভালোবাসি!!কিন্তু কী করব বলল তুমি তো কাব্যের বোন তোমার জন্য যদি আমাদের বন্ধত্ব নষ্ট হয়ে যায় তখন কী হবে!!!আমিও তোমায় ছাড়া বাচবো না হয়তো!! কিন্তু কী করার বলল কিছু তো করার নেই এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল তানিশাকে!!এতক্ষণ আবির যা বলল তা হয়তো তানিশার কান পর্যন্ত যায় নি!!কারন সে আবিরকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পরেছে!!!
.
.
.
__________________________________________
.
.
.
রুমের দরজার সামনে রোহান মিতুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে যেতে পারছে না!!কারন মিতু বলেছে ভিতরে গেলেই সে জোরে চিৎকার দিবে!!আর এটা যে রোহানের জন্য মটেও ভালো হবে না তা সে খুব ভালো করেই বুঝতে পারছে!!!তাই সেও মিতুর কথা মতো মিতুকে কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে আছে!!হর্ঠাৎ মিতু রোহানের গলা জড়িয়ে ধরে রোহানের গালে কিস করে দিল!!যা বুঝতে পেরে রোহান পাথরের মতো দাঁড়িয়ে আছে!!কিছুক্ষন পর…..
!
রোহানঃএটা কী করলে!!
!
মিতুঃকী করেছি!!কিস করেছি!!আরো করব!!
!
রোহানঃএই না!!
!
মিতুঃ না আমি করব!!
!
রোহানঃএই একদম না
!
মিতু রোহানের কথায় মুখ ঘোমড়া করে ফেলল!!
!
হর্ঠাৎ রোহানের মাথায় একটা সুন্দর আইডিয়া এসেছে!!তাই মুচকি হেসে বললঃ
!
তুমি আমাকে কিস করতে চাও!!
!
মিতুঃহুম(মুচকি হেসে)
!
আচ্ছা ঠিক আছে তবে এখন চুপচাপ রুমে চল তারপর কিস করতে দিবো!!তবে কথা হলো তুমি একদম চিৎকার দিবে না ঠিক আছে!!!
!
মিতুঃসত্যি তো!!
!
রোহানঃহুম!!!
!
মিতুঃঠিক আছে!!তারপর রোহানের কথা মতো চুপিচুপি মিতুকে কোলে তুলে নিয়ে যায় রুমে রোহান!!!
!
রুমে এসে…….
আচ্ছা এখন তুমি ঘুমিয়ে পড়!!কালকে কথা হবে!!মিতু রোহানের আরেক গালে কিস করে বললঃ
!
ঠিক আছে!!তারপর চুপিচুপি ঘুমিয় পরল মিতু!!যা দেখে স্বস্তির নিশ্বাস ফেলল রোহান!!তারপর মুহুর্তে মিতুর মুখের দিকে তাকিয়ে তার কিসের বিষয়টা ভেবে মুচকি হাসল রোহান!!তারপর মিতুর কপালে একটা চুমু একে দিলে বললঃ
!
পাগলী মেয়ে একটা(মুচকি হেসে)!!
-তারপর রুম থেকে বেরিয়ে গেল রোহান!!বাহিরে বেরিয়ে দেখল আবির তানিশাকে কোলে তুলে নিয়ে আসছে!!কারন তানিশা অনেক আগেই ঘুমিয়ে পরেছে যাতে আবিরের অনেক সুবিধা হয়েছে!!তারপর মিতুর পাশে তানিশাকে শুয়ে দিয়ে এক দীর্ঘ শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল!!তারপর আবির আর রোহান চলে গেল রুমে!!এর ভিতর রোহান বলে উঠলঃ
!
“আরিয়ান আর মীম” গেল কোথায়_____
.
.
.
__________________________________________.
.
.
.
ব্যস্ত রাস্তায় হেঁটে চলেছি আমি!!তবে একা নই সাথে আছে আরিয়ান!!সে অনেক আগেই নিতে এসেছে আমায় তবে কথা হলো আমি আইসক্রিম না নিয়ে কোথাও যাবো না!!হর্ঠাৎ এমন অদ্ভুত জিনিস খেতে কেন ইচ্ছে করল বুঝতে পারছি না!!
!
আরিয়ানঃএত রাতে আইসক্রিম কোথায় পাবো!!
!
আমি কিছু জানি না!!
!
থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দিবো!!
!
ওনার কথায় নেকা কান্না করে দিয়ে দিলাম__
!
আরিয়ানঃআরে আরে কাঁদছো কেন???
!
আপনি আমায় বকছেন কেন??
!
আরিয়ান আমার দু-গালে হাত দিয়ে বললঃ
!
দেখো আমরা তো অনেক দূর আসলাম কিন্তু একটাও আইসক্রিম এর দোকান পেয়েছি বলো!!এখন কী করব!!তার চেয়ে এখন বাসায় চল কালকে তোমাকে এত্তো এত্তো আইসক্রিম কিনে দিবো……..
!
কিন্তু না তাতে আমার হবে না…..আমার এক্ষুনি আইসক্রিম চাই!!!
!
আরিয়ান পড়ে গেল মহা বিপদে কী করবে বুঝতে পারছে না সে!!!অনেকদূর এল কোথাও তো আইসক্রিম এর দোকান দেখছে না!!!
!
হর্ঠাৎ কিছুটাদূরে একটা আইসক্রিম এর দোকান দেখতে পেল আরিয়ান যা দেখে তার মুখে মুহূর্তেই হাসি ফুটে উঠল!!!
!
আরিয়ান আমার ধরে বললঃ
!
চল!!আমিও তার কথা মতো চলতে লাগলাম!!
!
কিছুটা যেতেই আইসক্রিম দেখতে পেলাম আমি!!মুহূর্তে খুশির জলক ফুটে উঠল মুখে!!
!
আরিয়ানঃকয়টা নিবে!!!
!
আমি হাতের আঙুল জাগিয়ে ১ ২ ৩ বলতে বলতে পুরো দশটা আঙুল দিয়ে বললামঃ
!
দশটা…….
!
আরিয়ানঃএতগুলো দিয়ে কী করবে!!তারচেয়ে দুটো কিনে দেই!!
!
আরিয়ানের কথা শুনে আবার নেকা কান্না কাঁদতে লাগলাম আমি!!
!
আরিয়ান আমার কান্না শুনে বললঃ
!
আচ্ছা ঠিক আছে বাবা কাঁদতে হবে না!!দশ-টাই কিনে দিবো খুশি!!
!
মুহুর্তেই আবার খুশি হয়ে গেলাম!!
.
.
.
আরিয়ানঃমামা দশটা আইসক্রিম দেন!!!
!
দোকানদার আরিয়ানকে দশটা আইসক্রিম দিল!!আরিয়ান দোকানকে টাকা দিয়ে বলল!!মামা খুব বাচান বাচাইছেন যদি আপনি না থাকতেন তবে হয়তো আজকে সারারাত এখানেই থাকা লাগত!!
!
দোকানদার মুচকি হেসে বললঃ
!
বউ তোমার!!
!
আরিয়ানঃতেমনটাই বলে চলে আসল!!!
.
.
.
আরিয়ানের হাতে দশটা আইসক্রিম দেখে চোখ মুখ সব খুশিতে ভরে গেছে আমার!!আরিয়ান আমার হাতে আইসক্রিম দিতেই!!আরিয়ানের গলা জড়িয়ে ধরে বললামঃ
!
আপনি খুব ভালো!!তারপর আরিয়ানে গালে একটা কিস করে দিলাম!!!তারপর আইসক্রিম গুলো নিয়ে খেতে লাগলাম!!
.
.
.
এদিকে আরিয়ান ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে!!একটু আগে কী করল ও!!ভাবতেই মুহূর্তেই হেসে ফেলল আরিয়ান!!!তারপর মীমের আইসক্রিম খাওয়ার দিকে তাকিয়ে রইল!!!কারন মীম আইসক্রিম দিয়ে তার মুখ ভরে ফেলেছে!!যা দেখে মুচকি মুচকি হাসল আরিয়ান!!
!
আধা ঘণ্টা পর…………
আরিয়ানঃ আইসক্রিম খাওয়া শেষ এখন চল! না হলে বাসার সবাই চিন্তা করবে তো…….
!
আচ্ছা যাব তবে একটা শর্ত আছে!!!!
!
আরিয়ানঃকী শর্ত
!
আমি আর হাঁটতে পারব না!!!
!
আরিয়ানঃএত রাতে গাড়ি পাবো কোথায়!!
!
তা আমি জানি না আমার পা ব্যাথা করছে!!!
!
আমি আর হাঁটতে পারব না……..
!
শেষমেশ আরিয়ান কোনো উপায় না পেয়ে কোলে তুলে নিল আমাকে!!আর আমি মুচকি হেসে আরিয়ানের গলা জড়িয়ে ধরলাম……….
!
#চলবে…………..
!