তুমি আসবে বলে -লেখিকা অন্তরা ইসলাম

0
619

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগীতা
#কবিতা_তুমি_আসবে_বলে
#লেখিকা_অন্তরা_ইসলাম

তুমি আসবে বলে,বসন্ত এসে মাড়িয়েছে চৌকাঠ…. তুমি আসবে বলে,সবুজে সবুজে ভরে গেছে মাঠ ঘাট…
তুমি আসবে বলে, ভালোবাসা দিয়ে সাজিয়েছি মনের বাগান…।
তুমি আসবে বলে,যুগ যুগ ধরে পাখি করছে কলতান.. তুমি আসবে বলে,সাগরের মাঝে ঢেউ করছে তোলপাড় তুমি আসবে বলে, মেঘের গর্জনে বৃষ্টি আসছে বারেবার তুুমি আসবে বলে, সেই কিশোরী আজো দাড়িয়ে ঠায় তুমি আসবে বলে, নিভু নিভু প্রদীপ আজো জ্বলে রয় তুমি আসবে বলে, ছলছল দুটি চোখ আজো পথের পানে চেয়ে রয়…..।
তুমি আসবে বলে, মাসের পর মাস বছর ও কেটে যায় তুমি আসবে বলে, উদ্দীপিত হৃদয় আজ শুকনো মরুভূমি হয়ে যায়….।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে