গোধূলির_আলোয় পর্ব-০২

0
1926

#গোধূলির_আলোয়
#পার্টঃ২
#রুবাইদা_হৃদি(sheikh ridu rahman)
স্যারের সামনে ধপ করে আদ্রের উপর পড়ে যেতেই আদ্র আকড়ে ধরে নিনীতাকে৷বৃষ্টির ভেজা রাস্তার মধ্যে আদ্রদের বাড়ির সামনে শেওলা পড়ে পিচ্ছিল হয়ে আছে৷ নিনীতা প্রাইভেট শেষ করে বের হতেই আদ্র ওর পাশে এসে দাঁড়ায়৷সিড়ি দিয়ে এক পা বাড়ানোর পরেই পিছলা খেয়ে পড়ে যেতেই আদ্রর হাত ধরে ওকে সাথে নিয়েই ধারাম করে পড়ে যায় দুজনে৷ নিনীতা আদ্রের বুকের উপর পড়েছে৷ পড়ার সাথে সাথেই অট্টহাসিতে ফেটে পড়ে নিনীতা৷ হাসতে হাসতে তার চোখে পানি এসে পড়েছে৷আদ্রের রাগ নিমিষেই নিনীতার হাসিতে মিলিয়ে যায়৷ থেমে থাকা বৃষ্টি আবারও গুড়িগুড়ি করে আকাশের কোল জুড়ে নেমে পড়ে৷ আদ্রের চোখে মুখে বৃষ্টির ছিটা পড়তেই নিনীতা দুষ্টুমি করে ওর গাল দিয়ে পানি গুলো মুছে আবারও হাসি তে মেতে উঠে৷ পাশে স্যার দাড়িয়ে গম্ভীর কন্ঠে কাশি দিতেই দুইজনেরই হুশ ফিরে৷ তাড়াহুড়ো করে আদ্র উঠতে গেলে নিনীতার জন্য আবারও শুয়ে পড়ে৷ আদ্র লজ্জা ভয় আর রাগ নিয়ে তাকিয়ে দেখে নিনীতা একহাতে মুখ ঢেকে লজ্জায় কুকড়ে আছে৷ আদ্র রাগী কন্ঠে বলে,

–‘এই নুনতা! নুনের বস্তা,উঠ আমার উপর থেকে৷ দেখুন স্যার এই নুনের বস্তা আমার উপরে পড়ে আছে ওকে আমার থেকে সরতে বলেন৷আমাকে কাদায় মাখিয়ে দিয়েছে আপনার স্টুডেন্ট৷এইজন্যই বলি বেশি পড়ালেখা করলে কানী হয়৷ দেখলেন স্যার প্রমাণ!এই নুনের বস্তার চোখ বইয়ের ভাজেই থাকে তাই কোথায় শেওলা আর কোথায় ভালো চোখে দেখে না৷’

–‘নিনীতা,উঠে বসো!এতোটা কেয়ারলেস কেন তুমি?দেখে হাটতে পারো না?এখন পড়ে হাত-পা ভাংলে সামনে এসএসসি দিবে কে?’স্যার মুচকি হেসে ছাতা ফুটিয়ে পাশ কাটিয়ে এগিয়ে যায়৷ আদ্র ধাক্কা মেরে নিনীতাকে ঠেলে উঠে বসে চিল্লিয়ে বলে,

–‘নুনতা,তোর জন্য আজ স্যারের সামনে আমার প্রেস্টিজ পানসার হয়ে গেলো৷ স্যার যদি এই কথা ঢাকঢোল পিটায় তোরে আমি পচা পানিতে চুবাবো৷’

–‘ইহহহ!বললেই হলো ভাদ্র চান্দু…তুই আমার পাশে দাঁড়িয়ে করছিলি কি?আমি খাম্বা ধরেছিলাম তা তুই আসবি আমি কিভাবে জানবো৷ স্যারের সামনে তোর প্রেস্টিজ তো আগে থেকেই পানসার৷ আহা!আমি বেচারি লজ্জায় মুখ দেখাবো কি করে৷’

–‘তোর প্যাঁচার মতো মুখ না দেখালেই হবে৷’
–‘তোর মুখ তো বান্দরের মতো৷’
পাশে থাকা কাদা উঠিয়ে আদ্রের মুখে ছুড়ে মেরে বলে নিনীতা৷আদ্র রেগে নিনীতার চুল ধরতেই ব্যাথায় ককিয়ে উঠে সে৷ আদ্র অপরাধীর মতো মুখ করে বলে,
–‘সর‍্যি..সর‍্যি!আমি খুব সর‍্যি…
নিনীতা আদ্রের মুখ দেখে ফিক করে হেসে দিতেই আদ্র হাফ ছাড়ে৷দুষ্টুমি করে সেও একগাদা কাদা উঠিয়ে নিনীতার দিকে ছুড়ে মারে৷ কাদায় ভুত হয়ে দুজনেই হেসে গড়িয়ে পড়ে৷

ভোর সকাল থেকেই বৃষ্টির আনাগোনা আবারও শুরু হয়৷ নিনীতা ছাতা হাতে কাধে ব্যাগ ঝুলিয়ে ধীরপায়ে এগিয়ে যায় আদ্রদের বাড়ির দিকে৷ এই বৃষ্টির দিনেই স্যারের আদ্রদের বাড়ি তে পড়ানোর মাস পড়েছে৷ কি একটা বিরক্তিকর অবস্থা!এই বৃষ্টির দিনে পড়ে যাওয়ার ভয় নিনীতার নেই বললেই চলে৷ তবে পড়ে গেলে বিচ্ছিরি অবস্থা হলে তার আম্মু রিমা খাতুন কাপড়চোপড়ের সাথে তাকেও ধুবে৷ পাঁচ মিনিটের রাস্তা পাক্কা পনেরো মিনিট লাগিয়ে নিনীতা পৌছায় আদ্রদের বাড়ির গেইটে৷ সাবধানী চোখে সিড়ি চেয়ে দেখে সম্পূর্ণ সিড়ির মধ্যে শেওলার কোনো অস্তিত্ব নেই বললেই চলে৷ সিড়ি পেরিয়ে উঠানে যেতেই দেখে আদ্র উঠানের শেওলা গুলো ঘষে ঘষে উঠাচ্ছে৷কাল সে পড়ে গিয়েছিলো বলেই কি আদ্র শেওলা পরিষ্কার করছে?এই কথা ভাবতেই নিনীতার মুখে এক চিলতে ভালোলাগার হাসি ফুটে উঠে৷ নিনীতাকে হাসতে দেখে আদ্র দ্রু কুচকে বলে,
–‘ওই নুনতা,পাগলের মতো দাঁড়িয়ে একা একা হাসছিস কেন?’
–‘আমি পড়ে গিয়েছিলাম দেখে বুঝি এই গুলা পরিষ্কার করছিস?’মিষ্টি করে বলে নিনীতা
–‘আমার বয়েই গেছে তোর জন্য এইগুলা পরিষ্কার করতে৷ আজ বিকেলে আমার কাজিন মিতু আর বাকিরা আসবে ওদের জন্য এইগুলা পরিষ্কার করছি৷’
আদ্রের বাকা জবাব শুনে নিনীতা মুখ গোমড়া করে এগিয়ে যায়৷ আদ্র ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে,

–‘মিস.নুনতা জামান…বইয়েই বাইরে তাহলে ভালোবাসারও একটা বই আছে তোর মাঝে৷ যাক ভালো..প্রচুর ভালো আমার তাহলে তোকে বেশি পড়াতে হবে না ভালোবাসার বই৷’

মোবাইলে নিনীতার পুরোনো একটা ছবি দেখে প্রথম অনুভূতির কথা মনে পড়তেই পুরো সৃতিটাকে মনে করে মুচকি হাসে আদ্র৷কতশত মূহুর্ত আছে তার আর তার নুনতার৷হঠাৎ বারান্দা থেকে কারো পড়ে যাওয়ার শব্দে চমকে যায় আদ্র৷ ছয় তালা উপরে তার ফ্ল্যাট।এইখানে থেকে কেও পড়লে সোজা মেইন রোডে গিয়ে পড়বে আর বেচে থাকা সেটা ইম্পসিবল।আশপাশের ফ্ল্যাটের মানুষ চিল্লাচিল্লি শুরু করছে হায় হায় করে। আদ্রের মূহুর্তেই ঘাম ছুটে যায়।’নিনীতা রুমে নেই !নিনীতা রুমে নেই’এই একটা কথাই তার মাথায় ঘুরপাক খাচ্ছে।একছুটে বারান্দায় গিয়ে সামনে তাকাতেই আদ্রের মাথা চক্কর দিয়ে উঠে……..
(আপনাদের মতামত সাথে রেসপন্স দেখতে চাই!গল্পটা কেমন হচ্ছে বলবেন সবাই৷আর ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে)
চলবে…..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে