কাব্য অস্ত্র – কলমেঃ তামান্না আফরোজ চার্মিং

0
390

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতাঃ কাব্য অস্ত্র
কলমেঃ তামান্না আফরোজ চার্মিং

আমাকে পেয়ে বসেছে কবিত্বের অসুখ
প্রতিটা শব্দ আবদ্ধ মরণব্যাধিতে
মৃত মহাদেশের স্রোতহীন নদীর মতো
বক্ষ জুড়ে নাগরিক আবর্জনার স্তূপ।

কবিতায় আটকেছি সময়ের ফ্রেম
কৌটাবন্ধ সকল পূর্ণিমার জোৎস্না স্নান
নিশ্চুপ রাতে নিষিদ্ধ কণ্ঠের গানে বেলকনির ভাঙ্গাঘুম
প্রেমালাপের ঝর্ণায় জলপরীদের অবগাহন।

কবিতায় এঁকেছি হাজার তারার আকাশ
অনায়াসে গিলেছি জ্বলজ্বলে বিরহের দ্যুতি
স্পর্শকাতর দেহে কালশিটে রক্তের জমাট
তোমার বসুন্ধরার কোমল দূর্বার আঁচড়।

কবিতা রাঙ্গিয়েছি বিষের নীলে
জিহ্বার কম্পনে দেওয়া প্রতিটি বিষবাক্যের প্রতিফলন
তোমার কণ্ঠনালী জ্বলে পুড়ে ছারখার
পৈশাচিক উল্লাসের তান্ডব আমিত্বে।

কবিতায় ঘুরে এসেছি তোমার শ্মশানঘাট
সিদূর স্নানে বিসর্জন দিয়েছি শাখা-পলার
তোমার অন্তিম উপহার- সাদা থানে
পায়ের মলের কলঙ্কে নৃত্যরত মৃত নর্তকী।

কবিতায় ডুবিয়েছি অসহায় আয়না আদল
ভেজা রেলগাড়ি থেমেছে খড়খড়ে জনপদে
জনমানবশূন্য সীমানা হুশিয়ার কোলাহলের পাহাড়ায়
কবিতার অমরত্বে মরণব্যাধির প্রতিকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে