অপেক্ষার প্রহর” লিখনীতে: আকাশ

0
619

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা:”অপেক্ষার প্রহর”
লিখনীতে: আকাশ

“অপেক্ষার প্রহর”

স্টেশনে বসে অপেক্ষায় আছি,
আসবে কখন বাস।
সময় আমার সাথে এখন,
করছে উপহাস।

একে দুয়ে আসছে গাড়ি,
আসছে না তো বাস।
বারংবার ফেলছি আমি,
হতাশার দীর্ঘশ্বাস।

হঠাৎ রাস্তার দমকা হাওয়ায়,
এলো মাথার চুল।
তোমার জন্যে গন্তব্যে পাড়ি,
হচ্ছে না তো ভুল।

রাস্তা হঠাৎ স্তব্ধ এখন,
আছে শুধু এক টঙ।
নীরবচারী আমি এখন,
অনেকটাই সঙ।

অপেক্ষার প্রহর গুনছি আমি,
চুমুকে এক কাপ চা।
বাস আসছে দেখতেই আমার,
সারলো হতাশার ঘা।

ধন্যবাদ?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে