অনুভবে ২ পর্ব-২২+২৩

0
855

অনুভবে (২য় খন্ড)
পর্ব ২২
নিলুফার ইয়াসমিন ঊষা

দ্বিতীয় মঞ্জিলে সভ্যের রুম। দাদাজান ইনারা ও সভ্যকে রুমে পাঠায় ফ্রেশ হতে। ইনারার সভ্যের বাবাকেও ভালো লেগেছে। সে দাদাজানের মতো মিষ্টি ভাবে কথা বলেছেন তার সাথে। দাদাজানের কন্ঠটা কঠিন হলেও সভ্যের বাবার কথার ধরণ অনেক মিষ্টি।

ইনারা রুমে এসেই লাফ দিয়ে বসে পড়ে বিছানায়, “আমিতো সেই ক্লান্ত হয়ে গেছি।”
“ক্লান্ত!” সভ্য হতবাক হয়ে জিজ্ঞেস করে, “সারারাস্তা ঘুমিয়ে তুমি ক্লান্ত হয়ে গেছো?”
“তো কি? হাত পা না ছড়িয়ে ঘুমানো কত শান্তির আপনি জানেন?”
সভ্য মুখ বানায়, “হ্যাঁ, অনেক কষ্টের৷ আমি সারারাত তোমার জন্য ঘুমাই নি তো তাই সঠিক জানি না।”
“কিন্তু জানা উচিত।”
সভ্য বিরক্তির নিশ্বাস ফেলে , “আসলে কোন পাগলের সাথে যে বিয়েটা করলাম।”
“এই কি বললেন আপনি?”

দরজায় টোকা পরে। ইনারা দরজার দিকে তাকিয়ে দেখে একটি অপরূপ সুন্দরী মহিলা রুমের ভেতর ঢুকছেন। মহিলাটি সভ্যের মা হন। ঢুকেই তিনি সভ্যের বাহুতে জোরে মারল, “তোকে তো গালে মারা উচিত। কত রাগ উঠছে আমার তোর উপর জানিস?”
ইনারা এবার ভয় পেল। সে ভাবল সভ্যের মা’ও তাকে অপছন্দ করবেন। তাই হয়তো রাগ। কিন্তু তিনি উল্টো বলেন, “একতো আমার বড় ছেলে বিয়ে করবে না। আর ছোট ছেলে বিয়ে করে বসে আছে আমাকে জানায়ও নি। কত স্বপ্ন দেখেছিলাম তোদের বিয়ের। কত ফাংশন করব। বউকে পুতুলের মতো সাজিয়ে, ধুমধাম করে অনুষ্ঠান করে ঘরে এনে তুলব। কিন্তু তোরা দুই ভাই তো আমার ইচ্ছার কদরই করিস না। কর তোরা নিজের মর্জি মতো, আমার স্বপ্নগুলো ভেস্তে যাক তাই না?”
বলতে বলতে তার চোখে জল এসে পড়লো।

সভ্য তার গালে হাত রেখে বলল, “আমার ইমোশনাল মা, এখন তো ব্লাকমেইল করে লাভ নেই। কাজ তো সেরেই ফেলছি। এবার দেখো তো তোমার বৌ’মা দেখতে পুতুলের মতো না’কি?”

ইনারা সভ্যের মা’কে রুমে ঢুকতে দেখেই দাঁড়িয়ে গিয়েছিলো এবং কাঁদতে দেখে হতভম্ব হয়ে পড়েছিল। তাই যখন সভ্যের মা’কে ঘুরিয়ে তাকে দেখাল, তখন ইনারা মোটেও প্রস্তুত ছিলো না। সভ্য তার মা’কে ঘুরাঘুরি পর সে চমকে গেল। ইতস্তত করে বলল, “আসসালামু আলাইকুম আন্টি।”
সভ্য তার মা’য়ের কাঁধে মাথা রেখে বলে, “পুতুলের মতো লাগছে?”
ইনারা সামনের আয়নায় একবার নিজেকে দেখে মনে মনে বলল, “রাতভর জার্নি করে ভূতের মতো লাগছে আর এই গর্দভটা না’কি জিজ্ঞেস করে পুতুলের মতো লাগছে নাকি? একটু রেডি হতে বলতো। কিন্তু না, আমাকে তো লজ্জায় ফেলতে হবে তার।”

সভ্যের মা সালামের উওর দিয়ে ইনারার দিকে এগিয়ে গেল, “মাশাল্লাহ মাশাল্লাহ পুতুল থেকেও বেশি মিষ্টি।”
তিনি ইনারার গালে হাত রেখে আদর করে দিলো তাকে। আরও বলল, “এত মিষ্টি মেয়েটাকে পেলি কীভাবে তুই?”
“একদিন বাঁদরদের মতো ঘুরে বেড়াচ্ছিল। ঠুস করে আমার সামনে এসে পড়লো।”
ইনারা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল সভ্যের দিকে। মা বললেন, “এই ছেলের কথা কানে দিও না তো। দিন দিন ভদ্রতাই ভুলে যাচ্ছে। আগে তো ভালোই ছিলো। বিগত কয়েকবছর যে কিসব ভাষায় কথা বলছে না?”
“সঙ্গদোষ মা, সবই সঙ্গ দোষ।” ইনারাকে উদ্দেশ্য করে বলল সভ্য। ইনারা নিজেকে খুব কষ্টে সামলে হাসি এঁকে রাখল মা’য়ের সামনে।

“এমন খারাপ সঙ্গ রাখতে নেই। তোকে না বললাম। তাই না মামনী?” মা ইনারাকে কথাটা জিজ্ঞেস করলে। কথাটা শুনে জোরপূর্বক হাসলো। আমতা-আমতা করে বলল, “একদম আন্টি।”
“ওকে বুঝাও। ওর দায়িত্ব তো এখন থেকে তোমার। আর তোমার লজ্জা পেতে হবে না। সভ্যের মা মানে আমি তোমারও মা, বুঝেছ?”
মা শব্দটা শুনে ইনারার ঠোঁটের হাসিটা কিছু মুহূর্তের জন্য আড়াল হলো। কিন্তু পরক্ষণেই একগাল হাসি এঁকে এলো তার ঠোঁটে। তার বুকে কেমন করে উঠলো। কেন যেন অনেক খুশি অনুভব হলো। খুশিতে লাফাতে মন চাইল। কিন্তু সে নিজেকে সামলে বলল, “জ্বি।”
মা নিজের হাতের চুড়িটা খুলে ইনারাকে পরিয়ে দিতে চাইলেন। কিন্তু সে বাঁধা দেয়, “আন্টি কি করছেন? এসব লাগবে না।”
“একদম চুপ। এটা আমার দোয়া তোমার জন্য। আমি যখন প্রথম আমার শাশুড়ীর সামনে গিয়েছিলাম তখন উনি আমাকে পরিয়েছিল।”
মা ইনারার হাতে চুড়ি পরিয়ে কপালে চুমু দেয় এবং বলে, “তুমি আজ থেকে কেবল এ ঘরের বউ না, মেয়েও বুঝেছ। এ বাড়িটা তোমার। তাই অস্বস্তিবোধ করবে না। এখন জলদি করে ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করার জন্য। আমি নাস্তা লাগাচ্ছি টেবিলে।”
“জ্বি।”
ইনারা মা’য়ের যাবার দিকে শুন্য দৃষ্টিতে তাকিয়ে রইলো। কেমন একটা মায়া অনুভব হলো তার সভ্যের মা’য়ের কথায়, আদরে।

সভ্য ইনারার পাশে এসে দাঁড়ায়। জিজ্ঞেস করে, “কি দেখছ?”
ইনারা চকিতে তাকায় পিছনে। সভ্য তার পিছনে এসে দাঁড়ানো এটা না জেনেই। সে সভ্যের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয় তখনই সভ্য তাকে ধরে নেয়। এবং বলে, “আয়হায় আমার বউ একটু দেখে শুনে হাঁটো। এমনিতেই তো দাদীজান রেগেমেগে ফায়ার হয়ে আছেন। এর উপর তোমার হাত পা ভেঙে গেলে দুইদিনে ইন কীভাবে করবে শুনি।”
ইনারা সভ্যের পা’য়ে জোরে একটা লাথি মেরে বলে, “আমি বান্দর? বান্দরগিরি করি?”
“বান্দরগিরি আবার কী?” সভ্য অবাক হয়ে জিজ্ঞেস করে।
“ওই’যে বললেন আমি বাঁদরদের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। ঠুস করে আপনার সামনে এসে পড়লাম। আর আমার সঙ্গদোষে আপনার ভাষা এমন হয়েছে?”
“তো কী? বান্দরগিরি আবার কোন শব্দ?”
ইনারা অপ্রস্তুত হয়ে হাসে, “আপনাদের মতো বিদেশে পড়া লোকরা এসব বুঝবেন না। এখন এত শুদ্ধ ভাষা বলতে হয়। যখন কলেজে ছিলাম তখন মুখে যা আসতো তাই বলতাম। আহ কী দিন ছিলো! এই আপনি কথা ঘুরাচ্ছেন কেন? আন্টির সামনে আপনি আমাকে উদ্দেশ্য করে কত খোঁটামার্কা কথা বলছিলেন কেন? আর একবার এমন দেখলে… ”
“দেখলে কী করবে শুনি?”
“আপনাকে আমি ছাড়ব না। মেরে তক্তা বানিয়ে দিব।”
“সভ্য হাসে, ” ম্যাডাম এটা আমাদের ঘর নয়। এখানে আপনার দাদাগিরি চলবে না তো। আগে দাদীজানকে সামলে নিজে টিকে নেও, তারপর আমাকে তক্তা বানাতে এসো। এখন যেয়ে ফ্রেশ হয়ে নেও, তোমার খারাপ সময় চালু হচ্ছে।”
“দাদীজান কি বেশি রুক্ষ?”
“আরে না, দাদীজান একদম সুইটহার্ট। অনেক সুইট। কিন্তু আমার জন্য, তোমার জন্য না।”
ইনারা মুখ ফুলিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকায় সভ্যের দিকে, “ইতর, পাঁজি, অসভ্য একটা।”
বলে যে রাগে হনহন করে চলে গেল বাথরুমে।

সভ্য দীর্ঘশ্বাস ফেলে, “কিছু হোক না হোক দাদীজান এবং এই জংলীটার রাগ একদম একরকম। কখন এসে নাকে বসে নিজেও জানে না।”
.
.
ফ্রেশ হবার পর সভ্য এবং ইনারা নিচে নামে। ইনারা সকালে উপরে যাবার মতো নিচে নামার সময়ও একতলা এবং দোতলার মাঝের ঝাড়বাতিটা দিকে বেখেয়ালি ভাবে তাকিয়ে রইলো। এই বেখেয়ালি ভাবে তার নিচে নামার সময় পিছলে খেয়ে পড়ে যেতে নেয়। ভাগ্যিস সভ্য সময়ে তাকে ধরে নেয়। এবং বলে, “আজ দ্বিতীয়বার পড়ে যেতে নিলে। এমন বেখেয়ালিভাবে থাকলে কীভাবে হয় বলো তো। কোনদিন না বড়সড় একটা এক্সিডেন্ট ঘটাও তুমি।”
“বকা ছাড়া আর কিছু পারেন না তো তাই না?”
“এখন না ধরলে পরে হাড্ডি ভাঙত। কোথায় কৃতজ্ঞতা জানাবে কিন্তু তা না করে উল্টো….”

সভ্যের সম্পূর্ণ কথাটা শেষও হলো না। একটা মহিলার কণ্ঠ ভেসে উঠল তাদের কানে, “ছিঃ ছিঃ কি জমানা এসে পড়লো রে ভাই। এখন এসব দেখার বাকি ছিলো?”
সভ্য এবং ইনারা দেখল ফুপি তাদের দিকে তাকিয়ে আছে। সে ভেংচি কেটে আরও কথা বলতে বলতে গেল ডাইনিংরুমের দিকে।

ইনারা হতভম্ব, “এটা কী হলো?”
“উনার কথায় কান দিও না। ভেজাল লাগানো উনার ফেভারিট টাইমপাস। মা’য়ের সাথেও সারাক্ষণ এসব করে। আমিই বিরক্ত এসব দেখে। আসো, সবাই ওয়েট করছে।”
ডাইনিংরুমে যেয়ে দেখে সবাই বসে নাস্তা শুরু করে দিয়েছে। কেবল সভ্যের মা নাস্তা বেড়ে দিচ্ছেন। তিনি দুইজনকে দেখেই চেয়ার টেনে দিলেন বসার জন্য। ইনারা জিজ্ঞেস করল, “আন্টি আপনি খাবেন না?”
“আমি পরে খাব। তোমরা খেয়ে নেও।”
দাদীজান রাগান্বিত সুরে বলে, “মানুষের লজ্জা শরমও নেই। এতকিছু হলো একটু আগে তারপরও খাবার টেবিলে এসে বসে গেছে খাওয়ার জন্য।”
ইনারা অবুঝের মতো করে বলল, “দাদীজান আপনি চাইলে আমি সোফায় বসেও খেতে পারি। অভ্যাস আছে আমার। যাব?”
উওরে দাদীজানের আরও রাগ উঠলো। কিন্তু কিছু বলার পূর্বেই সভ্য দাদীজানের পাশের চেয়ারে বসে বলে, “দাদীজান প্লিজ রাগ করেন না। আপনি আমাকে এত ভালোবাসেন তাহলে এমন করছেন কেন? আমার খুশিতে আপনি খুশি না?”
কথাটা শুনে বোধহয় দাদীজানের রাগ একটু কমলো। সে বলল, “তোমাদের খুশি থেকে বড় কিছু হতে পারে না’কি?”
সভ্য হেসে দাদীজানের গাল টেনে বলে, “এইত্তো আমার সুইট দাদী। অনেক মাস হলো আপনার হাতে খাই না। আজ আপনার হাতে খাব। খাইয়ে দিবেন না?”
” আমার নাতি আমার হাতে খাইতে চাইবে আর আমি খাইয়ে দিব না?”
দাদীজান নিজের প্লেট থেকে একটা লোকমা খাবার তুলে সভ্যকে খাইয়ে দিলেন।

সভ্যের ফুপি খিটখিটে গলায় বলে উঠেন, “আম্মা জানো একটু আগে কিসব দেখে এসেছি। ছিঃ! আমার তো বলতেই লজ্জা লাগছে। সিঁড়িতেই নতুন বউ সভ্যের সাথে জড়াজড়ি শুরু করে দিয়েছিল। ভাবতে পারছ? আমার তো দেখেই লজ্জা লাগছিলো। আল্লাহ কি যুগ এসে পড়লো।”
সভ্য বিরক্ত হয়ে বলে, “ফুপি যা তা কথা বলো না তো। ইনারা সিঁড়ি থেকে পড়ে যেতে নিয়েছিলো তাকে শুধু ধরেছি।”
ফুপি যেন সভ্যের কথাটা কানেই নিলো না। সে দাদীজানকে বলল, “মা এখানেই খোলামেলা এসব করছে
বাহিরে যেন কি না করে। আরও আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ওখানের মানুষ কেমন হয় জানোই তো। নায়কদের সাথে কত কি করে কে জানে। আমাদের বংশের সম্মান ডুবে যাবে।”
ব্যাপারটা সামলাতে সভ্যের মা মাঝে হস্তক্ষেপ করে, “আপা থাক না এসব কথা। সবে এলো দুইজন একটু নাস্তা করতে দিন।”
“তুমি চুপ থাকো ভাবি। তোমাকে কে এসব বিষয়ের মাঝে কথা বলতে?”
ইনারা এতক্ষন চুপ ছিল। কিন্তু সভ্যের মা’য়ের সাথে বেয়াদবি করতে দেখে সে আর চুপ থাকতে পারে না। গালে হাত দিয়ে হেসেই উওর দেয়, “তো ফুপি এখন উনি হচ্ছেন সভ্যের মা। উনি না বললে কে বলবেন? আপনার দেখি নিজের মেয়ের থেকে বেশি সভ্যের চিন্তা। দেখুন আপনার মেয়ে আমার ভক্ত। আমি যদি খারাপ ছবি করি তাহলে আপনি নিজের মেয়েকে এসব দেখতে দেন। ছিঃ ছিঃ ছিঃ! আমার তো ভাবতেও লজ্জা লাগছে।”
ইনারার উওর শুনে ফুপি লজ্জায় পড়ে যায়। সভ্যের বাবা নিয়ন্ত্রণ না করতে পেরে শব্দ করে হেসে দেয়। আর দাদাজান বহু কষ্টে নিজের হাসি লুকায়।

দাদীজান ধমক দেয়, “সবাই চুপ। এখানে কী হাসি ঠাট্টা চলছে?”
ফুপি তো রাগে তেলেবেগুনে জ্বলে উঠে, “মা দেখেছ মেয়েটা কী বেয়াদব?” সে আবার ইনারাকে বলল, “এই মেয়ে তোমাকে তোমার মা কোনো শিক্ষা দেয় নি এখানে আসার আগে?”
ইনারা চাইলেই কঠিন উওর দিতে পারতো। কিন্তু সবার সামনে সে এমন করল না। অবুঝের মতো বলল, “আমি তো আপনাকে কেবল পরামর্শ দিচ্ছিলাম। বেয়াদবি তো করতে চাই নি। বেয়াদবি মনে হলে সরি। আর আমার মা তো অনেক আগেই মারা গিয়েছেন তাই কোথায় কীভাবে কথা বলতে হয় শিখতে পারি নি। আপনি আমাকে শিখিয়ে দিয়েন ঠিকাছে?”

ইনারার মা নেই কথাটা শুনে টেবিলে বসা সকলে নীরব হয়ে গেল। সভ্যের মা তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, “তোমার মা নেই?”
“না, আমি যখন ছোট ছিলাম তখনই মারা গিয়েছেন।”
ফুপি আবারও বলতে নিলো, “মা দেখো সভ্য এই মা মরা মেয়েকে ঘরে এনে উঠিয়ে….”
তার সম্পূর্ণ কথা শেষ হবার পূর্বেই এবার দাদীজান ধমক দিলেন, “চুপ কর। অতিরিক্ত মুখ চলছে তোর। এ বিষয়ে আর একটা কথাও আমি শুনতে চাই না।”
ইনারা দাদীজানের দিকে তাকায়। তার চোখে নিজের জন্য খানিকটা মায়া দেখতে পায়। তাও কিছু মুহূর্তের জন্য। পরে আগের মতোই চোখ দুটো কঠিন হয়ে যায়।

সভ্যের মা ইনারার মাথায় হাত বুলিয়ে বলে, “আজ থেকে আমি তোমার মা বুঝেছ? আমাকে মা বলে ডাক দিও।”
ইনারা উনার দিকে তাকায়। অনেক খুশি অনুভব হলো তার। কিন্তু কেন যেন সাথে কাঁদতেও মন চাইছে। সে আগ্রহ নিয়ে তাকাল মা’য়ের দিকে, “সত্যি?”
উনি মিষ্টি হাসি দিয়ে ইনারার গাল টেন বলে, “একদম সত্যি। আসো আমি তোমাকে খাইয়ে দেয়।”
মা প্লেটে খাবার নিয়ে আদর করে তাকে খাইয়ে দিতে শুরু করলো। ইনারার চোখ নিচে ঝুঁকানো। তার চোখে খুশির পানি এসে জমেছে। তার স্মৃতিতে ভাসছে সে দৃশ্যগুলো যখন তার মা ছোটবেলায় তাকে নিজের হাতে খাইয়ে দিতো।

খাবারের টেবিলে দাদীজান কেবল বলল, “নতুন বউদের কিছু নিয়ম পালন করতে হয়। নতুন বউকে কেউ বলে দিও যেন শাড়ি পরে আসে সবার সামনে। আর আগামীকাল নিজের শশুড়বাড়ির জন্য নিজের হাতে কিছু রান্না করে খাওয়ায়।”
ইনারা পড়ে গেল দ্বিধায়। রান্না এবং সে? পানিও ফুটাতে পারে না সে। পড়লো তো এক ঝামেলায়। তবে আজ ভালো লাগছে তার। সে কখনো টেবিলে বসে পরিবারের সাথে খায় নি। কখনো তার পরিবার ছিলোই না। আজ মনে হচ্ছে সে একটি পরিবার পেয়েছে। তার পরিবার।

ফুপিকে ইনারার পছন্দ না হলেও মিনুর সাথে ইনারার কিছুই হয় নি। উল্টো তাকে দেখার সাথে সাথে যেভাবে তার কাছে ছুটে এসে হাত ধরে নিয়েছিল মনে হলো মেয়েটা মিষ্টি। তাই ইনারা নাস্তা শেষে নিজেই তার সাথে কথা বলতে গেল, “হ্যালো।”
মিনু ইনারার দিকে তাকিয়ে প্রথমে আমতা-আমতা করে তারপর সেখান থেকে চলে যেতে নেয়।
“তুমি কী আমার সাথে রাগ করেছ?” ইনারা বলল। মিনু যে গতিতে গিয়েছিল তার দ্বিগুণ গতিতে ফিরে এসে বলল, “সভ্য ভাইয়াকে বিয়ে করলেন কেন? আমি আপনাকে এত লাইক করতাম এখন আপনিও গেছেন, সভ্য ভাইয়াও গেল। এখন আমি হ্যান্ডসাম সেলিব্রিটি বর কীভাবে পাব?”
অনেকটা কাঁদোকাঁদো মুখ নিয়ে বলল মিনু। ইনারা নিজেকে সামলাতে না পেরে ফিক করে হেসে দেয়।

মিনু এবার রাগী গলায় বলে, “আমি কী মজার কিছু বলেছি? আমার কষ্টে আপনি হাসছেন কেন?”
“আরে তোমার কষ্টে হাসছি না তো। ওই ব্যাঙের ছাতা অসভ্যকে তোমার হ্যান্ডসাম মনে হচ্ছে শুনে হাসছি।”
“অসভ্য কে আবার?” মিনুর চোখ কপালে উঠে গেল।
“আরে ওসব বাদ দেও।” ইনারা মিনুর কাঁধে হাত রেখে বলল, “সভ্য কী জিনিস তার থেকে বেশি হ্যান্ডসাম বর আনব তোমার জন্য।”
“সভ্য ভাইয়া থেকে বেশি হ্যান্ডসাম? কিন্তু সে তো সেলিব্রিটি হবে না।”
“আরে সভ্যের তো ডেট চার বছর আগে এক্সপায়ার হয়ে গেছে। নতুন কোন সেলিব্রিটি পছন্দ তোমার বলো। আমি সেট করিয়ে দিব।”
“জোহান জোহান।”
জোহানের নাম শুনতেই ইনারার মুড অফফ হয়ে গেল, “সব ছেড়ে ও? ও তো প্লে বয়। লুইচ্চা। একে ছেড়ে ওকে করতেই থাকে। ভালো টেস্টের একজন বলো।”
“তাহলে আমার সেকেন্ড ফেভারিট হলো…” মিনু চিন্তা করে বলে, “ওয়াসিন খান।”
“আরে জোস চয়েস। লোকটা আসলে হ্যান্ডসাম আছে।” ইনারা বিড়বিড় করে বলল, “যদিও আমার দিকে যেভাবে তাকাচ্ছিল মনে হয় না সেট করতে পারবো। যাই হোক ট্রাই করতে কি সমস্যা।”
“কিছু বলছেন?” মিনু জিজ্ঞেস করে।
“না না। প্লানিং করছিলাম কীভাবে তোমাদের সেটিং করাব। সে তো আমার কো-স্টার এই ফিল্মে।”
“বলেন কী সত্যি? আমার সাথে দেখা করাবেন ভাবি?”
“কাজ হতে না হতেই ভাবি ডাকা শুরু। ভালোই তো। আচ্ছা আমি দেখা করাব কিন্তু কিছু সাহায্য লাগবে আমার। তোমার সাহায্য করতে হবে কিন্তু।”
“আমি এক পা’য়ে রাজি। কিন্তু আগে আমি কি আপনার সাথে ছবি তুলে আমার ফ্রেন্ডদের দিতে পারি।”
“অফকোর্স। এরপর তুমি আমাকে দাদীকে পটানোর ভিন্ন ভিন্ন উপায় বলবে। ডিল?”
“ডিল।”
দুইজনে হাইফাই দেয়। তারপর কিছুক্ষণ আড্ডা দেয় দুইজনে মিলে। যতক্ষণ পর্যন্ত ফুপি এসে মিনুকে টেনে না নিয়ে যায়।

মিনুকে নিয়ে যেতেই ইনারা সারাঘরে ঘুরতে শুরু করে। সবটা দেখতে থাকে। বাড়ির ভেতর থেকে সে বাগানে এসে পড়ে। ঘুরে দেখতে থাকে বাগানটা। হঠাৎ করে কেউ একজন তার পিছনে এসে তার কানের কাছে বলে, “এই’যে মহারাণী…”
হঠাৎ এমন হওয়ায় ইনারা ঘাবড়ে যায়। লাফিয়ে উঠে ভয়ে। পিছনে ফিরে সভ্যকে দেখে বলে, “ভূতের মতো আমার মাথার উপর চড়ে বসেছেন কেন? ভয় পেয়ে গিয়েছিলাম।”
“দেখলাম মিনুর সাথে ভালো খাতির জমেছে। কাহিনী কি?”
“কাহিনী বাদ দেন। ও একটা মজার কথা বলছিলো বুঝলেন? ওটা শুনে আমি হাসতে হাসতে শেষ।”
“তাই? এমন কী বলল?”
“বলল আপনি না’কি হ্যান্ডসাম। মানে সিরিয়াসলি আপনি!” হাসতে হাসতে বলে ইনারা।
সভ্য সরু দৃষ্টিতে তাকায় ইনারার দিকে, “তোমাকে আমাকে হ্যান্ডসাম মনে হয় না?”
“এহ আসছে। দেখতে ব্যাঙের ছাতা, না ভূতের মাথার মতো তাকে আমি হ্যান্ডসাম বলব।”
ইনারা ভেংচি কেটে যেতে নিলেই সভ্য হাত ধরে নিলো। তার পিছনে এসে দাঁড়িয়ে কানের কাছে ঠোঁট এনে বলল, “মহারাণী আমি দেখতে যেমন হই না কেন আপনারই বর কিন্তু।”
ইনারা পিছনে ঘুরে বলে, “তো বরসাহেব আপনি যে আমাকে ফাঁসালেন তার কী করব বলুন? আমি আর রান্না দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। একতো দাদীজান যা কঠিন। এর উপর আপনার ফুপি, আগুনে ঘি এর ডিব্বা উল্টায় দেয়। দাদাজানকে বলে তো দিয়েছি কিন্তু এখন তো ভয় করছে। কী করব?”
সভ্য ইনারার হাত ছেড়ে বলে, “সেটা আমি জানি না। তোমার ব্যাপার, তুমি সামলাও। এ একবছর আমার উপর যে জুলুম করছ তার বদলে তোমাকে চিন্তা করতে দেখেই আমার মন ভরে গেছে।”
ইনারা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, “বিশ্বাস করেন এটা আপনার বাড়ি না হলে যে অবস্থা করতাম আপনার, দাদীজানও আপনাকে চিনতো না। আচ্ছা একটা কথা, যখন আমার মা মারা যাবার কথা বলেছিলাম তখন অল্প কিছু মুহূর্তের জন্য দাদীজান আমার দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়েছিলো।”
“ওহ সম্ভবত তার নিজের কথা মনে পড়েছিল।”
“নিজের কথা?”
“ছোট থাকতে দাদীজানেরও মা মারা গিয়েছিল। স্বামীর অশান্তি সহ্য করতে না পেরে আত্নহত্যা করেছিলো শুনলাম। এরপর সৎ মা তার উপর অত্যাচার না করলেও কঠিন ব্যবহার করতো। এরপর থেকে তিনিও নিজের মনকে কঠিন করে ফেলল। কিন্তু দাদীজানের মন নরম করা কিন্তু অনেক সহজ। সে দেখায় না কিন্তু সে মা’কেও অনেক ভালোবাসে।”

চলবে…

অনুভবে (২য় খন্ড)
পর্ব ২৩
নিলুফার ইয়াসমিন ঊষা

“বুঝলাম।” ইনারা গভীর চিন্তা করে বলল।
সভ্য জিজ্ঞেস করে, “এই’যে মেডাম। আপনার এতটুকু মাথায় আবার কি ঘোল পাকাচ্ছেন বলেন তো?”
“ওসব সময় এলে বুঝবেন। আগে আমি ভাবি কি রান্না করা যায়। আপনি তো সব পারেন। বলুন না কি রান্না করা সবচেয়ে বেশি সহজ।”
“বলতে পারি তবে…”
“তবে?”
সভ্য নিজের ঠোঁটের আঙুল রেখে বলল, “এখানে একটা চুমু দিতে হবে।”
ইনারা বিরক্ত হয়, “লাগবে না আপনার সাহায্য। লুচু একটা।”
সে যেতে নিলে সভ্য তার হাত আবার ধরে নেয়, “আরে দৌড় মারো কেন? আচ্ছা ঠিকাছে গালে দিও। চালিয়ে নিব।”
“লজ্জা লাগে না একটুও, তাই না?”
“রেসিপি লাগবে কি-না বলো?”
“ঠিকাছে ঠিকাছে। রাতে দিব নে। এখন কি বানাবো তা বলেন।”
“মিষ্টি কিছু বানালে একাধিক পদ রান্না করা লাগবে না৷ সুজির হালুয়া বানাও, অনেক সহজ রান্না করা।”
“রান্না তো সবই সহজ, যারা পারে না তাদের জিজ্ঞেস করেন।” হতাশ গলায় বলল ইনারা।
“তো মেডাম কোন মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়েছিলেন যে শিখতে পারেন নি।”
“আপনি কেবল এখান থেকে চলেন তারপর বুঝাচ্ছি।”

“এই’যে তোমরা দুইজন এখানে কী করো?”
ভারী এক কন্ঠে দুইজন সামনে তাকায়। দাদাজানকে দেখে সভ্য সাথে সাথে সোজা হয়ে দাঁড়ায়, “এমনিতেই গল্প করছিলাম। এখন আমি যাচ্ছি। আপনারা গল্প করুন।”
“না, তুই কোথাও যাবি না। এই ছয়মাসে অনেকবার দাবার প্রাক্টিস করেছি। এবার আমিই জিতবো। আর তুই হারবি। আয় আমার সাথে খেলবি।”
“আবার?” সভ্য মুখ লটকিয়ে বলে, “দাদাজান আপনার সাথে খেলা শুরু করলে আপনি রাত পর্যন্ত ছাড়েন না।”
“এই আমার মুখের উপর কথা বলছিস? তুই খেলবি। আর আজ হেরে জলদি খেলা শেষ করব আমি।” তারপর ইনারার দিকে তাকিয়ে নরম সুরে বলল, “নাতবৌ তুমিও আসো।”
“ওকে দাদাজান আমি আপনার দলে।”
ইনারা দৌড়ে যেয়ে দাদাজানের হাত ধরে তার সাথে এগোল। আর বাচ্চা মেয়ের মতো লাফাতে লাফাতে তার সাথে ভেতরে গেল।
অন্যদিকে সভ্য বিরক্ত ও নিরাশ হয়েই এগোয়।
.
.
খেলা চলছে। দুই পক্ষের চেহারা গম্ভীর। ইনারা ও সভ্যের বাবা গালে হাত রেখে তাদের থেকে একটু দূরে বসে আছে। এই খেলা চলছে বিগত দুইঘণ্টা ধরে। দুই ঘন্টায় তিনবার খেলা শেষ হলো। তিনবারই সভ্যই জিতেছে। চতুর্থবারও খেলা শেষের দিকে। এবারও সভ্যই জিতবে মনে হচ্ছে।
ইনারা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করে, “আংকেল এইটা আর কতক্ষণ চলবে?”
“আব্বা না জিতে যাওয়া পর্যন্ত। আর সভ্য তো হারবে না। সভ্যকে দাবাতে কেউ হারাতে পারে না।”
“তাই?”
“হ্যাঁ, ওর হেরে যাওয়াটা পছন্দ না। প্রথমে অভ্রের সাথে আব্বার দাবা খেলা হতো। তখনও সে হারতেন। এরপর কলেজে উঠার পর যখন বাসায় আসে তখন দুইজনের খেলা দেখে নিজেও খেলতে চায়। আগে টুকটাক খেলতো না’কি। কিন্তু অভ্রর থেকে হেরে যায়। একবার হেরে যাওয়ার পর দিনরাত দাবা খেলার প্রাক্টিস করে পরে সাপ্তাহেই অভ্রকে হারিয়ে মানে। তারপর থেকে আব্বা ওর পিছনে লাগছে। আমার আর মিষ্টির কি মনে হয় জানো? অভ্র ইচ্ছা করে আব্বার থেকে পিছু ছাড়ানোর জন্য সভ্য থেকে হেরে গেছে।” বলে শব্দ করে হাসলো সভ্যের বাবা।
ইনারা কৌতূহল নিয়েপ্রশ্ন করে, “মিষ্টি কে?”
“আরে অভ্রর মা। ওকে আমি আদর করে মিষ্টি করে ডাক দেই। একদম মিলে না বলো?”
“একদম।”
ইনারাও তার সাথে তাল মিলিয়ে হাসে।
সভ্যর বাবা আবার বলে, “সভ্য কিন্তু অনেকটা নিজের দাদাজানের মতো। ছোট থেকে ও নিজের পরাজয় মানতেই পারে না। রাগী, আবার জেদিও। একারণে কোনো সিদ্ধান্ত শান্ত মাথায় নিতে পারে না। সব হুটহাট। এই’যে আব্বার বিরুদ্ধে যেয়ে গান শুরু করল। আবার হঠাৎ করে ছেড়ে দিলো। কিন্তু ছেলেটা আবার সবাইকে অনেক ভালোবাসে। সবার আগে অন্যেরটা ভাবে। এতে নিজের ক্ষতি হোক। আমার বড় ছেলে অভ্র কিন্তু আবার আলাদা। ছোট বেলা থেকে অভ্রর মতো হতে চেয়েছিল কিন্তু ভাগ্যিস তেমন হয় নি।”
“অভ্র ভাইয়া কেমন?”
“অভ্র একদম আলাদা। শান্ত মাথায় চিন্তা ভাবনা করে৷ ওর মাথায় কখন কি চলছে কেউ বুঝতে পারে না। ওর জন্য সবার পূর্বে কেবল ও নিজে। অন্যকেউ না। ক্ষমতাটা ওর জন্য একটা নেশা। অন্যের সাথে থেকে কিভাবে নিজের কাজ বের করবে কেউ বলতে পারবে না। প্রচন্ড বুদ্ধিমান। হাসি মুখে সামনের জনকে শেষ করে দিলেও সামনের লোকটা টের পাবে না। সবাই মনে করে ও হেরে গেছে কিন্তু হেরেও ওই জিতে।”
কথাগুলো শুনে ইনারার ভ্রু কপালে উঠে যায়, “বিবরণ শুনে তো ডেঞ্জারাস মনে হচ্ছে।”
সভ্যের বাবা হাসে, “তেমন কিছু না৷ আমাদের সবাইকে অনেক সম্মান করে। যদিও আব্বার পর কাওকে আমি ভয় পেলে ওকেই পাই সেটা আলাদা বিষয়।”
ইনারা ফিক করে হেসে দেয়। সভ্যের বাবা চোখদুটো বড় করে বলে, “বাহ বৌ’মা তোমার চোখগুলো তো অনেক সুন্দর! তোমার চোখ দেখে একজনের কথা মনে পড়েছে।”
“কার?”
সভ্যের বাবা কিছুসময় চিন্তা করলেন। এরপর বললেন, “আমাদের দিনের নায়ক ছিলো। বিদেশে যদিও এই চোখের রঙ কমছিলো কিন্তু তখন তো রঙিন চোখের মণি এ দেশে সহজে দেখা যেত না। আর আমাদের দেশের মানুষদের মনে ছিলো কৌতূহল। তাই সকলে নায়কটাকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলো। ভালোই নাম কামিয়েছিল সে। কিন্তু চার/পাঁচটা ছবি করার পর হারিয়ে গিয়েছিলো। তার নামটা ঠিক মনে পড়ছে না।”

“ইয়েস, আমি আবার জিতে গেছি।” সভ্যের কন্ঠে দুইজনে তাকাল সামনে। সভ্য আবার জিতেছে। দাদাজান বলল, “আবার খেলবো। এবার তো আমিই জিতবো।”
ইনারা চোখদুটো গোল গোল করে নিলো। আরও একঘন্টা এখানে বসে থাকতে হবে? অসম্ভব। সে দৌড়ে যেয়ে দাদাজানের পিছনে যেয়ে তার কাঁধে হাত রেখে বলে, “দাদাজান আর খেলে কি করবেন? জীবনে একটা কিছুতেই ভালো করেছে বেচারা। এ খুশি রাখতে দিন। আপনি তো সবকিছুতে বেস্ট। আর আপনি তো এতক্ষণ ধরে এখানে বসে খেলতে থাকলে অসুস্থ হয়ে যাবেন দাদাজান।”
“ভুল বলো নি নাতবৌ। এখন তো আমার বয়স হয়েছে আমি ক্লান্ত হয়ে যাব। সভ্য শুন আমার নাতবৌ আমার হয়ে তোকে হারাবে।”
“হে!” ইনারা থতমত খেয়ে বলে। দাদাজান নিজে উঠে তাকে বসিয়ে বলে, “যতক্ষণ পর্যন্ত নাতবৌ না জিতে ততক্ষণ পর্যন্ত আজ কেউ উঠবো না।”
সভ্য গালে হাত রেখে বলল, “ওকে হারাতে তো আমার পাঁচ মিনিটও লাগবে না।”

আসলেই কিছু সময়ের মধ্যে ইনারার হেরে যাওয়ার অবস্থা। কিন্তু সে এখানে এতক্ষণ ধরে বসে থাকতে চায় না। তাই সে সভ্যকে মৃদুস্বরে বলল, “আমাকে রাউন্ডটা জিততে দিন প্লিজ।”
“সাফওয়াত ইসমাত সভ্য কারও কাছ থেকে পরাজিত হয় না।”
“আপনি যে বাগানে একটা জিনিস চেয়েছিলেন না? পরে দরদাম করে গালে আনলাম? তা ঠোঁটেই দিব।”
সভ্য বড় বড় চোখ করে বলে, “সত্যি?”
“একদম সত্যি।”
সভ্য এই প্রথম রাউন্ডেই হেরে যায় ইনারার কাছে। তা দেখে দাদাজান এবং বাবা প্রথমে অবাক হয়ে তাকিয়েছিলেন, পরে খুশিতে লাফিয়ে উঠেন। ইনারাকে নিয়ে নাচ গান করতে থাকে তার জয়ের খুশিতে। জয়ধ্বনি গাইতে থাকে। এসব শব্দ শুনে দাদীজান হাজির হয়।
“কী চলছে এখানে?” দাদীজান রাগান্বিত সুরে বলে। ভয়ে তিনজনই এক লাইনে দাঁড়ায়। দাদাজান ভয়ে আমতা আমতা করে বলে, “ওই দাবা খেলছিলাম বউ বুঝছ। ইনারা সভ্যকে হারিয়ে দিলো।”
বাবাও উৎসাহ নিয়ে বলল, “হ্যাঁ আম্মা দেখো এত বছরে কেউ সভ্যকে হারাতে পারে নি আর বৌমা একবারেই হারিয়ে দিলো।”
কথাটা শুনে আরও রেগে গেলেন দাদীজান। বললেন, “নতুন বউ আসছে দুইদিনের জন্য। কোথায় সংসারের কাজ দেখবে। না সে ছেলেদের সাথে বসে খেলা করছে। আর কুর্তি পরে নতুন বউ ঘরে ঘুরে? শাড়ি পরবে। বুঝেছ?”
ইনারা আমতা-আমতা করে বলল, “জ্বি দাদীজান।”
“আর তুমি সভ্যের খেয়াল রাখো তো?”
ইনারা আড়চোখে সভ্যের দিকে তাকালো। গালে হাত দিয়ে সিনেমার মতো দৃশ্যটা দেখছে। তাকে দেখে মুখ টিপে হাসলো। রাগে গা জ্বলে উঠে তার। সে দাঁতে দাঁত চেপে উত্তর দেয়, “জ্বি দাদীজান খুব ভালোভাবে।”
“ভালো। আমার নাতির ভালোভাবে খেয়াল রাখাটা তোমার দায়িত্ব। ওর যেন কোনো কষ্ট না হয়। তুমি এখানে অভ্রর মা’য়ের কাছে যাও।”দাদীজান আবার দাদাজান এবং বাবাকে বললেন, ” তোমরা দুইজন আমার সাথে আসো। তোমাদের গান নাচ বের করছি।”

দুইজন ভয়ে ভয়ে দাদীজানের পিছনে যায়। ইনারা যেতে নিলেই সভ্য তার হাত ধরে নেয়, “কোথায় যাওয়া হচ্ছে?”
“শুনেন নি দাদিজান বলেছে মায়ের কাছে যেতে?”
“দাদীজান তো তার নাতির খেয়াল রাখতেও বলেছে মেডাম। আমার পাওনাটা কখন দিবেন?”
ইনারা অবুঝের মতো জিজ্ঞেস করে, “পাওনা? কীসের পাওনা?”
“তুমি না বলেছিলে হারলে ঠোঁটে চুমু দিবে?”
“তাই? আমি তো ভুলে গেছি।”
সভ্য হা হয়ে যায়, “এই আমার সাথে বেইমানী করবে না। আমি আজ বহু কষ্টে হেরেছি। তাও তোমার জন্য। এখন কথা থেকে ফিরতে পারবে না।”
“আমি তো ফিরে গেছি।” নাটকীয় ভঙ্গিতে বলল ইনারা। বলেই সভ্যের থেকে হাত ছাড়িয়ে তাকে ভেঙিয়ে চলে গেল।
সভ্য তার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে রাগে ফোঁপাচ্ছিল।
.
.
সে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইনারা দাদীজানের পিছু পিছু ঘুরে তাকে মানানোর চেষ্টায় জুটে আছে। দাদীজানের মন গলার তো নামই নেই। এর উপর সভ্য আরও জ্বালায় তাকে। দাদীজানের কাছে ইচ্ছা করে ভেজাল বাঁধিয়ে তাকে বকা খাওয়ায়।
ইনারা কেবল তার রাগ গিলে। এখান থেকে বের হয়ে মজা দেখাবে সভ্যকে।

সন্ধ্যাতে এমনই এক বৈঠক বসে সবার। ব্যাপারটা সবার কাছে খুবই সাধারণ। কিন্তু ইনারা এমন আগে না দেখায় তার কাছে একটু অবাক লাগে। ইনারা একটি সাদা জমিন এবং সবুজ পাড়ের কাজ করা শাড়ি পরেছিল। শাড়িটি সভ্যের মা’য়ের। সাথে তিনি ইনারাকে স্বর্ণের কিছু গহনা পরিয়েছেন। তাদের বাড়ির বউদের না’কি স্বর্ণ পরে থাকতে হয়। আর তার নীলাভ চোখে আঁকে কৃষ্ণ কালো কাজল। মা সকলের জন্য নাস্তা বানিয়ে ড্রইংরুমে আনছিলো। তাকে সাহায্য করে ইনারাও কিছু খাবার আনতে যেয়ে তিনবার হোঁচট খেল। আজ সারাদিন এই শাড়ি পরে তার অবস্থা কাহিল। কতবার মেঝেতে পড়ে গেল হিসাব নেই। তাই মা তাকে পাঠিয়ে দেয়। আসতে না আসতেই ফুপি বলে উঠে, “মা দেখেছেন আজকালকার মেয়েরা একটু শাড়ি পরে হাঁটতেও পারে না তারা না’কি আবার সংসার করবে। ভাবিকে সাহায্য করতে যেয়ে এমনিতেই এসে পড়লো।”
ইনারা হেসে বলল, “আহা ফুপি আমি তো তাও সাহায্য করতে গিয়েছিলাম, মা করতে দেয় নি। আপনি তো উঠেনও নি। সকাল থেকে দেখছি এখানে পড়ে…মানে বসে আছেন। আর সবার উপর সিসিটিভির মতো নজর রাখছেন। ভালোই হলো ঘরে সিসিটিভির খরচ বেঁচে গেছে।”
“মা মেয়ের মুখ দেখছেন? বড়দের সাথে কেউ এভাবে কথা বলে?”
“এখন ফুপিজান আপনি যেভাবে কথা বলবেন আমি তো সেভাবেই উওর দিব। বড়দের মতো বিহেভও করেন।”
“বেহায়া মেয়ে আমার সাথে কথা বলবে না। আমি আমার মা’য়ের সাথে কথা বলছি। মা দেখেন কি ঘোড়ার লেজের মতো চুলে কালার করে রেখেছে। দেখা যায় কেমন!”
ইনারা খোঁপা করা ছিলো কথাটা শুনে সে নিজের চুল খুলে দিলো। তার ঝরঝরে চুলগুলো কোমর ছাড়িয়ে যেতে ফুপি চোখদুটো বড় করে নেয়। ইনারা বলে, “এটা একদম ন্যাচারাল ফুপি। আমি ফুল ন্যাচারাল বিউটি। আফসোস আপনার ব্যাপারে তা বলতে পারছি না।”
এবার দাদাজান এবং বাবার সাথে মিনুও নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারে না।
ফুপি বুঝতে পারলো এই মেয়ের সাথে কথা বলতে গেলে মেয়েটা তার সম্মান ধুলোয় মিশিয়ে দিবে।

মিনু ইনারার পাশে এসে বসে তার চুলগুলোতে হাত বুলিয়ে বলে, “মাশাল্লাহ ভাবি তোমার চুলগুলো যা সুন্দর। আর চোখগুলোও। পুরা তুমিই মাশাল্লাহ ।”
“তোমার থেকে কম।”
ইনারা চোখ টিপ মারে মিনুকে।
ফুপি মিনুকে বকা দেয়, “এই তোর এত খাতির কীসের এই মেয়ের সাথে? তোর মা’কে যা না তা বলতে আর তুই ওর সাথে খাতির জমাচ্ছিস?” ফুপি আবার দাদীজানের দিকে তাকিয়ে বলে, “মা ও এত বেয়াদবি করছে তুমি কিছু বলিছ না কেন?”
এর উওর দিলেন দাদাজান, “আরে তোর মা তো নিজের সময় আরও ভয়ানক ছিলো। ও আর কি বলবে? আমার ভাবি একটা খোঁটা দেওয়া কথা বললে যেন কথা দিয়েই চামড়া ছিঁলে মরিচ লাগিয়ে দিবে। এমন অবস্থা।”
সভ্য দ্রুত উঠে এসে দাদীজানের পাশে বসল, “সত্যি না’কি সুইটু”
দাদীজান চোখ রাঙালেন দাদাজানের দিকে, “বাচ্চাদের সামনে এসব কি বলছ? চুপ করে চা খাও।”

মিনু সভ্যকে বলে, “সভ্য ভাই। অনেক বছর হলো আপনার গান শুনি না। আজ তো সবাই আছে বাড়িতে অভ্র ভাই ছাড়া। আর নতুন সদস্যও আছে। গান হবে না’কি?”
“এখন আমার গান শোনার জন্য হাজার হাজার টাকা লাগে। কিন্তু যেহেতু আমার মন অনেক বড় তাই তোদের আজ ফ্রী-তেই শোনালাম। আমার রুম থেকে গিটারটা নিয়ে আয়, যা।”
মিনু এক দৌড়ে গিটার এনে দিলো সভ্যকে। সভ্য গিটারের তারগুলো ঠিক করতে করতে ইনারার দিকে তাকাল। সবার থেকে চুরি ইনারাকে একটা চোখ টিপ মারে। আর ইনারা ভেংচি কেটে মুখ ফিরিয়ে নেয়।

কন্যা রে, কন্যা রে-
বাঁকা চুলেতে খোঁপা, আর বাঁইধো না রে ।
ঐ চুলেতে জাদু আছে রে,
আমার ঘুম আসেনা রাতে একলা ঘরে রে ।
কন্যা রে, কন্যা রে-
বাঁকা চুলেতে খোঁপা, আর বাঁইধো না রে।

অন্তর কাড়িলা বন্ধু, ঘুম কাড়িলা ।
বৃথা প্রেমের রঙিন আশা কেন দেখাইলা ।
মন দিয়েছি বন্ধু আমার, প্রাণ দিয়েছি ।
আজ থেকে সবই আমার উজাড় করেছি ।
কন্যা রে, কন্যা রে.. আমার কন্যা রে…

গান শুরু করতেই ইনারা চকিতে তাকায় সভ্যের দিকে। সভ্য গানটা তার জন্যই গাইছে। এটা কেবল সে না সবাই-ই বুঝতে পেরেছে। তাইতো মিনুও পাশে ব্যাপারটা নিয়ে তাকে জ্বালাচ্ছিল। একটু আগের ফুপির কথার জন্যই যে এই গান গাওয়া তাও বুঝতে পারলো সে। আর বুঝাটা যে পরিষ্কার। সভ্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বেহায়ার মতো। সবার সামনে এভাবে তাকিয়ে থাকতে কি একটু লজ্জা লাগছে না লোকটার? ইনারা নিজেই লজ্জায় মাথা নামিয়ে নিলো। তার বুকের ভেতর ধুকপুক শুরু হয়েছে। কিন্তু সভ্যের এভাবে তাকে দেখাটার লোভ কীভাবে সামলায় সে? চোখ তুলে একপলক তাকিয়েই নেয়। চোখে চোখ মিলে। কেবল কিছু মুহূর্তের জন্য।
.
.
রাতে মা তাকে রুমে ডাকে। সভ্যের বউয়ের জন্য সে কিছু জিনিস জমিয়ে রেখেছিল। তাদের মন মতো বিয়ে তো হলো না কিন্তু সে আজ সভ্যর বউকে মন মতো সাজাল। হাল্কা সাজ। কিন্তু বউয়ের লাল লেহেঙ্গা ও সোনালী গহনায় তার সৌন্দর্য ভাষায় প্রকাশের মতো নয়। বধূ সেজে ইনারা সবার পূর্বে সভ্যকে দেখানোর জন্য ছুটে গেল। সে দরজা লাগিয়ে ডাক দিতে শুরু করে, “সভ্য…. সভ্য…”
সভ্য বারান্দায় দাঁড়িয়ে কফি পান করছিলো। ইনারার এমন ডাক শুনে সে অবাক হয়। বারান্দার টেবিলে কফির মগটা রেখে যায় রুমের ভেতর, “কী হয়েছে মহারাণী? কোথায় ভূমিকম্প এসেছে যে এভাবে…. ”
রুমে ঢুকতেই সে স্তব্ধ হয়ে যায়।

ইনারা তার দিকে এগিয়ে এসে উৎসুক গলায় বলে, “দেখেন মা আমাকে এ লেহেঙ্গা দিয়েছে। কত সুন্দর লেহেঙ্গাটা দেখো। মা নিজে আমাকে সাজিয়েছে সুন্দর লাগছে না? কি হয়েছে বলছেন না যে? ভালো লাগছে না?”
সভ্য মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয় ইনারার দিকে। তার দিকে এগিয়ে আসে। ঘোরে তার গলা দিয়ে শব্দ বের হচ্ছে না।
সে বহুকষ্টে বলে, “আমাদের বিয়ের দিনও তো তোমায় এত সুন্দর লাগে নি। আজ তোমাকে সদ্য আসমান থেকে নামা হুরপরী দেখাচ্ছে।” সভ্য ইনারার হাত ধরে তার বুকের বা পাশে রাখে, “আমার হৃদয়ের অবস্থা দেখো, করুণ হয়ে আছে।”
ইনারার গালদুটো লজ্জায় রঙে যায়। সে চোখ নামিয়ে নেয়। তার হৃদয়ের স্পন্দন স্বাভাবিক নয়। সে আমতা-আমতা করে বলে, “মা…মা আমাকে বলেছিল আপনাকে দেখিয়ে যেন মা’য়ের কাছে যাই। আমি আসছি।”
ইনারা যেতে নিলেই সভ্য তার ওড়না ধরে নেয়। থেমে যায় ইনারা।
“আমার কাছ থেকে পালাতে চাচ্ছো? আমার পাওনা কে দিবে শুনি?” সভ্য এগিয়ে আসে ইনারার দিকে।
“কী-কীসের পাওনা? আপনি কি নিয়ে কথা বলছেন আমি তো জানি না।”
“তাই?” সভ্য তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তার কাঁধে ঠোঁট ছুঁইয়ে দিয়ে খোঁপা থেকে চুলগুলোকে মুক্তি দেয়। তার খোলা কেশের ঘ্রাণ নিশ্বাসে মিশিয়ে বলে, “আমি তো আমার পাওনা আদায় করা ছাড়া তোমাকে ছাড়ব না।”
সভ্য ইনারার চুলে মুখ গুঁজে নেয়।
ইনারার নিশ্বাস ভারী হয়ে আসে। সে নিজের মুঠোবন্দী করে নেয়। চোখদুটো চেপে ধরে।
সভ্য তার গলাতে আরেকটি চুমু খায়। সাথে সাথে ইনারা পিছনে ফিরে সভ্যের বুকে মুখ লুকিয়ে নেয়।

সভ্য মৃদু হাসে, “বউ তোমার মুখটা দেখাবে না?”
ইনারা মুখ তুলে। করুণ দৃষ্টিতে তাকায় সভ্যের দিকে।
সভ্য তার কোমরে হাত রেখে নিজের কাছে নিয়ে আসে। তার গালে হাত রেখে মুখটা তুলে বলে, “আজ একদম আমার বউয়ের মতো লাগছে তোমাকে। আমার বউ।”
সভ্য ঝুঁকে তার ঠোঁটে ঠোঁট মিশাতেই চোখ বন্ধ করে নেয় ইনারা। সভ্যের পাঞ্জাবিটা শক্ত করে আঁকড়ে ধরে। তার বুকের ভেতর যেন তুফান উঠেছে। আজ যেন সে আর নিজের মধ্যে নেই। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না সে। সে যেন আজ সভ্যের নিয়ন্ত্রণে। সভ্যের বাহুডোরে আবদ্ধ। এই বাহুডোরে সারাজীবন কাটাতে পারবে সে।

সভ্য তাকে ছাড়ার পর সে লজ্জায় চোখ নামিয়ে নেয়। এই লজ্জায় মাতাল হয়ে সভ্য আরেকটা ছোট চুমু খায় ইনারাকে।
ইনারা লজ্জায় মাখা মাখা হয়ে যায়। তার গালদুটোর লালচে হয়ে গেছে। সে এদিক-ওদিক তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলে, “মা’য়ের কাছ থেকে আসছি।”
ইনারা যেতে নিলে সভ্য আবার তার হাত ধরে নেয়, “পালিয়ে গেলেও ফিরে তো আমার কাছেই আসতে হবে মহারাণী।” বলে সে হাত ছেড়ে দিলো।
ইনারা লজ্জায় মেখে গিয়ে সেখান থেকে ছুটে পালালো।

চলবে…

[দয়া করে ভুল ত্রুটি ক্ষমা করবেন।]

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে