“ভ্রান্তির ছলন” ধরণ: চতুর্দশপদী (সনেট)

0
744

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতার নাম: “ভ্রান্তির ছলন”
ধরণ: চতুর্দশপদী (সনেট)
লেখা: মারইয়াম জামীলা
অন্তমিল: কখকখগঘগঘ ঙচচঙচঙ

ঘুমহীন রাতে লেখা সুখ ছন্দে তুমি,
শব্দবিহীন কাব্যের চরণে ভাবনা;
কল্পিত দেয়ালে আঁকা প্রিয় স্বপ্ন ভূমি,
ইচ্ছে তুলির আঁচড়ে আশার কল্পনা।
অপেক্ষায় কাটে কারো একলা প্রহর,
সে ধাঁধার মাঝে খুঁজি রহস্যের রূপ;
কিন্তু হলো না পূরণ, না পাই উত্তর,
এ শহরের দালান হলো ধ্বংসস্তুপ।

কত নারী সাজায় এ স্বপ্ন রাশি রাশি
পূর্ণতার অতৃপ্ততা নিয়ে চেয়ে রয়,
তবু সে অধরা আশা সত্য কারো নয়,
নিঃশেষে ভগ্নদশায় পরিনত হাসি;
ব্যথিত রমনী ফের করে অনুনয়
সে নিষ্ঠুর দৃষ্টি হেনে বলে আমি আসি।

[দ্রষ্টব্য- আইডির নামটি ছদ্মনাম, কবিতায় মূল নাম ব্যবহৃত হয়েছে।]

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে