আমরা কি এবার এই রিলেশনশিপ টা পর একটু গভীরতম করতে পারি না?? মানে??ঠিক বুঝলাম না।।

0
9373
কষ্টের গল্প

ছেলে:হ্যালো!!!!

ঈশু…

মেয়ে:বলো বাবু।।
????

কি করছো???

কিছুই না।।
তুমি কি করছো??

ভাবছি।।
☺☺☺☺

কি ভাবছো??
???

আমার হবু বউ-এর কথা ভাবছি!!????

কে সেটা??
???

এখন যে আমার সাথে কথা বলছে সেই তো আমার হবু বউ!!

???

একটা কথা জিঞ্জেস করবো??

হুম্!!!


আমরা কতদিন ধরে একে অপরকে চিনি??

প্রায় পাঁচ বছর।।
কেন??

না কিছু না!!
তুমি খারাপ ভাববে আমি বললে।।

কি কথা বলো??

না না থাক।।

বলো।।???

আমরা তো দুজন দুজনকে ভালোবাসি তাই না??

হ্যাঁ।।
কিন্তু এসব তো তুমি জানো।।

জানি।
শোনো না!!
আমি এখন যা বলবো তুমি কিন্তু সিরিয়াসলি নিও না।।

বলো কি বলতে চাও!!

আমরা কি এবার এই রিলেশনশিপ টা পর একটু গভীরতম করতে পারি না??
???

মানে??
ঠিক বুঝলাম না।।
???

মানে আমরা কি এবার ফিজিকাল রিলেশনশিপ এ আসতে পারি না??

কি??
????

ভুল কি বললাম??

বিয়ের আগে এসব ঠিক না।।
এটা জানো না??

আমাদের বিয়ে তো ঠিক হয়ে গেছে।।
তাহলে অসুবিধা কোথায়??

না আমি পারবো না।।

পারবে না মানে??
তোমাকে করতে হবে।।

তুমি আমাকে জোর করতে পারো না।।
আর তুমিই তো বলেছিলে আমাকে এইসব কথা সিরিয়াসলি নিতে না।।

কারন আমি ভেবেছিলাম তুমি রাজি হয়ে যাবে।।
???

তুমি ভাবলে কি করে??

তাহলে আমাকে আর ফোন,ম্যাসেজ করবে না কোনোদিন।।

তুমি যা খুশি বলো আমি কিছুতেই বিয়ের আগে এইকাজ করতে পারবো না।

তোমাকে তাহলে আমি আর কোনোদিন ফোন করবো না।।

এই কারনে তুমি কথা বলবে না??
এত নোংরা তুমি??

নোংরা না।।
এটা ভালোবাসা।।

এরকম ভালোবাসা দরকার নেই আমার।।
আমি তোমাকে বিয়ে করবো না।।
আমাদের সব সম্পর্ক শেষ।।
?????

কি??

ব্লক………..

কোনো মেয়েকে আমরা যেন এভাবে জোর না করি,,,তাই ওই গল্পটা করা হয়েছে।।।।