“অন্যরকম পাওয়া” লেখা: তানভীর রানা

0
1337

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা: “অন্যরকম পাওয়া”
লেখা: তানভীর রানা
.
নীলান্তিকা, তুমি স্বপ্নভুবনের মাঝে ছিলে, আছো;
কল্পনার মায়াজালে গাঁথা পড়েছিলে, থাকবে।
তোমার মনের মাঝে হৃদয়ের গহীনে-
স্থান নাই-বা পেলাম গোলাপ হয়ে,
ডুমুরের ফুল হতে তো পারবো।
পূর্ণিমার চাঁদ হয়ে আলোর ঝলকানি-
নাই-বা দেখালে আমায়, নাই-বা খুঁজলে,
অমাবস্যার আঁধারে একটু তো স্থান হবে।
সুখটুকু আমার জীবনে নাই-বা লেখা থাকলো,
দুঃখগুলো তো আমায় আঁকড়িয়ে ধরবে;
এইতো আমার অন্যরকম পাওয়া।
আনন্দ থেকে যদি বঞ্চিত হতে হয়,
আমি কষ্টকে বরণ করে মালা পরাবো;
বেদনার নীলে নীল হতে তো পারবো!
সবাই তো আর সবকিছু পায় না,
আমিও না হয় না পাওয়ার দলেই থাকলাম,
তবুও তো তোমায় সুখে থাকতে দেখবো;
আমার কাছে পূর্ণিমার চাঁদ না হয়-
অভিমানে অধরাই থেকে গেল,
আমি না হয় অমাবস্যার আঁধারে কাটাবো সারাটা জীবন,
তবুও যেন সুখের পরশ আলতো করে-
তোমাকে প্রতিনিয়ত ছুঁয়ে যায়!
তোমার সুখগুলো ভালোবাসা হয়ে আমাকে ছুঁয়ে যাবে অবিরাম।
এই তো আমার অন্যরকম পাওয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে