The unlimited love Part- 14 ( Last Part) Season 02

0
3954

#The_unlimited_love💖
#Season_2
#Part_14(Last part)
#Writer_Nusrat

সামান্তা আর নিচে গেলো না৷ ছাঁদেই একটা দোলনায় বসে পরলো৷
আদনান জুইকে নিয়ে সবার সাথে দেখা করালো৷ জুই শুধু একজনকেই খুঁজছে সেটা হলো রকি৷

আদনান রকি কোথায়?? ওকে তো দেখছিনা৷
.
তুমি হঠাৎ রকিকে খুঁজছো যে??৷
.
না মানে সবাই যখন এখানে তাহলে রকির ওতো থাকার কথা রাইট??
.
জানিনা ওকে তো আমি ফোন করেছিলাম বাট রিসিভ করেনি৷
.
আমিও ওকে অনেকদিন ধরে ফোন করছি বাট ফোন ধরছে না৷ ও কী জানেনা আমি ওকে কতটা মিস করছি৷
.
মানে মিস করছো মানে??
.
আসলে আদনান তোমাকে বলা হয়নি আমার আর রকি বিয়ে ঠিক হয়ে গেছে৷ এফেয়ারে আছি আমরা৷ আমি বিডিতে আসলেই বিয়ে হওয়ার কথা ছিলো বাট ওকে তো পাচ্ছিই না৷ প্লিজ আদনান তুমি কিছু একটা করো৷ দেখো কোথাও ওকে পাও কী না৷
.
হুম আমি দেখছি কী করা যায়??
★★★★
আদনানের ফ্রেন্ডরা চলে গেলো৷ আদনানও কোথায় চলে গেছে৷ জুইর একা একা ভালো লাগছেনা তাই সে ছাঁদে গেছে৷ ছাঁদে গিয়ে দেখলো সামান্তা মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছে৷ জুই চিনতে পারলো না সামান্তাকে৷

হেই হু আর ইউ??

কারও কন্ঠ শুনে ধ্যান ভাঙলো সামান্তার৷ চেয়ে দেখলো জুই তাকে প্রশ্নটা করেছে৷

আমি সামান্তা৷
.
কীহ!!!তুমিই সেই সৌভাগ্যবতী সামান্তা৷ ওহ্ মাই গড৷
.
সৌভাগ্যবতী মানে৷???
.
মানে তুমি জানো তোমাকে আদনান কতটা ভালোবাসে৷ আমেরিকায় থাকতে যখন ওর কাছে যেতাম না তখন শুধু তোমার কথাই বলতো৷ আর তোমার ছবির দিকে ছলছল চোখে তাকিয়ে তাকতো৷ বাই দ্যা ওয়ে তোমার কী মন খারাপ?? নিচে ওতো গেলেনা৷
.
না এমনি৷
ছি ছি আদনান ভাইয়ার বিষয়ে এসব আমি কী ভাবছিলাম৷ ভাইয়া আবার আমায় ভুল প্রমানিত করলো৷ এই লোকটার কাছে কখনো জিততে পারিনি আমি৷ তবে আজকে যাই হয়ে যাক৷ আদনান ভাইয়ার মান আমি ভাঙাবোই ভাঙাবো৷ কিন্তু ভাইয়া কোথায় গেলো ভাইয়াকে তো দেখছিনা৷
★★★★
আদনান ওর বাংলোতে গেছে৷ রকি যে রুমে আছে সেই রুমের দরজা খুলে দেখলো রকি চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে আছে৷ ওর অবস্থা একেবারে করুন৷ না চাইতেও আদনানের চোখ ছলছল করে উঠলো৷ হাজার হলেও নিজের ফ্রেন্ড বলে কথা৷ আদনান আর দেড়ি নাা করে রকির হাত পায়োর বাধঁন খুলে দিলো৷ কারও স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো রকি৷

আদনান ওর কাটা স্থানের দিকে তাকিয়ে দেখলো একে বারে ঘা হয়ে গেছে৷

চল আমার সাথে তোকে হসপিটালে নিয়ে যাবো৷
.
না আদনান আমি হসপিটালে যাবোনা৷ আমি যে অন্যায় করেছি সেটা ক্ষমার অযোগ্য৷ আমি এখানেই থাকবো তুই চলে যা৷ আমি তখন রাগের বশে দোষ গুন বিচার করিনি৷ তাই এমন অন্যায় করেছিলাম৷ তাই এখন আমায় প্রায়শ্চিত্তের করার সুযোগ দে৷
.
তুই তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক৷ তাছাড়াও জুই বাংলাদেশে চলে এসেছে৷ তোকে খুব মিস করছে তাই এখন ভালোই ভালোই চলে আয়৷
.
কীহ্!!!!জুই চলে এসেছে???
.
হুম চল৷
আদনান রকিকে নিয়ে হসপিটালে গেলো৷

★★★★
রাতে সামান্তা আদনানের রুমে গেলো৷ আদনান তখন ল্যাপটপে কাজ করছে৷

সামান্তা কাঁপা কাঁপা কন্ঠে বললো…..

ভ,,ভাইয়া৷

আদনান মাথা তুলে তাকালো সামান্তার দিকে৷
তুই!তুই আমার রুমে কী করছিস??

ভাইয়া আসলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি৷ প্লিজ ভাইয়া আমায় ক্ষমা করে দাও৷ আমাকে একটা সুযোগ দাও প্লিজ৷

এখান থেকে বেড়িয়ে যা৷

ভাইয়া প্লিজ আমায় মাফ করে দাও নইলে যে আমি মরে যাবো৷ তুমি কী চাও আমি মরে যাই৷??সেদিন আমার মাথায় কাজ করছিলো না৷ এক ভ্রমের মধ্যে ছিলাম আমি৷ কিন্তু এখন বুঝতে পারছি কী ভুল করেছিলাম সেদিন৷ এই ভুল আমি আর দ্বিতীয় বার করবো না৷

আদনানও ভাবছে ক্ষমা করবে কী না৷ বিকেলে জুইও অনেক বুঝিয়েছে৷ অনেক তো মনমালিন্য হলো৷ কেউই তো কম কষ্ট পায়নি৷

সামান্তা এগিয়ে আসলো আদনানের দিকে৷ তারপর ওর পায়ের কাছে বসে পরলো৷

প্লিজ ভাইয়া এবারের মতে মাফ করে দাও৷ আমি আর তোমায় ভুল বুঝব না৷
কথাটা বলে সামান্তা ফুপিয়ে কেঁদে দিলো৷

আদনান সামান্তাকে দাঁড় করিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরলো৷

দুই বছর পর 🌷🌷🌷

আদনানের পরিবারের সবাই হসপিটালের করিডোরের দাঁড়িয়ে আছে৷ সামান্তাকে ওটিতে নিয়ে গেছে৷ আদনানের শরীর ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে৷ কারণ সামান্তার অবস্থা একেবারে ক্রিটিকাল৷

বেশ কিছুক্ষন পর বাচ্চার কান্নার আওয়াজ শুনা গেলো৷ আদনান দৌঁড়ে ওটির সামনে চলে গেলো নার্স তোয়ালে পেছিয়ে দুটো বাচ্চা নিয়ে এলো৷
কংগ্রাচুলেশনস মিস্টার আদনান আপনি জমজ বাচ্চার বাবা হয়েছেন৷

আদনান সেদিকে কর্নপাত না করেই বললো,,
সামান্তা,আমার সামান্তা কেমন আছে??

নার্স মাথা নত করে নিলো৷

একি নার্স বলছেননা কেনো আমার সামান্তা কেমন আছে৷ (চিল্লিয়ে)

আদনান আপনার স্ত্রী আর নেই৷ উনি মারা গেছেন৷ দুটো বেবি কনসিভ করতে উনার খুব কষ্ট হয়েছে৷ আমরা বাচ্চাকে বাঁচাতে পেরেছি কিন্তু উনাকে শত চেষ্টা করেও বাঁচাতে পারিনি৷ সব আল্লার হাতে৷

আদনান নার্সকে ঠেলে ওটিতে চলে গেলো৷ সেখানে সামান্তার নিথর দেহ পড়ে আছে৷ হাতে এখনো ক্যানেলার লাগানো৷ আদনান সামান্তাকে ডাকছে চিল্লিয়ে৷ কিন্তু সামান্তার কোনো রেসপন্স নেই৷

সামু প্লিজ উঠো দেখো আমাদের দুটো মেয়ে হয়েছে৷ প্লিজ সামু তুমি আমাদের এভাবে একা ফেলে চলে যেতে পারোনা৷ তুমি না বলতে তুমি ওদেরকে খুব ভালোভাবে মানুষ করবে৷ এটাই তোমার মানুষ করার নমুনা এভাবে ওদের ছেড়ে চলে গিয়ে

তিন বছর পর🌻🌻🌻🌻

ছাঁদে বসে আছে আদনান৷ সাথে ওর মেয়েরাও আছে৷ দুজন দুপাশে গালে হাত দিয়ে বসে আছে৷ আর আদনান স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে দূর আকাশে৷

বাবা আমার মা কোথায়??ওই দূর আকাশে তাই না বাবা?? মা আসেনা কেনো৷ জানো মাকে না আমি খুব মিস করি৷ কিন্তু মা খুব পচাঁ আমাদের কাছে আসেনা৷ আমি মায়ের সাথে রাগ করেছি৷

আদনান তার মেয়েদের জড়িয়ে ধরলো৷
এভাবে বলেনা মা৷ তোমার মা শুনলে খুব কষ্ট পাবে৷ তোমার মা যে তোমাদের সব সময় দেখে৷
আদনান একটা দীর্ঘশ্বাস ছাড়লো
সামান্তা আমাদের ছেড়ে থাকতে কী তোমার খুব ভালো লাগে৷ খুব না বলতে তোমার অসীম ভালোবাসা দেখাবে আমাকে৷ এটাই তোমার অসীম ভালোবাসা৷ আদনানের চোখ থেকে দু ফোটা জল গরিয়ে পরলো৷

_______________সমাপ্ত__________________

[ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷ আমি হয়তো এতোটা ভালো লিখতে পারিনা তাই মাফ করবেন৷ সামান্তাকে কেনো মারলাম সেজন্য অনেকেই আমাকে কথা শুনাবে৷ আগের সিজনে তো হ্যাপি এন্ডিং দিলামই এবার এটায় না হয় সেড এন্ডিং দিলাম৷ আর ধন্যবাদ এতোদিন আমার পাশে থাকার কারণে৷ সবাইকে খুব মিস করবো ]

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে