The unlimited love Part-01 Season 2

0
7417

#The_unlimited_love💖
#Season_2
#Part_1
#Writer_Nusrat

বিয়ে ছাড়াই বাসর করতে হবে কথাটা শুনে চমকে উঠলাম আমি৷ ভাইয়া”এসব কী বলছো তুমি বিয়ে ছাড়াই বাসর মানে৷??

“মানেটা সিম্পল বিয়ে হবেনা বাট বাসর হবে ঠিকই৷”

“ভাইয়া আমরা তো একে ওপরকে ভালোবাসি তাহলে আমরা কেন এই অবৈধ কাজ করবো৷ তার চেয়ে চলো বরং বিয়ে করে ফেলি৷”

“বিয়ে করবি ঠিকাছে৷ কাল রেডি থাকিস৷ কালই আমাদের বিয়ে হচ্ছে””

বিয়েরদিন,,,,,,,,,

কবুল বলতে যাবো ঠিক তখনি আদনান ভাইয়া বলে উঠলেন”” আমি সামান্তাকে বিয়ে করবোনা৷ ওকে আমি ভালোবাসি না ঘৃণা করি৷ আর যাকে ঘৃণা করি তাকে নিয়ে সারা জীবন কাটাবো কী করে৷ তাই আমি সময় থাকতে এই বিয়েটা ভেঙে দিচ্ছি৷””””কথাটি বলে আদনান ভাইয়া রেজিস্ট্রি পেপারটা ছিড়ে ফেলে দিয়ে হনহনিয়ে চলে গেলেন৷

আমি পাথরের মুর্তির মতো বসে আছি৷ আদনান ভাইয়া আমার সাথে এমনটা কেনো করলেন উনিতো আমায় ভালোবাসতেন৷ কাল রাতে ওতো আদনান ভাইয়া ছাদে বসে আমার কাধেঁ মাথা রেখে কতো গল্প করেছিলেন৷ আমরা কীভাবে সংসার করবো না করবো কয়টা বাচ্চা নিব না নিব এসব বলছিলেন আর আমি উনার এমন কথা বার্তা শুনে শুধু হাসছিলাম৷ আর আজ এই মুহুর্তে কী থেকে কী হয়ে গেলো কিছুই বুঝতে পারছিনা আমি৷ আমি কেন আম্মু,আব্বু, বড় আব্বু,মামনী কেউ ওই বুঝতে পারছেনা৷ আদনান ভাইয়ার জেদের বশেই উনারা আজ বিয়ে দিতে রাজী হয়েছিলেন৷আমি আর কিছু ভাবতে পারছিনা দৌড়ে নিজের রুমে চলে এলাম৷

রিংকি এগিয়ে আসলো আরুহির দিকে,,,

“তোর ছেলের জন্য যদি আমার আমার মেয়ে উল্টা পাল্টা কিছু করে তাহলে কিন্তু আমি কাওকে ছেড়ে দিবোনা বলে দিলাম৷”

আরুহি কিছু বলতে পারছেনা মাথা নিচু করে দাড়িঁয়ে আছে৷ আদনান একেবারে ওর বাবা আদিলের মতো হয়েছে৷

আহিলও এক কোনে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে একমাত্র মেয়ের এতো বড় অপমান কিছুতেই মেনে নিতে পারছেনা সে৷

🍀🍀🍀🍀🍀

বেশ কিছুক্ষন লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলাম আমি৷ আমি কিন্তু অন্যদের মতো কেঁদে কেটে বুক ভাসিয়ে ফেলিনি৷ কেঁদে আর কী হবে এখন যথাসম্ভব নিজেকে শক্ত রাখতে হবে৷ আহিল খানের মেয়ে আমি৷ এতো সহজে কিছুতেই ভেঙে পরবোনা৷ আর আদনান খান আজ থেকে আপনি আপনার পথে আর আমি আমার পথে৷ আমি আর আপনার কোনো কথা শুনবোনা,মানবোনা আই হেট ইউ৷ আপনি আমার সাথে যে অন্যায় করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে৷ আর কিছু না ভেবে শুয়ে পরলাম আমি৷

🏜️🏜️🏜️🏜️🏜️

সকালে ঘুম ভেঙে গেলো আমার৷ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ৯টা বাজে৷ তারমানে ভার্সিটিতে যেতে পারবো৷ তারাতাড়ি ফ্রেশ হয়ে একটা স্কার্ট আর টপ পরে নিলাম৷ গলায় ও একটা স্কার্ফ পেছিয়ে নিলাম৷ পিঠে ব্যাগ রাখতেই চোখ পরলো সোফায় পরে থাকা শাড়ির দিকে৷ একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে শাড়িটা হাতে নিলাম৷ এই শারিটা আদনান ভাইয়া আমায় গিফ্ট করেছিলেন৷ আমি আর না ভেবে নিচে চলে গেলাম৷

সবাই ব্রেকফাস্ট করার জন্য বসে আছে৷ আমি গেলেই স্টার্ট হবে৷ তাকিয়ে দেখলাম আদনান ভাইয়া খাওয়া শুরু করে দিয়েছে৷ যে ছেলেটা আমায় রেখে একটা বিস্কুট পর্যন্ত মুখে দিতোনা আজ সে ব্রেকফাস্ট ও করে নিচ্ছে৷

“একি তুমি এই শাড়ি নিয়ে কোথায় যাচ্ছো সামান্তা??

তাকিয়ে দেখলাম জিএম (গ্র্যান্ড মাদার)প্রশ্নটা করেছেন আমি আর কিছু না বলে কিচেন থেকে একটা দিয়াশলাই এনে শাড়িটা তে আগুন দড়িয়ে দিলাম৷ আদনান ভাইয়া আমার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে৷ তাতে আমার কী আমি আর কারও স্মৃতি আমার কাছে রাখতে চাইনা৷

আদনান ভাইয়ার দিকে আবার তাকালাম আমি তাকিয়ে দেখলাম উনি এবার বিস্ফোরিত চোখে নয় অবাক চোখে তাকিয়ে আছে৷ বেশ ভালো বুঝতে পারছি এরকম তাকানোর মানে৷ অন্যদিন আমি ভার্সিটিতে গেলে তার কথা মতো লং থ্রি-পিস পরে যেতাম৷ বাট আজ টপ আর স্কার্ট পরেছি৷ আমি আর দেড়ি না করে ব্রেকফাস্ট করা শুরু করে দিলাম৷

“আজকে কী না গেলে হয়না৷??

“তুমি কী চাইছো বলতো আম্মু?? আমি সারাদিন রুমে বন্দি হয়ে বসে থাকি কান্না করি৷ আমি মোটেও এমন করবোনা৷

আমি আর কথা না বারিয়ে বেড়িয়ে পরলাম ভার্সিটির উদ্দেশ্যে৷ এখন থেকে নিজের লাইফ নিজেই হ্যান্ডেল করবো৷ আমার লাইফে আমি আর কাউকে ইন্টারফেয়ার করতে দিবোনা ইভেন নিজের মা বাবাকে ও না৷

“আহিল তোর মেয়ে এক্কেবারে তোর মতোই হয়েছে”৷

“হুম আর তোমার ছেলেও তোমার মতো হয়েছে৷ আমার মেয়ে আমার মতোই শান্তশিষ্ট ৷ এটলিস্ট তোমার ছেলের মতো রাগী আর বদমেজাজী নয়৷ ”

আদনান সবার দিকে একবার তাকিয়ে খাবার রেখেই চলে গেলো৷

“বাপ কা বেটা”৷

“তা ও কি শুধু আমার ছেলেই তোমার ছেলে নয়”

“হ্যা আমার ছেলে বাট আমার কোনো গুনই ওর মধ্যে নেই৷ ওতো শুধু চিনে মেয়েদের মন নিয়ে খেলা করতে৷”

চলবে,,,,,,,,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে