স্বামীর ভালোবাসা part : 27

0
3816

স্বামীর ভালোবাসা part : 27

লেখিকা সুরিয়া মিম

!
কারন আমি তাকে মুরগি বানিয়েছি,
হা হা হা,
!
বলি কি শোনো?
…..
আল্লাহ তো বলেছে তাই না?
!
আল্লাহ আবার কি বলেছে?
!
আল্লাহ তো বলেছে,…..
…….যে যদি কেউ তার করা পাপের জন্যে মন থেকে অনুতপ্ত হয়ে থাকে,
তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত,
……
ওমা তাই?
……আপনি আপনার মন থেকে অনুতপ্ত,
…..
হ্যা,
…..
কিন্তু আপনার চেহারা তো অন্যকথা বলছে মিস্টার খান?
…..
কি বলছে?
…..
বলছে আপনি আমার সাথে নোংরামো করতে চান,
……
তাইইইইইই আপনি চান না যে আমি অন্য কাও কে ভালোবাসি,
……
চাইবেন বাঁ কেন?
আপনার নোংরামোর মধ্যে আমার ভালোবাসার শেয়ারহোল্ডার এসে পরবে যে,
…………..
এই আপনার লজ্জা করেনা?
………
একটা মেয়ে কে ভোগ করার পর তাকে ছেড়ে…..
……..অন্যকাও কে তার ইচ্ছের বিরুদ্ধে ভোগ করতে চাইছেন?
…..
আমি তোমাকে ভোগ করতে চাইছি না,
…..
স্বামী-স্ত্রীর মধ্যে ভোগের সম্পর্ক আসছে কোথা থেকে?
!
ওমা গো তাই?
স্বামী স্ত্রী?
এ কথা টা আপনার আগে মনে ছিলনা তাই না?
…….
আমি জানি কোনোকিছুর বিনিময়,
আমি তোমাকে দেওয়া ক্ষত গুলো সারিয়ে তুলতে পারবোনা,
.।।।….
তবে ইন ফিউচার তোমার যাতে কোনো কষ্ট না হয় আমি সেদিকে খেয়াল রাখবো,
!
ইসসস,
এই ধ্যারধ্যারি গোবিন্দ মার্কা কথা বলবেন না কেমন?
…..
প্রথমত আমি আপনাকে বিশ্বাস করি না,
দ্বিতীয়ত আপনার সাথে জড়িয়ে থাকার সামান্যতম ইচ্ছে টুকু নেই আমার,
…..
আমি আমার জীবনে আপনার মতো ব্যাড হেডেক চাই না মিস্টার খান,
……
নিজের জীবন টাকে নতুন করে সাজাতে চাই,
………
ভেঙে যাওয়া স্বপ্ন কে জোড়া লাগাতে চাই,
তবে সেটা আপনার সাথে নয়,
নতুন কাও কে নিয়ে,
…….
তুমি এটা করতে পারো না কিছুতেই না,
…..
আমি তোমাকে অনেক সুখে রাখবো,
তোমাকে অনেক ভালোবাস বো,
!
আপনি যে কেমন সুখে রাখবেন সেটা দেখা হয়ে গেছে আমার,
…….
তাই আমি আর আপনার সুখে থাকতে চাই না,
ভালোবাসা তো দূরের কথা,
……
তবে আমি যখন ভেবেছি প্রেম করবো,
প্রেম তো আমি করবোই,
!
না বাজে কোনো কাজে তুমি জড়াবো না,
……
তাছাড়া বিবাহিত দু বাচ্চার মায়ের সাথে কে প্রেম করবে?
. …. .
যার শরীরে জ্বালা বেশি সে করবে আমার সাথে প্রেম মিস্টার খান,
….
কে করবে কেউ করবেনা তোমার সাথে প্রেম,
….
করবে করবে বিপদের সময়ে প্রকৃত বন্ধুই করবে আমার সাথে প্রেম,
!
মানে?
এই কি এই বলছ তুমি?
তুমি কি পাগল হয়ে গেছ?
!
নো মিস্টার খান আমি রুহানের কথা বলছি,
…..
ও তো আমার প্রিন্স চারমিং,
যে আমার বিপদেআপদে আমাকে আমার সাপোর্ট সিস্টেম হিসেবে সাপোর্ট দিয়েছে,
….
এখন ও যদি আমাকে বলে ও আমাকে ওর করে পেতে চায়,
……. তাহলে আমি নাচতে নাচতে ওর কাছে চলে যাবো,
….
কারন আপনার সাথে থাকার কোনো সখ নেই আমার,
……
শোনো রুহান আসুক আর তুহান আসুক আমি সবাই কে মেরে দিবো,
……
কারন আমি তোমাকে কারো সাথে শেয়ার করতে পারবোনা,
….
উম্মা কতকালে যে কি কি দেখবো?
আল্লাহ মালুম,
…..
আপনারা পুরুষেরা তো দেখি আজিব গ্রহের প্রাণী,
!
মানে,
!
বাবা মানে টাও বুঝিয়ে বলতে হবে?
তাহলে শুনুন,
…..
আপনি ঘরে বৌ রেখে পাঁচটা দশটা মেয়ের সাথে শুতে পারেন,
নষ্টামো করতে পারেন,
. …… .
আর ঘরের বৌ একটা প্রেম করতে চাইলেই দোষ?
……
প্রেম করতে চাইছি আপনার মতো কারো বিছানায় শুতে চাইনি,
!
আমি মানছি আমি খারাপ কাজ করেছি,
. …. .
তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখ?
. … .. .
আমি আপনাকে আমার বিশ্বাস ভালোবাসা ও ভরসা দিয়ে দেখেছিলাম,
….
আপনি সে গুলো কে যথার্থ সম্মান দিতে পারেননি,
…….
তাই আপনাকে সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠেনা মিস্টার খান,
….
আজকে আমাদের বিবাহবার্ষিকী তুমি কেন এমন করে বলছ?
!
যেটা সত্যি সেটাই বলছি আমি,
….
গতবছর ও আমাদের বিবাহবার্ষিকী ছিলো,
আর আপনি আমাকে প্রথম বিবাহবার্ষিকীর বেষ্ট গিফট দিয়ে ছিলেন মিস্টার খান,
….
যেটা আমি না চাইলে ও মনে করতে বাধ্য,
…..
আমি বলি কি?
খাবার গুলো খেয়ে নাও,
দেখো তুমি না খেলে ওরা খাবে কি?
!
এই আপনি শুধু কথা ঘুরচ্ছেন কেন?
!
তুমি খাবার গুলো খেয়ে নাও,
……
আমার অতো খিদে নেই,
আপনি খান, আপনার পেটে তো রাক্ষস ঢুকছে,
!
তুমি কেন আমাকে আপনি করে বলো?
!
এই ধরেন খুশির ঠেলায় ভাল্লাগে তাই,
!
আমি তোমার স্বামী,
!
ধুর বাললললল,
এটাই তো সমস্যা আপনি আমার স্বামী,
!
এই তুমি এতে বাল সাল বলা শিখেছ কোথা থেকে?
….
এসব তোমাকে মানায় না সোনা,

উফফফ,
এই আপনাকে একটা সোজা কথা বলি কেমন?
!
কি?
!
আমি কারো ইউজ করা জিনিস,
ইউজ করতে পছন্দ করিনা বুঝলেন?
……
আর আপনাকে তো গত একবছর ধরে অন্য কেউ ইউজ করেছে,
সো আপনি ভাবলেন কি করে যে আমি,
অন্য কারো ইউজড জিনিস কে ঘসে মেজে আবারো ইউজ করবো?
……
আমার এই কথা বোধ হয় ওনার জায়গা মতো না মানে বুকে গিয়ে লেগেছ,
…..
তাই উনি চুপ মেরে বসে বসে কাঁদছেন,
…..
আশ্চর্য এতে কান্নার কি আছে?
!
“পুরুষেরা কাঁদেনা তাড়া শুধু কাঁদায়”
!
আর আপনি ও তো সেটাই করে বেড়ান,
তা হলে কান্নার কি আছে?
সেটাই বুঝলাম না আমি,
!
প্লিজ মরা কান্না কাঁদবেন না কেমন?
…..
যাই আমি গিয়ে আমার বেবি দের খাইয়ে আসি,
!
নাহলে ওরা ও এ্যা এ্যা এ্যা করে কান্না করে দিবো,
!
যাই বাবা যাই ,
আমার বাচ্চাদের কাছে যাই,
!
তারপর আমি আমার রুমে চলে যাই আর বেবিদের আদর করে খাইয়ে নিজের বুকে জড়িয়ে রাখি,
….
আমি কখনো চাইনা কারো সাথে বাজে প্যাঁচাল পারতে,
তবে আমার ধৈর্য্যের মাধ ভেঙে গেলেই আমি আবল-তাবল বকতে শুরু করি,
!
আর আমার ওনা কে দেখলেই মেজাজ টা খারাপ হয়ে যায়,
যতসব বিরক্তিকর,
!
তারপর আমার টুনটুনি পাখি দুটো কে আমার বুকে জড়িয়ে ঘুমিয়ে পরি,
!
ঘুমঘুম অবস্থায় সেই পাগল করা গন্ধ টা আমাকে জড়িয়ে ধরে,
!
সাথে সাথে ভালো করে চোখ মেলে চেয়ে দেখি,
…..
ওই বুইড়া বেটা আমাকে জড়িয়ে শুয়ে আছে,
!
উফফ
এই ড্রেনের গন্ধ টা আসছে কোথা থেকে?
…….
ছিছিছি
!
কি আমার গয়ের গন্ধ,
তোমার ড্রেনের গন্ধ বলে মনে হয়?
!
ওই ব্যাটা ওই কয়দিন গোসল করো না?
!
তোমার তো আমার গায়ের গন্ধ ভালো লাগে,
!
ওই আপনি কি ড্রেন থেকে উঠে আসছেন?
……
ছিছিছি

চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে