Wednesday, July 9, 2025
বাড়ি প্রচ্ছদ পৃষ্ঠা 2429



ফুলশয্যা(সিজন-০২) পর্ব- ০৬

0

ফুলশয্যা(সিজন-০২)
পর্ব- ০৬
লেখা- অনামিকা ইসলাম।

ছোট্ট একটা হাত আবির ওর চোখের সামনে দেখতে পায়। আনমনেই মুখে হাসি ফুঁটে উঠে ওর। হাতটা ধরেই আবির বিছানায় উঠে, শুয়ে পরে। পাশাপাশি বালিশে দুজন শুয়ে আছে। নিশ্চুপ আবির পিচ্চি নীলিমার হাসি দেখছে। যখন থেকে পরে গেছে সে, তখন থেকেই হাসার শুরু। একটু একটু করে হাসি বাড়তেই আছে। একপর্যায়ে শুয়া থেকে উঠে বসে হাসতে থাকতে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিল বোধ হয়, তাই ওমাগো করে পেটে হাত দিয়ে মাঝখানে বিরতি নিয়েছিল। এখন আবার হাসার শুরু করছে। হাসতে হাসতে পাশে রাখা কোলবালিশ জড়িয়ে ধরছে আর বলছে- ওমাগো! এতবড় হয়েও পরে যায়….!!!

চুপ করো! ভদ্রতার রেশ মাত্র নেই ভেতরে। কারো বিপদ থেকে মানুষ হাসে??? অনেকটা ধমকের স্বরেই কথাটা বলে আবির। চুপ হয়ে যায় নীলিমা।

অভিমানে নাক, গালটা ফুলে গেছে নীলিমার। কিছুক্ষণ শুয়ে থেকে বিছানা থেকে উঠে চলে যায় সে। প্রথমে আবির ভাবছে হয়তো ওয়াশরুমে গেছে কিন্তু ২৫ মিনিট অতিবাহিত হওয়ার পরও যখন নীলিমা ফিরেনি তখন শুয়া থেকে উঠে, কি করছে নীলিমা এটা দেখার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়াই। নিশ্চুপ নীলিমাকে ওয়াশরুমের ঠিক পাশেই মাথা নিচু অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। কাছে যায় আবির। ঠোঁট বাকিয়ে বালিকা নিঃশব্দে মন খারাপ করে দাঁড়িয়ে আছে নীলিমা, সাথে নখ দিয়ে নখও কাটছে। মৃদু হেসে কাছে যায় আবির। অনেক দিন হলো পিচ্চিদের কান্না দেখে না, আজ সেই কান্না দেখতে ইচ্ছে হচ্ছে। খুব ইচ্ছে হচ্ছে পিচ্চির ঠোঁট বাকানো কান্না দেখতে। আর তাইতো আদর করে কাছে টানার পরিবর্তে ধমক দেয় আবির- কত করে বলছি নখ দিয়ে নখ কাটবে না, তারপরও এরকম করছ।আমার কথা কি কানে যায় না? কেঁপে উঠে নীলিমা। ছোট বাচ্চাদের মতই মাথা উঁচু অবস্থায় থেকে’ই চোখটা ঘুরিয়ে আবিরের দিকে নেয়। আবিরের রাগান্বিত দৃষ্টি দেখে আবার নখ কাটায় ব্যস্ত হয়ে পরে নীলিমা, সেই সাথে ঠোঁট বাকিয়ে নিঃশব্দে কান্না। এক টানে বুকে নিয়ে আসে আবির নীলিমাকে। পিঠে, মাথায় হাত বুলাতে থাকে। আদর পেয়ে থামার পরিবর্তে আহ্লাদী আরো ফুঁপিয়ে কেঁদে উঠে।

দিনগুলো এভাবেই কাটছিল হাসি আনন্দে, দুষ্টু-মিষ্টি খুনসুটিতে।

সেদিন ছিল বুধবার_
নীলিমার মনটা প্রচন্ড খারাপ। কারণ, পরদিনই ওর স্কুলের শেষ দিন। অথচ ও যেতে পারছে না। নীলিমাদের ব্যাচের বিদায়ী অনুষ্ঠান। যেহেতু বিদায় অনুষ্ঠানটা ফেব্রুয়ারির ২১তারিখ স্থির হয়েছে, তাই সব মেয়েরা আগে থেকেই ঠিক করে রেখেছিল সবাই মিলে একই রঙের শাঁড়ি, চুড়ি আর চুলগুলো খোঁপা করে তার সাথে বেলীর মালা পরে স্কুলে সমবেত হবে। নীলিমার মন খারাপ কারন একদিকে ও ঢাকায় আছে, অন্যদিকে ইচ্ছে থাকা সত্ত্বেও ও যেতে পারবে না। কারণ, আবিরের কলেজে নাকি কি পরীক্ষা চলছে। আর না যাওয়ার সবচেয়ে বড় কারণ, ও শাঁড়ি পরতে পারে না। ও বাড়িতে আবিরের বোন আদিবা পরিয়ে দিয়েছিল, কিন্তু এখানে তো তেমন কেউ নেই। মন খারাপ করে নীলিমা যখন সোফায় বসে তখন তার পাশে এসে আবির বসল।
মন খারাপ???
মাথা নাড়ে নীলিমা। প্রশ্ন করে আবির, মন খারাপের কারণটা কি জানা যাবে? নীলিমা জানায়, কালকে বিদায় অনুষ্ঠান হবে আমাদের স্কুলে অথচ আমি যেতে পারব না। প্রশ্ন করে আবির, যেতে পারবে না মানে? স্কুলের শেষ দিন আর তুমি যাবে না?! কেন???
জবাব আসে, আপনার স্কুলে পরীক্ষা। কালতো ১১টার সময় অনুষ্ঠান শুরু হবে।
পরীক্ষা শেষ। মন খারাপের কিছু নেই, গাড়ি আছে তো! তো আর সমস্যা কী? সকাল সকাল আমরা রওয়ানা দিয়ে দিব।

—তারপরও যেতে পারব না।(নীলিমা)
—- কেন?(আবির)
—– ওরা সবাই লাল সবুজের শাঁড়ি, লাল চুড়ি, খোপায় বেলীর মালা পরে আসবে।আমার তো আর ওদের মত এতকিছু নেই।(নীলিমা)

বোকা মেয়ে! এই জন্য কেউ মন খারাপ করে? আবির বসে থেকেই ফোন করে ফোন করে ওর বন্ধুর কাছে। বন্ধুকে নীলিমার শাঁড়ি, চুড়ি আর বেলী ফুলের মালার কথা বলে ফোনটা রেখে নীলিমার দিকে তাকায়। নীলিমা ফ্যালফ্যাল দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে।
ব্যস! বন্ধুকে বলে দিয়েছি। ও নিয়ে আসবে। যেহেতু ও তোমাকে দেখেছে তাই ঠিকঠাক মাপেই সবকিছু কিনবে, কোনো সমস্যা হবে না। এখন চলো তো! খিদে পেয়েছে খুব!

আবির-নীলিমা খাওয়া দাওয়া করে শুয়ে বসে থেকে, আসর নামাজটাও আদায় করে নিয়েছে। কিন্তু বন্ধুর ফেরার কোনো নাম নেই। আবির ফোন করে বন্ধুকে। জিজ্ঞেস করে, কিরে! শাঁড়ি কি তৈরি করে আনছিস নাকি? এত দেরী কেন হচ্ছে? উত্তর দেয় জোবায়ের, ঠিক’ই ধরেছিস। তৈরি’ই করছি, তাই লেইট হচ্ছে। তবে সেটা শাঁড়ি নয় ব্লাউজ। মেচিং করে কাপড় কিনে বানিয়ে তবেই ফিরছি।
“এইরে! আমি তো ভুলেই গিয়েছিলাম। বলেই জিহ্বায় কামড় দেয় আবির।”

সন্ধ্যা ৭টায় জোবায়ের শাঁড়ি, চুঁড়ি, বেলির মালা, সেফ্টিপিন আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস আবিরের বাসায় পৌঁছে দিয়ে যায়।
রাত্রি ১০টার দিকে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল আবির। তখন’ই ডাক দেয় নীলিমা। শুনছেন…..!!!
আবির ফিরে তাকায় নীলিমার দিকে। কিছু বলবে? নীলিমা মাথা নিচু করে জবাব দেয়, আমি শাঁড়ি পরতে পারি না। বিছানায় উঠে বসে আবির, পরতে পারো না মানে? আমাদের বাসায় কিভাবে পরেছিলা? মন খারাপ করে জবাব দেয়, ঐটাতো আমি এমনিই পরেছি। পরে দেখলেন না পরে গিয়েছিলাম? তারপর আদিবা আপু পরিয়ে দিয়েছিল……

কিন্তু এখন তো ওরা নেই!(আবির)
—- এজন্য’ই বলছিলাম দরকার নেই যাওয়ার। আমি না হয় পরে ১দিন গিয়ে এডমিট কার্ডটা নিয়ে আসব।(মন খারাপ করে নীলিমার জবাব)

ধমক দেয় আবির!
আবিরের ধমকে কেঁপে উঠে নীলিমা।
—যাও শাঁড়ি নিয়ে আসো।
কোনো কথা না বলে তাড়াতাড়ি আলমারি থেকে শাঁড়ি বের করে আবিরের দিকে এগিয়ে দেয়।
—– শুধু শাঁড়ি কেন? শাঁড়ির সাথে কি আর কিছু পরতে হয় না নাকি?
এবারো নীলিমা তাড়াতাড়ি কাপড় বের করে এনে আবিরের সামনে দাঁড়ায়। আবির মুখে দুষ্টু হাসির রেখা টেনে বলে, ওগুলোও কি আমি পরিয়ে দিব নাকি? এভাবে এগুলো আমার দিকে এগিয়ে দিচ্ছ যে? লজ্জায় মাথা নিচু করে ফেলে নীলিমা। মুখটা কেমন লাল হয়ে গেছে। নীলিমার লজ্জা পাওয়া দেখে আবির রসিকতার স্বরে বলে, ওহ! ম্যাডাম তাহলে চাচ্ছে আমি এগুলো পরিয়ে দেই! ওকে, দাও। আবির মুখে দুষ্টু হাসি নিয়ে হাত বাড়াতেই আবিরের হাত থেকে শাঁড়ি নিয়ে দৌঁড় দেয় নীলিমা। আবির হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। মিনিট দশেক পর চেঞ্জ করে পরণে কোনো রকম শাঁড়িটা প্যাঁচিয়ে রুমে আসে নীলিমা। আয়নার সামনে দাঁড়িয়ে প্রায় ঘন্টাখানেক ট্রাই করেও নীলিমা পারেনি ঠিক করে কুঁচি দিতে। না পেরে আয়নার দিকে রাগে চিরুনি ছুঁড়ে মারে। আড়চোখে সবটা দেখছিল আবির। স্মিতহাস্যে এবার বিছানা থেকে নেমে নীলিমার কাছে যায়। আয়নার ভিতর দিয়ে আবিরকে দেখতে পেয়ে মলিন মুখে ঘুরে তাকায় নীলিমা।
আমাকে দাও, আমি পরিয়ে দিচ্ছি। হাসি আটকিয়ে অনেকটা স্বাভাবিক ভঙ্গিতে আবির কথাটা বলে।

আহারে! মেয়েটা ঠিক আমার মতই,
সহজ সরল বোকা সোকা। তাইতো দুষ্টু আবিরের এক কথায়’ই রাজি হয়ে যায়। এগিয়ে যায় আবিরের দিকে। সুন্দর করে কুঁচি তুলে নীলিমার দিকে তাকায়।
বোকা নীলিমা কিছু না বলে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করে আবির, গুজে দেই???
নীলিমা মাথা নেড়ে “হ্যাঁ” সূচক সম্মতি জানায়। আবিরের চোখে মুখে রাজ্য জয়ের হাসি। কোনো কথা না বলেই কুঁচিগুলো গুজে দিতে দিতে আবির নীলিমার দিকে তাকিয়ে হাসি দেয়। কেঁপে উঠে নীলিমা, তারপরও আবিরের দিকে তাকিয়ে আবিরের সাথে তালমিলিয়ে হাসি দেয়। প্রশ্ন করে নীলিমা, হয়েছে? আবির লক্ষ করেছে লজ্জায় নীলিমার চোখ মুখ কেমন অন্যরকম হয়ে গেছে। বিষয়টা আবির এনজয় করছে। আর তাইতো নীলিমার প্রশ্নের উত্তরে বলেনি, হয়নি! সবেতো প্রস্তুতি ম্যাচ। আবির আবারো শাড়ি নিজ ইচ্ছাতে এলোমেলো করে শাঁড়িতে কুচি তুলতে থাকে। যতবার আবির কুচি গুজে দিচ্ছিল, ততবার’ই শিউরে উঠছিল নীলিমা। পরক্ষণে আবিরের সাথে তালমিলিয়ে অকারণেই হেসে উঠছিল সেও।
এখনো হয়নি? অনেকটা হাফিয়ে উঠে কথাটা বলে নীলিমা। উত্তর দেয়, হ্যাঁ! এদিকটা হয়ে গেছে। এবার উপরে ঠিক করতে হবে। আঁচলটা দাও তো!
নীলিমা আমতা আমতা করে বলে, মামামানে…..?!!!
উত্তর দেয় আবির, সুন্দর করে ভাঁজ করে সেফ্টিপিনে আটকাতে হবে তো। না হলে তোমার বান্ধবীরা হাসাহাসি করবে না তোমাকে নিয়ে? দাও, দাও! দেখি, কিভাবে পরাবো সকালে। নীলিমা কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছে। আবির নীলিমার শাঁড়ির আঁচল ভাঁজ করছে আর মুখটিপে হাসছে। আঁচলটা সেফ্টিপিন দিয়ে আটকানোর সময় আবিরের হাত নীলিমার ঘাড় স্পর্শ করলে নীলিমা কেঁপে উঠে। নজর এড়ায় না আবিরের। নীলিমাকে ছেড়ে দিয়ে সামনে গিয়ে দাঁড়ায়। অনেকটা হিরোর ভাব নিয়ে প্রশ্ন করে, সত্যি করে বলো তো এই যে কুচি তুলে গুজে দিলাম, আঁচল ঠিক করে দিলাম, এতে তোমার কেমন ফিল হয়েছে? মানে তোমার অনুভূতিটা জানতে চাইছি। নীলিমা মাথা তুলে আবিরের দিকে তাকায়। আবির উৎসুক দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়ে আছে। কাঁপা কাঁপা গলায় নীলিমার উত্তর, আআআপনি……
আবির খুশি হয়ে বলে, হ্যাঁ আমি…..
আপনি আআমায়…..
হ্যাঁ, বলো আমি তোমায়…….
—- কাতুকুতু কেন দিছেন?(নীলিমা)

ওরে, আমারে কেউ মাইরালা…!!!
কথাটা বলেই ধপাস করে বিছানায় পরে যায় আবির…

চলবে…..

ফুলশয্যা(সিজন-০২) পর্ব- ০৫

0

ফুলশয্যা(সিজন-০২)
পর্ব- ০৫
লেখা- অনামিকা ইসলাম।

বাসা থেকে বেশ ক্ষাণিক’টা দুরে গিয়ে আবির থামে। নীলিমা তখনও দৌঁড়াচ্ছে। নীলিমার জন্য দাঁড়িয়ে ছিল আবির, তখনি আবিরের বাবার ফোন। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠে-
” এভাবে রাগ দেখিয়ে হনহনিয়ে এক কাপড়ে বাসা থেকে বের হয়ে গেলি, তো বউয়ের কাপড়-চোপড় কেনার জন্য টাকা কি কিছু আছে সাথে?”
উফফ্! বাবা আমি ভুলে গিয়েছিলাম। প্লিজ বাবা আদিবা আপুকে ফোনটা দাও। উতলা কন্ঠে আবিরের জবাব।
এত উতলা হতে হবে না। আদিবা আলমারি থেকে কাপড়-চোপড় বের করছে। তুই মোড়ে একটু দাঁড়া।
ঠিক আছে, বাবা! রাখি…..
আবির কল রেখে পাশে নীলিমার দিকে তাকায়। নীলিমা এতক্ষণে ওর কাছে এসে পৌঁছেছে আর বড় বড় নিঃশ্বাস ফেলছে। আবির সেদিকে তাকিয়ে প্রশ্ন করে নীলিমাকে, কি হলো হাফাচ্ছ কেন?

নীলিমা:- আপনার জন্য’ই তো….
আবির:- আমার জন্য???
নীলিমা:- তা, নয়তো কি? এভাবে কেউ দৌঁড়ায়?

আবির নীলিমার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে প্রশ্ন করে, উচ্চতা কত?

নীলিমা:- ৫ফিট, দেড়…..
আবির:- এই জন্য’ই তো…….
নীলিমা:- কি?
আবির:- দৌঁড়াচ্ছ তুমি, আমি নয়।
নীলিমা:-…(মাথা নিচু করে দাঁড়িয়ে আছে)

মিনিট পাঁচেক পর সেখানে উপস্থিত হয় আবিরের বোন আদিবা। নীলিমার হাতে কাপড়ের ব্যাগটা দিয়ে আবিরের হাতে কিছু টাকা তুলে দেয়। অতঃপর বিদায় নেয় আদিবা……
আরো মিনিট দশেক হেঁটে তবেই বাসস্টপে পৌঁছতে হবে ওদের, কারণ এখানে গাড়ি-ঘোড়া পাওয়া যায় না। তাই আবির আবারো হাঁটা শুরু করলে পিছন দিয়ে দৌঁড়ানো শুরু করে নীলিমা। কিছুদুর গিয়েই থেমে যায় আবির। ফিরে তাকায় নীলিমার দিকে। নীলিমা দৌঁড়ে এসে আবিরের সাথে একত্রিত হলো।
দাও, ব্যাগটা আমার কাছে দাও।
নীলিমা হাত বাড়াতেই আবির ব্যাগটা নিয়ে নেয়। তারপর গম্ভীর কন্ঠে বলে, এবার হাঁটো….. পিছনে যাতে না পরো।

নীলিমা:- আজ ছোট বলে…..?
আবির মুচকি হেসে পাশে ফিরে তাকায়। নীলিমা তখন আবিরের সমানে সমানে থাকার জন্য দৌঁড়াচ্ছে রীতিমত।

দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে বের হলেও প্রচন্ড জ্যামে আটকে থাকার কারনে আবির নীলিমাকে নিয়ে সন্ধ্যা ৬টায় ঢাকায় নিজ বাসায় পৌঁছে। ক্লান্ত আবির ব্যাগটা আলমারির ভিতর ঢুকিয়ে রেখে বিছানায় ধপাস করে শুয়ে পরে। এদিকে নীলিমা কৌতূহলী দৃষ্টিতে রুমের এ প্রান্ত থেকে ও প্রান্তে তাকাচ্ছে ঠিক যেমনটা রাস্তায় করেছিল। জীবনের প্রথম শহরে এসেছে, তাই অবাক দৃষ্টিতে বিশ্ব রোডের নিচে দাঁড়িয়ে ঘুরঘুর করছিল নীলিমা। চালককে ভাড়া মিটিয়ে দিয়ে আবির নীলিমার এ হেন আচরণ দেখে মিটিমিটি হাসছিল। নীলিমার তাতে কোনো খেয়াল নেই। ও তখনও গোল হয়ে যাওয়া রাস্তার দিকে ঢ্যাব ঢ্যাব করে তাকিয়ে। কাছে গিয়ে ছুঁয়ে দিতেই হুশ হয় নীলিমার। আরেকবার এভাবে ঘুরঘুর করতে গিয়ে গাড়ি চাপা পরছিল, অল্পের জন্য বেঁচে গেছে। ভাগ্যিস, আবির টান মেরে কাছে নিয়ে আসছে।
এটা রুম, বিশ্ব রোড না। ঘুর ঘুর করা রেখে, ফ্রেশ হয়ে আসো। আবিরের কথায় ঘোর কাটে নীলিমার। যাচ্ছি বলে দরজা দিয়ে বাহির হয়ে আরেক বাসার রুমে প্রায় ঢুকে পরছিল, দরজার সামনে থেকে আবির গিয়ে নীলিমাকে টেনে আনে। তারপর ওয়াশরুমের কাছে নিয়ে যায়।

আবির:- এটা ওয়াশরুম, আর যেখানে ঢুকছিলা ঐটা বেডরুম। সদ্য বিবাহিত এক দম্পতি ঐখানে ভাড়া থাকে।
নীলিমা:- আসলে আমি জানতাম না…(মন খারাপ করে)
আবির:- ইটস ওকে।
নীলিমা:- আপনিও কি এখানকার ভাড়াটিয়া???

ফিরে তাকায় আবির। একটা মুচকি হাসি দিয়ে বলে, এটা আমার বাবার ফ্ল্যাট বাসা। কিনে ভাড়া দিয়ে রাখছে।

সারাদিনের জার্নি,
ক্লান্ত শরীর নিয়ে আবির কিচেনে যেতে পারবে না বলে বাহির থেকে খাবার কিনিয়ে আনল। বিরিয়ানির প্যাক। নীলিমার হাতে একটা দিয়ে আবির খাওয়া শুরু করল। নীলিমা ঢ্যাব, ঢ্যাব করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরের তাতে কোনো খেয়াল’ই নেই। পানি খেতে বোতল নেয়ার সময় হাত বাড়ালেই আবির নীলিমাকে আগের মতই বিরিয়ানির প্যাক হাতে নিয়ে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়।

আবির:- কি হলো? দাঁড়িয়ে আছ যে? খাবে কখন?
নীলিমা:- এখন।
আবির:- হুম, বসো….

নীলিমা খেতে খেতে আবিরকে প্রশ্ন করে, আপনার বাবার তো মাশাআল্লাহ অনেক সম্পত্তি আছে। তাহলে আপনি এত কিপ্টা কেন?
What? বিস্মিত চোখে আবির নীলিমার দিকে ফিরে তাকায়। কিপ্টা মানে? কি বলতে চাচ্ছো তুমি?
নীলিমা ভয়ে ঢোক গিলে। তারপর আমতা আমতা করে বলে, না মানে আপনার বাসায় প্লেট নেই তো তাই বলছিলাম।
অবাকের চূড়ান্ত সীমায় আবির, কে বলল প্লেট নেই? আমার যতগুলো খাবার প্লেট আছে, ততগুলো প্লেট কোনো ব্যাচেলর ছেলের নেই।
তাহলে এসবে খান কেন? নীলিমা ওর হাতে রাখা বিরিয়ানির প্যাকটা দেখিয়ে বলে। এতক্ষণে আবির আসল ঘটনা বুঝতে পারে। কোনো রকম হাসি আটকিয়ে বলে, এই শখ হলো আর কি! তাই খেলাম আজকে…..

খাওয়া দাওয়া শেষে আবির নীলিমাকে রুমে বসতে বলে, উপরে ভাড়াটিয়াদের রুমে যায়।

আবির:- আসব?
রিতু:- জ্বি, ভাইয়া আসুন।
আবির:- আড্ডা দিচ্ছিলে নাকি?
মিতু:- খেয়েছি তো, তাই একটু…..
হেনা:- ভাইয়া বসুন।(চেয়ার টেনে দিয়ে)
আবির:- আসলে তোমাদের তো বলেছি’ই সকালে ফোনে তোমাদের ভাবির সম্পর্কে। ও আসছে আজকে আমার সাথে। এখন তোমরা কি সিদ্ধান্ত নিলা?
রোসা:- ভাইয়া আমি তো বেডে একা একা’ই থাকি। ভাবি থাকতে পারবে। আমার কোনো সমস্যা হবে না।
আবির:- ওকে, তোমরা তাহলে পড়াশুনা করো। পরে না হয় ওকে দিয়ে যাব।

আবির রুমে চলে আসল।
নীলিমাকে ভালো ভাবে বুঝিয়ে শুনিয়ে কিছুক্ষণ পর ওদের সাথে পরিচয় করিয়ে দিয়ে চলে আসল।

পরদিন রাত্রিবেলার ঘটনা_
ডিনার করে আবির একটু বাইরে গিয়েছিল, বাইরে থেকে এসে দেখে নীলিমা মুখ ভার করে বারান্দায় দাঁড়িয়ে আছে। প্রশ্ন করে আবির, কি হলো? মন খারাপ? মন খারাপ করে উত্তর দেয় নীলিমা, আমি ওদের সাথে থাকব না।

আবির:- কিন্তু কেন?
নীলিমা:- ওরা কিসব কথা বলে, হাসাহাসি করে। আমার ভাল্লাগে না।
আবির:- ওরা পড়াশুনা করে একটু মজা করে। আর কথা কিন্তু তুমিও কম পারো না। তাই প্লিজ, আর কোনো অজুহাত নয়, চলো।

আবির নীলিমাকে একরকম জোর করেই উপরে রুমে দিয়ে আসে। রুমে এসে শুইছিল আবির। প্রায় ঘন্টাখানেক বিছানায় ছটফট করে উঠে বসে আবির। কোনো ভাবেই ভালো লাগছে না দেখে ছাদে যায়। ছাদ থেকে ফেরার সময় অনেক হাসাহাসির আওয়াজ আসে রুম ঐ মেয়েদের রুম থেকে। কিসের এত হাসি এটা বলার জন্য দরজার কাছে যেতেই আবির থমকে যায়। কিসব উল্টাপাল্টা প্রশ্ন করছিল ওরা নীলিমাকে।

রোসা:- তোদের একটুও লজ্জা নেই? এই ছোট্ট মেয়েকে কি সব আজেবাজে প্রশ্ন করছিস তোরা?
রিতু:- আজেবাজে নয়, তাই না ছোট আপু? আসো, বসো এখানে।
মিতু:- আচ্ছা, নীলিমা এবার একটু বলো তো বাসর রাত্রে কি হয়েছিল তোমাদের মাঝে?
নীলিমা:- কি হবে?(বোকার মত)
হেনা:- মানে কিভাবে শুরু করছ….?!!!
রিতু:- হ্যাঁ, হ্যাঁ! বলো বলো….
নীলিমা:- কি শুরু করব? আমি ফ্লোরে ঘুমাইছি, আর ওনি খাটে।
মিতু:- ইয়া আল্লাহ! তোমরা আলাদা ঘুমিয়েছিল? তোমাদের হয়নি…?
নীলিমা:- আপু আমি আপনাদের কথা বুঝি না। আর আমার ঘুম পেয়েছে। ঘুমাবো…
নীলিমা উঠতে গেলে ওকে টান দিয়ে হেনা বসিয়ে দেয়। তারপর আবারো প্রশ্ন করে, বলছি তোমার বর কি তোমার শাঁড়ির আচল ধরে টান দেয়নি?
বোকা মেয়ে লাফিয়ে উঠে বলে- হ্যাঁ, আপু! দিয়েছে তো। কালকে সকালে ওনি আমার আঁচল ধরে টান দিয়েছিল।
সবাই একসাথে বলে উঠল, ওয়াও!
রোসা বিছানা থেকে লাফিয়ে উঠে বলল, ওরে কেউ আমারে মাইরালা।
চুপ কর এলিয়েন! শুয়ে আছিস, শুয়ে থাক। কথা বাড়াইস না। পাশ থেকে রিতুর জবাব।
তোরা কি মানুষ নাকি অন্য কিছুরে? এই ছোট বাচ্চাটার পিছনে কেন লাগছিস? কি লাভ তোদের এসব করে?(রোসা)
আমরা যা ইচ্ছে তাই করব। তুই কেন শুনছিস এসব? তুই কানে তুলা দিয়ে শুয়ে থাক। রোবটের বাচ্চা রোবট….(রিতু)
রেগে যায় রোসা। বিছানা থেকে উঠে, নীলিমার হাত ধরে। বোন তুমি ভাইয়ার রুমে থাকো, ঐটা বেশ নিরাপদ। তবুও এখানে আর এসো না। কথাটা বলে দরজা খুলে রোসা। দরজার সামনে আবিরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীলিমার সাথে সাথে কেপে উঠে রোসাও। কিছু একটা বলতে যাবে রোসা তার আগেই নীলিমার হাত ধরে টানতে টানতে ওকে রুমে নিয়ে যায় আবির। রাগান্বিত গলায় বলা শুরু করে,
রেগে গিয়ে শাঁড়ির আঁচল ধরে টান দিয়েছিলাম, সেটাও ওদের বলতে হলো। বলি তোমার কি নূন্যতম কমন সেঞ্ছ বলতে কিচ্ছু নাই? মন খারাপ করে নীলিমার জবাব, ওরা আমায় জিজ্ঞেস করছে তাই বলছি……
দাঁতে দাঁত চেপে আবির বলে, তাই বলে এসব কথাও তুমি বলে দিবে? গোপনীয়তা বলতে কি কিচ্ছু বুঝো না তুমি? মাথা নিচু করে নখ চিমটাতে চিমটাতে নীলিমার জবাব, আমি তো মিথ্যে কিছু বলিনি। তারপরও ধমকাচ্ছেন কেন?
ধমকাবো না তোমায়, চুমু দিব। ওরা ব্রেন ওয়াশ করছে, আর তুমি কি না….। ভুলটা আমার’ই হয়েছে। যাক।
ড্রিম লাইট’ টা জ্বালিয়ে বিছানার মাঝখানে কোলবালিশ রেখে তার একপাশে নীলিমাকে শুতে বলে আবিরও শুয়ে পরে। মুখটা কালো করে কিছুক্ষণ পর নীলিমাও শুয়ে পরে।
পরের দিন ক্লাস টেনের একসেট বই আর প্রতি বইয়ের জন্য নোট কিনে আনে আবির। বই দেখে আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করে নীলিমা, এগুলো আমার?
হ্যাঁ, তোমার। তোমায় পড়াশুনা করতে হবে এখন থেকে। বাসায় বসেই পড়বা, পরীক্ষার সময় আমিই নিয়ে যাব তোমাদের স্কুলে। চোখগুলো ছলছল করে নীলিমার। মনে হচ্ছে এখনি কেঁদে দিবে।আর হ্যাঁ, এখন থেকে কথা একটু কম বলার চেষ্টা করবা। অযথা বকবক না করে বইয়ে মনোযোগ দিবা। কাজ হবে যেটা। নীলিমা আচ্ছা বলে মাথা ঝাঁকায়।

৬,৭দিন পরের ঘটনা__
আবির কলেজ থেকে ফিরে। বাসায় ফিরে আবির নীলিমাকে কিছুক্ষণ পর পর পেটে হাত বুলাতে দেখে। কিছুটা অবাক হয় আবির। প্রশ্ন করে নীলিমাকে, নীলিমা তোমার শরীর খারাপ? মাথা ঝাঁকিয়ে না বলে নীলিমা।
রাত্রে খাবার খেয়ে শুয়েছিল আবির। পাশ থেকে নীলিমা বলে উঠে, শুনছেন! আমি পেটে হাত দিয়েছিলাম কেন জানেন?
মাথা উঁচু করে নীলিমার দিকে তাকায় আবির। প্রশ্ন করে, কেন?
উত্তর দেয় নীলিমা, দেখছিলাম বাবু আছে কি না পেটে।
চমকে উঠে আবির, What? কিসের বাচ্চা? কার বাচ্চা?
নীলিমার উত্তর, কার আবার আমার। বিয়ে হয়েছে বাচ্চা হবে না???
কিছুটা ঘাবড়ে গিয়ে প্রশ্ন করে আবির, বিয়ে হলেই বুঝি বাচ্চা হয়?
পন্ডিতের মত জোর গলায় বলে উঠে নীলিমা- না, না! শুধু বিয়ে হলেই হবে না। এক বিছানায় থাকতেও হয়। আমার এক ভাবিরও তো বাচ্চা হয়ছে বিয়ের পর। ওনিও ভাইয়ার সাথে একবিছানায় থাকত। তার কয়দিন পরেই ওনার বমি হতো, মাথা ঘুরত। এরপরে লাবিব হয়েছে….
আমিও তো গতকাল বমি করছি, আমারও তো গাড়ি থেকে নামার সময় মাথা ঘুরছে।(নীলিমা)
নীলিমা, কাল তুমি জার্নি করছিলা। আমার সাথে ঘুরতে গিয়েছিলা। তাই…..
পুরো কথা বলতে পারেনি আবির, তার আগেই গড় গড় করে বলতে থাকে নীলিমা, আমি মোটেও গাড়িতে উঠলে বমি করি না, মাথাও ঘুরে না। আমার কেন জানি মনে হচ্ছে আমার পেটে বাবু আছে।

বাচ্চা মেয়ের কথায় দম ফাটানো হাসি আসছিল আবিরের। কিন্তু হাসতে গেলে কারন বলতে হবে
পুচকিটাকে। আবির চাচ্ছে না বাচ্চা মেয়েটার মগজে পোকা ঢুকাতে। চাচ্ছে না বলেই হাসি আটকানোর জন্য অন্য পাশে ঘুরতেই নিচে পরে যায়…..

চলবে……

ফুলশয্যা(সিজন-০২) পর্ব-০৪

0

ফুলশয্যা(সিজন-০২)
পর্ব-০৪
লেখা- অনামিকা ইসলাম।

ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়েছিল নীলিমা। রুটি আর ডাল। এটা দেখেও কিছুক্ষণ ঘেনর ঘেনর করল ওর শাশুড়ি। একটা রুটি একটু পুড়ে গিয়েছিল, ব্যাস! সেটা নিয়েই শুরু হলো। তারপর বাপজন্মে এমন ডাল দিয়ে রুটি খায়নি, এই সেই, আরো কত কি!
বিকেলে আবির ওর বোন-দুলাভাইয়ার সাথে লুডু খেলছিল আর হাসাহাসি করছিল ড্রয়িংরুমে বসে। নীলিমা উপর থেকে সেটা থেকে থমকে দাঁড়ালো।আবিরের হাসিমুখটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কারণ, এ বাড়িতে আসার পর এই প্রথম নীলিমা আবিরের হাসিমুখ দেখেছে। মানুষটার চেহারার মত হাসিটাও খুব সুন্দর…..
হাসি দেখে ঘোর লেগে যায় নীলিমার। ঘোর কাটে ননাস আদিবার ডাকে। কি হলো? ঐখানে দাঁড়িয়ে কেন তুমি? আসো, নিচে আসো। ননাসের ডাকে সাড়া দিয়ে নিচে নামে নীলিমা।
ঐ মেয়ে! ঐখানে বসছ কেন? এদিকে আসো, আবিরের পাশে বসো। কথাটা বলেই ননাসের হাজবেন্ড জায়গা দিয়ে ওনি আদিবা আপুর পাশে চলে যায়। বসবে না বসবে না করেও কাঁপা কাঁপা দৃষ্টি নিয়ে আবিরের দিকে তাকিয়ে নীলিমা ওর পাশে বসে। পাশে বসার পর নীলিমা লক্ষ্য করেছে আবির কেন যেন একটু পর পর ওর দিকে তাকাচ্ছে। ভয়ের মাত্রা আরো বেড়ে যায় ওর। মাকে চা দিতে হবে, আমি উঠি। মিথ্যে অজুহাত দেখিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়াতেই, তার জন্য কাজের মেয়ে আছে কথাটা বলে নীলিমার ননাস নীলিমাকে আবারো বসায়।
খেলা শুরু হলো।
আবির-দুলাভাই বনাম নীলিমা-আপু।
গুটি চালাচালির সময় আবিরের হাতের সাথে নীলিমার হাত লেগেছে অনেকবার। তারই সূত্র ধরে দু’জনের মধ্যে চোখাচোখিও হয়েছে। তারপর আবার খেলা। খেলায় নীলিমাদের জয় হয়েছে। এ প্রথম লুডু খেলায় আবিরের হার হয়েছে তাও নীলিমার কাছে। খেলা শেষে শাশুড়ির ডাকে দৌঁড়ে যায় নীলিমা। তার সাথে আবিরও উঠে দাঁড়াচ্ছিল, বোন আদিবার কথায় আবারো বসে।
— কিছু বলবা?
বলব না, শুনব। গত পরশুদিন রাত্রে কি, কি হয়েছে তোদের রুমে সেটাই শুনতে চাই।
–আপু, এসব কি বলছ? তুমি না আমার ব….(….)…..???
হুম, বড় বোন হই। তবে সেটা নামেই, কাজে নয়। কাজে হলে ঠিক বাবা বোনের কথা মেনে নিতে।
–কি বলতে চাচ্ছো তুমি?
আমি যা বলতে চাচ্ছি, আশা করি তুই তা বুঝে গেছিস।
—আপু, প্লিজ! এভাবে কথা না ঘুরিয়ে সোজাসাবটা বলো কি বলতে চাচ্ছ তুমি?
আবির! মা অন্যরকম হলেও তোকে আমরা ঠিক ভালো মানুষ ভাবতাম। ভাবতাম, মা না বুঝলেও তুই ঠিক বুঝবি।
কিন্তু আমরা ভুল ভাবছিলাম। যে মানুষকে মানুষের মর্যাদা দিতে পারে না, তার থেকে আর যায় হোক ভালো কিছু প্রত্যাশা করা যায় না।
উপস্থিত হয় আবিরের বাবা। মেয়ের সাথে তাল মিলিয়ে বলে, যে ছেলে শত শত মানুষকে শিক্ষা দেয় মানুষের চেয়ে বড় কিছু নেই, সেই ছেলে কি না এরকম মনের অধিকারী? আমার ভাবতে অবাক লাগছে, এই আবিরকে নিয়ে আমি গর্ভ করতাম!
— গর্জে উঠে আবির! চুপ করো তোমরা। আমি আর নিতে পারছি না।
কেন চুপ করবে ওরা? তুমি বলো মেয়েটার কি অপরাধ? কেন ওর সাথে এরকম ব্যবহার করছ? ও কালো এই জন্য নয়তো??? পাশ থেকে আবিরের দুলাভাই বলে উঠে।
—আবির দাঁতে দাঁত চেপে বলে, আমার কাছে সব মানুষ’ই সমান দুলাভাই।
তাহলে কেন এরকম করছিস?
—- এরকম করছি কারন আমি এধরনের মানুষকে ঘৃনা করি আপু।
হা, হা, হা! এই বললি সবাই সমান। এখনি আবার ঘৃণা? ভালো তো!
— বাবা! হাসার কোনো কথা বলিনি এখানে। তুমি হয়তো জানো না, আমি মনে প্রাণে সব সময় একটা জিনিসই চাইতাম, আর সেটা হলো জীবনসঙ্গীনি হিসেবে পাশের মানুষটা যেরকমই দেখতে হোক না কেন তাকে হতে হবে প্রতিবাদী, শক্তিশালী মননের অধিকারী। কালো হোক, দলা হোক যেরকম’ই হোক আমি শুধু চাইতাম, আমার বউটা শিক্ষিত এবং মার্জিত রুচিবোধ সম্পূর্ণ ব্যক্তি হোক। কিন্তু তোমরা এটা কি করলে?
ওহ! তোর তাহলে প্রবলেম এই জায়গায়…..
— কোন জায়গায়?
এই যে নীলিমা অশিক্ষিত…..
— প্রবলেমটা এই জায়গায় নয় আপু। প্রবলেমটা হলো ওর মন মানসিকতা বড্ড সেকেলে। অন্যায়ের প্রতিবাদ করার কোনো ক্ষমতায় ওর নেই। আর সবচেয়ে বড় কথা ওর সাথে আমার যায় না। বিশেষ করে বয়সের ক্ষেত্রে। কোথায় ১৫বছরের এক কিশোরী আর কোথায় ২৭বছরের যুবক। বয়সের ক্ষেত্রে ওর সাথে আমার অনেক ব্যবধান।
ওকেও তুই যোগ্য করে তৈরি করতে পারিস। গড়ে তুলতে পারিস তোর মনের মত, এর জন্য শুধু মনের একটু জোর দরকার। জানিস, নীলিমা স্কুলের ফাস্ট গার্ল….(…)…???
—- আপু, প্লিজ! আমি আর শুনতে চাচ্ছি না। ক্ষমা করো।

আবির কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুমে চলে যায়। পুরো রাত ভর আবির চিন্তা করল। সব শেষে আদিবা আপুর কথা মনে হলো। বার বার কানের মধ্যে প্রতিধ্বণিত হতে লাগল ওনার বলা শেষ কথা- “ওকেও তুই তোর মনের মতো করে গড়ে তুলতে পারিস।” সত্যি’ই কি এটা সম্ভব? আমি ওকে আমার মত করে গড়ে তুলতে পারব? নীলিমা স্কুলের ফাস্ট গার্ল ছিল? শুয়া থেকে উঠে বসে আবির। ড্রিম লাইটের মৃদু আলোয় আবির ঘুমন্ত নীলিমার মুখের দিকে তাকিয়ে আচমকা একটা রহস্যজনক হাসি দেয়।

সকাল ১১টা_
শাশুড়ির জন্য চা তৈরি করে দৌঁড়ে নীলিমা শাশুড়ির রুমের দিকে এগুতে থাকে। নীলিমাকে এভাবে দৌঁড়াতে দেখে কিছু একটা বলতে গিয়েও থেমে যায় আবির। নীলিমা সামনের দিকে এগুচ্ছে, নিশ্চুপ আবিরও ধীর পায়ে নীলিমাকে অনুসরন করছে। পৌঁছে যায় শাশুড়ির রুমে।
” মা! চা…..”
একটা হাসি দিয়ে চলে যাচ্ছিল আবির, হঠাৎ ভিতর থেকে মায়ের চিল্লানোর স্বর ভেসে আসে।
আবির ফিরে তাকায় রুমের দিকে। ওর মা নীলিমাকে হাত থেকে পরে কাপ ভাঙার অপরাধে যাচ্ছে তাই কথা শুনাচ্ছে। অলক্ষ্মী, অপয়া বলে গালি দিচ্ছে। গালি দিচ্ছে বাপ তুলে। কথা ধরে নীলিমা। অনেক সহ্য করেছে, আজ ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। কথায় কথায় বাবা মা তুলে গালিগালাজ, আজ মৃত বাবাকে নিয়ে কথা বলছে। না, আর মেনে নেয়া যায় না।
” ক্ষমা করো মা” আমাকে আজ মুখ খুলতেই হচ্ছে, কথাটা মনে মনে বলে, বলতে শুরু করে নীলিমা-
মা, আপনার কাছে হাতজোড় করছি! দয়া করে, কথায় কথায় বাপ মা তুলে গালি দেয়া এবার বন্ধ করুন। অনেক সহ্য করেছি, আর পারছি না মা।
তুই আমাকে ধমক দিচ্ছিস? কেন? কি করবি? আমি তোর ঐ শয়তান বাপের নাম নিলে কি করবি তুই? আমার নামে নালিশ করবি শ্বশুরের কাছে? আমায় বাড়ি ছাড়া করবি? কালকের মেয়ে হয়ে তুই আমায়, এতটুকু বলে থেমে যায় নীলিমার শাশুড়ি।
কি ব্যাপার? ওনি এদিকে কি দেখছেন বলেই পিছনে ফিরে তাকায় নীলিমা। আবিরকে এভাবে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নীলিমার কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। এদিকে নীলিমার শাশুড়ির মনেও ছোট খাটো ঝড় বয়ে যাচ্ছে, সেটা ওনার মুখ দেখেই বুঝা গেছে।
শাশুড়ি বুঝতে পারছে আবিরের প্রশ্ন থেকে আজ আর নিস্তার নেই। কারণ, ওনি ওনার ছেলেকে খুব ভালো করেই চেনেন। শান্ত এবং গম্ভীর প্রকৃতির আবির সবসময় রাগে না। তবে যখন রাগে তখন কুরুক্ষেত্র বয়ে যায়। ভয়ে আবিরের মা হায় আল্লাহ, হায় আফসোস করছে।
আবির ওর মাকে অবাক করে দিয়ে, নীলিমাকে ফ্লোর থেকে টেনে তুলে। নীলিমা তখন ভাঙা কাপের টুকরো জড়ো করছিল। আর ওর কিছু বুঝে উঠার আগেই আবির ওকে টানতে টানতে রুমে নিয়ে যায়।
নিশ্চয় ওনি মায়ের সাথে তর্কে করার সময় তা শুনে নিয়েছেন। হে আল্লাহ! এখন আমার কি হবে? কেন আমি মায়ের কথা মতো চুপ করে থাকতে পারলাম না। এখন যদি ওনি আমায় তাড়িয়ে দেয়? কি হবে আমার? মা বোন ওরা’ই বা সমাজে মুখ দেখাবে কি করে?
আবির আলমারি খুলে ভিতর থেকে নীলিমাকে থ্রি-পিছ বের করে দেয়। সেটা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে নীলিমা। আর মনে মনে বিলাপ করতে থাকে, আজ আর সব গেল। মায়ের কথা না শুনাতে আজ আমার সব শেষ হয়ে গেল। আবির রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে বলে যায়, ঢাকায় যাব। এসে যাতে রেডি দেখি।
আবির রুম থেকে বের হয়ে সরাসরি মায়ের রুমে যায়। মা তখন কপালে হাত দিয়ে চিন্তিত মনে টিভির সামনে বসে ছিলেন। আবিরকে দেখেও না দেখার ভান করে টিভির দিকে তাকিয়ে ছিলেন। রিমোর্ট দিয়ে টিভির শব্দটা অফ করে মায়ের দিকে তাকায় আবির। জোর করে মুখে হাসির রেখা টেনে প্রশ্ন করে ওর মা, কিরে কিছু বলবি?
হ্যাঁ_

আবিরে মা:- বস এখানে।
.
আবির:- বসতে আসিনি। ঢাকায় চলে যাচ্ছি, সেটাই বলতে আসলাম।
.
আবিরের মা:- কিন্তু তোর না ৭দিনের ছুটি দিয়েছে?
.
আবির:- দিয়েছিল। একটা জরুরী কাজের কথা মনে পড়েছে, তাই এখন চলে যেতে হচ্ছে। ছুটি’টা ওখানেই কাটাবো।
.
আবিরের মা:- ওহ! কখন রওয়ানা দিবি?
.
আবির:- এখন, আসি। ভালো থেকো।

মায়ের কথা উপেক্ষা করে আবির চলে যাচ্ছিল, কি মনে করে যেন দরজার সামনে থেকে ফিরে আসল। টিভির দিকে তাকিয়ে বলতে শুরু করল- আর একটা কথা! এই স্টার জলসা, জি বাংলার খল নায়িকাদের চরিত্র না ফলো করে, বিটিভি দেখো। বিটিভির সাবানা, কবরী, ববিতা ওদেরকে ফলো করো। আদর্শ মা গঠনে কাজে দিবে এটা।
আর কিছু বলতে পারেনি আবির। গত ৩দিন ধরে আবির নিরবে সব লক্ষ্য করে গেছে কিন্তু বুঝতে দেয়নি মাকে। আজ মেজাজ চরম পর্যায়ের খারাপ হয়ে গেছে। তাই কথাগুলো না বলে পারেনি।এখানে থাকলে হয়তো মাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দিতে পারে। কিন্তু আবির রাগের বশে কোনো ভুল করতে চাচ্ছে না। কারণ, শত খারাপ’ই হোক, মা’তো মা’য়।
আবির রুম থেকে বেরিয়ে যায়।

এদিকে নীলিমা?!!!
আবির রুম থেকে বেরিয়ে আসার পর হু, হু করে কেঁদে দেয়। মনে মনে বলছে, তার মানে আমার ধারনায় ঠিক। ওনি আমাকে বিদায় করে দিবে চিরতরে এ বাড়ি থেকে। ঢাকায় গিয়ে হয়তো আমায় ছেড়ে দিবে। হে আল্লাহ! এখন আমার কি হবে?
খাটে বসে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে নীলিমা। ঠিক তখনি রুমে প্রবেশ করে আবির। আবিরের রক্তলাল চোখ দেখে থরথর করে কাঁপতে থাকে নীলিমা। কাঁপতে কাঁপতেই খাট থেকে উঠে দাঁড়ায়।
— কি হলো? এভাবে ছাগলের মত ভ্যাঁ, ভ্যাঁ করছ কেন?
কান্না থামিয়ে মাথা নিচু করে আছে নীলিমা। ঝাঁঝালো কন্ঠে আবির বলে, কথা কি কানে যাচ্ছে না? শাঁড়ি চেঞ্জ করে থ্রি-পিছ পরতে বলছি।
আমি এ বাড়িতেই থাকব। কোথাও যাব না। তাই আমি চেঞ্জও করব না, কান্নাভেঁজা কন্ঠে নীলিমার জবাব।
তোমাকে চেঞ্জ করতে হবে না। আমি’ই করিয়ে দিচ্ছি। দাঁতে দাঁত চেপে নীলিমার শাঁড়ির আঁচল ধরে টান মারে আবির।
না, প্লিজ….. আমি করতে পারব। প্লিজ, আপনি এরকম করবেন না। আমি পরব শাঁড়ি। চোখ দুটো বন্ধ করে নীলিমার জবাব।
ঠিক আছে। ১০মিনিট। ১০মিনিটের ভিতর আমি রেডি চায়। কথাটা বলেই দরজা আটকে দিয়ে বাইরে চলে যায় আবির।

১০মিনিট পর___
থ্রি-পিছ পরে মাথা নিচু খাটের একপাশে বসে আছে মায়া। আর ওর চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে অশ্রু পরছে।
চলো…
হঠাৎ’ই নীলিমা আবিরের পা জড়িয়ে ধরে কান্না শুরু করে। ভ্যাবাচ্যাকা খেয়ে থমকে দাঁড়ায় আবির। কিছু বলতে যাবে তার আগেই নীলিমার বিলাপ- হাত জোর করছি আমায় মাফ করে দিন। আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমায় মাফ করে দিন। আমি আর কখনো মায়ের মুখে মুখে কথা বলব না, আমার বাবার নামে শপথ করে বলছি। আমায় মাফ করুন, দয়া করুন আমায়। দয়া করে আমাকে তালাক দিবেন না।
শেষ কথাটা শুনে মাথা গরম হয়ে যায় আবিরের। পা থেকে উঠিয়ে ঠাস করে নীলিমার গালে কষে একটা থাপ্পর মারে সাথে সাথে। নীলিমা চুপসে গিয়ে আবিরের চোখের দিকে তাকালো।
দ্বিতীয় বার কখনো যদি এরকম ফালতু কথা বলতে শুনি না, তাহলে এক থাপ্পরে মুখের সব কয়টা দাঁত ফেলে দিব।
পা চালাও….

এবার আর জোর করতে হয়নি। আবির সামনের দিকে চলছে, আর নীলিমা কোনো কথা ছাড়া’ই আবিরের পিছন পিছন দৌঁড়াচ্ছে।

চলবে….

ফুলশয্যা(সিজন-০২) পর্ব-০৩

0

ফুলশয্যা(সিজন-০২)
পর্ব-০৩
লেখা- অনামিকা ইসলাম।

– আসলে পায়ের সাথে শাঁড়ি প্যাঁচ লাগছিল তো তাই বুঝতে পারিনি। মাফ করবেন।
আবির নীলিমার পা থেকে মাথা পর্যন্ত দেখে মৃদু হেসে বলে উঠে, শাঁড়ির আর কি দোষ? মানুষের দেহের চেয়ে বড় তো দেখি শাঁড়ি।
ভীরু চোখে নীলিমা আবিরের দিকে তাকায়। আবিরের বুকের প্রশস্ত লোমগুলোর দিকে দৃষ্টি যায় নীলিমার।আবির কিছুটা লজ্জা পেয়ে সাথে সাথে অন্যদিকে ঘুরে যায়। ভ্যাবাচ্যাকা নীলিমা ভ্রু কুঁচকে বিষয়টা কি হয়েছে বুঝার চেষ্টা করছে।
“আমার তোয়ালে…..”
এতক্ষণে নীলিমা বুঝতে পারে আবিরের হঠাৎ এভাবে ঘুরে যাওয়ার কারন। কোনো কথা না বাড়িয়ে নীলিমা তোয়ালেটা রেখে চলে আসে ওখান থেকে।

শরীরটা মুছে শরীরে কোনো রকম তোয়ালে প্যাঁচিয়ে দরজা ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করে আবির। দরজার ওপাশ থেকে ওহ মাগো করে বেরিয়ে আসে নীলিমা। নীলিমাকে কনুইয়ে হাত রেখে ফ্লোর থেকে উঠতে দেখে কিছুটা ভড়কে যায় আবির।
প্রশ্ন করে নীলিমাকে, আপনি? আপনি এখানে কি করে?
গাঁধা ফুলের মালা, দেয়ালের সাথে আটকানো। ঐটায় নামাতে গিয়েছিলাম। কাঁপা স্বরে কথাগুলো বলে নীলিমা আবিরের দিকে তাকায়। আবির দরজাটা ধাক্কা দিয়ে মিশিয়ে দেখে দরজার পাশে একটা বড় চেয়ার আর তার পাশে আদিবা আপুর বাচ্চার ছোট চেয়ার রাখা। সেগুলোর দিকে ইঙ্গিত করে প্রশ্ন করে আবির, তো এগুলো এখানে কেন? আদিত্যর চেয়ার এ রুমে কেন?
মাথা নিচু করে নখ চিমটাতে চিমটাতে নীলিমার জবাব, ২চেয়ার একসাথে করে উপরে উঠে মালাটা নামাতে চেয়েছিলাম।
আবির এতক্ষণে বুঝতে পারে নীলিমার ওমাগো করে ফ্লোর থেকে উঠার আসল কারন। স্মিতহাস্যে আবিরের জবাব, ঐটাতো উঁকি দিয়েই নাগাল পাওয়া যায়। তার জন্য এত চেয়ারের কি দরকার?
আমি তো আপনার মত বড় মানুষ না…!!! আপনি তো বড়, তাই আপনার উঁকি দিলেই চলবে।
গলা ছেড়ে হেসে দেয় আবির। মুখে হাসির রেখা নিয়েই প্রশ্ন করে, তাই বুঝি!
প্রশ্নোত্তরে “খেতে আসুন” বলেই নীলিমা রুম ছেড়ে পালায়।

রাত্রের ঘটনা_
বিকেলেই সব মেহমান বিদায় নিয়েছে। এই জন্য রাত্রে ঠিক কি পরিমাণ চালের ভাত রান্না করে তা জানার জন্য নীলিমা শাশুড়ির রুমে যায়। শাশুড়ি তখন স্টার জলসা, জি বাংলা নিয়ে ব্যস্ত ছিল। নীলিমাকে প্রবেশ করতে থেকে নাটকের সাউন্ডটা একটু কমিয়ে ফেলে। ধীর গলায় নীলিমা তার শাশুড়িকে ডাক দেয়। প্রশ্ন করে, মা! বলছি মেহমানরা সবাই তো চলে গেছে, বাসায় তো এখন কয়েকজন আছি, খুব বেশী ভাত লাগবে না মনে হয়। এখন কি পরিমাণ চালের ভাত রান্না করব? প্রশ্ন শুনে নীলিমার শাশুড়ি বন্ধ করে ফেলে টিভি। তারপর চিল্লানো শুরু করে। ওনার চিল্লানো শুনে কাজের মেয়েসহ ছুটে আসে আবিরের বাবা। এসে দেখে নীলিমাকে খুব তিক্ত কথা শুনাচ্ছে ওনার স্ত্রী। পরিস্থিতি শান্ত করার জন্য আবিরের বাবা নীলিমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে’রে মা? উত্তরে নীলিমার শাশুড়ি যা বলে তা শুনে শ্বশুর, কাজের মেয়ে অবাক দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকিয়ে আছে। ওনার কথা বিশ্বাস করতে যেন ওদের কষ্ট হচ্ছে। হওয়ার’ই কথা। শাশুড়ির ভাষ্যমতে, নীলিমা ওর শাশুড়িকে নাকি বলেছে যে ওনার বাপের বাড়ির মানুষজন একটু বেশী খায়। এখন তো ওরা চলে গেছে, এখন কি পরিমাণ চালের ভাত রান্না করবে।
নীলিমার শ্বশুর কাজের মেয়ের দিকে তাকিয়ে বলে, যা! তোর ভাবিরে নিয়ে যা। রান্না শুরু কর গিয়ে। আর কোনটায় কি পরিমাণ মসলা দিস সেটা ভালোভাবে দেখিয়ে তবেই রান্না করিস। মাথা নেড়ে নীলিমাকে নিয়ে রুম থেকে চলে যায় কাজের মেয়ে।
আদিবার মা এখনো সময় আছে চিন্তাধারা, মন-মানসিকতা পরিবর্তন করো। না হলে তোমায় পরে প্রস্তাতে হবে। ভুলে যেও না, তুমিও একজন মেয়ের মা। জবাবে কিচ্ছু বলেনি নীলিমার শাশুড়ি। শুধু মুখটা কালো করে অন্যদিকে ঘুরিয়ে নেয়।

রাত্রে খাওয়া দাওয়ার পর্ব শেষে সবাই সবার রুমে চলে গেলে ভয়ে ভয়ে নীলিমা আবিরের রুমের দিকে পা বাড়ায়। আবির বিছানায় চুপটি করে বসেছিল। নীলিমাকে দেখে কিছুটা নড়ে বসে।
” কি হলো? ঐখানে দাঁড়িয়ে কেন? আসেন।”
ধীর পায়ে নীলিমা রুমে প্রবেশ করে।
আবির বিছানায় আর নীলিমা সোফায় চুপটি করে বসে আছে। কারো মুখেই কোনো কথা নেই। এভাবে মিনিট ত্রিশেক অতিবাহিত হওয়ার পর মুখ খুলে আবির বিছানা থেকে উঠে দাঁড়ায়। নীলিমার দিকে তাকিয়ে বলে, রাত তো অনেক হয়েছে। শুয়ে পরুন। আমি একটু বাইরে যাচ্ছি।
আবির বাইরে চলে গেলে নীলিমা সোফা থেকে উঠে দাঁড়ায়। খাট থেকে একটা বালিশ নিয়ে রুমের এককোণ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গুটিসুটি মেরে সেখানটায় শুয়ে পরে।
বন্ধুদের সাথে আড্ডা দেয়া শেষে রাত্রি সাড়ে এগারোটার দিকে বাসায় ফিরে আবির। দরজাটা ফাঁক করে রুমে ঢুকে আবির খাট ফাঁকা দেখতে পায়।
“ও কি তাহলে ঘুমায়নি এখনো?”
হয়তো বাথরুমে গেছে এটা ভেবেই আবির চুপটি করে বিছানার একপাশ খালি রেখে অন্যপাশে গিয়ে শুয়ে পরল। কিন্তু একি? আধ ঘন্টারও বেশী সময় হয়ে গেল, ও আসছে না কেন? বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আবির। বাথরুমে গিয়ে নীলিমাকে না পেয়ে চমকে যায়। এত রাত্রে কোথায় গেল তাহলে? বাসায় তো সবাই ঘুমিয়ে গেছে। নীলিমা, নীলিমা করে ডাকতে ডাকতে রুমে যায়। কোণায় কিছু একটা নড়ছে, কি ওখানে? আবিরের দৃষ্টি যায় রুমের এককোণে যেখানে নীলিমা গুটিসুটি মেরে শুয়ে ছিল। আবিরের ডাক শুনে শুয়া থেকে উঠে বসে নীলিমা। বাচ্চাদের মত চোখ কচলে আবিরের দিকে ফিরে তাকায় সে। ভয়ে ভয়ে প্রশ্ন করে আবিরকে, কি হয়েছে?
আবির মাথা ঝাকিয়ে উত্তর দেয়- না, কিছু না! ওহ, বলে নীলিমা পূর্বের ন্যায় গুটিসুটি মেরে শুয়ে পরে।
আবির দাঁড়িয়ে থেকেই প্রশ্ন করে, ফ্লোরে শুয়ে আছেন কেন? প্রশ্ন শুনে, শুয়া থেকেই আবিরের দিকে তাকায় নীলিমা। ইতস্তত আবির বলে, না মানে আপনার কোনো অসুবিধা হবে না তো ফ্লোরে ঘুমাতে?
তাচ্ছিল্যের হাসি দিয়ে নীলিমার জবাব, আমার বাবার আপনাদের মত এত বড় বাড়ি নেই। আমাদের একটা ছোট্ট ঘর আছে। তার মাঝে বেড়া দেয়া। ঘরে একটাই মাত্র পুরনো চৌকি। বাবা, মা, আর ছোট্ট ভাইসহ আমরা ৫জন সেই চৌকিতেই ঘুমিয়েছি অনেক বছর। তার একটু বড় হতেই আমি আর লিমা ওনাদের থেকে আলাদা হয়ে যায়। আমাদের জন্য ঘরের মাঝখানে বেড়া দিয়ে তার পাশে বিছানা করা হয়। সেই থেকে খেজুর পাতার চাটাই পেতে আমি আমার বোন মাটিতে ঘুমাতাম। সেই মেয়েকে আপনি অসুবিধের কথা বলছেন?
চুপ হয়ে যায় আবির। চোখের কোণে অশ্রুরা জড়ো হয়। লাইট’টা অফ করে চুপটি করে শুয়ে পরে আবির। কপালে হাত রেখে শুয়ে আছে আবির। ওর কানের কাছে বার বার বন্ধুর বলা কথাগুলো প্রতিধ্বণিত হচ্ছে-
” বাবা-বোন-দুলাভাইয়ের সাথে রাগ, প্রথম রাতেই বউয়ের সাথে উঁচু গলায় কথা, ধমক, বালিশ ছুঁড়ে দেয়া এসবের কারন একটাই। আর সেটা হলো মেয়েটা কালো। তোর মনের মত নয়। আমরা বুঝে গেছিরে আবির, যতই মুখে বড় বড় কথা বলিস তুই ঠিক অন্য ৮,১০টা মানুষের মতই। ঘৃণা করিস কালোদের। বাঁকা দৃষ্টিতে দেখিস। শিক্ষিত হলেও তোর মন-মানসিকতা, চিন্তা-ধারা প্রাচীন কালের মানুষের মতই রয়ে গেছে আবির।”
আবির ভাবছে, সত্যি’ই কি আমার চিন্তাধারা এরকম? আমি কি সত্যি’ই ওর গায়ের রঙে অসন্তুষ্ট? না, না… এ হতে পারে না। যে আবির কলেজে শত, শত ছেলে মেয়েদের নৈতিকতার শিক্ষা দেয়, মানুষের মত মানুষ হওয়ার শিক্ষা দেয়, সে আর যায় হোক অমানুষ হতে পারে না।
আচ্ছা, অমানুষ না হলে আমি ওকে কেন বউ হিসেবে মেনে নিতে পারছি না? ওর অপরাধ কোথায়? কি করেছে ও? কেন আমি ওকে দুরে সরিয়ে দিলাম? এর পিছনে কি কারণ? ওর বয়স নাকি গায়ের রঙ?
উত্তর খুঁজে না পেয়ে বিছানায় উঠে বসে আবির। লাইটটা জ্বালিয়ে ধীর পায়ে নীলিমার দিকে এগিয়ে যায়। মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। আর ঘুমোবে না? এটুকু মেয়ে হয়েও সারাটা দিন যেভাবে শুধু দৌঁড়িয়ে কাজ করছে, তাতে ক্লান্ত হওয়ার’ই কথা। মাথার বালিশ কনুইয়ের নিচে দিয়ে বেঘোরে ঘুমুচ্ছে নীলিমা। বালিশ ঠিক করতে গিয়ে আবির দেখতে পায় নীলিমার কনুই কেমন কালো হয়ে আছে। মুহূর্তেই সকালের ঘটনার কথা মনে হয়ে যায়। একটা হাসি দিয়ে আবির নীলিমাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর গায়ে চাঁদর টেনে দিয়ে, লাইটটা অফ করে চুপটি করে নীলিমার পাশে শুয়ে পরে।

সকালে ঘুম ভাঙলে নীলিমা নিজেকে খাটে আবিষ্কার করে। ভড়কে যায় আরো যখন পাশে শুয়ে থাকা আবিরের উপর ওর একটা পা আর একটা হাত উঠানো দেখে। আমি তাহলে ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে এখানে এসে পরলাম না তো? নিশ্চয় আমার পুরনো রোগ জেগে উঠেছে। ভয়ে নীলিমার বুক ধুকপুক করছে। দু’লাফে নীলিমা আবির জেগে উঠার আগে রুম ছেড়ে পালায়।

চলবে….

গল্প:- ফুলশয্যা(সিজন-০২) পর্ব- ০২

0

গল্প:- ফুলশয্যা(সিজন-০২)
পর্ব- ০২
লেখা- অনামিকা ইসলাম।

ড্রেসিংটেবিলের সামনে গিয়ে দাঁতে দাঁত চেপে দাঁড়ায় আবির। নীলিমার দৃষ্টি এতক্ষণে আয়নার ভিতর দিয়ে আবিরের দিকে যায়। আবিরের রাগান্বিত চাহনী দেখে ভয়ে কেঁপে উঠে নীলিমা।
“ওনি এভাবে তাকিয়ে আছেন কেন?”
ভয়ে ভয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় নীলিমা।
ভীরু চাহনীতে আবিরের দিকে তাকিয়ে ঢোক গিলে নেয় একবার। আবির তখন আর স্থির দাঁড়িয়ে নেই। একপা দু’পা করে নীলিমার দিকেই এগিয়ে আসছে। এটা দেখে তো নীলিমার কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। মনে মনে আল্লাহু নাম জপছে। আবির নীলিমার পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে কঠিন স্বরে প্রশ্ন করে, এসব কি শুরু করছেন? নীলিমা কাঁপা গলায় প্রশ্ন করে, কিকিকিকি কি…???
ঝাঁঝালো গলায় আবিরের পাল্টা প্রশ্ন, কিসের গোসল এটা? লজ্জায় নীলিমা মাথা নিচু করে ফেলে। আবারো আবিরের তাড়া, কি হলো? জবাব দিচ্ছেন না যে? নীলিমা তখনো মাথা নিচু করে আছে। কি করে বুঝাবে ও সেটাই বুঝতে পারছে না। কি করে বলবে-
” আর যায় হোক, কেউ অন্তত এটা বিশ্বাস করবে না একটা ছেলে একটা মেয়ে ফুলশয্যার রাত্রে একই রুমে থাকার পরও তাদের মধ্যে কিছুই হয়নি। আর তাইতো….”
কি হলো? চুপ করে আছেন যে?

নীলিমার কোনো জবাব নেই দেখে, আবির অট্টহাসিতে ফেটে পরে। আবিরের এমন রহস্যজনক হাসির কারন বুঝতে পারে না ছোট্ট নীলিমা। বোকার মত শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে নীলিমার মুখের দিকে মুখ নিয়ে যায়। নীলিমা চোখ দু’টি বন্ধ করে ফেলে। আবির দৃঢ় গলায় বলে, অভিনয়টা তাহলে ভালো’ই পারেন।
Good, Very good….
আমিও এটাই চাই। আমাদের মধ্যকার কথা যাতে বাহিরে না যায় আমি সেটাই চাই। যাক, এ ব্যাপারে তাহলে আমায় আর কিছু বলতে হবে না। নীলিমা চোখ মেলে তাকায়। আবির ওয়াশরুমে চলে যায়। জল ছলছল দৃষ্টিতে নীলিমা আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে।

অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবারের মেয়ে নীলিমা। সেখানেই ওর বেড়ে উঠা। এতবড় বাড়ি, এত সুন্দর পরিবেশে দাঁড়ানোর সৌভাগ্য নীলিমার আগে কখনো হয়নি। আজ তাই রুম থেকে বের হয়ে প্রত্যেকটা কদমে কদমে মুগ্ধ দৃষ্টিতে নীলিমা এদিক সেদিক তাকাচ্ছে।
” ছমিরের মাইয়্যা নিলীর তো কপাল খুইল্যা গেছে। বড় ঘর থেইক্যা লোক নীলুরে দেইখ্যা গেছে। সামনের মাসেই বিয়া।”
” শুনেছি পোলার বাপটা নাকি সিদাবিদা। অনেক ভালা।”
” বড় বইনড্যাও ভালা। খালি শাওরি’ডাই কিরাম মুখ কালা কইরা আছিল।”
” জামাইডা পুরা হিরার টুকরা। হুনলাম শহরের বড় কলেজের মাস্টার।”
” হ, সব’য় কপাল। কালা অইলে কি অইব, মাইয়্যার কপাল ভালা। কপাল গুনেই এত বড় ঘরের বউ অইতে পারছে।”
নীলিমা শুনেছে। শ্বশুর বাড়ির এমন হাজারো গুনকীর্তন নীলিমা বিয়ের আগেই শুনেছে। আর সেই শুনা থেকেই নীলিমা শ্বশুর বাড়িটা মনের গভীরে কল্পনার তুলিতে এঁকে নিয়েছে। আজ এ বাড়িতে আসার পর মনে হচ্ছে যা শুনেছে, যা কল্পনা করেছে এ বাড়িটা তার থেকেও বহুগুনে সুন্দর। যা দেখে ঘোর লেগে যায় নীলিমার। ঘোর কাটে শ্বশুরের ডাকে।
” কিরে মা? বাড়ি দেখা হলো?”
নীলিমা মাথার ঘোমটা’টা টেনে মিষ্টি হেসে মাথা ঝাকায়, জি আব্বা!
” হুম! তা পছন্দ হয়েছে তোর শ্বশুর বাড়ি?”
শ্বশুরের প্রশ্নোত্তরে মৃদু মাথা নেড়ে, শাশুড়ির রুমে ঢুকে নীলিমা। শাশুড়ি তখন খাটে হেলান দিয়ে বসে পান চিবুচ্ছে। নীলিমা কাছে গিয়ে সালাম দেয় শাশুড়িকে। আধশোয়া থেকে উঠে বিছানায় বসেন ওনি। মা! বলছিলাম কি সকালের জন্য কি ভাত রান্না করব?
নীলিমার শাশুড়ি ভ্রু কুঁচকে নীলিমার দিকে তাকান। চোখে মুখে কেমন বিরক্তির ছাপ ফুটে উঠেছে ওনার। আর সেই বিরক্তিভাব নিয়েই প্রশ্ন করেন নীলিমার শাশুড়ি, কেন? বাপের বাড়িতে সকালে কি কখনো রান্না হয়নি? নাকি বাপ মা শেখায় নি কখনো?
বাপ মা তুলে কথা বলাটা নীলিমা একদম সহ্য করতে পারে না। নীলিমা যথেষ্ট প্রতিবাদী মেয়ে। গ্রামে থাকলে এতক্ষণে কেউ বাপ মা তুলে কথা বললে এর উপর্যুক্ত জবাব দিয়ে দিত। কিন্তু আজ পারছে না। কারন, এ বাড়িতে আসার আগে নীলিমার মায়ের শেষ কথা ছিল- মা’রে! পরের ঘরে যাচ্ছিস। যেখানে খুব ভেবে চিন্তে একেকটা কদম ফেলতে হয়। তাই দয়া করে যত কিছুই হোক মুখে মুখে প্রতিবাদ করিস না। পরে রাগ কমলে বুঝিয়ে বলবি। নীলিমা তাই শাশুড়ির মুখের কথায় কিচ্ছু বলেনি। চুপটি করে নীলিমা রুম থেকে বের হয়ে গিয়ে রান্নাঘরে ভাত বসায়। কাজের মেয়েটা ছুটে এসে কিছু একটা বলতে চাইছিল নীলিমাকে, তার আগেই মেয়েটাকে সরিয়ে নেয় শাশুড়ি।

সকাল ০৮টা_
টেবিলে ব্রেকফাস্ট সাজিয়ে রাখছে নীলিমা। নিজেকে কেন যেন আজ ওর বাংলা সিনেমার কিংবদন্তি নায়িকা সাবানার মতই লাগছে। কিরকম কারো কোনো হেল্প ছাড়াই টেবিলে খাবারগুলো থরে বিথরে সাজিয়ে রাখছে।
সবাই এসে টেবিলে বসেই “থ” হয়ে যায়। নীলিমার তিন মামী শাশুড়ি সহ, তিন মামা, ননাস, ননাসের জামাই সবাই, সবাই কেমন হা করে একবার খাবার তো আরেকবার নীলিমার দিকে তাকাচ্ছে। শুধু নীলিমার শ্বশুর কিছু না বলেই খাওয়া শুরু করে দিয়েছে।
” কি হলো? তোমরা বসো?!!!
দেখো কি মজাই না হয়েছে। নীলিমা খাবার দে তো ওদের প্লেটে।”
শ্বশুরের কথায় কাঁপা হাতে সবার প্লেটে প্লেটে ভাত দেয় নীলিমা। সবার প্লেটে ভাত দেয়া শেষে ভাতের উপর মাছের ঝুল, আলুর টুকরা আর একটা করে মাছ দেয়।
হ্যাঁ, নীলিমা রান্না করেছে। ভাত, আলু ভর্তা আর পাতিল ভর্তি পানি দিয়ে মাছের ঝুল তরকারী। পল্লিগ্রামের ১৫বছরের মেয়ে নীলিমা। সবে ক্লাস নাইন থেকে টেনে উঠেছে। পড়ালেখায় ভালো ছিল বলে সবসময় পড়া লেখা’য় করত। চুলোর আশেপাশে নীলিমা কখনো যায়নি। মায়ের কোনো হেল্প লাগলে নীলিমার মা লিমাকেই ডাকত। তাই রান্না সম্পর্কে নীলিমা কিচ্ছু জানে না। সে’বার মা নানুর বাড়িতে গিয়েছিল। বোনটার গায়েও প্রচন্ড জ্বর ছিল। তাই বাধ্য নীলিমা সেদিন’ই প্রথম রান্না করে। আলু ভর্তা, আর ডিম ভাজি। বিকেলে রান্না করেছিল মাছের ঝুলের তরকারী। এটুকুই শিখেছিল নীলিমা সেদিন। আজও তাই ঠিক এগুলোই রান্না করেছে নীলিমা।
সবাই খাওয়া শেষে টেবিল ছেড়ে চলে গেলে নীলিমার শাশুড়ি তিক্ত গলায় নীলিমাকে কথা শুনায়_
” এই মেয়ে! তোমার বাপ মা কি রান্নাও শেখায়নি তোমাকে….(……)….???”
– আহ, আদিবার মা। চুপ করো না। ওকে কেন ধমকাচ্ছ? মা, তুই রুমে গিয়ে দ্যাখ তো আবির উঠছে কি না? নীলিমা মাথা নিচু করে রুমের দিকে পা বাড়ায়। পিছনে ওর শ্বশুর, শাশুড়িকে থামানোর বৃথা চেষ্টা করছে,
” এবার তো একটু শান্ত হও। তুমি কার সাথে রাগ দেখাচ্ছ? ১৫বছরের এই ছোট্ট মেয়ের সাথে?! যার এই সময় ছুটাছুটি করে স্কুলে যাওয়া, খেলাধুলা করার বয়স ছিল তাকে? আরে, এতো এখনো বাচ্চা’ই আছে। এ রান্না শিখে কি করবে? শুধু অন্তিম যাত্রায় বন্ধুর মুখের দিকে তাকিয়ে ওর শেষ ইচ্ছা পূরন করলাম, যাতে ও মরে শান্তি পায়। আর আমি বুঝি না তুমি কেন ওর পিছনে এভাবে লাগছ! ও বেচারীর কি দোষ? ও তো গিয়েছিল তোমার কাছে আর তুমি কি করছ….(…..)….???
একটু পর থেকেই এলাকার মানুষজন আসা শুরু করবে বউ দেখার জন্য। যে মহিলা ছেলের বউ দেখার জন্য পুরো দুনিয়া ছেকে ফেলেছে সে কি না শেষে অজপাড়া গায়ের কাঠ কাটে কাঠুরিয়ার এমন কালো মেয়েকে পুত্রবধূ করেছে। এ মুখ আমি সোসাইটিতে দেখাব কি করে…..(….)….???

সিড়ির উপরে দাঁড়িয়ে পুরো কথা শুনে চোখের জল ছেড়ে দিয়ে সে স্থান ত্যাগ করে নীলিমা। রুমে ঢুকতেই ভেসে এলো বাথরুম থেকে আবিরের ডাক, মা! আদিবা আপু, কেউ আছ? তোয়ালেটা দিয়ে যাও না একটু। অনেক খুঁজে তোয়ালেটা বের করে অত্যন্ত ধীর গতিতে নীলিমা সামনের দিকে এগুচ্ছে আর শাশুড়ির কথাগুলো ভাবছে। আচমকা শাঁড়ির সাথে পা আটকে হুমড়ি খায় নীলিমা। আবির ঠিক তখনই ওয়াশরুমের দরজা ক্ষাণিকটা ওপেন করে ডাক দিচ্ছিল, লেইট হয়ে যাচ্ছে তো মমম….(….)…???
তার আগেই কেল্লাফতে। হুমড়ি খেয়ে নীলিমা দরজা ঠেলে ভিতরে আবিরের উপর পরে।
নাহ! কোনো সিনেমাটিক স্টাইলে ওরা একে অপরের চোখের গহীনে ডুবে থাকেনি। পরা মাত্র’ই নীলিমা সোজা হয়ে ভয়ে নিচের দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে থাকে। আর আবির চোখ বড় বড় করে সেদিকেই তাকিয়ে আছে।
নিচের দিকে তাকিয়েই কাঁপা গলায় নীলিমা বলে, মাফ করবেন। আসলে শাঁড়ির সাথে….(…..)….???
পুরো কথা বলতে পারেনি নীলিমা। তার আগেই আবিরের রাগী কন্ঠে ভেসে এলো, যেটা পরে নিজেকেই নিয়ন্ত্রণে রাখতে পারেন না, সেটা না পরলেই কি নয়?

চলবে….

গল্প:- ফুলশয্যা(সিজন- ০২) পর্ব- ০১

0

গল্প:- ফুলশয্যা(সিজন- ০২)
পর্ব- ০১
লেখা- অনামিকা ইসলাম।

Listen Nilima…
আমি আপনাকে বিয়ে করেছি, তার মানে এই নয় আমি এখন’ই আপনার উপর ঝাপিয়ে পরব আমার পুরুষত্ব প্রমাণের জন্য। শরীরের প্রয়োজন তো পতিতালয়ে গিয়েও মেটানো যায়, তার জন্য বিয়ের কোনো দরকার নেই। আমি বিয়ে করেছি। তবে সেটা আমার ইচ্ছেতে নয়, আমার বাবার ইচ্ছেতে। এ বিয়েটা যেহেতু আমার সম্পূর্ণ ইচ্ছের বিরুদ্ধে হয়েছে সেহেতু আমার কাছ থেকে কখনো কোনো Husband type attitude আশা করবেন না।
এক নিঃশ্বাসে কথাগুলো বলে আবির বারান্দার দিকে পা বাড়ায়। কি মনে করে যেন আবার ফিরে আসে। নীলিমা তখনও খাটের উপর চুপটি করে বসে আছে। একবার সেদিকে তাকিয়ে বিরক্তিকর ভঙ্গিতে প্রশ্ন করে, আর খাটে এসব কেন? এসব তাড়াতাড়ি সরান। আমি এসেই ঘুমাবো। ফুলের গন্ধে আমার ঘুম আসে না, তাই এসব ফুলটুল যাতে এসে না দেখি।

আবির চলে গেলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাট থেকে নিচে নামে নীলিমা। খাটে চেয়ার রেখে তার উপর দাঁড়িয়ে সবগুলো ফুল টেনে নিচে নামালো। চেয়ারটা আগের জায়গায় রেখে ফ্লোরে সরিয়ে ছিটিয়ে থাকা ফুলগুলো ঝাড়ু দিয়ে একজায়গায় জড়ো করে সবফুল একত্রে একটা বড় কাগজে মোড়ে বারান্দায় রেখে আসে। মিনিট ত্রিশেক পর রুমে আসে আবির। ততক্ষণে নীলিমা রুমটাকে গুছিয়ে ফেলেছে। আবির রুমে আসলে খাট থেকে কিছুটা দুরে মাথা নিচু করে দাঁড়ায় নীলিমা।
” এভাবে মূর্তির মত এখানে দাঁড়িয়ে আছেন কেন? নিন। শুয়ে পরুন।”
কথাটা বলেই আবির নববধূ নীলিমার দিকে একটা চাদর আর একটা বালিশ ছুঁড়ে দেয়। নীলিমা পায়ের নিচ থেকে চাদর-বালিশটা হাতে তুলে ফ্লোরের একপাশে বিছানা করে আবিরের দিকে তাকায়। আবির তখন ভ্রু কুঁচকে প্রশ্ন করে,
” কি হলো? আবারো দাঁড়িয়ে আছেন যে? লাইটটা অফ করে শুয়ে পরুন না এবার। উফফ্, মাথাটা যন্ত্রণা করছে।”
ধীর পায়ে এগিয়ে গিয়ে লাইট’টা অফ করে শুয়ে পরে নীলিমা।

বালিশটা মাথার থেকে বেশ ক্ষাণিকটা দুরে।
নিশ্চুপ নীলিমা হাতে ভর দিয়ে শুয়ে আছে। গরীব ঘরে জন্ম নেয়ার সুবাধে অসংখ্য মানুষের অসংখ্য কথা হজম করতে হয়েছে ওকে। নীলিমা জানতো, জীবন খুব বেশী প্রেমময় হবে না। তাই বলে এতটা অবহেলা? মেনে নিতে পারছিল না। চোখ দিয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পরতে শুরু করে।

শেষ রাত্রিতে ঘুম ভেঙে যায় নীলিমার। ঘড়িতে তখন সময় তিনটা বেজে ০৯মিনিট। চাদর আর বালিশটা সোফায় রেখে রুম থেকে বেরিয়ে যায়। অজু করে ড্রয়িংরুমের এককোণে জায়নামাজ পেতে নামাজে দাঁড়ায় নীলিমা। তাহাজ্জদ নামাজ শেষে আল্লাহর দরবারে মোনাজাত করছে নীলিমা। না চাইতেও কেন জানি নীলিমার চোখে জল এসে যায়, নীলিমা শব্দ করে করুণ আর্তনাদে কেঁদে উঠে। নীলিমার করুণ আর্তনাদে এ বাড়ির চার দেয়ালও যেন কেঁপে উঠে। মোনাজাত শেষে জায়নামাজটা ভাঁজ করে কোণায় রাখতে গিয়ে চোখ যায় দোতলায় দাঁড়ানো শ্বশুরের দিকে। যিনি মুগ্ধ দৃষ্টিতে পুত্রবধূর দিকে তাকিয়ে আছেন। নীলিমা উপরে গিয়ে শ্বশুরকে সালাম দেয়। অজুর পানি দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পরে। শ্বশুরটা সে স্থানে দাঁড়িয়েই চোখের জল ছেড়ে দেয়।

যদিও রাত্রে তেমন কিছুই হয়নি তবুও গোসলটা সকাল সকাল সেরে নেয় নীলিমা। আবির তখনো গভীর ঘুমে মগ্ন। ড্রেসিংটেবিলে সামনের চেয়ারটাই বসে চুপচাপ তোয়ালে দিয়ে ভেঁজা চুল মুছছিল নীলিমা। ঠিক তখনই আবির জেগে উঠে। নীলিমাকে এভাবে আয়নার সামনে বসে থাকতে দেখে ভ্রু জোড়া কিঞ্চিৎ বাঁকা হয়ে যায় আবিরের। বিছানা থেকে উঠে বসে আবির। নীলিমা তখন চুল আচড়াতে ব্যস্ত। ধীরে কিন্তু রাগান্বিত ভাব নিয়ে আবির একটু একটু করে এগুতে থাকে ড্রেসিংটেবিলের দিকে।

চলবে….

গল্প:- ♥ফুলশয্যা♥ পর্ব:- ১১(অন্তিম পর্ব)

0

গল্প:- ♥ফুলশয্যা♥
পর্ব:- ১১(অন্তিম পর্ব)
লেখা- অনামিকা ইসলাম।

নীলিমা আবিরের কাছ থেকে দুরে সরে যায়। বারান্দায় গিয়ে কিছুক্ষণ বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে ছিল।
কি মনে করে যেন বিছানায় এসে বসল, তারপর শুয়া…
অতঃপর ঘুম….

আবির একহাতে ভর দিয়ে শুয়ে নীলিমার দিকে তাকিয়ে আছে। নীলিমাকে নিয়ে ভাবতে ভাবতে’ই আবিরের চোখ দুটো কখন যে জলে ভরে উঠে সেটা বুঝতে পারেনি আবির। বুঝতে পারে তখন যখন নীলিমা নড়েচড়ে উঠে। চোখ মেলে আবিরের দিকে তাকাবে ঠিক তখন’ই আবির বালিশে শুয়ে পরে। শুয়ার সময় আবির বুঝতে পারে ওর চোখের জলে বালিশ ভিঁজে একাকার হয়ে আছে।
আবির চোখের জল মুছে নেয় হাত দিয়ে। তারপর মনে মনে বলে__
” আর নয়! আমি কালকে’ই নীলিমাকে ভালোবাসার কথাটা বলতে চাই।”

আবির বিছানা থেকে বারান্দার গ্রিল ধরে বারান্দায় গিয়ে দাঁড়ায়।
সবাই হয়তো তখন দিনের সমস্ত ক্লান্তি ভুলে নিদ্রাজগতে পাড়ি জমিয়েছে। কিন্তু আবির?!!!
আবিরের চোখে ঘুম নেই। আবিরের মনে তখন শুধু একটি নাম—
নীলিমা,নীলিমা,নীলিমা।
নীলিমা আবিরের প্রথম দেখা প্রেম,
না বলা ভালোবাসা;
নীলিমা আবিরের সুখের স্বর্গ,
বেঁচে থাকার অনুপ্রেরণা।
নীলিমা আবিরের মন খারাপের মহৌষধ।
যার মায়ামাখা মুখখানা দেখলে আবিরের ওর সমস্ত ক্লান্তি দুর হয়ে
নিমিষে’ই মন’টা ভালো হয়ে যায়, সে নীলিমা…. আবিরের নীলিমা…….

ঘড়ির কাটা তখন ভোর ৩টা ছুঁই ছুঁই।
নীলিমা ঘড়িতে একটা বিশেষ কাজে এলার্ম দিয়ে রেখেছিল।
৩টা বাজতে’ই এলার্ম বাজা শুরু করল। তন্দ্রাচ্ছন্ন নীলিমা ঘুম চোখে’ই হাতড়ে খুঁজতে থাকে এলার্ম ঘড়িটা।
খুঁজে না পেয়ে চোখ খুলে নীলিমা।
আধশোয়া হয়ে মাথার কাছ থেকে ঘড়িটা এনে এলার্মটা বন্ধ করে ফিরে বিছানা থেকে উঠে দাঁড়ালো।
লাইট না জ্বালিয়ে’ই ভীরু পায়ে নীলিমা আলমারির কাছে হেঁটে যায়।
” যে ডায়েরী ধরার অপরাধে ওনি সেদিন আমায় ধমক দিয়েছিলেন, আজ দেখতে চাই সেই ডায়েরী।
আমি জানতে চাই কি আসে ওতে। একটা সামান্য ডায়েরীকে কেন ওনি এভাবে আগলে রাখেন সেটা আমি জানতে চাই।”

নীলিমা ধীরে ধীরে আলমারিটা খুলে ঐখানটা খুঁজতে থাকে যেখানে আবির সেই ডায়েরীটা রেখেছিল।অনেক খুঁজাখুঁজির অবশেষে নীলিমা খুঁজে পায় ডায়েরীটা।
ডায়েরীটা হাতে নিয়ে আস্তে করে নীলিমা আলমারিটা লক করে দেয়।
শাড়ির নিচে লুকিয়ে ডায়েরী’টা নিয়ে নীলিমা চুপটি করে রুম থেকে বের হয়ে যায়। ছাদে গিয়ে নীলিমা ওর ফোনটা ওপেন করে সেটার টর্চটা জ্বালানো।ডায়েরীটা ওপেন করে নীলিমা।
টর্চলাইটের আলোয় দেখতে পায় ডায়েরীর প্রথম পৃষ্টায় লেখা-

” একটুকরো সাদা কাগজের মাঝে
আমি লিখে যাব সব কথা
অদৃশ্য কালির আচড়ে”

যদি পারিস পড়ে নিস অন্তিম চিঠি ভেবে।

দ্বিতীয় পৃষ্টা খালি।
নীলিমা তৃতীয় পৃষ্টা উল্টালো।
তয় পৃষ্টাও শূন্য।
এভাবে ৪র্থ,৫ম,৬ষ্ট পৃষ্টা উল্টালো নীলিমা। সবগুলো পৃষ্টা’ই শূন্য। তবে উপর থেকে দেখা যাচ্ছে পরের পৃষ্টায় কিছু একটা লিখা আছে। নীলিমা তাই পৃষ্টা উল্টালো। মানে সপ্তম পৃষ্টা উল্টালো।
৭ম পৃষ্টা’ই নীলিমা কিছু একটা দেখতে পায়। টর্চের আলোয় নীলিমা দেখতে পায় তাতে লিখা আছে—
” প্রেমে পরেছি প্রথম দেখায়”

অত্যাধিক কৌতূহল আর আকর্ষন নিয়ে নীলিমা ৮ম পৃষ্টা উল্টায়।
কিন্তু অন্তত দুঃখের বিষয় সে পৃষ্টা’টা খালি ছিল।

তারপর অনেকগুলো পৃষ্টা লিখা শূন্য ছিল। ১৩তম পৃষ্টা’য় নীলিমা আবারো দেখতে পায়। মনে হচ্ছে কিছু একটা লিখা আছে। টর্চের আলোটা নীলিমা ডায়েরীর কাছে নিয়ে যায়।
দেখতে পায় তাতে লিখা-
” সে আমার মায়াপরি যার মায়ামাখা মুখ’খানা দেখলে দুনিয়ার সব ক্লান্তি নিমিষে’ই ভুলে যায় এই আমি।”

নীলিমা পৃষ্টা উল্টালো।
নাহ, কিছু’ই লিখা নেই। ১৭তম পৃষ্টায় নীলিমা দেখতে পায় বড় করে লিখা-
” তাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে তোমায় বুকের ছোট্ট আসনে স্থান দিয়ে ফেলেছি, বুঝতে’ই পারিনি।”

তারপর অমেকগুলো পৃষ্টা শূন্য।
৩৫তম পৃষ্টায় নীলিমা দেখতে পেল তাতে লিখা-
” আজ অনেক দিন পর লিখতে বসলাম।ভেবেছিলাম আর কখনো প্রিয় ডায়েরীটার সাথে দেখায় হবে না।কিন্তু হয়ে গেল।
তাই আবারো লিখতে বসলাম।
– – – – – – – – – – – – – – – – – –
মাকে দিয়ে অনেক বুঝিয়ে শুনিয়ে বাবা’কে রাজি করালাম।
বাবার মনটা ভিষণ খারাপ।
কারণ-
বাবার বাল্য বন্ধুর মেয়ে নীলিমা’কে বিয়ে করতে পারিনি আমি। কিন্তু কি করব আমি?!!!
আমি যে প্রথম দেখা’য় ভালোবেসে ফেলেছি আমার মায়াপরিটাকে।

তারপর কয়েক পৃষ্টা শূন্য।
৪১তম পৃষ্টা’য় লেখা-
” বাবাকে নিয়ে নরসিংদীর ছোট্ট এক অজপাড়া গায়ে এলাম। মনটা ভিষণ খারাপ। যাকে প্রথম দেখায় এতটা ভালোবেসে ফেলেছিলাম তাকে পারলাম না বিয়ে করতে। বাবার শরীরটা খুব বেশী ভালো না। তাই মুখের দিকে চেয়ে নিজের ইচ্ছেটাকে বুকের ভেতর’ই ধামাচাপা দিয়ে দিলাম। পড়ন্ত বিকেলে সবাই যখন উঠোনে বসে আড্ডা দিচ্ছে আমি তখন পুকুরপাড়ে চুপটি করে বসে আছি। এই সেই পুকুরপাড় যেখানে অচেনা মায়াপরীটাকে প্রথম দেখেছিলাম। ভাবতে ভাবতে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পরল।
রাত্রে সবার সব সিদ্ধান্ত শেষে আমায় আর পাত্রীকে দেওয়া হলো আলাদা রুমে কথা বলার জন্য। প্রথমে যেতে না চাইলেও আদিবা আপুর অনুরোধে গেলাম। পাত্রী তখন মাথায় ওড়না দিয়ে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। রুমে যেয়ে’ই ডাক দিলাম-
” শুনোন”
মেয়েটি পিছু ফিরে তাকাই।
আমার চোখ দুটো ছানাভরা হয়ে যায়। অবাক বিস্ময়ে প্রশ্ন করলাম-
” আপনি নীলিমা?”
মেয়েটি মাথা নেড়ে বলল- “হুম”….
আচ্ছা তুমি আমাকে চিনতে পারছ?
– হুম।
কে আমি বলো তো?!!!
– বাবার বন্ধুর ছেলে।
~ আর??? আর এর আগে কখনো দেখেছ আমায়???
– নাহ…..
কিন্তু আমি যে তোমায় এর আগে অসংখ্য বার দেখেছি।
– জি, কিছু বললেন???
~ নাহ……কিছু বলিনি। আসি তাহলে।

দৌঁড়ে বাবার কাছে গেলাম।
সাথে সাথে হ্যাঁ বলে দিলাম। বাবা সেদিন’ই বিয়েটা ঠিক করে ফেললেন।
নির্দিষ্ট দিনে আমার আর মায়াপরীটার বিয়েটা সম্পূর্ণ হয়।
শুরু হয় আমার আর নীলির সাজানো সুখের সংসার…..

নীলিমার চোখ ছানাভরা।
অবাক বিস্ময়ে আবিরের ৪১তম পৃষ্টার লিখার দিকে তাকিয়ে আছে।
আর মনে মনে বলছে__
” মানে কি? ওনার সাথে আমার আগেও দেখা হয়েছে? কিন্তু সেটা কখন,কোথায়?”

নীলিমা পৃষ্টা উল্টায়।
তারপর অনেকগুলো পৃষ্টা খালি।
৭৭তম পৃষ্টায় লিখা-

” এই মেয়ে!
তোমার কি মনে আছে তোমার সঙে আমার প্রথম দেখা’টা কোথায় হয়েছিল? নাকি ভুলে গেছ? যাক, ভুলে গেলেও মনে করিয়ে দিচ্ছি।

তোমাদের গ্রামের শেষ সীমানায় ছিল আমার কলেজের বন্ধ সিয়ামদের বাড়ি। পাশেই ছিল পুরনো একটি বিশাল বড় শিমুল গাছ। শিমুল গাছের অদুরে একটি মনোরম স্থান ছিল, সেখানে ছেলেমেয়েদের আড্ডা থাকত প্রায় সবসময়। চাকরীর সুবাধে আমি ঢাকায় থাকতাম। ফলে সেখানে যেতে অনেক সময় লাগত। তাই মাঝেমধ্যে তপ্ত দেহটাকে শীতল করার জন্য সেখানে যেতাম। ইচ্ছে থাকলেও দুরে থাকায় সব সময় যেতে পারতাম না।

এমন’ই এক পড়ন্ত বিকেলে সেখানে যাওয়ার জন্য রওয়ানা দিলাম।আমার সঙ্গে ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ‘সিয়াম’। আমরা মন্থর গতিতে হাটতে হাটতে যখন কাঙ্খিত স্থানের কাছাকাছি এসে পড়েছিলাম, ঠিক তখন পিছন পেছন থেকে একটি মিষ্টি হাসির শব্দ ভেসে এলো। অনিচ্ছা সত্ত্বেও আমার চোখ দুটি পেছনে ফিরল এবং সেখানে স্থির হয়ে থাকল দীর্ঘক্ষণ। কিছু বলার উপায় ছিল না তখন আমার। মনে হয় নিজের বোধ শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমার হাত থেকে ফোন’টি পরে গিয়েছিল মাটিতে। তোমার হরিণের মত চোখ দুটি থেকে দৃষ্টি ফেরাতে পারছিলাম না আমি।
ইষৎ হাসির ফলে সুগন্ধময় মুখের ভেতর থেকে বেরিয়ে আসা দাতের শুভ্রতা আমায় পাগল করে তুলেছিল। আমার দিকে তাকিয়ে যখন তুমি লজ্জায় লাল হয়ে গিয়েছিলে, তখন তোমার মুখের দিকে তাকিয়ে দুনিয়ার সবকিছু ভুলে গিয়েছিলাম আমি।

আমাকে যখন তুমি অতিক্রম করেছিলে, তখন আমার মুগ্ধ দৃষ্টি পড়েছিল তোমার মাথায়। যেখানে দীঘল কালো চুলের আধারে গেথে রেখেছিলে তিনটি তাজা কদম ফুল। যার সুগন্ধ স্পর্শ করেছিল আমার নাককে।
শোনো মেয়ে!
তুমি চলে গিয়েছিলে সেদিনের জন্য। আমি তাকিয়ে ছিলাম তোমার পেছন পানে। সেদিন তোমার মায়াবী মুখ দেখে নিজের অজান্তেই অস্ফুট স্বরে উচ্চারিত হয়েছিল, মাশাআল্লাহ!

এরপর থেকে এমন কোনো দিন নেই যেখানে আমি তোমাকে প্রথম দেখেছিলাম, সেখানে তোমার জন্য অপেক্ষা করিনি। কিন্তু কোনোদিন তোমার দেখা পাইনি। বিশ্বাস করো মেয়ে, তোমাকে না দেখার কারণে অনেক কষ্ট হতো আমার। আমি ঠিকমতো ঘুমাতে পারতাম না। ঘুমের ঘোরে তুমি এসে আনাগোনা করতে আমার চারপাশে। স্টুডেন্টসদেরও ঠিকমতো পড়াতে পারতাম না। জানি না, কেন এমন হতো। হয়তো এর’ই নাম ভালোবাসা।

এরপর তোমার সাথে দেখা হওয়ার জন্য বিধাতা আমাকে অন্য পথ দেখালেন। সেদিন সপরিবারে নরসিংদীর ছোট্ট অজপাড়া গায়ে গিয়েছিলাম। কখনো কল্পনাতেও ভাবিনি যার জন্য আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে, সে আর কেউ নয়। আমার বাবার’ই বন্ধুর মেয়ে “নীলিমা”…..

সেদিন একবার মাত্র ফিরে তাকিয়েছিলে তুমি।
আমি মন্ত্রমুগ্ধের মত বার বার তোমার মুখপানে তাকিয়ে ছিলাম।
আচ্ছা, তুমি কি এখনো আমায় চিনতে পারো নি???
যাক, ভুলে গেলে কিছু’ই ভুলার নেই।
আচ্ছা, নীলিমা সেদিন তোমাদের গ্রামে আমার একটা নীল ডায়েরী ফেলে এসেছিলাম। সেটা কি তুমি পেয়েছিলে???

নীলিমার চোখ দুটো জলে ছলছল করে উঠে। এ তাহলে সেই পাগলটা, যে প্রতিদিন ঐখানকার পুকুরপাড়ে চুপটি করে গিয়ে বসে লিখালিখি করত। বান্ধবীরা প্রতিদিন’ই বলতো দ্যাখ, দ্যাখ! কি সুন্দর, সুদর্শন এক যুবক চুপটি করে বসে আছে গাছের নিচে। ইস! তখন যদি একটা বার তাকিয়ে দেখতাম তাহলে তো আর এমনটি হতো না।

আচ্ছা!!!
ওনার নীল ডায়েরীটা তো আমার পড়ার টেবিলের ভেতরে’ই রেখেছিলাম। ঐটা কি সেখানে এখনো আছে???
মা’কে তো বলেছিলাম পুরনো সবকিছু রুম থেকে বের করে নতুন ফার্নিচার ঢুকাতে।
মা আবার ঐগুলো ফেলে দিল না’তো???
না, না!!!
ফেলে দিলে ওনার ডায়েরীটাও তো হারিয়ে ফেলব। মাকে বরং ফোন করি। নীলিমা ওর মায়ের নাম্বারে কল দেয়। কিন্তু একি?!!!
নাম্বার যে বন্ধ।
যাক আমি বরং একটু পরে’ই ফোন দিব। নীলিমা তাহাজ্জদ নামাজ পরে কল দেই, তখনো নাম্বার বন্ধ।
ফজর নামাজ পরে কল দেই, তখনও বন্ধ। উফ্!
এভাবে বন্ধ থাকলে আমি মাকে কিভাবে বলব টেবিল যাতে কাউকে না দেয়??? কিংবা ফেলে না দেয়???
আচ্ছা!!!
মা যদি কালকে’ই রুম পরিষ্কার করে থাকে?!!!
তাহলে তো এতক্ষণে সব কাগজপত্র ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিয়েছে মনে হয়।
না, না। এ হতে পারে না।
আমি এখন’ই বাড়িতে যাব।
নীলিমা সাজ সকালে কাউকে কিচ্ছু না বলে রওয়ানা দেয় নরসিংদীর উদ্দেশ্যে…..

এদিকে আবির?!!!
ঘুম থেকে উঠে আবিষ্কার করে নিজেকে বারান্দায় ফ্লোরে।
” কি মেয়েরে বাবা!
আমি এভাবে এখানে ঘুমিয়ে পরলাম, একটা বার আমায় ডাক দেওয়ার প্রয়োজন মনে করল না?!!
হুহ্…..
আজকে ওর সাথে কথা’ই বলব না।”
আবির মনে মনে কথাগুলো বলে ফ্লোর থেকে উঠে বিছানায় গিয়ে শুইল। ৭টার দিকে বুয়া এসে চা দিয়ে গেল। চা খেয়ে ল্যাপটপ’টা পেটে নিয়ে ইংলিশ মুভি দেখতে লাগল। সকাল ৮টায় খাবার খাওয়ার জন্য ডাক পরল। শালিকাদের ডেকে তুলে নিচে গেল ব্রেকফাস্ট করতে।
টেবিলে বসে আবির এদিক-ওদিক করছে।
কাজের মেয়ে প্রশ্ন করল__
” ভাইজান! কাউকে খুঁজছেন?”
আবির:- নাহ…..(আমি আবার ওকে খুঁজব? যার মনে একটুও দয়া নেই মানুষের জন্য)
কাজের মেয়ে:- কি কইলেন ভাইজান?
আবির:- না, না…
তুমি খাবার পরিবেশন করো।

কাজের মেয়ে সবাইকে খাবার দিল।
দীঘি:- দুলাভাই! আপু কই??? আপু ব্রেকফাস্ট করবে না?
আবির:- রুমে’ই। একটু পর করবে।
তোমরা খেয়ে নাও।

ব্রেকফাস্ট করে আবির রুমে গেল।
আধঘন্টার মত হয়ে গেছে, নীলিমার কোনো সাড়া নেই। আবির মনে মনে খুজতে খুজতে থাকে নীলিমাকে। খুঁজতে খুঁজতে একটা সময় পুরো বাড়ি খুঁজে হয়রান হয়ে যায় আবির। কিন্তু কোথাও নীলিমা নেই। আবিরের ভেতরটা মুচড় দিয়ে উঠে। নীলিমাকে খুজতে ছাদে যায়। ছাদ থেকে বাগান। তারপর এ বাসা, ও বাসা। কোথাও নেই নীলিমা।
আবির পাগল হয়ে যায়। দাড়োয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে নীলিমাকে কোথাও যেতে দেখেছে কি না!
দাড়োয়ান জানায় নাহ।
ওরা নীলিমাকে গেইট দিয়ে কোথাও যেতে দেখেনি। আবির দৌঁড়ে আশপাশের বাসার মানুষজনের কাছে যায়। একজন বলে নীলিমাকে খুব ভোরে এদিকে’ই ছুটে যেতে দেখেছে। কোথায় গিয়েছে কেউ জানে না। আবিরের ভেতরটা অজানা শূন্যতায় হাহাকার করে উঠে। নীলিমার সবকয়টা বান্ধবীর নাম্বারে কল দেয়, কিন্তু নীলিমাকে কোথায়ও খুঁজে পাওয়া যায় নি। আবির রাস্তা-ঘাট, পার্ক, শপিং মল সবজায়গায় নীলিমাকে খুঁজে। কোথাও নীলিমার সন্ধান পাওয়া যায়নি। সবশেষে আবির আশপাশের হসপিটালগুলোতে গিয়ে খুঁজ করে।কিন্তু কোথাও খুঁজে পায়নি। আবির ওর শাশুড়ির ফোনে কল দেয়। ফোনটা এখনো বন্ধ দেখাচ্ছে। আবির নীলিমার ফোনে আবির কল দেয় যদি ফোন’টা ওপেন করে সেই আশায়। কিন্তু নীলিমার ফোন’টা অফ যে অফ’ই আছে। দুপুর একটাই আবির বাসায় যায়। লিমাকে বলে আবির বের হতে যাবে তখন’ই পিছন থেকে সবাই বলে উঠে_
” আমরাও যাব দুলাভাই আপুকে খুঁজে বের করতে।”
আবির সবাইকে সাথে নিয়ে রওয়ানা হয় বাকি হসপিটাল গুলোতে খুঁজ নেওয়ার উদ্দেশ্যে।
নাহ, কোথাও নেই নীলিমা।
সবাই এবার রওয়ানা দিবে নরসিংদীর উদ্দেশ্যে। তারআগে বাসায় গিয়ে ওদের বলে আসতে হবে__
” ওরা যাতে ফোনের কাছাকাছি থাকে। আবিরসহ সবাই বাসায় যায়।ওদের সবকিছু বুঝিয়ে গাড়িতে উঠতে যাবে তখন’ই লিমা আবির’কে দাঁড় করায়।
” ভাইয়া! আপনি আপনার বন্ধুকে কল দিয়ে একটু বলেন না খুঁজ নিতে আপু বাড়িতে গেছে কি না।”
লিমার কথামতো আবির সিয়ামকে কল করে সবটা বলে।
গাড়িতে উঠার আগে আবির আরেকবার নীলিমার ফোনে কল দেয়। নাহ!
এবারও ফোনটা অফ।
আবিরসহ সবাই গাড়িতে উঠে পরল। গাড়ি চলছে। হঠাৎ’ই মনে হলো গাড়ির পাশ দিয়ে কেউ যেন চলে গেছে। আবির গাড়ির গ্লাসে তাকিয়ে দেখে একটা মেয়ে যার মাথায় ওড়না দেওয়া কিন্তু চুলগুলো বের হয়ে আছে। ঘন কালো চুলগুলো দেখে আবির অতীতে ফিরে যায়। সেই অতীত যে অতীতে আবির ঠিক এরকম’ই চুল দেখেছিল নীলিমা নামের অচেনা মেয়ের। আবির গাড়ি ঘুরায় পিছন দিকে। ততক্ষণে মেয়েটা অনেকটা পথ সামনে এগিয়ে গেছে। গাড়ি’টা মেয়েটার কাছে গিয়ে’ই থামালো আবির। মনে হচ্ছে, এ গেইট দিয়ে’ই ঢুকবে।
আবির গাড়ি থেকে নেমে পরে।
আবিরের সাথে বাকি সবাই।
মেয়েটি গেইটের ভেতর ঢুকবে ঠিক তখনি আবির পিছন থেকে ডেকে বলল_
” দাঁড়াও।
মেয়েটি পিছু ফিরে তাকালো।”

সবাই আপু বলে চিল্লান দিয়ে উঠল।
আবির সবাইকে থামিয়ে বলল__
” তোমরা সবাই রুমে যাও।
সবাই রুমে চলে গেল।আবির নীলিমার সামনে গিয়ে দাঁড়ালো। নীলিমা তখন থরথর করে কাঁপছে।

আবির:- কোথায় গিয়েছিলে???
নীলিমা:-……..
আবির:- আমার প্রশ্নের উত্তর দাও বলছি……(ধমকের স্বরে)
নীলিমা:- …….
আবির:- আমার কথা কি কানে ঢুকতেছে না। চুপ করে আছ কেন???(অত্যাধিক মাত্রায় ধমক দিয়ে)
নীলিমা:- বাসায় গিয়েছিলাম….(কাঁপাস্বরে)

আবির তখন’ই ঠাস করে নীলিমার গালে থাপ্পর মারল।
নীলিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
আবির:- বাসায় গিয়েছিলে আমায় বলে গিয়েছিলে? কি মনে করো তুমি নিজেকে, হুহ? তুমি হুটহাট না বলে উদাও হয়ে যাবে, আর আমি তোমাকে খুঁজে বের করব???
নীলিমা:- আসলে আমি…..(…)….
আবির:- চুপ, একদম চুপ।
আর কোনো কথা বলবা না। সোজা যেখান দিয়ে এসেছ, সেখান দিয়ে চলে যাও। তোমার মুখ যাতে আমি দেখি আর…..

আবির গাড়ি গেইটের ভেতর ঢুকিয়ে হনহন করে বাসার ভিতর ঢুকে পরে।

নীলিমা চুপটি করে গেইটের সামনে দাঁড়িয়ে আছে।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নীলিমা পিছুহটে।

এদিকে আবির?!!!
ড্রয়িংরুমে অপেক্ষায় আছে কখন নীলিমা রুমে আসবে। কিন্তু মিনিট পাঁচেক যাওয়ার পরও নীলিমা আসছে না দেখে আবির রুম থেকে বাহিরে বের হয়। গেইটের কাছে গিয়ে নীলিমাকে দেখতে না পেয়ে প্রশ্ন করে দাড়োয়ানকে_
” নীলিমা কোথায়?”
বাগান দেখাশুনা করে যে চাচা সে এসে বলল_
” বাজান! ডোজ’টা বেশী হয়ে গেছে। গাল ফুলিয়ে চলে যাচ্ছিল। আটকিয়ে রাখছি। বাগানের ভিতরে গিয়ে দেখেন।”

আবির চলে যাচ্ছিল তখন আবারো ঐ চাচা পিছন থেকে ডাক দিল__
” এই নাও বাজান! বাগানের সব থেকে সুন্দর ফুল, যাও আম্মাজানের রাগ ভাঙাও গিয়ে।”

আবির থ্যাংক ইউ চাচা বলে ফুল’টা হাতে নিয়ে দৌঁড় দেয়।

নীলিমা চুপটি করে বাগানের একপাশে বসেছিল। আবির গিয়ে নীলিমার পাশে বসল। আবিরকে দেখে নীলিমা বসা থেকে উঠে চলে যাচ্ছিল, আবির লাল গোলাপ হাতে নীলিমার সামনে গিয়ে দাঁড়ালো।
নীলিমা একবার সেই ফুলের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়।
লাল গোলাপ ধরে রাখা হাতটা ক্রমেই শ্লথ হয়ে আসছিল আবিরের।নীলিমা চলে যাচ্ছিল পাশ দিয়ে, সুযোগ হারিয়ে ফেলার আশঙ্কায় দ্রুত পথ আগলে দাঁড়ালো আবির। চমকে যায় নীলিমা। কিন্তু অস্বাভাবিক হয়নি। মনে হচ্ছে এমন পরিস্থিতির জন্য সে প্রস্তুত ছিল।
লাল গোলাপটি হাতে দিয়ে নির্দ্বিধায় বলে ফেলল আবির__
” I love you,Nilima”….

আবিরের সেই মুহূর্তে কেমন লেগেছিল মন দিয়ে অনুভব করা ছাড়া লিখে বুঝানো সম্ভব নয়। কিছুক্ষণ কারো মুখেই কোনো কথা সরছিল না। মন্ত্রমুগ্ধের মতো একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। মনে হয়, দুজনের বুকের ভেতর ধুকধুক শব্দ প্রতিধ্বণিত হচ্ছিল। যা ছিল একান্ত নিরব ও গোপন। আর সেটা প্রমাণ করছিল সেই কোয়াচ্ছন্ন বিকালেও নীলিমার নাকের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো। ডান হাত দিয়ে গোলাপটি হাতে নিল নীলিমা।

মৃদ্যু কন্ঠে বলল, এত দেরী করলে কেন তুমি? তুমি কি জানো না আমিও যে তোমাকে নিয়ে’ই কল্পনার প্রাসাদ গড়েছি?
কিন্তু আমি নারী। আমি লজ্জার দেয়ালে আবদ্ধ। এ কারণে তোমাকে বলতে পারিনি। কিন্তু তুমিও কি আমার কথাটা বুঝতে পারোনি? কেন এত দেরী করলে তুমি? জানো না, অপেক্ষা করা কত কষ্টের?
নীলিমার কথাগুলো শুনে আবিরের কাছে মনে হচ্ছিল দুনিয়াতেই বুঝি সে জান্নাতের সুখ পেয়ে গেছিল। আবিরের মন আনন্দে আত্মহারা হয়ে শূন্যে উড়ে বেড়াচ্ছিল মুক্ত বিহঙ্গের মতো। সমুদ্রের উত্তাল তরঙ্গের মত হারিয়ে যাচ্ছিল কোনো এক দুর অজানায়। হৃদয়ের মাঝে বিশ্বজয়ের প্রশান্তি অনুভূত হচ্ছিল।

তারপর থেকে বিরামহীন ভাবে চলতে থাকে আবির-নীলিমার দুষ্টু-মিষ্টি প্রেম। হাসি-আনন্দে,দুষ্টু-মিষ্টি খুনসুটিতে ভরপুর ছিল আবির-নীলিমার সম্পর্ক।

তারপর এলো সেই দিন।
যেদিন নীলিমা আবিরের দেওয়া ঐ শাঁড়ি’টা লাল টুকটুকে শাড়িটা পরল, যেটা নীলিমা গত বিবাহবার্ষিকীতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। নীলিমা সেই নূপুর জোড়াও পরল, যা একদিন আবির পরিয়ে দিয়েছিল একবুক আশা নিয়ে।
হাতে লাল রেশমী চুড়ি,
ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ কালো কাজল।
এ সাজে যখন নীলিমা আবিরের সামনে গিয়ে দাঁড়ায় আবির তখন রুমে পরীক্ষার খাতা দেখায় ব্যস্ত। নীলিমার রিনিঝিনি চুড়ির আওয়াজে আবির ফিরে তাকালো সামনের দিকে। নীলিমাকে এভাবে নববধূর সাজে দেখে বসা থেকে দাঁড়িয়ে পরল আবির। ধীর পায়ে এগিয়ে যায় নীলিমার দিকে। নীলিমার দিকে কিছুক্ষণ অবাক বিস্ময়ে চেয়ে থেকে আলমারি থেকে কি যেন একটা বের করে আবির। তারপর নীলিমার খোপায় সেটা গুজে দিয়ে বলে_
” এবার একদম ঠিকঠাক লাগছে।”
নীলিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির নীলিমার কপালে আলতু করে চুমু দিয়ে ঘোমটা’টা টেনে দিয়ে নীলিমার চোখে চোখ রেখে বলে_
” তুমি আমার বউ হবে?”
নীলিমা আবিরের কানে কানে ফিশফিশ করে বলে_
” আমি শুধু তোমার বউ না, তোমার সন্তানের মাও হতে চায়।”

আবির নীলিমার দু’বাহু ধরে চোখে চোখ রেখে দুষ্টু হাসি দিয়ে বলে_
” তাহলে তো এই আদরে হবে না।
এখনো মিশনে নামতে হবে। ডজনখানেক সন্তানের মা হওয়া চাট্টিখানি কথা নয়গো….”

নীলিমা লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেলে।

♥The End♥

[ দুটি কথা:- প্রিয় পাঠক/পাঠিকা,
আমাদের বর্তমান সমাজে একটি নতুন ধারনার আবিভার্ব হচ্ছে, যা সত্যি’ই বেদনাময়। আর তা হলো সাদা-কালো, ধনী-গরিবের মধ্যে কখনো প্রেম হয় না। কিন্তু তারা মানতে চায়না যে, প্রেম-ভালোবাসা প্রদত্ত আল্লাহ’র দান। ইহা স্বর্গ হতে আসে আর স্বর্গেই যায় চলে এবং ভালোবাসার কোনো প্রভেদ নেই, নেই সাদা-কালোর পার্থক্য। কারণ ভালোবাসা হয় মনের সাথে মনের। আর যার ভালোবাসার মত মন আছে সেই পারে ভালোবাসা দিতে এবং নিতে। হউক সে সাদা বা কালো।
প্রিয় পাঠক/পাঠিকা,
আমার এই লিখা দ্বারা আমি তাই বুঝাতে চেয়েছি। জানি না আপনাদের কতটা ভালো লেগেছে। তবে যদি এতটুকুও ভালো লাগে তাহলে নিজেকে ধন্য মনে করব।]

গল্প:-♥ফুলশয্যা♥ পর্ব:- ১০

0

গল্প:-♥ফুলশয্যা♥
পর্ব:- ১০
লেখা- অনামিকা ইসলাম।

নীলিমা:- আপনি কি কথা’টা আমাকে বলছেন???
আবির:- নাহ….
আপনি কি ট্যারা নাকি?
আপনাকে কেন ট্যারা বলব?
নীলিমা:- তো…
কাকে বলছেন???
আবির:- আমার বউকে….
নীলিমা:- ????

নীলিমা উঠে চলে যাচ্ছে।
আবির পিছন থেকে ডাক দিল।
” Hey you!Listen to me”

নীলিমা:- আমাকে বলছেন???
আবির:- জি….
নীলিমা:- বলুন।
আবির:- ?????
নীলিমা:- কি হলো???
বলুন…..??
আবির:- Actually কথাটা খুব গোপনীয়। যা আমি একান্ত’ই
আপনার সাথে বলতে চাচ্ছিলাম….
নীলিমা:- Oh….???
,
লিমা, আশা, নদী-দীঘি তোমরা একটু বাইরে যাবে??????

সবাই একত্রে:- ওকে আপুমণি….☺☺☺☺
আমরা যাচ্ছি। তোমরা বরং একান্তে সময় কাটাও একটু…???????

লিমাসহ সবাই বাহিরে চলে গেল।
আবির বসা থেকে উঠে দরজার দিকে এগিয়ে যাচ্ছে।
নীলিমা আবিরের এই দরজার দিকে এগিয়ে যাওয়া দেখে কিছুটা আশ্চর্য হয়। তাকিয়ে দেখতে থাকে আবির কি করে?!!!
আবির যখন দরজার কাছে গিয়ে দরজাটা ঠাস করে লক করে দেয় নীলিমা তখন চমকে যায়।
দরজা লক করে আবির নীলিমার দিকেই এগিয়ে আসছে।
এটা দেখে নীলিমার বুকের ভেতর ধুকধুকানি শুরু হয়ছে। নীলিমা মনে মনে ভাবছে__
” হায় আল্লাহ! কিসের পাল্লায় পরলাম আমি? কি করতে চাচ্ছেন ওনি?”

আবির নীলিমার কাছে, খুব কাছে চলে আসলে নীলিমা কাঁপা স্বরে আবিরকে জিজ্ঞেস করে__
” কি করলেন এটা?”
আবির মুচকি হেসে বলে__
” কিছু করিনি, তবে এখন করব।”

নীলিমা:- কি করবেন?(ভীরু কন্ঠে)
আবির:- অনেক কিছু….??
,
এই শুরু করলাম……☺☺☺

কথাটা বলেই আবির নীলিমার পিছনে ঘাড়ের কাছে স্পর্শ করে। নীলিমার সারা শরীর অজানা শিহরণে শিহরিত হয়ে উঠে।
মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।
নীলিমার হৃদস্পন্দন ক্রমাগত বেড়ে’ই চলছে।
,
আবিরের হাতটা নীলিমার ঘাড় থেকে একটু নিচে নেমে যায় নীলিমা তখন ওর চোখ দুটো বন্ধ করে ফেলে।
আবির নীলিমার পিছন থেকে সরে এসে নীলিমার সামনে এসে দাঁড়ালো।নীলিমা তখনো চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে।

আবির:- ইয়ে মানে আমি বলছিলাম কি তোমার জামার নিচের ছোট কাপড়’টা দেখা যাচ্ছে…..??

নীলিমা চোখ মেলে তাকালো।
তারপর_
” কি?
কি বলছেন???”
আবির:- তোমার ছোট কাপড়’টা….☺☺☺

আবির হাত দিয়ে নীলিমাকে ওর ঘাড়ের দিকে দেখায়।
নীলিমা ঘাড়ের দিকে তাকিয়ে দেখে ওর পরনের…. (…….)…. ফিতা দেখা যাচ্ছে।
নীলিমা লাফ দিয়ে আবিরের থেকে বেশ কয়েকহাত দুরে চলে যায়। তারপর ফিতাটা জামার নিচে গুজে দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে।????

আবির:- ????
নীলিমা:- ????
,
আবির একটু কাশি দিয়ে নীলিমার দিকে তাকালো।
তারপর হাসি’টা কোনো রকম থামিয়ে বলল_
” আমি স্যরি…..”???

নীলিমা:- আপনি কখন যাবেন???
আবির:- জানি না….☺
নীলিমা:- মানে??? আজকে যাবেন না?????
আবির:- না, যাচ্ছি না।
নীলিমা:- কিন্তু আপনার তো আজকে যাওয়ার কথা ছিল….
আবির:- সেটা আপাতত আমি ভুলে গেছি। আমার কার সাথে কি কথা হয়েছিল সেটাও ভুলে গেছি। চিরতরে ভুলে গেছি।
নীলিমা:- আচ্ছা….
তাহলে আপনার কি মনে আছে???
আবির:- এই মুহূর্তে আমার মনে শুধু একটা জিনিস’ই ঘুরপাক খাচ্ছে আর সেটা হলো কখন একমাত্র শালিকা ও তার বান্ধবীদের নিয়ে বাসায় যাব। কখন ওদের নিয়ে আড্ডা দিব।
,
নীলিমা:- মানে???
,
আবির:- মানে হলো লিমা ঢাকা যাচ্ছে। ও ওখানে ম্যাচে থেকেই পড়াশুনা করতে চাচ্ছিল। কিন্তু যেহেতু ও আমার একটাই মাত্র শালিকা তাই আমি ওকে হোস্টেল বা ম্যাচে রাখার দুর্সাহস পায়নি। ও আমার বাসায় থাকবে। দরকার হয় সব বান্ধবীদের একসাথে নিয়ে থাকবে।
,
নীলিমা:- ও ম্যাচে থাকবে???
আবির:- বলেছিল তো সেটাই….
তবে এখন আর থাকবে না।
নীলিমা:- ????

নীলিমা রাগে গজগজ করে রুম থেকে বাহির হয়ে গেল।
দুপুরে লিমাকে একা পেলে এ ব্যাপারে জানতে চাইল।
আবিরের সাথে পূর্ব প্ল্যান অনুযায়ী লিমা নীলিমাকে জবাব দেয়_
” বলছিলাম তো হোস্টেলে’ই থাকব কিন্তু দুলাভাই বলল যে হোস্টেলে থাকতে দিবে না। তোদের বাসায় থাকতে। তাই তোদের বাসায়…(….)…..”

নীলিমা:- চুপ…
একদম চুপ….কার বাসায় থাকবে বলছিস???দুলাভাইয়ের বাসায়???
লিমা:- হ্যাঁ….☺☺
নীলিমা:- খবরদার!
আর যাতে এ কথা না শুনি।
লিমা:- কেন আপু??????
নীলিমা:- তুই ও বাসায় যাইবি না। ব্যস। আর কোনো কথা বলবি না।
লিমা:- ওহ, আচ্ছা….
নীলিমা:- ???
লিমা:- আমি তাহলে আশা, নদী-দীঘি ওদের বলে আসি জিনিসপত্র গুছিয়ে রাখতে। হোস্টেলে থাকলে আজকেই যেতে হবে।পরে গেলে সিট পাওয়া যাবে না।???
নীলিমা:- ঠিক আছে বলে আই….

লিমা মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে গেল।
ক্ষাণিকবাদে’ই প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিঁজে’ই লিমা সবার বাসায় গিয়ে বলে আসে বিকেলের দিকে যাতে বাসস্টপে থাকে।
বাসায় এসেই লিমা ওর প্রয়োজনীয় জিনিসপত্র গুছাতে থাকে। কিন্তু বৃষ্টি আর থামার নাম নেই। এ বৃষ্টি শেষ হয় রাত্রে। লিমা কিংবা ওর বান্ধবীরা কেউ যেতে পারেনি সেদিন।
এদিকে বৃষ্টিতে ভিঁজে লিমার অবস্থা নাজেহাল। ঠান্ডা লেগে গেছে।
আর সেই ঠান্ডায় গলাটা জমে গেছে।
রাত্রে লিমা আবির-নীলিমার রুমের দরজায় এসে নক করে।
নীলিমা গিয়ে দরজা খুলে।
লিমা রুমে প্রবেশ করলে নীলিমা প্রশ্ন করে_
” কিছু বলবি?”

লিমা:- আসলে আজকে তো হোস্টেলে উঠার তারিখ ছিল, আজকে যেতে পারিনি। মনে হয় না আর সিট পাব যে।
আমি কি কালকে দুলাভাইয়ার সাথে গাড়িতে করে ঢাকায় যেতে পারি??????

নীলিমা:- তোর তো ঠান্ডায় গলা বসে গেছে। এই অবস্থায় ঢাকা যাইবি???
লিমা:- আপু আমার হোস্টেলে সিট না পেলেও কোনো বাসার খুঁজ করতে হবে। তাই…..
নীলিমা:- তুই একা একা বাসায় থাকতে পারবি???
লিমা:- একা একা কোথায়? আশা, নদী ওরা আছে তো….
নীলিমা:- তোরা ঢাকা শহরের কিছুই তো চিনিস না। কোথায় খুঁজবি বাসা???
লিমা:- তার জন্য তো দুলাভাই আছে…
নীলিমা:- ওহ…
,
তা তোদের হেল্প করবেন ওনি???

লিমা আবিরের দিকে তাকিয়ে নীলিমার অজান্তে কিছু একটা ইশারায় বলল। আবির মুচকি হেসে মাথা নেড়ে মুখ খুলল…

আবির:- হ্যাঁ, আমি ওদের বাসা খুঁজে দিতে পারব। কিন্তু একটা শর্ত আছে…..???

নীলিমা অবাক চোখে আবিরের দিকে তাকালো।
” কিসের শর্ত?”?

আবির:- আমি বাসা খুঁজে দেব ঠিক আছে, কিন্তু ওদের কোনো ক্ষতি হলে তার দায়ভার যেন আমার কাঁধে না আসে।???
,
নীলিমা:- মানে???
,
আবির:- মানে সাধারণত বাসা বাড়িতে যারা থাকে তারা অনেকটাই রিস্কে থাকে। আর অধিকাংশ বাসার বাড়িওয়ালা কিংবা বাড়িওয়ালার ছেলেদের দৃষ্টি থাকে খুব খারাপ।
ওদের সেই কু-দৃষ্টি যদি কোনো ভাবে কোনো মেয়েদের উপর পরে তাহকে কেল্লা ফতেহ।
সর্বনাশ নিশ্চিত।
আশা করি, আমি কি বুঝাতে চাচ্ছি সেটা তুমি বুঝে গেছ!!!
,
নীলিমা:- ????

লিমা আবিরের দিকে তাকিয়ে মনে মনে বলছে__
” মনে হয় কাজ হয়ে গেছে দুলাভাই…”

নীলিমা:- কি বলছিস???
লিমা:- না মানে বলতে চাচ্ছিলাম আমার কোনো সমস্যা হবে না। আমি নিজেকে রক্ষা করে থাকতে পারব।
,
নীলিমা:- তুই রুমে গিয়ে শুয়ে পর। এ সম্পর্কে কাল কথা বলব তোর সাথে…???
,
লিমা রুমে চলে গেল।
আবির দরজা বন্ধ করে নীলিমার দিকে তাকালো। নীলিমার চিন্তিত মুখ দেখে বুঝতে কষ্ট হয়নি এ মুহূর্তে কি চলছে ওর ভেতর। আবির অনেক’টা কাটা গায়ে নুনের ছিটার মত’ই একটা কাজ করল। নীলিমার দিকে তাকিয়ে বিছানায় শুতে শুতে বলল_
” তো আর কি!
আমার বলা তো আমি বলে’ই দিলাম। আমি কালকে ওদের ঢাকা নিয়ে যাচ্ছি। আর বাসাও খুঁজে দেব।
হে আল্লাহ!
তুমি ওদের নিষ্পাপ দেহে কলঙ্কের দাঁগ লাগতে দিও না।
আমিন…..!!!!”

নীলিমা রাগান্বিত চোখে আবিরের দিকে তাকালো।

নীলিমা:- ????
আবির:- ?????
নীলিমা:- চুপ করে শুয়ে থাকুন। একদম কথা বলবেন না।

আবির:- হক কথা বললেই যত দোষ….????
নীলিমা:- আপনি চুপ করবেন???????
আবির:- আচ্ছা…. ????

নীলিমা ধপাস করে বিছানার অপর প্রান্তে শুয়ে পরল।

আবির নীলিমার দিকে তাকিয়ে আছে। নীলিমা ওদিকে ঘুরতে যাবে তখন’ই দেখে আবির ঢ্যাবঢ্যাব করে তাকিয়ে আছে ওর দিকে।
নীলিমা বালিশ থেকে মাথা উঠিয়ে চোখ বড় বড় করে আবিরের দিকে তাকাই।

নীলিমা:- ব্যাপার কী???
এভাবে তাকিয়ে আছেন কেন???

আবির চোখ সরিয়ে নিয়ে মুখটা কালো করে অন্যদিকে ঘুরে শুয়ে পরে।

সেদিন সারা রাত নীলিমা বিছানায় ছটফট করেছে।
সারা রাত নির্ঘুম কাটিয়ে সকালে কখন ঘুমিয়ে পরে টের পায়নি। আচমকা একটা দুঃস্বপ্ন দেখে নীলিমার ঘুম ভেঙে যায়। বিছানা থেকে চিৎকার দিয়ে উঠে বসে নীলিমা। নীলিমার চিৎকারে রান্নাঘর থেকে ছুটে আসে ওর মা। জিজ্ঞেস করে কি হয়েছে???
নীলিমা ওর মাকে প্রশ্ন করে__
” মা! ওরা কি চলে গেছে?”
নীলিমার মা বলে_
” নাহ…
তবে রেডি হয়ে খেতে বসছে।”

নীলিমা:- ওহ…..
মা:- একটা কথা বলব???
নীলিমা:- হ্যাঁ, বলো মা…..
মা:- মেয়েটা খুব অসুস্থ্য। এই অবস্থায় অচেনা অজানা জায়গায় থাকবে। আমার না খুব কষ্ট হচ্ছেরে।
নীলিমা:-… ????
মা:- মারে….
ও কি তোদের ওখানে থেকে পড়াশুনা করলে তোদের কোনো সমস্যা হবে??????
নীলিমা:- মা তুমি এসব কি বলছ?
কষ্ট হবে কেন????
ও থাকবে। শুধু ও নয়।
ওর সব বান্ধবীরা থাকবে ঐ বাসায়।
মা:- সত্যি????
তুই যাচ্ছিস তাহলে???
নীলিমা:- হ্যাঁ, মা….আমি যাব।

নীলিমার মা নীলিমাকে আনন্দে জড়িয়ে ধরে।

মা:- আমি জানিরে মা তোদের মধ্যে কোনো সমস্যা হয়েছে। আর সেজন্য’ই তুই যেতে চাচ্ছিলে না।
,
নীলিমা অবাক হয়ে ওর মায়ের দিকে তাকালো।
,
নীলিমা:- মা তুমি….(……)……..????
মা:- কথা পরে হবে। আগে ফ্রেশ হয়ে আয়! খাবি……
নীলিমা:- আচ্ছা, তুমি যাও মা…..

নীলিমা ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেলে লিমা প্রশ্ন করে__
” কি ব্যাপার আপু? এত সকাল সকাল ঘুম থেকে উঠলা যে? কোথাও যাবে নাকি?”

নীলিমা:-……

আবির:- ????
লিমা:- আপুর কি খুব তাড়া???
এভাবে খাচ্ছ যে???☺☺☺☺

নীলিমা:-……..
আবির:- ????
লিমা:- ?????

খাওয়া-দাওয়ার পর্ব শেষ।
লিমা ইতোমধ্যেই জেনে গেছে নীলিমার তাড়াহুড়োর কারণ কি???
নীলিমা তাড়াহুড়ো করে ব্যাগপত্র গুছাচ্ছে।
এদিকে লিমার বান্ধবীরা চলে আসলে আবির গাড়িতে গিয়ে বসে। ওদের তিন বান্ধবীকে পিছনে বসিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য রেডি হয়।
নীলিমা একরকম দৌঁড়ে গাড়ির কাছে আসে। আবির অন্য দিকে ভাব করে তাকিয়ে আছে।
নীলিমা গাড়ির কাছে এসে আস্তে করে বলছে_
” আমিও যাব…”
আবির শুনেও না শুনার ভান করে অন্যদিকে তাকিয়ে আছে।
নীলিমা এবার আরেকটু জোরে বলল_
” এই যে শুনছেন?!!!”

আবির নীলিমার দিকে তাকালো।
” কিছু বলবে?”
নীলিমা:- আমি উঠব….??
আবির:- কোথায়??????
নীলিমা:- গাড়িতে….
আবির:- ওহ…
গাড়িতে তো জায়গা নেই।তবুও দেখো পিছনে কোথাও বসা যায় কি না।

লিমা:- ভাইয়া…
পিছনে সম্ভব না জায়গা দেওয়া।
আমাদের’ই জায়গা হচ্ছে না।☺☺
আবির:- তাহলে আর কি???
নীলিমা:- একটু জায়গা হবে, প্লিজ….
আবির:- ওরা তো বলল জায়গা হবে না….
নীলিমা:- আপনার সাথে তো সিট খালি আছে। আমি কি ওখানে বসতে পারি…??????
আবির:-…….
নীলিমা:- প্লিজ….
আবির:- আচ্ছা,
উঠে বসো….

নীলিমা লাফিয়ে উঠে বসল।
গাড়ি চলছে। পিছনে লিমা এবং ওর বান্ধবীরা বিভিন্ন ধরনের গল্পে মেতে উঠেছে।

শুধু আবির-নীলিমা’ই চুপচাপ বসে যাচ্ছে। তিনঘন্টার রাস্তায় আবির একটা কথাও বলেনি যদিও নীলিমা বার বার বলতে চেয়েছিল।
বলতে চেয়েছিল_
” ওরা কোনো ভাড়া বাসায় নয়,
আমাদের বাসায় থাকবে।”

বেলা ১১টা নাগাদ ওরা গিয়ে ঢাকায় পৌঁছল।

আবির গাড়িতে বসেই বলল_
” লিমা! এই হলো তোমার দুলাভাইয়ার কুড়েঘর। এখানেই তোমার দুলাভাই থাকে। তোমরা ভেতরে গিয়ে ফ্রেশ হও।
আমি ততক্ষণে একটু ঘুরে ফিরে দেখে আসি কোথায় ভালো বাসা পাওয়া যায়…”

লিমা:- আচ্ছা, দুলাভাই…..

লিমাসহ লিমার বান্ধবীরা নেমে যায় গাড়ি থেকে।

আবির গাড়ি পিছন দিকে ঘুরাবে তখন দেখে নীলিমা চুপটি করে এখনো সে ভাবে’ই বসে আছে।

আবির:- তুমি???
এখনো বসে আছো???নামবে না?
নীলিমা:- আপনার সাথে কিছু কথা আছে….
আবির:- কথা পরে বলো।
আমি আগে ওদের বাসার খুঁজ করে আসি।
নীলিমা:- আগে আমার কথাটা শুনোন।
আবির:- খুব দরকারী???
নীলিমা:- হুম….???
আবির:- তাহলে বলো…..
নীলিমা:- ওরা এখানে থাকলে কি আপনার কোনো সমস্যা হবে???
আবির:- কারা???
নীলিমা:- লিমা ও ওর বান্ধবীরা….
আবির:- তুমি কি চাও???
নীলিমা:- ওরা এখানে থাকুক।
আবির:- তাহলে আর কোনো কথা আছে এখানে???
নীলিমা:- ????

নীলিমার মুখে বিজয়ের হাসি।
আবির গাড়ি গেইটের ভেতর নিয়ে যায়। নীলিমা গাড়ি থেকে নেমে রুমে চলে গেলে আবির কাজের লোককে টাকা দিয়ে বাজারে পাঠায়।

আবির বাসায় এসে দেখে লিমা ও তার বান্ধবীরা বসে ব্যাগ থেকে জামা-কাপড় বের করে আলমারিতে রাখছে_
” তা শালিকারা কি করা হচ্ছে?”
আশা:- এইতো দুলাভাই জিনিসপত্র বের করছি….
আবির:- তারপর….
নদী- দীঘি….তোমাদের খবর?
জার্নি কেমন হলো???
দীঘি:- অনেক অনেক ভালো হয়েছে দুলাভাই….
আবির:- আচ্ছা, দীঘি!
তোমাদের দু’বোনের থেকে কে কত বছরের বড় ছোট???
লিমা:- ????
আশা:- ☺☺☺☺☺
আবির:- কি ব্যাপার?
তোমরা হাসো কেন????
আশা:- আসলে ভাইয়া আপনার প্রশ্ন শুনে হাসি আসল।
আবির:- হাসার কি বললাম আমি????
লিমা:- ভাইয়া ওরা এত বছরের বড় ছোট না, যতটা আপনি ভাবছেন।
আবির:- তো….!!!
নদী:- আমরা দু’জন জমজ বোন ভাইয়া….
আবির:- ওয়াও!!!
জমজ???
I mean twin baby?
আশা:- জি দুলাভাই…..
আবির:- ইস!
আমার যে কত্ত ইচ্ছে টুইন বেবির।?

লিমা:- হে আল্লাহ!
আপনি আমাদের দুলাভাইকে টুইন বেবির বাবা বানিয়ে দাও…..
সবাই একসাথে:- আমিন…….??

নীলিমা গোসল করে রুমের দিকে যাচ্ছিল।
এদের চেঁচামেচির আওয়াজে রুমে প্রবেশ করতে করতে বলল_
” কিরে???!!!
কিসের চেঁচামেচি এত???”
আবির:- ?????
আশা:- ☺☺☺☺☺☺☺
লিমা:- ????????
নদী-দীঘি:- ???????

নীলিমা:- কি হয়ছে তোদের?
হাসছিস কেন????
আবির:- কি হয়েছে এটা তুমি শুনে কি করবা? তুমি বরং গিয়ে দেখে আসো বুয়া কি রান্না করতেছে???

নীলিমা মাথার চুল মুছতে মুছতে রুম থেকে বের হয়ে চলে গেল।

আবির নীলিমার পিছন পিছন ছুটতে লাগল।

নীলিমা আয়নার সামনে গিয়ে চুল আচড়াচ্ছে। আবির পিছনে গিয়ে দাঁড়ালো। নীলিমা আয়নার ভেতর থেকে দেখে আবির পিছনে দাঁড়িয়ে।

নীলিমা পিছন ফিরে তাকালো।
” কিছু বলবেন?”
আবির:- জি…..
নীলিমা:- বলেন।
আবির:- ইয়ে মানে আসলে…..
নীলিমা:- কি হলো? বলুন…..
আবির:- আসলে আমার একটা জিনিস জানার ছিল।
নীলিমা:- বলেন….
আবির:- আমি জিজ্ঞেস করতে চাইনি। কিন্তু আমার কৌতূহলী মন আমায় শান্তি দিচ্ছে না। তাই….
নীলিমা:- বুঝলাম।
আমি বলুন আমার জানা থাকলে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার কৌতূহল মেটাবার।
আবির:- তোমার ঐ ছোট জিনিসের নাম কি?????
নীলিমা:- কোন জিনিস???
আবির:- ঐ যে তুমি জামার নিচে পড়…….???

আবির হাত দিয়ে নীলিমার ঐদিকে তাক করে যেখানে….(…..)……

নীলিমা লাফ দিয়ে আবিরের থেকে দুরে সরে যায়।ওড়না দিয়ে শরীর ঢেকে নিচের দিকে তাকালো।

আবির:- লজ্জার কিছু নেই।
আমি কিছু দেখিনি।????
নীলিমা:- ?????
আবির:- কি হলো? বলো….

নীলিমা:- আপনি ফ্রেশ হয়ে আসুন।
আমি দেখি রান্না কতদুর???

নীলিমা কোনোরকম কথা বলে রুম থেকে বের হয়ে গেল।

রাত্রে খাওয়ার পরে_
নীলিমা ওদেরকে রুম বুঝিয়ে দিয়ে বিছানা পরিষ্কার করছে আবিরের রুমের। আবির সোফায় এসে বসল।
নীলিমা বিছানা গুছিয়ে আবিরের দিকে তাকালো।

আবির তখন চিন্তিত মনে সোফায় বসে আছে।

নীলিমা:- শুবেন না???
আবির:- (চুপচাপ)
নীলিমা:- শুইবেন না?(জোরে)
আবির:- হ্যাঁ……????
নীলিমা:- আপনি কি কোনো কারণে চিন্তিত???

আবির:- না, না…..
নীলিমা:- ওহ….
,
শুয়ে পরুন…রাত অনেক হয়েছে।

আবির কোনো কথা না বলে চুপচাপ বিছানায় শুয়ে পরল। নীলিমাও লাইট অফ করে শুয়ে পরল।

অন্যান্য দিনের চেয়ে আজ কেন জানি আবিরকে অন্যরকম লাগছে।
আজকে ওনি কি কোনো কিছু লুকোচ্ছেন আমার থেকে?
ওনি কি কোনো সমস্যায় আছেন???

ঘন্টাখানেক পর নীলিমা লাইট অন করে বিছানায় উঠে বসল।
আবিরের দিকে তাকাতেই চমকে উঠল। আবির একদৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে তখনো কি যেন ভেবেই চলছে।

নীলিমা আবিরের পাশে গিয়ে বসল।
মনে মনে_
” আমি কি ওনার মাথায় হাত বুলিয়ে দিব?”

নীলিমা বার কয়েক আবিরের মাথার কাছে হাত নিয়ে গিয়েও সরিয়ে আনল হাত।
শেষমেষ হাত দিয়ে’ই দিল।
নীলিমা যখন ওর হাত দ্বারা আবিরের মাথা স্পর্শ করল, আবির তখন চমকে উঠে মাথার পাশে তাকালো। তাকিয়ে নীলিমাকে এভাবে দেখে অবাক হয়ে যায় আবির। শুয়া থেকে উঠে বসে আবির।

আবির:- তুমি??? ঘুমাওনি এখনো???
নীলিমা:- আপনি কি কোনো কারনে চিন্তিত???
আবির:- নাতো।কেন???
নীলিমা:- আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে।
আবির:- সে একটু তো আছে’ই।
নীলিমা:- কোন সে কারণ???
আবির:- বলব???
নীলিমা:- বলেন…..
আবির:- আসলে কথাটা হলো….

আমার না খুব ইচ্ছে হচ্ছে টুইন বেবির বাবা হতে…..????

নীলিমা:- কি???
আবির:- জি……????

চলবে…..

গল্প:- ফুলশয্যা পর্ব_ ০৯

0

গল্প:- ফুলশয্যা
পর্ব_ ০৯
#লেখিকা:- অনামিকা ইসলাম।

আবির অনেকক্ষণ মায়ার হাসোজ্জল মুখের দিকে তাকিয়ে ছিল। নীলিমাও আবিরের মুখের দিকে তাকিয়ে চুপটি করে দাঁড়িয়ে ছিল। অনেকক্ষণ পর__

আবির:- আমি কি সকালে নাকি এখন’ই চলে যাব???

চোখ সরিয়ে নেয় নীলিমা।
আবিরের প্রশ্নোত্তরে বলে_
” এত রাত্রে কোথায় যাবেন?আপনি থাকেন। তারপর কালকে বরং চলে যাবেন।”

আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে দাঁড়ানো থেকে নীলিমার দিকে এগিয়ে গেল। তারপর__
” আমরা কোনো ভুল করছি না তো?”
নীলিমা:-……
আবির:- আরেকটু ভেবে দেখা যায় না???
নীলিমা:-……..
আবির:- আমি কি কোনো ভুল করছি? কিংবা আমার কোনো কথা বা কাজে কর্মে কোনো প্রকার কষ্ট পেয়েছ???
নীলিমা:-……..
আবির:- নীলিমা! কোনো কারনে কি তুমি আমার উপর রেগে কিংবা আমায় ভুল বুঝে আছ???
নীলিমা:-……
আবির:- নীলিমা! কথা বলো…..
,
নীলিমা:- মাথা’টা প্রচন্ড ব্যথা করতেছে। আমি একটু রেস্ট নিতে চাই। প্লিজ আমায় বিরক্ত করবেন না…..
,
আবির:- ঠিক আছে। তুমি তাহলে ঘুমাও…..

আবির সরে গিয়ে নীলিমা’কে জায়গা করে দেয়। নীলিমা শুয়ে পরে।
অল্পকিছুক্ষণের ভিতর নিদ্রাদেবী নীলিমার চোখে এসে ভর করে। নীলিমা তলিয়ে যায় ঘুমের জগতে।
আবির নীলিমার পাশে গিয়ে বসল। বেশকিছুক্ষণ নীলিমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে ছিল আবির। তারপর_
আবির জানালার পাশে গিয়ে দাঁড়ায়। একবার জানালার পাশে তো আরেকবার বিছানায়, একবার বাইরে তো আরেকবার চেয়ারে। এভাবেই কাটল আবিরের সারা’টা রাত। ভোরে নামাজ পরার জন্য মসজিদে যায় আবির। যাওয়ার আগে নীলিমা’কে ডাক দিয়ে বলে যায় নামাজ পরার জন্য। নীলিমা ঘুম থেকে উঠে ওজু করে নামাজ পরে নেয়। আবির তখনও আসছে না।
নীলিমা কুরআন তেলওয়াতে বসে। তেলাওয়াত শেষ করে মায়ের সাথে রান্নাঘরে রান্নার কাজে হেল্প করতে যায় নীলিমা। রান্নার ফাঁক দিয়ে নীলিমার মা নীলিমার হাতে কিছু শীতের পিঠা ধরিয়ে দিয়ে বলে_
” যাহ! জামাইরে নিয়া বসে খা। আবার তো আজকে চলে যাবি। কবে আসবি ঠিক নাই…”

নীলিমা:- মা! আমি আজকে যাচ্ছি না…..
মা:- মানে? যাবি না মানে???
নীলিমা:- যাব না, মানে যাব না….
আর তাছাড়া মা আমার তো হসপিটাল আছে।
মা:- হসপিটালের জন্য অনেকে আছে। তুই জামাইয়ের সাথে যাবি।
নীলিমা:- মা! আমার হসপিটাল আছে তো….আছে কিছু দায়িত্ব। আমি সেগুলো পালনে আর অবহেলা করতে চাই না।
মা:- তোর সংসারও আছে। সংসারের প্রতিও কিন্তু একটা দায়িত্ব আছে। সেটা কিভাবে অবহেলা করবি…? তাই বলছি তুই যাবি। আর হসপিটালের জন্য তুই একা না অসংখ্য মানুষ আছে।
,
নীলিমা:- মাাাাাাাাাাাাাাাা…..
মা:- কোনো কথা নয়।
যাহ। দিয়ে আয় পিঠাগুলো……
,

নীলিমা:- কারে দিব পিঠা???
মা:- কারে দিবি মানে? জামাইরে দিবি।
নীলিমা:- কেউ তো রুমে নেই….
মা:- কোথায় গেছে?
নীলিমা:- নামাজ থেকে আসে নি।
মা:- এখনো আসেনি?
নামাজ তো সেই কখন শেষ হয়ে গেছে…..
নীলিমা:- সেটা’ই তো…..
মা:- লিমা কোথায়? ওকে পাঠা তাড়াতাড়ি…..
অচেনা,অজানা জায়গা। না জানি পথ ভুলে কোথায় চলে গেছে…..
নীলিমা:- মা! আমি যায়…..???

মা:- না…
তোর যাওয়া দরকার নেই। আমি লিমা’কে ডাকছি….

লিমাকে ডাকতে’ই লিমা এসে হাজির হলো। নীলিমার মা লিমাকে দায়িত্ব দিল আবিরকে খুঁজে আনার জন্য। আর নীলিমার হাতে পিঠার প্লেট ধরিয়ে দিয়ে বলল__
” এই ধর! পিঠাগুলো খেয়ে পানি খেয়ে নে…”

নীলিমা:- মা! আমি খাবো না।আমি এগুলো খায় না…(…….)…..
মা:- বাব্বাহ! আমার মেয়ে মর্ডান হতে হতে তো আর হতে পারে না। এখন মায়ের হাতের খাবার খেতেও অরুচি…..
নীলিমা:- মাাাাাাাাাা….???
,
আচ্ছা দাও….
আমি খাচ্ছি।সব খেয়ে সাবাড় করে নিব।

নীলিমা ওর মায়ের হাত থেকে পিঠার প্লেট নিয়ে একটার পর একটা পিঠা খেতেই থাকে তো খেতেই থাকে।
নীলিমার মা সেটা দেখে হাসছে….

খাওয়া শেষ করে নীলিমা ওর মায়ের দিকে তাকালো।
তারপর প্লেট’টা উপুড় করে বলল,
” নেই! কিচ্ছু নেই… ”
মা:- আরো খাইবি???☺☺
নীলিমা:- নাহ! নাহ!
পরে আবার তোমার আদরের জামাইয়ের ভাগে কম পরবে…..???
মা:- সেটা আমার কেমন কথা…???
নীলিমা:- কিছু না…
তুমি যাও তো এখান থেকে।
আমি রান্না করব…….
মা:- এই নে কর।
,
নীলিমার মা রান্নাঘর থেকে চলে যাচ্ছিল, হঠাৎ করে আবার ফিরে আসল নীলিমার কাছে।
ওনার ফোনটা নীলিমার দিকে বাড়িয়ে দিয়ে বলল__
” জামাইয়েট নাম্বারে কল দিয়ে দে তো একটা। দেখি জামাই কই আছে…?”

নীলিমা মায়ের থেকে ফোন’টা নিয়ে আবিরের নাম্বার’টা ডায়াল করে দিল। পর পর দু’বার রিং হওয়ার পরও আবির কল রিসিভ করেনি। নীলিমার মা এবার নীলিমার হাতে ফোন’টা দিয়ে বলল__
” লিমার নাম্বারে কল ঢুকা”
কথা’টা বলতে বলতে’ই লিমা কল করে। নীলিমা ওর মায়ের কাছে ফোন’টা দিয়ে দেয়। ওর মা ফোন রিসিভ করলে ওপাশ থেকে লিমা যা বলে_
” মা! দুলাভাই ইটের সাথে হোঁচট খেয়ে পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে। তাই বাড়ি আসতে পারছিল না। নদীর পাড়ে বসে ছিল। আমি ওনাকে নিয়ে হসপিটালে আছি। ওখানকার হসপিটালে নেইনি যদি আপু জেনে গিয়ে কষ্ট পায় তাই। মা! তুমি আপুকে এসব কিছু বলো না। আমরা আসছি।তবে একটু দেরী হবে।আর তাছাড়া শিউলির বাবার মারাত্মক এক্সিডেন্ট হয়ছে।ওনাকে এই হসপিটালে’ই আনা হয়ছে। ওনার খবর শুনেই পরে আসব।”

নীলিমা কথাগুলো একনিঃশ্বাসে বলল। নীলিমার মা ততক্ষণে নীলিমার থেকে দুরে সরে গেছে। লিমার কথার প্রতি উত্তরে শুধু এটুকু’ই বলল_
” আচ্ছা, মা! কি হয় না হয় জানাবি তুই…”

লিমা-
ঠিক আছে বলে কল রেখে দিল।

কথা শেষ করে লিমা আবিরের দিকে তাকালো।
” আপনার জন্য এই প্রথম মায়ের সাথে একটা “বিগ মিথ্যা” কথা বললাম। এখন বলেন আপনার কেইস’টা কি? আর বাড়িতে গাড়ি রেখে’ই এভাবে পালিয়ে চলে যাচ্ছিলেন কেন?”

আবির:- আসলে লিমা আমি….(…)….
লিমা:- একমিনিট ভাইয়া….
আমি একটা কথা বলতে চাই….
আবির:- জি, বলো…..
লিমা:- যদিও আমায় আপনি ছোট্ট বোনের মত আদর-স্নেহ করেন কিন্তু এই মুহূর্তে আমাকে আপনার বন্ধু ভাবতে হবে। এমন বন্ধু যার সাথে মনের সব কথা নির্দ্বিধায় বলে ফেলা যায়। I mean best friend ভেবে মনের না বলা কথাগুলো আমায় বলতে হবে। পারবেন???
আবির:- কি আর হবে বললে?
যা হবার তো হয়ে’ই গেছে…….
লিমা:- কি হবে বা কি হয়ে গেছে সেটা না হয় পরে’ই ভাবেন। এই মুহূর্তে আপনি আমার কৌতূহলী মনের কৌতূহল মেটাতে সাহায্য করেন। বাকি’টা আমি দেখব….

লিমার কথা শুনে আবির ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করল বিয়ের পর থেকে একে একে ঘটে আসা সব ঘটনা। আবির কালকের রাত্রের ঘটনা পর্যন্ত বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে।”

লিমা ড্যাবড্যাব করে আবিরের দিকে তাকিয়ে আছে।
” দুলাভাই এত কিছু হয়ে গেল অথচ আমরা জানলাম না?”??

আবির:- ভেবেছিলাম যা হয়েছে সবটা মিটিয়ে নিব। আমার নীলিকে বলব, নীলি! যা হয়েছে সব ভুলে গিয়ে চলো নতুন করে জীবন শুরু করি। আর তাই এর জন্য সবরকম প্ল্যানও করেছিলাম। কিন্তু ও যে এভাবে আমার প্ল্যানে জল ঢেলে দিবে বুঝতে পারিনি।

লিমা:- দুলাভাই!
ভালোবাসতে কোনো দিন-ক্ষণ লাগে না। লাগে না কোনো উপলক্ষ্য। আপনি ব্যাটা বোকা। না হলে এমন আহম্মকের মত কাজ করতেন না।

ও যায় করুক।
আপনি কেন সেসব নিরবে মেনে নিলেন? কেন ওকে ঠাস করে থাপ্পর মেরে কাছে টেনে নেননি?

একটা জিনিস আমি বুঝতেছি না! লেখাপড়া কি মানুষ করে না???
তার জন্য কেউ সংসারকর্ম বাদ দিয়ে দেয়? হায় আল্লাহ!
এই লেখাপড়ার জন্য আপনি ওকে এভাবে এতটা বছর আলাদা রুমে রাখলেন?

ভাইয়া!
আপনি কি মানুষ না এলিয়েন গো???
এইভাবে বিয়ে করেও বউ ছাড়া থাকলেন কি করে???

দুলাভাই!
আপনাকে তো আমি ভিষণ রসিক মনের মানুষ ভাবতাম।
ভাবতাম ভালো’ই হয়েছে।
আমার গম্ভীর, বেরসিক আপুর কপালে একটা রসিক বর জুটেছে। কিন্তু আপনি তো দেখছি আপুর যে উপরের লেবেলের….☺☺☺☺

যেই মেয়ে লজ্জার জন্য ঠিকমত বাড়ির কারো সামনে বসেই খেত না,মেহমান এলে রুম থেকে বের হতো না, ছেলেদের সামনে হাটতে গিয়ে হাটুতে হাটু আঘাত খেত, মাটির দিকে তাকিয়ে কথা বলত সেই মেয়ে আপনাকে কিস করেছে।??
ভাইয়া এ যে অন্ধ ব্যক্তির মহাকাশ জয় করার মত,
এত বড় জয় অর্জন করছে কোথায় আপনি ওকে পুরস্কার দিবেন তা না করে সোফায় গিয়ে ঘুমিয়ে পরলেন?
আপনার তো দেখছি কোনো ফিলিংস’ই নেই……??

আপনি জানেন ও কত কতটা লাজুক???
,
আর আপনি কিনা সেই লাজুক মেয়ের মুখ থেকে’ই ভালোবাসি কথাটা শুনতে চাচ্ছেন???
ভাইয়া এ যে কখনো পসিবল নয়।

ভাইয়া!
একটা কথা মনে রাখবেন-
” মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না”….
ওরা সবকিছু লুকিয়ে রাখার, সহ্য করার আর নিরবে মেনে নেওয়ার অসম্ভব এক ক্ষমতা নিয়ে জন্মায়।
আর তাই__
” ভালোবাসি কথাটা আপনার’ই বলার দরকার ছিল…”

আবির:- ওরা তাহলে কোন জিনিস’টা পারে না???

আবির মুখ খুলল এতক্ষণে।

লিমা আবিরের দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে বলল_
” ওরা সব পারে কিন্তু পারে না অন্য কারো কাছে নিজের ভালোবাসা ভাগ করে নিতে।”

আবির:- Really???
লিমা:- হুম….
আবির:- তাহলে তো এটা প্লাস পয়েন্ট…..
লিমা:- কিসের প্লাস পয়েন্ট???
আবির:- এই যে ওকে কাছে টেনে নেওয়ার…..!!!!
লিমা:- দেশ ছেড়ে পালানোর উদ্ভট ভাবনা তাহলে মাথা থেকে দুর হয়েছে???
আবির:- হুম….
আমার ভালোবাসা আমি জয় করে নিব।
লিমা:- এই না হলে আমার দুলাভাই।
সাবাশ! দুলাভাই। সাবাশ!
আমি আছি আপনার সাথে।

ঠিক তখনি পাশ থেকে লিমার বান্ধবী আশা বলে উঠল__
” আমিও আছি দুলাভাইয়ার সাথে..”

লিমা:- হুম! আমরা আছি আপনার সাথে….

আবির:- ♥♥♥♥
আশা:- তা দুলাভাইকে নিয়ে কি দাঁড়িয়েই থাকবি নাকি বাসায় যাবি???
লিমা:- ওহ, হ্যাঁ!
চলেন দুলাভাই। আর আশা!
তুইও চল। বাসায় শীতকালের হরেক রকমের পিঠা বানাইছে মা।
খেতে পারবি….
আবির:- হুম, আশা!
তুমিও চলো আমাদের সাথে।

লিমা আর আশা আবিরকে নিয়ে বাসায় আসল সকাল ১১টা নাগাদ।
বাসায় আসার পরের কথা বলছি__

নীলিমা হসপিটালে গিয়েছিলল রোগী দেখার জন্য। আবির এসেছে কথা’টা শুনে দৌঁড়ে আসল বাড়িতে।আবিরকে দেখে মনে হচ্ছে আকাশের চাঁদ’কে হাতে পেয়েছে। দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস ফেলল নীলিমা। চোখ খুলতে’ই দেখে সামনে ছোট বোন লিমা দাঁড়িয়ে। লিমা ভ্রু নাচিয়ে নীলিমাকে জিজ্ঞেস করছে__
” কি! ব্যাপার কি? আজকাল ভাইয়াকে দেখছি চোখে হারাস…”

নীলিমা:- মানে????
লিমা:- লুকিয়ে-চুরিয়ে ভাইয়াকে ফলো করিস। ব্যাপার কি???

নীলিমা মুখ ভেংচি দিয়ে বলল__
” হু! আমার বয়েই গেছে!”

লিমা মনে মনে__
” জানি গো জানি আপু। আমি সব জানি…”

নীলিমা রুমে গিয়ে দেখে আবির আর আশা একসাথে বসে পিঠা খাচ্ছে।

নীলিমা:- আশা! কখন এলে???
আশা:- এইতো আপু মাত্র’ই।
তোমাকে রেখে খেয়ে ফেলতেছি আমরা….
নীলিমা:- সমস্যা নাই, খাও….

আমাদের রেখে খাওয়া???
দুলাভাই মানুষটা তো ভালো না….
লিমার আরো দুইটা ক্লাসমেট+বান্ধবী চলে এলো।
এরা সবাই একসাথে এইচএসসি পরীক্ষা দিয়েছে। সবাই একসাথে কোচিং ও করে ভার্সিটিতে ভর্তির জন্য। ওরা সবাই ঢাকায় থেকে পড়বে বলে প্ল্যান করেছে। আর সেটা একসাথে ম্যাচে । নিজেরা রান্না করে খাবে। লিমার প্ল্যান অনুযায়ী যা বুঝা যায় তা হলো__
” রিমা ওদের সাথে যখন ভার্সিটিতে পড়ার জন্য বাড়ি থেকে বের হবে, তখন বাধ্য হয়েই নীলিমা ঢাকায় যাবে। কারণ__
নীলিমা ওর ওর প্রাণের চেয়েও বেশী ভালোবাসে। আর সেই বোন ম্যাচে থেকে পড়াশুনা করবে।এটা ও চাইবে না নিশ্চয়। আর ঠিক তখন’ই সুযোগ হবে ওদের মিলিয়ে দেওয়ার।”

সবাই মিলে একসাথে পিঠা খেয়ে আড্ডা দিচ্ছে আবিরের সাথে।
নীলিমা দুরে বসে আবিরকে আড়চোখে দেখছে।

আবির সেটা লক্ষ্য করে যখনি তাকাই নীলিমা তখনি চোখ ফিরিয়ে নেয়। পর পর তিনবার চোখে চোখ পরার পর আবির বলেই ফেলল__
“লিমা!
তোমার বোনের কি কোনো সমস্যা আছে চোখে???”

আশা:- কেন ভাইয়া???
আবির:- না মানে তোমাদের আপু বার বার এদিকে তাকাচ্ছে মনে হচ্ছে।কিন্তু ধরতে পারতেছি না। তাকালে দেখি ও অন্যদিকে তাকিয়ে আছে। তাই বললাম ওর চোখে কোনো সমস্যা আছে নাকি….
,
লিমা:- সমস্যা মানে ভাইয়া???

লিজা:- কি বুঝাতে চাচ্ছেন দুলাভাই? সমস্যা মানে কি???
,
আবির:- I mean ট্যাঁরা….
,
লিমা:- কি??????
,
আবির:- জি…???

সবাই:- ?????

নীলিমা:- ?????

চলবে….

গল্প:-♥ফুলশয্যা♥ পর্ব:- ০৮

0

গল্প:-♥ফুলশয্যা♥
পর্ব:- ০৮
লেখা- অনামিকা ইসলাম।

নীলিমা:- এভাবে তাকিয়ে আছেন কেন??????
আবির:- ???
নীলিমা:- শুনেন!!!
আমি গরীব হতে পারি কিন্তু অভদ্র নয়। ✌✌
শুধু কিস করেছি, বেশী কিছু করিনি।হুহ্……..???

কথা’টা বলে নীলিমা আবিরের বিপরীতমুখী হয়ে শুয়ে পরে।আবির তখনও হতভম্বের মত বসে নীলিমার দিকে হা করে তাকিয়ে ছিল।

আবির বসা থেকে উঠে সোফায় গিয়ে গা এলিয়ে দিল।
আবির চোখ বন্ধ করতে পারছে না,
বার বার তার মনে নাড়া দিয়ে যাচ্ছে নীলিমার করা সেই কিস’টা….

পরদিন সকালবেলা_
ইমন মণি চলে যাবে। রওয়ানা দেওয়ার আগে মণি আসছে আবিরের সাথে কথা বলতে। এসে দেখে নীলিমা বিছানা গুচাচ্ছে আর আবির সোফায় অঘোরে ঘুমুচ্ছে। তাই দেখে মণি নীলিমা’কে বলছে__
” কিরে! ওনি এভাবে সোফায় ঘুমুচ্ছে কেন?”
নীলিমা:- সেটা ওনাকে’ই জিজ্ঞেস কর….
মণি:- ওনাকে জিজ্ঞেস না করেও আমি হলফ করে বলে দিতে পারি তুই নিশ্চয় ওনাকে কিছু বলেছিস!
নীলিমা:- আরে বইন!
আমি কিচ্ছু বলিনি…..ওনি অনর্থক ওখানে শুইছে।
মণি:- সত্যি বলছিস? কিছু বলিসনি?
নীলিমা:- আমি কি তোকে….(……)…..??!

ঠিক তখন’ই আবির জেগে উঠে।নীলিমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলে_
” ও ঠিক’ই বলেছে মণি!
ও কিছু বলে নি। তবে……(….)…..???????

মণি:- তবে? তবে কি ভাইয়া???
আবির:- করেছে……
নীলিমা:- ???
মণি:- বলেন কি????
বজ্জাত মেয়েটা কি করেছে ভাইয়া??????

আবির ইশারা করে নীলিমাকে দেখায়। নীলিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আঙুল মুচড়াচ্ছে।

মণি:- কিরে?!!!
তোর আবার কি হলো???
,
নীলিমা হকচকিয়ে উপরের দিকে তাকিয়ে বলে__
” কি হয়ছে?”
,
মণি:- সেটাতো আমি তোকে জিজ্ঞেস করছি। এভাবে মাথা নিচু করে আঙুল বাকাচ্ছিস কেন? আঙুল কি ভেঙে ফেলবি???
,
নীলিমা নিঃশব্দে রুম থেকে বাহির হয়ে যায়। নীলিমা রুমের বাহিরে চলে গেলে মণি আবিরকে জিজ্ঞেস করে এর(নীলিমার) আবার কি হলো ভাইয়া???
,
আবির রাত্রের ঘটনা পুরো’টা খুলে বলে মণিকে। মণির সাথে এতক্ষণে ইমনও এসে যোগ দিয়েছে। সবটা শুনে দু’জন তো রীতিমত “থ”…
ওদের একটাই কথা নীলিমা এটা করেছে?!!!???
ওরা যেন কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না।
,
যায় হোক।
অবিশ্বাস করারও কারণ নেই। কারণ কথাটা স্বয়ং আবির বলেছে ওদের। আবির কখনো মিথ্যে বলবে না ওদের সাথে সেটা ওরা খুব ভালো করে’ই জানে।
,
সকালের খাওয়া-দাওয়া শেষে আবির-নীলিমা’কে বলে ইমন-মণি রওয়ানা দেয় বাসার উদ্দেশ্যে। যাওয়ার আগে নীলিমাকে বলে যায়_
” কে কি বলেছে সেসব ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে….”

দুপুরের খাওয়া-দাওয়া শেষে আবিরের পরিবারও রওয়ানা হয়ে যায় দেশের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে সবাই আবির’কে বলে যায় নীলিমার যত্ন নিতে। ও যাতে কোনো প্রকার কাজ করতে না পারে সে খেয়াল রাখতে…..

ওরা সবাই চলে গেছে।
বাসা’টা কেমন যেন শূন্য শূন্য লাগছে।মন খারাপ করে নীলিমা ড্রয়িংরুমের সোফায় বসে আসে। আবির সব রুমে খুঁজে নিচে এসে নীলিমাকে পেল। পাশে গিয়ে বসল…….

আবির:- মন খারাপ???
নীলিমা:- হুম….
আবির:- তুমি এই সময়টাইও মন খারাপ করে রাখবে? শুনোনি দুলাভাই কি বলছে??????
নীলিমা:- কি???
আবির:- মন খারাপ নয়, হাসিখুশি থাকতে হবে এ সময়। তাহলে’ই তোমার ভেতর যে বেড়ে উঠতেছে ওর…..(……)…..?!!!!
,
আবির সম্পূর্ণ কথা বলতে পারেনি।তার আগেই নীলিমা বলে উঠে__
” ফাইজলামি করেন, তাই না?”
,
আবির:- সেকি?!!!
আমি ফাজলামি করলাম কোথায়?
,
নীলিমা:- এখন কি মজা নিচ্ছেন এসব বলে???
,
আবির:- মজা???
সেটা কিভাবে নেয়???
,
নীলিমা:- ???
,
আবির:- কি হলো????
,
,
,
,
নীলিমা সোফা থেকে উঠে রুমে চলে যায়।

রাতের খাবার খাওয়ার পর__
আবির রুমে এসে ল্যাপটপে খেলা দেখছে, আর নীলিমা?!!!
ড্রয়িংরুমের সোফায় গালে হাত দিয়ে চুপটি করে বসে আছে।
অনেকক্ষণ হয়ে গেল নীলিমা এখনো আসছে না দেখে ল্যাপটপ অফ করে আবির নিচে আসে দেখার জন্য নীলিমা কি করছে???
এসে দেখে নীলিমা গালে হাত দিয়ে বসে গভীর ভাবনায় মগ্ন।
আবির গিয়ে নীলিমার পাশে বসে।

প্রায় আধঘন্টার মত হয়ে গেছে।
নীলিমা তখনও আপন মনে ভেবে’ই চলেছে।আবির নীলিমার হাতের উপর হাত রাখে। নীলিমা চমকে তাকালো ডান পাশে।
একবার আবির তো, আরেকবার হাতের দিকে তাকাচ্ছে নীলিমা।

আবির:- রুমে চলো….

নীলিমা আবিরের হাতের মুঠো থেকে ওর হাতটা ছাড়িয়ে নিল। তারপর__
” আপনি যান, আমি আসছি…”

আবির:- রাগ করেছ?
নীলিমা:- রাগ করার কি আছে???
আবির:- তাহলে এভাবে মন খারাপ করে বসে আছ কেন???
নীলিমা:- মন খারাপ নয়, ভাবছি….
আবির:- কি???
নীলিমা:- বাড়ির কথা। হসপিটালের কথা…..
আবির:- খুব মনে পরছে? আমরা কি কাল একবার ঘুরে আসব নরসিংদী থেকে???
নীলিমা:-……….
আবির:- ঠিক আছে। কাল রেডি হয়ে থেকো। আমরা সকাল সকাল’ই রওয়ানা দিব।
নীলিমা:-…….
আবির:- এখন রুমে চলো….

আবির এবং নীলিমা দু’জনেই সিড়ি বেয়ে একসাথে উপরে উঠলেও নীলিমা আবিরের রুমে যায়নি। নীলিমা ঐ রুমে চলে যায় যে রুমে ও সবসময় থাকত।
এদিকে আবির?!!!
পিছনে ফিরে দেখে নীলিমা নেই।
ছুটে যায় নীলিমার রুমে।
গিয়ে দেখে নীলিমা ঘুমানোর জন্য বিছানা পরিষ্কার করছে….

আবির:- তুমি এ রুমে???
নীলিমা:- আজকে এ রুমে’ই ঘুমাব।
আবির:- তাহলে আমিও কি এই রুমে’ই ঘুমাবো???
নীলিমা:- না…..
আবির:- আচ্ছা, তাহলে ঘুমাও তুমি।আমি যাচ্ছি….

আবির রুমের বাহির হয়ে যায়।
নীলিমা ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। আবির কিছু’টা মন খারাপ করে ওর রুমে গিয়ে শুয়ে পরে। রাতে অসংখ্য বার আবির নীলিমার রুমের দরজার সামনে এসে কিছু বলতে গিয়েও থেমে গিয়েছে। আবির নীলিমা’কে স্যরি বলতে চান। বন্ধুদের করা দুর্ব্যবহারের জন্য আজ আবির সত্যি’ই বড় বেশী লজ্জিত নীলিমার কাছে। আবির নীলিমার কাছে একটা বারের জন্য ক্ষমা চাইতে চান, বলতে চান_
” ভালোবাসি আমার মায়াপরীটাকে….বড্ড বেশী ভালোবাসি। আমার জন্য মায়াপরী’টার মনে একটু জায়গা হবে???”

আগামীকাল ১৩ই ডিসেম্বর….
আবির-নীলিমার বিবাহবার্ষিকী। আবির এবারের বিবাহবার্ষিকী’টা একটু অন্য রকম ভাবে উৎযাপন করতে চেয়েছিল। এই যেমন_
যেসব বন্ধুদের সাথে আবির সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল, তারা শেষ একবার নীলিমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ চেয়েছিল। আবির ভেবেছিল__
আগামীকাল ওদের দাওয়াত দিবে।
কিন্তু ওর প্রাণপাখি নীলিমার মনটাও ভিষণ খারাপ। তাই আবির নীলিমাকে নিয়ে গ্রামের বাড়িতে যাবে বেড়াতে। সেখানে’ই খোলা আকাশের নীচে দাঁড়িয়ে আবির নীলিমাকে মনের কথা বলতে চাই….

পরদিন ভোরে আবির নীলিমাকে নিয়ে রওয়ানা দেয় নরসিংদীর উদ্দেশ্যে।সকাল ৯টারদিকে আবির নরসিংদী’তে এসে পৌঁছালো….

এখানে এসে আবির লক্ষ্য করল নীলিমা সবসময় কেমন যেন স্তম্ভ হয়ে থাকে। মনে হচ্ছে কোনো নিদারুণ যন্ত্রণা ওর ভিতরটা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এতদিন পর বাবা-মা, নিজ এলাকা, খেলার সাথী, বন্ধ-বান্ধবীদের পেয়েও নীলিমার মুখে হাসি নেই। আবিরের ব্যাপার’টা কেমন যেন ভালো লাগছে না। আবির মনে মনে ভাবছে_
” আচ্ছা কি হয়েছে ওর…”

সেদিন রাত্রে খাওয়ার পর আবির যখন রুমে আসে এর ক্ষাণিকবাদে’ই নীলিমা রুমে আসে।
এসে একটা কথাও বলে নি।
চুপচাপ বিছানা গুছিয়ে বালিশ পেতে দিয়ে নীলিমা চলে যাচ্ছে।
আবির পেছন থেকে নীলিমার হাতটি ধরে।

আবির:- কোথায় যাচ্ছ???
নীলিমা:- ঘুমাবো…
আবির:- ঘুমাবে তো বাইরে কি???
নীলিমার:- লিমার সাথে ঘুমাবো, ও বলছে থাকার জন্য।
আবির:- লিমা একা ঘুমাতে পারবে।
নীলিমা:- ও ভয় পায় ঝড় বৃষ্টিতে একা একা ঘুমাতে। তাই আমায় ওর সাথে থাকতে হবে। যাচ্ছি….

আবির নীলিমা’কে একটানে ওর বুকের সাথে মিশিয়ে বলে_
” ঝড়-বৃষ্টি হলে লিমার জন্য মা আছে, আর আমি???
আমার জন্য কে আছে???!!!”

নীলিমা:- কেউ দেখবে তো। ছাড়েন প্লিজ…
আবির:- দেখুক। আমি আমার বউকে ধরেছি, অন্য কাউকে তো নয়…..
নীলিমা:- প্লিজ ছাড়েন….

আবির নীলিমাকে ছেড়ে রুমের বাহিরে গিয়ে লিমাকে কি যেন বলে আসে। দুষ্টু লিমা মুচকি হেসে দরজা’টা বন্ধ করে একা একা’ই শুয়ে পরে….

আবির:- ব্যস, হয়ে গেল।
নীলিমা:- কি???
আবির:- লিমা রুমের দরজা বন্ধ করে শুয়ে পরেছে। তুমি এখানেই থাকবে।
নীলিমা:- বললেই হলো! আমি গিয়ে ওকে ডাকছি….
আবির:- কাজ হবে না।
গিট্টু একখান দিয়া আসছি….??
নীলিমা:- কি?!!!
কি বলছেন আপনি ওকে??
আবির:- শালি দুলাভাইয়ের ব্যপার।সেটা তোমাকে বলব কেন???

নীলিমা দৌঁড়ে যায় লিমার রুমের সামনে।ডাক দেয় লিমাকে। লিমা কিছুতে’ই দরজা খুলছে না। শেষমেষ অতিষ্ট হয়ে মুখ খুলে লিমা।
” আপু প্লিজ তোদের মাঝে আমায় টানিস না। কাবাবের হাড্ডি হওয়ার ইচ্ছে আমার নেই… ”

নীলিমা রেগেমেগে রুমে যায়। রুমে গিয়ে ঠাস করে দরজা দিয়ে বিছানায় শুয়ে পরে। আবির গিয়ে পাশে বসে।
নীলিমা বলে ডাক বার কয়েক ডাক দেওয়ার পর নীলিমা সাড়া দিল। বিছানায় উঠে বসল কি হয়েছে???

আবির নীলিমার হাতে একটা লাল টুকটুকে শাড়ি দিয়ে বলে__
” একটু পরবে এটা? খুব দেখতে ইচ্ছে হচ্ছে…”

নীলিমা হাত দিয়ে শাড়ি’টা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় দুরে। তারপর_
” এসবও কেউ পরে? যত্তসব….”
আবির:- নীলিমা তুমি…(…)….???
নীলিমা:- হ্যাঁ, ফেলে দিলাম। আমার ভালো লাগেনি তাই ফেলে দিলাম।
,
আবির:- আচ্ছা, ঠিক আছে ব্যাপার না। একটু এদিকে আসবে?
,
নীলিমা:- কেন?
আবির:- আসো’ই না….

নীলিমা এগিয়ে আসলে আবির নীলিমার পায়ের কাপড় উঠাতে থাকে।

নীলিমা অপ্রস্তুত হয়ে বলে উঠে_
” কি করছেন? কি করছেন?”

আবির কোনো কথা না বলে নীলিমার পায়ে নূপুর পরিয়ে দিল।

আবির:- কেমন হয়েছে?

মুহূর্তেই নীলিমা আবিরের কাছ থেকে ক্ষাণিকটা দূরে সরে যায়।
খুলে ফেলে নূপুর। পূর্বের ন্যায় সেগুলোকেও খুলে ছুঁড়ে ফেলে দেয়।
,
আবির:- আমি জানি তুমি কেন এভাবে রেগে আছ? আজ সব রাগ-অভিমানের শেষ হবে। আজ আমাদদের…. (……)…….
নীলিমা:- চুপ করেন। একদম চুপ।
অনেক বলছেন।
এবার আমায় বলতে দেন।
আমি কিছু বলতে চাই…..
,
আজ আপনার আমার বিবাহ বার্ষিকী,তাই না?
আর তাই কর্তব্যের খাতিরে এগুলো আমায় দিতে, আসছেন নাহ???
লাগবে না আপনার এগুলো…..

আবির:- নীলিমা
প্লিজ শান্ত হও….আমায় একটু বলতে দাও। আমি তোমায় বলতে চাই কিছু….
নীলিমা:- আপনার কোনো কথায় আমি শুনতে চাই না। আজকে আমি বলব, আপনি শুনবেন….
আবির:- বলো….
নীলিমা:- আজ তো আমাদের বিবাহবার্ষিকী,তাই না?
আবির:- হুম….
নীলিমা:- আমি যদি কিছু চাই দিবেন আমায়???
আবির:- কেন দিব না?
অবশ্যই দিব। কি চাও তুমি বলো???
নীলিমা:- আগে প্রমিজ করে বলেন যে দিবেন….
আবির:- এই প্রমিজ করলাম… তুমি যা চাও আমি তাই দিব….
নীলিমা:-……
আবির:- কি হলো? বলো কি চাও??? আমি আমার প্রাণপাখিটার সব আবদার শুনতে রাজি আছি…
,
,
,
,
,
নীলিমা:- মু….ক…তি….
আবির:- কি?!!! কি চাও তুমি???
নীলিমা:- আমি মুক্তি চাই।
আপনার থেকে মুক্তি চাই। আমি একটু প্রাণখুলে নিঃশ্বাস নিতে চাই।
দিবেন আমায় একটু মুক্তি….???
,
আবির নীলিমার কথা শুনে স্তম্ভ হয়ে যায়। নীলিমা যে এমন কিছু চাইবে সেটা বুঝতে পারেনি আবির।
,
নীলিমা:- কি হলো? বলেন না দিবেন আমায় মুক্তি???
,
আবির:- তুমি মুক্তি চাও নীলিমা????
,
নীলিমা:- হুম। মুক্তি চাই।
সব বন্ধন থেকে বেরিয়ে আসতে চাই।
,
আবির:- এটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না???
নীলিমা:- নাহ। আমার আর কিছু চাই না। আমি শুধু মুক্তি চাই….
আবির:- নীলিমা!
তুমি চাইলে আমি সব, সব দিতে পারব। কিন্তু এটা আমার দ্বারা সম্ভব নয় নীলিমা। এটা চেয়ো না আমার কাছে….
আবির:- আপনি আমায় প্রমিজ করেছেন আমি যা চাইব দিবেন। এখন না দিলে কি হবে বুঝতেই তো পারছেন….
আবির:- নীলিমা প্লিজ এমন করো না।
নীলিমা:- তাহলে আমায় মুক্তি দেন।
আবির:- আমি পারব না….
নীলিমা:- আমি তাহলে তিলেতিলে নিজেকে কষ্ট দিব। ভোর হওয়ার আগে এ বাড়ি, ঘর সব, সবকিছু ছেড়ে নিরুদ্দেশ হয়ে যাব কিংবা ফ্যানের ঝুলে আত্মহত্যা করব….
,
আবির নীলিমাকে ঠাস করে চড় মেরে দুরে ফেলে দেয়।
,
নীলিমা চোখে জল নিয়ে গালে
হাত দিয়ে বসা থেকে উঠে। রাগের বশবর্তী হয়ে মারলেও আবিরের এখন নিজের প্রতি খুব রাগ হচ্ছে। নীলিমা আবিরের দিকেই এগিয়ে আসছে।
,
আবির কিছু বলতে যাবে তার আগে’ই নীলিমা হঠাৎ করে আবিরের পা ধরে বসে পরে।
,
আবির:- এই, এই!কি করছ?!!!উঠো….
নীলিমা:- আপনি আমায় মারেন, কাটেন, যা খুশি করতে পারেন। তবুও প্লিজ আমায় মুক্তি দেন…..
আমায় মুক্তি দেন,
মুক্তি দেন…..
আবির:- উঠো বলছি নীলিমা….
নীলিমা:- না, আগে আমায় মুক্তি দিবেন সেটা বলেন….

আবির ওর চোখের জল ছেড়ে দেয়। তারপর__
” বেশ! উঠো….
তুমি মুক্তি চাও তাই না???
তাই হবে….”

নীলিমা হাসোজ্জ্বল মুখে চোখের জল মুছতে মুছতে বসা থেকে উঠে।

আবির নীলিমার হাসোজ্জল মুখের দিকে তাকিয়ে আছে…..

চলবে…..