অনুভবেতোমায়খুঁজি শেষ পর্ব
•
•
–কী চান আপনি ?
•
–কিছু না।
•
–আর কোনদিন কল করবেন না!
•
–যেদিন দেখবো মেয়েটির চোখ মেঘ ছুঁয়েছে সেদিনের পর আর জ্বালাবো না।
•
–এই যে মিস্টার এ,, বি,, সি,, যাই হোন না কেন এসব ছাড়ুন,,,,,নো মোর,,,,
•
–ওকে,,,, ছাড়লাম।
•
–হ্যালো!
… হ্যালো!
…হ্যালো!
আমি কিছৃ শুনতে পাচ্ছি না। লাইন কি কেটে
গেলো ?
•
–না,,, কারো উদ্বেগ দেখতে ভালো লাগছিলো!
•
–আপনি একটা যাচ্ছেতাই।
•
–এই অধম যাচ্ছেতাই এর পরিচয় জানার জন্য কেউ অস্থির এটা ভাবতে বেশ ভালো লাগছে কিন্তু,,,,
•
–ছাই অস্থির,,
•
–অস্থির না ?
•
–না
•
–ফোন রেখে দিলে অস্থির হবে কেউ ?
•
–খবরদার ফোন রাখবেন না। আজ আপনাকে বলতেই হবে কে আপনি!
•
–আজ না,,, অন্য কোন সন্ধ্যায়,,, যেদিন কেউ আমাকে সত্যিকারের খুঁজবে,,,সেদিন,,,
•
–আমি সত্যিকারেই খুঁজি বারান্দায় যাবার ইচ্ছেরা আমায় খুব জ্বালায়।
মনে হয়…
–কী মনে হয় ?
•
–কিচ্ছু না।
•
–হুম,,,কিচ্ছু না তাহলে ?
•
–মনে হয় কে এই মানুষ ? কেন সে আমায় দেখে ? এতো অপেক্ষা কেন করে ? হয়েছে এবার ?
•
–না হয়নি।
•
–আর কী ?
•
–কেউ একবার যদি তাঁর বাড়ির সামনের রাস্তায় এসে দাঁড়াতো,,,
•
–দাঁড়ালে আপনার অনুবীক্ষণ দিয়ে দেখতেন আমার কপালে টিপ আছে কি না ? এর বেশি আর কীইবা পারেন আপনি।
•
–নাহ,,,এতোটাও এখন পারবো না।এখন একটু ঝামেলা আছে।পরে কথা হবে।ফোন রাখছি এখন।ভালো থাকবেন খুব।
•
–মানে কী ?
•
–মানে কিছু না! হলুদ দোতলা বাড়ির মেয়েটি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে।ফোন ছেড়ে আমার তার হাত ধরতে হবে।সময় নেই আপনার সাথে কথা বলবার।
•
–আপনি,,,,আপনি একটা যাচ্ছেতাই,,,
•
–যাচ্ছেতাই কী ?
•
–যাচ্ছেতাই রকমের বাজে আর পচা।কেউ এখন এই পচাটার জন্য হলুদ বাড়ির সামনে দাঁড়াবে ভাবতেও রাগ হচ্ছে,,,
•
–রাগ ভালো তো,,,যাচ্ছেতাই এক্ষুনি আসছে মেয়েটি যেন টিপ না পরেই আসে।ওখানে আজ যাচ্ছেতাই কেউ আলতো করে ছোঁবে।
•
–ছোঁবে,,,
•
–হু,,, ঠোঁট দিয়ে না আঙুল দিয়ে ছোঁবে সে,,,
•
—আমি কী জানতে চেয়েছি কিভাবে ছোঁবে ?
আশ্চর্য,,,,,,,,
আসলেই আপনি একটা যাচ্ছেতাই…
•
–হম,,,,রেডি হয়ে হলুদ বাড়ির সামনের রাস্তায় দারিয়ে থাকুন,,,,যাচ্ছেতাই আসছে,,,,
•
–আসুক আমি কি তাকে ভয় পাই নাকি,,,,
অতঃপর মেয়েটি হলুদ বাড়িটার সামনের রাস্তায় দারিয়ে আছে যাচ্ছেতাই কে দেখার জন্য।
(সমাপ্ত)
লেখা || Tuhin Ahamed