Devil_Teacher Part -12

0
4425

??Devil_Teacher??

?? রং তুলি??

part – 12

শান্ত : তোমার সাথে কিছু কথা ছিলো
তুলি : আরে ভাইয়া অনুমিত নেয়ার কি আছে, বলে ফেলেন।
শান্ত : please ভাইয়া বলা বন্ধ করো ( বিরক্ত নিয়ে )
তুলি : আচ্ছা ঠিক আছে বিয়ের পর ডাকবো ( এক গাল হেসে )
শান্ত : বিয়ের পর কেন? ( ভ্রু কুচকে )
তুলি : তো! বিয়ের পর কি বলে ডাকবো!
শান্ত : নাম ধরে ডাকবা,,,
তুলি : আপনি কি পাগল নাকি আপ্পি আমাকে দৌড়ানি দিবে ( হাসতে হাসতে )
শান্ত : কোন আপ্পি?
তুলি : আপনার gf
শান্ত : fun করার একটা limit থাকে, এখন চলো। আমাদের এলাকায় ঘুরাবো
— শান্ত তুলির হাত ধরে নিজের সাথে নিয়ে গেলো, একটা বড় পুকুরপাড় সামনে নিয়ে যায়। পুকুরের এক দিকে বড় বড় শাপলা ফুল ফুটে আছে, বড় একটা ঘাট বাধানো, চারদিক থেকে সুপারি গাছের ঘেরা। সব মিলে দেখার মতো একটা দৃশ্য, তুলি অবাক হয়ে চারদিকটা দেখছে, হয়তো এত সুন্দর দৃশ্য কখনো দেখা হয়নি তার। হঠাৎ শান্ত তুলির সামনে হাটুগেরে বসে পরে, তুলি কিছুটা অবাক হয়,,,

শান্ত : আমি আমার লাইফ টাকে সাজাতে চাই, তার জন্য তোমাকে প্রয়োজন।
তুলি : মানে?
শান্ত : I love you… কখন, কিভাবে বলতে পারবো না, এতটুকু বলতে পারবো তোমাকে আমার প্রয়োজন।
তুলি :…. ( নিশ্চুপ )
শান্ত : আমার family সাথে তোমাকে দেখা করাতে চাই, সমস্যা নেই তুমিতো এখনো অনেক ছোট আগে বড় হও আমি ততদিন নাহয় অপেক্ষা করবো। ( মুচকি হেসে )
তুলি : আমার সাথে চলেন

— তুলি শান্তর হাত টেনে মুক্তার সামনে নিয়ে যায়,,,
তুলি : আপ্পি তোমার bf তো আস্ত একটা লুচু, একজন হয়না একসাথে অনেক জন লাগে। ( শান্ত অবাক হয়ে তুলির দিকে তাকিয়ে আছে, কি বলছে এসব )
মুক্তা : কি আবোল তাবোল বকছিস
তুলি : আরে তুমি ওকে জিঙ্গাসা করো
শান্ত : তুলি তুমি ভুল করছো
রাজ : কি হচ্ছে এখানে? ( মুক্তার bf )
তুলি : আপনার friend মুক্তা আপ্পিকে ধোকা দেয়ার চেষ্টা করছে।
রাজ : মানে! শান্ত কিভাবে ধোকা দিচ্ছে মুক্তাকে?
শান্ত : দোস্ত ও ভুল বুঝছে
মুক্তা : তুলি শান্ত আমার bf হতে যাবে কেন?
তুলি : তুমিতো নিজেই বললা ও তোমার bf
শান্ত : তুলি please stop it…. ( রেগে গিয়ে )
রাজ : ও চুপ করবে কেন? আমি সত্যিটা জানতে চাই, তোরা দুজনে মিলে আমাকে ধোকা দিচ্ছিস? ( তুলি অবাক হয়ে তাকিয়ে আছে হয়তো বুঝার চেষ্টা করছে কি হচ্ছে )
মুক্তা : বিশ্বাস করো ও হয়তো ভুল বুঝেছে
রাজ : আমি কিছু বিশ্বাস করতে চাইনা। তুই আমার দোস্ত হয়ে এটা করতে পারলি? আমি তোদের কে কখনো ক্ষমা করবো না ( শান্তকে উদ্দেশ্য করে )
তুলি : আমি মনে হয় কোথাও একটা ভুল করছি ( সবার উদ্দেশ্য )
— এতক্ষণে পরিস্থিতি অনেকটা বদলে গেছে, শান্তর প্রচন্ড রাগ হচ্ছে। তুলির কথা শুনা মাত্রই কষে একটা চড় বসিয়ে দিয়েছে ফর্সা গালে,,,
শান্ত : এতক্ষণে বুঝেছো তোমার ভুল হচ্ছে? আর আমি যে তখন থেকে বলছি কানে যায়নি ( রেগে গিয়ে খুব জোড়ে )
তুলি :…. ( অবাক হয়ে নিজের গালে হাত দিয়ে দাড়িয়ে আছে )
শান্ত : কথা বলছো না কেন?
— রাগের চোটে আরো একটা চড় বসিয়ে দিলো, তুলি দুগালে হাত দিয়ে দাড়িয়ে আছে। কিছু বলার মতো বোধগম্য হাড়িয়ে ফেলেছে,,,
মুক্তা : শান্ত please ও বলছেতো ওর ভুল হয়েছে।
শান্ত : তুমি বিয়ের আগে এমন করছো তো বিয়ের পর কি করবে?
তুলি : কাকাকার বিয়ে ( কাঁপা কাঁপা গলায় )
শান্ত : আমাদের।

— তুলির কথা শুনে সবাই হতবাক হয়ে তুলির দিকে তাকিয়ে আছে। স্যার এতো বছর ধরে তুলির জন্য অপেক্ষায় ছিলো,,,

রানা : বিয়ের কথা বলাতে তুই কি বলেছিলি?
তুলি : আমি কি বলবো! দুই গালে হাত দিয়ে এক দৌড় দিছি, আমাকে আর পায় কে? এই যে রাজশাহী ছাড়ছি আর কখনো যাইনি। ( হতাশ হয়ে )
রেশমা : একটা কথা বলি, তোর কথায় বুঝা যাচ্ছে স্যার তোকে অনেক ভালবাসে।
তুলি : ভালবাসে না কচু, কালকে বলছে আমাকে ফাঁসির দড়িতে ঝুলাবে।
নদী : ওর সাথে কথা বলে লাভ নেই, ও কখনো ভাইয়ার ভালবাসা বুঝবেনা ( রেশমাকে উদ্দেশ্য করে )
রবিন : তুলি তুই কিন্তু নিজেও স্যারকে ভালবাসিস, তবে বুঝতে পারছিস না।
তুলি : আমাকে বুঝতে হবেনা।
রেশমা : একদিন ঠিকি বুঝবি স্যার যখন তোর এই ব্যাবহারে অতিষ্ঠ হয়ে তোর থেকে দূরে চলে যাবে।
তুলি : মানে!
রেশমা : মানেটা নিজেই বুঝেনে,,,

— শান্ত সন্ধায় বাসায় ফিরে, তুলি শান্তর জন্য কফি করে নিয়ে আসে,,,
তুলি : সারাদিন কোথায় ছিলেন?
শান্ত : তুমি জানোনা আমি যে আরো একটা বিয়ে করছি ঐ বৌয়ের কাছে ছিলাম।
তুলি : রেশমা ঠিক বলছে, আপনি আবার বিয়ে করবেন। ( ন্যাকা কান্না করে )
শান্ত : কি! ( অবাক হয়ে )
তুলি : আমি জানতাম আপনি এমন কিছু করবেন। সাধে কি আর আপনার নাম লুচু দিছি নাকি ( রেগে গিয়ে )
শান্ত : এই তুমি কি পাগল নাকি? আমি কেন বিয়ে করবো?
তুলি : আপনিতো বললেন!
শান্ত : তুমি আজকে ভার্সিটিতে যাওনি?
তুলি : হুম
শান্ত : তাহলে তো তোমার জানার কথা কলকে ভার্সিটিতে program আছে আর আমি সেই কাজে ব্যস্ত ছিলাম। ( তুলির দুগালে হাত দিয়ে )
তুলি : আপনি সত্যি বিয়ে করেননি তো ( করুণ দৃষ্টিতে )
শান্ত : করলেই বা কি? তোমার তো কিছু যায় আসেনা,,, ( কফি খেতে শুরু করলো )

— সত্যি যদি devil টা আবার বিয়ে করে ফেলে তাহলে আমার কি হবে? এনাকন্ডা হোক আর জিরাফ মানুষটা তো আমার, না কিছু একটা করতে হবে কিন্তু কি করা যায়। নাহলে সত্যি সত্যি বিয়ে করে ফেলবে,,,
শান্ত : কি হলো? কি ভাবছো?
তুলি : কই কিছুনা
শান্ত : তাহলে এভাবে চুপচাপ বসে আছো কেন
তুলি : স্যার আপনি আবার বিয়ে করবেন নাতো?
শান্ত : আমার ভুল হয়ে গেছে, তখন একটু মজা করছি। হয়েছে,,,
তুলি : না বলেন বিয়ে করবেন কিনা?
শান্ত : আমি আবার বিয়ে করতে যাবো কেন? ( রেগে গিয়ে )
তুলি : কারন আমি বেশি কথা বলি, আমি বাচ্চাদের মতো আচরন করি। আপনার কোন কথা শুনিনা। আরো কত কি,,,
শান্ত : পাগল নাকি? কি যাতা বলছো, তুমি যেমন আছো আমি তোমাকে তেমনি ভালবাসি। আর সবসময় ভালবাসবো ( নিজের বুকে টেনে নিয়ে )
তুলি : কেন ভালবাসেন?
শান্ত : ভালবাসা অকারনেই হয় ( কপালে একটা চুমু একে দিয়ে )
তুলি :….. ( নিশ্চুপ )
শান্ত : জানো মাঝে মাঝে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে, ইচ্ছে করে তোমার মাঝে ডুবে যাই, তোমাতে হাড়াতে ইচ্ছে করে। চিন্তা করোনা আমি অপেক্ষায় থাকবো।
তুলি :…. ( নিশ্চুপ )

— তুলি নিশ্চুপ হয়ে শান্তর বুকে মিশে আছে, আজ ইচ্ছে করছেনা শান্তর থেকে দূরে থাকতে। devil টা যে তাকে এতো ভালবাসে আজ অনুভব করতে পারছে। সকালে শান্ত নাস্তা শেষে ভার্সিটিতে চলে যায়, নদী আর তুলি পরে যাবে। তুলি নদীর কাছে একটা শাড়ি নিয়ে যায়,,,

তুলি : নদী শাড়িটা পরিয়ে দে,,না please
নদী : তুই হঠাৎ শাড়ি পরবি কেন?
তুলি : devil কে চমকে দেবো
নদী : তুই ভাইয়ার জন্য পরবি ( অবাক হয়ে )
তুলি : এতো অবাক হওয়ার কি আছে? ( ভ্রু কুচকে )
নদী : ভাবি তুমি মানুষ হইছো ( বলেই তুলিকে জড়িয়ে ধরলো )
তুলি : আমি আবার কবে অমানুষ ছিলাম?
নদী : তুই মানুষ ছিলি কবে? তুইতো একটা এলিয়েন।
তুলি : যা তোর পরাতে হবে না ( রেগে গিয়ে )
নদী : আরে ভাবি রাগো কেন পরিয়ে দিচ্ছিতো
তুলি : একদম ভাবি ডাকবি না
নদী : ওকে গাধী ( বলেই হেসে দিলো )

— নদী তুলি তৈরি হয়ে ভার্সিটিতে গেলো, তুলিকে আজ অপূর্ব লাগছে। সবাই তুলিকে দেখছে, অনেক প্রশংসা করছে। শান্ত তুলিকে এখনো দেখেনি, program শুরু হয়ে গেছে। তুলি stage উঠতেই শান্ত অবাক হয়ে গেলো তাকে দেখে, চোখ সরাতে পারছে না। তুলি মাইক নিয়ে বলতে শুরু করলো,,,

চলবে,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে