Devil_Teacher Part-11

0
4969

??Devil_Teacher??

??রং তুলি ??

part – 11

— একটা ভুল নাহয় হয়েছে তাই বলে এভাবে রাগ দেখাবে আস্ত একটা devil শুধু শুধু রাগ দেখায়, কথায় কথায় ধমক দেয়। থাকবো না আর এই রুমে, আমি আজকে থেকে নদীর রুমে থাকবো ( কথাগুলো বলে তুলি নদীর রুমে চলে গেলো )
নদী : ঝগড়া শেষ হয়েছে?
তুলি : আগে বলতে পারিসনি নেহা ম্যাডাম তোর ভাবি হয়? ফাজিল মেয়ে তোর কারনে আজকে আমাকে অনেক গুলো ধমক শুনতে হয়েছে ( কাঁদোকাঁদো গলায় )
নদী : আমিতো বলতে চেয়েছি তুইতো শুনলি না।
তুলি : বিয়ের আগেতো বলতে পারতি কিন্তু বলিসনি, devil টা তোর ভাই তাও বলিসনি। আর আমি এটা বুঝতে পারছিনা তোর নিজের বাড়ি থাকতে হোস্টেলে কেন থাকতি? আমাকে বোকা বানানোর জন্য?
নদী : আরে ভাইয়া এই ফ্লাটটা নতুন নিয়েছে, আর আমি তোকে বোকা বানাতে যাবো কেন? আমিতো ভাবছি তুই ম্যাডামকে চিনিস। তোর সাথে ম্যাডামের যা ভাব ছিলো
তুলি : আমি ম্যাডামকে কিভাবে চিনবো?
নদী : তোর মিলি আপুর বড় ঝা,,, তুই জানিস না? ( অবাক হয়ে )
তুলি : কোন মিলি আপু?
নদী : গাধী তোর মিলি আপু কয়টা? যার বিয়েতে ভাইয়া তোকে প্রথম দেখেছে ( রেগে গিয়ে )
তুলি : রাগিস কেন? ঐ এনাকন্ডা টার জন্য আর কখনো রাজশাহী যাওয়া হয়নি তাই জানিনা। আর মিলি আপুর কথাতো ভুলেই গেছি। ( মন খারাপ করে )
নদী : কিছু দিন পরে তো মনে হয় আমাকেও ভুলে যাবি! ( ভ্রু কুচকে )
তুলি : এই শুননা ম্যাডাম কিভাবে তোদের ভাবি হয়?
নদী : ভাইয়া কার বিয়েতে গিয়েছিল?
তুলি : ওনার বন্ধুর
নদী : তাহলে মিলি আপু যদি ভাইয়ার বন্ধুর বড় ভাইয়ের বৌ হয়, ম্যাডাম কি হবে?
তুলি : ভাবি।
নদী : এখন বুঝতে পারছিস, নাকি আরো বুঝাতে হবে?
তুলি : বুঝতে পারছি। কিন্তু একটা কথা মাথায় আসছেনা, ৩ বছর আগের একটা ভুলের প্রতিশোধ নেয়ার জন্য আমাকে বিয়ে করার কি দরকার ছিলো? ( চিন্তিত হয়ে )
নদী : গাধী তুই বের হো আমার রুম থেকে ( রেগে গিয়ে )
তুলি : আমি আবার কি করলাম? ( অবাক হয়ে )
নদী : ভাইয়া তোকে ভালবেসে বিয়ে করছে, আর তুই বলছিস প্রতিশোধ? গত ৩ বছর ভাইয়া তোকে কত খুজেছে তুই জানিস?
তুলি : মাত্র ৩ দিনের পরিচয়। তুই কোথায় দেখলি ভালবাসা, আমি তো দেখলাম আমাকে চড় মারছে। ( নিজের গালে হাত দিয়ে )
নদী : তোর কারনেই হয়তো মারছে
তুলি : হুম, ভুলটা আমার ছিলো,,,
নদী : তো ম্যাডাম এখন যদি নিজের ভুল বুঝতে পারেন, তাহলে আমার রুম থেকে যান, আমি ঘুমাবো।
তুলি : আমি আজ থেকে তোর সাথে ঘুমাবো।
নদী : পাগল নাকি! তুই যা আমার রুম থেকে
তুলি : আমার স্বামীর বাড়ি আর আমাকে বের করে দিচ্ছিস!
নদী : তো! স্বামীর রুমে যা আমার রুমে কেন এসেছিস?
তুলি : তুই দেখি আস্ত একটা সাপনী, যেমন devil তেমন তার বজ্জাত বোন। তোর মতো ডাইনির সাথে তো জীবনেও থাকবো না
নদী : তোর কাছে এতো নাম আসে কোথায় থেকে!
তুলি : আরো আছে শুনবি
নদী : না থাক, তাহলে এগুলো আমার উপর প্রয়োগ হবে আমি জানি।
তুলি : না শুনলে নাই, হুহ,,,

— তুলি বসার রুমের সোফায় শুয়ে আছে, শান্ত রুমে গিয়ে দেখে তুলি নেই। বসার রুমে এসে দেখে তুলি সোফায় ঘুমিয়ে আছে,,,

শান্ত : তুলি উঠো
তুলি :……
শান্ত : তুলি উঠো বলছি ( রেগে গিয়ে )
তুলি : জ্বি,,জ্বি স্যার ( ঘুমের মধ্যে ভয় পেয়ে )
শান্ত : এখানে কি করছো তুমি?
তুলি : ঘুমিয়ে ছিলাম ( ভয়ে ভয়ে )
শান্ত : রুম ছেড়ে এখানে কেন? এটা ঘুমানোর জায়গা?
তুলি : স্যার এখানে ঘুমানো যায়তো, চাইলে আপনিও ঘুমাতে পারেন। আসেন ( বলেই নিজের জ্বিব্বায় কামড় দিলো )
শান্ত : তুমি এখানে কেন ঘুমিয়েছো? ( আগুনের দৃষ্টিতে তাকিয়ে )
তুলি : আমার খুব ঘুম আসছিলো, তাই,,,
শান্ত : এক চিমটার মানুষ’ এতো বড় রুমে জায়গা হয়নি তোমার!
তুলি : আমি আর আপনার সাথে ঘুমাবো না। আপনি শুধু শুধু রাগ দেখান
শান্ত : আজকের পর যদি আমাদের বিছানা ছেড়ে অন্য কোথাও ঘুমানোর চেষ্টা করো, পা দুটো কেটে হাতে ধরিয়ে দেবো। ( কথাটা বলেই তুলিকে কোলে তুলে নিলো )
তুলি : আমি হেটে যেতে পারবো

— শান্ত তুলির দিকে রাগি চোখে তাকাতেই, তুলি ভয়ে চুপ হয়ে গেলো। তুলিকে বিছানায় শুইয়ে দিয়ে নিজে শুয়ে পরলো, তুলি নিজের বুকে জড়িয়ে ধরে বলল,,,

শান্ত : জানো তোমাকে যেদিন প্রথম দেখেছি মনে হয়েছিল,, একটা হলুদ জামদানি শাড়ি পরা ছোট্ট পরি আমার সামনে দাড়িয়ে ছিলো, আর আমি অপলক তাকিয়ে ছিলাম তার দিকে। সেদিন প্রথম তোমার প্রেমে পরে যাই, বিয়ের দিন বায়না ধরে তোমার সাথে সারাদিন কাটানোর পর আমি কখন যে তোমাকে এতোটা ভালবেসেছি বুঝতে পারিনি। তোমাকে না দেখলে কখনো জানতে পারতাম না যে মেয়েরা এতো কথা বলতে পারে। আর বৌভাত অনুষ্ঠানে তুমি যা করলে,,, ( হতাশ হয়ে )

তুলি : স্যার আমি বুঝতে পারিনি, আর আমিতো ভেবেছিলাম,,, ( করুণ দৃষ্টিতে )

শান্ত : জানি বলতে হবেনা। তারপর তোমাকে চড় মারার পর তুমি যে পালিয়েছো তোমাকে আর খুজে পাইনি। কয়েক মাস আগে নেহা ভাবি ভার্সিটি থেকে কিছু দিন ছুটি নিয়ে যাওয়ার সময় তোমাদের সবার সাথে একটা pic তুলেছিলো। সেটা আমাকে send করে তখন তোমাকে খুজে পেয়েছি, বিশ্বাস করো মনে হয়েছে দেহের মধ্যে প্রাণ ফিরে পেয়েছি। তুলি জীবনটা অনেক বৈচিত্র্যময়, পৃথিবীতে সবাই এক হয় না, কেউ শান্ত প্রকৃতির হয়। কারো মাঝে রাগ জেদ একটু বেশি থাকে। তাই বলে সে মানুষটা যে খারাপ তাতো নয়।

তুলি : স্যার আমাকে একটু ছাড়বেন?

শান্ত : কি হয়েছে?

তুলি : আমাকে কেউ এভাবে জড়িয়ে ধরলে আমার ঘুম আসেনা।

শান্ত : আমি যে তোমাকে এতক্ষণ কথাগুলো বলছি তোমার কি সেদিকে কোন লক্ষ নেই? তুমি ঘুম নিয়ে ব্যস্ত ( ভ্রু কুচকে )

তুলি : কথাগুলো শুনছি কিন্তু আমার খুব ঘুম আসছে ( করুণ গলায় )

শান্ত : তুমি কি কোন কথা seriously নিতে পারোনা? ( রেগে গিয়ে )

তুলি : বলেন শুনছি ( বিরক্তি নিয়ে )

শান্ত : তোমার শুনতে হবেনা, তুমি ঘুমাও

— রেগে তুলিকে ছেড়ে দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পরলো। সকালে উঠে তুলির সাথে কোন কথা বলেনি, নাস্তা না করে ভার্সিটিতে চলে গেছে। আজ তাদের কে না নিয়েই চলে গেছে, তুলি নদীও ভার্সিটিতে চলে এসেছে,,,
রানা : আজকে আমাদের কথার রানি এতো চুপচাপ কেন?
রেশমা : কিরে ওর চেহারার বারোটা বেজে আছে কেন? ( নদীকে উদ্দেশ্য করে )
নদী : ওকে জিঙ্গাসা কর।
রবিন : আমাকে বল কি হয়েছে?
তুলি : কিছুনা
রেশমা : কিছুতো একটা হয়েছে,,,
তুলি : কি আর হবে,, ঐ আফ্রিকান গন্ডারটা আমার সাথে রাগ করে কথা বলেনা। সকালে নাস্তাও করেনি, বজ্জাতের হাড্ডি রাগ আর ধমক ছাড়া মনে হয় কিছু শিক্ষে নাই। আর আমি কইতুরির মতো সব সয্য করছি ( কাঁদোকাঁদো গলায় )
রানা : কইতুরি এটা আবার কি?
তুলি : তোর মতো অমূর্খ কিভাবে জানবে ( রেগে গিয়ে )
রবিন : অমূর্খ ( অবাক হয়ে )
রেশমা : এই তোরা এগুলো বাদদে তো এটা নতুন কিছুনা,, তুলি তুই তাহলে তোর #Devil_Teacher ভালবেসে ফেললি
তুলি : আমি কেন ঐ ইংরেজটাকে ভালবাসতে যাবো!
নদী : ভাইয়াকে আবার ইংরেজ বানিয়ে দিলি?
তুলি : দেখিস না ইংরেজদের মতো ফর্সা
নদী : ওহহ,,
রেশমা : এই তোর আর স্যারের love story টা বলনা।
তুলি : love story থাকলেই তো বলবো
রেশমা : তোর সাথে স্যারের কিভাবে পরিচয়? তুই যে বললি স্যার তোকে থাপ্পড় দিছে, কেন দিছে এটাও বললি না।
তুলি : শুন তাহলে,

— ৩ বছর আগে আমার খালাতো বোন মিলি আপ্পির বিয়েতে রাজশাহী গিয়েছিলাম। তখন হলুদের মধ্যে ঐ devil টার সাথে দেখা হয়, আগে থেকেই অনেক handsome ছিলো। প্রথম দেখে ক্রাশ খাইছি, তাই মুক্তা ( মিলির ছোট বোন ) আপ্পিকে জিঙ্গাসা করলাম,,,

( ৩ বছর আগে )
তুলি : আপ্পি ছেলেটা কে?
মুক্তা : কোনটা এখানে তো অনেক ছেলে আছে?
তুলি : ঐযে ছেলেটা দাড়িয়ে আছে ( অবশ্য devil এর সাথে একটা ছেলে ছিলো )
মুক্তা : তোর হবু দুলাভাই ( মুচকি হেসে চলে গেলো )
— আমি ভাবলাম ছেলেটা মুক্তা আপ্পির boyfriend তাই পরিচিত হয়ে নেই। আমি যাওয়ার আগে দেখি ওনি নিজেই আমার কাছে এসে বলল,,,

শান্ত : hi আমি শান্ত
তুলি : আমি আপনার শালিকা ( এক গাল হেসে )
শান্ত : what! ( ভ্রু কুচকে )
তুলি : আমার নাম তুলি
শান্ত : nice name…. আপনার নামটা আপনার মতো কিউট
তুলি : ধন্যবাদ,,,

— এভাবে অনেক কথা হয় দুজনের মাঝে, বিয়ের দিনটা লাল বাদরটার সাথেই ছিলাম, সারাদিন অনেক দুষ্টামি করছি। বোনের জামাই হবে বলে কথা, কত গল্প জোড়ে দিছি ওনার সাথে। পরের দিন বৌভাত অনুষ্ঠানে যখন আমি মিলি আপ্পির শশুড় বাড়ি যাই,,,

চলবে,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে