Devil Teacher Part-07 | Bangla love story

0
5570

??Devil_Teacher??

?? রং তুলি ??

part – 7

— আমি এখন কি করি? Devil আসার আগে আমি বরং এই বাড়ি থেকে পালিয়ে যাই। আমি রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে বাড়ির মেইন ডোরের দিকে এগিয়ে যখনি দরজা খুলতে যাবো, তখনি কেউ আমার হাত ধরে ফেললো ফিরে তাকাতেই কলিজার পানি সব শুকিয়ে গেছে। devil আমার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু না বলে হাত ধরে টেনে রুমে নিয়ে গেলো। আমাকে বিছানায় বসিয়ে খাবারের প্লেট হাতে নিয়ে আমার সামনে বসে পরলো। আমি ভয়ে বললাম,,,
তুলি : স্যার আমি সুমাইয়াকে মিস করছিলাম, তাই
শান্ত : হা করো ( এক লুকমা এগিয়ে দিয়ে)
তুলি : স্যার আমার ভুল হয়েগেছে, আমি আর কখনো এমন করবো না। ( কাঁদোকাঁদো গলায়)
শান্ত : আমি বলছি হা করো ( স্বাভাবিক গলায়)
— আমি আসলেই বোকা, devil টা হয়তো বুঝতে পারেনি আমি যে পালাতে চেয়েছি, এখন নিজের পায়ে নিজেই কুড়াল মারতে গেছিলাম। যাক বাবা বেচে গেছি, আমি খাবারের প্লেটে তাকাতেই মাথা ঘুরানোর অবস্থা,,,
তুলি : এতো খাবার কার জন্য?
শান্ত : তোমার জন্য
তুলি : আমাকে কি আপনার গরু মনে হয় নাকি? এতো খাবার আমি খাবো
শান্ত : না খেয়ে দিন দিন যা ফিগার বানাচ্ছো, তোমার থেকে তো সুমাইয়াকে বড় দেখা যায়।
তুলি : তাহলে বিয়েটা সুমাইয়াকে করতেন, আমাকে করছেন কেন?
শান্ত : সুমাইয়া আমার ছোট বোন নদীর মতো ( রাগি গলায়)
তুলি : আমিও তো নদীর বান্ধবী আপনার ছোট বোনের মতো ( বলেই জ্বিব্বায় কামড় দিলাম )
— ওনি কিছু বলছেনা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় চোখ দিয়েই শেষ করে দিবে। ভয়ে ওনার হাত থেকে প্লেটটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম, ওনি এখনো তাকিয়ে আছে। ওনার ভয়ে এক প্লেট খাবার কখন যে শেষ করে ফেলেছি বুঝতে পারিনি। খাওয়া শেষে ভদ্র মেয়ের মতো বিছানায় শুয়ে ঘুমের ভান ধরে আছি, ভয়ে ঘুমও আসছেনা। অনেকক্ষণ চোখ বন্ধ করে আছি, একটা চোখ হালকা মেলে দেখি ওনি এখনো আগের অবস্থায়, মনে হয় আমাকে কিভাবে মারবে সেই প্লেন করছে। ভয়ে আমার কলিজা শুকিয়ে আবারো পানির পিপাসা পেয়েছে, এখন উঠার কোন উপায় নাই, কি করি এখন?

শান্ত : এই নাও পানি ( এক গ্লাস পানি এগিয়ে দিয়ে)
তুলি :….. ( এখনো ঘুমের ভান ধরে আছে)
শান্ত : আমি জানি তুমি এখনো ঘুমাওনি, বৃথা চেষ্টা করে লাভ নেই
তুলি : স্যার আসলে,,,, ( চোখ মেলে)
শান্ত : পানি ( গ্লাসটা এগিয়ে দিয়ে)
— ওনার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিলাম,,,
শান্ত : তুমি আজ রাত নিশ্চিতে ঘুমাতে পারো আমি কিছু করবো না। তুমি ভেবোনা যে আমি বুঝতে পারিনি তুমি পালানোর চেষ্টা করছিলে, আর একটা কথা,, তুমি যথেষ্ট adult কখন কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা তোমার জানা থাকা দরকার। আজ আমাদের বিয়ের প্রথম রাত শুধুমাত্র আজকের জন্য তোমাকে কিছু করছিনা ( বলেই বিছানায় শুয়ে পরলো)
তুলি : স্যার আমি নদীর রুমে চলে যাই, আমার এখানে ঘুম আসবেনা।
শান্ত : তুলি আমি অনেক কষ্টে নিজেকে control করে রেখেছি। আর একটা কথা যদি তোমার মুখে শুনি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, তাই চুপ করে শুয়ে পরো। ( রাগি গলায়)

— চুপ করে শুয়ে পরলাম, একটা কথা মাথায় আসেনা আমাকে নিয়ে ওনার এতো সমস্যা হলে বিয়ে করার কি দরকার ছিলো? অযথা আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিচ্ছে। ইচ্ছে করছে কান্না করতে, ভাবতে ভাবতে ঘুমিয়ে পরেছি,,,
শান্ত : তুলি উঠো
তুলি : মামনি আর একটু ( ঘুমঘুম গলায়)
শান্ত : তুলি উঠো বলছি ( খুব জোরে ধমক দিয়ে )
তুলি : মামনি devil ( ঘুম থেকে লাফ দিয়ে উঠে )
শান্ত : কি বললে? ( ভ্রু কুচকে )
তুলি : কই কিছুনা
শান্ত : ৫ মিনিটের মধ্যে তৈরি হয়ে নাস্তার টেবিলে আসো।
তুলি : এতো সকালে?
শান্ত : কালকে থেকে আরো সকালে উঠবে, এখন তাড়াতাড়ি আসো ( বলে চলে গেলো)

— আজ বৌভাত অনুষ্ঠান, তুলিকে খয়েরি মধ্যে গোল্ডেন রঙ্গের একটা লেহেঙ্গা সাথে হালকা গয়না পরানো হয়েছে। হালকা সাজে তুলিকে অপ্সরীর মতো লাগছে, তুলিকে বসার ঘরে নিয়ে শান্তর পাশে বসানো হয়েছে। শান্ত তুলির দিকে অপলক তাকিয়ে আছে, তুলিকে আজ প্রথম দিনের ছোট্ট পরির মতো লাগছে, যখন শান্ত তাকে প্রথম দেখে। আজ এতটা অপরূপা লাগছে ইচ্ছে করছে ভালবাসার পরশে একটু ছুয়ে দিতে, কিন্তু সবার সামনে সেটা সম্ভব না। তুলির সব বন্ধুরা এসেছে, তাদের দেখে তুলি উঠে তাদের সাথে কথা বলতে চলে গেলো,,,
তুলি : এই তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে ( রানাকে উদ্দেশ্য করে)
রানা : আমি আবার কি করলাম? ( অবাক হয়ে)
তুলি : তুই আমাকে সেদিন অভিশাপ দিয়েছিলি আমার husband একটা devil পরবে। তোর কারনে আজকে আমার কপালে এই devil টা জুটলো ( কাঁদোকাঁদো গলায়)
রেশমা : ইসসস তুলি তোর জায়গায় যদি আমি থাকতাম। তোর কপালটা কতো ভালো
তুলি : আমার কপাল ভালো? ইচ্ছে করছে ঐ জিরাফটার গলায় তোকে ঝুলিয়ে দেই ( রেগে গিয়ে )
রবিন : devil থেকে আমার জিরাফ বানিয়ে দিলি?
তুলি : দেখিস না জিরাফের মতো লম্বা।
নদী : এই ভাইয়াকে নিয়ে তোর সবসময় এতো এলার্জি কেন?
তুলি : তুইতো কথাই বলবিনা, তুই আমার সাথে চিটিং করছিস, আমাকে ভাবি বানিয়ে এনেছিস না? তোকে একটা হনুমানের গলায় ঝুলিয়ে দিবো। কালো বাদর দেখে বিয়ে দিবো তোর কারনে ঐ devil টা আমার জীবন তেজপাতা বানিয়ে দিচ্ছে, ঐ বজ্জাতটার কারনে,,,
রানা : তুলি চুপ কর।
তুলি : চুপ করবো কেন? ঐ বজ্জাত devil টার কারনে আমি শেষ হয়ে যাচ্ছি
রেশমা : তানিশা চুপ কর please…
তুলি : কিসের চুপ, তোর প্রাণপ্রিয় স্যার এই জন্য? ঐ বজ্জাত devil teacher টাকে ইচ্ছে করে কুপিয়ে কিমা কিমা বানাই, কথায় কথায় শুধু ধমক দেয়। বজ্জাতের হাড্ডি, এনাকন্ডা, লাল বাদর টাকে কবে যে,,, ( সবাই চলে যাচ্ছে ) এই আমি তোদের সাথে কথা বলছি, তোরা কোথায় যাচ্ছিস?

— সবাই চলে গেলো, আমি পেছনে ফিরতেই দেখি devil আমার দিকে তাকিয়ে আছে। এখন বুঝতে পারছি ওরা কেন আমাকে চুপ করতে বলছে, আমি এখন শেষ। যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে এখনি আমার বারোটা বাজিয়ে দিবে, এখন কি করবো?

চলবে,,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে