??Devil_Teacher??
??রং তুলি ??
part – 2
— তুলি হঠাৎ senseless হয়ে যাওয়ায় class এর সবাই কিছুটা অবাক হয়। নদী, রেশমা তুলিকে চেয়ারে বসিয়ে মুখে হালকা পানি ছিটিয়ে দিলো, তুলির হুস ফিরতেই শান্ত বলল,,,
শান্ত : are you ok?
তুলি : হুম ( মাথা নিচু করে)
শান্ত : আমি তো জানতাম তুমি অনেক সাহসী, কিন্তু,,, ( মুচকি হাসি দিয়ে class করানো শুরু করলো)
নদী : তুই হঠাৎ senseless হয়ে গেলি কেন? ( তুলি মাথা নিচু করে আছে)
রেশমা : স্যার কি তোকে চিনে?
তুলি : জানিনা ( বিরক্তি নিয়ে)
রেশমা : তার মানে তুই চিনিস?
নদী : এই তুই কখন থেকে স্যার স্যার করছিস কেন?
রেশমা : তাতে তোর সমস্যা কি?
নদী : তুই যেভাবে স্যার স্যার করছিস আমার তো মনে হয় জীবনে ছেলে দেখিস নি।
রেশমা : দেখিনি তাতে তোর কি? ওনি তোর বড় ভাইয়ের মতো।
নদী : আমি কখন বললাম ভাই না, আমার বড় ভাই মানে তোর বড় ভাই।
রেশমা : খবরদার আমার ভাই বললে ( রেগে)
তুলি : তোরা থামবি ( রেগে গিয়ে)
নদী : দেখছিস না ঐ লুচুটা কি করছে
রেশমা : কি!
তুলি : আরে তুইতো জন্ম থেকে লুচু নাইজেরিয়ান হোক আর আফ্রিকার গন্ডার তোর কাছে সব ভাললাগে
রেশমা : তুই এমনটা বলতে পারলি ( কাঁদোকাঁদো গলায়)
তুলি : হয়েছে ন্যাকা কন্না করতে হবেনা
— তুলি class শেষ করে বাসায় ফিরে চিন্তায় বিভোর হয়ে আছে, শান্ত কি তাকে চিনতে পেরেছে। পরদিন class শেষে শান্ত বলল,,,
শান্ত : মিস তুলি যাওয়ার সময় আমার সাথে দেখা করবেন
তুলি : হুম
— তুলি ভয়ে ভয়ে শান্তর সাথে দেখা করতে যায়,,,,
তুলি : may I coming sir
শান্ত : হুম, আপনাকে কিছু জানানোর ছিলো
— তুলি ভাবছে তার মানে স্যার আমাকে চিনে ফেলেছে, এখন আমাকে varsity থেকে বের করে দিবে এটা জানাতে চাইছে, কিছু একটা করতে হবে,,,
তুলি : স্যার আমি খুব গরিব ঘরের মেয়ে ( কাঁদোকাঁদো গলা)
“এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন
শান্ত : what!
তুলি : জ্বি স্যার, বাবা ব্যাংকের দারোয়ান, মা গ্রামে মজুমদার বাড়িতে কাজ করে, মা বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে। এখন যদি আপনি আমাকে varsity থেকে বের করে দেন আমি কোথায় যাবো? কোথায় যাবো, কি করবো? please আমাকে মাফ করে দেন, আমাকে বের করবেনা না ( ন্যাকা কান্না করতে করতে)
শান্ত : আপনাকে কে বের করছে ( অবার হয়ে)
তুলি : তাহলে! কি জানাতে ডেকেছেন? ( কিছুটা বোকা হয়ে)
শান্ত : এই chapter সবগুলো math solve করে আনবেন
তুলি : স্যার এতগুলো একদিনে কি করে possible
শান্ত : I don’t know… কালকের মধ্যে সবগুলো চাই
তুলি : ok ( বলে বেরিয়ে যাওয়ার সময়)
শান্ত : wait a minute….
তুলি : জ্বি স্যার
শান্ত : আপনার বাবা ব্যাংকের ম্যানেজার জব ছেড়ে দারোয়ান হলো কবে, আর আপনাদের এতবড় ফ্লাট বাড়ি থাকতে মা জমিদার বাড়ি কাজ করে কেন? ( আগুনে দৃষ্টিতে তাকিয়ে আছে)
তুলি :…. ( চুপ করে দাড়িয়ে আছে আর ভাবছে, স্যার আমার সম্পর্কে সব জানে এখন তো আমি শেষ)
শান্ত : ans me… ( জোড়ে টেবিলে বারি দিয়ে)
তুলি : স্যার আমার না রেশমার পরিবার ( কাঁপা কাঁপা গলায় )
শান্ত : আমাকে কি তোমার জোকার মনে হয়
তুলি : না স্যার আপনি তো মহান মানুষ কেউ একটা দিয়ে তাকে দুইটা ফিরত দেন ( বলে নিজের মুখ চেপে ধরলো)
শান্ত : আমি মহান! ( রেগে)
তুলি : না স্যার Devil
শান্ত : কি? ( তুলির কাছে এগিয়ে এসে)
তুলি : না মানে আমি Devil ( তুলি পিছিয়ে দেয়ালের সাথে মিশে গেছে)
শান্ত : তুমি Devil ( তুলির কাছে গিয়ে এক হাত দেয়ালে রেখে)
তুলি : না মানে,,, ( কিছু বলার আগে এক দৌড়ে বন্ধুদের কাছে)
নদী : কিরে তোর এই অবস্থা কেন?
তুলি : আমার varsity life শেষ হয়েগেছে রে,
রানা : কেন?
তুলি : নাইজেরিয়ান বজ্জাত ছেলে তোর কারনে ( রেগে)
রানা : আমি আবার কি করলাম
তুলি : তুই কালকে আমাকে অভিশাপ দিয়েছিলি, আমার life devil আসবে এখন আমি শেষ ( কান্না করতে করতে)
রেশমা : কিন্তু devil টা কে?
তুলি : তোর প্রাণ প্রিয় স্যার ( বলে বাসায় চলে গেলো)
— সারারাত না ঘুমিয়ে সবগুলো math solve করে সকাল ৪ টায় ঘুমিয়েছে। সকালে মোবাইলের রিংটোনে ঘুম ভেঙ্গে গেলো মোবাইটা হাতে নিয়ে দেখে unknown number মেজাজ খারাপ হয়েগেলো, রিসিভ করেই,,,
তুলি : এই কোন ফাজিল রে, সকাল সকাল আমার ঘুমের বারোটা বাজিয়েছিস ( ঘুম ঘুম চোখে)
শান্ত : এটা তোমার ব্যাবহার, varsity তে আসো তারপর তোমার বারোটা বাজাবো
তুলি : ককককে ( কাঁপা কাঁপা গলায়)
শান্ত : Devil Teacher….
চলবে,,,,