আমার বুড়ো part : 5

0
2894

আমার বুড়ো part : 5

লেখিকা সুরিয়া মিম

!
বুড়ো টা ভদ্র সভ্য ভালো একজন মানুষ,
…..
কিন্তু আমি কি করলাম?
শেষমেশ এই বুড়োর বুকে ঠাই হলো আমার?
….
ইসসস আমি এই লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা,
ওনা কে দেখাবো কি করে?
……
আমি তো বুড়ো টাকে ইচ্ছে করে খামচে ধরিনি?
…..
জানি না বুড়ো টাকি ভাবছে আমাকে নিয়ে?

এতদিনে বুঝলাম মেয়ে আমার কেন?
চব্বিশঘণ্টার আঠারো ঘন্টা মায়ের কোলের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়,
.. ….
উনি আসলেই এতো টাই কিউট,
আর বাচ্চা যে ঘুমিয়ে ঘুমিয়ে ও ওনাকে বাচ্চার মতো লাগে,
..
আপনি আমার কোমর থেকে হাত টা সরালে ভালো হয়,
….
হ্যা সরাচ্ছি,
….
তারপর উনি কোমর থেকে হাত সরিয়ে নেয়,
আমি মেয়ে কে ডেকে তুলে ধরে ধরে ওকে ওর রুমে গিয়ে শোয়াই,
….
কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে বুড়ো টার রুমে গিয়ে দেখি উনি ওখানে নেই,

তাই কিচেনে গিয়ে ওনার জন্যে কফি বানিয়ে নিয়ে ছাদে গিয়ে দেখি,
…..
মেয়ে ওনা কে জড়িয়ে কাঁদছে আর বলছে,
..
বাবা তুমি মা কে বিয়ে করে নাও না বাবা,
যদি মায়ের ছেলেমেয়েরা এসে মা কে থেকে কেড়ে নিয়ে চলে যায় তখন?
…..
বাবা আমি মা কে অনেক ভালোবাসি বাবা,
তোমার জন্যে না হয় আমার জন্যে তুমি মা কে বিয়ে করে নাও,
…..
মা তোমার মায়ের স্বামী সংসার আছে উনি কেন আমাকে বিয়ে করবে বলো?
উনি তো ওনার স্বামী সন্তান কে এতকিছুর পরে ও অনেক ভালোবাসেন.
……
উনি আমাদের কাছে আছেন,
আমাদের খেয়াল রাখছেন এটাই তো আমাদের জন্যে অনেক এর থেকে বেশি কিছু আমাদের ওনার থেকে আশাকরা উচিত নয় মা তুমি সেটা বোঝার চেষ্টা করো,
….
আমি বুঝি কিন্তু আমার মা কে চাই মানে মাই চাই,
……
বাবা মেয়ের কথা শুনে বুক টা চিনচিন করে ওঠে আমার,
…..
আমি যাদের এতো ভালোবেসেছি তারা আমাকে রাস্তায় ফেলে গেছে,

যাদের আমি চিনি না তারা আমাকে রাস্তা থেকে তুলে রাজ প্রাসাদে ঠাই দিয়েছে,
…..
আমি কি পারিনা আমার মেয়ে টাকে ও বুড়ো কে সারাজীবনের জন্যে আপন করে নিজের কাছে আগলে রাখতে?
…..
আমি কি পারিনা?
হ্যা আমি পাড়ি অবশ্যই পারি,
উনি পারলে আমি ও পারবো,
…..
মা তুমি কাঁদছ কেন?
……
কোই কিছুনা তো এমনি?
…..
এমনি কেন?
তুমি ও কাঁদছ তোমার বাবা ও কাঁদছে কেন মা?

তখন মেয়ে আমাকে জড়িয়ে ধরে বলে,
….
মা তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো?
….
না মা কোথায় যাবো আমি আমার মেয়ে কে ছেড়ে?
..
কেন তোমার বাচ্চাকাচ্চা গুলো কাছে,
…..
যাবো না আমি ওদের কাছে কখনওই ফিরে যাবো না মা,
….
তাহলে তুমি বাবা কে বিয়ে করে সবসময় আমার মা হয়ে থাকবে মা?
….
রুহানি,
….
আপনি মেয়ে কে বকছেন কেন?
..
ওই?
……
কি ওই?
জান গিয়ে বিয়ের ব্যবস্থা করুন,
আমার মেয়ে যেটা চাইছে সেটাই হবে,
….
তারপর আমি মেয়ে কে নিয়ে রুমে চলে যাই,
….
পরেরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়ে আমার পাশে নেই,
..
আমি শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেড়তেই দেখি,
..
রুহানি ওর বন্ধুদের সাথে গায়ে হলুদের সাড়ি ও বেলি ফুলের ওর্নামেন্টস বানিয়ে নিয়ে এসেছে,

কি হলো মা?
এতক্ষণ কোথায় ছিলে?
…..
বারে আমার বাবা মায়ের বিয়ে বলে কথা আমি কি বসে থাকবো নাকি হুমম,
….
আসো তো মা তোমাকে গায়ে হলুদের জন্যে সাজিয়ে দেই,

বুড়োবুড়ির বিয়ে তাতে আবার গায়ে হলুদ?

হ্যা মা হবে তারপর ওরা আমাকে গায়ে হলুদের জন্যে সাজিয়ে নিচে নিয়ে যায়,
….
নিচে গিয়ে দেখি পুরো বাড়ি লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে,
আর বুড়ো টা তার বন্ধুূদের সাথে দাঁড়িয়ে হাসাহাসি করছে,
….
হয় তো বুড়ো ভাবছেন আমি ওনাকে ওনার পয়সা প্রপার্টির জন্যে বিয়ে করতে রাজি হয়েছি,
..
কিন্তু সত্যি হলো এটাই আমি আমার মেয়ে টাকে আমি অসম্ভব ভালোবেসে ফেলেছি,
তাই রাজি হয়েছি,

ওনার পয়সা প্রপার্টির প্রতি একটু ও লোভ নেই আমার,
…..
ইসসসস এই বুড়ি টাকে আজকে এতো সুন্দর লাগছে কেন?
……
জোয়ান পোলাপানের মতো বুড়ি টাকে ঘুরে ঘুরে দেখছি,

আরে দেখবো ওই তো বিয়ে করছি বলে কথা,
আমার বুড়ি বৌ হি হি হি,
চলবে,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে