আমাড় বুড়োpart : 10

0
2526

আমাড় বুড়োpart : 10

লেখিকা সুরিয়া মিম

!
বলির পাঠা যেন কোথাকার হি হি হি,
..
কি হলো আম্মু যাও?
যাকে দেখে প্রেমে পরবো তাকে গিয়ে নিয়ে আসো,
. …
আঙ্কল আপনার প্রেমে পরার এতো শখ?

প্রেমিক পুরুষ কিনা,
তাই তো প্রেমে পরি,
….
তাহলে আমি গিয়ে আমার মাকে নিয়ে আসি কেমন?

হ্যা আম্মু যাও,
..
মা মা মা?

কি হয়েছে মা?
….
ওই লুচ্চাটা নাকি প্রেমিক পুরুষ আর ও তোমার প্রেমে পড়তে চায়,
হি হি হি,
….
হা হা হা,
….
মা লেট’স গো,
……
হ্যা সোনা মা চলো,
….
এক্সকিউজ মি লেডিজ অ্যান্ড জেন্টলম্যান মিট মাই ওয়ার্ল্ড, মাই ওয়াইফ মিশকা রুহান চৌধুরি,
……
চিরো চেনা নাম টা শুনে খান সাহেবের বুক টা কিছুক্ষণের জন্যে কেঁপে ওঠে,
সাথে সাথে নজর তুলে সিরি দিকে তাকা তেই থমকে যায় তিনি,
…..
সে যেন তার চোখ দুটো কে বিশ্বাস করতে পারছেনা,
তার ওপরে চোখ দুটো তার জলে টলটল করছে,
….
এসব কি দেখছি আমি?
….
আমার মিশু এখন অন্য কারো?
মিশু তুমি তো আমার সন্তানের মা,
মানছি আমি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি,
…..
তাই বলে তুমি তোমার মনে আমার জায়গা টা অন্য কাও কে দিয়ে দিলে,
….
তার আগে তোমার এই বুড়ো টার কথা একটু ও মনে পরেনি তাই না?
…..
তোমার সন্তানের বাবা আমি,
তোমার কি একটু ও এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কাটানো সুখের মুহূর্তের কথা মনে পরেনি?
…..
কিরে ভাই?
ভাবি ভাবি করে আমার মাথা খাচ্ছিলি এখন ভাবি কে দেখে পছন্দ হয়নি নাকি?
….
কি হলো আঙ্কল তুমি নাকি প্রেমিক পুরুষ?
আমার মায়ের নাকি প্রেমে পরবে?
…..
প্রেমে তো আমি চল্লিশ বছর আগে পরেছি,
…..
ও.এম.জি তাই আঙ্কল,

ওহহহ মা ইনি হলেন বাবার বেষ্ট ফ্রেন্ড ইমান খান,

আসসালামু ওয়ালাইকুম মিষ্টার খান,
আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন?
.
বসবো পরে আগে রুহানের সাথে কিছু কথা আছে আমার,

তখনি হঠাৎ আমার ছোটো ছেলে ইয়াদ ওনাকে টেনে নিয়ে যায়,
….
তুমি আমাকে নিয়ে চলে আসলে কেন?

আব্বু তুমি যদি ভুলে ও তোমার মুখ খুলো আমার মা মাকে নিয়ে কিছু বলো,
তাহলে আমাদের থেকে খারাপ কিছু হবেনা বলে দিলাম আমরা,

শুধু মাএ তোমার জন্যে আমরা মায়ের কথা বিশ্বাস না করে, মা কে যা নয় তা বলে অপমান করেছি,
..
মা তো আমাদের তার কষ্ট টা আমরা বোঝার চেষ্টা করিনি,
তুমি ও করনি,
….
এখন মা যদি রুহান আঙ্কলের সাথে খুশি থাকে থাকবে আমরা কেউ তার খুশি তে কুনজর দিবো না তুমি ও দিবে না,
….
তুমি যদি মায়ের কোনো ভাবে ক্ষতি করার চেষ্টা করো আমরা ভুলে যাবো তুমি আমাদের বাবা,

মেয়ের বয়সী মেয়ে কে বিয়ে করে ঘরে তোলার আগে তুমি বুঝি তোমার মেয়ে কে ভুলে গেছিলে তাই না,
বাবা তুমি তো মা কে ভালোবাসতে তাহলে জঘন্য একটা কাজ করলে কি করে?
তোমার জামাই ও আমাকে এগুলো নিয়ে কথা শোনায় তুমি জানো?
..
তোমার জন্যে আমাদের মা কে আমরা মা বলে ডাকার অধিকার হাড়িয়ে ফলেছি,
….
ওই রুহান আঙ্কলের মেয়ে টা আমাদের মা কে মা মা করতে করতে পাগল করে দেয়,
আমাদের মা আমরা মা ডাকলে ও মা সেটা কানে তোলে না,
এমন ভাব করে যেন আমাদের কখনো দেখে নি,

আমাদের কি এটা প্রাপ্য ছিল তুমি বলো?
পাপ করেছ তুমি সাফার করছি আমরা,
….
ছেলেমেয়ের প্রশ্নের উওর দিতে না পেরে নিঃশব্দে চোখেরজল জল ফেলতে থাকে খান সাহেব,
….
কি হলো ছেলেমেয়ে তোকে অনুষ্ঠান থেকে ধরে এখানে নিয়ে এলো কেন?
..
অনুষ্ঠান তো চলছে,
….
হ্যা আঙ্কল আপনি ওনা কে নিয়ে জান আমরা আসছি,

ইমান তুমি এতক্ষণ কোথায় ছিলে চলো আমরা যে গিফট টা এনেছি সেটা দিতে হবে না হুমম?

আমি পারবোনা তুমি গিয়ে দিয়ে আসো,
….
কেনরে বুড়া?
….
তুমি এ কেমন ভাষা ব্যবহার করছ?
. …
ভাষা জ্ঞান আমাকে শেখাতে আসিস না বুড়ো,
সবাই সবার স্বামী কে নিয়ে যাচ্ছে,
তুই ও আমাকে নিয়ে যাবি,
….
ইসসস,
ইমান আঙ্কল ও আন্টির প্রেম দেখে লজ্জা করছে আমার,
হা হা হা
..
আরে আঙ্কল আন্টি আপনারা এখানে ওখানে সবাই আপনাদের খুজে বেড়াচ্ছে আফটার অল আজকে রিশেপসনের চিপ গেস্ট আপনারা তো তাই,
….
হ্যা আম্মু যাচ্ছি,
..
যাও না যাও আমার মা বাবা কে একসাথে কত সুন্দর লাগছে দেখে আসো গিয়ে,
…..
হি হি হি,

চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে