নীল আকাশের চাঁদনি পর্ব-০৫

0
2708

#নীল আকাশের চাঁদনি🌸❤
#লেখিকাঃ নাবিলা আহমেদ রোজ
#পর্ব- ৫

চাঁদনির দিকে আকাশ আর নীল দুজনেই তাকিয়ে আছে। আকাশ তাকিয়ে থেকে মনে, মনে বললো।”

—-” আই থিংক আই লাভ হার,

এদিকে নীলও মুচকি হেসে মনে, মনে বললো।”

—-” আই থিংক আই লাইক হার,

চাঁদনি আকাশকে দেখে এগিয়ে এসে বললো।”

—-” হাই,

আকাশ হেসে বললো।”

—-” হ্যালো,

নীল এখনো তাকিয়ে আছে। চাঁদনি আকাশের সাথে কথা বলছে। এতক্ষণ পর খেয়াল করলো নীল ওর দিকে তাকিয়ে আছে। চাঁদনি এটা দেখে ভ্রু কুঁচকে বললো।”

—-” এভাবে তাকিয়ে আছেন কেন?”

নীল চোখ নামিয়ে বললো,

—-” আমি আর তোমার দিকে তাকিয়ে থাকবো?”

চাঁদনি কপাল কুঁচকে বললো।”

—-” এতক্ষণ তো ছিলেন,

নীল অন্যদিকে তাকিয়ে বললো।”

—-” নোপ ছিলাম না,

চাঁদনি বিরক্তি নিয়ে বলে উঠলো।”

—-” মিথ্যুক,

বলে ওখান থেকে চলে গেলো। চাঁদনি যেতেই আকাশ নীলকে বললো।”

—-” সত্যিই তাকিয়ে ছিলি?”

নীল ভ্রু নাঁচিয়ে বললো,

—-” কেন বল তো?”

আকাশ আমতা, আমতা করে বললো।”

—-” না কিছুনা চল,

এরপর ওরা গিয়ে চেয়ারে বসলো। সবাই কোন না কোন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তাই সবাই গান বা নৃত্য করছে। এরমাঝে স্টেজে চাঁদনির নাম নিলো। চাঁদনি গানে নাম দিয়েছে। চাঁদনির নাম বলতেই চাঁদনি স্টেজে গেলো। স্টেজে গিয়ে একটু চুপ থেকে গান শুরু করলো।”

🎶আমার একলা আকাশ থমকে গেছে🎶
🎶রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালবেসে🎶
🎶আমার দিনগুলো সব রং চিনেছে🎶
🎶তোমার কাছে এসে, শুধু তোমায় ভালবেসে🎶

🎶তুমি চোখ মেল্লেই ফুল ফুটেছে আমার ছাদে এসে🎶
🎶ভোরের শিশির মুখ ছুঁয়ে যায় তোমায় ভালবেসে🎶

🎶আমার একলা আকাশ থমকে গেছে🎶
🎶রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালবেসে🎶

নীল আর আকাশ অবাক হয়ে গানটা শুনছে। নীল মনে, মনে তো বলেই উঠলো,

—-” এই ঝগড়ুটে রানী এত ভাল গান গায়?”

আকাশও মুচকি হেসে ভাবলো।”

—-” মাইন্ড ব্লোয়িং গান গায় তো চাঁদনি,

_____________

🎶আমার ক্লান্ত মন, ঘর খুজেছে যখন🎶
🎶আমি চাইতাম, পেতে চাইতাম🎶
🎶শুধু তোমার টেলিফোন🎶

🎶ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর🎶
🎶রোদ গাইতো, আমি ভাবতাম🎶
🎶তুমি কোথায়, কত দুর🎶

🎶আমার বেসুর গিটার সুর বেধেছে🎶
🎶তোমার কাছে এসে, শুধু তোমায় ভালবেসে🎶
🎶আমার একলা আকাশ চাঁদ চিনেছে🎶
🎶তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালবেসে🎶

চাঁদনি মুচকি হেসে আকাশের দিকে তাকালো।”

🎶অলস মেঘলা মন, আমার আবছা ঘরের কোন🎶
🎶চেয়ে রইতো, শুনতে চাইতো🎶
🎶তুমি আসবে আর কখন🎶

🎶শান্ত ঘুঘুর ডাক, ধুলোমাখা বইয়ের তাক🎶
🎶যেন বলছে বলে চলছে, থাক অপেক্ষাতেই থাক🎶
🎶আমার একলা আকাশ থমকে গেছে🎶
🎶রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালবেসে🎶

গান শেষে সবাই হাততালি দিতে লাগলো। চাঁদনি খুশি হয়ে স্টেজ থেকে নেমে এলো। আকাশ আর নীল একসাথে চাঁদনির কাছে এলো। দুজন একসাথেই বলে উঠলো,

—-” আমেজিং চাঁদনি।”

চাঁদনি হালকা হেসে আকাশের দিকে তাকিয়ে বললো,

—-” থ্যাংক ইউ।”

নীল ভ্রু কুঁচকে বললো,

—-” এই যে মেয়ে আমিও প্রশংসা করেছি।”

চাঁদনি মুখ বাঁকিয়ে বললো,

—-” তো আমি কি করবো?”

আকাশ বুঝলো ঝগড়া লাগবে। তাই নীলকে টেনে নিয়ে চলে গেলো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেলো। নীল আর আকাশ দুজনেই বুঝলো তারা চাঁদনিকে ভালবেসে ফেলেছে। কিন্তুু কারো কথা কেউ জানেনা। রাতে দুই ভাই ছাদে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় আকাশ বললো।”

—-” নীল আমি ভালবেসে ফেলেছি রে,

নীল হা করে বললো।”

—-” রিয়েলি?”

আকাশ মাথা চুলকে বললো,

—-” ইয়াপ।”

নীল গোল, গোল চোখ করে বললো,

—-” আমরা জন্ম নিয়েছি একসাথে। যা করেছি একসাথেই করেছি। এখন ভাল ও বাসলাম একসাথে।”

আকাশ বড় চোখ করে বললো,

—-” মানে?”

নীল মুচকি হেসে বললো।”

—-” আমিও একজনকে ভালবাসি,

আকাশ খুশি হয়ে বললো।”

—-” কাকে?”

নীল দাত কেলিয়ে বললো,

—-” আগে তুই বল।”

আকাশ একটু ভেবে বললো,

—-” ওকে দুজন একসাথে নাম বলবো। দেখি আমরা চিনি কি না? মানে তোর ভালবাসাকে আমি চিনি কি না? আর আমার ভালবাসাকে তুই চিনিস কি না?”

নীল মাথা নাড়িয়ে হ্যা বললো। দুজনেই ঠিক করলো এবার নাম বলবে। নীল কেবল বলবে তারআগেই আকাশ বলে উঠলো।”

—-” আই লাভ চাঁদনি,

নীল থমকে গিয়ে তাকিয়ে রইলো। এদিকে আকাশ চোখ বন্ধ করে বলছে।”

—-” ইয়েস নীল আমি চাঁদনিকে ভালবাসি। খুব বেশী ভালবেসে ফেলেছি ওকে। এখন তো মনে হয় আমি ওকে ছাড়া বাঁচবো না,

নীলের চোখ দিয়ে দু ফোটা পানি গড়িয়ে পড়লো। আকাশের মুখ দেখে বোঝা যাচ্ছে ও কত খুশি। নীল নিজেকে সামলে হেসে উঠলো। আকাশ চোখ খুলে বললো।”

—-” হাসছিস কেন?”

নীল একটা বড় শ্বাস ছেড়ে বললো,

—-” এটা অনেক ভাল কথা। বাট আমি কাউকে ভালবাসি না। মিথ্যে বলে নাম শুনলাম।”

আকাশ নীলকে ধরতে গেলে নীল দৌড়ে রুমে চলে এলো। রুমে এসে ধপ করে ফ্লোরে বসে পড়লো। এখন টপটপ করে ওর চোখ দিয়ে পানি পড়ছে। নীল চোখ মুছে কাঁপা, কাঁপা গলায় বললো,

—-” সব একসাথে করতাম দুই ভাই। এখন ভাল ও বাসলাম একসাথে। আর সেটাও কি না একজনকেই। আমি পারবো না আকাশকে এটা বলতে। আকাশ অনেক খুশী হয়েছে। আমি পারবো না ওর সুখ কেড়ে নিতে। একটা মেয়ের জন্য আমি নিজের ভাইকে কষ্ট দেবো না। কাউকে না জানিয়ে যেমন চাঁদনিকে ভালবেসেছি। ঠিক তেমন কাউকে না জানিয়ে আমার ভালবাসা আমার বুকে কবর দিয়ে দেবো।”

#চলবে…

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে