বঙ্গবন্ধু এমন একটি -নাম কলমে – সুদীপ্তা দে

0
526

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা :
বঙ্গবন্ধু এমন একটি নাম
কলমে – সুদীপ্তা দে

বঙ্গবন্ধু এমন একটি নাম,
যে নামে একদিন পুরো দেশ উঠেছিল জেগে।
বঙ্গবন্ধু এমন একটি নাম,
যে নাম শুনে ওই হানাদারেরা কেঁপে উঠেছিলো ভয়ে
বঙ্গবন্ধু এমন একটি নাম,
যে নামে হাজারো যোদ্ধার বন্দুক হতে বুলেট গিয়েছিল ছুটে।
. বঙ্গবন্ধু এমন একটি নাম,
যার বজ্রকন্ঠ মেঘের গর্জনকেও হার মানিয়েছিল শেষে।
বঙ্গবন্ধু এমন একটি নাম,
যে নামে বাংলার আকাশ বাতাস হয়েছিল উত্তাল।
বঙ্গবন্ধু এমন একটি নাম,
যে নামে জনসমুদ্র হয়েছিল মুক্তির নেশায় মাতাল।
বঙ্গবন্ধু এমন একটি নাম,
যে নামে বাংলার সূর্য ওঠে প্রতিদিন জেগে।
বঙ্গবন্ধু এমনই একটি শক্তিশালী নাম,
যিনি ছিলেন মোদের জাতির পিতা, এক মহাযোদ্ধার বেশে।
তাঁরই করণে পেয়েছি বাংলা, লাল সবুজের পতাকা,
পেয়েছি স্বাধীনতা, আর এই বাংলার মুক্ত হাওয়া।
তাই তোমাকে জানাই জাতির জনক সালাম হাজার হাজার,
প্রতিটি বাঙালির এই বুকে রইবে, তুমি পিতা মোদের সবার।।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে