নিদ্রাযাপনে স্বপ্নব্যাপনে – কলমে ::সৌরভ সিংহ

1
564

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

নিদ্রাযাপনে স্বপ্নব্যাপনে
কলমে ::সৌরভ সিংহ

দিবা কোলাহলে লোক কাজে মন হলাহলে,
কর্ণ কুহর সিঞ্চিত রব দাগে মনাহত হলে,
নিয়ত নিছক ভ্রান্তিকৃত মর্ম শ্রান্তি ভুলে,
মুদানো নয়নে গা ঢলাই শয্যা শয়ন কোলে।

ঘুমের দেশেতে খুন হই নিত্য গুম,
ভুলি বোধ ভোলানো ছন্দ তালের ধুম।

নিদ্রাদেশী স্বপ্নবেশী জুড়লো জীবন জোড়া,
সপাটে নেত্র খুলল কপাট পেল মর্মপীড়া।

নিত্য রাতে বেখেয়ালে বিনিদ্র যবে মন,
স্তব্ধ জেগে সংগোপনে নিজের কথা শুন।

স্মৃতিতে ভেসে অশ্রু সিক্ত বিনিদ্র রজনী,
সহসা ঘাত এলো ভেট দিলো প্রিয় সজনী।

দৃশ্য মধুর ক্রমশঃ লীন ক্ষীণ দুটি আঁখিতে!
কালশিটে কোটর গুনছে প্রহর প্রণয় ফাঁকিতে!

মানতে ঘুচাই আ৺ধার জ্বালিয়ে রমন প্রদীপ,
আসলে ফিরে প্রেম সম্ভার উদিবে “সৌরদীপ”।

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে