যৌতুক – লেখায়: নাইরাহ যিন নুরাইন উর্বি (শারমিন)

0
498

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা: যৌতুক
লেখায়: নাইরাহ যিন নুরাইন উর্বি (শারমিন)

সেজেগুজে বসে আছে
সুন্দরী রমণী,
পাত্রপক্ষ দেখতে তাকে
আসবে যে এখুনি।

দেখে তাকে মনে ধরে
পাত্রপক্ষ সকলের,
এইবার দরাদরি
শুরু হয় যৌতুকের।

ছেলের চাকরি সরকারি,
এমন চাকরিজীবী ছেলে পেতে
যৌতুক তো দরকার-ই।

তাই পাত্রপক্ষ চেয়ে বসে
চড়া করে দাম,
যৌতুকের পরিমাণ শুনে
পাত্রীর বাবার গাত্রে দেয় ঘাম।

পাত্রী বলে উঠে
আমি নই তো দোকানের পন্য,
তবে এখানে এতো দরাদরি
হচ্ছে কিসের জন্য?

পাত্রের মা পাত্রীর পানে
অগ্নি দৃষ্টিতে তাকায়,
এ মেয়ে ভারি অসভ্য
বড়দের মাঝে কথা বলে,
বলেই মুখটা বাঁকায়।

পাত্রীর ব্যবহারে মনক্ষুন্ন
পাত্রপক্ষ যায় চলে,
ওরে পোড়ামুখো, একি করলি!
পাত্রীর বাবা গর্জে উঠে বলে।

পাত্রী পিতা মাতাকে বলে
আপন মনে মনে,
তোমরাই যদি না থাক সনে,
তোমরাই যদি দিতে চাও যৌতুক,
তোমরাই যদি তোমাদের কষ্টে
ব্যথিত করতে চাও আমার বুক।
তবে করব কী আমি?
আমার কপালে কী আছে
তা তুমিই জান অন্তর্যামী।
আমি কি পাবো না কোনদিনই
নারী বলে সম্মান?
তবে কি ব্যর্থ যাবে
কাজী নজরুলের সাম্যের গান?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে