আযান – কলমেঃ নাফীছাহ_ইফফাত

0
522

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা_২০২০

কবিতাঃ আযান
কলমেঃ নাফীছাহ_ইফফাত

চারিদিকে ফুটছে আলো
বাজছে মধুর সুর,
আযানের ওই ধ্বনিতে
মনটা কুড়মুড়।

ঘুম থেকে জেগে ওঠে
যাবে চলো নামাজে,
নাহয় টেকা দায় হবে
তোমাদের এই সমাজে।

রাত জেগে চ্যাটিং করে
ভোরে ঘুমায় বেঘোরে,
তোমাদের এই কাজের দায়ে
শাস্তি পাবে সজোরে।

ফজরেরই স্নিগ্ধ আলোয়
হয় যখন আযান,
কেউবা তখন আপনমনে
বাদ্যযন্ত্র বাজান।

সময়মতো পড়লে নামাজ
মনটা রবে তাজা,
তা’নাহলে রবের কাছে
পেতে হবে সাজা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে